নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

কান্ডারী অথর্ব ও রেশমির প্রেমের উপাখ্যান - ১ম পর্ব

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১









অষ্টম শ্রেণীর একজন মেধাবী ছাত্র হারানো গিয়েছে যদি কোন হৃদয়বতী তার সন্ধান পান তবে যেন নিজ দায়িত্তে ফিরিয়ে দিয়ে যান। সে এতই ভাল ছেলে ছিল যে রোজ সকাল বেলা সূর্য মামা জাগার আগে নয় বরং ভর দুপুরে সূর্য যখন মাথার উপর এসে যেত তখন তার সুখের ঘুম ভাঙত। আর এমন হীরার টুকরো ছেলে আহারে অকালেই অকাল পক্ক হয়ে শেষে কিনা প্রেমের ফাঁদ বানিয়ে নিজেই সেই ফাঁদে পা দিল। পড়াশোনায় ভীষণ মনোযোগী ছিল। কখনো কোন পরীক্ষায় প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় এর কোনটাই হতে না পারলেও কোন রকম পরীক্ষার পূর্বের রাতে পড়েই অন্তত নেহায়েত ফেলের হাত থেকে রেহাই পেত। পরীক্ষার পূর্বেই শুধু পড়াশোনার কথা বলছি কারন বছরের বাকি দিন গুলো কিশোর পত্রিকা, রহস্য পত্রিকা, বাটুল দি গ্রেট, চাচা চৌধুরী,পিঙ্কি, বিল্লু, ফেন্টম, তিন গোয়েন্দা, সেবার অনুবাদ, রোমান্টিক গল্প এমনকি রসময় গুপ্ত পড়েই দিন কেটে যেত।



এমন একটি ছেলের জীবনে হঠাৎ করেই প্রেমের দুর্যোগ নেমে এলো। হাতে তুলে নিল শরৎচন্দ্র, শির্ষেন্দু, সুনীল, বুদ্ধদেব আর হুমায়ূন আহমেদ ওহ জীবনানন্দ দাশের কথা না বললেই নয়। মন কেড়ে নিল পাশের বাড়ির একটি মেয়ে। তার চোখের চাহনি দেখলে কলিজার রক্ত শুকিয়ে পানি হয়ে যেত । ডাগর ডাগর চোখ দিয়ে ড্যাগারের মত যেন কলিজাটা ফালা ফালা করে ফেলত । উফ সেকি প্রেম জেগে উঠত হৃদয়ের গহীনে। এমন সময় গুলোতে সাথে ছিল কিছু অসাধারন রোম্যান্টিক প্রেম জাগানিয়া হিন্দি সিনেমা ও তার গান। সব মিলিয়ে প্রেমিক মন নিয়ে স্কুল ফাকি দিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা বখাটে ছেলেদের মত অথবা ছাদে উঠে ফিল্ডিং মারাই হয়ে উঠল দৈনন্দিন কাজের অংশ। সাথে যোগ দিল বস সালমান শাহ এর সব বিখ্যাত বিখ্যাত সিনেমা স্বপ্নের ঠিকানা , স্বপ্নের পৃথিবী, অন্তরে অন্তরে আরও কত কি । টেনশনে টেনশনে ছেলেটি শেষ পর্যন্ত সিগারেট ধরে ফেলল। দীঘল ঘন কালো চুলের সেই মেয়েটিকে ভালোবাসে কিন্তু কখনো সাহস করে বলতে না পারার যন্ত্রণা থেকেই তার এই ধূমপানের শুরু। যখনি বলতে যাবে তখনি শরীরে জ্বর চলে আসত। নাহ প্রেম বুঝি তার আর এই জীবনে হবেনা । কান্ডারী মনে হয় আজীবন অথর্বই থেকে যাবে।



