![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
নিসর্গ নোলকে আমি ময়ূখ হয়ে রই
জানি নিশি জাগবে বলে অবচেতনে।
অমানিশায় নীল জোনাকিরা ঘুমোবেনা
জানি কারো প্রতিক্ষায় অবচেতনে ।
প্রদীপ শিখা আর আতশবাজির জৌলুসময়
সাঁঝের লগন মেতে রবে অবচেতনে।
দীপাবলী নিশিতে মহাঘোরা যামিনী তুমি
নিমগ্ন রবে দেবী অর্চনায় অবচেতনে।
সময়ের কাছ থেকে ছুটি নিয়ে এসেছি
এক টুকরো রংধনু কিনবো বলে,
শতাব্দীর প্রহসনে আমি এক অচল মুদ্রা।
তোমার ভ্যানেটি ব্যাগে রাখা জীর্ণ টিস্যুগুলোতে
এখন আর অশ্রু জমেনা,
সেখানে শুধুই আমার হৃদয়ের রক্ত ক্ষরণের মত
লাল লিপস্টিকের দাগ,
পারফিউমের উৎকট গন্ধ।
শুনেছি রংধনুকেও একদিন ছুটি নিতে হয়েছিলো
অঝোরে মোনালিসা কাঁদবে বলে,
শূন্যতে সাঁতরেছে ধূসর পানকৌড়ির দল
অন্তঃসারহীন রোদ ডানায় ঘুমিয়ে গেলে !
আরশোলার মতো যে ছবির আয়ু,
তাকে আর নতুন করে কি আঁকবো ?
আকাশে মেঘেদের মিছিলে কান পেতে ওই শোন
বাঘিনীর গর্জন শোনা যায়,
বরং তার কাছেই জানতে চেয়েও;
কেন আজ আর আমি তোমাকে নিয়ে ভাবিনা ?
তোমাকে নিয়ে এখন আর ভাবিনা বলেই
নিয়মিত নিশি জাগে
আমার স্বপ্ন শিশির নয়নে অবচেতনে।
উৎসর্গঃ প্রিয় ব্লগার সোনালী ডানার চিল
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভরাত্রি সুন্দর স্বপ্নে সুন্দর একটি ঘুম হোক এই প্রত্যাশা রইল।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু !
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৬
*কুনোব্যাঙ* বলেছেন: আরশোলার মতো যে ছবির আয়ু,
তাকে আর নতুন করে কি আঁকবো ?
উপমাটা ভাল্লাগলো যেহেতু প্রযুক্তিগত অসুবিধার কারণে প্লাস দিতে পারিনা তাই মন্তব্যে ভালোলাগা জানিয়ে গেলাম।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তাইতো বলি প্লাস এত কম কেন ? যাই হোক প্রযুক্তিগত সমস্যার সমাধান দ্রুতই হবে এই কামনা রইল।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
======================================
আকাশে মেঘেদের মিছিলে কান পেতে ওই শোন
বাঘিনীর গর্জন শোনা যায়,
বরং তার কাছেই জানতে চেয়েও;
কেন আজ আর আমি তোমাকে নিয়ে ভাবিনা ?
তোমাকে নিয়ে এখন আর ভাবিনা বলেই
নিয়মিত নিশি জাগে
আমার স্বপ্ন শিশির নয়নে অবচেতনে।
======================================
দারুণ!!!
