![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
ঘুম থেকে জেগে উঠে আমি ভীষণ রকম চমকে উঠে চঁওকির উপর বাকরুদ্ধ হয়ে বসে রইলাম। আমার সামনে বসে আছে যেন সমুদ্র থেকে উঠে আসা কোন জলপরী। পুরো শরীরটাকে শুধু একটি জামদানী শাড়ি দিয়ে একপেচে ঢেকে রেখেছে কিন্তু সেই বৃথা চেষ্টা যেন তার যৌবনের কাছে ম্লান হয়ে ধরা দিয়েছে একটু পৃথিবীকে মায়ার বাঁধনে জড়াবে বোলে। আমি নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে জানতে চাইলাম আপনি কে ? আর আমি এখানে কিভাবে এলাম ? মেয়েটি আমাকে জানাল তার নাম শ্রাবণী। সে একটি যাত্রা দলের সাথে নর্তকীর কাজ করে। আমি যখন জ্ঞ্যান হারিয়ে বাসস্ট্যান্ডে পরে ছিলাম তখন তারা আমাকে দেখতে পেয়ে তুলে নিয়ে এসেছে তাদের এই বস্তীতে আর ওদের সেবা শুশ্রূষা পেয়েই আমি সুস্থ হয়ে উঠেছি। আমি নিজেকে তখনও সামলে নিতে পারছিলাম না আমার এই পরিনতির কথা ভেবে। শ্রাবণী আমার কাছে আমার পরিচয় জানতে চাইল। আমি ভাবলাম যদি আসল পরিচয় তাদের জানিয়ে দেই তবে হয়ত নানা রকম ঝামেলায় পরতে হতে পারে তাই মিথ্যা একটি গল্প বোলে দিলাম যে আমি খুব গরীব কাজের সন্ধানে এখানে এসেছিলাম, আমার কেউ নেই এই পৃথিবীতে, আমি খুব একা। কোথাও কোন কাজ না পেয়ে কয়েকদিন যাবত না খেয়ে থাকার কারনে সেই দিন অজ্ঞ্যান হয়ে পরে ছিলাম ওই বাসস্ট্যান্ডে। মনে হল আমার এই মিথ্যায় কাজ হল। শ্রাবণী আমাকে বলল যে তার মালিককে বোলে আমাকে একটা কাজের ব্যাবস্থা সে করে দিতে পারবে আর আপাতত তার এখানেই আমাকে থাকার জন্য জায়গা করে দিল। আমি নতুন এক জীবনের হাতছানিতে রঙিন স্বপ্নে বিভোর হলাম।
যাত্রা দলের মালিকের নাম নীরঞ্জন। সবাই তাকে দাদা বলেই ডাকে। খুব ভাল একজন মানুষ। অন্যের দুঃখকে নিজের দুঃখ বোলে মনে করে নিজের সাধ্যের বাইরে কিছু করার জন্য ব্যাকুল হয়ে উঠেন। আমাকে আপাতত দাদা তার দলের শিল্পীদের সাথে থেকে অভিনয় শেখার জন্য তাগিদ দিলেন। আমিও ঘুরে ফিরে নিতাই, সুমা, সোহাগ, রমেশ, যূথী আরও যারা ছিলেন এই মুহূর্তে অনেকের নাম মনে পরছেনা তাদের সাথে তাদেরই একজন হয়ে মিশে গেলাম। ভালই অভিনয় শেখা হয়েছিল এইসব গুণী যাত্রা শিল্পীদের কাছ থেকে। এইখানে বোলে রাখা দরকার যে তাদের কাছে আমি সেই দিন আমার নাম বলেছিলাম অথর্ব। ওহ ! আমিত সেই যাত্রা দলের নামই বলতে ভুলে গেছি সেই যাত্রা দলের নাম ছিল “ভবের রঙ্গলীলা যাত্রা গোষ্ঠী” আজ সেই যাত্রা দলের কি অবস্থা কিংবা আদৌ সেই দল টিকে আছে কিনা আমার জানা নেই। কারন এই ঘটনা আজ হতে প্রায় এক যুগেরও বেশী আগের ঘটনা। আমি আর তাদের কোন ঠিকানা রাখিনি কোনরকম পরে আর যোগাযোগ করা হয়নি। শ্রাবণীর কথা মাঝে মাঝে মনে পরে খুব কিন্তু কেমন আছে জানিনা। দোয়া করি যেখানেই যেভাবেই থাকুক আল্লাহ যেন তাকে ভাল রাখে। শ্রাবণীর সাথে আমার যে সম্পর্ক গড়ে উঠতে পারত আমি অবশ্য তাকে কোন রকম প্রশ্রয় দেয়নি কোন অবস্থাতেই। এই জন্য হয়ত শ্রাবণীর মনে অনেক ক্ষোভ ছিল কিন্তু আমি আজো তার কাছে কৃতজ্ঞ এবং ঋণী শুধু ক্ষমা চাই যে আমি তার ঋণ শোধের জন্য তার প্রেমের ডাকে সারা না দিয়ে তাদের সবার কাছ থেকে পালিয়ে চলে এসেছিলাম।