অনেক ভেবে ভেবে আর দোকান থেকে বাকিতে সিগারেট কিনে খেয়ে খেয়ে পাহাড় সমান দেনায় ডুবে গেল ছেলেটি। এই সিগারেট খরচ বহন করার জন্য শুরু হল তার বাইরে কোচিং ক্লাসে পড়াশোনা যদিও কোন প্রকার কোচিং এ তার কখনো যাওয়া হয়নাই শুধু মাস শেষে বাবার কাছ থেকে কোচিং এর জন্য বেতন নিয়েই কোন রকম সিগারেটের খরচ চালিয়ে নেয়া হত। মনে মনে একটা পরিকল্পনা করে ফেলল কান্ডারী । আর কত কাল এভাবে চুপ করে থাকবে সে। দেখা যাবে ততদিনে তার প্রিয়ার অন্য কারো সাথে বিয়ে হয়ে বাচ্চা কাচ্চার চাচা হয়ে গেছে সে। না কিছুইতেই না । এই অপমান মেনে নেয়া যাবেনা । তাই সে তার প্রেয়সী রেশমির এক বান্ধবীকে খুঁজে বের করল। আপাতত পরিকল্পনা হল যে রেশমিকে কান্ডারী একটা চিঠি দেবে এবং তার প্রতিক্রিয়া জেনে নেবে তার বান্ধবীর কাছ থেকে। যেমন পরিকল্পনা তেমন কর্ম। দোকান থেকে পঁচিশ টাকা দিয়ে খুব দামী একটা কলম কিনল সে। তারপর একটা ছোট কাগজে লিখল শুধু আই লাভ ইউ। ব্যাস সেই কলম আর চিরকুট নিয়ে দাড়িয়ে রইল রাস্তায় । তার সামনে দিয়ে তার রেশমি হেটে চলে গেল কিন্তু তাকে আর কলম ও চিরকুট দেয়া হলনা। কিছু বলতে যাওয়ার আগেই শরীরে জ্বর চলে এলো। সত্যি কান্ডারী একজন অথর্ব। ভাবছেন এই কান্ডারী আবার কে আরে সেই ছেলেটিই আপনাদের আজকের কান্ডারী অথর্ব এই আমি আর রেশমিকে নিয়ে আমার এই প্রেম কাহিনী।



একদিনের ঘটনা বলি। ঢাকা শহরে বর্ষা কাল মানেই ভাল রাস্তা কেটে জায়গায় জায়গায় গর্ত করে রেখে পরে আবার গর্ত ভরাট করে নতুন করে রাস্তা মেরামতের কাজ করা। এতে হয়ত কারো কারো পকেটে টাকায় ভরলেও আমি তাদের কাছে চির ঋণী । আরে তদের কারনেই যে আমার প্রেম এক নতুন পাখা পেল। একদম এক উড়াল দিয়ে সপ্তম আকাশে যেয়ে উপস্থিত হল। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল সেই দিন । তাই রাস্তায় এমন ভাবে পানি জমে গেল যে কোথায় গর্ত আর কোথায় সমান বোঝার উপায় ছিল না। আমি সেই বৃষ্টিতে বের হয়েছি স্কুলে যাব বোলে । পথে দেখলাম আমার প্রিয়াও স্কুল থেকে ফিরছে। এর মাঝে বোলে রাখি আমি তখন আর কিন্তু অষ্টম শ্রেণীর ছাত্র নই। সদ্য নবম শ্রেণীর ছাত্র আর আমার প্রিয়া অষ্টম শ্রেণীর। আমাদের স্কুলে মেয়েদের ক্লাস হত সকালে আর ছেলেদের বিকেলে। তাই প্রতিদিন স্কুলে যাওয়ার পথেই তার সাথে আমার চোখে চোখে ইশারা হত। যাই হোক এমনই সেই বৃষ্টি ভেজা দিনে চোখে চোখে তাকিয়ে হাটতে হাটতে আমরা দুইজন কখন যে গর্তে যেয়ে পড়লাম। ব্যাস দুইজন পানিতে ডুবে একাকার । অনেক ক্ষণ দুইজন পৃথক ভাবে গর্ত থেকে উঠার চেষ্টা করেও যখন উঠতে পারলাম না তখন আমি সেই কোমর পানিতে দাড়িয়ে থেকে রেশমিকে সাহস করে কোলে তুলে নিলাম । ওকে উঠানোর পর এবার ও আমার হাত ধরলে আমিও গর্ত থেকে উঠে এলাম। উফ সেই স্মৃতি আমি আজো ভুলতে পারিনা।



এরপর থেকেই আমার জীবনে নতুন বসন্ত এলো। আমি প্রতিদিন নতুন নতুন জামা পরে হ্যাভি মাঞ্জা মেরে বারান্দায় দাড়াই , ছাঁদে উঠি গলিতে নেমে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলি যদি একবার একবার সে এসে বারান্দায় দাড়ায় । রাত দিন ভুলে গেলাম শুধু ছট ফট করতে থাকি আর বারান্দায় যেয়ে দাড়াই। আমাদের স্কুল যেমন এক ছিল তেমনি বাড়ি ছিল গলির সামনা সামনি। তবু আমার ভিরু মনের কারনে প্রেম হতে বেশ সময় লেগে গেল। এর পর একদিন তাকে সাহস করে সেই পঁচিশ টাকা দামের দামী কলম আর চিরকুটে লেখা আই লাভ ইউ দিয়ে দিলাম। ব্যাস প্রেম আর ঠেকায় কে। তখন অবশ্য আজকের দিনের মত এমন ডেটিং করার সুযোগ ছিলনা অথবা মোবাইল ছিল না যে ঘণ্টার পর ঘণ্টা কথা বোলে রাত পার করে দেয়া যেত। বাসায় একটা টি এন্ড টি ফোন ছিল সেটাও ছিল বাবার ঘরে তাই সেটা দিয়েও কথা বলতে পারতাম না। আমাদের প্রেম ছিল শুধু ছাদ আর বারান্দা কেন্দ্রিক। এর জন্য অবশ্য আমরা বিশেষ ধরনের সিগন্যাল ব্যাবহার করতাম। যদি আমি বা রেশমি আমাদের মধ্যে যেই বারান্দায় আসত দুইবার তালি বাজালেই বুঝে নিতাম বারান্দায় যাবার সময় হয়েছে।



