![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
তুমি অনবদ্য, অবরুদ্ধ আমার অপ্সরা শিশির;
আমি হলফ করে বলতে পারি,
যে কেউ করবে তোমার চরণে মাথা ঠোকার জিকির।
রাজকুমারী বসে আছো তুমি পরে নীল শাড়ি,
যেন স্বর্গের আকাশে ডুবেছে সূর্য আমার হৃদয়ের সন্ধ্যা হয়ে;
আমি পুজো দেব, মাল্য দেব তোমার চরণে,
ও আমার ভাগ্যদেবী !!
নীলের বেদনা আজো দংশে আমার পথ চলায়,
কাঁটা হয়ে রক্ত ঝরায় আমার পায়,
সে রক্ত তোমার নীলিমার মত নীল নয়,
আমি তাই এই নীলিমা বড় বেশী ভালোবাসি।
আমায় খাজনা মুক্ত কর, দিনে দিনে বেড়েছে আমার দীনতা;
এবার তবে বর্গা দিতেছি তোমার জমিতে; পুণ্য কর তোমার মৌনতা।
তোমার ওই রেশমি চুলের ঘ্রাণ খুঁজে পাই জমির সোনালী ধানে,
তোমার ওই লাজে রাঙা অধর চুমিবেনা জানি কখনও
আমার হৃদয়ে তীর্থের জলরাশির বানে;
ও আমার রাজকুমারী !!
২৮ শে মে, ২০১৩ রাত ১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মাসুম।
২| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:২৮
মামুন রশিদ বলেছেন: দারুন
কবিতার মতোই ছবিটাও দারুন ।
২৮ শে মে, ২০১৩ রাত ১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই।
৩| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:২৯
বাংলার হাসান বলেছেন: খুব চমৎকার।
২৮ শে মে, ২০১৩ রাত ১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই।
৪| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৮
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ধুর ! আমি ফার্স্ট হইতে চাইছিলাম । খেলুম না চাচ্চু !
২৮ শে মে, ২০১৩ রাত ১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাতিজী ক্ষমা চাইছি আমার কোন দোষ নাই।
৫| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! বাহ ! অসাধারণ গুরু !
২৮ শে মে, ২০১৩ রাত ১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অভি।
৬| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
ফারজানা শিরিন বলেছেন: নীলময় ভালো লাগা !
২৮ শে মে, ২০১৩ রাত ১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ শিরিন আপু।
৭| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:২৩
বাংলাদেশী দালাল বলেছেন:
হুম সুন্দর। +++
২৮ শে মে, ২০১৩ রাত ১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
৮| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:০১
সায়েম মুন বলেছেন: সুন্দর হৈছে।
ভাতিজির দোয়া কাজে দিছে।
২৮ শে মে, ২০১৩ রাত ১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মুন ভাই।
৯| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৩৯
তারছেড়া লিমন বলেছেন: আমায় খাজনা মুক্ত কর, দিনে দিনে বেড়েছে আমার দীনতা;
এবার তবে বর্গা দিতেছি তোমার জমিতে; পুণ্য কর তোমার মৌনতা। অসাধারন।
২৮ শে মে, ২০১৩ রাত ১:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ লিমন ভাই।
১০| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৪৯
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কই আপ্নে কমেন্টের রিপ্লাই দ্যান না ক্যা????
২৮ শে মে, ২০১৩ রাত ১:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মূর্খ ভাই।
১১| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:২২
ঘুড্ডির পাইলট বলেছেন: উনি আপ্নার ভতিজী নাকি উনি আপ্নার ফুপি !!!
২৮ শে মে, ২০১৩ রাত ১:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
ফুপি হবে আপনার।
১২| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৪০
বটবৃক্ষ~ বলেছেন: নীলের বেদনা আজো দংশে আমার পথ চলায়,
কাঁটা হয়ে রক্ত ঝরায় আমার পায়,
সে রক্ত তোমার নীলিমার মত নীল নয়,
আমি তাই এই নীলিমা বড় বেশী ভালোবাসি।
আপনি কবিতা এত দেরিতে লিখেন কেন!!
