নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

“বাংলা ব্লগ দিবস” ১৯ শে ডিসেম্বর, ২০১৩

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭





আর মাত্র বাকি রয়েছে ৪০ দিন..........



দেখতে দেখতে “বাংলা ব্লগ দিবস” উদযাপনের দিন প্রায় ঘনিয়ে এসেছে। কিছুদিন পরেই নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেয়া হবে দিবসটি উদযাপনের ঘোষণা। প্রতিবারের মতো এবারও আমরা ১৯ শে ডিসেম্বর, ২০১৩ তারিখে একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দয়ময় দিন উদযাপন করবো। ব্যাক্তিগত ভাবে আমি ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বাংলা ব্লগ দিবসের সফলতা কামনা করে অগ্রীম শুভেচ্ছা জানাই কিন্তু এর পাশাপাশি যেহেতু হৃদয়ে প্রোথিত ১৫ ই ডিসেম্বর, সামহোয়্যার ইন ব্লগের প্রতিষ্ঠা বার্ষিকীর স্মৃতি স্মরনে এসেই যায় তাই ১৫ই ডিসেম্বর, ২০১৩ প্রিয় সামহোয়্যার ইন ব্লগের জন্মদিনে অগ্রীম শুভেচ্ছা জানিয়ে রাখছি। ক্লান্তিহীন পথচলায় আপন মহিমায় চির ভাস্বর হয়ে অনির্বাণ শিখার মতো প্রজ্বলিত থাকুক সামহোয়্যার ইন ব্লগের কার্যক্রম।







সামহোয়্যার ইন...ব্লগ “বাঁধ ভাঙার আওয়াজ”



অনেক ভালোবাসা, শ্রম, মেধা, পারষ্পরিক সহযোগিতা তথা সম্মিলিত প্রচেষ্টায় প্রবল আনন্দে বড় হয়ে উঠছে আমাদের সবার প্রিয় এই সামহোয়্যামর ইন...ব্লগ “বাঁধ ভাঙার আওয়াজ”, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যা টফর্মটি। চড়াই উৎরাই তো পথ চলার অনস্বীকার্য সত্য।



১৫ ই ডিসেম্বর, ২০১৩ সামহোয়্যার ইন ব্লগ এর জন্মদিন। ২০০৫ সালের এই দিনে দুপুর দুটো বেজে ছাব্বিশ মিনিটে সর্বপ্রথম বাংলা ব্লগ পোস্ট করেছিলেন ব্লগার দেবরা। তার প্রথম পোস্টের শিরোনাম ছিল “ইমরান ব্লগ স্রষ্ট া”। লেখা ছিলো, “ইমরান তুমি একটা ভাল কাজ করেছ, হাসিন ভাই আপনাকেও ধন্যবাদ। আপনাদের জানাই আমাদের শুভ কামনা”। প্রথম লেখায় প্রথম মন্তব্য হয়েছে ঠিক এর সাত মাস পরে ১৭ ই জুলাই। ব্লগার সারিয়া তাসনিম সে মন্তব্যে বিষ্ময় প্রকাশ করেছেন এই বলে যে "প্রথম লেখায় কি করে কোন মন্তব্য না থেকে পারে!" তারপরের এক সপ্তাহে যোগ দিয়েছেন আরো ১৩ জন ব্লগারঃ দিদারুল ইসলাম বিজয়, আড্ডাবাজ, হাসিন, ফয়সাল আহমেদ, রেজওয়ান, শাহানা, শামীম ফেরদৌস, রাজু, পিন্টু, মুহিব, সুমন, রিফাত, আরইউবিডিডটনেট। বিষয় হিসাবে ঘুরে ফিরে ছিল বাংলায় ব্লগ নির্মাণের জন্য ধন্যবাদ জ্ঞাপন, প্রশংসা আর বিজয় দিবস নিয়ে বিভিন্ন লেখা। এ সময়ে ব্লগার আড্ডাবাজ সবচেয়ে বেশী পোস্ট দিয়েছেন। এবং সূচনাকালের প্রথম সাতদিনে গড়ে ৪ টার বেশী লেখা পোস্ট হতো না। তবে সূচনাকালীন ব্লগারদের মধ্যে অনেককেই এখন আর দেখা যাচ্ছে না।