শুরু হল আমার অমর প্রেম কাহিনী। আমি আর দুপুর বেলা ঘুম থেকে উঠি না। সূর্য মামা জাগার আগেই খুব ভোরে ঘুম থেকে জেগে উঠা শুরু করলাম। মেয়েকে যখন পেয়েছি এবার তাহলে মেয়ের মাকে পেতে হবে নাহলে প্রেমের পরিপূর্ণ সাধ কি করে মিটবে । তাই খোঁজ নিয়ে দেখলাম আমার হবু শাশুড়ি রোজ ভোরে হাটতে বের হন ব্যাস আমিও সালাম দিয়ে নেমে গেলাম তার সাথে পথে হাটার জন্য। হাজার হোক আমার শরীরটাকেও ফিত রাখার প্রয়োজন রয়েছে। আমার শাশুড়ি একজন হাটার সঙ্গি পেয়ে খুব খুসি হলেন। এর পর আমাকে মাঝে মাঝেই দুপুরে, রাতে অথবা কখনো সকালে বাসায় দাওয়াত করে খাওয়াতেন। খুব আদর করতেন তিনি আমাকে। আর আমিও পেয়ে গেলাম রেশমিদের বাসায় ঢোকার দরজা। এর পর কারনে অকারনে আমি আমার হবু শাশুড়ির খোঁজ খবর নেয়ার জন্য ওদের বাড়িতে যাতায়েত শুরু করি হাজার হোক খালা বোলে কথা আর খালা মায়ের সমান। অথচ নিজের মায়ের খোঁজ কতটা নিয়েছি আঙ্গুলের রেখা গুনে বোলে দিতে পারব। এই হল প্রেমের জন্য আমার বলিদান দুঃখিত মা বদল। ওদের বাসায় গেলে ওর মায়ের সাথে যখন গল্প করতাম তখন রেশমি পাসে এসে বসত ঈশ কি মধুর সেই চাহনি আমি আজো ভুলতে পারিনা তার সেই চুলের ঘ্রান। আমার দেখাদেখি রেশমিও তার মা বদল করে আমাদের বাসায় যাতায়েত শুরু করল। দেখতাম খুম সুন্দর করে সে আমার মাকে পটিয়ে ফেলেছে। আমার মায়ের সাথে বসে কি সুন্দর লুডু খেলে আমার বাবাকেও দেখি ওদের সাথে বসে লুডু খেলে । আমি যেন সেদিকে দেখেও না দেখার ভান করে থাকি। যেন এই মেয়ের আমার বাসায় আসাটা আমি মোটেও পছন্দ করছিনা। অথচ ও যতক্ষণ আমাদের বাসায় থাকত আমি শুধু স্বপ্ন দেখতাম কবে এই মেয়েকে আমি আমার বউ করে আমার ঘরে পাব। কবে আমার বিছানায় এসে বসবে আমাকে একটু ঠোঁটে চুমু খাবে। আমি ওকে আমার বিছানায় নিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকব। অথচ যেহেতু আমি অথর্ব তাই হয়ত খুব বেশী দিন সেই স্বপ্নকে লালন করতে পারলাম না আমার হৃদয়ের মাঝে।



(চলবে …………)











মন্তব্য ১১৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

স্বপনবাজ বলেছেন: চলুক...
কাহিনী কি হাছা নাকি ?

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

একবিন্দু মিথ্যা নয় সম্পূর্ণ আমার জীবন থেকে নেয়া।

২| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এটাও রাতে পড়বো এখন বুকমার্কড।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

অপেক্ষায় রইলাম।

৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

s r jony বলেছেন: ২য় ভালোলাগা,

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ জনি ভাই।

৪| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯

একজন আরমান বলেছেন:
দারুন।
পোস্ট প্রিয়তে নিয়ে রাখলাম।
আপনার এই পোস্টে নতুন পোস্টের লিংক অ্যাড করতে থাকবেন। যাতে এই এক পোস্ট প্রিয়তে নিয়েই যেন সব একসাথে পড়তে পাড়ি।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

তোমার সাজেশন গৃহীত হল।

৫| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল লাগছে, দেখা যাক সামনে কি আসছে.................

