![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
বিছানার চাদরে প্রথম প্রণয়ের
স্মৃতি এখনো জমে আছে
নীরব সাক্ষী হয়ে।
একটি মধু চন্দ্রিমার রাত;
প্রথম প্রহর ছিলো শুধুই কথামালার,
তারপর এলো সেই উন্মাদ চেতনার
প্রথম ঘাঁত।
ঝরে গেলো কিছুটা প্রেম,
ধ্বসে গেলো নদীতে গড়া সেতু,
বন্যার প্লাবনে ভেসে গেলো বসতি,
ঝড়ের তাণ্ডবে মাতাল দম্পতি,
প্রথম অভিজ্ঞতা এক বিধুর
বিষম প্রণয়ের, ইতিহাস হলো দুটি জীবনে।
এখনো তবু বিছানার চাদরে সেই সে
প্রথম প্রণয়ের স্মৃতি জমে আছে
নীরব সাক্ষী হয়ে।
শেষ প্রহর এলো তবে চিরকালের
উচ্ছ্বাসে হাঁসা ইতিহাস হয়ে
দুটি জীবনের দ্বৈরথে মরমী চুম্বনের প্রভাতে।
এবার তবে দুজনের জিন বিশেষণে
গর্ভে ভ্রূণ হয়ে এলো
আরও এক আদম সন্তান জন্ম ক্ষণে;
লগ্ন এসে যায় কত যন্ত্রণার পরে,
কত বৃষ্টি ঝরে মাটির তৃপ্তি হয়ে,
তৃষ্ণা মেটে মাটির,
ঘাসের জন্ম হয় মা মাটির শরীরে;
আর সন্তান প্রসূত হয় মরমী মায়ের গর্ভ হতে।
বাবার আদরে, মায়ের শীতল পরশে
ধীরে ধীরে বয়স বৃদ্ধি হয় সন্তানের;
তবু – তবু
বিছানার চাদরে প্রথম প্রণয়ের
স্মৃতি জমে থাকে
নীরব সাক্ষী হয়ে।
০৯/০৩/২০১৩
একজন আরমানের জন্য সাজানো বাসর ঘর
বউ এর সন্ধানে একজন আরমান
আজ আমার খুব প্রিয় ব্লগার একজন আরমানের জন্মদিন। তাকে একবার একটি পোস্টে বলেছিলাম তার জন্মদিনে একটি কবিতা লিখে উপহার দিব। আজ তার এই শুভ জন্মদিনের ক্ষণে তাকে এই কবিতাটি লিখে উপহার দিলাম।
একজন আরমান দোয়া করি তোমার জীবনে তোমার ভালোবাসার মানুষটির সাথে যেন তোমার বিয়ে হয় এবং জন্ম হোক তোমাদের প্রণয়ের দ্বৈরথে ভবিষ্যতের আরও একজন ব্লগার এর।
------------------------------------------------------------------
আমার একটি পোস্টে একজন ব্লগার একটা মন্তব্য করেছিলেন এই কবিতার শিরোনামে। তাকে আমি বলেছিলাম যে তার করা মন্তব্যটিকে কাজে লাগিয়ে একটি কবিতা লিখব। লিখলাম এই কবিতাটি। আমি অবশ্য সেই ব্লগারের নাম প্রকাশ করছিনা কারন আমার ভাললাগা এবং এই কৃতজ্ঞতা বোধ আমার নিজের একান্ত ব্যক্তিগত।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সুজন ভাই। ভাল থাকবেন।
২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫
একজন আরমান বলেছেন:
ভাই ঋণ বাড়িয়ে দিচ্ছেন... :!> :!> :#>
তোমাদের প্রণয়ের দ্বৈরথে ভবিষ্যতের আরও একজন ব্লগার এর।
কেন ভাই শুধু একজন কেন?
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমিত একজন তাই কইলাম আর কি
৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬
স্বপনবাজ বলেছেন: শুভেচ্ছা একজন আরমান কে !