পুরাঘটিত অতীতকাল



আনন্দ নিয়ে জন্ম হলো প্রথম বাংলা কম্যিউনিটি ব্লগিং এর। আনুষ্ঠানিকভাবে যদিও এর আত্মপ্রকাশ হয় তার পরদিন ১৬ ই ডিসেম্বর ২০০৫ এর বিজয় দিবসে। জাতীয় জীবনে এমন গৌরবময় দিনকে লক্ষ্য করেই মায়ের ভাষা চর্চার এই খোলা জায়গাটির জন্ম। সূচনা হলো বাংলা ব্লগের, সূচনা হলো বিশ্বজুড়ে ওয়েবে বাংলা ভাষা চর্চার গৌরবময় গোড়া পত্তন। দিনটি আমাদের সবার জন্য বিজয়ের আনন্দের মতই উজ্জ্বল। “বাংলা ব্লগ দিবস” হিসেবে ১৬ ই ডিসেম্বর পালনে অসংখ্য মত দ্বিমতের যুক্তিযুক্ত প্রতিফলন এবং ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ছিলো ভাবনাযোগ্য। এই দু'দিনের মাঝখানটায় ১৫ ই ডিসেম্বরকে “বাংলা ব্লগ দিবস” পালনেও যথেষ্ঠ মতবিভেদ ছিলো। ২৫ তারিখ একটা বড় ধর্মীয় উৎসব। ২১ তারিখ আরেকটা জাতীয় দিবসের সাথে মিল। কেউ আবার ১৮ তারিখের প্রস্তাব করেছিলেন ১৮ একজন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ বয়স এবং তারুণ্যের প্রতীক এই হিসেবে। সকলের সুচিন্তাকে গুরুত্বের সাথে বিবেচনা করে একটি জাতীয় দিবসের বিশেষ তাৎপর্য, ব্যাপ্তি, গুরুত্ব ইত্যাদি জরুরী বিষয়গুলো বিবেচনা করে ব্লগটি সবার সাথে একাত্ম হয়। “বাংলা ব্লগ দিবস” এর অভিষ্ট লক্ষ্য যেখানে ওয়েবে 'বাংলা ভাষা' কে আরও প্রসারিত করা এবং প্রতিষ্ঠা পাওয়া ১৫ ই ডিসেম্বর পালিত হলে তা ব্যহত হতে পারে, এমনটাই ভাবা হয়েছিলো। ওয়েবে বাংলা ব্লগের বিপুল আয়োজনের সূচনা, অবদান, ইতিহাস এবং ঐতিহ্যকে সামনে রেখে একটি বিশেষ দিবসের আয়োজন বাংলা ব্লগিংকে আরও উৎসাহী এবং প্রাণবন্ত করবে। সকলের অংশগ্রহণে এবং পারষ্পরিক সহযোগিতায় বাংলা ব্লগ বিশ্বময় মর্যাদা পাবে। তাই একটি “বাংলা ব্লগ দিবস” নির্বাচন জরুরী। তা হতে পারে ডিসেম্বরের যে কোন একটি দিন যা সবার অংশ গ্রহণ নিশ্চিত করবে স্বতঃস্ফূর্তভাবেই। অবশেষে সবকিছু বিবেচনায় এনে এবং সকলের পরামর্শ অনুযায়ী সামহোয়্যার ব্লগ টিম ঘোষণা দেয়ঃ



"আমাদের সম্মিলিত এই প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং বাংলা ভাষাকে বিশ্বময় ছড়িয়ে দেবার জন্যে একটি "বাংলা ব্লগ দিবস" এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে বাংলায় কমিউনিটি ব্লগিং এর সূচনাকারী হিসেবে আমরা সামহোয়্যার ইন ব্লগ "বাঁধ ভাঙার আওয়াজ" এর পক্ষ থেকে একটি নির্দিষ্ট নিরপেক্ষ দিন নির্বাচনের জন্য সকল বাংলা ব্লগ অ্যাডমিনকে চিঠি দিয়ে এবং এই ব্লগেই এ বিষয়ে অসংখ্য পোস্ট,মন্তব্য,আলোচনা ও প্রস্তাব পর্যালোচনা করে ১৯ শে ডিসেম্বরকে সর্বাধিক গ্রহণযোগ্য ও নিরপেক্ষ বলে মনে করছি। বাংলা ব্লগ দিবসের আনুষ্ঠানিক যাত্রা সূচনা করার জন্য আসছে ১৯ শে ডিসেম্বর,শনিবার, ২০০৯ বিকেল ৫ টায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আপনার অংশগ্রহণ আন্তরিকভাবে কামনা করছি।"









এরপর থেকে ধারাবাহিক ভাবেই ৪টি ব্লগ দিবস পালিত হয়ে আবারও বছর ঘুরে ৫ম বাংলা ব্লগ দিবস পালিত হতে যাচ্ছে আগামী

১৯ শে ডিসেম্বর, ২০১৩।




পুরনো হলেও, তবু কিছু আক্ষেপ রয়েই যায়..........



