নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

ব্যথার করুন তৃপ্তি

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৬













অনেক যে পোহাল এই ধরণীর রাত,

তবু এই জীবনের নেই কোন প্রভাত।

প্রতিটি রাত নতুন এক প্রভাতের খোঁজে

ফিরে – ফিরে আসে;

আর আমি এইসব রাতের নীরব সাক্ষী হয়ে

বসে থাকি আমার বারান্দায় ক্ষীণ আঁধারে মিশে।

যতটা সময় পেরিয়েছে জীবন হতে,

যতটা অশ্রু ঝরেছে হৃদয় হতে,

কিংবা যতটা পেয়েছি আর যতটা হারিয়েছি

এই জীবন হতে;

সেই অংক মেলাবার প্রয়াস পেয়ে প্রতি রাতে

আমি বড় বেশী ক্লান্ত হয়েছি।

তবুতো জীবনের অংক মেলানো এক কঠিন সরল,

তারই সাথে হৃদয়ে কি যেন এক ব্যথা জাগে বিরল !

যে ব্যথা আছে ওই আকাশে ক্ষয়ে যাওয়া

পুরনো নক্ষত্রদের মাঝে,

যে ব্যথা আছে ওই পথের দারিদ্রতা ছাওয়া

নিশাচর প্রহরীদের মাঝে,

সে ব্যথা আছে কি এই জীবনের ঘাঁতে ?

জানি নেই; তবু আছে অন্য কোন ব্যথা,

অন্য কোন কারনে,

সবার ব্যথাতো আর একরকম নয়।

শুধু যে যার ব্যথা নিয়ে আছে

প্রতিটি রাতের নীরব সাক্ষী হয়ে

আমারই মত অন্য কোথাও –

অন্য কোন কারনে;

হৃদয়ে অশ্রু ঝরা সুর নিয়ে।

তবুতো জীবনের জ্যামিতি মেলানো কঠিন কোন উপপাদ্য,

তারই সাথে জীবনে কি যেন এক যন্ত্রণা হয় প্রতিপাদ্য !

দিনের মত কোন তৃপ্তি নয়,

প্রতিটি রাতে ব্যথার করুণ তৃপ্তি নিয়ে,

দু’ ঠোঁটের মাঝে আগুন পোড়া নিয়তির ধোঁয়া নিয়ে

জীবনতো বেশ কেটে যায়; কারন

জীবনে হৃদয়ের যন্ত্রণাকে এই ব্যথার করুন তৃপ্তি দিয়েই

পরাভূত করা যায়; করতে হয়।

মন্তব্য ৭৬ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: জীবনে হৃদয়ের যন্ত্রণাকে এই ব্যথার করুন তৃপ্তি দিয়েই
পরাভূত করা যায়; করতে হয়।

সুন্দর কবিতায় ১ম ভাল লাগা ।

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

সেলিম ভাই প্রথমেই আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল। ভাল থাকবেন।

২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫০

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: শুধু যে যার ব্যথা নিয়ে আছে
প্রতিটি রাতের নীরব সাক্ষী হয়ে
আমারই মত অন্য কোথাও –
অন্য কোন কারনে

++++++

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালো থাকবেন মায়াবতী নীলকন্ঠি। অন্তত ব্যথা থেকে দূরে।

৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫১

ক্ষণিকের আগুন্তক বলেছেন: সুন্দর ++++

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর ঠিক আমার হৃদয়ের কষ্টগুলোর চেয়ে সুখ যেমন তেমন।

৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৯

কালোপরী বলেছেন: :(

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

মন খারাপ কেন ?

৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:০৬

সায়েম মুন বলেছেন: কয়েকটা টাইপো চোখে পড়লো। লিখতে থাকুন।

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:
কয়েকটা টাইপো আবার কি ভাইয়া ? সাহস দিচ্ছেন তাই লিখছি ।

৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১২

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: সবাই কত সুন্দর কবিতা লিখে !

