নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

যাও সোনা মানিক আজ হতে তোমার দাঁত মাজা বন্ধ

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫









আমার বড়ই আদরের পুত্র দেখলে মনে হবে যেন পুরো সোমালিয়া দেশের দুর্ভিক্ষ সে একাই বহন করছে তার শরীরে। কিছুই খাবেনা; না দুধ, না ভাত। তবে আর কিছু খাক অথবা না খাক চকোলেট তার চাই চাই। চকোলেটের প্রতি অন্ধ প্রেম তার। আমিও এক অন্ধ বাবা পুত্রের এমন চকোলেট প্রেমের প্রতি অন্ধ সমর্থন দিয়ে আসছি। যখনই সে বলে বাবা চকোলেট খাব আমি তখনই দৌড়ে দোকান থেকে চকোলেট কিনে এনে পুত্রের হাতে তুলে দেই অনেকটা নিরুপায় হয়েই।



কিন্তু সর্বনাশ যা করেছি সেটার কথা বলি। আমার ছেলের সবগুলো দাঁত পোঁকে খেয়ে ফেলেছে। এখন এমন অবস্থা পানি পান করলেও ব্যাথার যন্ত্রণায় কাতর হয়ে উঠে। অগ্যতা আমি শহরের সবচেয়ে বড় ডেন্টিস্ট এর কাছে নিয়ে গেলাম। ডেন্টিস্ট সব দেখে আমাকে প্রথমে কিছু জ্ঞান দিলেন। তারপর ওষুধ লিখে দিলেন আর বললেন ছেলেকে চকোলেট খাওয়া বাদ দিতে হবে চিরতরে। সাথে এও বলে দিলেন যেন সকালে ঘুম থেকে উঠার পরে, দুপুরে খাওয়ার পরে এবং রাতে ঘুমাতে যাবার পূর্বে ছেলেকে ভাল মত দাঁত ব্রাশ করান হয়।



আমিও নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে এলাম। চকোলেট বন্ধ করে দিলাম। ওষুধ গুলো নিয়মিত খাওয়াচ্ছি। কিন্তু আবারো বিপত্তি দেখা গেল। এবার পুত্র আমার কিছুতেই দাঁত মাজতে চায়না। দাঁত মাজতে গেলেই নাকি তার টুথ পেস্টের গন্ধে বমি চলে আসে। বাজার থেকে নানা সাদের, নানা ফ্লেভারের টুথপেস্ট কিনে দিয়ে চেষ্টা করলাম। কোন কাজ হলনা। বমি সে করবেই । আমি পুত্রের এমন অবস্থা দেখে শোঁকে কাতর হলাম। নিজের প্রতি অভিমান হল অনেক ব্যাস টুথপেস্টের টিউবের টুটি চেপে ধরে সব পেস্ট বেসিনে ফেলে দিয়ে বললাম যাও সোনা মানিক আজ হতে তোমার দাঁত মাজা বন্ধ।







এমন অবস্থায় আমি কি করতে পারি পরামর্শ চাই। সকলের পরামর্শ গ্রহন করা হবে কারন আমাদের দেশে রোগীর চেয়ে ডাক্তার অনেক বেশী। গোপাল ভাঁড়ের সেই গল্পটি মনে পরে গেল। বাদশাহ জানতে চেল কোন পেশার লোক সবচেয়ে বেশী তার রাজ্যে গোপাল বলল মহারাজ কবিরাজ। বাদশাহ শুনে হাসলেন আর বললেন কি তুমি বোকার মত কথা বলছ। এই রাজ্যে এত কবিরাজ তুমি কোথায় পেলে ! গোপাল বাদশাহকে আসস্থ করল যে আপনি শুধু একবার বলেই দেখেন আপনার সর্দি হয়েছে তাহলেই আমার কথার সত্যতা প্রমান হয়ে যাবে; ব্যাস যেই কথা সেই কাজ বাদশাহ যেই বললেন আমার সর্দি হয়েছে অমনি রাজসভার একে একে সবাই নানা পরামর্শ শুরু করে দিলেন বাদশাহর সর্দি উপশমের পথ্য জানিয়ে। বাদশাহ তখন মুচকি হেসে গোপালের প্রশংসা না করেই পারলেননা।

মন্তব্য ৭৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

মোমের মানুষ বলেছেন: আপনার ছেলের দাত মাজার জন্য আমরা মানববন্ধন করতে পারি :P |-) :|

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:
হরতাল কিংবা ধর্মঘট যে ডাকবেন না তাতেই খুসি। ;)

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

বোকামন বলেছেন:









সম্মানিত কান্ডারী অথর্ব,

আমি পরামর্শ দিতে পারছি না কারণ আমি ডাক্তার বা পরামর্শক নই......
অতি সাধারণ ......