রেশমি আমার চিঠি পেয়েও তার অভিমান নিয়ে যখন অবিচল থেকেছে আমি তখন পাগল প্রায়। এরপর আমি বহুবার অনেক রকম প্রচেষ্টা চালিয়েছি তার অভিমানের জানালা খুলে ভালোবাসার স্বর্গ গড়তে কিন্তু কখন যে আমি নিজেই নড়কের ঘরে পৌঁছে গিয়েছিলাম নিজেও টের পাইনি। আমার ম্যাট্রিক পরীক্ষার আর মাত্র তিন মাস বাকি অথচ আমি টেস্ট পরীক্ষায় ফেল করার জন্য স্কুল থেকে বোলে দেয়া হল যে আমাকে ম্যাট্রিক পরীক্ষায় অংশ গ্রহন করতে দেয়া হবেনা। আর যদি আমি পরীক্ষা দিতে চাই তবে আমার বাবাকে বন্ড দিতে হবে স্কুলের কাছে যে ছেলের পরীক্ষায় পাসের সকল দ্বায় হবে আমার বাবার। আমার বাবাও প্রচণ্ড একরোখা মানুষ তিনিও সেই বন্ড দিতে অস্বীকৃতি জানালেন এবং আমাকে বাসায় প্রচণ্ড রকম উত্তম মধ্যম দিলেন। সাথে আমার মাও অংশ নিলেন। ডাল ঘুটনি পুরোটাই আমার পিঠে ভাঙ্গলেন। আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দেয়ার হুমকি দিলেন। আমার কেবলই মনে হল বেঁচে থাকার আর কোন অর্থ নেই। আমাকে হয় আত্মহত্যা করতে হবে নতুবা ঘর ছেড়ে পালাতে হবে। এভাবে বেঁচে থাকা যায় না, এভাবে বেঁচে থাকতে নেই। তাই ঠিক করে ফেললাম আত্মহত্যা করব না বরং আমি ঘর ছেড়ে পালিয়ে যাব অনেক দূরে যেখানে আমাকে কেউ আর কোন দিন খুঁজে পাবেনা।
সারা রাত ধরে নিজের ঘরে নিজেই চোর হয়ে গেলাম সেই রাতের জন্য। বাবার মানিব্যাগ থেকে যাই পেলাম সব টাকা চুরি করে নিলাম। তারপর আলমিরার চাবি খুজলাম কিন্তু অনেক খোঁজার পরেও যখন চাবি আর পেলাম না তখন আশা ছেড়ে দিয়ে বাবার মানিব্যাগ থেকে যা পেলাম তাই নিয়ে ভোর বেলায় ঘর থেকে বেড়িয়ে পরলাম। আমি যখন বের হচ্ছি তখন ফজরের আযান ভেসে আসছিল আমার কানে মসজিদ থেকে। ভাবলাম এই বুঝি আমার নতুন জীবন সার্থক হবে। আল্লাহ আমার সাথেই আছেন। আমি শুধু একবার পেছনে ফিরে তাকালাম আর বললাম বিদায় আমার পরিবার আর বিদায় রেশমি তুমি সুখে থেক দোয়া করি তুমি তোমার প্রিয় কাউকে যেন খুঁজে পাও আর তাকে নিয়ে সুখি হতে পার। আজ ভাবি আল্লাহ আমার সেদিনের সেই দোয়া সত্যি কবুল করেছিলেন। রেশমি সত্যি আজ তার প্রিয় ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়েছে।
