![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
পরীক্ষার রুটিন না দেখে পরীক্ষা দেয়ার মতই মেধাবী ছাত্র আমি আর তাই আমিও আজ বাংলা পরীক্ষার দিন ইংরেজি পরীক্ষা দিতে এসেছি। আমাকে ক্ষমা করবেন আমি সুশীল নামক মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সমাজের কীট হতে পারিনি। আমি যেখানে আমার এই লেখাটা প্রকাশ করছি সেটার নাম আমাদের সকলের খুব আদর করে ডাকা সামু ব্লগ। কিন্তু আজ এসেছি এই আদরের সামু ব্লগের গুষ্টি উদ্ধার করতে। জানা আপু আমাকে ব্যান করে দিন আপনার দোহাই লাগে নতুবা কিছু সময়ের জন্য ক্ষমতা দিন যেন নিজেই নিজের নিকটি ব্যান করে দিতে পারি।
আমি খুব সাধারন একজন মানুষ সামু ব্লগের বাইরে আমাকে লোকজন তেমন কেউ চিনেনা আবার সামুতেও যে আমাকে সবাই চিনে তেমনও না। অতি ক্ষুদ্র এবং সাধারন মানের একজন ব্লগার আমি। তবে এই ব্লগার কথাটি বলতে আপাতত আমার আপত্তি আছে কারন একজন ব্লগার হতে হলে যে সমস্ত গুন থাকা দরকার তার কিছুই আমার ভেতর নাই। আর তার সবচেয়ে বড় প্রমান আমার এই পোষ্ট। হয়ত খুব গরম পরেছে তাই মাঠা পানের তৃষ্ণা লেগেছে আর যেহেতু গরীব পকেটে টাকা নেই তাই পোস্টের হিট বেঁচে যা উপার্জন হবে তাই দিয়ে মাঠা কিনে পান করব এছাড়া আমার আর কিইবা করার আছে।
সামুতে আমরা যারা ক্যাচাল করছি তাঁদের অবস্থা একটু ভেবে দেখা যাক। বিভিন্ন মতাদর্শের ব্লগার থাকবেন এটাই স্বাভাবিক। পোষ্ট রাজনৈতিক কিংবা ধর্মীয় হতে পারে। সেখানে তর্ক বিতর্ক হবে এটাও স্বাভাবিক। এমন পোষ্ট দেয়া কোন অপরাধ নয়। কিন্তু যখনই পরস্পরের প্রতি কাঁদা ছিটিয়ে আমরা একদম বিজ্ঞ গবেষকের মত স্ক্রিন শর্ট দিয়ে পোষ্ট দেই এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দেই সেটা নিশ্চয় আর সুস্থ ব্লগিং হিসেবে গন্য হয়না কিংবা আমাদের কুরুচির বহিঃপ্রকাশ ঘটে বোলেই আমি মনে করি। আমাদের যাদের এমন অসুস্থ মানসিকতা রয়েছে তাঁদের বোধ করি আর নিজেদের ব্লগার হিসেবে পরিচয় দেবার কোন যোগ্যতা নেই আমরা ভাল কোন মনোরোগের ডাক্তার দেখাতে পারি।
আবার কতিপয় ব্লগার দেখলাম যাদের বয়স দুই থেকে চার বছর কিংবা একবছর এখনো হয়নি অনেকেই সামুর বদনাম গেয়ে পোষ্ট দিচ্ছেন আবার অনেকে সামুকে টাটা বাই বাই জানিয়ে পোষ্ট দিচ্ছেন । এর মধ্যে অনেকেই আবার ফিরেও আসছেন। তাঁদের বলতে খুব ইচ্ছা করে কেনরে ভাই সামুকি আপনাদের নিক সেফ করে ব্লগিং করতে দিয়ে খুব অপরাধ করে ফেলেছে। আপনি আমি গালাগালি করব সামুতে এসে ময়দান ছেড়ে নোংরা রাজনীতি করব কিন্তু দোষ দিয়ে দিব সামুর উপর এমন মানসিকতা আমরা কোথায় পেলাম। সামুযে সবাইকে ব্লগিং করার সুযোগ দিচ্ছে এটা সামুর উদারতা। আজকে যদি আপনার আমার ঘরে কেউ এসে নোংরামি করে তবে আমরা দেখবেন তাকে কি সুন্দর ঘর থেকে বের করে দেই ঘার ধাক্কা দিয়ে ঘরের পরিবেশ নষ্ট করে দেয়ার জন্য অথচ সামু সেখানে কতটা ধৈর্য নিয়ে আমাদের সহ্য করে যাচ্ছে দিনের পর দিন সেদিকে কারবা দৃষ্টি আছে। যারা চলে যাচ্ছেন কিংবা সামুকে কখনো দলীয় ট্যাগ দিয়ে বিদায় নিচ্ছেন তাঁদের বলি সামুতে ভাল কিছু করার জন্য কে কতটা অবদান রেখেছেন একটু পরিষ্কার করবেন।
আবার অনেক কেই দেখলাম সামুতে ব্লগিং করতে এসে একে অপরের সাথে প্রেমের বন্ধনে জড়িয়ে পরছেন। আমি বলছিনা প্রেম করা খারাপ আপনি প্রেম করতেই পারেন কিন্তু সেটা ব্লগে তুলে এনে ব্লগের পরিবেশ নষ্ট করবেন আর বলবেন চলে গেলাম টাটা বাই বাই সামু খারাপ আবার অন্য ব্লগে যেয়ে সামুর বদনাম করবেন এই হীনমন্যতা নিয়ে কেন আমরা ব্লগে আসি। এর জন্য রয়েছে নিজের বাসা চলুন না সেখানে যেয়ে বাড়ির পরিবেশ নষ্ট করি।