তবে এতটুকু বলতে পারি সমস্যাটা আপনার সন্তানের দাতে .... সন্তানটা আপনার তাই সমস্যার সমাধান আপনাকেই খুঁজে বের করতে হবে ....

দাঁত থাকতে; দাঁতের মূল্য দেওয়াটাই বুদ্ধিমানের কাজ .....

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:
দাঁত থাকতে; দাঁতের মূল্য দেওয়াটাই বুদ্ধিমানের কাজ .....


কিন্তু ভাই এখন ভাল টুথপেস্ট কোথায় খুঁজে পাই। নাকি ছেলেকে ইচ্ছা মত উত্তম মধ্যম দিয়ে জোড় করে দাঁত মাজাতে বাধ্য করব সেটাই বুঝে উঠতে পারছিনা।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

একজন নিশাচর বলেছেন: শুরুতে ভাবছিলাম আগামীবার দেখা হলে ভাতিজার লাইগা চকলেট কিনা দিমু। আরেকটু পড়ার পরে বুঝলাম, না চকলেট দেয়া যাইবো না। দিতে হইব পেস্ট কিনা। পরে দেখি না পেস্টেও চলব না, ভাল দেখে একটা উপদেশ দিতে হবে।

কিন্তু শেষের গোপাল ভাড়ের গল্প পড়ে এখন তো উপদেশ দিতেও ভয় করতাছে।

:'( :'(

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:
তাইলে বুঝেন আমার অবস্থা আমিত বাবা হিসেবে পুরাই হতাশ।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩

মনিরা সুলতানা বলেছেন: আহ লক্ষ্মী ছেলে টা অন্ধ বাপ এর জন্য এখন কষ্ট পাচ্ছে :(

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

মায়ের কথা নাইবা বললাম। :(

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

আমিনুর রহমান বলেছেন: খুব খেয়াল কইরা ;)


পোষ্ট পর্যবেক্ষণে :P

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

B:-) B:-) B:-)

:-B :-B :-B

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

বোকামন বলেছেন:








ভাল টুথপেস্ট ভালোর সংজ্ঞা চেন্জ হয়ে যাচ্ছে আর টুথপেষ্ট !

ফিরে যেতে হবে কয়লার যুগে ........ আর তো কোন পথ দেখছি না !!! :(

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

একটা ভাল উপায় পেলাম কয়লা কিন্তু সেটা কি সাস্থ সম্মত হবে পরে না আবার পেটে অসুখ হয়ে যায়। শেষে দেখা যাবে আই সি ডি ডি আর বিতে নিয়ে ভর্তি করান লাগছে।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

বোকামন বলেছেন: স্বাস্থ্য সম্মত !
ছোটবেলায় কয়লা ব্যবহার করতাম..... গরীব তো !
অদৃষ্টের উপর ছেড়ে দিতে হবে ব্যাপারটা ..... কারন খাটি কয়লা নাও পাইতে পারেন......

আই সি ডি ডি আর বিতে জায়গা পাওয়া যাইবে ?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

কি বলেন এত রোগী ভর্তি হইছে আই সি ডি ডি আর বিতে B:-)

এত মানুষের পেট খারাপ হইছে এখন উপায় ;)

আইচ্ছা আরেকটা না কি যেন আছে কি যেন নাম ঐযে গাছের কাণ্ড দিয়া মাজে যে নাম মনে আসতাছেনা ওইরকম কিছু দিয়া চেষ্টা করে দেখা যায় ?

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

বোকামন বলেছেন:








দেখতে পারেন ভাই ......

তবে আবারো বলছি সমস্যাটা আপনার সন্তানের দাতে .... সন্তানটা আপনার তাই সমস্যার সমাধান আপনাকেই খুঁজে বের করতে হবে ....

সমাধান পাইলে জানাবেন ভাইজান ......
আমারো সন্তান আছে ....তাই সমস্যাও হইতে পারে .....
তখন আপনার মত আমারো পেরেশান হইতে হইবো ভাই ......

