নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধেয় ব্লগার আমিনুর রহমানের জন্মদিনে হৃদ্যতাপূর্ণ শুভেচ্ছা

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪





নব চেতনার রাঙা প্রহরে,
জীবনের অনেকটা পথ পেরিয়ে;
আজ লক্ষ্য হতে কিছু দূরে,
স্মৃতি বিজড়িত আনন্দ-বেদনা,
আর স্বপ্নমাখা কল্পনার কিছুটা;
আজো রয়েছে মনের গভীরে।

কিছু স্বপ্ন রয়েছে অপূর্ণ,
তব নব প্রত্যাশা বুকে নিয়ে;
সামনে এগোতে হবে,
এসো ভুলে যাই সব পরাজয়ের গ্লানি,
নতুনকে করে নেই বরণ সবে;
বিজয়ের গৌরব দৃষ্টান্ত হয়ে রবে।








হ্যাঁ এমনই একজন সাদা মনের মানুষ ব্লগার আমিনুর রহমান । যদি প্রশ্ন করা হয় আমাকে আপনার আদর্শ কে ? তবে আমি নির্দ্বিধায় বলব আমার আদর্শ ব্লগার আমিনুর রহমান। আমার পথ চলা এই মানুষটির হাত ধরে যাকে আমি আমার গুরু মেনেছি। আজ এই ভালোবাসার মানুষটির জন্মদিনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তার মনের সকল স্বপ্ন পূরণ করেন এবং যেন সারা জীবন এমনি ভাবে বিচরন করেন মানুষের জীবনের সুখ আর দুঃখ গুলোকে ভাগ করে নিয়ে নিজের জীবনে।

আমার সৌভাগ্য হয়েছে এই সামহোয়্যার ইন ব্লগের মাধ্যমে এমন একজন মানুষের সাথে পরিচিত হতে পেরে। আমি এমনও দেখেছি বেতনের টাকা তিনি পেয়েই নিজের জন্য খরচ না করে অসহায় মানুষ এবং দেশের জন্য পুরোটাই কখনও কখনও খরচ করে ফেলেছেন অকাতরে।

অত্যন্ত গর্বের সাথে বলতে পারি আমিনুর রহমান ভাই ফেলানী হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন, সাগর-রুনি'র হত্যাকান্ডের প্রতিবাদ করেছেন, বিশ্বজিতের হত্যাকান্ডের প্রতিবাদেও রাস্তায় নেমেছেন, ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের ফাঁসি চেয়ে প্রতিবাদ করেছেন, টিফফা/রামপাল চুক্তির বিরোধীতা করেছেন, কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে শাহবাগে ছিলেন, সাভার ট্রাজিডি'র ঘটনায় তাদের পাশে গিয়ে দাড়িয়েছেন। পাশে দাঁড়িয়েছেন তিন বছরের ছোট শিশু রুশানের চিকিৎসার জন্য রাজপথে।

শুভ জন্মদিন প্রিয় ও শ্রদ্ধেয় আমিনুর রহমান ভাই। কিছু মানুষের বয়স বাড়ে না। তাদের বয়স তাদের ছেলেমানুষী এবং ভালোমানুষী দ্বারা বন্দি। সেই সাথে বাড়ছে আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আনন্দ লাগছে এই ভেবে যে এমন একজন মানুষকে আমি চিনি।




মন্তব্য ১৪৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১৪৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৮

প্রিন্স হেক্টর বলেছেন: শুভ জন্মদিন :)

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:
আল্লাহ ভাইকে দীর্ঘ জীবন দান করুন। আমিন।

২| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৭

অদ্বিতীয়া আমি বলেছেন: শুভ জন্মদিন ভাইয়াকে । :)

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

আল্লাহ্‌ যেন উনাকে সুস্থ ও সুন্দর দীর্ঘ জীবন দান করেন সেই কামনা রইলো।

৩| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০০

*কুনোব্যাঙ* বলেছেন: আমিনুর ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

কেক কি আমিনুর ভাই খাওয়াবে ?

