![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
আমাদের একাত্তুরের বীর-বীরঙ্গনা পৃথিবীর বুকে বাংলাদেশ নামটি লিখে দিয়ে আমাদের দিয়েগেছেন আত্মপরিচয় ও আত্মমর্যাদার নিশ্চয়তা । তাঁরা আমাদের স্বাধীনতার বীর সৈনিক। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীর সময় অনেক মা / বোন পাকিস্তানী হায়নাদের জুলুম নির্যাতনে তাদের সম্ভ্রমের বিনিময়ে দেশ স্বাধীন করেছিলেন।
স্বাধীন দেশের এক অসহায় বীরঙ্গনা নারী সুইটি আক্তার পুতুলের কেউ কোন খোঁজ খবর রাখেনি, অথচ এদের সম্ভ্রমের বিনিময় আমরা পেয়েছি স্বাধীনতা,পেয়েছি একটি মানচিত্র,একটি পতাকা। পুতুলের বাবা ইছাহাক আলী ওরফে টেংগরু পরিবার নিয়ে বাস করতেন রংপুর রেলষ্টেশন পীরপুর এলাকায়। ৪ বোন ১ ভাই এর মধ্যে সকলের বড় ছিলো বাবার বড় আদরের মেয়ে পুতুল। দেখতেও পুতুলের মতই ছিলো তার এই ১০/১১ বছর বয়সেই পুরো ৯ মাস পাকিস্তানীদের পাশবিক নির্যাতরে শিকার হতে হয়েছে তাকে। এমন কোন রাত নেই যে বর্বর পশুগুলো তাকে ভোগ করেনি। সেদিনের সেই বিভীষিকাময় ১৯৭১ এর মার্চের শেষের দিকে শহরের পীরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে ওয়াহেদ নামের এক পাকিস্তানী সেনাদের দোসর তাকে বাড়ী থেকে তুলে নিয়ে যায় রেলষ্টেশনে পূর্ব পার্শ্বে পানি উন্নয়ন বোর্ডের একটি দ্বিতল ভবনে। সেখানে নিয়ে অবস্থানরত পাকিস্তানী হায়েনাদের হাতে তুলে দিয়ে বাহাবা নিয়ে সটকে পরে ওয়াহেদ। প্রথম দিনে ৯ জন হায়েনা পশুর মত ঝাপিয়ে পরে পুতুলের উপর। সারা রাত ধরে সম্ভ্রম হানি করে। অল্প বয়েসে পাশাবিক নির্যাতন সহ্য করতে না পেয়ে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে পুতুল দেখে তাকে নিয়ে আসা হয়েছে রংপুর ক্যান্টারমেন্টে। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর প্রতিদির রাতেই ভোগ্যপণ্যের মত পুতুলকে ভোগ করেছে খান সেনারা। সম্ভ্রম হানি শেষ হলে হাফফ্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে হাত পায়ে শিকল বেঁধে তাকে তালাবন্ধ করে রাখা হতো বড় একটি কাঠের আলমারীতে। গভীর রাতে তাকে নিয়ে যাওয়া হতো বন্ধভূমিতে। সেনারা হত্যাযঞ্জ চালার পর গাড়ীতেই পুতুলকে নিয়ে উল্লাসে মেতে উঠত। এক সাগর রক্তের বিনিময় দেশ স্বাধীন হয়েছে। ডানহাতে বেয়নেটের আঘাত সহ শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন আর মানষিক যন্ত্রনা নিয়ে আজও বেঁচে আছেন রংপুরের বীরঙ্গনা নারী সুইটি আক্তার পুতুল। শহরে রেলষ্টেশন সংলগ্ন একটি বস্তিতে কোন রকমে মাথা গুজার ঠাই হয়েছে এই বীরঙ্গনার।
কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মির্জানগর গ্রামের এক ভাগ্যাহত গৃহবধূ প্রভা রানী মালাকার। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদারদের স্থানীয় দোশর রাজাকাররা ধরে নিয়ে তুলে দিয়েছিল পাক সেনাদের হাতে। সে সময়ের ১৫ বছরের প্রভা রানী বিক্রম কলস গ্রামে ও শমশেরনগর ডাক বাংলোয় পাক সেনা ক্যাম্পে দু'বার পাক সেনা ও রাজাকারদের হাতে গণ ধর্ষনের শিকার হতে হয়েছিলেন। সেদিন তার সম্ভ্রমের বিনিময়ে পাক সেনা ও তাদের দোসর রাজাকারদের কবল থেকে রক্ষা পেয়েছিল মীর্জানগর গ্রামের অনেক অসহায় মানুষ প্রাণ ।
কিন্তু স্বাধীনতা লাভের ৩৯ বছর অতিবাহিত হলেও সেই হতভাগ্য মহিলার ভাগ্যে জুটেনি বীরাঙ্গনার স্বীকৃতি। পাননি কোন সরকারী সাহায্য সহযোগীতা। ভাগ্যে জুটেছে শুধুই পাঞ্জাবীর বউ বলে এলাকার লোকজনের কটাক্ষ। একমাত্র আধা পাগল ছেলেটার বাদ পড়েনি তা থেকে। গ্রামের মানুষ কটাক্ষ করে ডাকে পাকিস্তানী(পাঞ্জাবীর)-র অবৈধ জারদ সন্তান হিসেবে। কেউ কোন দিন খোঁজ করেননি কেমন আছেন স্বামী হারা প্রভা রানী মালাকার। দুবেলা দু'মুটো ভাতের জন্য গ্রামে গ্রামে ফেরী করে যে আয় রোজগার করেন তা দিয়ে কোন রকমে ছেলে, ছেলের স্ত্রী সন্তানদের নিয়ে বেঁচে আছেন। স্থানীয় ভূমিখেকোদের করাল গ্রাসে দখল হয়ে যাচ্ছে স্বামীর রেখে যাওয়া শেষ ভিটে-মাটিটুকুও।
বৈশাখ মাসে তার বিয়ে হয় আর শ্রাবন মাসে শুরু হয় মুক্তিযুদ্ব। তখন স্বামী কামিনী রাম মালাকার তাদেরকে রেখে চলে যান ভারতে। তিনিও নিরাপত্তাহীনতার কারণে চলে যান বাবার বাড়ী পাশের গ্রাম বিক্রম কলসে। মাস পনের দিন পর বিক্রম কলস গ্রামের রাজাকার নজির মিয়া ও জহুর মিয়া একদিন গোধুলী লগ্নে প্রভা রাণীকে তার মায়ের সামন থেকে জোর পূর্বক তুলে নিয়ে যায় পাশ্ববর্তী বাদল মাষ্টারের বাড়ী। এক সময় তিনি ভেবেছিলেন দৌড়ে পালাবেন কিন্তু রাজাকার ও পাক সেনাদের হাতে বন্দুক থাকায় গুলিতে মরে যাওয়ার ভয়ে আর পালাননি। যেখানে পাকিস্তানী সেনা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিল। সে রাতে বাদল মাষ্টারের বাড়ী অবস্থান নেয়া সকল সদস্যরা কেড়ে নেয় তার সম্ভ্রম। পরদিন সকালে আর্মিরা তাকে ছেড়ে দিলে তিনি আশ্রয় নেন তার বোনের বাড়ী জাঙ্গাল হাটি গ্রামে। সেখানে কয়েকদিন আত্মগোপন করে থাকেন। কিন্তু ২০/২৫ দিন পর রাজাকার কাদির, রইছ , ইনতাজ, জহুর আবার পেয়ে যায় তার সন্ধান। শত চেষ্টা করেও প্রভা রানী তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেননি। যে দিন রাজাকাররা জাঙ্গাল হাটি প্রভা রানীর বোনের বাড়ী হানা দেয় তখন নিজেকে রক্ষার জন্য প্রভা রাণী ধানের বীজ তলার আইলের নীচে আশ্রয় নেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজাকার ইন্তাজ, জহুর, রইছ, কাদির সেখান থেকে তাকে জোর করে ধরে নিয়ে আসে। এ সময় স্থানীয় গফুর মিয়া তাকে বাঁচাতে এগিয়ে আসায় তিনিও তাদের হাতে লাঞ্চিত হন। রাজাকাররা প্রভা রাণীকে ধরে নিয়ে আসার সময় তাদের পালিত কুকুর তার কাপড় ধরে টানতে থাকে। সোনারার দিঘির পার পর্যন্ত কুকুরটি আসার পর সেটিকে গুলি করে মেরে ফেলা হয়।