উপমার ব্যাবহার বেশ চমৎকার হয়েছে।
ভাললাগা রেখে গেলাম ভ্রাতা।
++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
উপমাকে আমি দেখেছিলাম একদা তোমার ঘরে আলু ভর্তা বানাতে। এখনও কি আলু ভর্তা বানিয়ে দেয় উপমা এসে।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৪
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার !!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ মুন ভাই। ভাই প্রো পিক দেখে ভয় পাইছি :-&
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪
ভিটামিন সি বলেছেন: দাদাভাই, কবিতা যে কেন আমি বুঝি না, এটাই বুঝি না। তবে অনেক ভালো হয়েছে লেখনী, গাথুনী আর শব্দচয়ন। অনকে শব্দই পেলাম আমার অপরিচিত।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৫
তন্দ্রা বিলাস বলেছেন: দারুন লিখেছেন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ সকাল তন্দ্রা বিলাস তবে এখন আর তন্দ্রা পাচ্ছেনা একটু আগেই চা খেলাম।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩২
রাইসুল নয়ন বলেছেন: অসাধারণ লিখেছেন,কবি।।
মন্ত্রমুগ্ধের মত পড়লাম।।
শতাব্দীর প্রহসনে আমি এক অচল মুদ্রা।
তোমার ভেনেটি ব্যাগে রাখা জীর্ণ টিস্যুগুলোতে
এখন আর অশ্রু জমেনা,
সেখানে শুধুই আমার হৃদয়ের রক্ত ক্ষরণের মত
লাল লিপস্টিকের দাগ,
ভালো থাকুন ভাইয়া।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
না না তুমি ভুল করছো আমিত সাপুড়েদের জন্য এটা কোন মন্ত্র লিখিনাই। তবে যখন মুগ্ধ হলেই মন্ত্র হলেও হতে পারে।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
আপনার গল্প- কবিতা-রম্য সব কিছুতেই মুগ্ধ হতে হয়।
সোনালী ডানার চিল ভাই'কে উৎসর্গ দেখে আরো ভালো লাগলো।
কবিতাপ্রেমী দারুন এক ব্যক্তিত্ব উনি।
শুভকামনা আপনি ও সোনালী ডানার চিল ভাইকে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি, চিল ভাই এমন আরও অনেকেই আছেন যারা সবসময় আমার পাশে থেকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। যাদের প্রতি আমি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা থেকেই আজকে চিল ভাইকে স্মরণ করলাম।
দুর্জয় ভাই আপনাদের ভালোবাসা চিরকালের জন্য জমা থাকল।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২
অবচেতনমন বলেছেন: সুন্দর
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অবচেতনমনের অবচেতনে স্বপ্ন জেগে থাকুক।
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
উপমা এখন ডিম ভাজতেছে!!! পরোটা খাবতো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
উপমাকে বলে দিও যেন ডিম ভাজিতে একটু টমেটো দেয়। :!>
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
মামুন রশিদ বলেছেন: নিসর্গ নোলকে আমি ময়ূখ হয়ে রই
জানি নিশি জাগবে বলে অবচেতনে।
প্রথম লাইন পড়েই ফিদা
জটিল লিখেছেন কান্ডারী ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আর জটিল মামুন ভাই ! অপর্ণা দিদি পুরাই পচায় দিলো।
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২
অপর্ণা মম্ময় বলেছেন: উৎসর্গের জন্য ধন্যবাদ পেতেই পারেন, সোনালি ডানার চিল আমারও একজন প্রিয় ব্লগার, কবি।
কবিতা নিয়ে বলতে পারি, মুগ্ধ হবার মতো কোনও উপমা দেন নাই সে টম্যাটো দিয়ে ডিমই ভাজুক আর আলুর ভর্তা বানাক। কবিতা এখন কম লিখি বলে ভাইবেন না যে কবিতা বুঝি না ! হুহ্ ।
অঝোরে, ভ্যানিটি ব্যাগ ।
আর চেষ্টা করেন আরও ভালো লিখতে আর আলোচনা না পারি সমালোচনা করতে তো আছিই আমরা
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
জী প্রিয় ব্লগারদেরকেই উৎসর্গ করব এতে ধন্যবাদ পাওয়া না পাওয়ার হিসেব আমি করিনা।
কঠিন পদার্থ সহজে গলে না এটা চিরন্তন সত্য। অনেকটা কৃপণ শিক্ষকদের মত যে কিনা অংকেও ৯৯ দেয় বানান ভুলের জন্য।
আপনি স্কুলের শিক্ষক হলে ভালো করতেন, খুঁটিয়ে খুঁটিয়ে খুদ ধরতে পারতেন। আচ্ছা ভাত কি আপনি লবণ দিয়ে রাঁধেন।
থেঙ্কু আমি এমনই লিখি যতই সমালোচনা করেন আমি যেমন আমি তেমনি।
১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
সুমন কর বলেছেন: সময়ের কাছ থেকে ছুটি নিয়ে এসেছি
এক টুকরো রংধনু কিনবো বলে,
শতাব্দীর প্রহসনে আমি এক অচল মুদ্রা।
তোমার ভেনেটি ব্যাগে রাখা জীর্ণ টিস্যুগুলোতে
এখন আর অশ্রু জমেনা,
সেখানে শুধুই আমার হৃদয়ের রক্ত ক্ষরণের মত
লাল লিপস্টিকের দাগ,
পারফিউমের উৎকট গন্ধ।
পুরো কবিতা ভাল হয়েছে।
+++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
নিয়মিত ব্লগ পাঠে কৃতজ্ঞতা জানবেন প্রিয় সুমন কর। প্লাসের জন্য ধন্যবাদ।
১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
আদনান শাহ্িরয়ার বলেছেন: "শুনেছি রংধনুকেও একদিন ছুটি নিতে হয়েছিলো
অঝোরে মোনালিসা কাঁদবে বলে"
শূন্যতে সাঁতরেছে ধূসর পানকৌড়ির দল
অন্তঃসারহীন রোদ ডানায় ঘুমিয়ে গেলে !
