![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
মালতী বেদীর অলকের খরা,
দেয়না মন কবিকে ধরা।
সুধী জনাদের সভায় তোড়ন –
তর্কের আয়োজন;
চলে গেছেন সাধক কবি,
শীতল পরিজন।
জানা গেলো,
দেহের স্থবির কঙ্কাল
আজ বাজারে বেচা – কেনা হয়,
বেশ ভালো।
জন্মের প্রারম্ভ হতে
মৃত্যুর ওপারে যেয়েও
এহাতে – ওহাতে ঘুরে ফিরে
অবশেষে মূল্যহীন হয়,
কবির লাল লবনের জীবন।
যাকে ঘিরে জীবন ছিলো
বাস্তব রঙিন,
তাঁকে দালালেরা চুরি করে
নিয়ে আসে কবর থেকে;
বস্তাপচা বাজারের দরদাম,
জীবনের সাথে – সাথে
দেহের কঙ্কালকেও দেয়নি রেহাই।
নিদারুন গহীন
আরও কিছু অশ্রু ঝরালে
মানব তোমরা কবির হৃদয়ে।
একটি টিবিও ফিবুলা হারিয়ে গেছে,
হারিয়ে গেছে মেডুলা অবলাংগটা
ফিরিয়ে কি দেবে তোমরা
পুরো কঙ্কালের সাথে ঐ জীর্ণ মস্তিষ্কটাকেও ?
তবে এবার নাহয় ফিরে গেলাম ওপারের বন্দরে !
শান্তির মুখোশের আড়ালে
জীবনের ক্লান্তিগুলো গোপন রেখে
বেঁচে থাকা যায়নাত তেলাপোকার মত
কালের ব্যবধি হয়ে।
জীবন এপারেরই হোক –
হোক জীবন ওপারের
মানব কি করে
সুধবে এর ঋণ ?
স্রষ্টা তবুত নীরব আজো,
অথচ আমরা খেলছি প্রতিনিয়তই
আমাদের নিয়তিকে নিয়ে জুয়া !
আলতো আলোকের পথ চিনে নিয়ে চলে যায়,
বাতাসতো বাতাসের আবেগে মিশে থাকে,
যেন প্রার্থনার বিশুদ্ধতার মতন;
অথচ মানবের জীবন কেবল আঁশটেই থেকে যায়
চলতি ব্যথার করুন তৃপ্তিতে মরন।
মানবতার বাজারে প্রগলভা প্রমোদবালা –
কঙ্কালের আয়োজন;
চলে গেছেন সাধক কবি,
শীতল পরিজন;
সুধী জনাদের সভায় করতালি –
বিদায় সম্ভাষণ;
তবে এবার না হয় ফিরে গেলাম ওপারের বন্দরে,
যেখানে সম্পূর্ণ আমি।
২০ শে বৈশাখ, ১৪০৮
উৎসর্গঃ
ব্লগার জনৈক গণ্ডমূর্খ
ব্লগার মাননীয় মন্ত্রী মহোদয়
ব্লগার ইউসুফ আলী রিংকু
ব্লগার আজ আমি কোথাও যাবনা
ব্লগার না পারভীন
ব্লগার স্বপনবাজ
ব্লগার কাল্পনিক_ভালোবাসা
ব্লগার ঘুড্ডির পাইলট
ব্লগার লুবনা ইয়াসমিন
ব্লগার সেলিম আনোয়ার
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মেডিকেল কলেজে পড়ার অভিজ্ঞতা রয়েছে ভাই
প্লাসের জন্য ধন্যবাদ
২| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯
আমিনুর রহমান বলেছেন:
থ্যাঙ্কু
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
এই প্রথম আপনাকে পেলাম যে কিনা কবিতা পাঠ করে ধন্যবাদ দিল
এই থেঙ্কুর হেতু বুঝলাম না
৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০
স্নিগ্ধ শোভন বলেছেন:
তবে এবার না হয় ফিরে গেলাম ওপারের বন্দরে,
যেখানে সম্পূর্ণ আমি।
১২ বছর আগের কবিতা !!!