এক সময় প্রভা রাণীকে নিয়ে আসা হয় শমশেরনগর ডাক বাংলায় পাকিস্তানী সেনা ক্যাম্পে। সারা রাত পাকিস্তানী সেনারা তাকে পর্যায়ক্রমে ধর্ষন করে। নিজেকে বাঁচানোর সকল চেষ্টা করেও তিনি রক্ষা পাননি। অনেক কাকুতি-মিনতি করেছিলেন পাক সেনাদের কাছে কিন্তু কোন লাভ হয়নি। এক সময় জ্ঞান হারিয়ে ফেলেন প্রভা রানী। সারা রাত তাকে ধর্ষনের পর সবাই চলে গেলে ভোর রাতে তিনি সুযোগ বুঝে এক সময় পাক সেনাদের ক্যাম্প থেকে পালিয়ে কোন রকম হেটে হেটে নিজের বোনের বাড়ী আবার চলে যান। দেশ স্বাধীন হবার এক বছর পর ১৯৭২ সালে তার একমাত্র ছেলে কাজল মালাকারের জন্ম হয়। কিছুটা মানসিক ভারসাম্যহীন রিক্সা চালক ছেলেকে কিছু সংখ্যক মানুষ ডাকে পাঞ্জাবির অবৈধ ছেলে হিসেবে। অনেক মানুষ প্রভা রানীকেও ডাকে পাক সেনা বাহিনীর বউ বলে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার নগরপাড় গ্রামের মনিন্দ্র চন্দ্র দাসের মেয়ে ,নরেন্দ্র চন্দ্র দে এর স্ত্রী এলাকার ব্যাপক আলোচিত বীরঙ্গনা বেলা রানী দাস। জানা যায় , ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয় তখন অপুর্ব সুন্দরী বেলা রানী দাসের বয়স মাত্র ১৫ বছর। নরেন্দ্র চন্দ্রর নব বিবাহিতা স্ত্রী বেলা রানী দাসকে স্থানীয় কুখ্যাত রাজাকার মোবারক , মুরতোজ , চাঁন মিয়া , ফরিদ গংদের সহযোগিতায় পাকিস্থানী হানাদার বাহিনীর কমান্ডার ক্যাপ্টেন জাকের হোসাইন সহ একদল পাক সৈন্য ঘর থেকে ধরে নিয়ে যেতে আসলে স্বামী নরেন্দ্র বাধা প্রদান করায় ওই মুহর্তেই পাক হানাদাররা তাকে গুলি করে হত্যার পর স্ত্রী বেলা রানী দাসকে তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে যুদ্ধ চলাকালীন পুরো সময় তাকে আটক রেখে অমানবিক নির্যাতন করেন। অপুর্ব সুন্দরী হওয়ায় স্থানীয় রাজাকার ও পাক সেনাদের কুদৃষ্টি পরার কারনে তাকে এধরনের খেসারত দিতে হয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পর তার চোখের সামনে অনেক বীরঙ্গনাকে প্রানে মেরে ফেললেও সুকৌশলে সে প্রানে বেচে যায় , কিন্তু বেলা রানী আক্ষেপ করে বলেন , বেচে যাওয়াটাই তার জীবনের সব চেয়ে বড় অভিশাপ , কারন এ সমাজ তাকে সহজ ভাবে মেনে নিতে পারেনি। চরম বৈষম্যের ফলে ওই বীরঙ্গনা বাকি জীবনে আর বিয়ে সাদী করতে পারেনি। বেলা রানী ও তার ছোট ভাই প্রদীপ চন্দ্র দাসের শেষ সম্বল পৈত্রিক ভিটে মাটি কয়েক শতাংশ জায়গা বিভিন্ন কৌশলে বেদখলের জন্য ব্যাপক পায়তারা চালিয়ে ইতিমধ্যে তাদের বাড়ির সামনের অংশে বাওন্ডারী দেয়াল নির্মান করে কুচক্রিরা তাদেরকে অনেকটাই অবরুদ্ধ করে ফেলেছে। অবৈধ দখলদারদের কালো থাবার কারনে সে এখন তার নিজ গৃহে গৃহ বন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।
লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি। এখানে কেবল মাত্র তিনজনের কাহিনী দিয়েছি কিন্তু এমন আরও লক্ষ বীরঙ্গনা রয়েছেন আজো এই বাংলাদেশের মাটিতে একটু সুন্দর ভাবে বেঁচে থাকার করুন আকুতি নিয়ে। আজ এ স্বাধীন দেশ আমরা কতটুকু দিতে পেয়েছি সেইসব বেঁচে থাকা বীরঙ্গনাদের?
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
কেন কিছু করতে পারিনা ! করতে হবে। অনেক কিছু নিয়েই এখন আমরা আন্দোলন করি তাঁদের নিয়ে কেন কোন আন্দোলন করি না ?????
২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:০০
স্বপনবাজ বলেছেন: তবু কেন এত দ্বিমত !
এই বিষয় টাকে নিয়ে নোংরা রাজনীতি না করলেই কি নয় ?
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক কিছু নিয়েই এখন আমরা আন্দোলন করি তাঁদের নিয়ে কেন কোন আন্দোলন করি না ?????
৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৭
ঘুড্ডির পাইলট বলেছেন:
এ জাতীর চর্ম তুলিয়া তাহাদের পাদুকা প্রস্তুত করিলেও এ রিন শুধিবার নয় ।
সবাই শুধু কে স্বাধীনতার ঘোষক সেইটা নিয়া ফাল পারে ! সবাই শুধু কে মুক্তি যোদ্ধা আর কে না সেইটা নিয়া ফাল পারে ! কিন্তু এদের কথা কুনু শালায়ও বলে না ।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এইত আপনি বললেন; এভাবে আমরা চলেন সব শালায় মিল্লা এইবার আন্দোলন করি।
৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩
বাংলার হাসান বলেছেন: স্বপনবাজ বলেছেন: তবু কেন এত দ্বিমত !
এই বিষয় টাকে নিয়ে নোংরা রাজনীতি না করলেই কি নয় ?
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও জানতে চাই ? মাঝে মাঝে আগুন দিয়া নিজেরেই জ্বালিয়ে দিতে মন চায়।
৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫০
রুদ্র মানব বলেছেন: ছবিগুলা দেখেই শিউরে উঠলাম ,
স্বাধীনতার জন্যে বিসর্জন দিয়েছেন অনেক ভাই-বোন !!!
কিন্তু তারপরেও কি আমরা স্বাধীন হতে পেরেছি
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কিন্তু তারপরেও কি আমরা স্বাধীন হতে পেরেছি !!!
৬| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪২
শের শায়রী বলেছেন: কেন আপনি এ লেখা দিলেন ভাই। নিজের অক্ষমতায় চোখে পানি চলে আসল।
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আর কাঁদতে চাইনা চাই আমাদের অধিকার।
৭| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৫৯
রুদ্র মানব বলেছেন: ছবিগুলো দেখা পরে মনে হচ্ছিলো নরককেও হার মানানো হত্যাজজ্ঞ ও অত্যাচার এই গুলা !!!
