![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
সেদিন দুপুরের খড় রোদে দেখলাম একটি নীল রঙের শাড়ি পরে রেশমি তাদের ছাদে বসে কাঁদছে। সেদিন রেশমিকে আমি প্রথমবারের মত শাড়ি পরতে দেখেছিলাম। কিশোরী মেয়েরা যখন জীবনের প্রথম শাড়ি পরে তখন তাদের মনে হয় যেন বাঁশের তৈরি মাচা বেয়ে লাউ গাছের সদ্য গজানো কচি পাতাগুলো জড়িয়ে রয়েছে। আমি আমার বারান্দায় দাড়িয়ে ইশারা করলাম কি হয়েছে ? আমাকে ও ওদের ছাদে যেতে বলল। আমিও এক দৌড়ে ওদের বাড়ির ছাদে যেয়ে উপস্থিত হলাম। আমাকে সিঁড়ি ঘরে নিয়ে যেয়ে জড়িয়ে ধরে অনেক ক্ষণ কাঁদল রেশমি। আমিও কিছু না বুঝেই কেঁদে ফেললাম। আহারে দুজন মিলে সেকি কান্না ! আমার একবারের জন্যও মনে হলনা আমি ওকে জিজ্ঞাসা করি কেন কাঁদছে ? কি হয়েছে ? আমি শুধু আমার বুকের সাথে ওকে জড়িয়ে ধরে রাখলাম আর ওর হৃদয়ের স্পন্দনগুলো বোঝার চেষ্টা করলাম। কিন্তু সেইদিনের সেই আমার কিশোর মন কিছু বুঝতে না পারলেও আজ ঠিকই বোঝে যে রেশমি সেইদিন কেন কাঁদছিল। এরই নাম প্রেম এরই নাম হৃদয়ের অনুভূতি। যাকে খুব ভালোবাসি তাকে সারাক্ষন খুব কাছে চেয়েও না পাওয়ার যে যন্ত্রণা সেটা এড়ানো খুব কষ্টের। রেশমি আমাকে বলল যে আজ তার জন্মদিন এবং আমার কাছে এমন একটি উপহার চায় যে সে যেন তার সারাজীবন সেই উপহার মনের মাঝে নিয়ে বেঁচে থাকতে পারে। আমি কিছুতেই ভেবে পেলাম না ওকে কি দেয়া যেতে পারে। রেশমিকে শুধু বললাম আমি এখন যাই তুমি সন্ধ্যায় ছাদে থেক আমি আসব তোমার সেই উপহার নিয়ে। রেশমি আমাকে খুব করুন দৃষ্টি নিয়ে বিদায় দিল। আমি বাসায় এসে একটি কবিতা লিখে ঠিক করলাম এই কবিতাই ওকে দিব আর এটাই রেশমি সারা জীবন মনের মাঝে রেখে দিতে পারবে। শুরু হল আমার জীবনে কবিতা চর্চা বা লেখা লেখির অধ্যায়।
সৃষ্টিশীল ভালোবাসা
-----------------------------------------------------
জীবনের সব রং যখন মুছে যায়;
হৃদয় তখন সব হারানো স্মৃতি খুঁজে পায়।
হয়তবা এই স্মৃতির আড়ালে লুকিয়ে থাকে,
নতুন জীবনের স্বপ্নিল আকাঙ্ক্ষা;
তখনি যেন ভালোবাসার ইচ্ছাগুলো মনে জাগতে থাকে।
নতুন প্রভাতের ন্যায় জেগে উঠে মন,
ভালোলাগে কাউকে অযথা তখন।
শেষ হতে চায়না যেন অনন্ত পথ;
পেয়ে যায় কখনোবা জীবন রথ;
ভালোবাসা সৃষ্টি করে হৃদয়ে ক্ষত।
এই অথর্বের জন্য রেশমি একটি ছোট কেক নিয়ে ছাদে অপেক্ষা করছিল। আর আমি বোকার মত একটি লাল গোলাপ ফুল আর আমার লেখা এই কবিতাটি নিয়ে হাজির হলাম বললাম রেশমি আমি তোমাকে কবিতাটি পড়ে শুনাচ্ছি। দেখবে আজীবন এই কবিতাটি তোমার মনের মাঝে আবৃত্ত হতে থাকবে আর চাইলে গোলাপটিকে রেখে দিত পার যদিও সেটি মরে যাবে একসময় কিন্তু দেখ আমার কথা তোমাকে ঠিকই মনে করিয়ে দেবে এই মরে যাওয়া ঘ্রাণহীন ফুলটি। আমাকে খুব অবাক করে দিয়ে রেশমি বলল তুমি কখনো আমাকে ভালোবাসতে পারবেনা। কারন আমাকে বোঝার সেই মন তোমার নেই। আমি খুব কষ্ট পেয়েছিলাম সেদিন কি বলে মেয়েটি ! আমি ওকে এত ভালোবাসি অথচ আমি ওর