সুন্দর!!!
ভালোলাগা জানবেন।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক পুরনো আমার লেখা এই কবিতাটি শেয়ার করার লোভ সামলাতে পারিনাই
কৃতজ্ঞতা জানবেন
৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২
লাবনী আক্তার বলেছেন: Nisshondehe valo hoyece! Eto valo kore sobai kivabe likhen tai sudhu vabci. Aha, ami ken parina!
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম ফাও কথা বইলেন না আপনি লিখতে পারেন না এই কথা আমাকে বিশ্বাস করতে বলেন কিভাবে
৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩
বাংলাদেশী দালাল বলেছেন:
ভাই দুই চার লাইন পর পর একটা গ্যাপ দেয়া যায় না?
এত্ত বড় ভাব-আবেগ একবারে ধইরা রাখতে পারিনা।
এনটেনা গরম হয়ে যায়।
আবার পইরা পেলাস দিমুনে।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈশ সখ কত !!!
হা হা হা হা
অক্কে
৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪
*কুনোব্যাঙ* বলেছেন: জীবনের সাথে – সাথে
দেহের কঙ্কালকেও দেয়নি রেহাই।
ভালো লাগল।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
দেহের স্থবির কঙ্কাল
আজ বাজারে বেচা – কেনা হয়,
বেশ ভালো।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১
বাংলার হাসান বলেছেন: +++++++++
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই
৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১
ভিটামিন সি বলেছেন: সবাই কমেন্ট করলো তাই আমিও করলাম। তবে আমি কিছুই বুঝি নাই। কান্ডারী ভাই আমার কমেন্ট পায়, আমি তার কাছে দেনা; তাই দেনা শোধ করলাম।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
ভিয়েনাস বলেছেন: স্রষ্টা তবুত নীরব আজো,
অথচ আমরা খেলছি প্রতিনিয়তই
আমাদের নিয়তিকে নিয়ে জুয়া !
৩য় ভালো লাগা
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
জীবনের সাথে – সাথে
দেহের কঙ্কালকেও দেয়নি রেহাই।
ধন্যবাদ
১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর ভালোলাগা !!!
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা
জীবনের সাথে – সাথে
দেহের কঙ্কালকেও দেয়নি রেহাই।
১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪
সোনালী ডানার চিল বলেছেন:
১২ বছর আগেও আপনার হৃদয় এতটা লাল ছিল!!
কবিতায় ভালোলাগা।।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
:#> :#> :#> :#> :#> :#> :#>
১২| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮
বটবৃক্ষ~ বলেছেন: আরে ডাক্তার সাব!!আগে কইবেন না!!
জলদি কন কিসের ডাক্তার ! হাড়গোড়ের নাকি!
কাব্যে পিলাস!
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
জী আমি ডাক্তার তবে কম্পিউটারের
কৃতজ্ঞতা
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
শ্রাবণ জল বলেছেন: একটু মাথার উপর দিয়ে যেতে চাইল!
ভাল লেগেছে, ভাইয়া।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
মাথার উপর দিয়ে গেলে ভাল লাগল কেন বলছেন এটা কিন্তু মিল হল না
আমি কিন্তু খেলব না
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
স্বপনবাজ বলেছেন: এক কথায় অসাধারণ !
উৎসর্গে আন্তরিক কৃতজ্ঞতা !
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি কিন্তু রাগ করিনি
১৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২
একজন আরমান বলেছেন:
আমি এটাই চাই।
আমার অনেক অনুরোধের ফল হোক,
কিংবা আপনার নিজের ইচ্ছাই হোক !
আমি এটাই চাই।
হ্যাঁ-
আমি এটাই চাই !
তপ্ত রোদেলা দুপুরে এক পশলা বৃষ্টি যেমন,
শত পোস্টের মাঝে আপনার কবিতা তেমন !
তাই আমি এটাই চাই !
