![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
আমি রেশমিকে ভীষণ ভালোবাসি। ওকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারিনা। আমার বেঁচে থাকার প্রেরনা এই রেশমি। তোমাকে আমি এই পৃথিবীতে না পেলেও তুমি জেনে রেখ তোমার বাড়ির সামনে দিয়ে যেদিন আমার লাশ যাবে তুমি একটু হলেও কাঁদবে, তারপর হয়ত জানি তুমি পৃথিবীতে সংসার করবে নিত্য আনন্দে কিন্তু যেনে রাখ আমি এক বিন্দু পরিমান রাগ করব না কারন তোমার আনন্দ আমার আনন্দ, তোমার আনন্দে আমি মিশে আছি, আমি যে সত্যিকারের শুধু তোমাকেই ভালোবাসি।
এভাবে ধরণীর প্রেম ছোঁয়া গোলাপি শাড়িতে;
তুমিত আমরন লাগবে শুভ্র,
প্রেমিকার মত ।
এভাবে চোখে যদি কোনে – কোনে চেয়ে থাকো ;
মৃত্যুও হেমন্তের বাতাসে সিক্ত অশ্রু খুঁজে বেড়াবে ।
ওভাবে চুলগুলো বেঁধে রেখনা খোঁপায় গেঁথে;
বাতাসও মৃত্যুর মরনে শোঁকতাপ করবে ।
ঠোঁটে ঘুমন্ত জীবন তোমার,
নারী তুমি পূর্ণ নৈসর্গিক প্রেম নিয়ে;
এভাবে বসে থেকনা;
আমি পূর্ণিমা খুঁজে পাবোনা ধরণীতে ।
দৈহিক রূপ তোমার কলিকার মত,
গোলাপি – সাদা রূপ মিশে একাকার,
তোমাকেই প্রেম শিখায়েছে;
আমি ব্যাকুল তাই অধিক হরসে ।
আমার বুকে কি কাকনের বাঁধনে;
হাত রেখে, ভালোবাসা শেখাবে – রেশমি তুমি । ।
রেশমি আমাকে অনেক বোঝাল বলল, “প্লীজ লক্ষ্মীটি শোন আমরা পরে মিটমাট করে নিব। এটা নিয়ে আবার মন খারাপ করতে হয় নাকি বোকা ছেলে !!! জীবন আসলে অনেক জটিল একটা যায়গা। তাই এখানে আবেগের চেয়ে বাস্তবতার মুল্য বেশী। ধর কয়েক বছর প্রেম করার পর আমি বিয়া করতে চাইলে তোমার টাকা নেই , কি করবে তখন, ভীরু পুরুষের মত বলবে আমি দুঃখিত। তাহলে তখন আমাকে হারাবে আর অমানুষ না হলে সারা জীবন কাঁদবে। আর যদি সেই অবস্থায় বিয়া করেও ফেলি আমরা বড়জোর বছর খানেক ভালো থাকব তারপর পৃথিবীর সকল যন্ত্রণা আমাদের। সবচেয়ে বড় কথা প্রিয় মানুষের মন কি চায় যদি সত্যি ভালোবাস বুঝবে , আর যদি সত্যি বোঝ তানা করতে পারলে খুব কষ্ট পাবে । নিজেকে অসহায় লাগবে। সারা জীবন নিজের কাছে ছোট থাকবে যদি তোমার আত্নসম্মান থাকে তাহলে। তাই বলি অভাব যখন দরজায় এসে দাড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালায়”
আমি গেয়ে উঠলাম;
যখন আমার ঘরেতে আঁধার নেই এক ফোঁটা কেরোসিন
পাওনা দারের অভিশাপ ঝেলে বুড়ো বাপ
তখন আমি তোমার সাথে পারবনা খেতে চাইনিজ বা চাওমিন
হেই তুমি কি আমায় ভালোবাস !
যদি না বাস তবে পরোয়া করিনা !!!