আপনার কবিতায় আমার ভালো লাগা জমা রাখলাম আমার দুটি লাইনে !
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অসাম +++++++++++ আমার মূল কবিতায় যুক্ত করে দিচ্ছি।
১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৫
টুম্পা মনি বলেছেন: সময়ের কাছ থেকে ছুটি নিয়ে এসেছি
এক টুকরো রংধনু কিনবো বলে,
শতাব্দীর প্রহসনে আমি এক অচল মুদ্রা।
সুন্দর সুন্দর,
অনেক অনেক শুভকামনা,
আরো সৃষ্টিশীল হোন, অনুপম শিল্প আসুক কলমে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
কথাটা একদম ঠিক বলেন নি আপু। কথাটা হবে অনুপম শিল্প আসুক কি বোর্ডে। দোয়ার জন্য কৃতজ্ঞতা রইল।
১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
এহসান সাবির বলেছেন: আকাশে মেঘেদের মিছিলে কান পেতে ওই শোন
বাঘিনীর গর্জন শোনা যায়,
বরং তার কাছেই জানতে চেয়েও;
কেন আজ আর আমি তোমাকে নিয়ে ভাবিনা ?
তোমাকে নিয়ে এখন আর ভাবিনা বলেই
নিয়মিত নিশি জাগে
আমার স্বপ্ন শিশির নয়নে অবচেতনে।
লাইন গুলো আমি মনে হয় বুঝেছি আমার মতো করে...!!!
++++++++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রকাশে তৃপ্ত হব সাবির ভাই। প্লাসের জন্য ধন্যবাদ।
১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
অপর্ণা মম্ময় বলেছেন: আমি স্কুলের শিক্ষক ছিলাম না, কলেজের শিক্ষক ছিলাম না কে বলছে, শুনি ? তবে ছাত্রছাত্রীদের বানান ভুলের জন্য বাধ্য হয়ে মার্কস কাটতে হইত, নিয়ম যা তাই।
আমার কথা শুনে রেগে গেলে তো সমস্যা ভাইজান। জরিমানা হিসেবে বিরিয়ানির কথাই আগে মনে পড়বে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি এতগুলা দুষ্ট আপনার উপর রাগ করলে কি আর চলে ?
বিরিয়ানী আপনারে কেন বিরিয়ানী খাওয়ামু আজীব
১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
জুন বলেছেন:
কেন আজ আর আমি তোমাকে নিয়ে ভাবিনা ?
তোমাকে নিয়ে এখন আর ভাবিনা বলেই
নিয়মিত নিশি জাগে
আমার স্বপ্ন শিশির নয়নে অবচেতনে।
এই লাইনগুলো খুব সোজা বুঝতে সুবিধা হলো তার জন্য কবিতায় ভালোলাগা।
+
উড়িষ্যার কোনার্কের মন্দিরের এক কোনায় নৃত্যরতা তরুনীটি কে কান্ডারী ?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
:#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#>
২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
রুপ।ই বলেছেন: তোমাকে নিয়ে এখন আর ভাবিনা বলেই
নিয়মিত নিশি জাগে
আমার স্বপ্ন শিশির নয়নে অবচেতনে। [/sb
এই লাইন কটি দিয়েই আস্ত একটা গল্প লিখে ফেলবো আমি এত্ত মুগ্ধ
করে দিয়েছেন আমাকে ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার গল্পের প্রতীক্ষায় রইলাম নিশ্চয় সেই গল্প আমাকেও বেশ মুগ্ধ করবে। ভাবনাগুলো একই হবে বলেই মনে হচ্ছে।
২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১০
অদৃশ্য বলেছেন:
লিখাটা খুব ভালো লাগছে আমার... আপনার লিখার মাঝে ভাবাবেগগুলা প্রায়শই উপচায়া পড়ে... আগেও দেখছি...