মন কেন বুঝতে পারবনা। আমাকে কিছু না বলেই খুব অভিমান করে নীচে নেমে গেল রেশমি। আমি টের পেলাম রেশমি কাঁদছে, ওর চোখে অশ্রু। রেশমি যখন কাঁদে তখন শুধু ওর চোখ হতে নোনা জলের ধারা নেমে আসে গাল বেয়ে । ওকে আমি কখনো উচ্চ স্বরে কাঁদতে দেখিনি। এ যেন বুকের ক্ষত হতে নীরবে ক্ষয়ে যাওয়া রক্তের বিসর্জন। আমি কিছুক্ষন বোকার মত ওদের ছাদে দাড়িয়ে থেকে খুব কাঁদলাম। তারপর বাসায় চলে এলাম। সেই রাতে রেশমি একটি বারের জন্যও আর বারান্দায় এলো না আমার সাথে দেখা করতে। কিন্তু আমি সারা রাত বারান্দায় দাড়িয়ে অপেক্ষা করে গেলাম যদি একবার একবার বারান্দায় এসে দাড়ায় আর আমি ওকে দেখে আমার বুকের ভেতর জমে থাকা কান্নাগুলো মুছে ফেলতে পারি।
তারপর বহুদিন আমি রেশমির আর কোন দেখা পাইনি। বুহুবার ওদের বাসায় গিয়েছি কিন্তু দেখা করতে পারিনি। ওর মায়ের কাছে জানতে চেয়েছিলাম কিন্তু ঠিক সাহস করে তেমন কিছু বলতেও পারিনি। আমার আর রেশমির মাঝে অনেকটা দুরুত্ত তৈরি হয়ে গেল। আমার কি করা উচিৎ আমি ভেবে পেলাম না। বন্ধুরা সাজেশন দিল আরে এইরকম কত রেশমি আছে, সবকিছু ভুলে যেয়ে আমি যেন নতুন করে কারো সাথে প্রেম শুরু করি। কিন্তু তাই কি আর হয় ? যাকে জীবনে প্রথমবার ভালোবেসেছি তাকে কি আর কখনো ভোলা যাবে ! কথায় আছে জীবনের প্রথম প্রেম নাকি ভোলা যায় না। নাহ কিছুতেই ভোলা যাবে না। আমি রেশমিকে একটি চিঠি লিখলাম। সেই চিঠি ওর এক বান্ধবীর কাছে দিয়ে বললাম যেন চিঠিটি পৌঁছে দেয়। তখনত আর ইন্টারনেট অথবা মোবাইল ফোন পাইনি যে শুধু ছোট ছোট ম্যাসেজ পাঠিয়েই প্রেমিকার মন জয় করে ফেলব। তাই এই চিঠিই ছিল একমাত্র ভরসা। তখনকার দিনে খুব সুন্দর সুন্দর ফুলের, ভালোবাসার সাইন সহ গোলাপি, নীল, হলুদ আরও নানা রঙের চিঠি লেখার প্যাড পাওয়া যেত। এখন পাওয়া যায় কিনা জানিনা। তেমনি একটি গোলাপি রঙের প্যাডের পাতায় লিখলাম আমার সেই চিঠি। তারপর নীল রঙের একটি খামে ভরে ওর বান্ধবীর কাছে সেটি দিয়ে বললাম যেন রেশমির কাছে পৌঁছে দেয়। আমার চিঠির সেই কথাগুলো আজ আর পুরোপুরি মনে নেই তবে আংশিক যা মনে করতে পারছি অনেকটা এইরকম ছিল সেই চিঠির ভাষাগুলো;
আমার মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে ও আমার জান,
আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারিনা। আমার বেঁচে থাকার প্রেরনা শুধু তুমি। তোমাকে আমি এই পৃথিবীতে না পেলেও তুমি জেনে রেখ তোমার বাড়ির সামনে দিয়ে যেদিন আমার লাশ যাবে তুমি একটু হলেও কাঁদবে, তারপর হয়ত জানি তুমি পৃথিবীতে সংসার করবে নিত্য আনন্দে কিন্তু জেনে রাখ আমি এক বিন্দু পরিমান রাগ করব না কারন তোমার আনন্দ আমার আনন্দ, তোমার আনন্দে আমি মিশে আছি, আমি যে সত্যিকারের শুধু তোমাকেই ভালোবাসি।
Rainless Earth
------------------------------------------------
My love is like a Rainless Earth
I love you aimlessly
You can never tell me that
You don’t love me
Oh! My dearest love