আপাতত শুভরাত্রি .....

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম দোয়া করি যেন আপনার আমার মত অবস্থা না হয়।

শুভরাত্রি ।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:২৫

বোকা ডাকু বলেছেন: আগোরায় গিয়া বিদেশি কুনু কিচু টিরাই করেন। মালয়েশিয়ান কিছু টুথপেস্ট পাউন যায়। :-* :-*

কুনুকিছু কাম না হইলে যে কোনও মসজিদের সামনে থিকা ৫ টেহা দিয়া একখান মিসওয়াক লইয়া আহেন B-)) B-))

তাও কাম না হইলে একখান থাব্রা দেন, X( X( ব্যাবাজ ঠিক হইয়া জাইবো। জানেন তো মাইরের উপ্রে কুনু ওষুধ নাই :P :P

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
শুনেছি বিদেশী টুথপেস্ট কিনতে অনেক টাকা লাগে। আমিত গরীব এত টাকা পাব কোথায় । :(

ভাই মিসওয়াক দিলে আবার দাঁত ভাইঙ্গা না যায় সেই টেনশন করি। :(

আর মাইর কি সব রোগের সমাধান বুঝায়া শুনাইয়া কি কাজ হয় না যে কোন কাজ। X(

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:২৪

বোকা ডাকু বলেছেন: বেশি লাগার তো কথা না। দের থেকে দুই শ লাগতে পারে।

আর মিসওয়াক দিয়া ওরে কইবেন- "বাজান তুমার দাত মাজুনের কাম নাই। তুমি খালি এইডা মুখে লইয়া চাবাইতে থাকো।" B-)) B-)) ব্যাস মিনিট পাঁচেকের মইদ্দে দেখবেন হ্যার দাঁত ফকফকা। :#) :#)

আরে বুঝাইয়া শুনাইয়া কাম হয়নাই বইলাই তো এত কিছু! :P :P

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

দেখি আর কে কি বুদ্ধি দেয়। পরামর্শ নিতে ইদানীং খারাপ লাগে না। সব কিছুতেই দেখবেন কত মতের অমিল।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৫

নোমান নমি বলেছেন: সেন্টার ফ্রেশ খাওয়াইতে পারেন। আশা করি সে তুমুল উৎসাহে খাবে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এই আইডিয়া আমার খুব মনে ধরছে।

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৩

বাংলার হাসান বলেছেন: সকলের পরামর্শ গ্রহন করা হবে কারন আমাদের দেশে রোগীর চেয়ে ডাক্তার অনেক বেশী।

আমিনুর রহমান বলেছেন: খুব খেয়াল কইরা ;)


পোষ্ট পর্যবেক্ষণে :P

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

কই কেউ দেখি সেইরকম কিছু খেয়াল করেনা।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৩

আশিক মাসুম বলেছেন: সহজ বুদ্ধি, বাইস্তারে সাত সকালে সাথে নিয়ে হাঁটতে যান , তারপর এক প্যাকেট চকলেট কিনে দেন। টার পর বাইস্তারে কন বাবারে চকলেট তো কিনা দিলাম তুই তো বাপ দাঁত ঠিক না হইলে এই চকলেট খাইতে পারবিনা। চকলেট খাইতে হইলে আগে তরে দাঁত ঠিক করা লাগবে , দাঁত ঠিক করার জন্য দাঁত ব্রাশ করা লাগবে। এখন কেমনে কি দাঁত ব্রাশ করতে গেলে তুই করস বমি । এত মজার চকলেট তুই খাতে পারবিনা বড় আফসুস লাগছেরে বাপ।


দেখবেন ইনশাল্লাহ কাম হইয়া গেছে , ৩ বেলার জায়গায় ৬বেলা ব্রাশ যদি না করছে আমি আমার পরামর্শ ফেরত নিমু :) :P =p~

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

তুমি তোমার পরামর্শ ফেরত নাও আমার পছন্দ হয়নাই। এইভাবে প্রতারনা করা ঠিক না। ইহার উৎকৃষ্ট প্রমান নিশ্চয় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবেনা।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৩

কালোপরী বলেছেন: আহারে

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

:( :( :(

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০

আমিভূত বলেছেন: মাইরের উপর কথা নাই ,
ভাগিনারে উত্তম মধ্যম দিয়া হইলেও ব্রাশ করানো চাই X((

প্রয়োজনে আমাকে ডাকবেন মাইরা ভূত বানিয়ায়া ফেলমু B-))

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

রিমান্ডে নেয়ার কথা বলছেন !!!