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

মুবিন ভাই সামনে আরও ভয়াবহ কাহিনী আসছে।

৬| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯

মৃন্ময় বলেছেন: bakita ektu quick diyen ekta filim banaibar caitaci.......

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

খাইছেরে আমার জীবন কাহিনী নিয়ে ফিল্ম ভাই হাসাইলেন।

৭| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

বোকামন বলেছেন: জীবন থেকে নেয়া ......
ভালো না লেগে যাবে কোথায় ! ...

(তবে শেষের লাইনগুলোর প্রকাশ অন্যভাবে হতে পারতো)

ভালো থাকবেন ... অনেক

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:
আসলে তখনকার সেই অনুভুতি গুলোই তুলে ধরার চেষ্টা করছি একেবারে কোন প্রকার কৃত্রিমতা না রেখে তাই হয়ত কিছু জায়গায় অসংগতি হয়ে যেতে পারে আবার অনেক কিছুই মনে নেই তাই যতটুকু মনে আছে বা কষ্ট করে মনে করে লেখার চেষ্টা করছি যেন সত্যটা সঠিক ভাবে প্রকাশ করতে পারি।

৮| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
আপনি এখনও অফিসে?
তাহলে ৬ টায় আসবেন কিভাবে?
আমি একটু পর রওনা দিবো।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আসছি অপেক্ষা কর।

৯| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

স্পাইসিস্পাই001 বলেছেন: ঢিল তো একবারে আমের মধ্যেই লাগিয়েছেন ...এ নাকি অথর্ব ....কেউ বিশ্বাস করবে....?????

কান্ডারী ভাই আপনার প্রেম কাহিনী শুনে পুরান প্রেমের কথা মনে পড়ে গেল ..

যাইহোক দারুন গুছিয়ে লিখেছেন .....চলবে মানে দৌড়াবে...।

ভাল থাকবেন ... ধন্যবাদ...।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আহারে ভাই আপনার প্রেম কাহিনী পড়তে চাই।

ধন্যবাদ চেষ্টা করছি গুছিয়ে লেখার তবে অনেক কিছু ভুলে গেছি তবে চেষ্টা করছি যেন কিছু বাদ না যায়।

ভালথাকবেন জীবনের ভালোবাসার স্মৃতিগুলো হৃদয়ে ধারন করে।

পরের পর্ব গুলোতেও পাব আশা করি।

১০| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: :P বাহ বাহ ...


কাণ্ডারি ভাইয়ের প্রেম কাহিনি !!...চলুক তাহলে ...




:)

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আশা করি আমার এই প্রেম কাহিনী আপনাদের বিরক্তের কারন হয়ে যাবেনা।

দোয়া করি ভালোবাসার স্মৃতি গুলো নিয়ে ভালথাকবেন জীবনের চলার পথে।

১১| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

অপু তানভীর বলেছেন: সত্যি ?

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
জী সত্যি একেবারে সত্যি আমার জীবন থেকে নেয়া প্রেম কাহিনী ।

১২| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫

লেখোয়াড় বলেছেন:
চালিয়ে যান।
+++++++++++++++

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই সাথে থাকলে চালিয়ে যেতে ভরসা পাব। অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।

১৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

মৃন্ময় বলেছেন: vai hacai koitaci......jobbor ekkan filum banamu.@CA

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

সেই ছবির নায়ক কি আমিই থাকব ?

১৪| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

মাক্স বলেছেন: চলুক! আপাতত প্লাস।

শির্ষেন্দু আর হুমায়ূন দুইটা নামের ভুল চোখে লাগসে। সময় করে ঠিক করে নিয়েন!

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই আমি ঠিক করে নিচ্ছি।

১৫| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

অশুভ বলেছেন: ভাই স্কুল জীবনের কথা মনে করাইয়া দিলেন। আহ্ কী মধুরই না ছিল সে দিনগুলি!!!
চলুক। সাথেই আছি।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:



সত্যি সেই দিনগুলো খুব মধুর ছিল।

১৬| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

এ্যাপোলো৯০ বলেছেন: আমার কইলজা পুইড়্যা ছাড়খাড় হই্য়্যা গেছে

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

কেন কেন তোমার আবার কি হল !!!

১৭| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

অয়োময় বলেছেন: চলুক...........দেখি কান্ডরির প্রেমের গাড়ি কেমন দৌড়ায়:-)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই পুরনো স্মৃতি মনে করে লেখা খুব কষ্টের একটি কাজ।

১৮| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

যুবায়ের বলেছেন: চমৎকার হয়েছে ভাই......
পোষ্টে ভালোলাগা++

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

জানিনা আপনের ভাবি জানতে পারলে আমাকে আস্ত রাখবে কিনা ?