পৃথিবীতে কোনো দিবসই এভাবে মানুষের ভোটাভুটিতে নির্ধারিত হয়নি। ১৯ ডিসেম্বর, যে শক্ত লজিক নিয়ে, ভিশন নিয়ে এগুনোর কথা বলা হয়েছিলো এবং ১৫ তারিখ নিয়ে যে আশঙ্কা ছিলো সেটি শুধুমাত্র ছিলো একটি সম্ভাবনা, শুধু একটা অনুমান ছাড়া আর কিছুই নয়। তাছাড়া বিগত বছরগুলোতে চারটি ব্লগ দিবসের কর্মসূচিতে হয়েছে আনন্দ মিছিল, আলোচনা সভা, আড্ডা, পিকনিক। বরং যদি ১৫ তারিখেই বাংলা ব্লগ দিবস পালিত হতো তাহলে ১৪, ১৫, ১৬ তারিখ ব্লগারদের কাছে টানা তিনটি দিন প্রতি বছরই আলাদা তাৎপর্য নিয়ে আসতো, ১৬ তারিখ জাতীয় ছুটি থাকায় ১৫ তারিখের বিকেলটা সবার জন্যই আনন্দের উপলক্ষ হয়ে উঠতো নিশ্চিত। ব্র্যান্ডিং অনেক বড় একটি প্রতিনিধিত্বকারী হিসেবে কাজ করতো। সামহোয়্যার ইন ব্লগ যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তাই তা মেনে নিয়ে তাকে সফল করা উচিৎ। “বাংলা ব্লগ দিবস” সফল হোক, সাথেই আছি।





মন্তব্য ১১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আহা ভোটিং! কি কথা মনে করিয়ে দিলেন :| বাংলা ব্লগ দিবস নিয়ে আলোচনা পোস্ট জমেছিল খুব। একদিকে ফিউশন এবং আমি অন্যদিকে কৌশিক, গনক সাহেব এবং অন্য অনেকে। প্রথমেই এই স্যান্ডউইচ থিউরিকে আমরা দুজনের কেউ মেনে নেইনি। কিন্তু পরবর্তিতে যখন ঘোষনা হয়েই গেল তখন...

না এখন আর কোন ভোটাভুটির ব্যাপার নেই, জাতিয় পর্যায়ে বাংলা ভাষা, সামাজিক যোগাযোগ এ ভূমিকা রেখে সামহোয়ারইন ব্লগ ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস হিসেবে স্ট্যাবলিশ করে ফেলতে সমর্থ হয়েছে।

:)

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই কিন্তু সে সময় এত পরিমান ব্লগার এবং এত পরিমান ব্লগ প্ল্যাটফর্ম ছিলোনা। তাই আমি ব্যাক্তিগত ভাবে মনে করি, এখন যেহেতু আরও নতুন অনেক ব্লগার রয়েছেন এবং ব্লগ প্ল্যাটফর্ম হয়েছে তাই বিষয়টি নিয়ে নতুন ভাবে ভেবে দেখা যেতে পারে। আর সামহোয়্যার ইন ব্লগ এখন সবচেয়ে শক্তিশালী একটি প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আর যেহেতু বাংলা ব্লগের সূচনা মূলত ১৫ তারিখেই শুরু হয়েছিলো তাই আজো সেটা ১৫ তারিখেই পালনেরি দাবি রাখে। এই দাবি এখনো এতটুকু পরিমান ম্লান হয়ে যায়নি। যদিও জতীয় পর্যায়ে বাংলা ভাষা, সামাজিক যোগাযোগ এ ভূমিকা রেখে সামহোয়ারইন ব্লগ ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস হিসেবে স্ট্যাবলিশ করে ফেলতে সমর্থ হয়েছে তবু কিছু আক্ষেপ একজন সাধারন সামু প্রেমি হিসেবে আমার রয়েই যায়। আর যদি তা না হয় অন্তত যেন আমাদের সামহোয়্যার ইন ব্লগের জন্মদিন খুব ঘটা করে পালন করার সুযোগ এই প্ল্যাটফর্মটি করে দেয় সেই দাবিটুকু করতেই পারি। ব্লগ দিবস ব্লগ দিবসের স্থানেই থাকুক কিন্তু জন্মদিনটি পালন করার অধিকার থেকে কেন আমাদের বঞ্চিত করা হবে বলুন।

২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩

ধূর্ত উঁই বলেছেন: ব্লগ দিবস সফলতার সঙ্গে উৎযাপিত হোক। সেই কামনা থাকলো নিজে থাকার চেষ্টা করবো যদি অনেক ব্যস্ত হয়ে যাই সেটি ভিন্নকথা। :)