কান্ডারী ভাই কে ধন্যবাদ অসাধারণ পোষ্ট টির জন্য !
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
স্বপনবাজ ভাই ইদানীং আপনার পোস্টের জন্য খুব অস্থির সময় কাটে ।
৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪
বোকামন বলেছেন: জমাট ভালোলাগা ......
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ বোকামন আজ শুধুই হবে আরমান বিষয়ক চাপাবাজি কারন আজ শুভ তার পয়দা দিবস।
৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: সবই কিন্তু আরমান ভাইয়ের জন্য। কান্ডারী ভাই হাত দিবেন না কিন্তু।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও দিলাম নজর দিয়েন না কিন্তু গণ্ডমূর্খ ভাই
৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬
একজন আরমান বলেছেন:
আরে এই রকম ও তো হইতে পারে
একজন আরমানের পোলা ১
একজন আরমানের পোলা ২
একজন আরমানের মাইয়া ১
একজন আরমানের মাইয়া ২.........
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে আমারে কেউ ধর পোলায় কয় কি :-& :-& :-&
৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২০
মোহাম্মদ আলমগীর খান বলেছেন:
কবিতা অসাধারণ । এই কবিতার জন্য আমি আপনাকে একালের (আমার প্রিয়) স্রেস্ট কবি মানলাম।
গুরু আপনি থাকেন কোথায়, যদি কখনো সিলেটে আসেন/থাকেন তাহলে অবশ্যই একবার দেখা দিবেন ।
সেই সাথে আরমান ভাইকে ও জন্মদিনের শুবেচ্ছা
রুপের মোহে এতোই ভোলা হয়েছিলাম আমি যে...
জানতে চাইনি কোথায় থাকো কার বা তুমি, তুমি কে ।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
উফ জেমস গানটা মনে করিয়ে দেয়ার জন্য আপনাকে +++++
৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫
একজন আরমান বলেছেন:
ও ভাই একটা কথা বলতে ভুইলা গেছি।
সেটা হল আমার পড়া সেরা রোম্যান্টিক কবিতার মধ্যে আপনার এই কবিতাটা একটা।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
:!> :!> :!> :!> :!> :!> :!>
৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ভালোলাগা কবিতায়।
আরমান এর জন্য দোয়া,
হে আল্লাহ্ আরমান যেন সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে। হে খোদা তুমি আরমানের সংসারে হাজারটা সন্তান দাও। কচি কচি বাচ্চায় ভরে যাক আরমানের সংসার।
সবায় বলুন, আমিন ।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিন ।
১০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হে হে হে কান্ডারী ভাই। ঐ ফডু দিয়া আরমান ভাই কি করবো। ঐটা কেমেস্ট্রির পর্যায় সারনী। আমারে দি হালান।
মুই কিন্তু কলাম কেমেস্ট্রী ছাত্র। আমার কামে লাগব। আরমান ত নিয়া অকামে লাগাইব।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্নেও কি বিয়ার লাই চিঙ্কিত নি
১১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩
আশিক মাসুম বলেছেন: জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হে হে হে কান্ডারী ভাই। ঐ ফডু দিয়া আরমান ভাই কি করবো। ঐটা কেমেস্ট্রির পর্যায় সারনী। আমারে দি হালান।
মুই কিন্তু কলাম কেমেস্ট্রী ছাত্র। আমার কামে লাগব। আরমান ত নিয়া অকামে লাগাইব।
হাহাহাহা
আরমান কে শুভেচ্ছা , না খাওয়াইলে মাইরা ফালামু । খেয়াল কইরা।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আগে আরমানরে একটা বিয়া দেওন লাগব।
১২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৬
একজন আরমান বলেছেন:
@স্নিগ্ধ শোভন ঃ
ভাই দোয়া করলেন নাকি বদ দোয়া করলেন?
