![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
সূচনা পর্যায়
আপনিই বলুন পৃথিবীর কষ্টে কেঁদে;
প্রেমের অর্থ আজ আদমজাত
কি পেতেছে ?
আপনিই বলুন পৃথিবীর আনন্দে হেঁসে;
ভালোবাসার অর্থ আজ আদমজাত
কি পেতেছে ?
আপনি বললে,
কোথাকার জল কোথায় যেয়ে গড়াবে,
তার খোঁজে আমি হবো সর্বহারা;
অবুঝ হৃদয়ে অবশান্ত।
আপনি বললে,
প্রেমের বর্তমান অশ্লীলতায় করবো
শুকনো মাটিতে পুকুর চুরি;
হৃদয় তারপর হবে একাই ক্লান্ত।
আমি বললে;
আমি বলি,
আপনার হৃদয় আমার হৃদয়ের মতো
এতটা ব্যাকুল নয় স্বর্গের প্রেমের তৃষ্ণায়;
আপনিতো পৃথিবীর নতুন প্রেম চেয়েই বৃক্ষজ,
ও আমার প্রানের কৌমুদী প্রিয়তমা।
শেষ পর্যায়
আপনি এ কি হিসেবে শর্ত জুড়ে দিলেন !
আমিতো সবে নিয়তির অধর চুমে এলেম;
প্রেম সেতো দূরের যাত্রায় শনি।
এখনই এভাবে যদি শর্ত জুড়ে দেন,
আমি তার ওয়াদা নেভাবো কি করে ?
বলুন আমার কৌমুদী প্রিয়তমা।
ওই দূরে যেখানে ভোর হতেছে সেখানে,
লাল নিশানা উড়াতেছে সবে সূর্য;
আর আপনি এতো ভোরেই চলে এলেন,
পবিত্র বাতাসের প্রহসনে জঘন্য কালিমা শরীরে মেখে,
আমার শয়নের পাশেই বসে; হৃদয়ের
শুকনো স্বপ্নগুলো বিকিয়ে প্রেমের শর্ত প্রদানে।
অভিশপ্ত আদমজাতের প্রেমেও যদি থাকে শর্ত,
সাদা দলিলে স্বাক্ষর করেই যদি প্রেম হয় নত;
আমি তবে কখনো পৃথিবীর বয়সে,
চাইনে সে প্রেম; কোন আবেগিত উষ্ণ অনুরাগে
অযথাই; আবারো ভেবে দেখুন আমার কৌমুদী প্রিয়তমা।
উৎসর্গঃ আমার প্রানপ্রিয়া স্ত্রী রেশমিকে।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার মুগ্ধতায় আমার শ্রদ্ধা রইল প্রিয় খেয়া ঘাট।
২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:০০
লেখোয়াড় বলেছেন:
প্রথম ছবিটা ভাল লাগল।
ভাললাগা জানিয়ে গেলাম।
কবিতা নিয়ে কাল কথা বলবো।
ততক্ষণ ভাল থাকেন।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ছবি দেয়া বদঅভ্যাস হয়ে গেছে। তবে কবিতার সমালোচনার জন্য কাল পর্যন্ত অপেক্ষায় রইলাম।
৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৬
সীমাবেস্ট বলেছেন: অভিশপ্ত আদমজাতের প্রেমেও যদি থাকে শর্ত,
সাদা দলিলে স্বাক্ষর করেই যদি প্রেম হয় নত;
আমি তবে কখনো পৃথিবীর বয়সে,
চাইনে সে প্রেম; কোন আবেগিত উষ্ণ অনুরাগ - চমৎকার একটি কবিতা । চলতে থাক++
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
দোয়া করবেন চলবে ইনশাল্লাহ। ভালো থাকুন জীবনের প্রতিটি যাপিত ভুবনে।
৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭
মামুন রশিদ বলেছেন: অভিশপ্ত আদমজাতের প্রেমেও যদি থাকে শর্ত,
সাদা দলিলে স্বাক্ষর করেই যদি প্রেম হয় নত;
আমি তবে কখনো পৃথিবীর বয়সে,
চাইনে সে প্রেম; কোন আবেগিত উষ্ণ অনুরাগে
অযথাই; আবারো ভেবে দেখুন আমার কৌমুদী প্রিয়তমা।
দারুণ! চমৎকার!
সূচনা এবং শেষ পর্যায় দুটোই অসাধারণ । যদিও আমি 'শেষ পর্যায়' শব্দটার সাথে একমত নই । সঠিক শব্দ হবে 'আজীবন চলমান'
উৎসর্গ পুরোটাই স্বজনপ্রীতি
রেশমি ভাবী আর প্রিয় কান্ডারী ভাইয়ের জন্য শুভকামনা
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই আজীবন চলমান এই বিষয়ে কোন দ্বিমত নেই। তাইতো এটাকেই জীবনের শেষ বলে মেনে নেয়া।
ভালোবাসা একজনের প্রতিই তাই স্বজনপ্রীতি একটু করতেই হলো।
দোয়া করি আপনি ও ভাবিও যেন প্রেমের বন্ধনে এভাবেই চিরদিন বাঁধা থাকেন।
৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: কৌমুদী শব্দের অর্থ কি?
