নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

যূথী

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২০









একটি টিকটিকি সেই তখন হইতে কালো পিপীলিকাটির পেছনে লাগিয়া রহিয়াছে। কিন্তু কৌশলগত ভুলের কারনে কিছু ফল করিতে না পারিয়া এতক্ষণে তাহার বোধ ফিরিয়া আসিল এবং প্রস্থান করিল অন্য একটি পোকার সন্ধানে। একটি তেলাপোকা বিচরন করিতেছে টেবিলের উপর পরিয়া থাকা ভাতের থালায় যেন সকল ভাত সে একাই গ্রাস করিয়া লইবে। আধো আলো আধো অন্ধকার হইয়া থাকা ঘরে যে গুমোট পরিবেশের সৃষ্টি হইয়া রহিয়াছে তাহাতে করিয়া যে কোন সুস্থ মানুষের পক্ষে হৃদযন্ত্রের ক্রিয়াকর্ম ক্ষণিকের ত্বরে বন্ধ হইবার যোগ হইবে।



যূথী বিছনায় চাদরমুরি দিয়া ঘুমাইয়া রহিল। ইহাতে তাহার বেশ আরাম বোধ হইতেছে। দেহের তাপমাত্রা অত্যাধিক পরিমানে বাড়িয়া গিয়াছে কিন্তু উঠিয়া গিয়া একটু পথ্য কিনিয়া আনিয়া খাইয়া লইবে সেই মত কিছুতেই তাহার দেহ লইতে আগ্রহী হইল না। অগ্যতা রাত্রির পানে চাহিয়া থাকিবার ব্যাতিত তাহার আর কিছুই করিবার জ্ঞান থাকিল না। রঞ্জু তিন বেলা আসিয়া তাহার গৃহে অন্ন দিয়া চলিয়া যায়। এই পৃথিবীর মহা শূন্যতায় তাহার একমাত্র খুব নিকটের সঙ্গী রঞ্জু। সে না থাকিলে তাহার হয়ত বাচিয়া থাকা হইত একটি উপহাস মাত্র। সেই মধ্যাহ্নে একবার আসিয়া রঞ্জু ভাত দিয়া গিয়াছে কিন্তু সেই ভাত টেবিলের উপরেই পরিয়া রহিয়াছে। রাত্রি বেলা রঞ্জু যখন পুনরায় ভাত লইয়া আসিবে তখন প্যারাসিটামল তাহার দ্বারা আনিয়া লওয়া যাইবে। এমন ভাবনা ভাবিতে ভাবিতে যূথীর ঘুম চলিয়া আসিল। তাহার পক্ষে আজ আর সাজুগুজু করিয়া খদ্দেরের আশায় চন্দ্রিমায় যাইয়া দণ্ডায়মান থাকা সম্ভবপর নহে। আজকের রোজগারে তাহার ভাঁটা পরিয়া যাওয়াতে তাহার কপালের রেখায় কিঞ্চিত পরিমান ভাবনার উদয় হইলেও পরক্ষনেই তাহা মিটিয়া ফেলিল। বৈকালের শেষ প্রহরে একবার নিপা আসিয়াছিল কিন্তু তাহার দেহের তাপমাত্রা হাতের আঙ্গুলে অনুভব করিয়া লইয়া একাই কিছু রোজগারের সন্ধানে বাহির হইয়া পরিল। আজ তাহার মনে কিঞ্চিত পরিমান সুখ অনুভূত হইতে লাগিল। কারন যূথীকে সে সখি ভাবিলেও তাহার রূপের প্রতি তাহার মন সর্বদা হিংসা ক্রিয়া করিতে থাকে। যূথীর রূপের নিকটে তাহাকে অধিকাংশ কালেই হার মানিয়া লইতে হয় এবং তাহার রোজগার যূথী হইতে কমিয়া যায়। আজ তাহার সেই অভাগিনী কপালে আশীর্বাদ ফুটিয়াছে।