এবার বুঝি রেশমির অভিমান ভাঙল সে আমায় অবাক করে দিয়ে বলল, “আমি তোমাকে কত্ত ভালোবাসি,কোনোদিন টাকা চেয়েছি তোমার কাছে? সেদিন তুমি আমাকে এটা সেটা কিনে দিলে কতবার নিষেধ করলাম তবুও শুনলে না তুমি। আর খালি মাঝে মাঝে নিচে যেতে ভালোলাগে না বলে তোমাকে দিয়ে ফ্লেক্সি করাই, আর মাঝে মাঝে তোমার সাথে একটু লান্চ করতে যাই,আর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি,এইতো। তোমার যদি খারাপ লাগে তো বলে দিও।আমি অন্য কারো সাথে বের হবো”
আমি তখন ক্ষোভে শ্লোগানে শ্লোগানে কাঁপিয়ে তুললাম আকাস - বাতাস
ভ তে ভালোবাসা
তুই হাহাকার, তুই হাহাকার !!
ভ তে ভ্যালেন্টাইন
তুই হাহাকার, তুই হাহাকার !!
রেশমি আমাকে বলল, “তুমি কিন্তু এসব কথা বলবা না। একে তো আমার জন্মদিনে কম দামি মোবাইল কিনে দিছো।হোক না হয় শুধু তোমার সাথে কথা বলার জন্য,তাই বলে কি একটা আই-ফোন কিনে দেওয়া যেত না ?”
আমি গাইলাম;
তোমার জন্য মরতে পারি ও সুন্দরী
তুমি হৃদয়ের তালা
মানিব্যাগের পুরুত্ব নয় যে আমার ভারী
কিনে দেব তোমায় ফুলের মালা
কন্যা ফিরা চাও, চল আমরা ভালোবাসি
রেশমি আমাকে শোনাল;
হায়রে হায় কান্ডারী শুনালো এ কোন কথা
কথা শুনে হৃদয়ে জেগে উঠলো পুরানো ব্যাথা
চাইনা আমার মানিব্যাগ ,চাইনা ফুলের মালা
বাসবো ভালো তোমায় যদি দাও কিনে শাড়ি ,চুড়ি আর বালা
আমি শেষে গাইলাম;
কিনে দিব রেশমি চুড়ি
চলে যেওনা বাপের বাড়ি
আলতা দেব, কাজল দেব আনব গরুর গাড়ি
তবু কেন প্রেমের জন্য কর বাড়াবাড়ি
আমার তখন শুধু মনে পরল;
আমার বৌ বলেছে মরতে হবে জীবন রাখতে পারব না
রেল লাইনে বডি দেব মাথা দেব না
কিছু তর্ক-বিতর্ক
কেউ কেউ মনে করেন ছেলেদের ভালোবাসা নাকি মেয়েদের অর্থ উপার্জনের ক্ষমতা ও মেয়ের বাবার টাকার সমানুপাতিক।যেমন আজকালকার ছেলেরা প্রেম করে মেয়ে ভালো কোথাও চাকরী করে কিনা সেটা দেখে । ছেলের যেটুকু যোগ্যতা তার দ্বিগুণ যোগ্যতার মেয়ে খুজে প্রেম অথবা বিয়ে করতে। ঠিক তেমনি ছেলের পরিবারের আর্থিক অবস্থা যা ঠিক তার দ্বিগুণ ভালো আর্থিক অবস্থাসম্পন্ন পরিবারের মেয়েকেই বর্তমানে ছেলেরা প্রেম অথবা বিয়ে করতে চায়। আজকালকার ছেলেরা বউ চায় কর্মজীবী নারী । মেয়েকে ঘরে বসে ঘরকন্যা করতে দিতে ছেলেরা একদম নারাজ। অনেকটা কাজের বিনিময়ে খাদ্য টাইপ ।
আবার দেখা গেছে কেউ কেউ মনে করেন মেয়েদের ভালোবাসা যদি ছেলেদের মোটা মানিব্যাগ এর উপরই নির্ভর করতো তাহলে তো আর কেউ স্কুলে বা কলেজে সমবয়সী কারো সাথে প্রেম করতো না যেটা আজকাল অনেক কমন........ বরং মেয়েদের ভালোবাসা নাকি ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক। পৃথিবীর সেরা সেরা প্রেমিকারা, রাধা, লাইলী, শিরি, জুলেখা, জুলিয়েট সবাই প্রেমের জন্য ঘর ছেড়েছে। প্রেমিকের হাত ধরে রাস্তায় আসতে যে মেয়ে রাজি না, তার প্রেম দুই নাম্বার।অনেক ছেলেই দেখা যায় যে বড়লোকের মেয়ে দেখে প্রেম করে আর মেয়ের থেকে টাকা নেয় এবং শ্বশুরের টাকায় বড়লোক হবার স্বপ্ন ও দেখে...