![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
তোর জন্য ডেকেছি হরতাল, করেছি মানব বন্ধন,
দরকার হলে ধর্মঘট দেব, করব অনশন,
তবু ভালোবাসা দিবি কিনা বল?
নইলে এবার ঘরে - ঘরে যুদ্ধ হবে ,
জ্বালাও পোড়াও ভাংচুর হবে,
বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হবে,
হৃদয় তোর; তবু ভালোবাসা দিবি কিনা বল ?
যখন তোর সাথে আমার প্রথম দেখা হল,
চারিদিক মিছিলে, শ্লোগানে মুখরিত ছিল,
এবার না হয় তোর জীবনটাকেই অচল করে দিব;
তোর হৃদয়টাকে রিমান্ডে নিয়ে করব প্রেমের খোঁজ দ্যা সার্চ ,
শুরু হোক এবার তবে তোর আর আমার ভালোবাসার লংমার্চ ;
ভালোবাসার এপাং ওপাং ঝপাং।
তবু জিজ্ঞাস করি ভালোবাসা দিবি কিনা বল?
ভালোবাসার নামে মিছে ছলনা মানিনা মানবনা,
তোর ওই রেশমি চুড়ি পরা হাতে; গণতন্ত্রের নামে মিছে
প্রহসন মূলক আমার হৃদয়ের গ্রেপ্তার ভুলিনাই ভুলবনা,
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
তবু তোর হৃদয়ের ফাঁসি চাই;
ভালোবাসার এপাং ওপাং ঝপাং।
তবু শেষবার বলি ভালোবাসা দিবি কিনা বল?
০৪/০৪/২০১৩
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এটা কিন্তু সত্যি প্রহসন হয়ে গেল
এন্টেনার উপরে দিয়া গেলে কেন প্লাসায়িত করলেন; ঝাতি আপনাকে ক্ষমা করবেনা।
রাজনীতির ভেতর যেদিন থেকে পলিটিক্স ঢুকছে সেদিন থেকেই আমার ভালোবাসার ভেতর কেমন জানি পিরিতি ঢুইকা গেছে।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০
যোগী বলেছেন:
পোষ্টের টাইটেল ব্যাপক কড়া !!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এপাং ওপাং ঝপাং
ভালোবাসায় প্রেম মেশাও ভালোবাসার শক্তি বাড়াও।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯
েমেেঘলা আকাশ বলেছেন: হাহাহা.।দারুন হইছে...
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোবাসার ভয় নাই
রাজপথ ছারি নাই
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১
শেরজা তপন বলেছেন: নিঃসন্দেহে দূর্দান্ত!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মনের তালা ভাঙব
প্রেম জয় করে আনব
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৬
স্পাইসিস্পাই001 বলেছেন: ভাবী জানে >>>>>>>>>>>>>??????????
ধন্যবাদ ....।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এর মধ্যে আবার ভাবীরে টাইনা আনার কি দরকার ছিল ভাই।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২
s r jony বলেছেন: ভালোবাসার এপাং ওপাং ঝপাং।
তবু জিজ্ঞাস করি ভালোবাসা দিবি কিনা বল? (চিতকুরের ইম হবে)
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
চিতকুরের ইম দিয়াও কাম হইবে না অন্য কিছুর ইম দেন। ভাবতেছি ভালোবাসা নিয়া পলিটিক্স করলে কেমন হয়।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩
জাকারিয়া মুবিন বলেছেন:
ভালুবাসা দিবি কিনা বল!!
না দিলে এক্কেরে খায়লামু!!!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোবাসার জন্য হতে পারি রক্ত পিপাসু ভ্যাম্পায়ার।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫
আশিক মাসুম বলেছেন: তবু শেষবার বলি ভালোবাসা দিবি কিনা বল?
এককেরে মাইর লাইচে রে............
।
+++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
আগামী ৭৩ ঘণ্টা লাগাতার সব গার্ডেনে ডেটিং স্পটে হরতাল দিলাম।
প্রেমের কথা চলবে না
ফুলের দোকান খুলবে না
আমি তাহার জন্য গ্রেপ্তার হয়ে রিমান্ডে যেতে চাই আমার আছে একটি ছিম্পনি মুপাইল ফুন। ইহাই আমার ডেটিং এর একমাত্র অবলম্বন কিংবা ভালোবাসা জয়ের লাইসেন্স বিহীন অস্ত্র।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন:
তবু শেষবার বলি ভালোবাসা দিবি কিনা বল?