আমার নিজেরও চোখে প্রায় পানি চলে এসেছে @শের শায়রী ভাই
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইরে আর কাঁদতে চাইনা চাই আমাদের অধিকার।
৮| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৭
একজন নিশাচর বলেছেন: বেশিরভাগ মুক্তি যোদ্ধারাই পেয়েছেন যথাযথ সম্মান। কিন্তু বীরঙ্গনা বেলা, প্রভা, পুতুল রা রয়ে যান খবরের অন্তরালেই।
মিডিয়া মারফত আমি শুধু একজন বীরঙ্গনার নামই জানি। উনি হচ্ছেন বীরঙ্গনা সকিনা।
ধন্যবাদ কান্ডারী ভাই, অসাধারন একটি পোস্ট এর জন্য।
যথাযথ মর্যাদা না পাওয়া এই সব বীরঙ্গনারাও পাক তাদের যোগ্য মর্যাদা সেই কামনা রইল।
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
যথাযথ মর্যাদা না পাওয়া সেই সব বীরঙ্গনারাও পাক তাদের যোগ্য মর্যাদা সেই কামনা রইল।
৯| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২২
স্পাইসিস্পাই001 বলেছেন: তাদের শ্রদ্ধা ছাড়া আর কিছুই দিতে পারলাম না ....তাও কি পারলাম???
ধন্যবাদ....।
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
তাদের শ্রদ্ধা ছাড়া আর কিছুই দিতে পারলাম না ....তাও কি পারলাম???
১০| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪
যুবায়ের বলেছেন: অসাধারন লেখা.....
মুক্তিযুদ্ধ রিলেটেড....
ভালোলাগা++
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
স্পাইসিস্পাই001 বলেছেন: তাদের শ্রদ্ধা ছাড়া আর কিছুই দিতে পারলাম না ....তাও কি পারলাম???
১১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৫
যুবায়ের বলেছেন: স্পাইসিস্পাই001 বলেছেন: তাদের শ্রদ্ধা ছাড়া আর কিছুই দিতে পারলাম না ....তাও কি পারলাম???
ধন্যবাদ....।
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত
১২| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৩
s r jony বলেছেন:
এই নির্মমতার বিচার চাইতে গিয়ে যদি আমাকে "নাস্তিক"উপাধি দেয়া হয় তাহলে আমি চিতকার করে বলি "হ্যা হ্যা আমি নাস্তকি, আমি বাঙালি, আমি আমার মা বোনের সম্ভ্রমহানির বিচার চাই, রাজাকারের ফাঁসী চাই"
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
এই নির্মমতার বিচার চাইতে গিয়ে যদি আমাকে "নাস্তিক"উপাধি দেয়া হয় তাহলে আমি চিতকার করে বলি "হ্যা হ্যা আমি নাস্তকি, আমি বাঙালি, আমি আমার মা বোনের সম্ভ্রমহানির বিচার চাই, রাজাকারের ফাঁসী চাই"
১৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৬
আমিনুর রহমান বলেছেন: দূর মিয়া কাগো নিয়ে পোষ্ট দিছেন!!! এরা কি এই দেশের জন্য কিছু করছে নাকি !!!! হুদাই পোষ্ট দিলেন। উনাদের নিয়ে তো আর ব্যবসা হবে না যে তাদের জন্য কিছু করবো আমরা। চোখের পানি ছাড়া এই পোষ্টের জন্য আর কিছু দিতে পারলাম না।
অসাধারন পোষ্ট।
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই জানিনা কেন যেন আপনার কথায় বুকের ভেতরে দপ করে একটা কষ্ট জেগে উঠল, অফিসে আর আজ কাজ করতে মন চাইছে না খুব কাঁদতে ইচ্ছে করছে কোথাও নির্জনে বসে থেকে।
১৪| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: নির্মম..নিষ্ঠুর বর্বর !!!!