জাতি জানতে চায়।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে তাইত আমিত আমিন বলছি।
১৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫
মোহাম্মদ আলমগীর খান বলেছেন:
জেমস এর গানের জন্য প্লাছ দিলেন ভালো কথা, কিন্তু দেখা দিবেন কবে ?
???
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
পৃথিবী যেহেতু কমলা লেবুর মতই চ্যাপ্টা দেখা ইনশাল্লাহ একদিন হবেই।
১৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩
মাক্স বলেছেন: কবিতা ভালো লেগেছে!!+++
আর আরমান ভাইরে কয়বার উইশ করমু
আবারও জন্মদিনের শুভেচ্ছা একজন আরমান!
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ও কি বাই আরমান হইল গিয়া মোগো বাই হেরে জত্ত খুসি তত্ত হুইস করুম নাইলে কলাম কেক কপালে জুইটত না কয়া দিলাম।
১৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬
একজন আরমান বলেছেন:
মিয়া মজা লন?
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমার বিবাহের ব্যাপারে আমি মজা লমু এইটা তুমি ভাবতে পারলা আরমান
১৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার কবিতা। আপনার উচিত নিয়মিত কবিতা প্রকাশ করা।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
কল্পনার সব রং ছাড়িয়ে মনটা শুধু খুঁজে ফিরে ভালোবাসা ভাইরে ।
১৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:১৫
একজন আরমান বলেছেন:
আচ্ছা। ঠিক আছে বুঝলাম।
ভাই কেকের পাশে কিসের ছবি?
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
কেকের পাশে কোক
১৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯
বাংলার হাসান বলেছেন: অনেক সুন্দর কবিতা +++++++
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
আজকে আমাকে প্লাস দেয়া চলবে না আরমানকে বউ খুঁজে দিতে হবে
১৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন: @আরমান
দোয়ায় কিছু কম পড়ে গেলো নাকি?
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মনে হয় তাই
২০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০
স্বপনবাজ বলেছেন: আসছে ভাই ! পরীক্ষা খালি পিছায় , তাই ঠান্ডা মাথায় লিখতে বসতে পারিনা , আর পরীক্ষাও হয় না !
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এই পরীক্ষা নিয়ে তবে একটা পোষ্ট হয়ে যাক
২১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০
একজন আরমান বলেছেন:
আমার বউরে কি আপনে সুস্থ দেখতে চান না?
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
বাচ্চা হবে তোমার তাতে তোমার বউয়ের আবার অসুস্থতার কি হইল
২২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৪
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: জানি না কেন আবার ফিরিয়া আসিলাম,
এই কবিতা প্রসব করিতে আপনার যতো ক্ষানি মেধার ক্ষয় করিয়াছেন তাহা প্রমাণ করিতে আপনার কবিতাই যথার্ত,
একটি বিশেষ কথা না বলিলেই নহে, একজন আরমান ভাইয়ের জন্মদিনে আরমান ভাইয়ের জন্য এর চাইতে বড় উপডউকুন আর কিছুই হইতে পারে না ।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
বার বার আপনাকে ফিরে পেয়ে সত্যি ভাই খুব ভাল লাগছে।
২৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ও আচ্ছা !!! এই জন্য বলি আরমান মনে চোট পাইল কেন।
তোমার বউ এর অগ্রিম সুস্থতা কামনা।
ব্লগে আমন্ত্রণ রইলো।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
২৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৮
একজন আরমান বলেছেন:
ওই মিয়া আপনে পুলাপাইন বুঝবেন না। সাইডে যান।
এইখানে আমার আর শোভন ভাইর কথা চলতাছে।
ধইন্না ধইন্না শোভন ভাই।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
উখে
২৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৬
বনলতা মুনিয়া বলেছেন: ওরে আরমাইন্না রে, তোর বিয়ার কার্ড কবে ছাপাবি রে ভাই..........