ব্যাপক কড়া করে বলে দিলাম।
+++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহাকে বলিয়া দেন আমি এখন ভালোবাসার রিমান্ডে আছি
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২
মনিরা সুলতানা বলেছেন:
ভাই ... লাস্ট লাইন কি এটা হবে ????
মিথ্যে করে হলেও বোলো ভালবাসি
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে তাহার জন্য থাকবে প্লাস্টিকের গোলাপ ফুল।
আর সত্যি সত্যি ভালোবাসলে পাবে বোটানিক্যাল গার্ডেনের ঝিলে ফোঁটা শাপলা ফুল।
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। রক্তে আলোড়ন তুলে- ভালোবাসার আহবান এমনই হওয়া উচিত।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মশার জন্য রক্ত নয় ও প্রিয়া তোমার জন্য রক্ত দেব।
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭
বোকা ডাকু বলেছেন: নচিকেতার সেই গানটা মনে পরে গেল-
"হেই তুমি কি আমায় ভালোবাসো?
যদি না বাসো তবে পরোয়া করিনা
আমি সূর্যের থেকে ভালবাসা নিয়ে রাঙ্গাবো হৃদয়
তার রঙ দিয়ে পোশাকি প্রেমের প্রয়োজনবোধ করিনা।"
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
পাড়ায় ঢুকলে ঠেং খোঁড়া করে দিব
বলেছে পাড়ার দাদ্দারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
চশমাটা খসে গেলে মুশকিলে পরি
দাদা আমি এখনো যে ইস্কুলে পড়ি
কব্জির জোরে তাই পারবনা
পারবনা হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
অঞ্জনের এইটা কেমন লাগে।
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
লাবনী আক্তার বলেছেন: সর্বনাশ!!
ভালবাসার মধ্যে হরতাল, মানব বন্ধন,
ধর্মঘট , অনশন, জ্বালাও পোড়াও ভাংচুর, রিমান্ড, লংমার্চ সব আইসা পরছে!
দিন বদলাইয়া গেছে! :-<
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোবাসা চেয়েও না পেলে আরও অনেক কিছু আসতে পারে যেমন ধরেন ১৪৪ ধারা , গ্রেনেড হামলা , প্রেম জাগরন, প্রেমাস্তিক গ্রেপ্তার কিংবা আরও নতুন কিছু যদি আসে
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬
shfikul বলেছেন: দিওয়ানা দিওয়ানা আমি তোমার দিওয়ানা,আমি তোমার মাস্তানা হৈ হৈ. . .
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
তোমার সাথে হলনা আমার কুসুম কুসুম প্রেম
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬
মুনসী১৬১২ বলেছেন: চমৎকার
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
দরকার হলে পারমানবিক বোমা দিয়ে উড়িয়ে দেব তবু প্রেমকে জয় করে ছাড়ব ইনশাল্লাহ।
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪
শাপতাহিন বলেছেন: ভাল্লাগছে
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এই প্রেম যে স্বর্গ সুধা মেটায় প্রানের খুধা
প্রতিদিনি ভালোবাসা চাই বন্ধু
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭
শিপু ভাই বলেছেন:
কান্ডারী অথর্ব ও রেশমির প্রেমের উপাখ্যান এর পরের পর্ব চাই!!!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
শিপু ভাই আপাতত আমার মাথায় প্রেম ভালোবাসা আইতাছে না খালি সব আউলাইয়া যাইতাছে আগে আবার লাইনে আইসা লই পরের পর্ব গুলো তখন দিমুনে। আপনে আছেন কেমন ?
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০
পেন্সিল চোর বলেছেন: তুই তুকারি ভালোবাসা!!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভ তে ভালোবাসা
তুই হাহাকার
তুই হাহাকার
র তে হৃদয়হীনা
তুই হাহাকার
তুই হাহাকার
১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২
মামুন রশিদ বলেছেন: তবু তোর হৃদয়ের ফাঁসি চাই;
ভালোবাসার এপাং ওপাং ঝপাং।
তবু শেষবার বলি ভালোবাসা দিবি কিনা বল?
হেভী মেটাল
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তুই আমার আন্ধার রাইতের পূর্ণিমার চান্দ
তোর জন্য পেতেছি আমি ভালোবাসার ফান্দ
২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭
সোনালী ডানার চিল বলেছেন:
বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হবে,
হৃদয় তোর; তবু ভালোবাসা দিবি কিনা বল ?