সূচনা পর্যায় বেশ লাগছে
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা সীমাহীন মাসুম ভাই।
কৌমুদী শব্দের অর্থ নীচে মামুন ভাই বিশ্লেষণ করে দিয়েছেন। ভালো থাকুন জীবনে প্রেমের আবেশে।
৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৫
মামুন রশিদ বলেছেন: 'কৌমুদী' শব্দটার দ্বিতীয়বারের মত ব্যবহার দেখলাম ।
এর আগে 'অপর্ণা মম্ময়' এর কবিতা পড়েছিলাম 'কৌমুদী তৃষ্ণায়' ।
আর আপনার কবিতা পড়লাম 'কৌমুদী প্রিয়তমা' ।
কৌতুহলে বাংলা অভিধান মেলে ধরলাম ।
'কৌমুদী' > জোৎস্না, চন্দ্রকিরণ ।
কৌমুদিপতি > চন্দ্র, শশান্ক (দুজনেই ইতিহাসের বিজয়ী নৃপতি )
আপনার 'কৌমুদী প্রিয়তমা'র ভালোবাসায় আপনি কৌমুদিপতি হোন ।
শুভ কামনা
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ মামুন ভাই কৌমুদী শব্দটির আভিধানিক বিশ্লেষণ করে দেয়াতে।
হ্যাঁ কিছুদিন আগে ব্লগার অপর্ণা মন্ময় একটি পোস্ট দিয়েছিলেন "কৌমুদী তৃষ্ণায়" শিরোনামে।
আর আমি এই কবিতাটি লিখেছিলাম তখন আমি সদ্য কলেজে পড়ি। যাকে নিয়ে লিখেছিলাম সেই রেশমিকে তাই আজ উৎসর্গ করে কবিতাটি প্রকাশ করলাম।
কৃতজ্ঞতা জানবেন মামুন ভাই।
৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৭
পেন্সিল চোর বলেছেন: প্রথম অংশটা বেসি সুন্দর ভাইয়া
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
নিন তবে প্রথম অংশটা আবার দিয়ে দিলাম এখানে
আপনিই বলুন পৃথিবীর কষ্টে কেঁদে;
প্রেমের অর্থ আজ আদমজাত
কি পেতেছে ?
আপনিই বলুন পৃথিবীর আনন্দে হেঁসে;
ভালোবাসার অর্থ আজ আদমজাত
কি পেতেছে ?
আপনি বললে,
কোথাকার জল কোথায় যেয়ে গড়াবে,
তার খোঁজে আমি হবো সর্বহারা;
অবুঝ হৃদয়ে অবশান্ত।
আপনি বললে,
প্রেমের বর্তমান অশ্লীলতায় করবো
শুকনো মাটিতে পুকুর চুরি;
হৃদয় তারপর হবে একাই ক্লান্ত।
আমি বললে;
আমি বলি,
আপনার হৃদয় আমার হৃদয়ের মতো
এতটা ব্যাকুল নয় স্বর্গের প্রেমের তৃষ্ণায়;
আপনিতো পৃথিবীর নতুন প্রেম চেয়েই বৃক্ষজ,
ও আমার প্রানের কৌমুদী প্রিয়তমা।
৮| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮
বাংলার হাসান বলেছেন: দারুন
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
হাসান ভাইকে ইদানীং কম দেখা যায় কেন ?
৯| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫
অনাহূত বলেছেন: মন্তব্য পড়ে বুঝলাম, অনেক আগের লিখা কবিতা তাহলে। কবিতা ভালো লেগেছে। শুভেচ্ছা আপনাদের।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই অনেক আগেতো বটেই তখন মাত্র কলেজের পড়া শুরু করেছিলাম যতদূর মনে পরে।
পাঠে কৃতজ্ঞতা রইল অনেক অনেক অনেক।
আপনিও সুখি হোন ভালোবেসে।
১০| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার কবিতা।
মামুন রশিদ বলেছেন , আপনার 'কৌমুদী প্রিয়তমা'র ভালোবাসায় আপনি কৌমুদিপতি হোন ।
আমিও একমত জানালাম।
অভিশপ্ত আদমজাতের প্রেমেও যদি থাকে শর্ত,
সাদা দলিলে স্বাক্ষর করেই যদি প্রেম হয় নত;
আমি তবে কখনো পৃথিবীর বয়সে,
চাইনে সে প্রেম; কোন আবেগিত উষ্ণ অনুরাগে
অযথাই; আবারো ভেবে দেখুন আমার কৌমুদী প্রিয়তমা।
++++
অ.ট :- ইহা একটি বিরিয়ানী পোষ্ট।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
হবেনা ইহা আমার বিরুদ্ধে বিরিয়ানি মূলক ষড়যন্ত্র।
১১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার কবিতা। কবিতার সাথে সাথে উৎসর্গে ভালোলাগা
অঃটঃ তাইলে হাজির বিরানী কবে খাইতেছি ??