১৯| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

বাংলাদেশী দালাল বলেছেন: খেয়ালই কোরিনাই কখন পুস্ট দিলেন। রাতে আরাম কইরা পরমুনে।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

সাথে এক কাপ চা নিয়ে বসবেন কিন্তু ।

২০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪১

পেন্সিল চোর বলেছেন: ৮ম ভালো লাগা ভাইয়া। চলুক...

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


সাহস দিচ্ছেন যখন তখন চলবে।

২১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬

মনিরা সুলতানা বলেছেন: আগে কমেন্ট কইরা লাভ নাই, আগে পুরা কাহিনী শেষ করি :-B



১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

উফ !!! পুরা কাহিনী শেষ হতে সময় লাগবে অনেক মাত্র প্রেমের শুরু বিয়ে এখনো অনেক দূরে।

২২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
+++

চললে চলুক ....

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


দেখি সামনে কি অবস্থা হয় !!!

২৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩১

আমিভূত বলেছেন: হুম এরপর কি হল ?
এভাবে অপেক্ষায় বসিয়ে রাখা কি ঠিক ? :(

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

সেটা ঠিক নয় তবে এই সিরিজ হয়ত বেশ দীর্ঘ হয়ে যেতে পারে।

২৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

অদ্বিতীয়া আমি বলেছেন: এরপর .... অপেক্ষা, অপেক্ষা নেক্সট পোস্টের ।

খুব ভাল লাগল ।আসলেই মোবাইলের আগের সময় প্রেম করা সহজ ছিল না। তখন অনেক ধৈর্য আর লয়্যালটি ছিল । আর এখন কথা বলা সহজ বলেই মনে হয় টাইম পাসিং প্রেম আর প্রতরনা বেশি ( আমার ধারনা , আর কি)

আপনার আগের লেখা সব পড়া হয়নি । আজ থেকে পড়ব । সুন্দর লেখেন আপনি ।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আসলেই মোবাইলের আগের সময় প্রেম করা সহজ ছিল না। তখন অনেক ধৈর্য আর লয়্যালটি ছিল । আর এখন কথা বলা সহজ বলেই মনে হয় টাইম পাসিং প্রেম আর প্রতরনা বেশি ।

কি যে কষ্ট হত একটা দিন পার করতে একটু চোখের দেখা দেখার জন্য। যদিও আমার পাশের বাড়িতেই থাকত তবু খুব কম দেখা হত, কথা প্রায় হতনা বললেই চলে যাও হত শুধু ইশারা তাতেই যে মধুর প্রেম ছিল এখন সারাদিন কথা বলেও ব্রেক আপ হয়ে যায় কারন তখন কথা কম হত বলেই হয়ত এমনটা হত। ঐযে কথায় আছেনা মানুষ দূরে গেলে টান বাড়ে কাছে থাকলে কমে সেটাই আরকি।

আমিত বহু আগে থেকেই আপনার পোস্টের পাঠক, আপনার লেখাগুলো আমার খুব ভাল লাগে।

২৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:০৪

বাংলাদেশী দালাল বলেছেন: হুমমমম। এখন পরজন্ত ত সব আপনের অনুকুলে। একটা কথা আপনের নিক কান্ডারী অথর্ব না হইয়া ইচরেপাকা হউন দরকার আছিল। নাকি পাগলের শুখ মনে মনে..

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রতিকূলতা এখনো শুরুই হল না। তা ভাই যা বলেছেন।

২৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:০২

অদ্বিতীয়া আমি বলেছেন: আমিত বহু আগে থেকেই আপনার পোস্টের পাঠক, আপনার লেখাগুলো আমার খুব ভাল লাগে।


:| :| :| :| :|


খুবই লজ্জা পেলাম কথা শুনে। আপনার কথার মান রাখতে হলেও এরপর সুন্দর পোস্ট দেয়ার ট্রাই করব ( কেমনে জানি না :(( :(( )

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি ফু দিয়ে দিলাম যান পোস্ট দারুন হবে ;)

২৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৪২

আশিক মাসুম বলেছেন: চলুক, পরের পর্বের অপেক্ষায় রইলাম তির্থের কাক হয়ে :)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

এত কিছু থাকতে ভাই তোমার এই কাউয়া হবার সখ কেন হল ?