একটা ছোট গল্প বলি আমি তখন কলেজে পড়ি আমাদের কলেজের সামনে কয়েকটি টং দোকান ছিল সেখানে মুস্তফা মামার একটি দোকান ছিল বাকিতে আমরা কয়েকজন চা আর সিগারেট পান করতাম কিন্তু যখনই মামা পাওনা টাকা চেত মামাকে ঝারি দিতাম মিয়া তোমার মত ফালতু দোকানদার আর দেখিনাই। আমরা প্রতিদিন যা বিল করি তা আর কেউ তোমার দোকানে করে না। কাল থেকে অন্য দোকানে যেয়ে খাব তোমার দোকানে আর আসব না। তারপর শুরু করতাম অন্য দোকানে যেয়ে মুস্তফা মামার নামে বদনাম। আরে হালায় কি চা বানায় মুখে দেয়া যায় না, হালার ব্যাবহার খারাপ আরও কত কি। কিন্তু সেইসব দোকান থেকে যখন দুইদিনের বেশী বাকি খেতে পারতাম না চুপচাপ চলে আসতাম মুস্তফা মামার দোকানে আবার বাকি খেতে কিন্তু মুস্তফা মামা খুব রাগ করে কথা বললেও সুন্দর আবার বাকি দিত আর বলত মামা খান আপনারা বেকার মানুষ যখন একটা কিছু হতে পারবেন জীবনে শুধু এই অধমরে একটু মনে রাখলেই চলব। খুব অবাক হয়ে দেখতাম পাশে যারা মামার দোকানে টাকা দিয়ে কিনে খাচ্ছে অথবা মুস্তফা মামার লক্ষ্মী কাস্টমার তারা কেউ মামার পক্ষ নিয়ে কথা বলত না। নীরবে খেয়ে চলে যেত। মামা আমাদের হাতে চা আর সিগারেট ধরিয়ে দিয়ে বলত আরে মামা আপনাদের মাঝে মাঝে যদি একটু ঝারি না দেই তবে আরও অনেকে এসেই বাকিতে খেতে চাইবে। সত্যি মুস্তফা মামার কোন তুলনা হয়না।
আজ আমাদের সমাজ যেখানে আগে ব্লগার কি সেটাই জানত না সেখানে তারা আমাদের চিনছে হয় ব্লগার মানে আন্দোলন কারী অথবা নাস্তিক হিসেবে। বাহ চমৎকার কোথায় আমরা মানুষকে বোঝাব যে ব্লগার কি তা না করে দলীয় প্রেমে অন্ধ হয়ে নিজেদের যেন আরও বেশী করে ক্যাচালবাজ এবং নাস্তিক হিসেবে প্রমান করতে উঠে পরে লেগেছি একে অপরকে ট্যাগ দিয়ে আরে ভাই যারা একজন মুসলমান হয়েও আল্লাহর নির্দেশ অমান্য করে অপর মুসলমান ভাইকে শুধু দলীয় স্বার্থে এভাবে ট্যাগ দিচ্ছি নানা রকম করে তখন সেটা সামগ্রিক ভাবে সকলের উপর এসেই বর্তায় কারন আপনি আমি সকলেই ব্লগিং করছি একটি প্লাটফর্মে। তাই আসুন নিজেদের স্বার্থেই সব দলীয় পরিচয় ভুলে আগে ব্লগার হিসেবে সকলেই এক হই । একতাবদ্ধ হওয়া এই মুহূর্তে খুব বেশী প্রয়োজন সকল দলীয় পরিচয়ের বাইরে। চলুন আমরা আমাদের মূল দাবিতে ফিরে যাই, আমরা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই। কোন নির্দিষ্ট দলের না, সকল দলের যারা চিহ্নিত যুদ্ধাপরাধী আছেন, তাদের সকলের বিচার চাই।
যে মায়ের গর্ভে আমাদের জন্ম সেই মা আমাদের ভুল হলে বকেন কিন্তু আদর করে আবার আঁচলের ছায়ায় আশ্রয় দেন কিন্তু তাই বোলে যদি মায়ের গাঁয়ে বদনাম দেই সেটা নিশ্চয় একজন কুলাঙ্গার সন্তানের পরিচয় প্রকাশ করে অথবা যেসব সন্তান নেশায় আসক্ত হয়ে মায়ের কাছে টাকা চেয়ে মায়ের গাঁয়ে হাত তোলে তারা নরকের কীট। তেমনি আমাদের যাদের ব্লগার হিসেবে পরিচয় হয় এই সামু ব্লগে জন্ম নিয়ে তাঁদের জন্য এই সামু ব্লগটি একজন মা।
মাঝে মাঝে অনেক পাকা রাধুনির হাতের রান্নাও নষ্ট হয় যদি সেটা ভেজাল ঘি অথবা তেল দিয়ে রান্না করা হয় সে ক্ষেত্রে রাধুনিকে দোষ দেয়া হীনমন্যতার পরিচয়।
যার যার ব্যক্তিগত ব্লগ এবং একটি কমিউনিটি ব্লগের পার্থক্যটা নিশ্চয়ই আমাদের সকলের বোঝা উচিৎ। এই পার্থক্যটা মনে রাখতে না পারলে ব্যক্তিগত ব্লগেই নিজের বিচরণ সীমাবদ্ধ রাখা উচিৎ, কোনভাবেই কমিউনিটি ব্লগে নয়। ব্যক্তি আক্রমণ, ট্যাগিং, অশালীন শব্দ-বাক্য, দলবাজি ইত্যাদিতে অভ্যস্ত ব্লগারদের জন্য এই প্ল্যাটফর্মটি নয়, এই কথাটিই আমাদের সকলেরই পরিষ্কার ভাবে মেনে চলা উচিৎ।
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৪
অন্য পুরুষ বলেছেন: সামুতে গালাগালি বলা করা উচিত। মাত্রাতিরিক্ত গালাগালি । দেখলেই মেজাজ খারাপ হয়।
হুমম.। ++
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আসুন ব্লগার পরিচয়ে এক হই আর একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়া ছুড়ি বন্ধ করি।
৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬
অন্য পুরুষ বলেছেন: সরি বন্ধ করা উচৎ