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ব্যস্ততা থাকবেই তবে এখন যেহেতু এটি ব্লগাদের জন্য আয়োজিত হয় তাই সকলে মিলে সেটি উদযাপনের জন্য প্রত্যাশা রইল এতে করে পরস্পরের মাঝে সম্প্রিতিটা আরও বাড়বে। আপনার আগমনের প্রতীক্ষায়।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৮

মামুন রশিদ বলেছেন: ব্লগ দিবসের প্রতি অশেষ কৃতজ্ঞতা । গত বছর সিলেটে চমৎকার একটা ব্লগ দিবস পালন করেছিলাম । আর এর সূত্র ধরেই এক ঝাঁক ব্লগারের সাথে পরিচয় হয়েছিল । একটু স্বপ্ন ভাই, মেঘরোদ্দুর আপু, সুরঞ্জনা আপু, প্রভাষক, সাকিন উল আলম ইভান, নিয়েল হিমু, তানভীর চৌধুরী পিয়েল, জনৈক গণ্ডমূর্খ, মাননীয় মন্ত্রী মহোদয়, দলছুট শুভ, তানভির আহমেদ ক্লিয়ন, সিলেটি জামান, প্রতিভাবান বালক, আলমগীর খান, বিভ্রান্ত পথিক, রেজওয়ান সাস্ট, পৃথ্থিরাজ সৌরভ, পপস । ব্লগের এই ভার্চুয়াল চরিত্রগুলো আজ অফলাইনে আমার সবচেয়ে কাছের মানুষ ।

ব্লগ দিবস ২০১৩ সফল হবে সারা দেশে এবং সারা বিশ্বে ।

শুভকামনা ।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


মামুন ভাই এই ব্লগটির মাধ্যমে ভার্চুয়াল জগত থেকে বাস্তবে যাদের সাথে পরিচয় হয়েছে এরা সত্যি সবাই প্রত্যেকে সাদা মনের মানুষ। এবং আপনার সাথে সহমত যে এরাই এখন সবচেয়ে কাছের মানুষ। অন্তত সুখে দুঃখে এইসব মানুষদেরকেই কাছে পাই।

ব্লগে যতই নিজেদের মাঝে ঝগড়া বিবাদ করে থাকিনা কেন কিন্তু বাস্তবে দেখা হলে সবাই সবাইকে বুকে টেনে নেয়।

ব্লগ দিবস সফল হোক। শুভ কামনা রইল।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯

আমি তুমি আমরা বলেছেন: সফলতার সাথে উদযাপিত হ/অক এবারের ব্লগ দিবস-এই কামনা করি :)

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


সকলের অংশগ্রহণে ব্লগ দিবস হয়ে উঠুক প্রাণবন্ত।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ধূর্ত উঁই বলেছেন: ব্লগ দিবস সফলতার সঙ্গে উৎযাপিত হোক। সেই কামনা থাকলো নিজে থাকার চেষ্টা করবো যদি অনেক ব্যস্ত হয়ে যাই সেটি ভিন্নকথা।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

ধূর্ত উঁই ভাই যেটা বলেছেন সেটা বুঝেছি কিন্তু আপনার মতামতটা কিন্তু জানতে পারলাম না :(

৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

তাহমিদুর রহমান বলেছেন: গতবার আমি ছিলাম। এবারো থাকব।

প্রাত্যহিক

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

তাহলে দেখা হবে অবশ্যই। শুভ কামনা রইল।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

এহসান সাবির বলেছেন: বেশ ইন্টারেস্টিং বিষয়...
১৫/১৯
ভোটা ভুটি হবে নাকি???

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ভোটাভুটি অতীতে একবার হয়েছিলো। এই নিয়ে তর্ক বিতর্ক হয়েছে বহুবার। এখন আর সেটা সম্ভব নয় তবে আরেকবার যদি হতো আমার দৃঢ় বিশ্বাস সবচেয়ে বেশি ভোট এবার ১৫ তারিখের পক্ষেই পরবে। ধরেন ভোট হচ্ছে আপনি কোন তারিখের পক্ষে ভোট দেবেন ?

৮| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এইটা আমারও কথা তাই লিখলাম তো !