আমি ঢাকা থেকে পালিয়ে চট্টগ্রামে চলে এলাম। সেখানে চার-পাঁচ দিন থাকার পরই আমার পকেটের টাকা শেষ হয়ে যাওয়াতে বেশ বিপাকে পরতে হল। একবার ভেবে ছিলাম ঢাকাতে ফিরে যাই কিন্তু সেটাও টাকার অভাবে সম্ভবপর মনে হল না। আবার ভেতরে একধরনের অভিমান কাজ করছিল যে আমি আর কখনই ঢাকায় ফিরে যাব না। কে আছে আমার সেখানে ! তারপর প্রায় তিনদিন সম্পূর্ণ না খেয়ে এদিক সেদিক একটা কাজের সন্ধান করে অবশেষে কোথাও কোন কাজ না পেয়ে হতাশ হয়ে পরলাম। যেখানেই যাই সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে। আমি আর না পেরে ভাবলাম না অনেক হয়েছে এবার বাড়ি ফিরে গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে সুবোধ বালকের মত জীবন যাপন শুরু করব। যাই বাসস্ট্যান্ডে যেয়ে দেখি বুঝিয়ে শুনিয়ে বাসের ড্রাইভারকে যদি মানাতে পারি তবে আমার হয়ত ঢাকায় ফেরা সম্ভব হতে পারে। কিন্তু বাসস্ট্যান্ডের কাছে পৌছতেই যেন আমার চারিদিক সাদা হয়ে গেল আমি চোখে সাদা আলো ছাড়া আর কিছুই দেখতে পেলামনা। শুধু মনে হলে এই বুঝি আমি স্বর্গে পৌঁছে গেছি তারপর আমার কাছে সবই শুধু বিস্মৃতি হয়ে আছে।
(চলবে .........)
কান্ডারী অথর্ব ও রেশমির প্রেমের উপাখ্যান - ২য় পর্ব
কান্ডারী অথর্ব ও রেশমির প্রেমের উপাখ্যান - ১ম পর্ব
কান্ডারী অথর্ব ও রেশমির প্রেমের উপাখ্যান
২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাবছি এই সিরিজ আর লিখবনা। হয়ত ড্রাফ্ট করে ফেলতে পারি । পুরনো স্মৃতি মনে করতে গিয়ে শুধুই কষ্ট পাচ্ছি কিন্তু নিজে কষ্ট পেয়ে এভাবে আমার কাহিনী জানিয়ে কি লাভ !!! তার চেয়ে আমার স্মৃতিগুলো আমারই থাক শুধু শুধু নিজের কষ্ট বাড়িয়ে লাভ নেই কোন।
২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩১
একজন আরমান বলেছেন:
এইটা কোন কথা কইলেন ভাই?
পাঠকরে এইভাবে বঞ্চিত করার কোন অধিকার নাই আপনার।
যে কোন মূল্যেই এই সিরিজ চালাতে হবে।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইরে তুমি দেখছি আমাকে কঠিন বিপদে ফেলবা।
৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪০
এম হুসাইন বলেছেন: এই পর্বটা পড়ে মন খারাপ হয়ে গেলো, অনেক......
পোস্টে ভাললাগা ও পরের পর্বের অপেক্ষায়............
তবে পুরনো স্মৃতি গুলো যদি বেশি জালাতন করে, তবে আর থাক, লেখার দরকার নেই ভাই। কারন আমি বুঝি এর দহন।
+++ সহ প্রিয়তে।
শুভকামনা জানবেন।
ভালো থাকুন।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৩
নূর আদনান বলেছেন: vaiya please avabe sirijta bondho korben na. sudhu nijer kostoi dekhlen? ami apnar lekha porar jonno onek kosto ato rat porjonto jege asi, amar sorir valona tar poreo. ar soto vai hoyeo akta upodes dei nijeke santona den ar samle niye post den plz. nikhad valobasy kosto to thakei vaiya. apnar kas theke abong apnar kahini theke amar moto soto vaider onek kisu sekhar ase.
abaro sirij chaliye jaoyar onurodh roilo. ai soto vaiyer kotha ta raikhen please. bissas koren ar likhben na ata pore amar khub kharap lagtese. abar bolsi please bondho koiren na.