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এই লও মুনিয়া আরমানের বিয়ার কার্ড কিন্তু বিয়াতে না আসলেই খুসি হইব
২৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:১০
এম হুসাইন বলেছেন: একজন আরমান দোয়া করি তোমার জীবনে তোমার ভালোবাসার মানুষটির সাথে যেন তোমার বিয়ে হয় এবং জন্ম হোক তোমাদের প্রণয়ের দ্বৈরথে ভবিষ্যতের আরও একজন ব্লগার এর।
পোস্টে ভাললাগা!
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
২৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৫
বনলতা মুনিয়া বলেছেন:
স্ত্রী সহ একজন আরমান
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
আলে লে লে লে কত্ত গুলা সুনা মানিক এইগুলান সব একজন !!!!!
২৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৭
বনলতা মুনিয়া বলেছেন: এইডা কি কইলেন কান্ডু বাই...........
আমি আইতাছি বিয়াতে
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে মুনিয়া বিয়াতে আইতাছে আমারে কেউ ধর
২৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:২০
একজন আরমান বলেছেন:
@ মুনিয়াঃ
দিমু দিমু।
ইনশাআল্লাহ্ তোগো সবাইরেই দাওয়াত দিমু।
খালি আমার জইন্নে একটু দোয়া কর।
যেন সুস্থ থাকি, আর আমার মনের আশাগুলান পূর্ণ হয়।
কথা যখন দিছি তখন সব ঠিক থাকলে দাওয়াত পাবি নিশ্চয়ই।
বিঃ দ্রঃ তয় পলাইয়া বিয়া করলে গ্যারান্টি নাই।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মনে হয় পালাইয়া বিয়ার চান্স বেশী
৩০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৩
স্বপনবাজ বলেছেন: পরীক্ষা নিয়ে না ! বাস্তব কিছু ছাড়া কিছু আসেনা ভাই !
আপনার কথা রাখতে একটা গল্প লিখার চেষ্টা চলছে !
গল্প টা মোটেই কাল্পনিক না , অতি সত্য ! কিন্তু ঘুচাতে পারছিনা , মনে হয় না ভালো কিছু হবে ! সবার গল্প পড়ে গল্প লিখার শখ জাগলো , তাই চেষ্টা !
কাল পাবেন ইনশাল্লাহ !
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই অপেক্ষায় রইলাম।
৩১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৬
বনলতা মুনিয়া বলেছেন:
গোপনসূত্রে জানা গেছে, এইডা নাকি আরমাইন্নার বৌ
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আরমান তুমার কি পাত্রি পছন্দ হয়েছে ???
৩২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৫
একজন আরমান বলেছেন:
এই অর্থনৈতিক মন্দার বাজারে এত্তোগুলান পুলাপাইন নেওয়া যাইবো না।
মুনিয়া আমার ধলা মাইয়া পছন্দ না।
ধলা মাইয়ারা অহংকারী বেশি হয় !
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
আরমান উনাকে কি পছন্দ হয় :!> :!> :#>
৩৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৭
একজন আরমান বলেছেন:
আপনারা কি শুরু করলেন এই সব?
মুনিয়া আমার বউর লগে হানিমুনে গেলে তগোরে কি আর লগে নিমু নি? আর অন্তরঙ্গ মুহূর্ত হবে সব রুমে।
আর হবে নির্জনে
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
নাউজুবিল্লাহ কয় কি এইসব পুলাপাইন বড়ই বদ হইয়া গেছে।
৩৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫১
বনলতা মুনিয়া বলেছেন: না নিলে কি হইছে? আমরা কি কম বান্দর.......???
