![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
দরদীয়া স্বপ্নপুরীর মরমী সুরে নিশিতের তরজায় তুমি,
মরন গ্রহনের আঁধারেও ধরনীর আদ্যন্ত হৃদয়ের চিরভূমি।
ক্লান্ত শিউলির আদরে ঘুম ভেঙে গেলে পরে;
তোমার শান্তির ভোরে সূর্যের অপছায়া গড়ে,
আকাশের ওপারে আকাশে সূর্য নক্ষত্রের চক্রগতি।
নব যুগের চলতি বাজারে নব আমদানি;
ফ্যাশন নয় তবু যেন প্রকৃতির রূপরানী-
নীল শাড়িটা গায়ে তির্যক ভঙ্গিতে আঁট করে ল্যাপ্টানো,
উঁচু খুরওয়ালা জুতো,
গোলাপি রেশমের মায়া সিক্ত ঠোঁট হৃদ’ আঁকানো,
আলো-আঁধারের মতো পরমা স্বপ্নশিশির তুমি।
প্রশস্ত রাজপথে হরতালের দিনে যানজট বিহীন
নগরী শান্তির নিরালায় বিলীন,
পরক্ষনেই হত্যার বিভীষিকায় মলিন;
ঠিক এমনই তুমি, কখনও শান্ত
আবার কখনও অগ্নুৎপাতের মতই বড় বেশি অশান্ত;
তবুতো আমার জীবনের স্বপ্নশিশির তুমি।
তোমার পাঁজরে ক্ষমতার দখল পেতে হলে চাই অন্তর্বর্তীকালীন প্রেম,
লাগাতার হরতাল আর অবরোধ কর্মসূচিতে যদি ভেঙে না পরো
তবে পেট্রোল ঢেলে আগুন জ্বালাবো তোমার বুনো আঁচলে,
দাঊ দাঊ করে জ্বলবে ঘৃণায় বাঁধা যত ফ্রেম।
তোমার লাজ রাঙা হাসি যেন জনসভায় দেয়া নেতাদের মিছে আশ্বাস,
তবু কেন আমার বুকের মাঝে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়
এইতো তোমাকে ভোট দিলেই ফিরে পাবে,
আমার অধর তার হারানো বিশ্বাস।
যখন রিক্সায় চড়ে তোমার পাশে বসে আমি
পশ্চিমের পথে চলি, মনে হয় যেন অনন্তকাল
এভাবেই তুমি আমার পাশে বসে থাকো;
এই বেশ ভালো।
কেবল রিক্সার চালক কোন মানুষ নয়, সৌরশক্তি।
দরদীয়া স্বপ্নপুরীর তুমি প্রেম, বৃষ্টির পথে নেমে এসে কর ভক্তি,
আরও তীব্র আশা নিয়ে তুমি মাটির মতো হৃদয়কে।
সেই পথে আমিও যখন রিমঝিম দিশারী স্মৃতিকে
করি হৃদয়ের তাড়নে পুলকিত, তখন তুমি মেঘের মতোই প্রেম।
এলোমেলো উপমায় রচিত এই কবিতার মতোই যেন তুমি,
ঘুমহীন নিশিতের তরজায় যখন জেগে আছি আমি।
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ শোভন প্লাসের জন্য।
২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ওফফফ ! কি স্যাটায়ার রে বাবা !
প্লাস প্লাস প্লাস !
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
তোর কবিতাজ্ঞান অসাধারন। থেঙ্কু থেঙ্কু থেঙ্কু !
৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
===========================================
নীল শাড়িটা গায়ে তির্যক ভঙ্গিতে আঁট করে ল্যাপ্টানো,
উঁচু খুরওয়ালা জুতো,
গোলাপি রেশমের মায়া সিক্ত ঠোঁট হৃদ’ আঁকানো,
আলো-আঁধারের মতো পরমা স্বপ্নশিশির তুমি।
===========================================
দারুণ ভ্রাতা।
২য়(ক)
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু প্রিয় ভ্রাতা।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:২১
শিপন মোল্লা বলেছেন: বাব্বা কি দুর্দান্ত কবিতারে ভাই। অনেক গুলি প্লাস।
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু করার নেই তাই কবিতা লিখি ভাই। কৃতজ্ঞতা জানবেন।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৩৩
ঢাকাবাসী বলেছেন: বেশ চমৎকার লাগল।
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভেচ্ছা রইল প্রিয় ঢাকাবাসী।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩২
এহসান সাবির বলেছেন: আহ্....! সকালে উঠে একটা জোস কবিতা পড়লাম.....। চমৎকার ব্রো...!
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার ভালো লেগেছে জেনে খুশি হোলাম।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৬
মামুন রশিদ বলেছেন: আবেগঘন হৃদয় পোড়া কবিতা ।
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই হৃদয় পুড়ে অঙ্গার।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০১
গোর্কি বলেছেন:
আপনার লেখা বরাবরের মতই খুব ভাল লাগল পাঠে। শুভ কামনা।
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা প্রিয় গোর্কি নিয়মিত আমাকে অনুপ্রেরনা দেয়ার জন্য।
৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭
রাইসুল নয়ন বলেছেন:
বরাবরের মতই অসাধারণ!!
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ কামনা রইল নয়ন।
১০| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৭
বোকামন বলেছেন:
কোন শান্ত যুবকের নীরব প্রতিবাদের মতই উপমাচ্ছন্ন কবিতা বলে মনে হলো ।
খুব ভালো লাগলো ।।
+
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মনে হওয়ার কিছু নেই আপনি ঠিক ধরেছেন।
প্লাসে কৃতজ্ঞতা জানবেন।
১১| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৮
মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা।
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় গল্পাকার। শুভ বিকেল।
১২| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৪
একজন আরমান বলেছেন:
মাথা নষ্ট কবিতা কবি।
প্রিয়তে।
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
বুঝলাম কিন্তু হলুদ তারায় শূন্যতা কেনরে ভাই ?
১৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বাপরে ! দারুণ লেখা তো ++++++++++++++++++++
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
বাপরে ! এত্তগুলা প্লাস কৃতজ্ঞতা জানবেন।
১৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: খুব ভালো হয়েছে কবিতা ++++
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
বিথি কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন। আপনার ভালো লেগেছে জেনে খুশি হোলাম।
১৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সমসাময়িকতার আশ্রয়ে দারুন শব্দ বুনন, ভালো লাগলো।।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় দূর্জয় ভাই। কৃতজ্ঞতা জানবেন।
১৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১১
নাজিম-উদ-দৌলা বলেছেন:
তরজা কি? শব্দটা আজ পরিবেশ বন্ধুর একটা কবিতায়ও দেখেছিলাম।
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
তরজা হলো কবিগানজাতীয় লোকসংগীতবিশেষ, দুইজন গাইয়ে তত্ক্ষণাত্-রচিত গান গেয়ে পরস্পরকে আক্রমণ ও প্রতি-আক্রমণ করে।
আর পরিবেশ বন্ধু কবির কাছেত আমরা নস্যি।
শুভ সকাল।
১৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি কবিতা পড়লাম
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ সকাল আপু। কৃতজ্ঞতা জানবেন।
১৮| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭
সুমন কর বলেছেন: আপনি এত সুন্দর সুন্দর কবিতা, গল্প কিভাবে লিখেন??
তোমার পাঁজরে ক্ষমতার দখল পেতে হলে চাই অন্তর্বর্তীকালীন প্রেম,
লাগাতার হরতাল আর অবরোধ কর্মসূচিতে যদি ভেঙে না পরো
তবে পেট্রোল ঢেলে আগুন জ্বালাবো তোমার বুনো আঁচলে,
দাঊ দাঊ করে জ্বলবে ঘৃণায় বাঁধা যত ফ্রেম।
খুব ভাল লাগল। +++
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এটা আপনার মাহাত্ম যে আমার ছাই পাশ লেখাগুলোকে ভালো বলছেন কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন।
১৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৩
অদৃশ্য বলেছেন:
দারুন লিখা... খুব ভালো লাগলো আমার
কান্ডারী ভাইয়ের জন্য
শুভকামনা...