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
আচ্ছা বিরিয়ানি খাওয়ার জন্য তাহলে আমার সাথে এই ষড়যন্ত্র করলেন। বিরিয়ানিতো আপনি খাওয়াবেন শেরওয়ানী পরিধান করে।
১২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনাকে নয়, অভিনন্দন জানাব মিসেস কান্ডারী অথর্বকে। এমন একজন জীবনসঙ্গী পেয়েছেন, তিনি নিশ্চয়ই ভাগ্যবতী।
এরকম প্রচণ্ড আবেগে বাঁচুন। সারাজীবন। আপনাদের জন্য শুভকামনা রইল।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোবাসা জানবেন প্রোফেসর শঙ্কু । অভিনন্দন আমার স্ত্রীর কাছে পৌঁছে দিলাম। সত্যি আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি।
১৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ২:৪২
টুম্পা মনি বলেছেন: আপনার স্ত্রী ভাগ্যবতী যে এমন স্বামী পেয়েছেন যে তাকে নিয়ে এত অসাধারণ কাব্য রচনা করে। সত্যিই মুগ্ধকর, মোহনীয়। আজ দু টো অসাধারণ কবিতা পড়লাম। মনে দাগ কেটে থাকবে লেখাগুলো। শুভকামনা হে কবি।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
বরং আমিই ভাগ্যবান যে এমন স্ত্রী পেয়েছি।
সুন্দর মন্তব্যে একরাশ ভালো লাগা রইল।
দুটো অসাধারন কবিতার আরেকটি কোনটা জানাবেন কি ? তাহলে আমিও পড়ে মুগ্ধ হতাম।
আপু প্লিজ আমাকে কবি বলে কবিদের অপমান করবেন না। লিখি নিজের খেয়ালে, আমিতো কবি নই।
১৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ২:৫০
টুম্পা মনি বলেছেন: ''আপু প্লিজ আমাকে কবি বলে কবিদের অপমান করবেন না। লিখি নিজের খেয়ালে, আমিতো কবি নই।''
আপনার উদারতা এবং মহানুভবতা।
আরেকটা ব্লগার লেখোয়াড়ের কবিতা।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
নন্দিতার অন্তর্বাসে রক্তদাগ - ব্লগার লেখোয়াড়
পুরনো ইতিহাস ফিরে এলো মর্তলোকে,
আড়মোড়া ভাঙল মোহান্ধ অসুর, নারীর
রমণীয় ভাষা হলো দুরূহ।
লাবণ্য ছড়িয়ে যে তুমি হেঁটে এসেছিলে
সর্বাঙ্গে নীল ক্ষত-তপ্ত,
লাল লাভা নিযে কাটিয়েছিলে রঙিন গুহায়
ফুলেদের রক্তস্রাব মেখে, বুঝিনি সর্বনাশা,
আগুন জ্বেলেছিলে, জ্বালিয়েছিলে।
সত্যি চমৎকার একটি কবিতা লিখেছেন লেখোয়াড় ভাই।
কৃতজ্ঞতা জানবেন আপু। ভালো থাকুন জীবনের চাওয়া পাওয়া গুলো নিয়ে।
১৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: কালকে পড়ুম গুরু ! আজকে নিজের গল্প লিখতে লিখতে সব সময় শেষ !
২৩ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
যেয়ে দেখো তোমার গল্পে কি মন্তব্য করেছি আমিও
১৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৭
মিজানুর রহমান মিলন বলেছেন: খুবই ভাল লাগলো । ভাল লাগা দিলাম।
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
মিলন ভাই ভালো লাগা বুঝে পেলাম। কৃতজ্ঞতা জানবেন।
১৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাবিকে পোষ্ট উৎসর্গ করলেন!! ভাবি কি ব্লগে নিক খুলছে নি??
জাউজ্ঞা!!! কবিতা কইলাম ভালাই লাগছে!!
আপনি তো চির প্রেমিক, চির প্রেমিকরা গল্পের চাইতে কবিতাই ভালো লিখে! আপনি দীর্ঘ প্রেমজীবি হন! এই শুভকামনার সাথে ভাবির নিক খুলার জন্য অভিনন্দন!
আরমান আর স্বপ্নবাজরে কইলাম চিনায়া দিয়েন, নইলে অহেতুক কবিতা শুনিয়ে ভাবিকে অহেতুক বিড়ম্বনায় ফেলবে। হাহাহাহাহা
(@আরমান আর অভিঃ এটা কোনভাবেই অন্যভাবে দেখবে না, এটা দোয়া ও প্রসংশা!)
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাবির নিক কওন যাইত না। এইটা গোপনীয়।
হয়ত ছ্যাকা খাইলে, প্রেমিক না হইলে ভালো গল্প লিখতে পারতাম। আফসোস !!!
আমিত প্রেমে পরিনি, প্রেম আমার উপরে পরেছে।
আরমান আর অভির জন্যই গোপন রাখা। ওদের একটু পরখ করে দেখা দরকার কতটা কবিতা শুনানতে এক্সপার্ট হয়েছে।
১৮| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই সেটাই !
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
সাবধান থাইক অভি। আর আরমানরেও সাবধান কইরা দিও।
১৯| ২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৭
মাহমুদ০০৭ বলেছেন: মুগ্ধতা !