আফসোস, আমি কবিতা বুঝতে পারি না ! :(

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই মন খারাপের কিছু নেই। আমিও সবার মত সুন্দর কবিতা লিখতে পারিনা। কিন্তু চেষ্টা করছি। লিখতে লিখতেই হয়ত একদিন ভাল কবিতা লিখে ফেলব।

৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: মনোভাব সুন্দর, সাধারণভাবে প্রকাশিত হয়েছে। ভালো লাগল।

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার মন্তব্য বরাবরের মতই অনুপ্রানিত করল। ভালো থাকবেন ।

৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৭

মামুন রশিদ বলেছেন: জীবনে হৃদয়ের যন্ত্রণাকে এই ব্যথার করুন তৃপ্তি দিয়েই
পরাভূত করা যায়; করতে হয়।


দারুন লেগেছে । ভালোলাগা++

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

সত্যি মামুন ভাই ভাল লেগেছে :) অনেক অনেক খুসি হলাম।

৯| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অদ্ভুত !
ছবিতে বাকরুদ্ধ !
পোষ্টে প্লাস !

১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

ছবির কৃতিত্ব গুগল মামুর। থেঙ্কু অভি ভাই। ভাল থাইক।

১০| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৩

রাইসুল নয়ন বলেছেন: অসাধারণ ছবি!!

আর কবিতা?
গোগ্রাসে গিললাম।

১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
ছবির জন্য গুগল মামুরে ধইন্যা।

দেখ আবার পেটে অসুখ যেন না হয়। :)

১১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪২

অবচেতনমন বলেছেন: তটা সময় পেরিয়েছে জীবন হতে,
যতটা অশ্রু ঝরেছে হৃদয় হতে,
কিংবা যতটা পেয়েছি আর যতটা হারিয়েছি
এই জীবন হতে;
সেই অংক মেলাবার প্রয়াস পেয়ে প্রতি রাতে
আমি বড় বেশী ক্লান্ত হয়েছি।

++++++++++

অসাধারন , ভাললাগা রইল।

১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

তবুত জীবনের অংক মেলান এক কঠিন সরল,
তারই সাথে হৃদয়ে কিযেন এক ব্যথা জাগে বিরল !

১২| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৫৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++

১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন বর্ষণ।

১৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:২০

একজন আরমান বলেছেন:
দু’ ঠোঁটের মাঝে আগুন পোড়া নিয়তির ধোঁয়া নিয়ে

কবি আজকাল তার ছোট ভাইয়ের মতোই অনেক দুঃখে আর চিন্তায় থাকে। :(

অনেক অনেক শুভকামনা রইলো কবির জন্য।
কবির মন ভালো হয়ে যাক।

১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
দেখতে হবেনা বড় ভাইটা কার। ভাইরে খুব অস্থির সময় অতিবাহিত হচ্ছে।

দোয়া করিসরে।

১৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:৫৪

সোহাগ সকাল বলেছেন: কেন যে কবিতা লিখতে পারিনা! :(

১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনি সুন্দর ছবি আঁকতে পারেন, আমি ছবি আঁকতে পারিনা। :(

১৫| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:২৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালো লাগা জানানোর পর নেট গেছিল । এখন আইলাম দেখা করতে । ভালু আছিস তো দোস্ত ? কবিতায় ++++++++++++++

১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:
ফুচকার দাওয়াত রইল। চটপটি কিন্তু খাওয়াতে পারব না। :)

১৬| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৫

রোজেল০০৭ বলেছেন: যে ব্যথা আছে ওই আকাশে ক্ষয়ে যাওয়া
পুরনো নক্ষত্রদের মাঝে,
যে ব্যথা আছে ওই পথের দারিদ্রতা ছাওয়া
নিশাচর প্রহরীদের মাঝে,

চমৎকার লিখেছেন।

+++

১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


শুধু যে যার ব্যথা নিয়ে আছে
প্রতিটি রাতের নীরব সাক্ষী হয়ে
আমারই মত অন্য কোথাও –
অন্য কোন কারনে;