রাত্রিতে রঞ্জু আসিয়া যূথীর শুশ্রূষা করিতে আপন মনে মনোনিবেশ করিল। এই রাত্রিতে এইভাবে একজন জ্বরের রোগীকে তাহার একাকী ফেলিয়া রাখিয়া চলিয়া যাইতে মন চাহিলনা। দুপুর রাত্রির কালে তাপমাত্রা একবারের মতন বাড়িয়া উঠিলে রঞ্জুর মনে তাহার বাল্য কালের ঘটনা স্মরণে আসিল। এইরকম জ্বর হইলে তাহার মা তাহার সমস্ত দেহ নগ্ন করিয়া জল দ্বারা মুছিয়া দিতেন। ইহাতে করিয়া তাহার জ্বর কমিয়া আসিত। কিন্তু এইখানে ঘটনা ভিন্নরকম বলিয়া তাহার শরম করিতে লাগিল। তাহার নিজ দৃষ্টি কাপড় দ্বারা বাধিয়া লইয়া যূথীর দেহে জলযোগ করিতে লাগিল। ভোরের প্রথম প্রহরে মসজিদ হইতে আযান ভাসিয়া আসিল। সূর্যের মিহিন আলোয় ঘরের জানালার ফাঁকা দ্বারা ধুলোবালি খেলা করিতে আরম্ভ করিয়া দিয়াছে। যূথী ঘুমের ঘোরে কোন কালে যে রঞ্জুর কোলে মাথা রাখিয়া ঘুমাইয়া পরিয়াছিল এইক্ষনে ঘুম ভাঙ্গিয়া উঠিয়া কিঞ্চিৎ শরম বোধ হইল তাহাতে তাহার। সকল কিছু বুঝিয়া লইয়া রঞ্জুর প্রতি এক বিমূর্ত শ্রদ্ধা জাগিয়া উঠিল তাহার নারী মনের মমতায়। রঞ্জুর কিশোর মন তাহার কিছুই উপলব্ধি করিতে পারিলনা।



দুপুরের কিছু প্রহর পরে একটি পুলিশের গাড়ি আসিয়া থামিল বস্তীতে। গাড়ি হইতে দারোগা নামিয়া আসিল। নিপার সম্পর্কে অনুযোগ বিয়যোগ করিতে লাগিল। সকালে একটি হোটেলে তাহার রক্তস্নাত লাশ উদ্ধার করিয়াছে পুলিশ। সমাচার হইল এই যে হোটেল ম্যানেজার জানাইয়াছে দুইটি যুবকের সহিত এই মেয়েছেলেটি রাত্রিতে আসিয়া তাহার হোটেলের একটি কক্ষ ভাড়া লইয়াছিল। কিন্তু তাহার পরে আর ওই যুবকদ্বয়ের কোন সন্ধান কেহ করিতে পারেনাই কিন্তু কক্ষ হইতে লাশ উদ্ধার হইয়াছে। পুলিশ নিপার লাশ শনাক্ত করিতে পারিলেও ওই যুবকদ্বয়ের কোন সন্ধান করিতে পারেনাই। এখন আসিয়াছে বস্তীর মানুষের শান্তি বিনষ্ট করিতে। তাহাতে প্রথমেই দোষের দ্বায় আসিয়া পরিল যূথীর চরিত্রে। যূথী আর রঞ্জুকে বীণাকারনে হাজত বরন করিয়া লইতে হইল।



থানায় রাত্রি কালে জলসার আয়োজন হইয়াছে। মদ্যপান আর জুয়ায় মগ্ন হইয়া পরিল দারোগা। সিগারেটে দম খরচ করিতে করিতে তাহার নজর পরিল যূথীর দেহের ভাঁজে। মুহূর্তেই ইশারায় ঘটিল একটি করুন দৃশ্যের অবতারনা। যূথীকে হাজত হইতে টানিয়া হেঁচড়াইয়া বাহির করিয়া আনিল সকলে মিলিয়া। রঞ্জু বাঁধ সাধিলে তাহার মস্তকে বন্দুকের বাট দ্বারা আঘাত করিল একজন। অজ্ঞান হইয়া মেঝেতে লুটাইয়া পরিল রঞ্জু। দারোগার সহিত গাড়িতে তুলিয়া লওয়া হইল যূথীকে। গাড়ি সেই রাত্রির অন্ধকার প্রকোষ্টের ভেতর দ্বারা চলিতে লাগিল রাজপথের দেহ ভেদিয়া।