লুকাইয়া লুকাইয়া যামু
@আরমানি
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ওই তুই আপাতত এইটা খাইয়া মাথা ঠাণ্ডা কর
৩৫| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০০
বনলতা মুনিয়া বলেছেন: বাসর ঘরে ঢুকার আগ মূহুর্তে স্ত্রীর হাতে হাত রেখেছে একজন আরমান
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুন
৩৬| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০১
উঠতি বুদ্ধিজীবী বলেছেন: পোস্টিকর পোস্ট, লেখক, লেখা আর বাড্ডে বেবিরে একসাথে নির্বাচিত পাতায় টাঙ্গানো হোক।
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এইভাবে কি ব্যাঙ্গ করা ঠিক হল আরমানের জন্মদিন উপলক্ষে আমরা একটু আনন্দ করছি এছাড়া অন্য কিছু ভাবার অবকাশ নেই এখানে । ধন্যবাদ।
৩৭| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০১
বনলতা মুনিয়া বলেছেন: খালি এ্যাপি দিলেই হবে না কান্ডু ভাই
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
না এইটাই তর জন্য ঠিক আছে।
৩৮| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৭
একজন আরমান বলেছেন:
উফফ...
মুনিয়া কি সব ফডু দিতাছিস।
আমার তো আইজকা আর ঘুমই হইবে না।
ভাই এইডায় মনে কয় এলকো আছে। এই ডা বিদেশি এপি
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
তাই নাকি খাইছে আমারে আমিত দেশী মনে কইরা খাইয়া ফালাইছি ইয়া আল্লাহ আমারে বাঁচাও
৩৯| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৮
একজন আরমান বলেছেন:
ওই আমি সাদা শেরওয়ানি পরুম না। কালা পরুম।
তয় বউর সাড়ি ঠিক আছে। লাল আর কালা।
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
না জানি আইজ মুনিয়া আর কি কি দেখায়
৪০| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৮
বনলতা মুনিয়া বলেছেন: আরমাইন্নার বৌয়ের মেহেদী রাঙা হাত
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হইছে আইজ পোলার পড়া লেখা
৪১| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৯
একজন আরমান বলেছেন:
ওই মুনিয়া তুই আমার লক্ষি বউর পিছে লাগলি কেন?
:!> :#>
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মুনিয়া যা পড়তে বস গিয়া কাইল না তর পরীক্ষা আছে বাংলা ২ য় পত্র।
৪২| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৭
বনলতা মুনিয়া বলেছেন: আরমাইন্না তার বৌরে হাতির পিঠে উঠাইবার চাইতাছে
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
গাঁয়ে হলুদ হইল না দেখি
৪৩| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৯
বনলতা মুনিয়া বলেছেন: বাংলা ২য় পত্র এখন ইতিহাস কান্ডু বাই
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
তাইলে ইতিহাস ৩ য় পত্র পড়
৪৪| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৪
বনলতা মুনিয়া বলেছেন: হাতির পাড়া খাইয়ে অবশেষে আরমাইন্না ঘোড়া আনতে গেলো..........
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা এইটা ভালা হইছে ।
৪৫| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৫
একজন আরমান বলেছেন:
তোর সব চুল আমি ছিঁড়রা ফালামু।
যা যলদি পড়তে বয়।
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
বাই চেত ক্যা মুনিয়ার মাথায় সমস্যা দেখা দিছে।
৪৬| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩০
বনলতা মুনিয়া বলেছেন: কবুল বলার পর জামাই, বৌ দুইজনে দুয়া করতাছে...........
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ওই মুনিয়া আমি ঘুমাইতে গেলাম তুইও ঘুমাইতে যা অনেক হইছে।
৪৭| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৩
একজন আরমান বলেছেন:
হুম।
হইতারে...
অয় আবার আইজকাল ফরেন মাল খোঁজা শুরু করছে !
যাইগা ঘুমাই। মাথা আউলাইয়া গেছে। চায়ের মগে অ্যাস ফালাইছি !
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও ঘুমাইতে গেলাম কাইল আবার দেখা হইব
৪৮| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৭
একজন আরমান বলেছেন:
ওক্কে...