বেশি সুন্দর হইসে.।.।.।.।।
২৮ শে মে, ২০১৩ রাত ১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি কবিতা লিখতে পারিনা চেষ্টা করি মাঝে মাঝে। ধন্যবাদ শুভকামনা।
১৩| ২৮ শে মে, ২০১৩ রাত ১:০২
এরিস বলেছেন: আমায় খাজনা মুক্ত কর, দিনে দিনে বেড়েছে আমার দীনতা;
এবার তবে বর্গা দিতেছি তোমার জমিতে; পুণ্য কর তোমার মৌনতা। বারবার পড়লাম লাইন দুটো। যত পড়ছি তত বেশি নতুন করে ভালো লাগছে। গ্রেট পয়েম কাণ্ডারী ভাই। দুটো বেণী করা ছোট্ট উচ্ছল মেয়ে তিতির কবিতা পড়তে পারবে তো??
২৮ শে মে, ২০১৩ রাত ১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার নাতিনরা অবশ্যই পারবে।
১৪| ২৮ শে মে, ২০১৩ রাত ১:৩৬
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: উস্তাদ কোবতে হইছে
পার্টি দেন.।
২৮ শে মে, ২০১৩ রাত ১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সিগারেট হলে দিতে পারি পার্টি।
১৫| ২৮ শে মে, ২০১৩ সকাল ৭:০২
এম হুসাইন বলেছেন: অসাধারন ভাই।
+++++++++
শুভেচ্ছা জানবেন।
২৮ শে মে, ২০১৩ সকাল ১০:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
১৬| ২৮ শে মে, ২০১৩ সকাল ৮:৩৩
একজন আরমান বলেছেন:
ভাই আপনার মতোই অনেকটা আমি। যতো যাই করেন ভাবির নাম ভুলতে পারেন না দেখছি। এইবার তো বরিশালে বিশাল কাহিনী করে ফেলছি। আইসা বলবো নে।
২৮ শে মে, ২০১৩ সকাল ১০:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
অপেক্ষায় রইলাম।
১৭| ২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৫৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবিতা হোক আর গল্প আপনার লেখা প্রেমের জিনিসে রেশমি নামটা থাকবেই।এখানেও তার ব্যতিক্রম নয় ।
২৮ শে মে, ২০১৩ সকাল ১০:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
রেশমি আমার ধ্যান জ্ঞান প্রেম
১৮| ২৮ শে মে, ২০১৩ সকাল ১০:১১
অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাই
লিখাটি পড়া হলো... বেশ ভালো লেগেছে আমার...
রাজকুমারী, ধ্যান থেকে উঠে দেখুন এক পাগল প্রেমিকের আরাধনা... আপনার জন্য...
শুভকামনা...
২৮ শে মে, ২০১৩ সকাল ১১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভকামনা ও ধন্যবাদ।
১৯| ২৮ শে মে, ২০১৩ সকাল ১১:০৩
লাবনী আক্তার বলেছেন: নীলের বেদনা আজো দংশে আমার পথ চলায়,
কাঁটা হয়ে রক্ত ঝরায় আমার পায়,
সে রক্ত তোমার নীলিমার মত নীল নয়,
আমি তাই এই নীলিমা বড় বেশী ভালোবাসি।[/sb
বেশ ভালো লাগল।
২৮ শে মে, ২০১৩ সকাল ১১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আপু।
২০| ২৮ শে মে, ২০১৩ সকাল ১১:৫৪
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: ভাল লাগলো
আমায় খাজনা মুক্ত কর, দিনে দিনে বেড়েছে আমার দীনতা;
এবার তবে বর্গা দিতেছি তোমার জমিতে; পুণ্য কর তোমার মৌনতা ।
লাইন দুটো ভাল লাগা আরো বাড়ীয়ে দিল
২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন।
২১| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:১৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুণ লা্গছে।
২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ দিচ্ছি পেয়েছেন
২২| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৩৮
সোমহেপি বলেছেন: যে কেউ করবে তোমার চরণে মাথা ঠোকার জিকির।
এই লাইনটা ২টা দোষ চরণ আর জিকির জিকির মানে স্মরণ করা পায়ে মাথা ঠোকার স্মরণ করা আবার কেমন কথা হইল?