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


জ্বরের ঘোরে বুঝতে পারি নাই সরি :D

৯| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৭

তওসীফ সাদাত বলেছেন: হুম !!! কাছিয়ে এসেছে ব্লগ দিবস !!! গতবার সঙ্গত কারণে যেতে পারিনি, এবার অবশ্যই অবশ্যই যাবো যদি সবকিছু ঠিকঠাক থাকে। :)

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


এবার অবশ্যই অবশ্যই যাবেন এবং ব্লগ দিবসকে সার্থক ও সুন্দর করে তুলবেন এই প্রত্যাশা রইল। সকলের অংশ গ্রহনে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে এটাই প্রত্যাশা। তবে এর পাশাপাশি সামুর একটা জন্মদিন পালন হলে মন্দ হতো না কি বলেন আপনি ? অন্তত আমরা কেক খেতে পারতাম।

১০| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৭

তওসীফ সাদাত বলেছেন: হুম !! ঠিক ! সামুর থেকে স্পেশালি, একটা জন্মদিনের ব্যবস্থা করা যায়। চারদিন পর তো !! বিশেষ কোন সমস্যা না :)

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


চারদিন আগে ১৫ তারিখে একটি জন্মদিন আশা করতেই পারি।

শুভেচ্ছা সকলের জন্য ব্লগ দিবসের।

১১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৯

সাদরিল বলেছেন: গতবার ছিলাম, এবার থাকবো কিনা জানি না, দেশের যা পরিস্থিতি!

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:



দেশের পরিস্থিতি যাই হোক ব্লগ দিবস সফল হোক এই কামনা করি এবং আপনার সাথে দেখা হওয়ার প্রত্যাশা রাখি।

১২| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:



বর্তমান সময়ে ভোটাভুটি হলে ১৫ তারিখি বাংলা ব্লগ দিবস হিসেবে প্রতিষ্ঠিত হত বলে আমার ধারণা। যেহেতু আমাদের পূর্বের ব্লগারগণ ১৯ তারিখকে বাংলা ব্লগ দিবস হিসেবে প্রতিষ্ঠিত করেই ফেলেছেন তাই আর কিছু বলার নাই।

বাংলা ব্লগ দিবস অনুষ্ঠিত হোক উচ্ছ্বাস ও আনন্দের মাধ্যমে সকল ব্লগারদের অংশগ্রহণের মাধ্যমে।
সামু এগিয়ে চলুক আপন মহিমায় সেই কামনা রইলো।
সকলকে ব্লগ দিবসের অগ্রিম শুভেচ্ছা।

হ্যাপি ব্লগিং!!!!

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আমারও বিশ্বাস এমনটাই তবে পূর্বের ব্লগারদের প্রতি শ্রদ্ধা রেখে এবং যেহেতু সামহোয়্যার ইন থেকে সিদ্ধান্ত এটাই তাই আমারও আর বিশেষ কিছু বলার নেই তবে জন্মদিন পালন হলে খুব ভালো লাগত।

সকলকে ব্লগ দিবস এবং সামুর জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা।

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৬

ইসতিয়াক অয়ন বলেছেন: অনেক কিছুই জানতাম না-
পোস্ট প্রিয়তে !

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ব্লগ দিবসের নিমন্ত্রণ রইল অন্তত দেখা হলে সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়া যাবে।

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০০

এহসান সাবির বলেছেন: বর্তমান সময়ে ভোটাভুটি হলে ১৫ তারিখি বাংলা ব্লগ দিবস হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে মনে হয়।

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আরে ভাই আপনি দেখছি আমার মনের কথাটাই বলে দিয়েছেন। আমিও ১৫ তারিখের পক্ষে কিন্তু এখন আর কিছুই করার নেই আফসোস।

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২২

বাংলার হাসান বলেছেন: ভাল পোষ্ট

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ হাসান ভাই।

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১০

অন্ধকার ছায়াপথ বলেছেন: আমি একজন নতুন ও সাধারন ব্লগার। তাই এই ব্যাপারটা নিয়ে বেশ আনন্দে আছি। সবাই আমাকে সহযোগীতা করবেন ভাল লিখার জন্য আশা করি। এবারে আমিও থাকতে চাই আপনাদের সাথে।
ধন্যবাদ সবাইকে। :D :D :D :D :D :D

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। লিখে যান নিজ গুনে।

শুভ কামনা রইল আর ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা।

১৭| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আপনার বাড়ি কি রাজশাহী?

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


নাত ভাই। আমি ঢাকায় থাকি। তবে আপনি চাইলে আমাদের মাঝে যোগাযোগ হতে পারে। এই ব্লগে অনেকেই আছেন যাদের বাড়ি রাজশাহী এবং আমার সাথে যোগাযোগ রয়েছে।

১৮| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

বেকার সব ০০৭ বলেছেন: আমি ১৫ তারিখের পক্ষে আসা করি আমার সাথে অনেকে যোগ দিবেন,

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ, মনে হচ্ছে আমার, আপনার মত আরও অনেকেই ১৫ তারিখের পক্ষেই তাদের মত দেবেন।

১৯| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: গতবার ব্লগ দিবসে নিউইয়র্ক গেছিলাম, এবার কেউ আয়োজন করলে যাওয়ার ইচ্ছা আছে!