আপনার বায়োনিকটা শুরু করছিলাম কিন্তু শেষ হয়নি... পরে একফাঁকে শেষ করে নেব... মনে হলো খুব সুন্দর হবে সেটা...
শুভকামনা...
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
এই ভাবাবেগ উপচায়া পড়ার জন্য প্রতিকার হিসেবে আরেকটি পাত্র হলে ভালো হত মনে হয়। যাই হোক ভাবাবেগে ভাসিয়ে দেয়ার জন্য বন্যা হিসেবে এসেছি যদি ভাসিয়েই নিতে না পারলাম তবে কি করে হবে ?
বায়োনিক শেষ করার নিমন্ত্রণ রইল।
কৃতজ্ঞতা জানবেন।
২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতায় প্লাস।৫ম।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
বড় ভাই আপনার প্লাসের জন্য উন্মুখ হয়ে বসেছিলাম।
২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯
সায়েম মুন বলেছেন: সুন্দর। কবিতায় অনেক ভাললাগা রইলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সায়েম ভাই কষ্ট করে নিয়মিত ব্লগ পাঠে।
২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯
আদনান শাহ্িরয়ার বলেছেন: হায় হায়!!!! আমি তো লজ্জা পেয়ে গেলাম!!! :#> :#> :#> থাঙ্কু থাঙ্কু !!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি লজ্জা পেলেও আমি ভীষণ খুশি :!>
২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮
সোনালী ডানার চিল বলেছেন:
কান্ডারী ভাই,
প্রথমে কবিতা নিয়েই বলি: সাইফাই এর রেশ কাটতে না কাটতেই শব্দ আর কল্পমালার সমন্বয়ে এ এক অনন্য কবিতা পেলাম;
শুনেছি রংধনুকেও একদিন ছুটি নিতে হয়েছিলো
অঝোরে মোনালিসা কাঁদবে বলে
আকাশে মেঘেদের মিছিলে কান পেতে ওই শোন
বাঘিনীর গর্জন শোনা যায়
এসবের সম্মিলন সত্যিই বিস্ফোরক!!
আর ইদানিং আপনার বহুমুখী ব্লগিং আমাদের মুগ্ধ করছে অহরহ।
উৎসর্গের ব্যাপারে কি বলবো, লজ্জা পেলাম খুব , তবে কৃতজ্ঞতা মনে রাখার জন্যে।।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার ভেতর অস্থিরতা খুব করে লেগে থাকে। একবার কিছু মাথায় এলে না করে শান্তি পাইনা। বায়োনিকের পরপর ব্লগে এই কবিতাটি আরও কিছু দিন পর হয়ত দিতাম কিন্তু হঠাত কেন যেন মনে হলো আপনাকে উৎসর্গ করব, জানাবো আপনার প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধার কথা। তাই আর কালবিলম্ব না করে পোস্ট দিয়েই ফেলেছি।
আর বরাবরের মতো উৎসাহ প্রদানে কৃতজ্ঞতা জানবেন।
২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: তোমার ভ্যানেটি ব্যাগে রাখা জীর্ণ টিস্যুগুলোতে
এখন আর অশ্রু জমেনা,
সেখানে শুধুই আমার হৃদয়ের রক্ত ক্ষরণের মত
লাল লিপস্টিকের দাগ,
পারফিউমের উৎকট গন্ধ...
আহা কি চমৎকার লেখনী কান্ডারী ভাই
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে এ যে সাক্ষাত মন্ত্রী মহোদয়ের আগমন! কেমন আছেন ভাই ? আপনাকে অনেকদিন পর দেখছি। নিয়মিত হবেন আশা করি।
২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
একজন আরমান বলেছেন:
তোমার ভ্যানেটি ব্যাগে রাখা জীর্ণ টিস্যুগুলোতে
এখন আর অশ্রু জমেনা,
সেখানে শুধুই আমার হৃদয়ের রক্ত ক্ষরণের মত
লাল লিপস্টিকের দাগ,
পারফিউমের উৎকট গন্ধ।
মন ছুঁয়ে গেলো কবি।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
কেমন আছিস কবি আরমান ফ্রস্ট ?