Please, don’t break my youngest heart
Touch my chest with your hand and
Promise me that
You will love me
Forever and ever and ever
None but I can love you so much
One day I will die
Then you will recognize that
How much I loved you
You will shed your tears and
To lament for me but
If you come to my grave and
Touch on it
I will kiss your hand because
My love is ever grateful to you
সুখে থেকো ইতি তোমাকে ভালোবাসতে অপারগ এই আমি
(চলবে..................)
কান্ডারী অথর্ব ও রেশমির প্রেমের উপাখ্যান
কান্ডারী অথর্ব ও রেশমির প্রেমের উপাখ্যান - ১ম পর্ব
১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদের সাথে গৃহীত হল।
২| ১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪০
এম হুসাইন বলেছেন: ২য় ভাললাগা ভাইজান, চমৎকার উপস্থাপন।
পরের পর্বের অপেক্ষায়।
পোস্ট প্রিয়তে
১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
এই পোষ্ট প্রিয়তে নিয়েছেন জেনে ভাল লাগল। আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন।
৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৭
বাংলার হাসান বলেছেন: ভাল লাগল, তবে আপনার লেখা যতটা ভাল হয় এটা তিতটা মনে হয় নাই। আরেকটু ইমোশন দিয়ে লিখবেন পরের পর্ব এই আশায় রইলাম।
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই, চেষ্টার কোন ত্রুটি থাকবেনা আশা করি আগামী পর্ব গুলোতে।
৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১০
বাংলার হাসান বলেছেন: ভাই দিলে চোট নিয়েন না, আমার মনে হয়েছে আপনি আরো অনেক বেশী ভাল লিখতে পারতেন, এবং বাস্তবেই আপনি অনেক ভাল লিখনে।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আশা করি পরের পর্ব গুলো মন দিয়ে লিখব।
৫| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১২
শের শায়রী বলেছেন: চিঠির ভাষা গুলো আমাকে কোথায় যেন আঘাত দিয়ে গেল ভাই।
লেখার সাথে আত্মস্থ হয়ে গেছি। পরের পর্ব চাই।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
জানি ভাই কিছু কথা থাকে যেগুলো কিছু আবেগি মানুষের সাথে কোন না কোন ভাবে মিলে যায়।
৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৫
না পারভীন বলেছেন: ++++
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ দেব না।
৭| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৩
বাংলাদেশী দালাল বলেছেন: ওই মিয়া এত সকালে কে? এখন গুমামু ভাবছি।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ঘুমান তাহলে।
৮| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১১
লেখোয়াড় বলেছেন:
ভালো, ভালো।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ, ধন্যবাদ।
৯| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০১
বাংলাদেশী দালাল বলেছেন: ভাই আপনে ভাল লেখক সন্দেহ নাই। আমি একজন ভাল পাঠক। আপনার মত লেখক হইতে পারলে আমারও একটা ছুড লাভগল্প লিখার ইচ্ছা আছে। একটা ফু দিয়া দেন