ভাবি কেমন মুগ্ধ হয়েছিল তা সহজেই অনুমান করতে পারছি ।
ভাল থাকবেন ভাই
++++++++++++
ভাবিকে আমার শুভেচ্ছা ও সালয়াম পৌঁছে দেবেন ।
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিনগুলো যেন বার বার ফিরে ফিরে আসে। মন্তব্য মনটা ভরে গেলো।
পৌঁছে দেয়া হলো।
জগতের সকল আনন্দ আপনার জন্য রইল।
২০| ২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালো লাগলো ভাইয়া।
+++++++++++++++++++++++++
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এত্ত প্লাস খুশি হলাম পথিক ভাইয়া।
২১| ২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: আহা ! দুরন্ত আর দুর্দান্ত !
@ভাবীঃ কয়জনের কপালে জুটে এমন কবিতা উৎসর্গে পাবার !
অ.ট :- ইহা একটি বিরিয়ানী পোষ্ট।
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার স্ত্রীর কপালে জুটেছে এতেই আমি ব্যাপক খুশি।
এতো বিরিয়ানি বিরিয়ানি কইরনা। এর বেশি বিরিয়ানি বিরিয়ানি করলে কিন্তু আমি আর খেলুম না কয়া দিলাম।
২২| ২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৩
আরজু পনি বলেছেন:
কবিতার শিরোনাম, প্রথম ছবি দারুণ !
কবিতায় "আপনি" সম্বোধন অসাধারণ লাগলো...নতুনত্ব আছে ।
সবটা মিলিয়ে চমৎকার।।
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আশা জাগল নতুন করে কবিতা লেখায় মনোনিবেশ করার। ভালো থাকুন সুস্থ থাকুন। পরিবারের সাথে সুন্দর সময় কাটুক।
২৩| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩০
লাবনী আক্তার বলেছেন: অভিশপ্ত আদমজাতের প্রেমেও যদি থাকে শর্ত,
সাদা দলিলে স্বাক্ষর করেই যদি প্রেম হয় নত;
আমি তবে কখনো পৃথিবীর বয়সে,
চাইনে সে প্রেম; কোন আবেগিত উষ্ণ অনুরাগে
অযথাই; আবারো ভেবে দেখুন আমার কৌমুদী প্রিয়তমা।
বেশ লাগল ভালো।
ভাইয়া- ভাবির জন্য শুভ কামনা রইল।
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাবির কাছে পৌঁছে গেলো শুভ কামনা। আল্লাহ আপনার ভালো করুন।
২৪| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪
অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাই
অনেক সুন্দর হয়েছে লিখাটি... খুবই তৃপ্তি পেলাম লিখাদু'টি পড়ে...
শুভকামনা রইলো...
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
তৃপ্তিতে আমার চির কৃতজ্ঞতা রইল।
অদৃশ্য সত্ত্বা নিয়ে যেন সুখ নিদ্রা হয় প্রতিটি রাতে, শুভ কামনা রইল।
২৫| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৭
সিয়ন খান বলেছেন: খুব ভাল লাগলো ++++
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
সিয়ন ভাই আছেন কেমন ?
২৬| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২০
অপর্ণা মম্ময় বলেছেন: বুঝলাম , ভাবীকে সূচনা পর্যায়ে ' আপনি ' করেই বলতেন। পুরাই ভালুবাসার ছড়াছড়ি ! ভাবীকে জানাইছেন এই কবিতা উৎসর্গ করছেন তাকে ?
অফ টপিক -- বিরিয়ানি পোস্টে আমার নামটাও লেইখেন।
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈশ !!! ভুল হয়া গেছে যারে পোস্ট উৎসর্গ করছি তারেতো বলাই হয় নাই। থাইক ব্লগ ঘুরে ফিরে শেষে জেনেই যাবে যে আমি তাকে কবিতা উৎসর্গ করছি। এইটা সারপ্রাইজ থাকল তার জন্য।
বুঝলাম না পোস্টে কোথাও বিরিয়ানি কথাটা লেখা নাই, তারপরেও সবাই এরাম বিরিয়ানি বিরিয়ানি করতাছে কেন এই রোজার দিনে
২৭| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৪
আমিনুর রহমান বলেছেন:
ইহা একটি বিরিয়ানী পোষ্ট।
আজকে কি ইফতারের পরে হচ্ছে !!!
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
হায় হায় আমিন ভাই আপনিও বিরিয়ানি খাইতে চাইতাছেন ঘটনা কি একটু খুইলা কইবেন
২৮| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৭
মোঃ ইসহাক খান বলেছেন: একটু প্রাচীনতার ছাপ আনতে পেরেছেন। ভালোলাগা জানবেন।
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ইদানীং কবিতা লিখলে কেমন যেন আধুনিকতা চলে আসে কবিতায় প্রাণ খুঁজে পাইনা তাই আগের একটি কবিতা প্রকাশ করলাম অতীতকে খুঁজে পেতেই।
আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগল।
২৯| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুণ কান্ডারি ভাই!!