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
বুঝেছিলাম অসুবিধা নাই ভাইয়া।
৪| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৯
পথ-হারা এক পথিক বলেছেন: গালিগালাজ বন্ধ হোক। সুস্থ আলোচনা হোক। পোস্টে প্লাস +
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
গালিগালাজ বন্ধ হোক। সুস্থ আলোচনা হোক।
৫| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭
আমিনুর রহমান বলেছেন:
ধন্যবাদ সময়োপযোগী সুন্দর পোষ্টের জন্য +++
অসাধারণ লিখেছন। আমি বলব সামুতে সারাজীবন ঝুলিয়ে রাখার মত পোষ্ট। সবার মাঝে আপনার মতো ভাবনার উদয় হোক। সকল ব্লগারদের উচিত দলাদলি বন্ধ করে আমাদের দাবী জামাত-শিবির নিষিদ্ধ কর আর সকল রাজাকারের ফাঁসি ।
যার যার ব্যক্তিগত ব্লগ এবং একটি কমিউনিটি ব্লগের পার্থক্যটা নিশ্চয়ই আমাদের সকলের বোঝা উচিৎ। এই পার্থক্যটা মনে রাখতে না পারলে ব্যক্তিগত ব্লগেই নিজের বিচরণ সীমাবদ্ধ রাখা উচিৎ, কোনভাবেই কমিউনিটি ব্লগে নয়। ব্যক্তি আক্রমণ, ট্যাগিং, অশালীন শব্দ-বাক্য, দলবাজি ইত্যাদিতে অভ্যস্ত ব্লগারদের জন্য এই প্ল্যাটফর্মটি নয়, এই কথাটিই আমাদের সকলেরই পরিষ্কার ভাবে মেনে চলা উচিৎ।
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই এবং সহমত
৬| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যার যার ব্যক্তিগত ব্লগ এবং একটি কমিউনিটি ব্লগের পার্থক্যটা নিশ্চয়ই আমাদের সকলের বোঝা উচিৎ। এই পার্থক্যটা মনে রাখতে না পারলে ব্যক্তিগত ব্লগেই নিজের বিচরণ সীমাবদ্ধ রাখা উচিৎ, কোনভাবেই কমিউনিটি ব্লগে নয়। ব্যক্তি আক্রমণ, ট্যাগিং, অশালীন শব্দ-বাক্য, দলবাজি ইত্যাদিতে অভ্যস্ত ব্লগারদের জন্য এই প্ল্যাটফর্মটি নয়, এই কথাটিই আমাদের সকলেরই পরিষ্কার ভাবে মেনে চলা উচিৎ।
সহমত। আপনি তো সুন্দর পোষ্ট দিয়েছেন। আমি তো শিরোনাম দেখে ভাবলাম এই পোষ্ট পড়ার আগে টিস্যু পেপার লাগবে।
এখন তো দেখি যে না। খুবই যুক্তিক দাবির কথা বলা আছে।
গালাগালি বন্ধ হোক।
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
টিস্যু পেপার হুর মিয়া ব্লগ ছেড়ে যাবার মানুষ এই কান্ডারী অথর্ব না
গালাগালি বন্ধ হোক।
৭| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অসম্ভব ভালো লাগা একটা পোস্ট। আপাতত ওয়াচে আছি।
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
উফ ক্যাচাল লাগবে নাকি ভাই তাহলে আজ ভালোই ইনকাম হবে
৮| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫
ম.র.নি বলেছেন: জ্বী ভাই সহমত আপনার সাথে।নীতিহীন ব্লগারই এমন ফালতুভাবে ব্লগিং করে।এদের উৎপাতে বিরক্ত আমি।মতপার্থক্য থাকবেই,সুন্দর সুস্ঠ যুক্তি তর্ক যেখানে কাম্য সেখানে কি সব কথা বলে পড়লে করুণা হয়।যারা সামুতে উৎপাত করে আবার অন্যব্লগে সামুর বদনাম করে তাদেরকেই সামু আবার 'লুকআফ্টার' করে।বুঝি না ভাই।
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া যারা ঘরের খেয়ে ঘরের বদনাম করে তাঁদের সমাজ চেনে এবং কুলাঙ্গার শব্দ টি সেই ধারনা থেকেই এসেছে কিন্তু একজন মা তার মমতার কারনে সন্তানকে ত্যাজ্য যেমন করতে পারেনা সন্তানকে সুস্থ হবার জন্য পথ দেখায় আর সেটাই নিশ্চয় কাম্য । কারন মানুষ ভুল করবেই তবে সেই ভুল আমাদেরকেই ঠিক করে নিয়ে সুস্থ হতে হবে নতুবা একদিন সমাজ আমদেরকে ত্যাজ্য করবে ।
৯| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: যার যার ব্যক্তিগত ব্লগ এবং একটি কমিউনিটি ব্লগের পার্থক্যটা নিশ্চয়ই আমাদের সকলের বোঝা উচিৎ। এই পার্থক্যটা মনে রাখতে না পারলে ব্যক্তিগত ব্লগেই নিজের বিচরণ সীমাবদ্ধ রাখা উচিৎ, কোনভাবেই কমিউনিটি ব্লগে নয়। ব্যক্তি আক্রমণ, ট্যাগিং, অশালীন শব্দ-বাক্য, দলবাজি ইত্যাদিতে অভ্যস্ত ব্লগারদের জন্য এই প্ল্যাটফর্মটি নয়, এই কথাটিই আমাদের সকলেরই পরিষ্কার ভাবে মেনে চলা উচিৎ।
সহমত!