১৭| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অসম্ভব ভালো লেগেছে কান্ডিারি ভাই! :)

১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:২২

কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা আজ আমি কোথাও যাবো না আপু। সুখে থাকুন।

১৮| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০৯

মাইন রানা বলেছেন: কবিতা?
কবিতা বুজার মাথা আমার নাই

তারপরও অভিনন্দন

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

অভিনন্দন সানন্দে গৃহীত হল।

১৯| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:১৮

আমিনুর রহমান বলেছেন:


অসাধারণ ও অনন্য +++

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইয়া আপনার এত টুকু কথাই আমার জন্য যথেষ্ট। আমার চলার পথের পাথেও। আপনার ও আপনার পরিবারের প্রতি অনেক দোয়া রইল।

২০| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!!! ভালো লাগা! :)

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

কানে কানে বলছি, সেবার আপনাকে গল্প দিয়ে ফাকি দিয়েছি এখন কিন্তু কবিতা দিচ্ছি আপনার কথাই মাথায় রেখে। সবচেয়ে ভাল কবিতা যেদিন লিখব আপনাকে স্মরন করেই লিখব। :)

২১| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস ওয়ান ব্রো।

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

খুসি হোলাম ব্রো :)

২২| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩০

সাদাত হোসাইন বলেছেন: ""শুধু যে যার ব্যথা নিয়ে আছে
প্রতিটি রাতের নীরব সাক্ষী হয়ে
আমারই মত অন্য কোথাও –
অন্য কোন কারনে;
হৃদয়ে অশ্রু ঝরা সুর নিয়ে""


বাহ! চমৎকার লেখা।
শুভ কামনা।

১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ সাদাত ভাই। ভাল থাকবেন।

২৩| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

সাহিদা আশরাফি বলেছেন: শুধু যে যার ব্যথা নিয়ে আছে
প্রতিটি রাতের নীরব সাক্ষী হয়ে
আমারই মত অন্য কোথাও –
অন্য কোন কারনে;
হৃদয়ে অশ্রু ঝরা সুর নিয়ে।

অসাধারণ!!

১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ অসংখ্য। শুভকামনা জানবেন।

২৪| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

বাংলার হাসান বলেছেন: চমৎকার লেখা।

১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু হাসান ভাই।

২৫| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ অনেক ভালো লাগলো বড় কবিতা ।

১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

এইটারেও বড় কবিতা কইলেন :(

২৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৫৫

মুশাসি বলেছেন: ভালোলাগা রইলো+++

১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:
শুভকামনা মুশাসি ভাই। ভাল থাকবেন।

২৭| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: ২০ তম ভালোলাগা । দারুন লিখেছেন ভ্রাতা +++++++

ভালো থাকবেন সবসময় :)

১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আন্তরিক কৃতজ্ঞতা ভ্রাতা। সময়গুলো ভাল কাটুক।

২৮| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৩

অদৃশ্য বলেছেন:





কান্ডারী ভাই


দারুন বলেছেন... শেষটায় এসে চমৎকার এক ভালোলাগা শরীরে ছড়িয়ে পড়লো...


শুভকামনা...

১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

দু’ ঠোঁটের মাঝে আগুন পোড়া নিয়তির ধোঁয়া নিয়ে
জীবনত বেশ কেটে যায়; কারন
জীবনে হৃদয়ের যন্ত্রণাকে এই ব্যথার করুন তৃপ্তি দিয়েই
পরাভূত করা যায়; করতে হয়।

২৯| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৫

অদৃশ্য বলেছেন:





আপনার দুটি লিখা পড়বার সময় করতে পারিনি... অবশ্যই সময়করে পড়বো...

আমার একটু ব্যস্ততা যাচ্ছে...

শুভকামনা...