২৮| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২২

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখা +
ব্লগারদের নিকট সচেতন বার্তা
**************************
ব্লগ বিষয়ে সহজ ভাবে মানুষ কে
জানান , যেন তাদের নানা ক্ষুভ ও ভুল ভেঙ্গে যায়
নয়ত ব্লগার দের ভবিস্যতব্য জীবন নিয়ে এদের রকমারি মতাদর্শে
নানা প্রতিকুলতা দেখা দিতে পারে যা আমাদের মঙ্গলে এখন
প্রেস ব্রিফিং ও মিডিয়ায় প্রচার জরুরি ।
সহজ ব্যক্ষ্যা
ব্লগ কথাটির বাংলা অর্থ আবদ্ধ বা নথি পত্র দলিল দস্তা রাখার বক্স
পরবরতিতে এটাকে আধুনিক বিজ্ঞানী গবেষণায় উন্নত করে লেখার
পড়ার এবং মত প্রকাশের উপযোগী করে সাজানো হয় ।
এখনও সমাজে মানুষ এ বিষয়ে অনেক অজ্ঞ ।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

সচেতন করব।

২৯| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৫

শের শায়রী বলেছেন: মুজে নিদ না আয়ে মুজে চ্যায়নে না আয়ে............... দিল ছবির এই গানটা যদি এখনো কোথাও শুনি সব কথা হু হু করে মনে পড়ে যায়............ মি্যা আপনে তো মিলনান্তক কাহিনী দিবেন............. ওদিকে যাগো জীবনে দেবদাস কাহিনী হেগো পুরান কথা মনে করাইয়া আবার কান্দাইলেন :(( :(( :(( :(( :(( ........... কইষা মাইনাস

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:
কই যায় যারা ঢুনড কে লায়ে
না জানে কাহা দিল খোগায়া


উফ্রে ভাই কি গান মনে করিয়ে দিলেন আরও আছে

আশিকি সিনেমার ধীরে ধীরে সে মেরে জিন্দেগিমে আনা ধীরে ধীরে সে দিল ক চুরানা তুমসে পেয়ার হামে হেয় কিত্না জানে জানা তুমসে মিল কার হেয় বাতানা

৩০| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৫

ফারজানা শিরিন বলেছেন: ভাবছেন এই কান্ডারী আবার কে আরে সেই ছেলেটিই আপনাদের আজকের কান্ডারী অথর্ব এই আমি আর রেশমিকে নিয়ে আমার এই প্রেম কাহিনী।

স্বীকার না করলে আমরা করায়ে ছাড়তাম । :প

ইহা ব্যাপক অন্যায়ের পর্যায়ে পড়ে । পরীক্ষার পড়া বাদ দিয়ে মাথার মধ্যে প্রেম কাহিনী ঢুকায় দিলেন টাও নাকি শেষ দেখতে হবে দীর্ঘদিন পরে !!! ক্যামনে কি ভাইয়া ?! প্রতিদিন তাহলে লিখবেন এই কাহিন.।।

অবশ্য প্রেম কাহিনী দীর্ঘ হলে ভালো লাগে ।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাবলাম মিছে মিছি গল্প লিখে কি হবে তার চেয়ে আমার প্রেমের ইতিহাস লিখি । জানিনা শেষ করতে পারব কিনা তবে চালিয়ে যাবার ইচ্ছা আছে। তবে যদি দীর্ঘ প্রেম কাহিনী পড়তে পারেন তবেই আমার লেখা সার্থক ইদানিং দেখেন না কেমন মেগা সিরিয়ালের যুগ এসেছে তাই ব্লগেও না হয় একটা মেগা সিরিয়াল থাকল।

৩১| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৬

ফারজানা শিরিন বলেছেন: শের ভাইয়া ২টা মাইনাস দিছেন মনে হয় ?!?

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

হায় হায় আমার এই প্রেম কাহিনীতে মাইনাচ B:-)

৩২| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৬

শের শায়রী বলেছেন: ফারজানা শিরিন @ দুইটা না আরো বেশী দিছি X(( । ওই মিয়া কান্ডারী কিছু মাইনষের কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আছে, এইডা কি ঠিক?

আর কান্ডারী ব্রো ভাবীর লগে সাকসেশ হওনের আগে যে কয়ডা ধরা খাইছেন হেই কয়ডাও ঈমানে দিবেন কইলাম।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ছি ছি সব কথা কি কইতে আছে মিয়া ভাই :-B :-B :-B :P :P

৩৩| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৪

জাওয়াদ তাহমিদ বলেছেন: চলুক, পরের পর্বের লাইগ্যা অয়েটিং। টিং টিং !!!