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
যাক বাঁচলাম সবাই যেভাবে বিরিয়ানির পেছনে লেগেছে আপনি অন্তত তেমন দাবি তুলেন নাই।
৩০| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৭
না পারভীন বলেছেন: জটিল , ১৭ তম ++
আচ্ছা ভাবী আমার লেখা গল্পটা পড়েছে ?
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
পাগল নাকি আমি যে ওই গল্প তাকে পড়তে দেব শেষে আমার সিগারেট খাওয়ার উপর করা নিষেধাজ্ঞা আসুক এমন বোকা আমি নই
তবে উনি নিজে নিজে ব্লগ ঘুরে পড়ে থাকতে পারেন এমনকি হয়ত পড়েছেনও নিশ্চিত।
৩১| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮
না পারভীন বলেছেন: তাইলে আমি যা সন্দেহ করেছি তা মিথ্যা না । এত কষ্ট করে পরীক্ষার মাঝখানে গল্প লিখলাম ____ ভাবীজান আপ্নে কই ?
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এই কবিতা আবৃত্তি করা ছাড়া দেখছি এখন আর অন্য কোন উপায় নাই।
সিগারেট - সুকান্ত ভট্টাচার্য
আমরা সিগারেট।
তোমরা আমাদের বাঁচতে দাও না কেন?
আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে?
কেন এত স্বল্প-স্থায়ী আমাদের আয়ু?
মানবতার কোন্ দোহাই তোমরা পাড়বে?
আমাদের দাম বড় কম এই পৃথিবীতে।
তাই কি তোমরা আমাদের শোষণ করো?
বিলাসের সামগ্রী হিসাবে ফেলো পুড়িয়ে?
তোমাদের শোষণের টানে আমরা ছাই হই:
তোমরা নিবিড় হও আরামের উত্তাপে।
তোমাদের আরামঃ আমাদের মৃত্যু।
এমনি ক’রে চলবে আর কত কাল?
আর কতকাল আমরা এমনি নিঃশব্দে ডাকব
আয়ু-হরণকারী তিল তিল অপঘাতকে?
দিন আর রাত্রি – রাত্রি আর দিন;
তোমরা আমাদের শোষণ করছ সর্বক্ষণ–
আমাদের বিশ্রাম নেই, মজুরি নেই–
নেই কোনো অল্প-মাত্রার ছুটি।
তাই, আর নয়;
আর আমরা বন্দী থাকব না
কৌটোয় আর প্যাকেটে;
আঙুলে আর পকেটে
সোনা-বাঁধানো ‘কেসে’ আমাদের নিঃশ্বাস হবে না রুদ্ধ।
আমরা বেরিয়ে পড়ব,
সবাই একজোটে, একত্রে–
তারপর তোমাদের অসতর্ক মুহূর্তে
জ্বলন্ত আমরা ছিট্কে পড়ব তোমাদের হাত থেকে
বিছানায় অথবা কাপড়ে;
নিঃশব্দে হঠাৎ জ্বলে উঠে
বাড়িসুদ্ধ পুড়িয়ে মারব তোমাদের
যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল।।
৩২| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪
রাইসুল নয়ন বলেছেন:
কবিতা যে অসাধারণ তা পূর্বে কমেন্ট করা সকল সম্মানিত ব্লগারগণ বলেছে।
আমার একটা দাবী ভাই
আমার মাথায় একটু ফু দিয়া দেন, আমি যেন আপনার মতো ভালো স্বামী হইতে পারি
আমারে বিয়া করান,আমিও আপনার মতো লিখতে চাই
অ টঃ বিরিয়ানির আয়োজন তাইলে শুক্রবারেই করেন।
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
আরমানে সব ফু কয় দিনের জন্য ধার নিয়া গেছে ওর কাজ শেষ হইলে আগে ফু ফেরত দিবে তারপর তোমাকে ধার দিব।
আজকে যদি আমি একা একা বিরিয়ানি না খাইছি তাইলে আর কইলাম কি
৩৩| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: এখনই এভাবে যদি শর্ত জুড়ে দেন,
আমি তার ওয়াদা নেভাবো কি করে ?
বলুন আমার কৌমুদী প্রিয়তমা।
সুন্দর । ভাল লাগলো্
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
বড় ভাই আপনার ভাল লাগাতে আমার সার্থকতা ।
৩৪| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯
জুন বলেছেন: অনেক ভালোলাগলো বিশেষ করে প্রথম কবিতাটি।
উতসর্গটিও সঠিক জায়গায় করেছেন।
ভালোলাগলো দেখে
+
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
জুন আপু আপনার মন্তব্য পেয়ে খুব খুব খুব খুশি হলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দোয়া রইল।
৩৫| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫
একজন আরমান বলেছেন:
কা_ভা ভাইয়ের কথায় কেমন যেন রহস্যের গন্ধ পেলাম।
তা বিরিয়ানি কবে খাচ্ছি?