১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

শত ব্যাস্ততার মাঝে এই গরমে সুস্থ থাকুন এটাই কামনা করি।

৩০| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:২২

তন্দ্রা বিলাস বলেছেন: জীবনে হৃদয়ের যন্ত্রণাকে এই ব্যথার করুন তৃপ্তি দিয়েই
পরাভূত করা যায়; করতে হয়।

-ইস! আমি যদি আপনার মত কবিতা লিখতে পারতাম!!!!!

১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই কবিতা লিখা ভীষণ পেইন। না লেখাটাই ভাল।

৩১| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:০০

এহসান সাবির বলেছেন: চমৎকার। +++++
ভালোলাগা............!

১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা সাবির ভাই।

৩২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:১৪

আরজু পনি বলেছেন:

কবি, পাঠক দু'পক্ষই বড্ড দুঃখ বিলাসী :(

১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

দুঃখের মাঝেই কেন যেন বারবার ফিরে আসি। সুখি হওয়াটা এই জীবনে আর হয়ে ওঠা হলনা। দোয়া করি আল্লাহ আপনাকে এই দুঃখ থেকে যেন দূরে রাখেন।

৩৩| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: তবুত জীবনের জ্যামিতি মেলান কঠিন কোন উপপাদ্য,

-- তবুও তো / তবু তো জীবনের জ্যামিতি মেলানো কঠিন কোন উপপাদ্য,

সবার ব্যথাত আর একরকম নয়।

---- ব্যথা তো

প্রতিটি রাতে ব্যথার করুন তৃপ্তি নিয়ে,

--- করুণ ( দুঃখময় ) / করুন ( ক্রিয়া - কাজ টা করে রাখবেন কিংবা কবিতাটা সম্পূর্ণ শেষ করুন )

জীবনত বেশ কেটে যায়

-- জীবন তো

তারই সাথে হৃদয়ে কিযেন এক ব্যথা জাগে বিরল !

-- তারই সাথে হৃদয়ে কি যেন এক ব্যথা জাগে বিরল !


তবুত জীবনের অংক মেলান এক কঠিন সরল,

-- তবু তো / তবুও তো জীবনের অংক মেলানো এক কঠিন সরল,


========

জীবন এক ভুলে ভরা অংক বা জ্যামিতি তাই হোক -- বিষাদ বা বেদনার , হিসেব নিকেষের ধারাবাহিক বিবরণ কবিতা যথাযথ উপমা ছাড়া পাঠে ক্লান্তি আনে।

এটা মনে রাখলে লিখতে সুবিধা হবে।

শুভকামনা কাণ্ডারি ভাই ।

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অপর্ণা মন্ময়। আপনার মত একজন নিয়মিত পাঠক যার আছে তার সাহিত্য চর্চা নিয়ে কোন ভয় থাকার কারন নেই। আমি সেই সৌভাগ্য বানদের মাঝে একজন যে আপনাকে পাঠক হিসেবে পেয়েছি। আপনার কথা অনুযায়ী এগুলোকে বানান ভুল হিসেবে ধরা যাবেনা তবে আধুনিক কবিতার সুখ পাঠ্য হিসেবে আপনার ধরিয়ে দেয়া স্থানগুলো সম্পাদিত করা হল।

তবে যে কোন কবিতা কবির একান্ত ভাব ধারা থেকেই লিখিত হয়। সেখানে কবি তার ভাবের চেতনা থেকেই উপমার ব্যবাহার করে থাকেন। আমার এই বিক্ষিপ্ত মনের কবিতা আপনার পাঠে ক্লান্তি এনেছে দেখে আমি আন্তরিক ভাবে দুঃখিত। তবে এরপর থেকে চেষ্টা থাকবে যেন কবিতা পড়ে ক্লান্তি না আসে।

আমার নামটি কিন্তু কান্ডারী হবে।

ধন্যবাদ অনেক অনেক অনেক অপর্ণা মন্ময়।

৩৪| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:০২

অপর্ণা মম্ময় বলেছেন: পাঠকের তৃপ্তির ব্যাপার পরে আসে , আগে নিজের তৃপ্তি। মনে করবেন এগুলো পাঠক হিসেবেই আমার মতামত । সুযোগ পেয়েছি বলেই না একটু লেখার মাঝে নাক গলাই :P