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
বেদনায় ব্যাথাতুর, কষ্টের জ্বালাতন
১৫| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এই পোস্ট গুলা কখনই পুরোটা পড়তে পারি না চোখে পানি এসে যায়।
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে ভেবে দেখুন লেখার সময় আমি কত পানিতে চোখ ভাসিয়ে ফেলি
১৬| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮
মাহমুদা সোনিয়া বলেছেন: চমৎকার পোস্ট!!! ছবিগুলো যতবারই দেখি, শিউরে উঠি। আমরা কত ভাগ্যবান! স্বাধীন একটা দেশে জন্মেছি।
আপনার পোস্ট দেখে আমার এই Click This Link লেখাটা শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। কাছাকাছি বিষয়ের লেখা। সময় পেলে পড়ে নিতে পারেন।
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
লিঙ্ক শেয়ার করাতে ভাল হল ; না হলে আজ ঠিক এই পোস্ট হয়ত দিয়ে ফেলতাম এখন অন্য কিছু পোস্ট দিতে হবে, পোস্ট পুরো রেডি করে রেখেছিলাম এখন আবার কষ্ট করে অন্য কিছু লিখতে হবে।
১৭| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩
লাবনী আক্তার বলেছেন: এই ছবিগুলোর প্রতি কিছুক্ষন তাকিয়ে থাকার সাহস আমার নেই।
উফফ! চোখ দুটি বন্ধ হয়ে আসছিল দেখার সময়।
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
লাল সালাম জানাই তাদের প্রতি।
১৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২২
তারছেড়া লিমন বলেছেন: ইতিহাস এসমস্ত মনে রাখে ভাই ।আমরা বড় অভাগা তাই আমরা মনে রাখি না । আমরা ক্ষমতায় বিশ্বাস করি তাই কুলাঙ্গারদের স্বাধীন দেশের পতাকা দিতে দ্বিধা করিনা। অসাধারন তথ্যবহুল পোষ্ট .........আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।।
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
বিনম্র শ্রদ্ধা জানাই তাঁদের।
১৯| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০
বোকামন বলেছেন: আর কাঁদতে চাইনা চাই জনগনের অধিকার ....
চাই মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের “অঙ্গীকার”
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আর কাঁদতে চাইনা চাই জনগনের অধিকার ....
চাই মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের “অঙ্গীকার”
২০| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১২
জাতিস্বর বলেছেন: বীরাঙ্গনাদের ওপর পাশবিক নির্যাতনগুলা যতবারই পড়েছি কাণ্ণা আটকাতে পারিনি।
আর তো কাঁদতে চাই না।
সময় এসেছে এবার শোককে শক্তিতে রূপান্তর করে মুক্তিযুদ্ধের চেতনা কে লালন করে নতুন প্রজন্মের বাংলাদেশ গড়বার।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সময় এসেছে এবার শোককে শক্তিতে রূপান্তর করে মুক্তিযুদ্ধের চেতনা কে লালন করে নতুন প্রজন্মের বাংলাদেশ গড়বার।
সহমত।
২১| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
রুদ্র মানব বলেছেন: s r jony বলেছেন:
এই নির্মমতার বিচার চাইতে গিয়ে যদি আমাকে "নাস্তিক"উপাধি দেয়া হয় তাহলে আমি চিতকার করে বলি "হ্যা হ্যা আমি নাস্তকি, আমি বাঙালি, আমি আমার মা বোনের সম্ভ্রমহানির বিচার চাই, রাজাকারের ফাঁসী চাই"
উনার এই কথার সাথে পুরোপুরি সহমত ।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত
২২| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
অনীনদিতা বলেছেন: স্পাইসিস্পাই001 বলেছেন: তাদের শ্রদ্ধা ছাড়া আর কিছুই দিতে পারলাম না ....তাও কি পারলাম???
ধন্যবাদ....