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এইভাবে বলবেন না যদি পরবর্তী পর্ব দেই তাহলে আপনাকেই উৎসর্গ করব
৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৪
নূর আদনান বলেছেন: vaiya please avabe sirijta bondho korben na. sudhu nijer kostoi dekhlen? ami apnar lekha porar jonno onek kosto ato rat porjonto jege asi, amar sorir valona tar poreo. ar soto vai hoyeo akta upodes dei nijeke santona den ar samle niye post den plz. nikhad valobasy kosto to thakei vaiya. apnar kas theke abong apnar kahini theke amar moto soto vaider onek kisu sekhar ase.
abaro sirij chaliye jaoyar onurodh roilo. ai soto vaiyer kotha ta raikhen please. bissas koren ar likhben na ata pore amar khub kharap lagtese. abar bolsi please bondho koiren na.
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এইভাবে বলবেন না যদি পরবর্তী পর্ব দেই তাহলে আপনাকেই উৎসর্গ করব
৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৮
কাজী মামুনহোসেন বলেছেন: একজন আরমান বলেছেন:
এইটা কোন কথা কইলেন ভাই?
পাঠকরে এইভাবে বঞ্চিত করার কোন অধিকার নাই আপনার।
(
যে কোন মূল্যেই এই সিরিজ চালাতে হবে।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইরে আপনিও আরমানের সাথে আছেন
৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৪
নূর আদনান বলেছেন: tobe atka bisoy upolobdhi korilam debdas gon parbotir pasapasi borabori chondromukhir dekha paiya thaken. (apni jemon "sraboni" k paiyasilen)
ami amar paru ke paisi. kintu akhono chondromukhir dekha painai. akhono jiboner onekta poth pore ase kina.... tobe uhar dekha na paileo kono afsus nai. karon ami paru k peyesi...
doya korben vaiya.
r mon theke kosto muse felun
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই দুর্দান্ত বলেছেন এই ভাবে ভেবে দেখা হয়নাই।
৮| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৮
বাংলার হাসান বলেছেন: একজন আরমান বলেছেন:
ভাই পরের পর্ব চাই তাড়াতাড়ি।
পুরা তৃতীয় পর্বে এসে ক্লাইম্যাক্স।
চালিয়ে যান।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সব দেখি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটা ঠিক না হাসান ভাই।
৯| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২১
শের শায়রী বলেছেন: ভাই সত্যি বলি শ্রাবনীর জন্য বুকের কোথায় যেন এক হাহাকার বোধ করছি। গলার কাছে কি যেন দলা পাকিয়ে যাচ্ছে বার বার
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
গলার সেই দলা পাকানো কথা গুলো ঝেরে কাসুন ভাই, আমিও পড়তে চাই সেই কাহিনী।
১০| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৯
তারছেড়া লিমন বলেছেন: ভাল লাগা রইল ভাই................
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ লিমন ভাই ভাল থাকবেন দোয়া করি।
১১| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০৩
আশিক মাসুম বলেছেন: হাহাহাহা বই আকারে হাতে পাওয়ার ইচ্ছে জাগ্লো মনে।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এইটা কি বললা ভাই আমি কে যে আমার কাহিনী নিয়ে বই বের করতে হবে ?
১২| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৪
জাকারিয়া মুবিন বলেছেন: সিরিজটা বন্ধ কইরেন না ভাই। চালায়া যান।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
মুবিন ভাই ঠিক বুঝে উঠতে পারছিনা লিখব কি আর লিখব না।
১৩| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯
মামুন রশিদ বলেছেন: গল্পের ঠাঁসবুনন, নুতন কুশলীবদের আগমন আর ঘটনার ঘনঘটা বেশ উত্তেজনাকর পর্যায়ে এসে দাঁড়িয়েছে ।
এতক্ষনে আমরা 'অথর্ব' নামের ঠিকুজি খুজে পেলাম
চলুক চলুক, সাথে আছি
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
উত্তেজনা এখনো অনেক বাকি আছে মামুন ভাই এত তাড়াতাড়ি উত্তেজিত হবেন না
হা হা হা হা এইবার বুঝেন কান্ডারী কেন অথর্ব
এইভাবে বইলেন না রে ভাই
১৪| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯
s r jony বলেছেন: পর্ব গুলা এত ছুট ক্যান??? টাইনা টুইনা বড় করন যায় না?????