রঞ্জুর বিরুদ্ধে অভিযোগ আনয়ন হইল গঞ্জিকা পাচারের। তাহার তিন বছরের সশ্রম কারাদণ্ড হইয়া গেল আইনের মারপ্যাঁচে। যূথী তাহার পরিনতি মানিয়া লইয়া বস্তীর অবস্থান পরিবর্তন করিয়া লইল অপর একটি বস্তীতে। জীবন মরনের পূর্বেই থামিয়া যাইতে পারেনা বলিয়া চলিতে লাগিল নিজ মহিমায়।



তব মম তোমা হীনে ক্লান্ত মোর আঁখি মলিন

হেথা শূন্য করিয়া রাখিছো মহাকালের তোড়ন

চুমিছে প্রণয় বীণে মোর আঁখি ছল ছল

ভাসিবে জানি হিয়ার গহীনে অশ্রু স্নাত জল

প্রণয় ব্যাঞ্জনে সুখ নাহি মোর সোনার খাঁচা

তব গুঞ্জরন হ’তে রয় জীবনের যত বাঁচা

দগ্ধ করিয়াছে যে জ্বালাতনে বয়সের ব্যবধান

হেথা মিলিবেনা জানি সুখের আস্ফালন

কলি তব প্রস্ফুটিত দেহদানে থাকিবে মগন

মরন করিবে রঙ্গ লীলার যত ভবের স্রি হরন






উৎসর্গঃ

ব্লগার S r jony

ব্লগার মামুন৬৫৩

ব্লগার এহসান সাবির

ব্লগার বাংলাদেশী দালাল

ব্লগার এম হুসাইন

ব্লগার স্নিগ্ধ শোভন

ব্লগার লাবনী আক্তার


মন্তব্য ৬০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর লিখেছেন।সুপ্রভাত কান্ডারী ।ভালআছেন?শুভসকাল

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল থাকার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ

সুপ্রভাত এবং শুভ সকাল

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৩

এম হুসাইন বলেছেন: আপনার লেখার প্রশংসা করার ক্ষমতা নেই ভাই আমার, শুধু বলতে চাই- আপনার এ কাব্য যেন আমাদের প্রাত্যাহিত জীবনের এক বাস্তব প্রতিচ্ছবি।

কবিতাটা তে পারলে ১০০ টা + দিতাম।
প্রিয়তে নিলাম।





ভাই নিজের নাম দেখে লজ্জায় লাল হইয়া গেলাম কিন্তু, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।


চিরদিন যেন থাকে এই বন্ধন, এই কামনা করছি।
ভালো থাকুন ভাই, নিরন্তর।

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:
দোয়া করি যেন ব্লগে না থাকলেও মরন পর্যন্ত আপনার সাথে বন্ধন থাকবে অটুট । ভালো থাকুন ভাই, নিরন্তর।

আর প্লাস যে দিবেন সেটা খুব আশা করেই বসে ছিলাম ভাই। তবে প্রিয়তে নিবেন আশা করি নাই।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৭

বাংলাদেশী দালাল বলেছেন:
ঘুম থেকে উঠে ভাবছিলাম কম্পিউটার টা আগে অন করবো না নাস্তা খেয়ে নিব।
নিজের অজান্তে কম্পিউটার টাই আগে অন করলাম।

আজ সারা দিন আর না খেলেও চলবে।
উৎসর্গে বাংলাদেশী দালালের নাম!!!!!


অক্ষর গুলা কেমন ঝাপসা দেখছি।

গল্পতে প্লাস।
বরাবরের মত মুগ্ধ। রঞ্জুর সাথে পরিচয় পর্বটা কল্পনা করছি।
শুপ্রভাত গুরু

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:
আমি কিন্তু এখনো নাস্তা খাইনাই। সারা রাত জেগে থেকে গল্পটি লেখা শেষ করেই কিছুক্ষন আগেই পোষ্ট দিলাম এখন জবাব দিচ্ছি মন্তব্যের।

না অক্ষর ঝাপসা দেখার কিছু নাইরে ভাই। ভালোবাসার ভালোলাগার মানুষ গুলোকেই উৎসর্গ করলাম ।

দোয়া করি যেন ব্লগে না থাকলেও মরন পর্যন্ত আপনার সাথে বন্ধন থাকবে অটুট । ভালো থাকুন ভাই, নিরন্তর।