বাংলা ব্লগ দিবসের স ফ ল তা কামনা করছি

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


এবারো আশা করি নিরাস হতে হবেনা না হলে আপনি নিজেই থাকুন প্রতিনিধি হিসেবে। হ্যাপি ব্লগ ডে !

২০| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

মাহতাব সমুদ্র বলেছেন: সারাদেশেই পালন করা হোক। পারলে এবার বিভাগ ছাড়িয়ে জেলাতেও পালন করা হোক।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রস্তাব ভেবে দেখার মতো তবে গতবার দেখেছি সারাদেশে যেমন ব্লগ ডে পালিত হয়েছে তেমনি পালিত হয়েছে বিদেশের মাটিতেও এবারো নিশ্চয় এর ব্যতিক্রম হবেনা।

২১| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ব্লগ নিয়ে জানার কিছু ছিল আপনার পোস্ট পড়ে জানতে পারলাম
আমি যে প্লাটফর্মটিতে আছি তার অতীত

পোস্টে অনেক ভাল লাগা ভাই

শুভ কামনা সামু কে

পয়দা দিবসের শুভেচ্ছা ।।

পোস্টে +++++

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


পয়দা এবং ব্লগ দিবসের শুভেচ্ছা। আপনি ব্লগ দিবসে আসছেন তো ?

২২| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

তন্ময় ফেরদৌস বলেছেন: সাথে আছি

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

তন্ময় ভাই আমিও সাথেই আছি।

২৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলা ব্লগ ডে আর সামহোয়্যারইনব্লগ ডে- দুটো এক জিনিস বলে মনে হয় না। আমি যতদূর জানি, সামহোয়্যারইনের জন্মদিনটাকে বাংলা ব্লগডে হিসাবে ঘোষণা করা হলে অপরাপর ব্লগে এটা নিয়ে বিতর্ক ওঠে। ঐ সময়ে আমার ব্লগ ও প্রথম আলো ব্লগই ছিল সামহোয়্যারইনব্লগের বাইরে বাকি দুটো ব্লগ (সচলায়তন ব্লগ নয় বিবেচনা করে)। শেষ পর্যন্ত সবগুলো ব্লগের মিলিত সিদ্ধান্তেই ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ ডে হিসাবে স্থির হয়। আমার তথ্যে ভুল থাকলে দয়া করে কেউ শোধরে দেবেন। এই অবস্থায় ১৫ ডিসেম্বর ব্লগ ডে হিসাবে পুনর্ঘোষিত হলে দিনটি সার্বজনীনতা হারাবে বলে মনে হয়।

তবে, সামহোয়্যারইনব্লগ প্রেমীদের জন্য একটা দারুণ সুযোগ আছে- ১৫ ডিসেম্বরকে ‘সামহোয়্যারইনব্লগ দিবস’ হিসাবে প্রতিষ্ঠা ও উদ্‌যাপন করা যেতে পারে। এতে এই ব্লগের জন্মদিনটা হারিয়ে যাবার সম্ভাবনাও বিলুপ্ত হবে।

ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

জাতিয় পর্যায়ে বাংলা ভাষা, সামাজিক যোগাযোগ এ ভূমিকা রেখে সামহোয়ারইন ব্লগ ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস হিসেবে স্ট্যাবলিশ করে ফেলতে সমর্থ হয়েছে। তাই এটি নিয়ে নতুন ভাবে বিতর্ক হবার কোন সুযোগ নেই কিন্তু একজন সামু প্রেমি হিসেবে আমার জন্মদিনের কেক খেতে মন চাইতেই পারে। তবে সেটা সামহোয়্যার ইন ব্লগ দিবস হিসেবে নয় সামুর জন্মদিন হিসেবে ১৫ তারিখে।

কিছু কথা শেয়ার না করলেই নয়। সামু এতটাই সহনশীল এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল যে যেখানে সুযোগ ছিলো নিজের জন্মদিবস পালন করার অথচ বিগত বছরগুলোতে তা না করে বরং সকলের প্রতি শ্রদ্ধা রেখে বাংলা ব্লগ দিবস পালন করে আসছে। সকল কে সাথে নিয়ে চলার যে মানসিকতা সামু দেখিয়েছে তার জন্য সামুর প্রতি শ্রদ্ধার পরিমান অনেক অনেক বেশি বেড়ে যায়। শুধু এই শ্রদ্ধাটুকু দেখাতে চেষ্টা করলাম এই পোস্টের মাধ্যমে তবে আক্ষেপটা একান্তই ব্যাক্তিগত।

২৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২২

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগডে সফলহোক। শুধুমাত্র ব্লগার পরিচয় সব মতাদর্শের মানুষদের একটা প্লাট ফর্মে নিয়ে আসতে পারে । ঐক্যের মেলবন্ধন বা সেতু বন্ধন রচনা করতে পারে। :)

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় সেলিম ভাই সামু এতকাল ধরে ঠিক এই জিনিসটিই করে আসছে বলে আমি সামুকে ভালোবাসি।


ঐক্যের মেলবন্ধন বা সেতু বন্ধন সামুই করছে। নতুবা আগ্রহ নিয়ে ব্লগ দিবস পালনের উদ্যোগ সামু কেন নেয় বলুন।

২৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: @ধুলোবালিছাই

আপনার জানায় ভুল আছে এমন নয়। তবে বিতর্ক ওঠে নয়, বিতর্ক ওঠার সম্ভাবনা থেকে যায় এমন একটা ধারণা ছিল। সেই সাথে ছিল স্যান্ডউইচ থিওরি- ১৪ আর ১৬ এর মাঝে পরে ১৫ তারিখ গুরুত্ব হারাতে পারে এমন একটা তত্ত্ব।

@লেখক

গত কয়েকটা আসর হয়ে যাবার পর বিষয়টা নিয়ে নতুন করে ভাবার চেয়ে এভাবে এগিয়ে নেয়াই ভালো। আপনি কি এই পোস্ট টি পুরো পড়েছেন, মন্তব্য সহ? পড়ে দেখুন :) Click This Link

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় জীবনানন্দদাশের ছায়া ভাই আমি জানা আপুর দেয়া পোস্টটি সব কটি মন্তব্য সহ পড়েই এবং ব্লগার ফিউশন ফাইভ এবং তখনকার সময় আপনার দেয়া একটি পোস্ট সম্পর্কে পুরোপুরি জানি এবং সকল প্রকার ঘটনা সম্পর্কে জ্ঞাত থেকেই এই পোস্টটি দিয়েছি। মূলত এখানে আমি কোন ভাবেই নতুন করে কোন বিতর্ক সৃষ্টি নিয়ে কিংবা ব্লগ দিবস পরিবর্তন নিয়ে মূলত এই পোস্টটি দেয় নি। আমি এখানে শুধু মাত্র সামুর প্রতি অগাধ ভালোবাসা থেকে এবং ব্লগ দিবস পালনের জন্য বিপুল পরিমান আগ্রহ নিয়ে এবং সকলের প্রতি আহবান মূলক এই পোস্ট দিয়েছি। এখানে শুধু সেইসব পুরনো দিনের ইতিহাস যা নতুনদের হয়ত অনেকেই জানেনা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।

কিছু কথা শেয়ার না করলেই নয়। সামু এতটাই সহনশীল এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল যে যেখানে সুযোগ ছিলো নিজের জন্মদিবস পালন করার অথচ বিগত বছরগুলোতে তা না করে বরং সকলের প্রতি শ্রদ্ধা রেখে বাংলা ব্লগ দিবস পালন করে আসছে। সকল কে সাথে নিয়ে চলার যে মানসিকতা সামু দেখিয়েছে তার জন্য সামুর প্রতি শ্রদ্ধার পরিমান অনেক অনেক বেশি বেড়ে যায়। শুধু এই শ্রদ্ধাটুকু দেখাতে চেষ্টা করলাম এই পোস্টের মাধ্যমে তবে আক্ষেপটা একান্তই ব্যাক্তিগত।

২৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮

অ্যানোনিমাস বলেছেন: ব্লগ দিবস! :)

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ব্লগ দিবস !:#P

২৭| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

মোঃ ইসহাক খান বলেছেন: ব্লগ দিবস সফল এবং আনন্দময় হোক।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


ব্লগ দিবস নিয়ে আমারত এখন থেকেই আনন্দ হচ্ছে। এই দিনগুলো কাটাতে খুব কষ্ট হয়ে যাবে।

২৮| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ব্লগ ডে কী চট্রগ্রামে হয় ? ঢাকায় তো আমি যেতে পারবোনা :(

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

ব্লগ ডে সব বিভাগেই হয়। ইনশাল্লাহ চট্টগ্রামেও হবে। আপনার নিরাশ হবার কিছুই নেই। তবে ঢাকার বাইরের গুলোতে এবং বিদেশের গুলোতে মূলত ব্লগাররাই দায়িত্ব নিয়ে ব্লগ ডে পালন করেন সামুর সহযোগিতায়। আপনি চাইলে চট্টগ্রামে ব্লগ ডে পালনের জন্য সামুর প্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন।

২৯| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

রাবেয়া রব্বানি বলেছেন: সফল হোক

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

সাথে থাকবেন নিশ্চয় ?