২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়ে ভালা লাগছে
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় মাসুম ভাই নিয়মিত উৎসাহ প্রদানে আমার কৃতজ্ঞতা জানবেন। লাভ ইউ ভ্রাতা।
২৯| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:১০
ভিয়েনাস বলেছেন: সময়ের কাছ থেকে ছুটি নিয়ে এসেছি
এক টুকরো রংধনু কিনবো বলে,
শতাব্দীর প্রহসনে আমি এক অচল মুদ্রা। ... অসাধারন লেগেছে ব্রো। শুধু মুগ্ধতা রেখে গেলাম।
লিখে যান অবিরত প্রান খুলে.........
উৎসর্গে নাম টা দেখে ভালি লাগলো। উনি আমারো খুব পছন্দের কবি।কবিতা পাগল মানুষ একজন।শুভকামনা উনার জন্য
০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্রো আপনার মুগ্ধতায় আমিও মুগ্ধ হোলাম।
অবশ্যই লিখবো
আর প্রিয় কবির জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইল।
৩০| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫
এহসান সাবির বলেছেন: প্রকাশ করতে হলে তো আবার কলম ধরতে হবে......!!!!!!
০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার গল্পটি লেখা শেষ করেছি। অনুমতি পেলে প্রকাশ করার ইচ্ছে রয়েছে।
৩১| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪০
শাহেদ খান বলেছেন: চমৎকার ! ব্যথার অনুভূতি'গুলোকে খুব তীব্র আবেগে প্রকাশ করেছেন। সাথে উপমা'র ব্যবহারগুলোও অন্যরকম - সহজ এবং সুন্দর।
জীর্ণ টিস্যুতে অশ্রু'র বদলে কড়া লিপস্টিক; কিংবা পোর্ট্রেট-এর রূপক'টা...
আমার অনেক ভাল লাগল। +++
শুভকামনা, কবি।
০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
শাহেদ ভাই আপনি যখন বলছেন তখন মনে হচ্ছে কবিতা কিছুটা হলেও হয়েছে।
ধন্যবাদ ভাই। শুভকামনা নিরন্তর।
৩২| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৬
লাবনী আক্তার বলেছেন: নিসর্গ নোলকে আমি ময়ূখ হয়ে রই
জানি নিশি জাগবে বলে অবচেতনে।
অমানিশায় নীল জোনাকিরা ঘুমোবেনা
জানি কারো প্রতিক্ষায় অবচেতনে
খুব সুন্দর এবং বেশ কঠিন।
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু খুব বেশি কি কঠিন হয়ে গেলো
৩৩| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৮
লাবনী আক্তার বলেছেন: ভাইয়া মন খারাপের কিছু নাই। অল্প জ্ঞানের মানুষতো তাই একটু কঠিন লাগছে।
০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
৩৪| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২
গোর্কি বলেছেন:
পাঠে ভাললাগা। শুভ কামনা রইল।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা জানবেন প্রিয় ব্লগার।
৩৫| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৫
আমি ইহতিব বলেছেন: দারুন আসলেই অনেক দারুন। এজন্যই আগের পোস্টে বলে এসেছি যে আপনি অলরাউন্ডার হয়ে যাচ্ছেন, কি গল্প কি কবিতা কি সাই ফাই সব দিকেই আপনার অসাধারণ লেখনী মুগ্ধ করছে আমার মতো অনেককেই।
কাশ.......(একটু হিন্দি ঝারলাম ) আমার জন্য কেউ এমন সুন্দর কবিতা লিখতো !!!