সেখানে কি এটা বলা যায় না যে..ছেলেদের ভালোবাসা মেয়ের বাবার মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক রাধা কি চেয়েছিল চিকেন ফ্রাই খেতে? জুলিয়েট কি চেয়েছিল শপিংমলে যেতে? যে মেয়েকে শপিং করার টাকা দেয়ার জন্য খালি পেটে থাকে, টাকা ফুরালে সেই মেয়েও ফুরুৎ করে; ছি ছি, আধাপেট খাওয়া ছেলেরা গার্লফ্রেন্ড এর শপিং বজায় রাখার জন্য শেষমেষ কি তবে রোজা রাখা শুরু করলো নাকি? মেয়েদেরকে ভালবাসা দিয়েই জয় করতে হয়।
এমন তর্ক-বিতর্কের পর আমার কেবলই মনে হল আমার নিজের প্রেম এবং বিয়ের ইতিহাস। আমি প্রায় দশ বছরের কিছু বেশী সময় প্রেম করার পর বিয়ে করেছিলাম সম্পূর্ণ বেকার অবস্থায় ঘর থেকে পালিয়ে। আমাদের দুজনের পরিবার উচ্চ মধ্যবিত্ত পরিবার ছিল। তবে বিয়ে করে যখন আমি প্রায় এক বছর বেকার জীবন যাপন করেছি পরিবার থেকে বিতাড়িত হয়ে আমার সদ্য বিয়ে করা স্ত্রীকে সাথে নিয়ে পথে পথে ঘুরেছি তখন দেখেছি প্রেম কি আর ভালোবাসার জন্য দুজন মানুষ কি করতে পারে। তাই ভাবছি আমার নিজের জীবন থেকে নেয়া সেই অদ্ভুত রকম প্রেম-ভালোবাসার কাহিনী নিয়ে একটি পোষ্ট দিব। সেই পোষ্ট পড়ার জন্য অগ্রিম দাওয়াত রইল এই সামহোয়্যার ইন ব্লগের সকল সহ ব্লগারগনের প্রতি।
পোস্টটি উৎসর্গ করলাম ব্লগার না পারভীন কে কারন উনি আমাকে বলেছিলেন, “রাজনীতি মুক্ত ভাল ভাল লেখার প্রত্যাশায় রইলাম”
এই পোষ্টটির জন্য সম্পূর্ণ রূপে আমি কৃতজ্ঞ ব্লগার কাল্পনিক_ভালোবাসা ভাইয়ের কাছে।
কান্ডারী অথর্ব ও রেশমির প্রেমের উপাখ্যান - ১ম পর্ব
কান্ডারী অথর্ব ও রেশমির প্রেমের উপাখ্যান - ২য় পর্ব
কান্ডারী অথর্ব ও রেশমির প্রেমের উপাখ্যান - ৩ য় পর্ব
কান্ডারী অথর্ব ও রেশমির প্রেমের উপাখ্যান - চতুর্থ পর্ব
কান্ডারী অথর্ব ও রেশমির প্রেমের উপাখ্যান - পঞ্চম পর্ব
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হায় হায় কেমনে কি
২| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৭
এম হুসাইন বলেছেন: পোস্টে প্রথম ভাললাগা ভাই।
সুন্দর পোস্ট। প্রথম কবিতাটি অসাধারন।
+++++++++++++++++
শুভকামনা।
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এটা মূলত কোন পোস্ট নয় আমার নিজের জীবনের রোম্যান্টিক সিরিজ পোস্টের ভূমিকা মুলক এড ।
৩| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩১
মুচি বলেছেন: ++
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মুচি।
৪| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০৫
এহসান সাবির বলেছেন: পরের পোষ্টর জন্য অপেক্ষা। +++
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
সাবির ভাই একটা রোম্যান্টিক সিরিজ চলবে আমার নিজ জীবনের প্রেম নিয়ে অপেক্ষায় থাকুন।
৫| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১১