ভাংচুর ভালোবাসায় ++++++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
একটু কি ভালোবাসা পেতে পারিনা ও প্রিয়।
২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩
সিয়ন খান বলেছেন: ভালোবাসা দিবি কিনা বল।
লাভ মি অর কিল মি
ব্যাপক হইচে ++++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
লাভ ইজ বেলাইনড, তিন তাসের মত একটি খেলা
তোমার জন্য ধরেছি আমার সর্বস্ব বাজী
শেষ দানেও রাজী
২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩
স্বপনবাজ বলেছেন: ভালো বলেছেন ! আমরা দেশটাকে ভালোবাসি তবে নিজের মত করে আত্বকেন্দ্রিক হয়ে !
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
জানিনা তুমি কি ভেবে এই মন্তব্যটি করেছ তবে আমি ধরে নিব তুমি খুব খুব খুব ভাল একজন কবিতা বোদ্ধা। আমার এই কবিতাটি এই তোমার মন্তব্য পেয়ে মনে হল সার্থক হয়েছে। তুমি কবিতার মুল ভাবটি বুঝতে পেরেছ। এটা একটা রুপক কবিতা। যাও কবিতাটি তোমাকে উপহার দিলাম।
২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
বোকামন বলেছেন:
ভালোবাসা কে ভালোবাসতে হয় .....
ভালো বাসার খোজে লোক দেখানো ভালোবাসা উচিত নয় .....
ধন্যবাদ সম্মানিত কান্ডারী অথর্ব..
ধন্যবাদ সম্মানিত স্বপনবাজ ...
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোবাসা কে ভালোবাসতে হয় .....
ভালো বাসার খোজে লোক দেখানো ভালোবাসা উচিত নয় .....
ভাই আপনি দয়া করে অন্তত আমাকে এই সন্মানিত কথাটি বলবেন না।
২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১
বোকামন বলেছেন:
দুখি:ত ভাই আমার .... বলব না..... ভাইজান বলবো আজ থেকে চলবে ?
(আমার মন্তব্যে কী ভাইজান বিরক্ত হোন)
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার মন্তব্য আমার জন্য অনুপ্রেরনা তবে সন্মানিত বললে নিজেকে কেমন জেন শিক্ষক শিক্ষক বলে মনে হয়।
২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
ঘুড্ডির পাইলট বলেছেন: লড়াকু ভালো বাসা ।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে ভালোবাসা পেতে চাই।
২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫
লক্ষ্মীপেঁচা বলেছেন: তোর হৃদয়টাকে রিমান্ডে নিয়ে করব প্রেমের খোঁজ দ্যা সার্চ ...........................................
তবু তোর হৃদয়ের ফাঁসি চাই;
ভালোবাসার এপাং ওপাং ঝপাং।
হেহে ...। একেবারে ফাটিয়ে দিয়েছেন বস .....।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু থেঙ্কু বসি :#> :!>
২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮
কালোপরী বলেছেন:
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
২৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল কান্ডারী ভাই
সবাই তো ভালোবাসা চাই,
কিন্তু সবাই কী তা পাই??
যে বলে মিষ্টি মিষ্টি কথা
সে দেই অসহ্য ব্যথা,
কার জন্য লিখব কবিতা??
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
কেন ভাই এইযে প্রতিবাদ এর ভাষা আছে না
২৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৩
এ্যাপোলো৯০ বলেছেন: ভালোবাসা তো দিয়েছি একবার, আমার কাছে আর কিছু নাই। স্যরি
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
আরও আছে ওগুলো আর কাউকে দিও না লক্ষ্মীটি :!> :#>
৩০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫
বাংলার হাসান বলেছেন: যখন তোর সাথে আমার প্রথম দেখা হল,
চারিদিক মিছিলে, শ্লোগানে মুখরিত ছিল,
এবার না হয় তোর জীবনটাকেই অচল করে দিব
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
কেমুন বুঝলেন ?
৩১| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮
ফারজানা শিরিন বলেছেন: াসতে নাকি জানেনা কেউ ?
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম ভালোবেসে সুখি হতে কেনা চায় ?
৩২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
এহসান সাবির বলেছেন: বেশ লাগলো।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
সাবির ভাই এমন দিনে এর চেয়ে অন্য কিছু আর মাথায় আসছিল না।
৩৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩
বোকামানুষ বলেছেন:
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
মাল্টি এক্সপ্রেশন কেন ?