৪| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০৩

কাজী মামুনহোসেন বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ও শ্রদ্ধেয় আমিনুর রহমান ভাই। কিছু মানুষের বয়স বাড়ে না। তাদের বয়স তাদের ছেলেমানুষী এবং ভালোমানুষী দ্বারা বন্দি। সেই সাথে বাড়ছে আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আনন্দ লাগছে এই ভেবে যে এমন একজন মানুষকে আমি চিনি।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

আল্লাহ ভাইকে দীর্ঘ জীবন দান করুন। আমিন।

৫| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০৮

ভিয়েনাস বলেছেন: শুভ জন্মদিন আমিনুর রহমান ভাই !:#P

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

জন্মদিনে কি আর দেব তোমায় উপহার ? বাংলায় দিলাম ভালোবাসা

৬| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমিনুর ভাইকে জন্মদিনের শুভেচ্ছা !:#P !:#P !:#P




আল্লাহ্‌ যেন উনাকে সুস্থ ও সুন্দর দীর্ঘ জীবন দান করেন সেই কামনা রইলো।








পোষ্টদাতার প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ গৃহীত হল। আমিনুর ভাই কি কেক খাওয়াবে ?

৭| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৪০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যাপি বার্থ ডে !:#P !:#P !:#P

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

কেমন আছেন আপু ? অনেক দিনপর দেখলাম ?

শুভ জন্মদিন।

৮| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৮

রোজেল০০৭ বলেছেন: একরাশ শুভেচ্ছা রইল !!

শুভ হোক তার আগামী !!

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভ হোক তার আগামী !!

৯| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৩

রাফা বলেছেন: দু'জনকেই শুভেচ্ছা।
একজনকে জন্মদিনের আর লেখককে, পোস্টের জন্য।


ধন্যবাদ।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ রাফা ভাই।

আমিনুর ভাইয়ের প্রতি শুভেচ্ছা রইল।

১০| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৯

খেয়া ঘাট বলেছেন:

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভ জন্মদিন।

১১| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৯

আরজু পনি বলেছেন:

আমিনুর কে জন্মদিনের শুভেচ্ছা রইল !:#P !:#P

আর আপনাকেও অনেক ধন্যবাদ এতো সুন্দর করে সহব্লগারের জন্যে শ্রদ্ধায়, শুভেচ্ছায় পোস্ট দেওয়ার জন্যে ।।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আপু কেক খাওয়ার জন্য অপেক্ষায় আছি।

১২| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩২

লিঙ্কনহুসাইন বলেছেন: আমিনুর রহমান ভাই এর জন্য শুভকামনা রইলো । জন্মদিনের শুভেচ্ছা তার ব্লগে গিয়েই জানিয়েছি । আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি অসাধারণ মানুষকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য । আমাদের সবার উচিৎ আমিনুর রহমান ভাই এর মতন সাধারণ মানুষের দুঃখ কষ্টের পাশে দাঁড়ানোর এবং অন্যায়ের প্রতিবাদ করার । পোষ্টে + +

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই। আমিনুর ভাইয়ের প্রতি ও আপনার প্রতি শুভকামনা রইল

১৩| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩

রাধাচূড়া ফুল বলেছেন: শুভ জন্মদিন আমিনুর ভাই।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভ কামনা নিশ্চয় পৌঁছে গেছে।

১৪| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: হ্যাপি বার্থডে টু আমিনুর ভাই...

এই স্বল্প সময়ের ব্লগ জীবনে যে ক'জন সহৃদয়বান ব্লগারের দেখা পেয়েছি , আমিনুর ভাই তাদের একজন......

অফটপিকঃআমি ব্লগারদের যতগুলো প্রপিক দেখেছি , তার মধ্যে সবচেয়ে সেরা আমিনুর ভায়ের প্রপিকটা।কেউ মানুক আর না মানুক - আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে ঐ প্রপিকটিই!!!

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

শতভাগ সহমত আপনার সাথে। আপনার জন্য শুভকামনা রইল।

১৫| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩

চিরতার রস বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ও শ্রদ্ধেয় আমিনুর রহমান ভাই। কিছু মানুষের বয়স বাড়ে না। তাদের বয়স তাদের ছেলেমানুষী এবং ভালোমানুষী দ্বারা বন্দি। সেই সাথে বাড়ছে আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আনন্দ লাগছে এই ভেবে যে এমন একজন মানুষকে আমি চিনি।

কেক খাইতে চাই। B-)) B-))

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


কেক খাওয়ার আন্দোলন তীব্র থেকে তীব্র হচ্ছে। সাথেই থাকুন।

১৬| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১১

অদৃশ্য বলেছেন:





আমিনুর ভাই'র জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো...

