নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

দিনটি ছিল সোমবারঃ দুপুর একটা

১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:২১









আজ কলেজ থেকে বাসায় ফিরছিলাম বাসে করে;

পাশেই মহিলা সিটে দেখলাম, এক রূপবতী কন্যারে।

দিনটি ছিল সোমবারঃ দুপুর একটা;

আকাসে ছিলনা মেঘের ঘনঘটা।

হায় ! একি দোলা লাগল মোর মনা;

তবে কি, তার সর্বাঙ্গে আঁকা প্রনয়ের আল্পনা ?

চোখে চোখ পরতেই মনে হল, তুমি

বহুদিনের পরিচিত কোন লাজুক কিশোরী যেন; যার

চোখে খেলা করে স্বপ্নের তারা হাজার –

হৃদয়ের প্রতিচ্ছবি যেন আঁকা লাল টুকটুক ঠোঁটে তার –

তার মুখটি যেন লাবন্যের জলাধার –

কেশ তার হাওয়ায় উড়ে শতবার;

সে যেন, রূপেরই অমুল্যবান অলংকার।

হায় ! একি দোলা লাগল মোর মনা;

তবে কি, তার সর্বাঙ্গে আঁকা প্রনয়ের আল্পনা ?

তব প্রেম নয়, চাই তোমার বন্ধুত্বের দুটি হাত;

প্রতিদিন তুমি জানাবে আমায় সুপ্রভাত।

দিনটি ছিল সোমবারঃ ঠিক দুপুর একটা;

আকাসে ছিলনা মেঘের ঘনঘটা।

তাইত প্রতি সোমবার ঠিক দুপুর একটা;

প্রতিক্ষায় রবো তোমার পথ চেয়ে, শুধু আমি

জেনে নিও তুমি একটি বার সেটা।

আজ কলেজ থেকে বাসায় ফিরছিলাম বাসে করে;

পাশেই মহিলা সিটে দেখলাম, এক রূপবতী কন্যারে।

বাস তার আপন গতিতে ছুটে চলে;

আমি তাকিয়ে ছিলাম তোমার মায়াবী চোখে, ইশারার ছলে।

রাঙা পল্লব ছিল তোমার বাহুবলে।

অশান্ত করে আমারই মন, তুমি চলে গেলে।

নীরব হেসে, বাস হতে নামলে তুমি শ্যাওড়া পারা;

আর আমি ও বাসের বাকি যাত্রীরা ছুটে চললাম, সে বাসেই কাজীপারা।

শুধু জানা হলনা তোমার নাম-ঠিকানা –

কিইবা কর – কিসেইবা পড় তাও জানা হলনা।

হায় ! একি দোলা লাগল মোর মনা,

তুমি কেন এত চেনা-চেনা ? তবু অচেনা !

যদি বলি তুমি আমারই কল্পনা –

তুমি আমারই প্রেমের উন্মাদনা।







কবিতাটি লিখেছিলাম আমি তখন কলেজে পড়ি। বাসায় বাসে করে ফেরার পথে। কিছুদিন আগে আমার খুব প্রিয় ব্লগার কাল্পনিক_ভালোবাসা একটি পোস্ট দিয়েছিলেন আজ তুমি কোথাও যাবে না। (বর্ষন মুখর রাতে- সন্ধ্যাকালীন অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি নিখাদ প্রেমের গল্প।) – ব্লগার কাল্পনিক_ভালোবাসা । তার ওই পোস্ট পড়ে আমার লেখা এই কবিতাটি ব্লগার কাল্পনিক_ভালোবাসা কে উৎসর্গ করে পোস্ট দেয়ার বাসনা কিছুতেই এড়াতে পারলাম না।

মন্তব্য ৬০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ! মিয়া!! আপনে!!!!
তবে যাই বলেন না কেন, আমার গল্পটার কাব্যরুপ আমার বেশ মনে ধরেছে! সুন্দর!!!!