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B :-B
আগে একটা ঘটনা শেয়ার করে নিই। ছোট বেলায় চকলেট খেতে খেতে আমার দাঁতেও ক্যারিজে হয়ে গিয়েছিল । আব্বু নিয়ে গেলেন ডেন্টিস্টের কাছে।
ডেন্টিস্ট বললেন সব দাঁত তুলে ফেলতে হবে ( পরে বুজেছিলাম ভয় দেখাতে আরকি!)। :-*
আমি বললাম ঠিকছে তুলবো। পরে ডেন্টিস্টে ইয়া বড় এক ইঞ্জেকশান নিয়ে আসতেছেন দেখে আমি এত্ত জোরে চিৎকার করলাম যে ডেন্টিস্টের কানে সম্ভবত তালা লেগে গিয়েছিল। আমার আব্বু কিন্তু পরে আর ইঞ্জেকশন লাগাতে দেন নি। এমনিই তোলা হয়েছিল দাঁত। :#)

ইঞ্জেকশনের ভয়ে আব্বুকে কথা দিয়েছিলাম ঠিক মতো দাঁত মাজবো চকলেট খাবো না। :D B-)

আর হ্যাঁ ডেন্টিস্ট ছিলেন আমার আব্বুর বন্ধু!
আপনি আমার আব্বুর রেসিপি ট্রাই করতে পারেন!

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
আসেন চিমটি কাটেন আমার পুত্রের সাথে ।

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আর হ্যাঁ আমি এখনও ইঞ্জেকশনকে ভয় পাই!

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
:-B :-B :-B

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

আমিনুর রহমান বলেছেন: সোনা মানিক সকালে দাত মেজে আর গোসল করে বের হয়েছো তো ??? কার রাতে ব্লগে যে দুগন্ধ ছড়িয়েছে তা আমার গায়ে লেগে আছে এখন। আমার বমি বমি লাগছে। তোমার কেমন লাগছে?


;) :P !:#P =p~ :-0

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

এবার ডেটল দিয়ে ধুতে হবে যদি কৃপা হয় আপনার যাবে কোথায় নরাধম দাঁতের পোকা।

১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১

স্পাইসিস্পাই001 বলেছেন: ব্লগের ডাক্তার দের তো কাজের সময় পাওয়াই যায় না , তাদের পরামর্শ দরকার ......

সরি কান্ডারী ভাই ..... আমি কোন সমধান দিতে পারলাম না কারন আমি ডাক্তারও না কবিরাজও না .....

তবে একটা সর্বজনীন কথা বলি, ""দাত থাকতে বাঙ্গালী কিন্তু দাতের মর্যাদা বুঝে না ।"".....সো খুব খেয়াল, খুব খেয়াল .. সামনে শিয়াল পেছনে দেয়াল ...

ধন্যবাদ ... ভাল থাকবেন ...

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

দাত থাকতে বাঙ্গালী কিন্তু দাতের মর্যাদা বুঝে না ।"".....সো খুব খেয়াল, খুব খেয়াল .. সামনে শিয়াল পেছনে দেয়াল ...

অস্থির অস্থির পুরোই অস্থির ।

২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন:
নিমের মাজন ব‍্যবহার করে দেখতে পারেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম ভাবছি। :(

২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১

আশিক মাসুম বলেছেন: ভাই এটা প্রতারনা না । এটা হলো উপায়, সব ক্ষেত্রে নীতি কপচাইলে চরম বিপদে পড়তে হয়। এমুহূর্তে আমার কাছে বাতিজার দাঁত রক্ষা করা জরুরি।


মাজার বিষয় হলো এখানে প্রতারনা কোনটা?? মিথ্যা বলতে বলিনি আপনাকে। পুরুটাই সত্যি কথা, :)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিনুর রহমান বলেছেন: খুব খেয়াল কইরা


পোষ্ট পর্যবেক্ষণে

২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭

আশিক মাসুম বলেছেন: o_O

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

:-B

২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩

মামুন রশিদ বলেছেন: হাঃহাঃহাঃ, বাপ তো দিশাহারা ;) ;)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:
পুরাই দিশাহারা ভাই। :( :( :(

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

স্বপনবাজ বলেছেন: ওর সামনে দাঁত মাজুন বেশী করে ! এমন ভাব দেখান যে খুব মজা পাচ্ছেন ! কয়েক দিন করেন ! হিউম্যান ব্রেইন বলে কথা অনুকরণ প্রিয় !