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই পর্বগুলো আর না চালানর কথা ভাবছি
১৫| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮
আমিনুর রহমান বলেছেন: আমার ধারাবাহিক পড়তে ভালা লাগে না। শেষ হইলে কইয়েন পড়মু নে
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আইচ্ছা ভাই কমুনে
১৬| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
সিয়ন খান বলেছেন: এরপর কি হইল তাড়াতাড়ি বলেন
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
১৭| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪১
আশিক মাসুম বলেছেন: ভাই দোয়েল নিজেও জানেনা সে যে জাতীয় পাখী, আর আপনি কেমনে জানবেন আপনি কে।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
টিনের চালে ঢিল মারে কে আমিত অবাক
আর পাম দিওনা ফুইলা যাইতেছি।
১৮| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬
যুবায়ের বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম...
পোষ্টে প্লাস++
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
যুবায়ের ভাই ধন্যবাদ । কেমন আছেন ? এখন ব্লগে অনেক কম দেখা যায় কেন ?
১৯| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এই সিরিজটা ড্রাফট করলে ভাল লাগবে না ভাইয়া! ভাল লাগতেসে তো!
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম বুঝলাম আমি পুরোপুরি ফেসে গেছি ।
২০| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯
শিপু ভাই বলেছেন:
একটু ঘসামাজা করলেই দুর্দান্ত একটা রোমান্টিক ফিল্ম বানানো যাবে এই কাহিনি দিয়ে!!!
খুব মজা পাচ্ছি ভাই। আপনার বলার স্টাইল আকর্ষনীয়, ঝরঝরে, মেদহীন।
++++++++++++
পরের পর্বের অপেক্ষায় রইলাম!!!
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই সিনেমা বানানোর জন্য আপনাকে পরিচালক হিসেবে পেতে চাই।
আমি আপনার এই অনুপ্রেরনার কাছে চির কৃতজ্ঞ থাকব ভাই।
২১| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
নূর আদনান বলেছেন: vai ami jani kisu kisu sriti manus vule jete chay, kokhonoi mone korte chayna. amar boyos onek kom holeo tar karonta ami jani. tai apnar jodi khub besi kosto hoy tahole thak. kintu tarporeo bolbo apnar pathokder kotha akbar vabun, jara apnar lekhagulote tader valolaga janiye esese, lekhar onuprerona diyese. tara sobai chasse je apni chaliye jan. ar apni jodi eivabe ei sirij bondho koren tahole pathokder mone otripti theke jabe.
ar jodi nai paren tahole, apnader ses porinoti abong ta kivabe holo eita niye ar akta post den. ete pathokgon ei sirijer purnota khuje pabe. tobe ami chai apni dharabahik vabe aro koyekti porbe sirij ta chaliye jan
(comment ta boro hoye gelo mind koiren na)
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম এখন দেখছি আর চালিয়ে না যেয়ে উপায় নাই।
২২| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
নূর আদনান বলেছেন: vai ami jani kisu kisu sriti manus vule jete chay, kokhonoi mone korte chayna. amar boyos onek kom holeo tar karonta ami jani. tai apnar jodi khub besi kosto hoy tahole thak. kintu tarporeo bolbo apnar pathokder kotha akbar vabun, jara apnar lekhagulote tader valolaga janiye esese, lekhar onuprerona diyese. tara sobai chasse je apni chaliye jan. ar apni jodi eivabe ei sirij bondho koren tahole pathokder mone otripti theke jabe.
ar jodi nai paren tahole, apnader ses porinoti abong ta kivabe holo eita niye ar akta post den. ete pathokgon ei sirijer purnota khuje pabe. tobe ami chai apni dharabahik vabe aro koyekti porbe sirij ta chaliye jan
(comment ta boro hoye gelo mind koiren na)
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
২৩| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭
বোকামন বলেছেন:
সম্মানিত লেখক,
আপনার লেখাতে আমি সহজ প্রকাশ পাচ্ছি ......