অনেক ধন্যবাদ। উৎসর্গ করার জন্য। :)
আপনাদের দোয়ায় এবার দেখছি কাল্পনিক ভালোবাসা থেকে বাস্তবিক ভালোবাসা খুঁজে নিতেই হবে। :) :)

১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:
না না না তা হবে না তা হবে না। আপনাকে কাল্পনিক_ভালোবাসা হিসেবেই দেখতে চাই আজীবন। আপনার এই কাল্পনিক ভালোবাসা আমার সত্যি ভালো লাগে খুব।

২| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কোবতে । ভাল লাগেলো ।

১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালো না লেগে উপায় আছে সত্যি কাহিনী বোলে কথা ;)

৩| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০

shfikul বলেছেন: ছোটবেলা বড়বেলায় অনেক কবিতা ছড়া লিখেছিলাম।আপনার পোস্ট পড়ে মনে পড়ে গেলো।কোথায় যে হারিয়ে গেলো সেসব নিজেও মনে করতে পারি না।একজনকে চিঠি লিখতাম,কলেজে পড়ার সময়।চিঠিতে কবিতা লিখতাম।একদিন তার কাছে জানতে চেয়েছিলাম,আমার পাঠানো কবিতা গুলোর একটাও সংগ্রহে আছে কিনা?উত্তরে সে বলল-ছিল,বিয়ের আগে সব পুড়ে ফেলেছি।এর চেয়ে ছোট গল্প হয়না,ও আমার কন্ডারী ময়না।

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:
কোথায় হারিয়ে গেল সোনালী দিন গুলো আজ আর নেই। খুব ফিরে পেতে ইচ্ছে করে সেই দিনগুলো। এখন জীবনটা বড় বেশী যান্ত্রিক হয়ে গেছে। এতটুকু ভালোবাসা নেই কারো মনে। নেই আনন্দ সুখ। ভাই এমন কেন হয় ?
আপনার এই ছোট গল্পে অনেক বেশী কিছু লুকিয়ে রয়েছে ও আমার shfikul পায়রা।

৪| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

আশিক মাসুম বলেছেন: হাহাহা ওরে কে কোথায় আছিস আমাকে ধর..... ভাই কি শুরু করলেন ... :P :P :P =p~ =p~ =p~ =p~ ;) B-)

১৮ ই মে, ২০১৩ রাত ৩:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:
আমি কি শুরু করলাম সব ওই কাল্পনিক ভাইয়ের দোষ হেরে কও যেন তোমারে একটু ধরে

৫| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:



কবতাই ভাললাগা :) কিন্তু কবিতার ভিতরকার গল্পে #:-S 8-| :#>

:P :P :P



দেখলে কিন্তু ভাই খনা বন্ধ হইব নিশ্চিত। শুকনা খাওয়ার মজুদ করেন। ;)



মাসুম ভাইত পরছে এখন আমারে কে ধরবে?? :||


১৮ ই মে, ২০১৩ রাত ৩:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই শুকনা খাওয়া আবার কি জিনিষ B:-) B:-) B:-)

কেন কাল্পনিক ভাই আপনেরে ধরবে :P

৬| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:১৩

মাহতাব সমুদ্র বলেছেন: ভাই ভালো লাগলো

১৮ ই মে, ২০১৩ রাত ৩:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই ধন্যবাদ

৭| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:১৬

প্রিন্স হেক্টর বলেছেন: :| :| :| :| :| :| :|

১৮ ই মে, ২০১৩ রাত ৩:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
কি হইল ??

৮| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:২১

বটবৃক্ষ~ বলেছেন: মনের দহনে লেখা কবিতা

দহনের পরিমান কি খুব বেশি ছিলো নাকি?? :P :P ;) B-)

আশিক মাসুম wrote: হাহাহা ওরে কে কোথায় আছিস আমাকে ধর..... ভাই কি শুরু করলেন ... =p~ =p~ =p~

কা-ভা ভাইয়ের গল্পের কাব্যরুপ আসলেই ব্যাপক হয়েছে....খুবি দারুন!!বেশ মজা পেলাম~~

সব ছেলেদেরই বাসে উঠলেই প্রেমে পড়ার বাতিক আছে দেখা যাচ্ছে!! ;)

১৮ ই মে, ২০১৩ রাত ৩:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

উফ কি বলব সেই দহনের গল্প !!!!!!