৩৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯
গ্রাম্যবালিকা বলেছেন: যুগপযোগী প্রেমকাব্য! হে হে
শিরোনামটা পুরা ওপাং ঝাপাং হইছে
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
তোমার এই নতুন করে ব্লগে ফিরে আসাকে স্বাগতম জানাই।
এপাং ওপাং ঝপাং
৩৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫
সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসার এপাং ওপাং ঝপাং। সব যেন কান্ডারী পায়্
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে আপনি কি পাবেন
৩৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪
বাংলাদেশী দালাল বলেছেন: ৫ দিন পর সামুতে ঢুকে আপনাকে খোঁজ দ্যা সার্চ করলাম।
ভাল লাগল, না কবিতার থেকে আপনার উপস্থিতি।
কবিতা কম বুঝি।
শুভ কামনা।
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমিত সামুতে ছিলাম আপনি হয়ত ব্যাস্ত থাকায় দেখা একটু কম হয়েছে।
৩৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালোবাসা দিবি কিনা বল?
হা হা! অদ্ভুত! অসাধারন!
অনেক ভালো লাগলো।
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
তবু ভালোবাসা দিবি কিনা বল?
৩৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৭
ফারজুল আরেফিন বলেছেন:
+
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
৩৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৪
একজন আরমান বলেছেন:
তবু তোর হৃদয়ের ফাঁসি চাই;
ভালোবাসার এপাং ওপাং ঝপাং।
তবু শেষবার বলি ভালোবাসা দিবি কিনা বল?
হাহাপ্যাখুগে।
পোস্ট প্রিয়তে।
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
৪০| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩০
একজন আরমান বলেছেন:
কি হইলো ভাই?
চোখ বড় বড় করলেন কেন?
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
এই কবিতা প্রিয়তে নিয়েছ দেখে অবাক হয়েছি।
৪১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২
এ্যাপোলো৯০ বলেছেন: ওগুলো কি তাহলে তোমাকেও দেবো না?
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
না মানে বলছিলাম কি মানে আমিত খুব ভাল ছেলে আর তুমিত আমাকেই মানে থাক বুঝে নাও কি বলতে চাই :!> :#>
৪২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
বোকামানুষ বলেছেন: যুদ্ধ টাইপ কবিতা দেখে প্রথমে ভয়পেয়েছিলাম আরকি
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
এখন যুদ্ধে যাবার সাহস নাই যার প্রেম করার তার শ্রেষ্ঠ সময়।
৪৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২০
একজন আরমান বলেছেন:
আমার কাছে ভালো লাগছে। তাই নিছি। আপনার কোন সমস্যা?
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
বাপরে ভয় পাইছি :-&
৪৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪
বটবৃক্ষ~ বলেছেন: ভালোবাসার নামে মিছে ছলনা মানিনা মানবনা,
তোর ওই রেশমি চুড়ি পরা হাতে; গণতন্ত্রের নামে মিছে
প্রহসন মূলক আমার হৃদয়ের গ্রেপ্তার ভুলিনাই ভুলবনা,
হুম প্রহসন ই চলছে চলবে মনে হয় সবযায়গায়! :-< :-< :-<
ভাল্লাগেনা আর!
খুব দারুন হয়েছে....
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম এখন প্রেমেও প্রহসন হয়
অনেক অনেক ভাল লাগল মন্তব্য পেয়ে।
৪৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৭
এক আলোকবর্ষ দূরে বলেছেন: হরতাল দিবেন! ফাঁসি দিবেন! জ্বালাও-পোড়াও করবেন! কার্ফ্যু দিবেন! গ্রেফতারের ডর দেখাইবেন! আবার ভালাবাসাও চাইবেন??? কেমনে কি গো ভাই?
ভালাবাসা চাইলে তো এইগুলা দিতার্বেন না। ভালাবাসা চাইলে মুক্তি দিতে অইবো। কন, মুক্তি দিতার্বেন? তাইলে যদি ভালাবাসা কপালে জুটে আর কি
শুভ নববর্ষ
১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে ভাই ভালোবাসা পাইলে কি আর এগুলো করব তখন শুধুই ভালোবাসব
শুভ নববর্ষ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮
এম হুসাইন বলেছেন: হৃদয়ের ফাঁশি চাই,
আবার ভালুবাসাও চাই.........
এন্টেনার উপরে দিয়া গেলু.........
তবুও প্রথম প্লাসায়িত করলাম.........
রাজনৈতিক টেন্ডেন্সি মূলক পিরিতের কবিতা!!!!!!