কবিতার স্টাইল টা ভালো লেগেছে বেশি।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এতো রহস্য খুঁজে লাভ নেই আরমান। কা_ভা ভাই যা বলেছে স্পষ্ট বলেছে।
বিরিয়ানি খাইবা এতে কোন সমস্যা নাই।
কবিতার স্টাইল খালি ভালো লাগল কবিতা না
৩৬| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা দারুন লেগেছে।
কবিতা সময়কাল না, সব সময়ই নতুন থাকে।
আপনাদের শুভকামনা।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আপনার এই কথাটি ভীষণ ভাবে ভালো লেগেছে। যতদিন লেখালিখি চলবে আপনার কথাটি মনে থাকবে।
কবিতা সময়কাল না, সব সময়ই নতুন থাকে।
৩৭| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৮
অবচেতনমন বলেছেন: কৌমুদী প্রিয়তমা
হুম বুঝতে পারলাম বেশ
ভালো থেকো সবসময় আগামী দিনগুলোতে
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার জন্য দোয়া রইল যেন সুখ আপনার পিছু কখনো না ছাড়ে।
৩৮| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮
শায়মা বলেছেন: কবিতা সুন্দর তবে কমেন্টগুলো পড়ে বেশী মজা পেয়েছি!
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কমেন্টে প্লাস রইল আপনার ও সবার জন্য।
৩৯| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫
সোমহেপি বলেছেন: ধরনটা ভালো সেই সাথে কবিতাও। হেঁসে=হেসে
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভুলে মিস্টেক হয়ে গেছে সরি।
৪০| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩০
খাটাস বলেছেন: কাণ্ডারি ভাই এর পোস্ট পড়তে মহা উৎসাহে আসলাম, যদি ও কবিতা কিছুই বুঝি না, তাই বুঝলাম ও না। :#> তাই কবিতা অভিজ্ঞ দের আলোচনায় বুঝলাম ভাল হয়েছে। ছাগলের তিন নাম্বার বাচ্চার মত একটা প্লাস দিয়ে পোস্টে প্রেজেন্ট দিলাম।
ভাল থাকবেন ভায়া।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার উৎসাহ আমাকে আপ্লুত করল। আর অবশ্যই আপনাকে আমার ব্লগে পেয়ে খুশির সীমা রইলনা।
প্লাসে কৃতজ্ঞতা রইল।
৪১| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: মামুন রশিদ ভাই বলেছেন -
আপনার 'কৌমুদী প্রিয়তমা'র ভালোবাসায় আপনি কৌমুদিপতি হোন।
আমি আর কি বলবো !!!!
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার কথা এই অধম বুঝে নিয়েছে ভাই।
৪২| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৮
রাইসুল নয়ন বলেছেন:
ভাই!
কতদিন বিরিয়ানি খাইনা
শুক্রবার ই তাহলে ফিক্সড?
একলা আপনি খাইতে পারবেন না,আমাগো জন্য মন কানবে দেইখেন!!!
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এটাইত বড় সমস্যা তোমাদের ছাড়া একলা কিছু পারিনারে ভাই।
ওকে বিরিয়ানি যদি খাওয়া হয় তোমারে অবশ্যই জানাব।
৪৩| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার, চমৎকার ||
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ মুন মন্তব্যে ও সাথে থেকে অনুপ্রেরনা দেয়ায়।
৪৪| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
বোকামন বলেছেন:
আমি তবে কখনো পৃথিবীর বয়সে,
চাইনে সে প্রেম; কোন আবেগিত উষ্ণ অনুরাগে
চমৎকার সুন্দর একটি কবিতায় লাইন দুটো সার্থক করেছে পুরো কবিতার ভাব-বিন্যাস কে। ভীষণ ভালো লাগলো- উৎসর্গ
দোয়া করি-জগতের এপাড় এবং ওপাড়ে সর্বত্র আপনাদের এই ভালোলাগা- ভালোবাসা চিরসবুজ থাকুক। সবসময় ভালো থাকুন আপনি ও আপনার পরিবার। রমজানের বরকতময় সময়ে, আপনার অচেনা শুভাকাঙ্ক্ষী বোকামন দোয়া-প্রার্থী রইলো ।।
ধন্যবাদ।।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অচেনা কেন বলছেন ভাই। আপনি আমার খুবই প্রিয় একজন পরিচিত ব্লগার ও বন্ধু।
আমার ভালোবাসা আপনার প্রতি চিরদিনের।
৪৫| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অভিশপ্ত আদমজাতের প্রেমেও যদি থাকে শর্ত,
সাদা দলিলে স্বাক্ষর করেই যদি প্রেম হয় নত;
আমি তবে কখনো পৃথিবীর বয়সে,
চাইনে সে প্রেম; কোন আবেগিত উষ্ণ অনুরাগে
অযথাই; আবারো ভেবে দেখুন আমার কৌমুদী প্রিয়তমা।
অপূর্ব। দারুন কবিতা।
আপনার ও ভাবীর সুন্দর সুখী জীবনের কামনা করছি।ভালো থাকবেন।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার জন্য রইল একরাশ কৃষ্ণচূড়ার ফুলেল শুভেচ্ছা।
৪৬| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
সোনালী ডানার চিল বলেছেন:
খুব মুগ্ধকর প্রেমবৃত্তান্তে মোহিত হলাম।
চমৎকার যুগল কবিতা ব্রো!!
রেশমি ভাবীর জন্য শুভেচ্ছা.............