কান্ডারী ভাই,
লিখাটি সুন্দর হয়েছে... চমৎকার ভালোবাসার প্রকাশ


শুভকামনা...

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালোবাসা আপনার ও আপনাদের সকলের প্রতি সীমাহীন।

কেক খাওয়ার আন্দোলনে অংশ নিন।

১৭| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩

আমিনুর রহমান বলেছেন:


শুভ জন্মদিন আমিনুর ভাই। !:#P !:#P !:#P
আমিনুর ভাই কখন আর কোথায় খাওয়াবে জানালে আমাকেও বইলেন। কেক খাইতে মুঞ্চায়।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনি আবার কে ? :-& :|| আইচ্ছা যেই হোন কেক খাওয়াব নে আপনারেও :(

১৮| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৮

গোর্কি বলেছেন:
-শুভ জন্মদিনে অফুরান শুভেচ্ছা ও শুভকামনা।



-চমৎকার পোস্টটির জন্য লেখক'কে সাধুবাদ।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ভাই। কেক খাওয়ার নিমন্ত্রণ রইল।

১৯| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৯

লাবনী আক্তার বলেছেন: আমিনুর ভাই শুভ জন্মদিন। !:#P !:#P !:#P আর এভাবে বললে হবেনা। কেক খাব আমরা।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

কেক খাওয়ার আন্দোলন তীব্র হচ্ছে, আরও একজন সাথে পাওয়া গেলো।

২০| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১২

শরৎ চৌধুরী বলেছেন: শুভ জন্মদিন।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইয়া আপনি কি চকোলেট কেক খাবেন না ভ্যানিলা ? :)

২১| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২২

বৃতি বলেছেন: শুভ জন্মদিন আমিনুর ভাই ।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভ কামনা বৃতি। ওহ শুভ জন্মদিন আমিনুর ভাই। !:#P

২২| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২

নেক্সাস বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ও শ্রদ্ধেয় আমিনুর রহমান ভাই।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার জন্য শুভকামনা ও আমিনুর ভাইয়ের পক্ষ থেকে কেক খাওয়ার দাওয়াত রইল

২৩| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভ জন্মদিন আমিনুর ভাই।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভ জন্মদিন ভাই আরে ধুর আপনারে না আমিনুর ভাইরে। B-)

২৪| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১২

সিয়ন খান বলেছেন: শুভ জন্মদিন আমিনুর ভাই :)
কাণ্ডারি ভাই আপনাকে ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ সিয়ন খান। কেক খেতে চলে আইসেন।

২৫| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০

সায়েম মুন বলেছেন: আমিনুরকে জন্মদিনের শুভেচ্ছা। হাসি আনন্দে জীবন কানায় কানায় ভরে উঠুক।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

সায়েম ভাই একটা কবিতা হলে মন্দ হত না :)

২৬| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭

একজন আরমান বলেছেন:
আমিনুর ভাইয়াকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ হোক তার জীবনের প্রতিটি মুহূর্ত। :)

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

আরমান তুই এতগুলা ভাল কেক দেখি তুই নিয়া আসলি !:#P

২৭| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ও শ্রদ্ধেয় আমিনুর রহমান ভাই। কিছু মানুষের বয়স বাড়ে না। তাদের বয়স তাদের ছেলেমানুষী এবং ভালোমানুষী দ্বারা বন্দি। সেই সাথে বাড়ছে আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আনন্দ লাগছে এই ভেবে যে এমন একজন মানুষকে আমি চিনি।
আপনাকে বিশেষ ধন্যবাদ পোষ্টের জন্য

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

তোমার ধন্যবাদ না পেলে কি আমার চলে :!>

২৮| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫০

মোঃ ইসহাক খান বলেছেন: শুভ জন্মদিন।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ভাই। কেকের নিমন্ত্রণ রইল ।

২৯| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভ জন্মদিন হামা ভাই। উফস সরি আমিনুর ভাই। :||

৩০| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমিনুর রহমান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।
আনন্দে কাটুক তার দিনগুলি।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আনন্দে কাটুক তার দিনগুলি।

৩১| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

চলতি নিয়ম বলেছেন: শুভ জন্মদিন আমিনুর ভাই।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


চলতি নিয়ম ভাই কেকের জন্য শরিক হবেন আশা করি

৩২| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩

জানা বলেছেন:

আমিনুর ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভচ্ছা আর মঙ্গল প্রার্থনা। আল্লাহ আমিনুর ভাইয়ের সকল ইচ্ছা পুরণ করুন, সফল হোক প্রতিদিন, প্রতিটি মুহূর্ত।

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P



পরসমাচার এই যে, জন্মদিনতো জানতে পারলাম কিন্ত পোস্টে ইনফরমেশনের অভাবে পোস্ট পড়ার অনুভূতি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এটা তাঁর কততম জন্মদিন, তিনি আজ কিভাবে তাঁর জন্মদিন পালন করছেন, কোথায় করছেন, একজন উদার মানুষ হিসেবে উনি কেমন সংখ্যক বন্ধু-বান্ধব, আপনজনকে নিমন্ত্রণ করেছেন, মেনুতে কি থাকছে, উনি যে কোনরকম উপহার গ্রহণ করেন না- তার শানে নজুল কি, আজ তিনি কী রঙের টি-শার্ট বা পাঞ্জাবী পরবেন, দাওয়াতে উপস্থিত প্রিয়জনদের ভালবেসে আজ উনি কি ধরণের উপহার দেবার কথা ভেবেছেন, একজন ভিষন দয়ালু মানুষ হিসেবে উনি সবাইকে সঠিক সময়ে এবং সঠিক ঠিকানায় পোঁছানোর জন্য কি ধরণের যানবাহন প্রস্তুত রেখেছেন.... এই রকম কিছু সাধারণ তথ্য পোস্টটিকে সমৃদ্ধ করতে পারে এবং আমরা সবাই পুরো বিষটিতে প্রস্তুতিটাও সেরে নিতে পারি।


আধাখেচড়া পোস্ট হলেও অন্তত আমিনুর ভাইয়ের জন্মদিনের সৌরভটুকু আমাদের পৌঁছে দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ হুঁশিয়ার ভাই....(ধুৎ! বয়সের ভারে নাম টাম সব গুলিয়ে যায় আমার) ইয়ে... কান্ডারী ভাই।



ওরেএএএএএএএএ কে কোথায় আছিস.....আর দেরী করিসনা বাবা, আমার রিক্সাটা এবার একটু ধুয়ে-মুছে রেডি করে রাখ।



:D B-) ;) :P B-)) :-B


২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিনুর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

জানা আপু আপনার অনুভূতিতে আঘাত দেয়ার জন্য সত্যি আমি দুঃখিত।
আমি এই পোস্টের জন্য আমিনুর ভাইয়ের কাছে সব তথ্য জানতে চেয়েছিলাম কিন্তু উনি আমাকে বার বার বলেছেন ভাবি নাকি সব জানে। আমি যেন ভাবির কাছ থেকে জেনে নেই। কিন্তু এখন আমি ভাবিকে কোথায় পাই ? আপনিই বলেন।

আমার পোস্ট তথ্য সমৃদ্ধ করতে না পারার জন্য আমিনুর ভাইকে কইস্যা মাইনাচ দিলাম।

আপু কথা দিচ্ছি আমিনুর ভাই যদি কেক না খাওয়ায় আমি আমিনুর ভাইয়ের ব্লগে হরতাল ডাকব।

৩৩| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: কেক এর সাথে সাথে বিরিয়ানি খাবার দরখাস্তও পেশ করলাম আমিনুর ভাইয়ের কাছে। । কোনও কারণে আমিনুর ভাই বিরিয়ানির ব্যবস্থা করতে না পারলে কাণ্ডারী ভাইই আশা করি ব্যবস্থা করবো।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

:|| :|| :||

আমি আবার কি করলাম। বিরিয়ানী শেষে আমাকেই খাওয়াতে হবে :(

হে আল্লাহ আমারে উঠায় নাও বিরিয়ানীর কবল থেকে ভাতের দেশে :|

৩৪| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭

আমিনুর রহমান বলেছেন:


যার যার বাহন সাথে অবশ্যই দামী উপহার নিয়ে সন্ধ্যা ৭ টায় মিরপুর - ১০ নং ভ্যান স্ট্যান্ডে সবাইকে জনপ্রতি ২ খানা ডাইল পুরি ও ১ গেলাস পানি। খাওয়ার নিমন্ত্রন রইল। আবারও বলছি উপহার ছাড়া শুধু শুধু আইছেন না আমি কইলাম পুরি দিমু না ;)

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনি আমিনুর রহমান ভাইয়ের কি হন ভাইজান ? B:-)