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ।
১০| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮
মাইন্ড দ্য গ্যাপ বলেছেন: আপনার রিয়েল-লাইফ উদাহরনটা খুবই সময়োপযোগী হয়েছে। আপনার দাবির সাথে পুরাই সহমত পোষন করছি।
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
১১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: একটা ক্যাচাল লাগবে এমুন আশা নিয়ে এসেছিলাম ।
সবাই ভদ্র হয়ে গেছে , আমি হতাশ ।
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইরে আজ কি আমার আর মাঠা কিনে খাওয়া হবে না
১২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০১
নিয়েল হিমু বলেছেন: সুন্দর পোষ্ট , যেমনটা ভেবেছিলাম শিরোনাম দেখে তার চেয়েও বেশি ভাল হয়েছে । প্লাস দিয়ে গেলাম
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
যার যার ব্যক্তিগত ব্লগ এবং একটি কমিউনিটি ব্লগের পার্থক্যটা নিশ্চয়ই আমাদের সকলের বোঝা উচিৎ। এই পার্থক্যটা মনে রাখতে না পারলে ব্যক্তিগত ব্লগেই নিজের বিচরণ সীমাবদ্ধ রাখা উচিৎ, কোনভাবেই কমিউনিটি ব্লগে নয়। ব্যক্তি আক্রমণ, ট্যাগিং, অশালীন শব্দ-বাক্য, দলবাজি ইত্যাদিতে অভ্যস্ত ব্লগারদের জন্য এই প্ল্যাটফর্মটি নয়, এই কথাটিই আমাদের সকলেরই পরিষ্কার ভাবে মেনে চলা উচিৎ।
১৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪
উড়োজাহাজ বলেছেন: কি দিয়া শুরু করলেন আর কি দিয় শেষ করলেন। হতবাক এই নরাধম। প্রথম আক্রমন করে পরে আবার কোৎ মারলেন কেন?
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
হতবাক হবার কিছু নাই যা সত্য তাই বলেছি এত কিছু বলেছি শুধু
যার যার ব্যক্তিগত ব্লগ এবং একটি কমিউনিটি ব্লগের পার্থক্যটা নিশ্চয়ই আমাদের সকলের বোঝা উচিৎ। এই পার্থক্যটা মনে রাখতে না পারলে ব্যক্তিগত ব্লগেই নিজের বিচরণ সীমাবদ্ধ রাখা উচিৎ, কোনভাবেই কমিউনিটি ব্লগে নয়। ব্যক্তি আক্রমণ, ট্যাগিং, অশালীন শব্দ-বাক্য, দলবাজি ইত্যাদিতে অভ্যস্ত ব্লগারদের জন্য এই প্ল্যাটফর্মটি নয়, এই কথাটিই আমাদের সকলেরই পরিষ্কার ভাবে মেনে চলা উচিৎ।
এই কথাগুলোর মর্ম বোঝাতে।
১৪| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৪
সাহাদাত উদরাজী বলেছেন: যে মায়ের গর্ভে আমাদের জন্ম সেই মা আমাদের ভুল হলে বকেন কিন্তু আদর করে আবার আঁচলের ছায়ায় আশ্রয় দেন কিন্তু তাই বোলে যদি মায়ের গাঁয়ে বদনাম দেই সেটা নিশ্চয় একজন কুলাঙ্গার সন্তানের পরিচয় প্রকাশ করে অথবা যেসব সন্তান নেশায় আসক্ত হয়ে মায়ের কাছে টাকা চেয়ে মায়ের গাঁয়ে হাত তোলে তারা নরকের কীট। তেমনি আমাদের যাদের ব্লগার হিসেবে পরিচয় হয় এই সামু ব্লগে জন্ম নিয়ে তাঁদের জন্য এই সামু ব্লগটি একজন মা।
- বেশ কথা।
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই তবে আসুন নতুন প্রত্যয়ে দীপ্ত হই।
১৫| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৪
সাহাদাত উদরাজী বলেছেন: যে মায়ের গর্ভে আমাদের জন্ম সেই মা আমাদের ভুল হলে বকেন কিন্তু আদর করে আবার আঁচলের ছায়ায় আশ্রয় দেন কিন্তু তাই বোলে যদি মায়ের গাঁয়ে বদনাম দেই সেটা নিশ্চয় একজন কুলাঙ্গার সন্তানের পরিচয় প্রকাশ করে অথবা যেসব সন্তান নেশায় আসক্ত হয়ে মায়ের কাছে টাকা চেয়ে মায়ের গাঁয়ে হাত তোলে তারা নরকের কীট। তেমনি আমাদের যাদের ব্লগার হিসেবে পরিচয় হয় এই সামু ব্লগে জন্ম নিয়ে তাঁদের জন্য এই সামু ব্লগটি একজন মা।
- বেশ কথা।
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই তবে আসুন নতুন প্রত্যয়ে দীপ্ত হই।
১৬| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: আমিনুর রহমান বলেছেন: আমি বলব সামুতে সারাজীবন ঝুলিয়ে রাখার মত পোষ্ট। সবার মাঝে আপনার মতো ভাবনার উদয় হোক। সকল ব্লগারদের উচিত দলাদলি বন্ধ করে আমাদের দাবী জামাত-শিবির নিষিদ্ধ কর আর সকল রাজাকারের ফাঁসি ।
সহমত।
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
১৭| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১২
কাজী মামুনহোসেন বলেছেন: ভাল লাগার একজন ব্লগারের কাছ থেকে আবারও ভাল লাগার মত একটি পুস্ট পেলাম....
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
গালিগালাজ বন্ধ হোক। সুস্থ আলোচনা হোক।
১৮| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ফালতু পোস্ট কান্ডারী ভাই কান্ড জ্ঞান হারাইছে দেখি
পোস্টটি সটীকি করা হোক!!!!!!
প্লাসিয়িত +++++++++++++++++++++
গালাগালি বন্ধ হোক।
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
শোভন ভাই এইটা সঠিক বলেছেন ।
ধন্যবাদ।
গালাগালি বন্ধ হোক।
১৯| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৯
স্বপনবাজ বলেছেন: গালিগালাজ বন্ধ হোক। সুস্থ আলোচনা হোক। পোস্টে প্লাস +
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
গালিগালাজ বন্ধ হোক। সুস্থ আলোচনা হোক।
২০| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭
সাউন্ডবক্স বলেছেন: Sobar age amader ke kormosuchi ar maddhome manus ke dekhate hobe je amra kono doler noi..... Tobe ta oboshoi specific hote hobe.....sommanito blogar Imran ar moto ekta dabir kotha boila pore onotar bayna korle hobe na....100% sohomot...