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

টিং টিং

৩৪| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫০

উথালপাতাল বলেছেন:

খুবই ভালো লাগলো। খুব গুছিয়ে লিখেছেন। কিন্তু ভাইজান, শব্দগুলোর প্রতি আরেকটু যত্নবান হবেন আশা করি। বানান ভুল ছিল অনেক।

পোস্টে + টু দি পাওয়ার ইনফিনিটি

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ কিছু ভুল ছিল অনিচ্ছাকৃত। সেগুলো ঠিক করে দিয়েছি। এগুলোকে টাইপ গত সমস্যা বলতে পারেন। আর এত প্লাস ভাই কোথায় রাখব।

৩৫| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮

ইউসুফ আলী রিংকূ বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম


++++++++++++++++++++

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

চেষ্টা থাকবে যেন দ্রুত পরের পর্বগুলো দিতে পারি।

৩৬| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৫

রাইসুল নয়ন বলেছেন: ৫ টার সময় উঠে মাঞ্জা মারা শুরু করতাম আর খুব তাড়াহুড়া করে ৭ টায় স্যার এর বাসার সামনে দাঁড়াইতাম !!

ওরা ৫ বান্ধবি একসাথে থাকতো ।
লজ্জার কথা তবুও কই, ঐদিন খুব মাঞ্জা মাইরা চুক্ষে কালা গগজ দিয়া খারাইয়া ছিলাম, ওরা দেখি আমার দিকে চায় আর হাসে চায় আর হাসে আমিও স্মার্ট !! আমিও হাসি , ক্ষণিক পরে দেখলাম আমার পোস্ট অফিস খোলা :( :(

উক্ত ঘটনা নিয়ে সমালোচনার দরুন দীর্ঘ এক মাস (প্রায়) গার্লস ইস্কুলের সামনে খারাইতে পারিনাই :) :) =p~ =p~ =p~

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

লুল রে লুল ভাই আমি হাসতে হাসতে শেষ

৩৭| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পড়লাম ভাইয়া ভাল লাগছে তো!

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ধ্যনবাদ দিব না পড়ছেন কষ্ট করে তাই ঋণী হলাম।

৩৮| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পড়লাম ভাইয়া ভাল লাগছে তো!

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:
:) :)

৩৯| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫

ডানাহীন বলেছেন: পরের পর্বের অপেক্ষায় .. কাল্পনিক ভালোবাসার চেয়ে বাস্তবিক ভালোবাসা অনেক বেশী মিঠা হবার কথা .. দেখা যাক ..

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ডানাহীন সাথে থাকার জন্য। জীবনের পথ যেন হয় ভালবাসাময়।

ভাল কথা বলেছেন একটা মাল্টি খোলা যেতে পারে বাস্তবিক ভালবাসা
ব্লগে কাল্পনিক ভালবাসা নামের একটি নিক আছে। ;)

৪০| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

ফারজানা শিরিন বলেছেন: শের ভাইয়া যে কয়টা মাইনাস দিছে শিউর জোড়ায় জোড়ায় দিছে !!! :P

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

B:-) B:-) B:-)

৪১| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

ফারজানা শিরিন বলেছেন: ইয়া ভাইয়া ভালো হবে তাহলে দেখি মা খালাদের ব্লগ সিরিয়ালে যুক্ত করা যায় কিনা !?? :D

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


:-B :-B :-B :-B :-B

৪২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৮

ইনকগনিটো বলেছেন: ;) ;)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাইয়া এভাবে চোখ টিপ দিলেন যে

৪৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮

মৃন্ময় বলেছেন: দেখা যাকনা ভাই কি হয়,আপনি না হয় ভিলেন হলেন............ :P :P
আপত্তি আছে?@লেখক

১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই এই কথার পর আমি আপনার ভক্ত হয়ে গেলাম :)

৪৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

মামুন রশিদ বলেছেন: বালক কান্ডারীর 'অমর প্রেম' পড়িয়া স্মৃতিপটে কেবলই কিছু অনিন্দ্য সুন্দরী বালিকার মুখচ্ছবি ফ্ল্যাশব্যাক আকারে ভাসিয়া উঠিতেছে, এবং হৃদয়ে কিন্চিত মোচড় সহ বেদনার অনুভব প্রকাশ পাইতেছে :( :((

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


মামুন ভাই আপনার সেই সব কাহিনী শুনতে মন চায়।

৪৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ক্ষণ দুইজন পৃথক ভাবে গর্ত থেকে উঠার চেষ্টা করেও যখন উঠতে পারলাম না তখন আমি সেই কোমর পানিতে দাড়িয়ে থেকে রেশমিকে সাহস করে কোলে তুলে নিলাম । ওকে উঠানোর পর এবার ও আমার হাত ধরলে আমিও গর্ত থেকে উঠে এলাম। উফ সেই স্মৃতি আমি আজো ভুলতে পারিনা।

কি মায়া! আমাকে একটা টাইম মেশিন দ্যান কেউ, ওই বয়সে যায়া প্রেম করুম! কি মিস করছি রে :((

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


এই বয়সেই করেন কে বাঁধা দিয়েছে ? ;)

৪৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

আমি বাঁধনহারা বলেছেন:


ভালো লাগল আপনার প্রেমের কাহিনী:
দো'য়া করি আপনার প্রেয়সী,
আপনার পাশে থাক দিবস ও রজনী।

+++++++++++++

আপনার লেখা অনেক আগেই পড়েছিলাম।কিন্তু মনটা খুব খারাপ ছিল।তাই মন্তব্য করতে পারি নাই।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:




এখন কেমন আছেন ভাই ?