সুখে থাকুন কাণ্ডারী ভাই।

১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

যাই লিখিনা কেন সেটা যদি পাঠক পড়ে কোন তৃপ্তিই না পেল তবে নিজের তৃপ্তি আসবেনা।

আমি সত্যি নিজেকে ভাগ্যবান বলেই মনে করি যে আপনাকে পাঠক হিসেবে পেয়েছি। একজন প্রকৃত সমালোচকই হলেন ভাল পাঠক। তাই আপনার কাছে আমার কৃতজ্ঞতা অনেক। এভাবে আমার সাথেই থাকবেন আশা করি। আমি আর যাই হোক নিজের লেখালিখির ভিত্তি মজবুত করে নিতে পারব আপনার এমন সাহায্য পেলে। আপনার এই রুচিবোধ আমাকে মুগ্ধ করে প্লিজ আপনার রুচিবোধ থেকে পিছপা হবেন না কখনও আশা করি।

শুধু নাক কেন সব কিছুই গলাবেন এখন হতে।

সুখ সেত আপেক্ষিক তবে আপনারা সুখে থাকলেই আমি সুখি। দোয়া করি আপেক্ষিক সুখ আপনার জীবনে প্রতিদিন থাকুক।

৩৫| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৪১

লাবনী আক্তার বলেছেন: যে ব্যথা আছে ওই পথের দারিদ্রতা ছাওয়া
নিশাচর প্রহরীদের মাঝে,
সে ব্যথা আছে কি এই জীবনের ঘাঁতে ?
জানি নেই; তবু আছে অন্য কোন ব্যথা,
অন্য কোন কারনে,
সবার ব্যথাতো আর একরকম নয়।
শুধু যে যার ব্যথা নিয়ে আছে
প্রতিটি রাতের নীরব সাক্ষী হয়ে
আমারই মত অন্য কোথাও –
অন্য কোন কারনে;
হৃদয়ে অশ্রু ঝরা সুর নিয়ে



বেশ লাগলো ভালো।

১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম ভাল লাগাটাও আপেক্ষিক। কারো কাছে ভাল লাগবে কারো কাছে নয়। সব কিছু মিলিয়ে সুখ দুঃখের ব্যথার করুন তৃপ্তি।

সুখে থাকুন জীবনের প্রতিটি ক্ষণে।

৩৬| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৮

মাক্স বলেছেন: সুন্দর কবিতা!

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মাক্স ভাই। আপনাকে অনেক দিন পর পর ব্লগে পাই। ভাল আছেন নিশ্চয়।

৩৭| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

নাছির84 বলেছেন: যে ব্যথা আছে ওই আকাশে ক্ষয়ে যাওয়া
পুরনো নক্ষত্রদের মাঝে,
যে ব্যথা আছে ওই পথের দারিদ্রতা ছাওয়া
নিশাচর প্রহরীদের মাঝে,
সে ব্যথা আছে কি এই জীবনের ঘাঁতে ? ...................আমার জীবনের চরম সত্য কিছু বাক্য...কিভাবে খুঁজে পেলেন কান্ডারী অথর্ব ?

ভাল লেগেছে বললে হয়তো খুশি হবেন। কিন্তু খারাপ লেগেছে বললে রাগ করবেন না। কারণ তার কাড়িগর তো আপনি !!!!!!!!

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি খারাপ বললেই বরং খুসি হব কারন এতে করে নিজের ভুলগুলো শিখে নেয়া যায়। আর দুঃখ এমনই হয় তাই হয়ত আপনার সাথে আমার ভাবনাগুলো মিলে গেছে। ধন্যবাদ ও শুভকামনা ভাই।

৩৮| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক যে পোহাল এই ধরণীর রাত,
তবু এই জীবনের নেই কোন প্রভাত।


কবিতায় ভাললাগা।

+++++

২৮ শে জুন, ২০১৩ ভোর ৪:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.