ভালো থাক কবিতার দল।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে ভাইডি এইটা কি কবিতা লিখলা না আমারে ভালোবাসা জানাইলা ভাই আমারে এত ভালোবাসার কিছু নাইরে
১৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬
শ্রাবণ জল বলেছেন: "যেতে চাইল" বলেছি। খপ করে ধরে ফেলে ভাল লাগিয়ে দেন ছেড়ে দিয়েছি!!
খেলার মাঝখানে খেলবনা বলা মানে আপনি হেরে গেলেন!!
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ওকে হেরে গেলাম তাই স্বই
আপনার উপর সেই আস্থা আছে বোলেই দুঃসাহস দেখালাম
১৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫
না পারভীন বলেছেন: ঝড়ের বাতাসে দুনিয়া ঠান্ডা হয়ে গেছে । আমিও ঠান্ডা মাথায় ৩ বার পড়লাম । জটিল আইডিয়া । কংকাল চুরি নিয়ে এর চেয়ে ভাল কবিতা হওয়া সম্ভব না ।
কেমন জানি নিজেকে অপরাধী লাগছে কংকাল নিয়ে কিছু সময় কাটাতে হয়েছিল বলে । আহারে কার কংকাল ছিল কে জানে ?
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও কিছু দিন এমন কঙ্কাল নিয়ে সময় কাটিয়ে ছিলাম
তারপর রাগে দুঃখে ক্ষোভে ঘৃণায় বাদ দিছি
১৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২১
না পারভীন বলেছেন: অর্ধেক বলে তো বাকিটা জানার আগ্রহ বাড়িয়ে দিলেন কান্ডারী । কবে জানাবেন ।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগে নাহয় নাই জানলেন সেই কাহিনী
১৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪০
স্বপনবাজ বলেছেন:
হুদাই ডর দেখানোর জন্য আবার মাইনাস !
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
তোমাকেও মাইনাস
২০| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০০
এম হুসাইন বলেছেন: তবে এবার না হয় ফিরে গেলাম ওপারের বন্দরে,
যেখানে সম্পূর্ণ আমি।
অসাধারন হয়েছে ভাই, মুগ্ধ হলাম, কয়েক বার পড়লাম.............
+++++++
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
২১| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০১
বাংলাদেশী দালাল বলেছেন:
সকালের শিতল হাওয়ায় ঠান্ডা মাথায় পড়লাম।
কিছুটা পরিষ্কার হইছে। টপিক টা ভিন্নরকম।
প্লাস দেয়া যায়।
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ দেয়ার ভাষা নেই
২২| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮
রাফা বলেছেন: কঠিন লিখেছেন!!
ভালো লাগা রইলো।
ধন্যবাদ,কান্ডারী অথর্ব।
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
রাফা ভাই আপনার মন্তব্য সবসময় অনুপ্রেরনা দেয়
২৩| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৩
s r jony বলেছেন: প্রথমটার চেয়ে নিচের উৎসর্গঃ নামক কবিতাটা বেশি ভাল হইছে
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
২৪| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২
আমিভূত বলেছেন: খুব ভালো লাগা কবিতায় ।
আফসোস হয় কঙ্কালের মালিকের জন্য
আমার বাসাতেও একজনের কঙ্কাল আছে
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
২৫| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভালৈছে
+
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ বৃষ্টি ভেজা সকাল ১১
২৬| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩
এরিস বলেছেন: শান্তির মুখোশের আড়ালে
জীবনের ক্লান্তিগুলো গোপন রেখে
বেঁচে থাকা যায়নাত তেলাপোকার মত
কালের ব্যবধি হয়ে।
টপিকটা জটিল। কবিতাটা কবিতার আদলে হলেও শেষমেশ নির্যাসটা কেমন যেন বিজ্ঞান বিজ্ঞান হয়ে আসছে। অবশ্য এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আবার গান করলেও খুব সুন্দর একটা অ্যারোগেন্ট ভাব আসবে। হুমায়ূন স্যারকে নিয়ে একটা গান আছেঃ
এই ব্যস্ত নগরের অলিগলি ধরে কোন এক জোছনা রাতে... হাঁটছিল সে নিয়ন আলোতে ক'টি নীল পদ্ম হাতে... হাঁটতে হাঁটতে পৌঁছে গেলো ময়ূরাক্ষীর তীরে যে-ই, হঠাৎ দেখে শুন্য সব-ই, কোথাও কেউ নেই...