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
উখে
৪৯| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৯
বনলতা মুনিয়া বলেছেন: আরমাইন্নার বিয়ার স্টেজ
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
ওই তুই এইবার থাম আমি ঘুমাইতে গেলাম
৫০| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪৮
বনলতা মুনিয়া বলেছেন: আরমাইন্নার বৌভাতের স্টেজ
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুন
৫১| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৮
বনলতা মুনিয়া বলেছেন: বিয়ে এবং বৌভাতে দাওয়াতিদের বসার এবং খানা-পিনার আয়োজন
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুন
৫২| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৮
বনলতা মুনিয়া বলেছেন: এগুলা আরমাইন্নার গায়ে হলুদের.........
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ওররে খাইছেরে
৫৩| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৫
বনলতা মুনিয়া বলেছেন: আরমাইন্নার বিয়াতে সব ব্লগার ভাইরা নাচতাছে.........
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এইটা পুরা অস্থির হইছেরে মুনিয়া।
৫৪| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৪
বনলতা মুনিয়া বলেছেন: আমরা লেডিস ব্লগাররাও নাচতাছি
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এইটাও জটিল
৫৫| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৩
বনলতা মুনিয়া বলেছেন: গায়েহলুদের ঝাকানাকা ড্যান্স
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে ঝাকা নাকা
৫৬| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৭
বনলতা মুনিয়া বলেছেন: বিয়াতে আরমাইন্না তার শশুড়ের কাছ থেইক্কা যৌতুক নিছে
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
যৌতুক নেয়া ভালু না আরমান
৫৭| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৪
শের শায়রী বলেছেন: একজন আরমান যার সাথে দেখা হয়নি কিন্তু যার গলা শুনেছি। শুভ জন্মদিন আরমান ব্রো। কান্ডু ভাই আমার জন্মদিন এ কিন্ত একখান কবিতা দিতে হইবে।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার জন্মদিনের তারিখটা কি আমাকে একটু কানে কানে বলা যায় ? আমি অবশ্যই একটা কবিতা লেখার চেষ্টা করব ।
৫৮| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৬
সেলিম আনোয়ার বলেছেন: মুনিয়া আরমানের জন্মদিনে তার বিবাহ দিয়ে দিয়েছে.....বিবাহ অনুষ্ঠানে দেখি অনেক নাচা গানাও আছে....এটা কি টাইম মেশিনে সুদুর ভবিষ্যৎ দর্শন?
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সেলিম ভাই চমৎকার বলেছেন আমিও অবাক।
৫৯| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: একজন আরমান শুবজন্মদিন..আর কান্ডারী সুন্দর কোবতে।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।
৬০| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪০
রাইসুল নয়ন বলেছেন: আপনার কবিতা অসাধারণ, আর যার শুভকামনায় এ কবিতা সে আরও অসাধারণ ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি আরমান অসাধারন।
৬১| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: কবিতায় অনেক ভাল লাগা রেখে গেলাম।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ।
৬২| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫০
আমিভূত বলেছেন: কবিতায় ভালোলাগা কাণ্ডারী ভাই
কিন্তু যার জন্য এই কবিতা সে কতই না ভাগ্যবান যে তার জন্মদিনে কেউ না কেউ ভালোবাসার প্রকাশ দেখাচ্ছে ,প্রিয়ার ভালোবাসা তো আমার মনে হয় সেখানে নগণ্য !
তবুও চাই সে প্রিয়ার ভালোবাসা পাক
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
আরমান কি আপনার এই কথা বুঝবে !!!
৬৩| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৭
s r jony বলেছেন: আরমান'কে জন্মদিনের বাসি শুভেচ্ছা।
ইয়ে ভাইজান,
বিছানার চাদর'টা ধুইয়া ফালান। আর কত নোংরা রেখে প্রণয়ের স্মৃতি জমিয়ে রাখবেন।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
জনি ভাই স্মৃতি কেমনে ধুই উফ কি মধুর সেই স্মৃতি।
৬৪| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০
একজন আরমান বলেছেন:
মুনিয়া তোরে মাইরা আমি ফাডায়ালামু।
@ s r jony ঃ
বাসি হইবে কেন? আজকেই তো আমার জন্মদিন !