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
২১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫
প্রিন্স হেক্টর বলেছেন: তুখোড় পোষ্ট। ++++
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই তবে আসুন নতুন প্রত্যয়ে দীপ্ত হই।
২২| ১২ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৫
জেনো বলেছেন: সহমত।
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
২৩| ১২ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৫
আহসান হাবিব হীমূ বলেছেন: মনের কথা কইসেন।
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মনে হয় এগুলো সবারই মনের কথা।
২৪| ১২ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪০
কস্কি বলেছেন: ব্লগে আবার খাট থেকে পড়ল কেডা
খুব তাড়াতাড়ি ব্লগের সুস্থতা কামনা করি ......
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমরা সবাই পরলাম মনে হয়।
ব্লগের সুস্থতা কামনা করি
২৫| ১২ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৭
রুদ্র মানব বলেছেন: ব্লগে গালাগালি ও সিন্ডকেট করে গালিবাজি আর ব্যাক্তি আক্রমণের পোস্ট ই বেশি আসে। এইগুলা বন্ধ হোক , সামুর পরিবেশ আরো সুন্দর হোক।
+++++++++++++
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত
২৬| ১২ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৩
পিয়ার আহসান বলেছেন: Mullohin rajnoitik post sticky na kore Samu'r uchit apnar post ti Sticky kora. Chomotkar likhchhen! +++++
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
২৭| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী ওট অভিমান।নাহলে চলে গেলে আর কেউ ফিরে আসে?ওটা ব্লগারের সামুর প্রতি প্রেম বলতে পারেন।তবে যারা আর আসে না তারা সামুকে আর ভালবাসেনা।সুন্দর পোস্টে ভাললাগা।আমরাতো আছি।
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
নারে ভাই কেউ চলে যাক চাইনা, সবাইকে নিয়েই সামু।
২৮| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৮
মামুন রশিদ বলেছেন: যার যার ব্যক্তিগত ব্লগ এবং একটি কমিউনিটি ব্লগের পার্থক্যটা নিশ্চয়ই আমাদের সকলের বোঝা উচিৎ। এই পার্থক্যটা মনে রাখতে না পারলে ব্যক্তিগত ব্লগেই নিজের বিচরণ সীমাবদ্ধ রাখা উচিৎ, কোনভাবেই কমিউনিটি ব্লগে নয়। ব্যক্তি আক্রমণ, ট্যাগিং, অশালীন শব্দ-বাক্য, দলবাজি ইত্যাদিতে অভ্যস্ত ব্লগারদের জন্য এই প্ল্যাটফর্মটি নয়, এই কথাটিই আমাদের সকলেরই পরিষ্কার ভাবে মেনে চলা উচিৎ।
কান্ডারী ভাইয়ের ফাঁসী দাবি করছি
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
হায় হায় কন কি মামুন ভাই আমি আবার কি দুষ করলাম
২৯| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৪
মামুন রশিদ বলেছেন: সামুতে ব্লগিং কইরা সামুর চৌদ্দগোষ্টি উদ্ধার করেন । আজকে যার জন্য আমরা মাতৃভাষায় ব্লগিং করতে পারছি, যার জন্য সামুর মত প্লাটফর্মে লিখতে পারছি সেই 'জানা' আপাকে পর্যন্ত ব্যক্তিগত এবং কুরুচিপূর্ণ আক্রমনের শিকার হতে হয় । একবার ভেবে দেখেছেন সামুতে বইসা সামুর বিরুদ্ধে, জানার বিরুদ্ধে যে আক্রমনাত্মক ভাষায় কথা বলেন, এর জন্য 'জানা' আপনাদের সামু থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে কিনা ?
না, জানা এতকিছুর পরেও আপনাদের সামু থেকে ঘাড় ধরে বের করে দেয়নি । অথচ তার এটা করার দরকার ছিলো । পারবেন অন্য কোন ব্লগে এই কাজ করতে ? সামু ছাড়া অন্যান্য ব্লগে কর্তৃপক্ষকে গালাগাল করা দুরের কথা, তাদের নীতি-চিন্তার বাইরে কোন পোস্টই আলোর মুখ দেখবেনা ।
এখন ভেবে দেখার সময় এসেছে । আমরা যারা সামুতে ব্লগিং করি, সামু যাদেরকে ব্লগিং শিখিয়েছে, আমাদের কাছে সামু মায়ের মতো । সবাই যার যার নিজস্ব চিন্তা-চেতনা-বিশ্বাস-ধারা থেকে নিজেদের মতো ব্লগিং করবে এটাই স্বাভাবিক । কিন্তু সামুর স্বার্থবিরোধী কিংবা 'জানা' বিরোধী যে কোন তৎপরতার বিরুদ্ধে আমাদের সম্মিলিত রুখে দাড়াবার সময় এসেছে । সামু আমার ব্লগিং প্লারফর্ম, তাই সামুর বিরুদ্ধে যেকোন অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সজাগ এবং প্রতিরোধ গড়তে হবে ।
আমি নিজে কোন সময় ক্যাচাল বা ঝামেলাপূর্ন ব্লগিং করিনা, মোটামুটি একজন নিরিহ ব্লগার । কিন্তু এখন থেকে কেউ যদি সামু বা জানা কে শুধু শুধু অপমান করতে আসে কিংবা অন্য কোন প্লাটফর্মের দালালি করতে গিয়ে সামুকে আক্রমন করে, তাকে ছেড়ে দেবনা ।
সামু'র পক্ষে আমি আছি, আপনি আছেনতো ???
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত
সামু'র পক্ষে আমি আছি, আপনি আছেনতো ???