এরকম শোনাবে... লেখায় অনেক ভাল লাগা.।
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
এত সুন্দর একটি মন্তব্যের জন্য মন্তব্য টি যদি লাইক দেয়া যেত তবে তাই দিতাম
মন্তব্যে +++++++++++
২৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
শের শায়রী বলেছেন: ভাইয়ের লেখা যেদিন খারাপ লাগবে সেদিন বলব। তবে সেদিন কোনদিন ই আসবে না।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
হয়ত বা তার আগেই হারিয়ে যেতে পারি ভাই। শুভ কামনা রইল।
২৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬
ফারজানা শিরিন বলেছেন:
পুরো কঙ্কালের সাথে ঐ জীর্ণ মস্তিষ্কটাকেও ?
না চাই না । : )
ভাইয়া এখন বলার মত ভাষা খুঁজে পাইনা !!!
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
থাক আর ভাষা খুঁজতে হবেনা আমি বুঝে নিয়েছি।
২৯| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫
একজন আরমান বলেছেন:
জানি না কি লিখছিলাম। শুধু বলছি।
আর শোনেন কারে কতটুকু ভালো পাওয়া লাগবে তা কি আপনে বইলা দিবেন নাকি?
আপনারে কতটুকু ভালো পাবো সেটা শুধুই আমার নিজস্ব ব্যাপার।
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমি এত ভালোবাসা পাবার যোগ্য নই
৩০| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮
ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নে কবিতাও বড় লেখেন !
তবে ভালো লাগছে ।
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাবছি লেখালিখি ছেড়ে দিব দোয়া করবেন যেন ছেড়ে দিতে পারি
৩১| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪
বোকামন বলেছেন:
কালের বেদনা কবিকে নি:স্ব করতে পারে তবু কবি নাহি জানায় বিদায় সম্ভাষণ।
অনেক কিছু এখনো আছে বাকি...
কবিকে বাচাতে হাওয়া বদ্ধ ঘর প্রয়োজন কী!
হাওয় বদ্ধ ঘর
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
হাওয়া বদ্ধ ঘর হলেত আরও তাড়াতাড়ি মারা যাব।
আমার এমনই হাওয়া বদ্ধ ঘরের প্রয়োজন
৩২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
এহসান সাবির বলেছেন: ১২ বছরের পুরোনো হলেও আমার কাছে কবিতাটি নতুন। চমৎকার।
''লেখক বলেছেন:
ভাবছি লেখালিখি ছেড়ে দিব দোয়া করবেন যেন ছেড়ে দিতে পারি''
উপাই নাই কান্ডারী হোসেন...! আমরা এই দোয়া করবো না...!
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
নারে ভাই বুঝতে পারি আমার পোস্ট অনেক বড় হয় যা মাঝে মাঝেই আপনাদের বিরক্তির কারন হয়। আমি সাধু ভাষা কিংবা চলিত ভাষা এর কোনটাই ঠিক মত জানিনা। আমার লেখার মান তত ভাল নয় আমি সেটা নিজেও জানি। আর আমার জ্ঞানের পরিধি খুবই কম। তাই অল্প বিদ্যা ভয়ংকরী যে ব্যাপারটা আছে সেটা আর ফলাও করতে ইচ্ছে করছেনা। আমি কারো বিরক্তির কারন হতে চাইনা।
৩৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০
জাকারিয়া মুবিন বলেছেন:
সুন্দর।
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই
৩৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭
এহসান সাবির বলেছেন: ভাই আপনার লেখা আমার আনেক ভালো লাগে এর থেকে আর বেশি কিছু আমি বলবো না।
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা।১ম ভাল লাগা।কান্ডারী আপনি কি চিকিৎসক নাকি?কাবতার মধ্যে কংকাল ঢুকিয়েছেন।