৩৫| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: শুভ জন্ম দিন আমিনুর ভাই ।

কান্ডারী অর্থব ভাই@ আপনি আমিনুর ভাইয়ের জন্ম দিনে পোস্ট দেওয়াতে ফেবুতে কিছু ছুপা ছাগুর জ্বলতেছে । তাদের জ্বলানী আরো বাড়িয়ে দেওয়ার জন্য মডারেটক কে পোস্ট টি স্টিকি করার অনুরোধ জানাই ;) ;) ;)

Click This Link

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ভাই। আমিনুর রহমান ভাইয়ের জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল।

৩৬| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: আমার অনেক আওয়ামিলীগ ফ্রেন্ড আছে । সে কেন আওয়ামিলীগ করে সেটা তার ব্যাক্তি গত ব্যাপার তাই বলে কি আমি তার সাথে বন্ধুত্ব নষ্ট করে ফেলব ?

শুধু মাত্র ছাগুরাই এটা কে ছাগুসূলভ চিন্তা করবে । সুতরাং যিনি এই পোস্ট টা শাহির স্ট্যাটাসে মন্তব্য আকারে শেয়ার করেছেন তার ছাগু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর ;)

শুধুমাত্র ছাগুরাই মানুষে মানুষে আন্তরিকতাপূর্ন শ্রদ্ধাময় সম্পর্কে নোংরা চোখে দেখে ।

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন আমিন।

৩৭| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমিন ভাই বলছেন বিরিয়ানী খাওয়াইবো! রেডী থাইকেন! আজ অফিস থেকে তাড়াতাড়ি বের হবে বলছেন!


শুভ জন্মদিন আমিন ভাই।

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

বিরিয়ানী জিন্দাবাদ !!! বিরিয়ানীর জয় !!!

৩৮| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩

চিরতার রস বলেছেন: বিনা উপহারে দাওয়াত খাইতে মজাই আলাদা B-)) B-)) B-))
লাল রঙের প্যান্ট আর টিয়া কালারের শার্ট পইড়া ১০ নং আইতাছি কেক খাওয়ার লিগা।

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিনুর রহমান ভাই নাকি জন্মদিনের পোশাক পড়েই আসতেছেন B-))

৩৯| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭

ঢাকাবাসী বলেছেন: শুভ জন্মদিন আমিনুর রহমান। এখানে হালি দুয়েক আমিনুর রহমান আছে নাকি?

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি নিজেও কনফিউসড ভাই :||

৪০| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫১

জুন বলেছেন: শুভ জন্মদিন আমিনুর রহমান সাথে কান্ডারীকেও অনেক শুভেচ্ছা :)

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু আমিনুর ভাই বিরিয়ানী খাওয়াবে বলেছেন দেখা যাক চলে আসেন।

৪১| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৩

আমিনুর রহমান বলেছেন:



অপর্ণা মম্ময় বলেছেন: কেক এর সাথে সাথে বিরিয়ানি খাবার দরখাস্তও পেশ করলাম আমিনুর ভাইয়ের কাছে। । কোনও কারণে আমিনুর ভাই বিরিয়ানির ব্যবস্থা করতে না পারলে কাণ্ডারী ভাইই আশা করি ব্যবস্থা করবো।



আমি বিরিয়ানি পাশ করাইতে পারলাম। তয় কান্ডারী যদি ব্যবস্থা নেন তাইলে মানা নাই :P ;)

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আজকে না হয় আমিই বিরিয়ানী খাওয়াব কিন্তু উপহারগুলো কিন্তু সব আমাকে দিয়ে দিতে হবে :P

৪২| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪

আমিনুর রহমান বলেছেন:



কারেকশন>>> আমি বিরিয়ানি পাশ করাইতে পারলাম না। তয় কান্ডারী যদি ব্যবস্থা নেন তাইলে মানা নাই :P ;)

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


বুঝে নিলাম।

৪৩| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভ ভূমিষ্ঠক্ষণ, আমিনুর রহমান!

তা, কেকটা কিসের হবে? চকলেট?