৪৭| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৯

সপ্নাতুর আহসান বলেছেন: পড়লাম, ভাল লাগল। আপনি বরাবরই ভাল লিখেন।

চলছে, চলুক।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি ভাল লিখি জেনে খুব লজ্জা লাগছে। তবে ধন্যবাদ এমন অনুপ্রেরনার জন্য।

৪৮| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

এম হুসাইন বলেছেন: প্লাসাইতে ভুইল্যা গেছিলাম।
এখন পুরন করলাম ও প্রিয়তে।


৩য় পর্বের অপেক্ষায়।

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আমাকে পোড়াতে যদি লাগে এত ভালো
জ্বাল আগুন আরও জ্বাল

৪৯| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

এম হুসাইন বলেছেন: বলেন কি গো ভাই? কেডা আপ্নেরে পোড়ায় খালি নাম টা বলেন একবার......

কত্ত বড় সাহস......

তয় জানেন কি ভাইজান, নিজে নিজে যদি পোড়েন তবে অনেক ভালো, নিজেকে পড়ানোর সুখই আলাদা...
খাটি মানুষ হওয়া যায়।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

নিজে নিজে যদি পোড়েন তবে অনেক ভালো, নিজেকে পড়ানোর সুখই আলাদা...
খাটি মানুষ হওয়া যায়।


অতীব সত্য কথা

৫০| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫

সিয়ন খান বলেছেন: দারুন হইছে। পরের পর্বের অপেক্ষায়।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু দিয়ে ধন্যবাদ জানালাম , পরের পর্ব দেয়া হয়েছে।

৫১| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহারে কি কপাল মাইরি আপনার /:) /:)


++++++ X(( X(( X(( X((

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ঈশ ভাই কতদিন পর মাইরি শব্দটি শুনলাম।

৫২| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

শিপু ভাই বলেছেন:
এই সিরিজটা শুরু করবো করবো করে আজকে শুরু করলাম।
দারুন লাগছে।+++++++++++

পানিতে পড়ে যাওয়াটাই আপনাদের প্রেমের টার্নিং পয়েন্ট!!! বেশ বেশ!!!


পরের পর্বে গেলাম!!!

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ভাই, এই সিরিজ আগ্রহ নিয়ে পড়ার জন্য।

আর বইলেন না ভাই, যদি আরেকবার পানিতে পড়তে পারতাম :(

দেখা হবে পরের পর্বে।

৫৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগার ষোল কলা ইয়ে মানে ষোল নাম্বার ভালো লাগা পূর্ন করে গেলাম।

লুতুপুতু পেরেমে বেশ গদ্‌গদ্‌ হইলাম।

অতপরঃ যাইলাম পরের পর্বে.........। :D

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা ভাল বলেছেন লুতুপুতু প্রেম।


পরের পর্বে দেখা হচ্ছে আবারো।

৫৪| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:০১

আরমিন বলেছেন: প্লাস!

১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ভাই।

৫৫| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:০৬

আমি ইহতিব বলেছেন: বারান্দায় দাঁড়ানোর লাইনটা পড়েই নচিকেতার নিলাঞ্জনা গানটার কথা মনে পড়ে গেলো। তাই এখন গান শুনছি আর আপনার লেখা পড়ছি। পরের পর্বে গেলাম।

২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

নচিকেতা সত্যি তখন অনুপ্রানিত করত মনকে।

কেমন আছেন ?

৫৬| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:২১

আমি ইহতিব বলেছেন: আগের চেয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ।

২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:২২

কান্ডারি অথর্ব বলেছেন:
আল্লাহ আপনার সহায় হন, আমিন।

৫৭| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:২২

ভুং ভাং বলেছেন: বৃহস্পতিবার আপনার লেখাটা পড়েছিলাম এই প্রেম সিরিজের শেষ পর্ব। তারপর আপনার নিকটা ভুলে গেসি এদিকে আপনার লেখাটা পড়ার জন্য মন আকুপাকু করছিল ।শালার সি ক্লিন ও হিস্টিরি ডিলিট করে দিসে কি করি ! প্রায় ১ ঘন্টা খুজে আপনার লেখা পেয়েছি।ভালো লাগা জানিয়ে গেলাম।

২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই ভুং ভাং কৃতজ্ঞতা প্রকাশের ভাষা পাচ্ছিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.