কাল্পনিক ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ না হলে এই কবিতা ব্লগে দেয়া হত না

আছে মানে অল্প বিস্তর মেয়েদেরও আছে :P

৯| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:৩০

"চিরকুট" বলেছেন: ভালো

১৮ ই মে, ২০১৩ রাত ৩:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ

১০| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:০৩

এরিস বলেছেন: বাহ। আজ তুমি কোথাও যাবেনা এর ছান্দিক রূপ.।!! পড়তে পড়তে কাল্পনিক ভালবাসা ভাইয়ের গল্প দেখতে পাচ্ছি মনে হচ্ছিলো। শেষে দেখি এই ঘটনা। সকল প্রেমিকের জন্যে ভালবাসাময় যাত্রার নিশ্চয়তা চাই। প্লাস দিয়ে গেলাম।

১৮ ই মে, ২০১৩ রাত ৩:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
কোন রুপ দুর্ঘটনা আর আমরা চাই না :P

১১| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:১০

বাংলাদেশী দালাল বলেছেন:
হায় ! একি দোলা লাগল মোর মনা,


মনা কন্ট্রোল কন্ট্রোল ।

এইডা কিছু হইল?
আপনে বাস্তবিক হইছেন আর উপদেশ দেন কাল্পনিক থাকতে?

১৮ ই মে, ২০১৩ রাত ৩:১১

কান্ডারি অথর্ব বলেছেন:
কি করি কন্ট্রোল যে করতে পারিনা তাইত চাই কাল্পনিক থাকতে

১২| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:৩০

একজন আরমান বলেছেন:
এইটা কিছু হইলো? আমি তো ভাইয়ার লেখা পড়ে ভাবছিলাম এই প্লটে লিখবো আর আপনি আগে থেকেই লিখে বসে আছেন ! |-) |-) |-)

১৮ ই মে, ২০১৩ রাত ৩:১২

কান্ডারি অথর্ব বলেছেন:
আরে আমিত কপিতা লিখছিলাম ছু ডু বেলায় তুমি নাইলে বড় বেলায় নেখ

১৩| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:৩৪

এহসান সাবির বলেছেন: বাহ বাহ বাহ.... !!!

১৮ ই মে, ২০১৩ রাত ৩:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

থেঙ্কু থেঙ্কু থেঙ্কু !!!

১৪| ১৮ ই মে, ২০১৩ রাত ২:১০

বাংলার হাসান বলেছেন: ভাল লাগল।

১৮ ই মে, ২০১৩ রাত ৩:১২

কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু ভাল লাগল B:-)

১৫| ১৮ ই মে, ২০১৩ ভোর ৫:১৭

একজন আরমান বলেছেন:
শালার জীবনে কিছুই করতে পারলাম না। ছোডকালে যদি এট্টু পরালেহা হরতাম হ্যালে আইজকে অন্তত ভালো কিছু কবিতা লেখতে পারতাম। আপ্নে মিয়া ছোডকালেই যেই লেহা লেকছেন হেইয়া তো মুই এহনো লেক্তারমু না। ধুরবাল মেজাজটাই বিলা হয়া গেল।

মিয়া জানা আফারে কইয়া আপ্নের নিক্টা আমারে দেওনের ব্যাবস্থা করেন। আমার লাহান অথর্ব হালার এই দুইন্নাইতে আর এউক্কাও নাই। নিজের উপ্রেই মেজাজ টা বিলা হইয়া আছে।

১৯ শে মে, ২০১৩ রাত ১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:
B:-) B:-) B:-) :-& :-& :-&

১৬| ১৮ ই মে, ২০১৩ সকাল ৯:২৩

ঢাকাবাসী বলেছেন: চমৎকার শব্দচয়ন আর সুন্দর ভাবনা! মোটা মাথায় ভাল লেগেছে।

১৯ শে মে, ২০১৩ রাত ১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

ছোট বেলায় লিখছিলাম ভাই ভাল লাগল জেনে খুসিত হলাম

১৭| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৩৩

সিয়ন খান বলেছেন: ভাই ভাবি জানে? :P :P
সুন্দর কবিতা

১৯ শে মে, ২০১৩ রাত ১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এর মধ্যে আবার ভাবিরে আনেন কেন :P