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

কেক খুব সম্ভবত পুরি দিয়ে বানান হবে B-)

৪৪| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২২

বাংলার হাসান বলেছেন: শুভ জন্ম দিন আমিনুর ভাই । কান্ডারী ভাইকে ধন্যবাদ সিনিয়র ব্লগার আমিনুর ভাইকে নিয়ে এমন একটি লেখা উপহার দেয়ার জন্য।

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনি নাকি এই উপলক্ষে সকাল থেকেই না খেয়ে রয়েছেন । বাহ তা বেশ ভালই করেছেন ;)

৪৫| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪

আমি ইহতিব বলেছেন: অনেক অনেক শুভ কামনা আমিনুর ভাইয়ের জন্য। এমন মানুষকে আল্লাহ দীর্ঘজীবী করুক, স্বার্থান্ধ মানুষে ভরা আমাদের এই হতভাগা দেশে আমিনুর ভাইদের মতো নিঃস্বার্থ মানুষের প্রয়োজন অনেক বেশী। অনেক ভালো থাকুন আমিনুর ভাই ও সবাই।

@ আমিনুর ভাই - মিরপুর তো মেলাআআআআআআ দূর :(

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম আমিনুর ভাইয়ের মত কিছু মানুষ আছে বলেই পৃথিবী এখনও সুন্দর।

মিরপুর আপনি চাইলে আপনার ওখানে চলে আসতে পারে। :P

৪৬| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৬

মেহেরুন বলেছেন: শুভ জন্মদিন আমিনুর ভাইয়া। কেক খাওয়াবা না???? !:#P !:#P !:#P

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


শুধু কি কেক সাথে বিরিয়ানী হবে । তবে মনে হচ্ছে বিরিয়ানী আমাকেই খাওয়াতে হতে পারে। :(

৪৭| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪

সমুদ্র কন্যা বলেছেন: শুভ জন্মদিন!

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


কেক আর বিরিয়ানীর জন্য উপহার নিয়ে চলে আসবেন কিন্তু !:#P

৪৮| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

জানা বলেছেন:



আমি নিচ্চিত আইজকা আমিনুর ভাইয়ের বলোগ একাউন্টা হ্যাক হৈছে B:-) । এইখানে আপনেরা যেই আমিনুররে কমেন করতে দ্যাকতাছেন, তাইনে কিন্তুক আমাগো দিল-দরিয়া আমিনুর ভাই না। আমাগো আমিনুর ভাইয়ের দিলে রহম আছে কৈলাম :-B । আসল আমিনুর ভাই মনে হয় শিউর ভাবীরে সাইয্য করতাছে বিরিয়ানি পাকাইতে B-) ;) :!> । আর আমাগো লক্ষ্মীসোনা ভাইস্তা ঘুষনা দিছে, আমরা কমপক্ষে দুই 'শ জন একলগে না আইলে তার বাপেরে কেক কাটতে দিবোনা !:#P !:#P !:#P । পোলায় কৈলাম আমাগো পক্ষেই আছে =p~ =p~ =p~ । এখন যে যার মতন কৈরা সাজগুজ কৈরা রিষ্কাত উডেন :#) :#) :#) । আমিনুর ভাইয়ের গাড়ি গেছে রেডিসনে কেক আর ডেজার্ট আনতে :D :D :D

আমিও মাঞ্জা মাইরা, এক খিলি পান মুখে দিয়া আল্লাহর নামে আমার জামাই আর আমার টেপিরে নিয়া রিষ্কাত উইঠা বসলাম =p~ =p~ =p~



ঐ রিষ্কাওলা ভাই, রিষ্কা এট্টু জুরে চালাও....................মিরপুর ১০ লম্বর গিয়া ভাবীরে ফুন দিলেই ঠিকানা বাতলায়া দিবো B-) B-)





২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


হুনছেন আমিন ভাই সাব আমাগের জানা আপায় কইলাম আমারে সাহস দিছে যেন আমি আরও ১৯৯ জন সহ আপনার বাড়িত বিরিয়ানী খাইবার যাই।

আর ভাইস্তারে পিলাচ দিলাম। ভাইস্তা যে আমাগের লগে আছে হেইটা জানা আপায় জানায় দিয়া ভালাই করছে। দেখতে অইব না হাজার হোক ভাইস্তা কাগর।

আহারে আমি কখুনু রেডিসনের কেক খাইনাই এই জীবনে। আইজ স্বপ্ন পূরণ হইব।

রিস্কায় আইতাছি মাগার ভাই রিস্কা ভাড়া কিন্তু জানা আপা সহ আমাগের সবাইরটা আপনে দিবেন। আর আপনারে কুন প্রেজেস্টেসন দিবার পারুম না।