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার ভালোলাগায় আমার অনুপ্রেরণা। শুভেচ্ছা জানবেন।
২০| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১
নেক্সাস বলেছেন: দারুন কবিতা। বিপ্লব কিংবা প্রতিবাদ
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অর্জিত ভালোবাসা অথবা ছিনিয়ে নেয়ার অপচেষ্টা।
২১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: তরজা শব্দটা পেয়ে ভালো লাগল। সুন্দর একটা শব্দ।
কবিতায় ব্যঙ্গের পাশাপাশি চমৎকার ছবি পেলাম, যেমন-
তোমার শান্তির ভোরে সূর্যের অপছায়া গড়ে,
আকাশের ওপারে আকাশে সূর্য নক্ষত্রের চক্রগতি।
বা,
দরদীয়া স্বপ্নপুরীর তুমি প্রেম, বৃষ্টির পথে নেমে এসে কর ভক্তি,
আরও তীব্র আশা নিয়ে তুমি মাটির মতো হৃদয়কে।
সবমিলিয়ে ভালো লেগেছে পুরোটাই, কাণ্ডারি।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনার প্রেরনায় সদা অনুপ্রানিত।
২২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৮
এম মশিউর বলেছেন: কবিতা পড়ে পুলকিত!
দারুন।। অনেক ভালো লেগেছে।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই ভালো থাকবেন সদা।
২৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯
ভিয়েনাস বলেছেন: অতি চমৎকার আবেগী কবিতা।মনের গভীরে লুকানো কিছু প্রতিবাদী কথা......
বরাবরের মতোই সুন্দর
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমাদেরও কিছু বলার থাকে কিন্তু আমরা নির্বাক।
২৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪
সায়েম মুন বলেছেন: চমৎকার লিখেছেন!
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্লগার আপনার ব্যাস্ততা কমে আসুক শুভ কামনা রইল। যদিও ব্যাস্ত থাকটা জীবনের জন্য জরুরী।
২৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
"........ তোমার লাজ রাঙা হাসি যেন জনসভায় দেয়া নেতাদের মিছে আশ্বাস,
তবু কেন আমার বুকের মাঝে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় ....."
অসাধারণ হয়েছে ভাই।
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। শুভ বিকেল।
২৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি দূর্দান্ত কবিতা লিখেন! অসাধারন হয়েছে এই লেখাটা। শব্দ প্রয়োগ এবং নতুন শব্দের বৈচিত্র চমৎকার একটা দ্রোহের কবিতা।
অনেক শুভ কামনা ও শুভেচ্ছা রইল।
বাই দা ওয়ে, প্রচ্ছদ বেশ হয়েছে।
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাইজান। আছেন কেমন ?
থেঙ্কু ফর পছন্দ প্রচ্ছদ কিন্তু চোখ টিপ কেনু ?
২৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৪
মোঃ নুর রায়হান বলেছেন: বিশাল কবিতা! বুঝতে বেশ বেগ পেতে হয়েছে।
শব্দ চয়ন অনেক চমৎকার। আমি কবিতাপ্রেমী মানুষ। এখন থেকে আপনার সব লিখাই নিয়মিত পড়বো।
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন ভাই। শুভেচ্ছা রইল। আপনি কবিতা পছন্দ করেন জেনে খুশি হলাম।
২৮| ২৮ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৪
নস্টালজিক বলেছেন: শব্দচয়ন একটু অন্যরকম, কবিতায় আগ্রহ তাই ধরে রাখলাম শেষ পর্যন্ত!
তরজার- মানেটা ধরতে পারিনি!
শুভেচ্ছা, কান্ডারী!