জানেনতো সহজ ভাষা আমাদের মত সাধারন পাঠকদেরকে লেখা পড়ে যেতে উৎসাহিত করে .....
অনেক ধন্যবাদ .... সময়ের কারনে সবসময় মন্তব্য না করতে পারলেও ধারাবাহিকভাবে আপনার সিরিজে আছি ....
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সহজ কথা সহজ ভাবে লিখতে পারছি জেনে অনেক খুসি হলাম ভাই।
এভাবে যদি সাথে থেকে উৎসাহ দেন তবে কিছু লেখার ভরসা পাই নতুবা কবেই ব্লগে লেখালিখি বন্ধ করে দিতে হত।
২৪| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
মেহেরুন বলেছেন: কিছু পোড়া দেহ ... কিছু জীবনের অর্থহীন সমাপ্তি
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
পড়লাম ভাল লেগেছে
২৫| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
শের শায়রী বলেছেন: ভাই সে কথা টানতে চাই না। কোথায় যেন কষ্ট ভাবতেই তার পরো মনে হয় তাকে নিয়ে আসি হয়ত কোনদিন সে যে আকাশের তারা এখন ..........
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অই দুরপরবাসে তারা গুনে আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো
মাঝে মাঝে স্মৃতিরা এসে আমাকে করে যায়
বড় বেশী এলোমেলো
২৬| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬
আশিক মাসুম বলেছেন: হায়রে এর জন্যিই বাঙ্গালীর উপকার করতে নাই
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি আবার তোমার কি ক্ষতি করলাম
শুধু বললাম যে আমি কি এই সুনাম পাওয়ার যোগ্য নাকি রে ভাই।
২৭| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
একজন আরমান বলেছেন:
বিপদ ঠিপদ বুঝি না। পর্ব বন্ধ কইরা দিলে আমরা আন্দোলনে নামবো, আপনার বাসা ঘেরাও দেবো প্রয়োজনে।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই হরতাল ডাকবানা ?
২৮| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
বাংলাদেশী দালাল বলেছেন: ভাই আপনার গল্পের ২য় পর্ব পড়ার পর আমি আমার গল্প লিখার প্রেরণা পাই।
৩য় পর্বটা পরে মনে হচ্ছে আমার লেখাটা বন্ধ করে আপনাকে প্রেরণা যোগাই।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
নারে ভাই আপনার গল্পটা জমে উঠেছে বন্ধ করবেন না দয়া করে, খুব কষ্ট পাব তাহলে। আর আপনার এই কথার পর আজকে ৪থ পর্ব লিখতে বসলাম ।
২৯| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
স্বপনবাজ বলেছেন: ভালাইতো !
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এইটারে ভালাইত কেমনে বল বুঝলাম না।
৩০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০১
এ্যাপোলো৯০ বলেছেন: পর্ব গুলি আর অল্প একটু দীর্ঘ করা যায় কি??? মানে শুরু করার আগেই শেষ হয়ে যায় বলে ভালো লাগে না, বেশি না অল্প একটু লম্বা করো।
স্টার্টিং পড়ে প্রথমে বুঝিনি কেননা লাস্ট পর্ব যেখানে শেষ করেছ সেটার সাথে মিলে না। এইটা গল্পের টেকনিক নাকি ভুলে এভাবে এসেছে জানিনা। তবে পারলে সিক্যুয়াল ঠিক রাখো। কেননা হঠাৎ করে তুমি কিসের ঘুম থেকে উঠে শ্রাবনীকে দেখলে, কিসের বাসস্ট্যান্ড কিসের যাত্রা সব এলোমেলো লাগতেছে।
এজ য়্যুজুয়াল কাহিনীতো ফাটাফাটিই
২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রথমে তোমার ফিরে আসার জন্য অনেক শুভেচ্ছা রইল, যেভাবে বলেছিলে যে আর এই সিরিজ তুমি পড়বে না তাতে মনে হয়েছিলো আর লিখে কি হবে?