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ফু দেয়া হইল
১০| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১০
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: ভাল লাগল...।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
১১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯
s r jony বলেছেন:
ভাইজান পরের পর্বগুলা তারাতারি দেন। মেগা সিরিয়ালের মত অপেক্ষা করতে পারুম না।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
জনি ভাই এইত আর কয়েকটা পর্ব তারপর শেষ।
১২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোলাগা।
একবারে চাই ... পর্বের অপেক্ষাই থাকতে পারমু না।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
বলেন কি তাহলে আমার কি হবে ? আমিত মেগা সিরিয়াল চালাব বলে ভাবলাম।
১৩| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০২
নেক্সাস বলেছেন: ১০ম ভালা লাগা
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
১৪| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫
স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লেগেছে কান্ডারী ভাই ...।
চলবে না, দৌড়াবে....
ধন্যবাদ+++্
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই ভরসা যখন দিচ্ছেন তখন চলবে।
১৫| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১১
বাংলাদেশী দালাল বলেছেন: ভাই আপনে ফু দিলেই "জীবন থেকে নেয়া লাভগল্প (১)" পুষ্ট হইব।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
হাসছি শুধু হাসছি।
১৬| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫
ডানাহীন বলেছেন: ভিতর-বাহির পর্যায় চলতেছে দেখি .. চলুক চলুক ..
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
মন্তব্যের জন্য আপনাকে প্লাস।
১৭| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
ঘুড্ডির পাইলট বলেছেন:
ফডুতে কান্ডারির অথর্বের মাথায় অনেক চুল দেখলাম । ভালো লাগলো ।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই ইহা আমার কিশোর বয়সের ছবি কিনা তাই
১৮| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭
পেন্সিল চোর বলেছেন: কিশোরী মেয়েরা যখন জীবনের প্রথম শাড়ি পরে তখন তাদের মনে হয় যেন বাঁশের তৈরি মাচা বেয়ে লাউ গাছের সদ্য গজানো কচি পাতাগুলো জড়িয়ে রয়েছে...
কিন্তু আমার কাছে তো অন্যরকম লাগে... থাক সেই কথা আর না বললাম :!> :!> :!>
বড় ভাইগো লগে বেশি ফ্রি হউন ঠিক না :#>
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
বলে ফেলেন আপনার অনুভূতি কোন সমস্যা নাই আমি খুব ফ্রি
১৯| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
গ্রাম্যবালিকা বলেছেন: পরের পর্ব কইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই ?
জলদি ।
ঘুড্ডির পাইলট কি কয়!