(আশিকুজ্জামান টুলুর ঐ গানটা মনে পড়ে গেলো 'রেশমি জোছনায় এ মন যে তোমাকে চাই'; শুনেছেন নিশ্চয়!!)।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার মুগ্ধতায় আমার কৃতজ্ঞতা ভাই। শুভেচ্ছা পৌঁছে দিলাম।
শুনব না মানে আবার এই গান একসময় ক্রেজ ছিলো। খুব গাইতাম। ধন্যবাদ অনেক সুন্দর একটি গান মনে করিয়ে দেয়ার জন্য।
৪৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৯
নূর আদনান বলেছেন: ভাই কিছুটা মাথার ওপড় দিয়া গেল (পুরাটা না )
বিজ্ঞ কবিদের কথা কি আর এই অধম বুঝতে পাড়ে ! তারওপড় আবার "মনের দহনে লেখা কবিতা "
তবে ভাল লগলো
ভাল থাকবেন ভাই
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা যদি বোধগম্যই না হল তাহলে আর কবিতা লেখার সার্থকতা কোথায় ?
আমি আসলে ঠিক কবিতা লিখি না সবই মনের দহন থেকে লেখা আমার কিছু অনুভুতি শেয়ার করা মাত্র।
তারপরেও যে ভালো লেগেছে তাতেই আমি খুশি।
৪৮| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৫
এহসান সাবির বলেছেন: চমৎকার! চমৎকার! চমৎকার!
ভালো লাগা.....!! ++++++++++
ভাবি কে আমার সালাম, শুভেচ্ছা।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার সাথে দেখা করা জরুরী। গল্পটা প্রায় শেষ তবে কিছু জায়গায় আবার আপনার কাহিনী শুনতে হবে।
৪৯| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৮
তারছেড়া লিমন বলেছেন: ভাই একখান কামের কাম করছেন আগে সংসার পরে অন্যকিছু .........এইটুকু উৎসর্গ এর জন্য।।।
কবিতায় কিচ্ছু বলার নাই শব্দ চয়ন থেকে শুরু করে সব অসাধারন ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
লিমন ভাই ধন্যবাদে ++++++++++++++++++++++++++++
এর বেশী আর কিছু আমারও যে ভাই বলার নাই।
৫০| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:০২
একজন আরমান বলেছেন:
আপনার কবিতা আমার খারাপ লাগে কখনো? :-< :-<
তবে এই কবিতায় নতুন একটা স্টাইল লক্ষ করেছি তাই উল্লেখ করেছি।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে গাধা আমি কি ছাইপাস লিখি হুদাই এতো আমার প্রশংসা করিস।
৫১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:২০
রেজোওয়ানা বলেছেন: বেশ মনে হলো শের' পড়ছি!
উৎসর্গে পাঁচ তারা দিলাম
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা আপু উৎসর্গের পাঁচ তারা বুঝে পেলাম।
৫২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:০৫
রোমেন রুমি বলেছেন: বাহ!
ভীষণ ভাল লাগা ।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভীষণ খুশি হলাম রুমি ভাই। ভালো থাকুন প্রেম ময় জীবন নিয়ে।
৫৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুব ভালো লিখছিস রে । ভাবীকে দারুণ গিফট দিলি ! ++++++++++++++++++++
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম সেইতো আমার কৌমুদী। প্লাসে কৃতজ্ঞতা অনেক অনেক।
৫৪| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৫
সিয়ন খান বলেছেন: ভাল আছি ভাই। আপনি কেমন আছেন?
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
এইতো আছি কৌমুদীর ভালোবাসায়
৫৫| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৬
সমুদ্র কন্যা বলেছেন: প্রিয়তমাকে কেউ আবার আপনি আপনি বলে নাকি? সেতো মুঘল আমলে বলতো
কবিতা দুটো খুব সুন্দর হয়েছে। ভাল লাগা রইল।
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এটাতো মুঘল আমলেই লেখা কবিতা আপু
আপনার মন্তব্যে লেখার প্রেরণা পেলাম। ভাল থাকুন আপনি ও আপনার পরিবার ভালোবাসার বন্ধনে চির সবুজ থেকে।
৫৬| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০১
আমি ময়ূরাক্ষী বলেছেন: অভিশপ্ত আদমজাতের প্রেমেও যদি থাকে শর্ত,
সাদা দলিলে স্বাক্ষর করেই যদি প্রেম হয় নত;
আমি তবে কখনো পৃথিবীর বয়সে,
চাইনে সে প্রেম; কোন আবেগিত উষ্ণ অনুরাগে
অযথাই; আবারো ভেবে দেখুন আমার কৌমুদী প্রিয়তমা।
ভেবে দেখুক কৌমুদী প্রিয়তমা।
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কৌমুদী প্রিয়তমা ভাবতে ভাবতে এখন আমার ঘরেই চলে এসেছে।
৫৭| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯
রাইসুল নয়ন বলেছেন:
কবিতা যতবারই পড়ি ততবারই মুগ্ধ হই!!
অ ট- আমি সাধু মানুষ। মাছ,মাংষ খাই না!
বিরিয়ানি খাবো কি করে?