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
তরজা হলো কবিগানজাতীয় লোকসংগীতবিশেষ, দুইজন গাইয়ে তত্ক্ষণাত্-রচিত গান গেয়ে পরস্পরকে আক্রমণ ও প্রতি-আক্রমণ করে।
ধন্যবাদ নস্টালজিক ভাই। শুভেচ্ছা রইল।
২৯| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৩
বটবৃক্ষ~ বলেছেন:
তোমার লাজ রাঙা হাসি যেন জনসভায় দেয়া নেতাদের মিছে আশ্বাস,
তবু কেন আমার বুকের মাঝে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়
এইতো তোমাকে ভোট দিলেই ফিরে পাবে,
আমার অধর তার হারানো বিশ্বাস।
স্যাটায়ার তাইনা?? ইয়ে , আমি তেমন ভালো বুঝিনা কবিতা!
পুরোটাই পরে অনেক ভালোলেগেছে!!
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছুটা স্যাটায়ার, কিছুটা ক্ষোভ, কিছুটা ভালোবাসা। কিন্তু আপনি অনেক ভালো কবিতা লেখেন যা থেকে কেন জানিনা এখন বিরত রয়েছেন।
৩০| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৫
আমিনুর রহমান বলেছেন:
... এবং অসাধারণ প্রতিবাদী কবিতা।
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আমিনুর ভাই, কৃতজ্ঞতা জানবেন।
৩১| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭
সমুদ্র কন্যা বলেছেন: দারুণ লাগল কবিতাটা কান্ডারী ভাই। অন্যরকম, সুন্দর...
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আপু, ভীষণ খুশি হোলাম।
৩২| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৫
বটবৃক্ষ~ বলেছেন: কিন্তু আপনি অনেক ভালো কবিতা লেখেন যা থেকে কেন জানিনা এখন বিরত রয়েছেন।
আপনি আমাকে ভুলে গেসেন ভাইয়া!!!! আমাকে না তুই করে বলা শুরু করলেন ঐ দিন!!!
কবিতা লিখা বন্ধ রাখলাম কই!!
লিখি কিনতু ভালো হয়না!!
২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে ধুর ! ইদানীং মাথায় সমস্যা দেখা দিছে, কিছু মনে থাকেনা। তুইও অনেক ভালো কবিতা লিখিস। আশা করবো তোর সেই কবিতালেখা ফিরে পাবো। শক্তিশালী শব্দ বুনন আর চমৎকার ভাবাবেগের সব কবিতা।
৩৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কবিতায় ভাললাগা
++++
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ রাসেল আপনাকে।
৩৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: যখন রিক্সায় চড়ে তোমার পাশে বসে আমি
পশ্চিমের পথে চলি, মনে হয় যেন অনন্তকাল
এভাবেই তুমি আমার পাশে বসে থাকো;
এই বেশ ভালো।
এই লাইনগুলোর পরে, কেবল রিক্সার চালক কোন মানুষ নয়, সৌরশক্তি, দুর্দান্ত ! অনেকক্ষণ ঠোঁটে লেগে থাকার মতো !
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই সত্যি ভীষণ অনুপ্রানিত হোলাম হয়ত যখন লিখেছি নিজেও এভাবে ভেবে দেখিনি। কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
===================================================
দরদীয়া স্বপ্নপুরীর তুমি প্রেম, বৃষ্টির পথে নেমে এসে কর ভক্তি,
আরও তীব্র আশা নিয়ে তুমি মাটির মতো হৃদয়কে।
সেই পথে আমিও যখন রিমঝিম দিশারী স্মৃতিকে
করি হৃদয়ের তাড়নে পুলকিত, তখন তুমি মেঘের মতোই প্রেম।
এলোমেলো উপমায় রচিত এই কবিতার মতোই যেন তুমি,
ঘুমহীন নিশিতের তরজায় যখন জেগে আছি আমি।
===================================================
চমৎকার!!!
++++++++++