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
কথা দিলাম নেক্সট আপনার আর ভাইয়ার জন্য একটি কবিতা লিখবো।
৩৬| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বেশ, মন্দ নয়! তবে এর চেয়েও আরো অনেক ভালো কবিতার আপনার থেকে পেয়েছি। শুভ কামনা রইল।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
সব কবিতাই যে সবসময় পাঠকের ভালো লাগবে এমনটা কিন্তু আশা করা অনুচিত।
৩৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৩
আমি ইহতিব বলেছেন: বাহ্ বেশ বেশ। অনেক সম্মানিত বোধ করছি ভাইয়া। আপনি বলেছেন আমাদের জন্য লিখবেন তাতেই আমি খুশী। দোয়া করবেন শুধু আমাদের জন্য বাকী জীবনটা যেন ওর সাথে আনন্দে কাটিয়ে দিতে পারি। ভালো থাকবেন।
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু আনন্দ কেন অনেক অনেক ভালোবাসায় ভরে থাকুক আপনাদের জীবন।
কথা যখন দিয়েছি লিখবো অবশ্যই। এরপর কোন কবিতা লিখলেই আপনাদের নিয়ে লিখবো।
৩৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:৩৫
শ্যামল জাহির বলেছেন: আমার ভাল লেগেছে, তাই কষ্ট করে পড়েছি!
চমৎকার!
বাকী লিখা গুলোও পড়বো আশা রাখি।
তবে, এর বিনিময়ে কিছু চাইলে দিতে পারবো না আমি।
শুভ কামনা।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনি আমার পোস্ট কষ্ট করে পড়বেন বিনিময়ে আপনি চাইবেন কেন ? যদি কিছু দেয়ার সামর্থ্য থাকে তবে আমি আপনাকে দেয়ার চেষ্টা করব।
শুভরাত্রি।
৩৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৩
খাটাস বলেছেন: আমি একটু একটু কবিতা বুঝতে শুরু করেছি, যত টুকু বুঝি বেশ ভাল লাগে। কবিতা কেমন যেন অন্য একটা ভাব নিয়ে আসে।
আপনার কবিতা টা একটু কঠিন। যত টুকু বুঝেছি খুব ভাল লেগেছে।
তবে দুইটা জিনিস বুঝি নি একেবারেই।
নিসর্গ নোলক কি?
আর শুনেছি রংধনুকেও একদিন ছুটি নিতে হয়েছিলো
অঝোরে মোনালিসা কাঁদবে বলে।
মনালিসা মানে কি?
কবিতায় প্লাস।
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
নিসর্গ -> প্রাকৃতিক পরিবেশ
নোলক -> নাকে পরার ছোটো ঝুলন্ত অলংকারবিশেষ
মোনালিসা -> ভিঞ্চির আঁকা বিখ্যাত সেই চিত্রকর্ম
কবিতা পাঠে কৃতজ্ঞতা রইল
৪০| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩
সপ্নাতুর আহসান বলেছেন: কবিতা বেশ ভাল লাগল।
বেশি ভাল লেগেছে-
তোমার ভ্যানেটি ব্যাগে রাখা জীর্ণ টিস্যুগুলোতে
এখন আর অশ্রু জমেনা,
সেখানে শুধুই আমার হৃদয়ের রক্ত ক্ষরণের মত
লাল লিপস্টিকের দাগ,
পারফিউমের উৎকট গন্ধ।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় সপ্নাতুর আহসান ।
৪১| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২
এন এফ এস বলেছেন: খুব ভাল একটা লেখা
ঈদ মোবারক
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈদ মোবারাক প্রিয় ব্লগার
৪২| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩
বোকামন বলেছেন:
শূন্যতে সাঁতরেছে ধূসর পানকৌড়ির দল
অন্তঃসারহীন রোদ ডানায় ঘুমিয়ে গেলে !
আরশোলার মতো যে ছবির আয়ু,
তাকে আর নতুন করে কি আঁকবো ?
খুব সুন্দর কবিতা :-)
অনেক ভালোলাগা রইলো ।।
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈদ মোবারাক
৪৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৮
ওমর এন সোহান বলেছেন: তোমার ভ্যানেটি ব্যাগে রাখা জীর্ণ টিস্যুগুলোতে
এখন আর অশ্রু জমেনা,
সেখানে শুধুই আমার হৃদয়ের রক্ত ক্ষরণের মত
লাল লিপস্টিকের দাগ,
পারফিউমের উৎকট গন্ধ।
কি সুন্দর লিখেন দাদা! বেশ ভাল লেগেছে ।
১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ দাদা, দোয়া করবেন। শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫
মাহবু১৫৪ বলেছেন: উফফফ! কঠিন
+++++++