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
একটু ধৈর্য ধর দিব আপাতত একটু ঝামেলায় আছি কাজের।
পাইলট ভাই ঠিক বলছে।
২০| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭
কয়েস সামী বলেছেন: পড়লাম। আগের পর্বগুলি পড়তে হবে।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ পড়ে ফেলুন খুসি হব।
২১| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
একজন আরমান বলেছেন:
কিশোরী মেয়েরা যখন জীবনের প্রথম শাড়ি পরে তখন তাদের মনে হয় যেন বাঁশের তৈরি মাচা বেয়ে লাউ গাছের সদ্য গজানো কচি পাতাগুলো জড়িয়ে রয়েছে।
সেই রকম দুর্দান্ত হয়েছে ভাই। আপনার লেখার হাত যে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়ে উঠছে দিন দিন।
আর আমি তখনই খুশি হয়েছিলাম যখন আপনি বলেছিলেন এই সিরিজের কথা। কারণ এই সিরিজের মধ্যে আমি আপনার অনেক আনরিলিজড কবিতা পড়তে পারবো।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা কি যে বল না ভাই আমি আবার ভাল লিখতে পারি নাকি !!!
আরও কিছু কবিতা পেয়ে যাবে এই সিরিজে আশা করি।
২২| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
ঝটিকা বলেছেন: আগ্রহ নিয়ে পড়লাম। প্রথম কবিতার শেষ প্যারাটা ভালো হয়েছে বেশি। শেষ পরিনতিটা জানতে খুবই আগ্রহী।
ইস কেউ কোন দিন আমার প্রেমে পড়ল না
(চেহারা সুরত তো আল্লাহ দিলে খারাপ ছিল না
,লোকে তো তাই বলে )। এতো কঠিন প্রেম না হোক হালকা পাতলা প্রেমে তো কেউ পড়তে পারত
। এ আফসোস কই রাখি।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
পরিনতি সুখ দুঃখ মিলিয়েই হবে।
ঈশ জেনে ব্যাথিত হলাম দোয়া করি কেউ যেন আসে আপনার জীবনে।
২৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: +++++++
চলুক!! সাথেই আছি।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
এভাবে ভরসা দিলে চলবে ভাই ধন্যবাদ।
২৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৭
মনিরা সুলতানা বলেছেন:
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
২৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪১
জাকারিয়া মুবিন বলেছেন: ভাল লাগছে সিরিজ। চলতে থাকুক।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
মুবিন ভাই এমন ভরসা পেলে চলবে আশা করি।
২৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১
স্বপনবাজ বলেছেন: আমিও কিছু না বুঝেই কেঁদে ফেললাম। আহারে দুজন মিলে সেকি কান্না !
:> :> :> :>
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আর বইলেন না ভাই তখন অনেক কিছু এমনই হত।
২৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগল আপনার লেখা:
দো'য়া করি আপনি সর্বদা পান
আপনার কাঙ্খিত প্রেয়সীর দেখা।।
++++++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই একজন কে পেয়েছি সেটাই ভাগ্য।
২৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
মামুন রশিদ বলেছেন: হুম, কষ্টগুলো ছুঁয়ে যায় পরাণের গহীন ভিতর ।
সামনে কি আছে জানিনা, জানার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছি ।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি সত্য প্রকাশে নির্ভীক তাই অনেক কিছুই আসবে সামনে।
২৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
ফারজানা শিরিন বলেছেন: আবার ঝুলায় রাখলো !!!
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এভাবেই ঝুলিয়ে রাখব।
৩০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:০২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এরপরের পর্বেশ্যাষ করবেন কইলাম!
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
হায় হায় তাহলেত অনেক কিছু বাদ রয়ে যাবে।
৩১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:১৫
*কুনোব্যাঙ* বলেছেন: ১৬ তম+++++++++++
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই।
৩২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:২১
অদ্বিতীয়া আমি বলেছেন:
পরের পর্ব ....