৩০| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৯
বৃতি বলেছেন: যার যার ব্যক্তিগত ব্লগ এবং একটি কমিউনিটি ব্লগের পার্থক্যটা নিশ্চয়ই আমাদের সকলের বোঝা উচিৎ। এই পার্থক্যটা মনে রাখতে না পারলে ব্যক্তিগত ব্লগেই নিজের বিচরণ সীমাবদ্ধ রাখা উচিৎ, কোনভাবেই কমিউনিটি ব্লগে নয়। ব্যক্তি আক্রমণ, ট্যাগিং, অশালীন শব্দ-বাক্য, দলবাজি ইত্যাদিতে অভ্যস্ত ব্লগারদের জন্য এই প্ল্যাটফর্মটি নয়, এই কথাটিই আমাদের সকলেরই পরিষ্কার ভাবে মেনে চলা উচিৎ।
একমত আপনার সাথে ।
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ বৃতি
৩১| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮
মনিরা সুলতানা বলেছেন: আগে ও ঝান্তাম না বেশি কথা বলে, সুন্দর করে কমেন্ট করতে আর আজকাল আপনার পোস্ট এ আসলে ভাষা হারিয়ে ফেলি
তাই খালি ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ই লন
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু প্লাস গুলো পেলেই বুঝি কি বলতে চেয়েছেন মুখের কথা জরুরী নয় সবসময়।
৩২| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১
চলতি নিয়ম বলেছেন: পোস্টের হেডিং এর সাথে লেখার কোনো মিল নাই। তয় পোস্ট ভালো লাগছে। + দিলাম। মামার দোকানে চা আর সিগারেট বাকিতে যারা না খাইছে তারা কিছুতেই ব্যাপারটা অনুধাবন করতে পারবে না।
মামুন ভাইয়ের, ২৯ নং কমেন্টেও +
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এটাই টুইস্ট পোস্টের। কারন যারা বিদায় নেয় গালাগালি করে সামুকে তারা এধরনের হেডিং ই ব্যাবহার করে।
৩৩| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: পোষ্ট খানা সেই রাম হইছে। পিলাচ দিলাম
এখন যাই অন্যের পোষ্টে গিয়ে নিজের মা-বাপের কথা ভুলে গিয়ে তার মা-বাপের চোদ্দ গোষ্ঠির নাম নিয়ে গালাগালি করে আসি।
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
৩৪| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫
একজন আরমান বলেছেন:
আমি বালতিতে মাটি নিয়া পানি দিয়া গোলাইতাছি। কাঁদা হইলে একটু পরে আইসা আপনার গায়ে ছুইরা মাইরা যামু।
আর ভাই মাঠার লগে বেঞ্চুও খাইতাম চাই। :!> :!> :#>
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আরমান তোমার মন্তব্য আমার মাথার উপর দিয়ে গেল ।
৩৫| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫
জাকারিয়া মুবিন বলেছেন:
কান্ডারী ভাই, পার হিট কত কইরা বেচা যায়। রেটটা আমারে জানাইয়েন। আমিও বেচুম
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিত হিট নিলামে বেচতে চাই চলেন একসাথে এই নিলাম শুরু করি।
৩৬| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ সময়োপযোগী সুন্দর পোষ্টের জন্য +++
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সামু'র পক্ষে আমি আছি, আপনি আছেনতো ???
৩৭| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩
শের শায়রী বলেছেন: সামুর এই দূর্দিনে চমৎকার একটি পোষ্ট। আরো লিখুন ভাই
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
চলুন সবাই মিলে চেষ্টা করি।
৩৮| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪
s r jony বলেছেন: সামু নাস্তিকদের ব্লগ, ওর মায়েরে ............(টুটটট সেন্সর)
সামু জামাতি ছাগুর খোয়াড়, ওর বাপেরে............(টুটটট সেন্সর)
সামু হাম্বালীগের ব্লগ, ওরে .....................(টুটটট সেন্সর)
সামু বিম্পির ব্লগ, ওরে.....................(টুটটট সেন্সর)
সামুতে খালি কবিতা, রম্য নাই। সামুরে..................(টুটটট সেন্সর)
সামু হইল ফাউল রম্য লেখকের ব্লগ, সাহিত্য নাই। সামুরে..........(টুটটট সেন্সর)
সামুতে খালি সাহিত্য গল্প, কবিতা নাই। সামুরে ..................(টুটটট সেন্সর)
সামুতে আসলে কি আছে, আর কি নাই, বা সামু কাদের ব্লগ/কারা লেখে সেটা আমি জানি না। জানুম ক্যামতে কমুনিটি ব্লগ কি জিনিস সেটাই আমি জানি না। সারা জীবন গ্রামের "গরু দাবড়িয়ে" বেড়াইছি, অহন ব্লগেও দাবড়িয়ে যাই।
_____________________________________________
গরু দাবড়ানো = হালচাষ করার সময় গরু'কে শাসন করা বা হুর হুররর করে তাড়িয়ে বেরানোর অভ্যেস।
পোস্টে প্লাস++++++++++
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
গরু দাবড়ানো = হালচাষ করার সময় গরু'কে শাসন করা বা হুর হুররর করে তাড়িয়ে বেরানোর অভ্যেস।
দারুন বলেছেন।
৩৯| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১
ফারজানা শিরিন বলেছেন: ইয়ে !!! শিরোনাম দেখে আঁচল ভিজানোর প্রস্তুতি নিচ্ছিলাম আর একটু হলেই । : )
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
থাক আর আঁচল ভেজাতে হবেনা পরে শাড়ি থেকে রং উঠে মুখ রঙে ভরে যাবে
৪০| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: হুম...