আমার জন্য ভাত এবং সবজি আর বোরহানি আর মিষ্টি আর রং চা আর(?)নাহ থাক, সাধু সন্ন্যাসীদের চাহিদা কম!!!
২৫ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
৫৮| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
নাজিম-উদ-দৌলা বলেছেন: দেরিতে পড়ায় দুঃখিত ভাই। কবিতা অনেক ভাল লাগছে দুইটা পর্যায়ই।
উৎসর্গে অনেক গুলা প্লাস! ++++++++++++
ভাবীরে আমার সালাম পোউছায় দিয়েন।
২৫ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই দেরীতে পড়লে কি পোস্ট পুরান হয়ে যাবে। পড়েছেন কষ্ট করে তাতেই আমি কৃতজ্ঞ থাকব।
প্লাসে খুব খুশি হলাম।
সালাম পৌঁছে দিলাম। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।
৫৯| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮
আমি ইহতিব বলেছেন: ভাগ্যবান কৌমুদী প্রিয়তমা আপনার। কবিতাদুটো অনেক ভালো লাগলো ভাইয়া। আপনাদের সুন্দর ও স্বর্গীয় ভালোবাসার প্রতি অনেক অনেক শুভ কামনা থাকলো। বুড়োবুড়ি হলেও যেন দুজনের এই ভালোবাসা একইরকম থাকে এই দোয়া করি।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
এখনিতো বুড়োবুড়ি হয়েগেছি। আরও বুড়ো হতে হবে
৬০| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭
রাইসুল নয়ন বলেছেন:
স্নিগ্ধ শোভন অনেক দুষ্ট!!!
লিংক দিলো, বলল বিরিয়ানি খাইলে এখানে যান, এসে দেখি ভাই আপনার পোস্ট!!!
আমার কোন দোষ নাই!!!
লিংক দিলো শোভন
২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
৬১| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১১
প্রিয়ভাষিণী বলেছেন: আচ্ছা! রেশমী তবে আপনার স্ত্রী।জেনে ভালো লাগলো।
পুরনোধাচের কবিতা পড়ে মজা পেলাম।
মনে হচ্ছে টিপু সুলতান আমলে চলে গেছি।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ওর জন্যই এই আমার বেঁচে থাকা।
তবে আপনাকে নিয়ে এখন যে বিপদ হল সেটার কি হবে ? আপনাকে কি করে টিপু সুলতানের হাত থেকে রক্ষা করব তাই ভাবছি
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
৬২| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫
আমি তুমি আমরা বলেছেন: +++
২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার প্লাস অনুপ্রেরনা বাড়িয়ে দিল একধাপ।
৬৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৭
বৃতি বলেছেন: আপনি সম্বোধনে প্রেমের কবিতা- অন্যরকম লাগলো! ভালো লাগা জানবেন । উপহার হিসেবে চমৎকার!!
২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
উপহার দিয়েইতো বউ পেলাম
আপনার প্রতি শুভ কামনা রইল।
৬৪| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৩
তীর্থক বলেছেন:
প্রিয়তমাকে আপনি সম্বধোন ভালো লেগেছে।
কবিতায় ভালো লাগা।
+
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
পড়েছেন কষ্ট করে তাতেই আমি খুশি ।
৬৫| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতার কথা
অসাধারন
তবে আরও লিখা হোক
অভিনন্দন
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ, ভালো থাকবেন আপনি সবসময় ।
৬৬| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
সায়েম মুন বলেছেন: সুন্দর লিখেছেন। খুব ভাল লাগলো দুটোই।
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনাকে ভীষণ দরকার ছিল।
৬৭| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১১
মাহতাব সমুদ্র বলেছেন: ক্যায়া শের হায়!!
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মারহাবা ! মারহাবা !!
৬৮| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১২
শ্রাবণ জল বলেছেন: কৌমুদী প্রিয়তমার জন্য লেখা কবিতা ভাল লাগল।
শুভ কামনা।
০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রো পিক বদলালেন কেন ? আগেরটাই সুন্দর ছিল। যাই হোক সুন্দর মন্তব্যে একরাশ শুভেচ্ছা রইল।
৬৯| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪
অলওয়েজ ড্রিম বলেছেন: Kobitata pore ja mone holo, tokhonkar onuvutita 100% prokash koray apni 100% sofol.
Best wishes to both of you.
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। কৃতজ্ঞ রইলাম।
৭০| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫
অলওয়েজ ড্রিম বলেছেন: Kobitata pore ja mone holo, tokhonkar onuvutita 100% prokash koray apni 100% sofol.
Best wishes to both of you.
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। কৃতজ্ঞ রইলাম।
৭১| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৬
সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ...
সুন্দর কবিতা আর প্রেমার্ত অনুবভে...
উৎসর্গ দেখে মনে হল আপনার আর তিনার রাজকপাল...!!!
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার জীবন এমন প্রেমময় থাকুক এই দোয়া করি ভাই।
৭২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:০৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++++++
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ বর্ষণ এত প্লাসের জন্য কৃতজ্ঞ।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৬
খেয়া ঘাট বলেছেন: মুগ্ধ হলাম।দারুনমুগ্ধ হলাম।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।