না পারভীন বলেছেন: দুনিয়ার যত পাখি বসন্তের গানে মহা ব্যস্ত ,,ভোরের বাতাসে মুকুলের ঘ্রান , হঠাৎ সাথে একটি উৎসর্গ পত্র ।
দিনের শুরুটা অসাধারণ ।
ব্লগীয় জীবনে এমনটা প্রথম । কান্ডারী ভাই , ধন্যবাদ , কৃতজ্ঞতা ।
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এটি মূলত একটি ক্যাচাল মুলক পোস্টের প্রতিফলন। আমি আমার ব্যাক্তি জীবনের প্রেম নিয়ে একটি সিরিজ লিখছি যেটার জন্য একটা বিজ্ঞাপন দিলাম এই পোস্টের মাধ্যমে।
৬| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১২
বাংলাদেশী দালাল বলেছেন: হুমমমমম। প্রে.স. ভাই লোগ আমার পছন্দের। দাওয়াত কবুল।
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আশা করি সিরিজে দেখা হবে আপনার সাথে।
৭| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১১
আমিভূত বলেছেন: হুম আজকের লেখায় ভালোলাগা জানিয়ে অপেক্ষায় রইলাম ।
শুভ কামনা ।
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আমিভূত আশা করি সিরিজ পেলে সময়টা সুন্দর কেটে যাবে।
৮| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫০
এম হুসাইন বলেছেন: তাহলে তো পরের পোস্ট গুলোও পাওয়ার কথা, তাড়াতাড়ি দেন.........
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধীরে ভ্রাতা ধীরে ।
৯| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১১
শের শায়রী বলেছেন: ভাইরে মনে করছিলাম দুই ভাই মিল্লা হাকিমে চা আর বিড়ি খাইতে খাইতে কাহিনী হুন্মু তা তো দেখি এখন ই সুযোগ আইসা গেল। অপেক্ষায় আছি পরের কাহিনীর।
আর মোগো জীবনে প্রেম কি হেইডাই দ্যাক্লাম না।
১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভ্রাতা পোস্টে অনেক কিছু সেন্সর করে দেয়া হবে তাই হাকিমে চা আর বিড়ি খাইতে খাইতে আন সেন্সর কাহিনী গুলো দুই ভাই মিল্লা শোনান যাবে।
কেন ভাবির সাথে তবে কি আপনি প্রেম করেন না।
১০| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০২
s r jony বলেছেন: রেশমি ভাবিকে নিয়ে পরকিয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মুল সিরিজের জন্য অপেক্ষা করেন জনি ভাই ।
১১| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: রাতে পড়বো এখন বুকমার্ক করে রাখলাম।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
খুসি হলাম
১২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১১
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা আমিও লাইন এ থাকলাম
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আসছে আমার প্রেমের পর্ব অপেক্ষায় থাকুন
১৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮
এ্যাপোলো৯০ বলেছেন: আমি প্রথমে বুঝতেই পারিনি,ভাবছিলাম কি ব্যাপার সব কথা গুলোই দেখি পরিচিত লাগে !!!!!!!!!
উফফফফ তুমি একটা চীজ বারি হে মাস্ত মাস্ত
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
কেমন আছো প্রিয়া ?
১৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০২
এ্যাপোলো৯০ বলেছেন: বয়স আমার কুড়ি
হয়েছি তাই বুড়ি
পরবো না আমি চুড়ি
আনো গরুর গাড়ি
যাবিো বাপের বাড়ি
দিলাম তোমায় ছাড়ি
এবার তুমি ফ্রি
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর
ভালবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
১৫| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১০
লাবনী আক্তার বলেছেন: ৪ র্থ ভাললাগা রইল। আর পরের পর্বের জন্য অপেক্ষায় থাকলাম।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
অপেক্ষায় থাকুন আসছে খুব শীঘ্রই আমার প্রেম কাহিনী।
১৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫০
একজনা বলেছেন: হে হে হে হে
মূল কাহিনীর অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
আজি হয়ত পাবেন যে কোন সময় অপেক্ষায় থাকুন আসছে আমার প্রেমের কাহিনী।
১৭| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
একজন আরমান বলেছেন:
ভাই গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে।
কিন্তু গল্পের নামের সাথে গল্পের মিল বুঝতে পারছি না।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এখানেই আমি নীরব । আমি হয়ত মুল গল্পের পোস্ট আজকেই দিতে পারি অপেক্ষায় থাক।
১৮| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১
গ্রাম্যবালিকা বলেছেন: তবে বিয়ে করে যখন আমি প্রায় এক বছর বেকার জীবন যাপন করেছি পরিবার থেকে বিতাড়িত হয়ে আমার সদ্য বিয়ে করা স্ত্রীকে সাথে নিয়ে পথে পথে ঘুরেছি তখন দেখেছি প্রেম কি আর ভালোবাসার জন্য দুজন মানুষ কি করতে পারে।
গল্প শোনার অপেক্ষায় থাকলাম।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আজই যে কোন সময় চলে আসবে আমার গল্প অপেক্ষায় থাকুন।
১৯| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৬
স্বপনবাজ বলেছেন: ভালোবাসা আর প্রেম এক জিনিস নয় !
প্রেম করলে মানিব্যাগ আর পুরুত্ব চিন্তা করতে হয় , আর ভালোবাসায় এসব আসেনা !
তবে বাস্তবতায় পারিপার্শিকতা বিচার করেই ভালোবাসার উদয় হয় , যেহেতু ভালোবাসা বা অনূভূতি টা মন থেকে আসতে হয় , আসার জন্য ভাবতে তো হয় ?? সেই ভাবার জন্য সমকক্ষতা টা গুরুত্বপূর্ণ ! এটাকে অন্য ভাবে নেয়া ঠিক না !
লিখায় প্লাস !
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে ভাই এটা আমার মুল গল্প নয় এটা শুধু একটা বিজ্ঞাপন মুলক পোস্ট আজই হয়ত পাবেন অপেক্ষায় থাকুন মুল গল্পের।
২০| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
একজন আরমান বলেছেন:
যদি আপনার এই গল্পের সাথে মূল গল্পের লিংক না থাকে তবে এই গল্পের শিরোনাম চেঞ্জ করে দিন। আমার এই গল্পটা অনেক পছন্দ হয়েছে। শুধুমাত্র এর শিরোনামের জন্য প্রিয়তে নিতে পারিনি।
আমার কিছু কিছু বিষয়ে চরম এলারজি আছে। আমি পরকীয়া জিনিসটা খুব ঘৃণা করি।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কাহিনীর এখানেই টুইস্ট , আমার মুল ইতিহাসের জন্য অপেক্ষা কর আজই পাবে যে কোন সময় সামু ব্লগের ইতিহাসে এক বিখ্যাত পোস্ট।
২১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
একজন আরমান বলেছেন:
ওকে।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমার নিজের জীবনের প্রেম বোলে কথা একটু বিজ্ঞাপন না দিয়ে পোস্ট দিলে কেমন দেখায় বল।
২২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫১
জাকারিয়া মুবিন বলেছেন:
অপেক্ষায় থাকলাম সিরিজের.........
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
অপেক্ষায় থাকুন আজই যে কোন সময় পোস্ট এসে যেতে পারে।
২৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
একজন আরমান বলেছেন:
হা হা হা
ঠিক আছে।
আপনার ম্যারেজ ডে কবে?