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আসছে খুব শীঘ্রই।
৩৩| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪০
বাংলাদেশী দালাল বলেছেন: ভাই আজ একটা বিশেষ দিন তাই আমার লেখাটা পোস্ট করে দিলাম আশারাখি পরবেন এবং আপনার মুল্যবান মতামত জানাবে
জীবন থেকে নেয়া, আমি এবং আকা (পর্ব-১)
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
দেখছি ।
৩৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
এ্যাপোলো৯০ বলেছেন: তোমার এই সফল প্রেম কাহিনী আর পড়া যাবে না ভাইয়া এই কাহিনী শেষ না হওয়া পর্যন্ত আসবো না তোমার ব্লগে।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি তাহলে আর এই সিরিজ লিখব না আমার পোস্টের কারনে আমার ব্লগে কেউ আসবেনা মন খারাপ করে সেটা আমার ভাল লাগবেনা আপু।
৩৫| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৪
এম এম ইসলাম বলেছেন: আপনার ইতিহাস বিষয়ক লেখাগুলো খুব ভাল লাগে। এখন দেখছি রোমান্টিক গল্পও ভাল লেখেন। চালিয়ে যান।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
এটাও কিন্তু ইতিহাস আমার প্রেমের ইতিহাস।
৩৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯
অগ্নির বলেছেন: হা হা হা ! মেয়েটা চাইল কি আর আপনি দিলেন কি ! প্রেমের কবিতা !!! ক্ষেপাটা স্বাভাবিক । আশা করি আপনি পরে নিজের ভুল বুঝতে পারছিলেন !
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
৩৭| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬
বাংলাদেশী দালাল বলেছেন: ভাই পর্ব কিন্তু ৪ টা চইলতেছে। আপনেরে হারিকেন লাগাইয়া খুজছি। শের শায়রী ভাই যা পারছে দুই এক টাকা দিয়া সহযোগিতা করছে।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি ভাই দারুন লেখেন । আমি সবগুলোই পড়েছি।
৩৮| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫২
ফারজানা শিরিন বলেছেন: ভাইয়া জানেন !!!!!!!!!!!!!!! কাল রাতে স্বপন দেখছি আপনি গল্প শেষ করার ঘোষণা দিছেন ! কিন্তু আইসা দেখি বলতাছেন ... ঝুলায় রাখবেন !?! হায় স্বপন ।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি একবারে শেষ করি তাহলে অনেক ঘটনা বলা হবে না যে ,
এখন আপনিই বলেন কি চান ?
৩৯| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৮
এ্যাপোলো৯০ বলেছেন: আরি.............. আমি ছ্যাঁকা খাওয়া মানুষ তাই কারো সফল প্রেম কাহিনী দেখলে কষ্ট লাগে ( অপ্রিয় সত্যি কথা এবং দুঃখজনকও বটে) তাই বলে সিরিজ লেখা বন্ধ করবা কেনো??? এর চেয়ে তোমার জন্য কাউকে খুজে বের করো আমার জন্য
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমি বলেছ যে এর চেয়ে তোমার জন্য কাউকে খুজে বের করো আমার জন্য
আমি ঠিক বুঝলাম না
৪০| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০১
এহসান সাবির বলেছেন: চলুক...! আমিও সঙে আছি...
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই সাথে থেকে অনুপ্রেরনা দেয়ার জন্য।
৪১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭
সিয়ন খান বলেছেন: তখনও কাদলেন এখনও কাদেন তাইলে হাসবেন কখন
ভাল লাগলো
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সেটাইত ভাবি
৪২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩
লাবনী আক্তার বলেছেন: ১৮ তম ভালোলাগা রইল।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি যারে চাই রে সে থাকে মোরই অন্তরে
৪৩| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭
jotejoy বলেছেন: পরের পর্বের অপেক্ষায়। চলুক...! আমিও সঙ্গে আছি..।+++
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সঙ্গে থেকে অনুপ্রানিত করছেন জেনে খুব খুসি লাগছে। ভাল থাকবেন ভাই।
৪৪| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯
এ্যাপোলো৯০ বলেছেন: সরি, কথাটি হবে " তোমার মত কাউকে খুজে বের করো আমার জন্য" টাইপিং মিচটেক
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
এখন আমি আমার মত মানুষ কোথায় খুঁজে পাব তবে দোয়া করি আমার মত মানুষ যেন তোমার জীবনে না আসে তাহলে বুঝবে কত চালে কত ভাত
৪৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০
একজন আরমান বলেছেন:
আমার কথাটা হাসির মনে হল?