জানার আপার লগে আমিও পান মুখে দিয়া আইতাছি। ভাবিরে কন বিরিয়ানীতে একটু লবন বেশি দিতে। আমি আবার লবন ছাড়া খাইতে পারিনা।

:D ;) :P

৪৯| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪০

এ্যংরি বার্ড বলেছেন: হ্যাপি বার্থ ডে।

অফ টফিক>ফেসবুকে দেখলাম ছাগু ধিবর আপনার পোস্ট নিয়া কান্না কাটি করছে।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ। শুভহোক জন্মদিন।

৫০| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩

এ্যংরি বার্ড বলেছেন: ইচ্ছা করলে কমেন্ট ডিলিট করে দিতে পারেন দেখার পরে।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ।

৫১| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০

সোনালী ডানার চিল বলেছেন:
শুভজন্মদিন জেসন ভাই................. !:#P !:#P !:#P

থ্যাংকস্ কান্ডারী ভাই (আসলেই আপনি ব্লগের কান্ডারী!!) :-B :-B

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
জেসন ভাই ঈদ মোবারাক থুক্কু জন্মদিন শুভ হোক

চিল ভাইয়া আমি কান্ডারী তবে অথর্ব :(

৫২| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভ জন্মদিন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিনুর ভাইয়ের জন্য শুভেচ্ছা রইল বর্ষণ এর পক্ষ থেকে

৫৩| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৭

এ্যাপোলো৯০ বলেছেন: টেক্সট পাঠায় দিছি, এইখানেও কইতাছি, হ্যাপী বার্থডে :)

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


কিন্তু আমার মোবাইলে কোন মেসেজ আসে নাই :(

৫৪| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭

অর্থনীতিবিদ বলেছেন: একজন মানুষের জন্মোৎসব সকল সময়েই আনন্দময় একটি ঘটনা। এই পৃথিবীর রং, রূপ, স্বাদ, গন্ধসহ সকল কিছু উপভোগ করার জন্য মহান আল্লাহ সুবহানাহুওয়াতায়ালা আমাদেরকে বাচিঁয়ে রেখেছেন এজন্য প্রথমে আল্লাহর কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সম্মানিত ব্লগার আমিনুর রহমান যেন আরো দীর্ঘ জীবন সুস্থ ও নীরোগ অবস্থায় কাটাতে পারেন আল্লাহর নিকট সেই দোয়া করি।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার সাথে পুরোপুরি সহমত। আমিন।

৫৫| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: উনারে জন্মদিনের শুভেচ্ছা

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


উনার কাছে শুভেচ্ছা পৌঁছে যাক

৫৬| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬

মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন আমিনুর !:#P


সারাদিন খবর পাই নাই । আমি চিটাগাঙে চিটপটাঙ :#)


পোস্টের জন্য ধন্যবাদ কান্ডারী :)

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


মামুন ভাই জলদী প্যারাসিটামল খেয়ে সোজা হয়ে বসুন। আমিনুর ভাই কেক নিয়ে আপনার ওখানে রওনা হয়েছেন। ;)

৫৭| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:


কেক কিন্তু হয়ে গেছে :)

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


মোমবাতি কি বাতাসে নিভে গেলো নাকি ? আমার আবার ডায়বেটিক্স তাই কেক খেতে পারলাম না আফসোস :(

৫৮| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমিনুর ভাইয়াকে জন্ম দিনে অনেক অমেক শুভেচ্ছা । শুভ হোক পথ চলা । :)

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত আপনি বলেনতো ?

৫৯| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫১

তারছেড়া লিমন বলেছেন: শুভজন্মদিন জেসন ভাই............... শুভ হোক আগামীর পথ চলা ।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

চলতে চলতে পথে
হঠাৎ প্রশ্ন জাগে
আর কতকাল বিরিয়ানীর অপেক্ষায়
খুঁজব আমিনুর রহমান ভাইকে

৬০| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫

মিত্রাক্ষর বলেছেন: আমিনুর রহমান ভাই আপনার জন্মদিনে শুভেচ্ছা রইলো। ভালো থাকুন। আর কাণ্ডারি ভাই আপনাকে অনেক ধন্যবাদ :)

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ আপনাকেও।

শুভ জন্মদিন আমিনুর রহমান ভাই।

৬১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১২

নাজিম-উদ-দৌলা বলেছেন: শুভ জন্মদিন আমিনুর রহমান ভাই।
ভাল থাকা হয় যেন সবসময় :)

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ জন্মদিন আমিনুর রহমান ভাই।

৬২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫১

তারছেড়া লিমন বলেছেন: আসেন হেড়ে গলা ছেড়ে গান ধরি............"আর কতকাল খুঁজব তোমায়"
আমিনুর ভাই আপনে কোথায়.............