আর চরণ আজকাল এমন শব্দ ব্যবহার না করাই ভালো।
বাকিটা সুন্দর।
২৮ শে মে, ২০১৩ দুপুর ২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
জিকির অর্থ শুধু যে স্মরণ করা সেটা কিন্তু নয় কবিতা কিন্তু সবসময় আক্ষরিক অর্থে নয় কবিতার জন্ম হয়েছে ভাবনার প্রকাশ উপমা দিয়ে বোঝানর জন্য। জিকির শব্দের আরও একটি অর্থ হচ্ছে কারো নামে জপ করা আর চরণ কিংবা আধুনিক যে কোন শব্দ দিয়েই কবিতায় প্রকাশ করা যায় সেটা কবির অভিরুচি।
কবিতার এই লাইনটির অর্থ দাড়ায় যে পায়ে মাথা ঠুকে প্রণাম করা এবং তারই জন্য প্রার্থনা করা কারন জিকির একধরনের প্রার্থনা করা। এখানে ছন্দ মেলানর একটা চেষ্টা করেছি মাত্র। সাধারণত হিন্দু ধর্মে মূর্তির পায়ে তারা মাথা রেখে পূজা করে আর ভগবানের নাম জপে এখানে প্রেমিকার প্রতি শ্রদ্ধা বোধ কে এভাবেই তুলনা করার চেষ্টা করেছি।
২৩| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৫৮
রাইসুল নয়ন বলেছেন: জীবনের বাজে আচরনের দরুন যাদের পোষ্টের অপেক্ষায় থাকি তাও দেড়ি হয় পড়তে ।
কবিতা সৃষ্টি খুব সরল ভাবে করে ফেলেন, হাতে জাদু আছে ।
২৮ শে মে, ২০১৩ দুপুর ২:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
নারে ভাই জাদু নাই কোনও লিখতে পারিনা লেখার চেষ্টা করি এগুলো কোন কবিতার পর্যায়ে পরেনা।
২৪| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:২৬
মনিরা সুলতানা বলেছেন: বাহ ...
২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু
২৫| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০২
রাইসুল নয়ন বলেছেন: কবিতাকে কবিতা না বললে কবিতারা অভিশাপ দেয় !!
আসা করি অসধারন এ লেখা কবিতা হয়নি বলে মিথ্যা র পাপ নেবেন না
২৯ শে মে, ২০১৩ রাত ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা যে অভিশাপ দেয় এটা জেনে এখন আর কবিতা লিখতেই ভয় লাগছে।
২৬| ২৯ শে মে, ২০১৩ রাত ১:৩২
সমানুপাতিক বলেছেন: রাজকুমারী শিশির এর জন্য কবিতা - ভাল লাগলো
২৯ শে মে, ২০১৩ রাত ১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
২৭| ২৯ শে মে, ২০১৩ ভোর ৪:৪৮
শ্রাবণ জল বলেছেন: সুন্দর। প্লাস!