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ জন্মদিন আরমান।
৬৫| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৫
গ্রাম্যবালিকা বলেছেন: মনের গহীন থেকে একবার বলি, হ্যাপি বার্থডে একজন আরমান।
সরল মনের ছেলেটার জীবন সুখ আর আনন্দে কানায় কানায় পুর্ণ হোক।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আরমান সরল সত্যি খুব সরল ।
৬৬| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩১
মনিরা সুলতানা বলেছেন: কবিতা অনেক সুন্দর ...।
শুভ জন্মদিন আরমান
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অনেক অনেক।
৬৭| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০২
ইখতামিন বলেছেন:
আরমান ভাই কে অনেক অনেক শুভেচ্ছা.
জীবন সফল এবং মঙ্গলময় হোক।
এই কামনা করি।
ব্লগ মেয়র সত্যায়িত ফটোকপি
@ মুনিয়া আপুর কী হইল?
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মুনিয়া আপু ভীষণ মজা পাইতাছে।
৬৮| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
লেখোয়াড় বলেছেন:
এখানে কি হচ্ছে দেখে গেলাম।
বড়ই তৃপ্তি নিয়ে বিদায় হইলাম।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
৬৯| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬
তারছেড়া লিমন বলেছেন: একজন আরমান দোয়া করি তোমার জীবনে তোমার ভালোবাসার মানুষটির সাথে যেন তোমার বিয়ে হয় এবং জন্ম হোক তোমাদের প্রণয়ের দ্বৈরথে ভবিষ্যতের আরও একজন ব্লগার এর।।।।।।।।।।।।
আর কবিতার জণ্য এই গানটা
ভাঙ্গা মন নিয়ে তুমি
আর কেঁদ না
সব চাওয়া পৃথিবীতে
পাওয়া হয় না
তুমি কেঁদ না ।।। By AB....
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ লিমন ভাই।
৭০| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
জাকারিয়া মুবিন বলেছেন:
আরমানের জন্য অনেক শুভেচ্ছা ও ভালবাসা.............
আপনাকে শুভেচ্ছা.............
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মুবিন ভাই আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
৭১| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
হীরারক্স বলেছেন: আরমান ভাই শুভকামন রইলো......
মুনিয়া@ বিনোদিত হইলাম......
লেখক কি আর কমু .. আরমান ভাইরে শ্রেষ্ঠ উপহার দিছেন ধন্যবাদ
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আরমানের এখন একটা বিয়ে দরকার
৭২| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
মুনসী১৬১২ বলেছেন: শুভ জন্মদিন
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা।
৭৩| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
তুন্না বলেছেন: আরমান ভাই শুভ জন্মদিন।
আপনার কবিতাটি অসাধারন হয়েছে।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
লজ্জিত আমি আপু।
৭৪| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
বনলতা মুনিয়া বলেছেন:
আরমাইন্না কান্দিস না। বিয়ার খানা-দানাও দেয়া হবে
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
মুনিয়া মুনিয়া
৭৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০
ফারজানা শিরিন বলেছেন: শুভ জন্মদিন আরমান ভাইয়া ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভেচ্ছা রইল।
৭৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২
একজন আরমান বলেছেন:
তোরে পাইলে মাইরা চ্যাপ্টা করুম আমি।
আমার জন্মদিনরে তুই বিবাহ বার্ষিকী বানায়া ফেলছিস !