১৮| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৪০

একজন আরমান বলেছেন:
ভাই উপরের কমেন্টে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলছিলাম। মাথা ঠিক ছিল না। সরি। :|

১৯ শে মে, ২০১৩ রাত ১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
এই কারনে তুই একজন আরমান

১৯| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
শুকনা খাওয়ার হইলো গিয়া মুড়ি চানাচুর :#> বোধয় #:-S


;)

১৯ শে মে, ২০১৩ রাত ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
যাক আমি ভাবছি শুকনা খাওয়ার হইলো গিয়া মুড়ি চানাচুর

২০| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৮

ভিয়েনাস বলেছেন: কবিতা পড়েই বুঝা গেলো আপনি অনেক ছোটবেলায় কবিতাটা লিখেছেন :D

১৯ শে মে, ২০১৩ রাত ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

:D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

২১| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

নোমান নমি বলেছেন: কিশোর প্রেম নাকি ভাই?

১৯ শে মে, ২০১৩ রাত ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
ইহাকে প্রেম বলা যাবে কি ?

২২| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:০২

স্বপনবাজ বলেছেন: কি চমৎকার! আমার এমন অনূভুতি আজ পর্যন্ত হয় নাই!

১৯ শে মে, ২০১৩ রাত ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আগে তুমি বাসে চড়া অভ্যাস কর :!> :#> :P ;)

২৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১:০৯

গৃহ বন্দিনী বলেছেন: অনেক সহজ ভাষার কাহিনী কাব্য দেখে পুরোটা পড়লাম । :) :)

১৯ শে মে, ২০১৩ রাত ১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

B:-) B:-) B:-) কাব্য না হলে পড়তেন না

২৪| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ছন্দ তো ভালোই মিলাইছেন ! এই সব ছাড়েন ! ভাবী দেখলে খবর কইরা দিবো ।

১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি ঘুড্ডির ভাইগো

২৫| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১:২৯

লাবনী আক্তার বলেছেন: :D :D :D

ভাল লাগল।

১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
:|| :|| :|| 8-|

২৬| ১৯ শে মে, ২০১৩ দুপুর ২:১৬

অনীনদিতা বলেছেন: বাহ বাহ বাহ..... :)

১৯ শে মে, ২০১৩ দুপুর ২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু থেঙ্কু থেঙ্কু

২৭| ১৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫০

রাফা বলেছেন: হুমমম,তাইলে এই হোচ্ছে ঘটনা!!এখন অরিজিনালটাও বইলা ফেলেন।

ভালো লাগলো,কান্ডারী অথর্ব।

১৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ রাফা ভাই।

আরে এইটা কলেজে পড়ার সময় কার লেখা একটি কবিতা কোন ঘটনা নেই সবই দুর্ঘটনা।

২৮| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:৩০

গৃহ বন্দিনী বলেছেন: আরে অবাক হলেন কেন ? আমার মত কাব্য বিমুখ মানুষ এত বড় একটা কবিতা পুরাটা পড়ল , বুঝতেই পারছেন কেমন কবিতা লিখেছেন আপনি :) :)

১৯ শে মে, ২০১৩ রাত ১১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:
এখন বুঝতে পারছি যে কলেজ জীবনটাই আসলে মধুর ছিল :!> :!> :!>

২৯| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:৩৪

আমিনুর রহমান বলেছেন:

দুষ্টু কবিতা মনা +++

২৪ শে মে, ২০১৩ দুপুর ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

:) :) :) :) :) :) :)

৩০| ২৩ শে মে, ২০১৩ রাত ৩:৫০

একজন আরমান বলেছেন: লেখক বলেছেন:
এই কারনে তুই একজন আরমান

মানে কি ভাই? B:-)B:-)B:-)

২৪ শে মে, ২০১৩ দুপুর ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আরমান অর্থ হল আরমান :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.