এখন থেকে যদি পড় তাহলে চালিয়ে যাব।
তোমার পরামর্শ অনুযায়ী আশা করি বাকি পর্ব গুলো শেষ করব তবে বেশী সিক্যুয়াল ঠিক রেখে লিখতে গেলে আরও অনেক পর্ব করতে হবে শেষে তুমিই বিরক্ত হয়ে যাবে। আর বড় করছিনা কারন বেশী বড় পোষ্ট পড়তে বিরক্ত লাগতে পারে শুধু তাই মুল মুল কাহিনী গুলোর সার সংক্ষেপ লেখার চেষ্টা করছি। তবে তোমার পরামর্শ অনুযায়ী চেষ্টা করব আগামীতে পোষ্ট আরও দীর্ঘ করতে পড়ে বিরক্ত হলে সব দোষ তোমার।
৩১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১২
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক সুন্দর হচ্ছে, পরের পর্বের অপেক্ষায়...................
২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ চিল, আশা করি এভাবে অনুপ্রেরনা পেলে বাকি পর্ব লিখতে সাহস পাব।
৩২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০০
পেন্সিল চোর বলেছেন: আবারও ভালো লাগলো
৮ম ভালো লাগা পেন্সিল চোরের।
চলুক...
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
পেন্সিল চোরের ভালোলাগা না পেলে খুব মন খারাপ হয় । এখন মন ভালো হয়েগেছে।
৩৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৪
আমি বাঁধনহারা বলেছেন:
পূর্বের মত এবারের কাহিনীও ভালো লাগল।চালিয়ে যান....পাশে আছি।
+++++++++++++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
পাশে যদি না পাই তবে দেখবেন আমি কিন্তু রাগ করব ভীষণ।
৩৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১
ফারজানা শিরিন বলেছেন: ভাইয়া ভাইয়া পড়া শেষ !!!
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে বাকি পর্ব গুলোর কি হবে ? কে পড়বে ?
৩৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮
নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: অছাম! ছবিখান আরও অছাম!!
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা হুম ছবিটা দেবার পর আমারও তাই মনে হয়েছে।
৩৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:১৭
সানড্যান্স বলেছেন: আগের দুই পর্ব পড়িনাই আগে, এখন দেখলাম।
স্মৃতি তুমি বেদনা পোস্ট হয়ে গেছে।
শিপু ভাই সিনেমা বানাইলে আমি ক্যামেরাম্যান, ফাস্ট বুক!
ভাই হৃদয় খুড়ে বেদনা জাগাইতেছেন, হৃদয়ের কস্ট হালকা হয়ে গেলে কিন্তু স্মৃতি গুলো মলিন হয়ে যেতে পারে!
ধন্যবাদ!
২১ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই দারুন কিছু কথা বলেছেন এই কথার পর আজ থেকে জানবেন আমি আপনার একজন ভক্ত হয়ে গেলাম।
৩৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:৫০
মনিরা সুলতানা বলেছেন: চলছে কোথায় এ তো দৌরাচ্ছে ।।
আমি ভাইয়া মুভি দেখার সময় ও বিচ্ছেদের সময় টাতে ব্রেক নেই , আবার মিলন পর্বে , অতঃপর তাহারা সুখে শান্তি তে বসবাস করিতে লাগিল " দেখি, আপনি আমাদের মিলন পর্ব থেকে বঞ্চিত কইরেন না ।
২১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মিলন হবে কত দিনে ভাবছি তবে যদি মিলন পর্যন্ত যেতে চান তবে আরও অনেকগুলো পর্ব কষ্ট করে হজম করতে হবে। সেই পর্যন্ত ধৈর্য ধারন করতে পারবেনত !!!
৩৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৭
একজন আরমান বলেছেন:
মিয়া লাগ্লে গৃহ যুদ্ধ লাগাই দিমু।
পর্ব চালাই যাইতেই হইবে।
আর কারু জন্য না হইলেও আমার জন্য।
২১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার ভালোবাসা থাকবে তোমার জন্য হয়ত আমার মরনের পরেও যদি সেটা সম্ভব হয়।
৩৯| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৪
ফারজানা শিরিন বলেছেন: ধুরর !!!!!!!!!!!!!! বলছি এই পর্ব পড়া শেষ । :/
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
৪০| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৮
স্পাইসিস্পাই001 বলেছেন: .....একটানে পড়লাম...... অনুভুতি কেমন তা বলে বোঝাতে পারব না .....