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা
আরমান ও তার জন্মদিনে বিবাহের শুভকামনা।
৭৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২
বনলতা মুনিয়া বলেছেন:
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
তুই এইবার শান্ত হ
৭৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:০৪
মামুন রশিদ বলেছেন:
@একজন আরমান,
জানি তোমার প্রথম প্রনয়ের স্মৃতি
জমে আছে ঘাসে
বোবা ঘাস ফুল হয়ে
শুভ জন্মদিন ভাইডি ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই অসাধারন হয়েছে।
৭৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২
একজন আরমান বলেছেন:
@ মামুন ভাইঃ
আর প্রনয় ! ( ব্যাপুক আপচুচের ইমো হইবেক )
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্যাপুক আপচুচ
৮০| ১০ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৭
বনলতা মুনিয়া বলেছেন: আরমাইন্নার বিয়ার খাওন
১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
উফ জিহবে জল চলে এলো
৮১| ১০ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৭
বনলতা মুনিয়া বলেছেন: এগুলা বিয়ার ডেজার্ট আইটেম
১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্যাপক আয়োজন দেখছি
৮২| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৪
আমিনুর রহমান বলেছেন: কবিতায় +++
৯ম বারের মত একজন আরমানকে জন্মদিনের শুভেচ্ছা
১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
৮৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯
এ্যাপোলো৯০ বলেছেন: ভাললাগা মিশ্রিত কষ্টে ডুবে গেলো আমার মন
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ডুবে থাকুক সারাটা জীবন এমনই ভাল লাগায়।
৮৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭
বনলতা মুনিয়া বলেছেন: কান্ডু বাই আরমাইন্নার বিয়াতে আর কি করন যায়.......????
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আরও করতে চাস :-& :-& :-&
৮৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
অনীনদিতা বলেছেন: কবিতা ভালো হইছে
কষ্ট কষ্ট ভালো লাগা দিলাম কবিতায়
গুরুজীকে বিয়ের শুভেচ্ছা জানালাম
আসলে কবিতা পড়ে মনে করেছিলাম গুরুজী কে জন্মদিনের শুভেচ্ছা জানাবো,কিন্তু কমেন্টস পড়ে ভুলে গিয়েছিলাম কিসের জন্য শুভকামনা জানাতে আসছি
যাই হোক ফ্রি ফ্রি বিয়ের খানা খেয়ে গেলে কেমন দেখায়
তাই গিফ্ট
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সবাই শুধু আরমানকে গিফট দেয় আমাকে কেউ কিছু দিলনা, আফসোস !!!
৮৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২
অনীনদিতা বলেছেন: তাইতো আপনাকে কেন গিফ্ট দিলামনা
ভুল হয়ে গেছে
১ম গিফ্ট
২য় গিফ্ট
৩য় গিফ্ট
আরো আছে------
এখন সব গিফ্ট নিয়ে আপনার এই অবস্থা
খুশি?
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি এইবার খুসিতে আত্মহারা হয়ে গেলাম।
৮৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:১২
বনলতা মুনিয়া বলেছেন: আমার গিফট কই..............?????
১১ ই মার্চ, ২০১৩ রাত ২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
৮৮| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬
অনীনদিতা বলেছেন: আবারো ভুল হইয়া গেলো
যে এত গুলো খাবার খাওয়ালো তাকেই গিফ্ট দিতে ভুলে গেলাম
ওয়েট.....এখনি দিচ্ছি মুনিয়া পাখি
মুনিয়া আপি হেপি?
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
:!> :!> :!> :#> :#> :#> ঈশ গিফটে গিফটে আমার পোস্ট ভরে গেছে নিজের পোস্ট নিজেরই প্রিয়তে রাখতে মন চাচ্ছে।
৮৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১২
বনলতা মুনিয়া বলেছেন: গিফট পাইয়া আমি খুশি
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
৯০| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩১
বটবৃক্ষ~ বলেছেন: এইডাতো পুরাই ফডু কমেন্ট বলগ !! হইয়া গ্যাসে!!
এইখানে যে এতো জমকালোভাবে আরমান ভাইয়ের বিবাহ হইতেসে তাতো টেরই পাইনাইক্কা!!
ব্যাপক বিনুদুন হলো!!! ক্রেডিটস গোউজ টু বনলতা মুনিয়া এন্ড অনিপু...আর অবশ্যি কান্ডারী ভায়াকে....
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আপনাকে অনেক অনেক অনেক
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতা .......... ভাল লাগা রইল।