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম
৪১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সামুতে রাজনৈতিক লেখা ও মতবাদ এর ভ্যারাইটিই এর কারন, তবে অধিকাংশ ক্ষেত্রেই লিমিট আর ঠিক থাকেনা।
আমারব্লগ.কমে শান্তি রয়েছে সেই হিসেবে, ছাগু-টাগু নাই। ট্যাগবাজি খেতেও পছন্দ করি না, গালি হেট করি, খেলে হয়ত রিয়াক্ট করে ফেলি। আর সিন্ডিকেট নিয়ে এসে আক্রমন খুব হেইট করি! তবে অবশ্যই ছাগুদের প্রতি জিরো টলারেন্স, এটা নীতির যায়গা।
মাফ করবেন, জানিনা ঠিক হল কি না বলা।
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
যেখানে বাক স্বাধীনতা প্রথমেই হরন করে নেয়া হয় সেখানে আর গণতন্ত্র বলে কিছু থাকেনা। সেটা অবশ্যই হীনমন্যতার কাজ। সবার অধিকার রয়েছে মত প্রকাশের তবে সেটা যুক্তি ও বিশ্লেষণ ধর্মী হওয়া উচিৎ যারা অল্পতেই গালাগালি শুরু করে দেয় লিমিট ঠিক রাখতে পারেনা তাঁদের জন্য ব্যাক্তিগত ব্লগ এ যেয়ে ব্লগিং করা উচিৎ অবশ্যই সামুতে নয় তেমন অনেক ব্লগ আছে যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না বিশ্বাস করে না প্রশ্রয় দেয় গালিবাজদের।
সামু বাক স্বাধীনতা দেয় এবং বাক দায়িত্তশীলতায় বিশ্বাসী আর যারা এই বাক স্বাধীনতার সুযোগ নিয়ে বাক দায়িত্তশীলতা ভুলে যায় তাঁদের জন্য এই পোষ্ট।
ভাই আপনার জন্য একটা সাজেশন রইল যেখানে শান্তি পাবেন সেখানে চলে জান আর সামুতে কারা শান্তি নষ্ট করে সেটা সামুর ব্লগাররা জানে। তবে নিজে উদ্যোগী হয়ে যদি শান্তির জন্য কিছু করতে পারেন সেটা সবার জন্য মঙ্গল জনক। আসলে সমস্যা এখানেই নিজেরা অশান্তি সৃষ্টি করে দোষ দেই সামুর গুন গাই অন্যের । আরে নিজে আগে শান্তির জন্য কিছু করেন অশান্তি সৃষ্টি না করে।
ঘরের খেয়ে পরের অকালতি আর কতদিন চলবে ভায়া।
৪২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫
তামিম ইবনে আমান বলেছেন:
আহা! সব ভদ্র ব্লগাররা এখানে
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভদ্রতার দেখেছেন কি সবাইর উচিৎ ভদ্র হয়ে যাওয়া।
৪৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯
অনির্বাণ তন্ময় বলেছেন:
সামুতে গালাগালি,দলবাজি,ট্যাগানো দেখে মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। মনে হয় সামু ভদ্র ব্লগারদের জন্য না। মাঝে মাঝে মনে হয় ব্লগে আসাই বন্ধ করে দেই। কিন্তু তবুও বারবার ফিরে আসি। সামু আমাদেরকে এক মায়ার জালে আবদ্ধ করেছে। এ জাল ছিঁড়ে যখনই বের হতে চাই জাল যেন আরও জড়িয়ে যায়। আশা করি খুব দ্রুত আমাদের এ প্লাটফর্মের পরিবেশ সুস্থ হয়ে উঠবে।।
আর দলবাজ, গালিবাজ কীটেরা তোমারা দূরে গিয়া মর।। নিজেদের আবর্জনা দিয়ে সামুর পরিবেশ নষ্ট কর না।।
পোস্টে প্লাস।।
পোস্ট স্টিকি করা হক।।
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত
ধন্যবাদ
৪৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯
রাইসুল নয়ন বলেছেন: সহমত
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ
৪৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬
কালোপরী বলেছেন:
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
৪৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০০
*কুনোব্যাঙ* বলেছেন: নক্ষত্ররা নিজ দোষে বলয়াবৃত্ত হয়ে থাকবে আর যত দোষ সামুর
সবাই মনেকরে সব পোষ্ট তার নিজের পছন্দমত আসেনা কেন! :দ
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
নক্ষত্ররা নিজ দোষে বলয়াবৃত্ত হয়ে থাকবে আর যত দোষ সামুর
৪৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২০
একজন আরমান বলেছেন:
আমার মন্তব্য আপনার মাথার উপরে দিয়া গেলো?
তবে কি বলতে চাচ্ছেন?
আমি আপনাদের থেকেও বড় মাপের জ্ঞানী?
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমিযে খুব বড় মাপের জ্ঞানী সেটা তুমি নিজেও জান না।
আর আপনারা বলতে কাদের বোঝাচ্ছ জানিনা তবে আমি খুব সাধারন একজন মানুষ ভাই আমার জ্ঞান খুব কম। জ্ঞানের অনুসন্ধান করে চলেছি।
৪৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫০
ঘুড্ডির পাইলট বলেছেন: সকলে যদি সহনশীল হতো তবে হয়তো এমন অবস্থা দেখতে হতো না !