তবে এটুকু বলতে পারি যদি আর না লেখেন আক্ষেপ থেকে যাবে....
ভাল থাকবেন কান্ডারী ভাই.....ধন্যবাদ......
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালথাকবেন জীবনের চলার পথে ভালবাসায় সিক্ত হয়ে, শুভ কামনা রইল।
৪১| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪১
একজন আরমান বলেছেন:
ভাই এমন একটা কথা বললেন যার রিপ্লাইয়ে কিছু বলার সাহস হল না আমার।
শুধু অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আর শুভকামনা রইলো আপনার আর আপনার পরিবারের প্রতি।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
দোয়া করি ভালো থেকো।
৪২| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২২
এ্যাপোলো৯০ বলেছেন: এই সানড্যান্স কি এফ.বি এর উনি !!! ওখানে তো বলছিলো যে ব্লগার না, ভন্ডামি করছে আমার সাথে !!!!!!!!!!!!!!! উনার জন্য আমি নিজের এফ.বি ডিএক্টিভেট করে দিছিলাম।
যতই বলি আসবো না কিন্তু তুমি পোষ্ট দিবা আমর আমি আসবো এইটা কি কখনো হয় নাকি???
সার সংক্ষেপই লেখ কিন্তু আর ইকটু বড় করো কথা দিচ্ছি বিরক্তা হবো না। কিন্তু যদি বেশি লুতুপুতু প্রেম হয় তাইলে কিন্ত খেলবো না
২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম আমি জানি সেটা তুমি আসবে আমার পোস্টে।
তোমার কথা ভেবেই পরের পর্বগুলো লিখছি।
৪৩| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: টাইম নাই , পরের পর্ব অলরেডি চলে আসছে ।
আমি যাই ।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
টাইম আমারও নেই যাই দেখি পরের পর্বে কি মন্তব্য দিয়েছেন দেখে আসি।
৪৪| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
অদ্বিতীয়া আমি বলেছেন: ড্রাফ্ট কেন করবেন ভাইয়া ?পুরনো স্মৃতি মনে করতে গিয়ে কষ্ট লাগতে পারে ঠিক , কিন্তু কষ্টের স্মৃতি থেকে জীবনকে উপলব্ধি করা যায় । আনন্দ থেকে ঠিক ততটা যায়না ।
লেখার গুনে না কাহিনীর গুনে অসাধারণ লাগছে জানিনা , তবে শুধুই মনে হচ্ছে জীবন কত বৈচিত্র্যময় !
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
জীবন সত্যি বড় বেশী বৈচিত্র্যময় !
৪৫| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
ঘুড্ডির পাইলট বলেছেন: গল্প দেখি জমে উটেচে !
ভালাই লাগতাছে ! চালায়া যান , শেষ যেন না হয় ।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
শেষ না হলে কি আজীবন লিখে যাব এই গল্প !!!
৪৬| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভাই কাহিনীতো পুরাই জমাই দিছেন। কী ঘটতে যাইতাছে কিছুই মালুম নেহি।
তাস খেলতে যাইতাছি। বাকি পর্ব পড়ার আগ্রহ নিয়ে গেলাম।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই যদি ২৯ খেলেন আমারেও নিয়েন সাথে অনেক দিন খেলিনা।
৪৭| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:২৮
আমি ইহতিব বলেছেন: ঐ বয়সের আবেগটাই মনে হয় ছিল এমন মাথা খারাপ করার মতো, মনে হতো যা মন চায় তাই পেতে হবে না পেলে দুনিয়া উলট পালট করে ফেলতে মন চাইতো। এই আবেগে অন্ধ হয়ে আর কোন কিছুই মাথায় আসতোনা। পরের পর্বে যাচ্ছি ভাইয়া, কাহিনী পুরো জমে উঠেছে।
২৫ শে মে, ২০১৩ দুপুর ১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আমার বিশেষ কৃতজ্ঞতা জানবেন এভাবে কষ্ট করে পড়ছেন সত্যি আমি আবেগে আপ্লুত হচ্ছি।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৯
একজন আরমান বলেছেন:
ভাই পরের পর্ব চাই তাড়াতাড়ি।
পুরা তৃতীয় পর্বে এসে ক্লাইম্যাক্স।
চালিয়ে যান।