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

:D :D :D

৬৩| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৭

এহসান সাবির বলেছেন: জন্মদিনে শুভেচ্ছা আমিনুর রহমান ভাই।
কাণ্ডারি ভাই ধন্যবাদ।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই। জন্মদিনে শুভেচ্ছা আমিনুর রহমান ভাই।

৬৪| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০

অনীনদিতা বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া :)

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনাকে অনেক দিন পর দেখলাম। কেমন আছেন ?

৬৫| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪

আমিনুর রহমান বলেছেন:




সকলকে জানাই কৃতজ্ঞতা ও শুভ কামনা আমাকে এতো সুন্দর একটা জন্মদিন উপহার দেয়ার জন্য। বিশেষভাবে ধন্যবাদ জানাই লেখক আপনাকে।

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ জানাইয়া লজ্জা দিবেন না। আপনাকে ভালোবাসি ব্যাস শুধু এইটুকুই বুঝি।

৬৬| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪২

তন্দ্রা বিলাস বলেছেন: প্রিয় ব্লগার ও প্রিয় মানুষকে, ছোটভাইয়ের পক্ষ হতে জন্মদিনের অনেক অনেক শুভেছা। "শুভ জন্মদিন" প্রিয় আমিনুর ভাই।


প্রিয় কান্ডারী ভাইকেও অনেক ধন্যবাদ এমন একটা পোস্ট দেওয়ার জন্য। :)

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ প্রিয় তন্দ্রা বিলাস। আমিন ভাইয়ের জন্য শুভ কামনা রইল সাথে আপনার জন্যও শুভ কামনা রাশি রাশি।

৬৭| ২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:২০

ইউসুফ আলী রিংকূ বলেছেন: যদি প্রশ্ন করা হয় আমাকে আপনার আদর্শ কে ?

তবে আমি নির্দ্বিধায় বলব আমার আদর্শ ব্লগার আমিনুর রহমান।


শুভ জন্মদিন প্রিয় ও শ্রদ্ধেয় বড় ভাই



ধন্যবাদ প্রিয় কান্ডারী ভাই ।

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ প্রিয় রিংকু ভাই। এমন আদর্শবান মানুষের জন্য শ্রদ্ধা রইল।

৬৮| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

রাইসুল নয়ন বলেছেন: পথ চলা শুভ হোক :) :)

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভ হোক :)

৬৯| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪১

টুম্পা মনি বলেছেন: এই পোষ্টটা এত পরে আমি দেখলাম! :( অসংখ্য সরি আর আমিনুর ভাইয়ার জন্য অসংখ্য শুভকামনা।

এখন কিছুটা বুড়িদের মত দোয়া করি। :D তিনি দীর্ঘজীবি হন, বউ বাচ্চা নিয়ে অনেক সুখী হন। :-B :-B

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

বুড়িদের দোয়া ইনশাল্লাহ বিফলে যাবেনা। আমিন।

৭০| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

মাগুর বলেছেন: উত্তেরী! লেট কৈরা ফালাইলাম! :-*

শুভ জন্মদিন প্রিয় ও শ্রদ্ধেয় আমিনুর রহমান ভাই :)

ধন্যবাদ কান্ডারী ভাই পোস্টের জন্য ;)

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


অসুবিধা নাই মাগুর ভাই এখন আমিনুর ভাইকে বলে কেক খেয়ে নিলেই হবে। B-)

৭১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: দেরিতে দেখালাম :(

শুভ জন্মদিন আমিনুর ভাই !!

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভ জন্মদিন আমিনুর ভাই !!

৭২| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:২২

আমিনুর রহমান বলেছেন:




খুব বেশি কিছু পেয়ে গেলে আমি ঠিক ভাষা খুঁজে পাই না। তাই সহজ ভাষায় বলছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আফসোস এই যে অনেক সময় আপনার মনকষ্টের কারণ হয়ে দাড়াই :( :( :(

৭৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩

বাবুরাম সাপুড়ে বলেছেন: শুভজিদন জসন ভাই...

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

এত দিন কোথায় ছিলেন ভাই ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.