২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ শ্রাবণ জল।
২৮| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২৫
মোঃ কবির হোসেন বলেছেন: প্রিয় কান্ডারী অথর্ব ভাই আপনর লেখা হয়ত এর আগে কখনও পড়িনি। কিন্তু আপনার এ কবিতাটি পড়ে মুগ্ধ হলাম-এক কথায় অসাধারন অথবা হৃদয় ছুয়ে গেল।
আপনার প্রকৃত নাম আমার জানা নেই। আমার কাছে মনে হচ্ছে -আপনার লেখা অনেক সুন্দর তাই আপনার লেখার সাথে আপনার প্রকৃত নামটাই থাকা উচিত। শুভ কামনা শতত।
০১ লা জুন, ২০১৩ রাত ১২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
একটা গান মনে পরে গেল আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
হ্যাঁ ভাই ঠিক তাই আমি এখন এভাবেই থাকতে চাই।
আপনার জন্য আমার শুভ কামনা রইল।
২৯| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৩
সিয়ন খান বলেছেন: ভাল লাগলো।
০১ লা জুন, ২০১৩ রাত ১২:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সিয়ন ভাই।
৩০| ৩০ শে মে, ২০১৩ রাত ২:১১
মাগুর বলেছেন: চমৎকার হয়েছে কান্ডারী ভাই
১৫তম ভালো লাগা
০১ লা জুন, ২০১৩ রাত ১২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া কবিতা লিখতে পারিনা চেষ্টা করে দেখি মাঝে মাঝে কেমন হয় এই আরকি !!!
৩১| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:৩৩
নস্টালজিক বলেছেন: কান্ডারী আর ভাতিজী-দুজনের জন্যই শুভেচ্ছা!
০১ লা জুন, ২০১৩ রাত ১২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাতিজীর কাছে পৌঁছে দেয়া হল।
৩২| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: এই কবিতাটা আপনার সবচেয়ে ভাল কবিতার তালিকায় স্থান পাওয়া উচিত।
ভাতিজীর জন্য শুভকামনা।
০১ লা জুন, ২০১৩ রাত ১২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমিত তেমন কবিতা লিখিনা মাঝে মাঝে চেষ্টা করি। তবু আপনার জন্য আমার ভালবাসা রইল।
৩৩| ৩১ শে মে, ২০১৩ রাত ২:২৬
কাজী মামুনহোসেন বলেছেন: এম হুসাইন বলেছেন: অসাধারন ভাই।
+++++++++
শুভেচ্ছা জানবেন।
০১ লা জুন, ২০১৩ রাত ১২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার কৃতজ্ঞতা জানবেন।
৩৪| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চাচা-ভাতিজী দুজনই তো অসাধারন লিখেন দেখি
এই কবিতা অনেক বেশি সুন্দর।।
০১ লা জুন, ২০১৩ রাত ১১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আমি মাঝে মাঝে চেষ্টা করি কিন্তু খুব লজ্জা লাগে কবিতা লিখে পোস্ট দিতে তবু সাহস করে দিয়ে ফেলি এভাবে বললে আমিত কবিতা পোস্ট দেয়া বাড়িয়ে দিব।
৩৫| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:৫৭
রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর কবিতা
০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ
৩৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৪৫
অবচেতনমন বলেছেন: নীলের বেদনা আজো দংশে আমার পথ চলায়,
কাঁটা হয়ে রক্ত ঝরায় আমার পায়,
সে রক্ত তোমার নীলিমার মত নীল নয়,
অসাধারন শব্দের মিতালী ছন্দ হয়ে ঝড়ছে
০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অবচেতনমন। শুভকামনা নিরন্তর।
৩৭| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:৩৫
মাহতাব সমুদ্র বলেছেন: ব্লগের অনুসারিত চেক করে আপনার কবিতা পড়ে মন টা ভালো হয়ে গেল। কবিতার পাঠক আমি। আহবান রইলো আরো লেখার
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
মাহতাব ভাই আমিত কবিতা লিখতে পারিনা মাঝে মাঝে চেষ্টা করি। তবু লিখব ইনশাল্লাহ পরে কিন্তু লজ্জা দিয়েন না।
৩৮| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৮
তাসজিদ বলেছেন: চাচা ভাতিজি কে অনেক শুভেচ্ছা।
আর ও কবিতা চাই। ++++++++++
০৮ ই জুন, ২০১৩ রাত ১১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা অবশ্যই অবশ্যই আরও কবিতা দেব অন্তত আপনার প্রতি কৃতজ্ঞতা থেকেই।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:২৫
আশিক মাসুম বলেছেন: ১ম ভাল লাগা...।