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
s r jony বলেছেন:
এই নির্মমতার বিচার চাইতে গিয়ে যদি আমাকে "নাস্তিক"উপাধি দেয়া হয় তাহলে আমি চিতকার করে বলি "হ্যা হ্যা আমি নাস্তকি, আমি বাঙালি, আমি আমার মা বোনের সম্ভ্রমহানির বিচার চাই, রাজাকারের ফাঁসী চাই"
২৩| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
একজন আরমান বলেছেন:
ছবিগুলোর দিকে তাকিয়ে থাকার সাহস হল না আমার।
খুব খারাপ লাগে যখন দেখি কিছু আবাল বাঙালিকে আফ্রিদির ছক্কার সাথে সাথে গগন বিদারী চিৎকার করতে।
আমি ওদের জাতিকেই ঘৃণা করি।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি বাঙালি, আমি আমার মা বোনের সম্ভ্রমহানির বিচার চাই, রাজাকারের ফাঁসী চাই
২৪| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
মনিরা সুলতানা বলেছেন:
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
মন খারাপ করে কি লাভ তার চেয়ে চলুন
কিছু একটা করি এদের জন্য।
২৫| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
শের শায়রী বলেছেন: অপনার এই পোষ্ট আমি দেখি না মন্তব্য দেখতে গিয়েছিলাম। আবার পানি চলে আসল।
উনারা না থাকলে আজকে আমি এই দেশে পরাধীন থাকতাম।
শুনেন ভাই হাসিনা খালেদা হাজারবার জন্ম নিলেও এদের পায়ের নখের ত্যাগের যোগ্য না।
ভাই এদের কাউকে আপনি চিনেন চলেন কিছু করা যদি সম্ভব হয় আমাদের সীমিত সামার্থ্যে আমি আছি। প্লিজ ভাই একটু খবর নিন। একবার এদের পায় হাত দিয়ে আশীর্বাদ নিয়ে আসি।
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
করলে দারুন হয় তাহলে চলুন একদিন সময় করে বসে আরও বিস্তারিত আলাপ করে পরিকল্পনা অনুযায়ী কিছু করা যেতে পারে।
২৬| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
অপরিচিত অতিথি বলেছেন: tader amra ki dite peresi aj lanchona gonjona sara?
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু করার জন্য আমরা এগিয়ে আসতে পারি যার যার অবস্থান থেকে।
২৭| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৭
জাকারিয়া মুবিন বলেছেন: ছবিগুলো খু্বই মর্মান্তিক খুব খারাপ লাগল ।
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
২৮| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০
ফারজানা শিরিন বলেছেন: নিজের থেকে পালানর পথ বাতলে দিতে পারেন ভাইয়া ?
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
পালাব কেন ? পালানর চেয়ে চলুন সবাই মিলে একসাথে বিষ খেয়ে মরে যাই তাহলে যদি কারো টনক নড়ে।
২৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪০
নুসরাতসুলতানা বলেছেন: অসাধারন।পুতুল , প্রভা , বেলা --এরাই মুক্তিযোদ্ধা ।দেশকে দিয়েছে , নেয়নি কিছুই।এদের জন্য কিছু করতে চাইলে সাথে আছি।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি খুব শীঘ্রয়ই একটি পোষ্ট দিব এই ব্যাপারে যদি সাথে থেকে কিছু সাহায্য করেন তবে সত্যি আর নিজেকে একা লাগবেনা।
৩০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৩
আশিক মাসুম বলেছেন: ভাই ছবি দেইখা খুব কষ্ট , ভয় পেলাম
নিশি রাইতে ম্নতাই খারাপ হয়ে গেলো।
২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
৩১| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৪
সারোয়ার হাবিব বলেছেন: ভাইরে ,
ঘণ্টা ঢং ঢং করে কোথায় যেন বাজছে। আমরা কেউ জানছি না কে বাজাচ্ছে। শুধু শব্দ শুনছি দূর হতে ভেসে আসছে।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
পেন্সিল চোর বলেছেন:
।
আমরা আসলেই তাদের কিছুই দিতে পারি নাই। তাদের জন্য আজকে দেশ স্বাধীন আর আমরা তাদের জন্য কিছুই করতে পারলাম না
প্রথম ভালো লাগা দিলাম ভাইয়া সঙ্গে প্রিয়তে রাখলাম।