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই তুমি শুধু শুধু এমন প্রশংসা করলে হাসি পায় আমি জানি আমি মোটেও ভাল লিখতে পারিনা শুধু শুধু এমন অনুপ্রেরনার জন্য মিছে প্রশংসা করলে লজ্জা লাগে নিজের কাছে। ভাল থেক আর যেন এই তুমি আর আরও কিছু ব্লগার আছেন যাদের অনুপ্রেরনায় আমি কিছু লেখার সাহস করি নতুবা আমার লেখা এই অখাদ্য আবার পাঠের যোগ্য হয় নাকি কখনো।
৪৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২
নূর আদনান বলেছেন: vaiya apnar ai sirijer prothom post porar por theke protidini khujtam je porer porbo disen kina. erokom misti o nirvejal premer kahini amar khub valo lage.tasra apnar ja lekha.... osadharon. apnar lekha pore ami bapok onuprerona pelam. amar jibon thekeo kisu likhbo, tobe aktu somoy lagbe jamelay asi to. jaihok amareo ektu fu diyecden. ar next porbota taratari den opekkhay asi...
২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
হায় হায় সবাই দেখি আমাকে খালি ফু দিয়ে দিতে বলছে
ঠিক আছে আপনাকেও ফু দিয়ে দিলাম আর আপনার কাহিনী পড়ার জন্য অপেক্ষায় আছি শীঘ্রই পোষ্ট দেন ।
পরের পর্ব দেয়া হল পড়ে দেখতে পারেন।
৪৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:০০
নূর আদনান বলেছেন: vaiya mobile theke likhsi, vul hole maf korben
২০ শে মার্চ, ২০১৩ রাত ২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভুল হবে কেন ? আর মাফই বা চাইছেন কেন বুঝলাম না
৩য় পর্ব দেয়া হয়েছে পড়ে দেখতে পারেন।
৪৮| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৩
শিপু ভাই বলেছেন:
কাহিনী জমে উঠেছে!!! টান টান উত্তেজনা!!!
আপনার নাইনে থাকাকালীন কবিতা পড়ে মুগ্ধ হলাম!!!
+++++++++++++++
পরের পর্বে গেলাম!!!
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক খুসি লাগছে ভাই যে আপনি কষ্ট করে সবগুলো পর্ব পড়ছেন । আমি খুব ধন্য হলাম ।
আর আমার ছোট বেলার কবিতায় প্লাস পেয়ে বড় বেলায় এসে সত্যি খুব অন্যরকম ভাল লাগছে। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকলাম।
৪৯| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার । +++++++
আচ্ছা ভাই এইটা কবেকার ঘটনা , এই মিন কত ইংরেজীর ??
২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
৯৪ থেকে ৯৭ সালের কোন এক সময়ে আজ ঠিক দিন তারিখ মনে নেই।
৫০| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বিশতম ভালো লাগা। পরের পর্বে গেলাম।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই পরের পর্বে আবারো দেখা হচ্ছে।
৫১| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:১৬
আমি ইহতিব বলেছেন: আপনার লেখার মধ্যে চুম্বকের শক্তি টের পাচ্ছি আর নিজেকে লৌহ জাতীয় ধাতব পদার্থ মনে হচ্ছে
পরের পর্বে যাচ্ছি ভাইয়া।
২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা হা
দারুন কথা বলেছেন আসলে ভালোবাসা একধরনের চুম্বক শক্তি বটে।
পাঠে আমার কৃতজ্ঞতা জানবেন।
৫২| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:২৪
ভুং ভাং বলেছেন: পরের পর্বে যাচ্ছি
২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন ভাই
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৭
আশিক মাসুম বলেছেন: ১ম ভাল লাগা