আর প্লাস যে দিবেন সেটা খুব আশা করেই বসে ছিলাম ভাই।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৭

বাংলাদেশী দালাল বলেছেন:

"কলি তব প্রস্ফুটিত দেহদানে থাকিবে মগন
মরন করিবে রঙ্গ লীলার যত ভবের স্রি হরন"

পুর গল্প যেন এখানেই।


অসাধারণ।

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাসিবে জানি হিয়ার গহীনে অশ্রু স্নাত জল
প্রণয় ব্যাঞ্জনে সুখ নাহি মোর সোনার খাঁচা


ধন্যবাদ ভাই

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০০

সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলো।

শুভ কামনা।

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ও শুভকামনা

৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব ভালো লাগলো। :)

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:
ওররে বাবা ধন্যবাদ।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১

সািহদা বলেছেন: খুব ভালো লাগলো ।
সুপ্রভাত কান্ডারী ভাই ।

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সুপ্রভাত

৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

স্বপনবাজ বলেছেন: আপনার নানা ধরনের , ভিন্ন ভিন্ন সাধের পোষ্ট পড়িয়া ভাবি , কি একখানা মাল এই ব্যাক্তি টি ! =p~

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

তোমার সাথে সম্পর্কের এখানেই ইতি নেব কিনা বুঝতে পারছিনা আমাকে মাল বলার জন্য তোমাকে মাইনাস

৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩

এরিস বলেছেন: জীবন যুদ্ধ, অব্যক্ত ভালবাসা, শোষণ আর আইনের অপব্যবহার। সবটাই একটি ছোট্ট গল্পে। কোন মন্তব্য নেই, একদম না...

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

মন্তব্য নিষ্প্রয়োজন

সাথে আছেন তাতেই আমি ধন্য

১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

আমিনুর রহমান বলেছেন:

থ্যাঙ্ক ;) :P

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই

১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩

ভিয়েনাস বলেছেন: যূথির জন্য সমবেদনা রহিলো....
চলমান জীবন থেমে থাকেনা তাই যুথিরাও আপন গতিতে চলিতে থাকে..........

লেখা ভালো লাগিয়াছে।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

চলমান জীবন থেমে থাকেনা তাই যুথিরাও আপন গতিতে চলিতে থাকে


সহমত

১২| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার ডিফরেন্ট পোষ্ট কান্ডারী ভাই...............
লেখা ভালো হয়েছে।

শুভকামনা আপনার জন্যে।।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
শুভকামনা নয় নাই দিলাম ভালোবাসা জানবেন

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

স্বপনবাজ বলেছেন: ভাই মাইনাসেই স্থির থাকেন , সম্পর্ক ঠিক থাকুক ! আপনার মত বড় ভাই হারানো অসীম বেদনা দায়ক হবে ! শব্দটা ব্যাবহার করেছি অনেক ভালো অর্থে ! সিরিয়াসলি রাগ করলে ক্ষমাপ্রার্থী আর না যদি এমনি এমনি রাগ করেন তাহলে আপনারে ও মাইনাস !

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি তোমার দেয়া মাইনাস সানন্দে গ্রহন করলাম

কারন তোমাকে ভালোবাসি

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

shfikul বলেছেন: ++++++++++

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ বস

১৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

মনিরা সুলতানা বলেছেন: জীবন মরনের পূর্বেই থামিয়া যাইতে পারেনা বলিয়া চলিতে লাগিল নিজ মহিমা.........।।


প্রিয় লেখক মুগ্ধ পাঠক
++++++++++++++++

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:
তব মম তোমা হীনে ক্লান্ত মোর আঁখি মলিন
হেথা শূন্য করিয়া রাখিছো মহাকালের তোড়ন
চুমিছে প্রণয় বীণে মোর আঁখি ছল ছল
ভাসিবে জানি হিয়ার গহীনে অশ্রু স্নাত জল

১৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

বটবৃক্ষ~ বলেছেন: খালি প্লাস হবে ......++++++ কুনু কথা হবেনা!! :):)

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

কথার দরকার নাই প্লাস দিয়েছেন তাতেই খুসি

১৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

বাংলার হাসান বলেছেন: বাস্তব দুনিয়া প্রতিনিয়ত এমন কত যূথী পড়ে রয় ধরার বুকে। কেউ কি খবর রাখে?