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি বলেছেন ভাই আমাদের মাঝে সহনশীলতার অভাব রয়েছে।
৪৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩০
নোমান নমি বলেছেন: ভাই এমন পোষ্ট সামুতে বছরে বছরে এসেছে। এমন পোষ্ট বলতে বুঝাইছি গালিগালাজের বন্ধের দাবিতে পোষ্ট। বাট গালি গালাজ থামে নাই। যারা গালি দিবো তাদেরকে কেউ দমাইতে পারবে না। দমাইতে গেলে আপ্নে সুশীল
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
কথা সঠিক তবে কি তাও যদি লজ্জা হয় এইসব গালিবাজদের।
৫০| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭
ইলুসন বলেছেন: যে যাই বলুক সামুতে বাক স্বাধীনতা আছে, এ জন্যই সামুতে লিখতে এত ভাল লাগে। মডারেটররা মাঝে মাঝে একটু স্লো কাজ করেন তাই তাদের একটু ধাক্কা দিতে হয় পিছন থেকে, এছাড়া ব্লগ জগতে সামুর মত ব্লগ আর নেই। আর তাই সামুতেই সবচেয়ে বেশি সংখ্যক ব্লগার আছে। আর কমিউনিটি ব্লগিং করতে গেলে যদি আপনার মতের সাথে মিল না হয় তাহলে ব্লগকে কেন দায়ী করবেন? অবশ্যই যে পোস্ট করেছে সে দায়ী এই জন্য। একজন ব্লগারের পোস্টের জন্য তো পুরো ব্লগকে বা ব্লগ মালিককে দোষী করা যায় না।
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত
৫১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০০
স্বপ্নীল. বলেছেন: ত্যাল এট্টু বেশি হয়া গ্যাচে :-<
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
তাই না ন্যায্য কথা বললে এমনটাই মনে হওয়া স্বাভাবিক।
৫২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৯
একজন আরমান বলেছেন:
ভাই আমি ছোট দেইখা আমারে পাবলিকলি এইরাম পচাইলেন?
কাছে ডাইকা নিয়া পচাইতেন। পাবলিকলি পচানের কি দরকার ছিল?
আর আপনে যে কি অসাধারণ সাধারণ একজন মানুষ তা আর কেউ না জানলেও আমি অন্তত জানি।
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার খুব প্রিয় একটা মানুষ তুমি তাই তোমাকে পচানোর প্রশ্নই আসেনা যদি পচাইও তবে বুঝবে আমার সেদিন আমি আর বেঁচে নেই।
আর আমাকে অসাধারন ভাবার কোন কারন নেই আমাকে খুব সাধারন মানুষ হিসেবেই বাকিটা দিন বেঁচে থাকতে দাও।
৫৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৫
একজন আরমান বলেছেন:
ভাই আপনার কথাগুলো মনের মধ্যে গেঁথে গেছে অনেক আগেই।
যতোই ফান করি আমি জানি আপনি কি।
তাইতো আপনাকে এতো ভালো পাই।
তবে ভয় হয় যে আপনি না কখনো আমাকে কোন কারণে ভুল বোঝেন।
কারণ প্রিয় মানুষগুলো যদি ভুল বোঝে তবে কষ্টের আর সীমা থাকে না।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মানুষ মাত্রই ভুল করে তবে যদি আপন ভাব ভুলগুলো শুধরে দেয়াই আমার কাজ হবে যদি কোন ভুল করে থাক।
৫৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩
বাংলাদেশী দালাল বলেছেন:
কয়দিন সামুতে আসি নাই।
"বিদায় সামু জানিনা কবে আমু"
নামে একটা পোস্ট দিয়া যাওয়ার কাম আছিল।
ভুল কইরা ফালাইছি।
সব সমাজের মানুষের আনাগোনা দেইখা পোস্ট ভাল লাগছে।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি সামু ছাড়ার নাম নিছেন ভাববেন খুব মন খারাপ হবে সেই দিন আমার।
৫৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি আসলে ওকালতি সেন্সে বলিনাই, আমুতে রেফারেন্স এর জন্যে ছাড়া তেমন একটা যাওয়া হয় না। আমার নিক দেখলেই তা বুঝা যাবে, যদিও পড়ি প্রায় তিনবছর হচ্ছে।
আমি বুঝাতে চেয়েছি সামুর পলিটিক্যাল ভ্যারাইটির জন্যে এবং ছাগুদের সহাবস্থান এর কারনে অনেক সময় এমন হয়ে থাকে। তবে এই কীটগুলো পরিষ্কারে সামুই উদ্যোগী হবে আশা করি, কারন সবাইকে আমি কন্ট্রোল করতে পারি না, আপনিও পারেন না, সামু চাইলে পারবে, তাই কিছু হলে সামুকে জানানো কর্তব্য মনে করেছিলাম, সে কারনেই লাস্ট একটি পোস্ট দিয়ে মহা ক্যাচালবাজ খেতাব পেয়েছিলাম।
আমাকে সেই ঢেঁকি বলতে পারেন, বন্ধুদের আড্ডা হোক বা যে কোন ব্লগ বা ফেসবুক, মুজিব-মুক্তিযুদ্ধ-বাংলাদেশ এর বিরুদ্ধে কিছু হয়ত সেভাবে নিতে পারি না, এটা ইমোশনের যায়গা, এক দিনে তৈরি হয়নি আসলে তাই হঠাত ছাড়তেও পারবো না, হয়ত চাইও না। তবে আপনারা যারা নিতান্তই ক্যাচাল এড়িয়ে চলেন, ছাগুদের সাথেও বিবাদ করেন না, সুস্থ মনে, মাল্টিবাজী না করে, গালাগালি না করে ব্লগিং করে চলেছেন, আশা করি তাদের জন্যে স্পেসটা সেই একইরকম আছে, এবং থাকবে, আপনাদের গায়ে কাঁদা লাগার তেমন কোন কারন তো নেই ভাই।
আমি সামুর একনিষ্ঠ ভক্ত অনুরাগী বলেই হয়ত একেবারে চলে যেতে পারিনি, যদি জেতেও হয় কখনও পড়ে যাবো এটা জানি! আপনাদের লেখা মিস করি কি করে!!
ইদানিং তাই বেশী থাকিনা, আপনারা শান্তিতে থাকলেই সব ভাল, আমার প্রানের বাংলাদেশটাই উচ্ছনে তো, ব্লগ নিয়ে ভেবে আর কতোটা কি...
শুভকামনা।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ এবং শুভকামনা
৫৬| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১:১৯
সানফ্লাওয়ার বলেছেন: অনেক সুন্দর করে যুক্তি দিয়ে সত্যি কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ
০৯ ই মে, ২০১৩ দুপুর ১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ তবু যদি আমাদের একটু জ্ঞান হয়।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৪
সাধারন বলেছেন: হুমম!