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

কই ওরে দেখেত আমি চকোলেট খেতে উৎসাহী হয়ে উঠিনি :( :(

২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: বিশাল ফাপর দেখা যায়

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ফাপর মানে পুরাই ফাপর

২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: তারে দাত না মাজার অপকারিতা বুঝান (সাথে কিছু টক ঝাল দিয়া বুঝাবেন ) যাতে মনে ভয় ঢুকে ।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই একটু বাসায় এসে আপনি বুঝিয়ে দিয়ে যান

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১০

এ্যাপোলো৯০ বলেছেন: :| :|ওর জন্য এখুনি আলগা দাতের পাটি কিনে রাখো।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:
তোমার দাত গুলো খুব সুন্দর দেবে আমাকে মানে আমার পুত্রকে ?

২৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬

ফারজানা শিরিন বলেছেন: এখন কি অবস্থা ?

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আগের মতই। :(

২৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

তারছেড়া লিমন বলেছেন: ইস্যু একখান পাইলাম ......... দাঁতে পোকা হইল ক্যান তার জন্য ১৪ই এপ্রিল হরতাল।।।।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

হরতাল হরতাল হরতাল

৩০| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪

ফারজানা শিরিন বলেছেন: ভাইয়া ব্রাশ লবন পানিতে ভিজিয়ে দেখেন । ঃ / অবসশ এতেও বমি আসতে পারে !!!

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

B:-) B:-) B:-)

৩১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


ভাবি আর আপনি দু'জনেই ব্রাশ নিয়ে ওর সামনে প্রতিদিন ব্রাশ করবেন ,তবে ভুলেও ওকে বলবেন না ব্রাশ করতে । ৩/৪ দিনের মাথায় ও নিজেই আগ্রহি হয়ে আসবে ( যদি ঘাড় ট্যারা না হয় ! :-< ) ...


ট্রাস্ট মি , ইটস ওয়ার্ক ! :)

আর বাচ্ছাদের সাথে পারতপক্ষে মিথ্যে না বলাই ভালো অথবা বিনিময় করা যেটাকে বলে ( তুমি ব্রাশ করলে আমি ও তোমাকে একটা মিমি দেব ) । এটা উচিৎ না একদম !



গুড লাক



০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আবার মিমি B:-) B:-) B:-)

একসাথে দুজনে দাত মাজব :)

৩২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৫

একজন আরমান বলেছেন:
ভাতিজারে আমার কাছে পাঠাইয়া দেন। ১ মাস আমার কাছে থাকলেই সব ঠিক হওয়া যাইবে।

অঃ টঃ
সরি ! :( :( :(

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই জলদি আইসা নিয়া যাও।

৩৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯

বাংলাদেশী দালাল বলেছেন: কিছু দিন পেস্ট ছারাই মাঝতে দেন ২/৩ দানা লবন দিয়ে।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

সেইরাম বলছেন খুব পছন্দ হইছে। তয় লবনের বদলে যদি চিনি দেই চলবে ? :)

৩৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

বাংলাদেশী দালাল বলেছেন: না চিনি দিলে লাউ/কদু।
লবনের দন্ত গুন আছে।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

:) :) :)

৩৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮

ফারজানা শিরিন বলেছেন: চোখ গুললা কেন ?

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

না বুদ্ধি দেখে অবাক হইছি

৩৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৭

এ্যাপোলো৯০ বলেছেন: আমার বিউটি টীথ টা দেবো না :-P :-P :-P

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


ওকে ওটা আমি চাইও না :P

৩৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

শীলা শিপা বলেছেন: আমার বাসায় পুরা উল্টা। আমার ভাস্তিকে একবার ব্রাশ করতে দিলে টেনেও আর ফেরত নেয়া যায় না। B-) আমার ভাস্তির সাথে দেখা করিয়ে দেন। কাজ হতে পারে।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার ভাস্তিকেই আমার ছেলের জন্য দরকার। :!> :)

৩৮| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:০২

বৃষ্টিধারা বলেছেন: আপনার বউ কি করে ?

০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার বউ হাউস ওয়াইফ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.