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

অন্তত এই আমি রাখি

১৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

একজন আরমান বলেছেন:
ভালো থাক যূথীরা। :(

আর আপনাকে ধন্যবাদ আমাকে সাধু ভাষা শিখানোর জন্য।
আশা করি এইগুলো আমার কাজে লাগবে। :)

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
একদিন সময় করে এসো তোমার ক্লাস নেয়া যাবে ;) ;)

১৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৫

একজন আরমান বলেছেন:
আসবো নে তবে। আর আসার আগে কল দিবো নে। ;) ;) ;)

২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
:) :) :)

২০| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৫

বাংলাদেশী দালাল বলেছেন:

কচিং সেন্টারের নাম কি?

সাধু ভাইয়ের পাঠশালা ? ;)

ঠিকানা কি?

বেতন কয় কেজি? ;)

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

কান্ডারি অথর্ব বলেছেন:
কান্ডারীর সাধুশালা।
ঠিকানা মাইঙ্কা চিপার পাশের গলি।

বেতন হইলো ১.৫ ব্যারেল মাঠা। ;) ;) ;)

২১| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২

s r jony বলেছেন: বাকরুদ্ধ হয়ে গেলাম। অসাম হইছে +++++++লন

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ জনি ভাই।

২২| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২০

সিয়ন খান বলেছেন: এই যূথী হওয়ার পিছনের কাহিনি আমরা জানি না। সুধু যূথীদের খারাপ নজরে দেখি। যূথীদের জন্য সমবেদনা।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত।

২৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: সাধু ভাষায় না হইলে ভালো হইতো ।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাবছি সাধু ভাষায় লেখালিখি চালিয়ে যাব। সাধু ভাষার জয় হোক। সাধু ভাষা আবারো ফিরে আসুক

২৪| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

আশিক মাসুম বলেছেন: প্রশংসা করার কিছু নাই :)

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু থেঙ্কু থেঙ্কু

২৫| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯

বোকামন বলেছেন:

প্রশংসা করার যোগ্যতা এই সাধারন পাঠকের নেই....

তবুও যুগ যুগান্তরের শুভকামনা থাকবে আপনার জন্য....
শেষ পর্যন্ত যূথী বেচেঁ থাকবে আপনাদের কারনেই ....

যদিও সময়কাল এদের বিপক্ষে....

ভালো থাকবেন ভাই...

২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

সময়কাল এদের বিপক্ষে....

২৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭

জাকারিয়া মুবিন বলেছেন:

ব্লগে ইদানিং সময় দিতে পারছিনা। বেসম্ভব ব্যস্ত। তাই অনেকদিন পর কমেন্ট করলাম।

চমৎকার।

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:
আরে ভাই আগে ব্যাস্ততা শেষ করেন তারপর আড্ডা হবে ব্লগিং হবে সবই হবে

২৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

জলপরী১৮ বলেছেন: আরমান ভাইয়া বলেছেন:
ভালো থাক যূথীরা। :(

হুমমমমম, ভালো থাকুক..:)

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল থাকুক

২৮| ০৯ ই মে, ২০১৩ সকাল ৯:১৩

কালোপরী বলেছেন: সমবেদনা কেউ চায়নি তো, বাঁচতে চেয়েছে


গল্প :(

সুন্দর

০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
গল্প নিছক বাস্তবতা থেকে নেয়া।

সত্যি সমবেদনা কেউ চায়নি আসলেই বাঁচতে চেয়েছে

২৯| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

কালোপরী বলেছেন: আমি জানি এটা বাস্তব

১২ ই মে, ২০১৩ রাত ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি এটা বাস্তব থেকে নেয়া

৩০| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাই গল্পে ভাললাগা।
প্রথম দিনে পড়েছিলাম। কমেন্ট কি অন্য কোথাও করে ফেলেছি কিনা জানিনা। :||

তবে এই গল্পের অনুপ্রেরণা নিয়ে একটি সাধু ভাষার গল্প লিখতে শুরু করেছি।

দোয়া করবেন।




উৎসর্গে কৃতজ্ঞতা জানবেন।

পোস্ট প্রিয়তে।

১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:
সাধু ভাষা ফিরে আসুক আমাদের সাহিত্যের প্রান হয়ে। ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.