ভাবিকে এই গল্পটা উপহার দিবেন ঐদিন।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
জী না আজ থেকেই সিরিজ চলবে
২৪| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮
*কুনোব্যাঙ* বলেছেন: আপনার গল্প শোনার অপেক্ষায় রইলাম
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
গল্প প্রকাশ করা হয়েছে ভাই।
২৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০
তারছেড়া লিমন বলেছেন: যখন আমার ঘরেতে আঁধার নেই এক ফোঁটা কেরোসিন
পাওনা দারের অভিশাপ ঝেলে বুড়ো বাপ
তখন আমি তোমার সাথে পারবনা খেতে চাইনিজ বা চাওমিন
হেই তুমি কি আমায় ভালোবাস !
যদি না বাস তবে পরোয়া করিনা !!!
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হেই তুমি কি আমায় ভালোবাস !
যদি না বাস তবে পরোয়া করিনা !!!
২৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দিলাম না।
কিন্তু প্রিয়তে নিয়ে রাখলাম।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
তোমাকে ধন্যবাদ না দেয়ার জন্য মাইনাস দেয়া হল
২৭| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২
একজন আরমান বলেছেন:
জোরা মাইনাচ দিয়েন। কোন সমস্যা নেই।
ইয়ে মানে আমি আগে ছবিটা দেখিনি। :!> :!> :#> ছবিটা খুব সুন্দর।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মজা পেলাম রে ভাই।
২৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: ভ তে ভালোবাসা
তুই হাহাকার, তুই হাহাকার !!
ভ তে ভ্যালেন্টাইন
তুই হাহাকার, তুই হাহাকার !!
হা হা হা
২০ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভ তে ভালোবাসা
তুই হাহাকার, তুই হাহাকার !!
ভ তে ভ্যালেন্টাইন
তুই হাহাকার, তুই হাহাকার !!
২৯| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
না পারভীন বলেছেন: এই লেখাটা আমার প্রিয় তে নিয়ে যাচ্ছি কান্ডারী ভাই , বোতাম টি নেটের গতির জন্য নিতে পারিনি আগে ।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার বিশেষ কৃতজ্ঞতা জানবেন আপু।
৩০| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৪
রুদ্র মানব বলেছেন: +
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
৩১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮
shfikul বলেছেন: এই সিরিয়াল একটাও পড়া হয়নি।আস্তে আস্তে সব কয়টা পড়ে ফেলব।
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অপেক্ষায় রইলাম ভাই।
৩২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: পুরো সিরিজ পড়তে বসলাম। জানি না সময় কূলোবে কিনা? যতদূর পড়া যায় চেষ্টা করি।
আসলে কান্ডারি ভাই ব্যস্ততার কারনে অনেক প্রিয় মানুষের পোস্টই দেখা হয় নি। আপনার প্রায় সবগুলো পোস্টই খালি ঐ সময়ে চোখ বুলিয়ে গেছি।
এই পর্বের একটা লাইন কেনো জানি আবার কোটেট করে দিতে ইচ্ছে করছে,
প্রেমিকের হাত ধরে রাস্তায় আসতে যে মেয়ে রাজি না, তার প্রেম দুই নাম্বার।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমি বুঝতে পারি আপনার সমস্যার কথা ।
যদিও মাঝে মাঝে ফিল করি খুব কিন্তু আমারও হয়ত সময় বেইমানী করায় পেরে উঠিনা যোগাযোগ করতে।
৩৩| ২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৫৩
আমি ইহতিব বলেছেন: কাল্পনিক ভালবাসা ভাইয়ের একটা গল্প পড়ে আপনার এই গল্পটা পড়তে এলাম, আগে যদিও দেখেছি সময় স্বল্পতার কারনে পড়া হয়ে উঠেনি। শুভ কামনা আপনার ও রেশমি ভাবির জন্য। যাই এবার আপনাদের প্রেম কাহিনী পড়ি।
২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রেম কাহিনী পড়ছেন পাশাপাশি আমার সম্পর্কে অনেক ধারনা পাবেন।
দোয়া করি আপনার ও আপনার পরিবারের জন্য যেন এক বুক ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন আজীবন।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পড়ার আগে- আপনার পোষ্টের উপরে যে পোষ্টটা সেটার লেখকের নাম 'রাশমি'