৩০| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার ২ দিন ডে অফ তাই ব্লগে রেগুলার এই দুই দিন । অন্য সময় তো হসপিটাল থাকে মিনিমাম ১২-১৪ ঘন্ঠা। :( আমি কিভাবে উদ্যোগ নিব? চট্রগ্রামের অন্য কেউ স্পেশালি কোন ছেলে ব্লগার উদ্যোগ নিলে ভালো হতো।

চট্রগ্রামের কেউ থাকলে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাচ্ছি

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


এটা অবশ্য আপনার জন্য একটা ফ্যাক্ট তবে উদ্যোগ আপনাকে নিতে হবেনা আপনি শুধু সাথে থেকে যতটুকু সময় পারেন ওইদিন ভলেন্টিয়ার হিসেবে আপনার বিভাগে ব্লগ ডে পালন করতে পারেন। কিংবা এই ব্লগের মাধ্যমে আপনার বিভাগের সব ব্লগারদের উৎসাহিত করতে পারেন। সবাই যদি নিজ নিজ বিভাগের ব্লগারদের উৎসাহিত করতে পারে সেটাইবা কম কিসের।

৩১| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি অবশ্যই হেল্প করবো এটা কি বলতে হবে ?

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

অবশ্যই বলতে হবেনা।

ব্লগ ডে নিয়ে আসলে আমি নিজেই কিছু জানিনা। কি হচ্ছে? কিভাবে পালিত হচ্ছে ? কিছুই জানিনা শুধু আগের ব্লগ ডে গুলোতে কি হয়েছিলো তা ব্লগ পড়ে জানার চেষ্টা করেছি মাত্র। আপনার জানার সুবিধার জন্য আপনাকে একটি লিংক দিচ্ছি আশা করি যদি আপনার ব্লগ ডে নিয়ে জানার ইচ্ছে থাকে তাহলে আপনিও জেনে আমার মত ভাব নেয়ার একটি সুযোগ পাবেন যে আপনি অনেক কিছু জানেন। B-)


১৯শে ডিসেম্বর, বাংলা ব্লগ দিবস সংক্রান্ত পোস্ট সমূহ

৩২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২১

যুবায়ের বলেছেন: চমৎকার একটি পোষ্ট....
ব্লগডেও বেশ কিছু অজানা তথ্য জানলাম..
লেখককে অসংখ্য ধন্যবাদ।

এবারের ব্লগডেটা দেখি নিজের শহরে আয়োজন করা যায় কিনা সেটা নিয়ে ভাবছি...

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

তাহলেত দারুণ হয় ভাই। হ্যাপি ব্লগ ডে !!!

৩৩| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

গৃহ বন্দিনী বলেছেন: ১৫/১৯ কিংবা যেই তারিখেই হোক কোনটাতেই কোন আপত্তি নাই । এবার ডিসেম্বর মাস আমি পুরাপুরি সকল প্রকার পরীক্ষার আওতামুক্ত থাকব। B-)) B-)) । আসল ব্যাপার হইল অনুষ্ঠানের সময়সূচি নিয়ে।

কারন গতবার সহ অন্যান্যবারের অনুষ্ঠান দেখে মনে হল প্রতিবারই শেষ হতে হতে বেশ রাত হয়েছে।
এবারও যদি এমন হয় তাহলে হয়ত আমার মত মেয়েরা অনেকেই আসতে পারবে না। নিরাপত্তার ব্যাপারটা ছাড়াও রাতে গাড়িঘোড়া পাওয়াটাও খুবই কষ্টসাধ্য। বাসা থেকে পারমিশনও পাব না ।


শীতের দিন , ৫ টার পরেই সন্ধ্যা হয়ে যায় তাই সকালে যদি হয় তাহলে খুবই ভাল কিংবা ১১ টা/ ১২টার দিকে। অফিস করা ব্লগারদের জন্য অনেক সমস্যার ব্যাপার হবে এটা। তবে যতদুর জানি বৃহস্পতিবার অফিস হাফবেলা পর্যন্ত হয় । সব কিছু বিবেচনা করেই যেন এবারের সময় সূচি করা হয় । সেই আশা থাকলো আয়োজকদের কাছে।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলে ধরেছেন। সন্মানিত আয়োজকদের ব্লগ ডে পালনের টাইম শিডিউল নিয়ে ভেবে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

৩৪| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

আমি ইহতিব বলেছেন: ওহ কি মজা, আবার ব্লগ ডে চলে এলো।

গতবার ছিলাম ব্লগডে তে। অনেক পরিচিত নিকের পেছনের মানুষগুলোর সাথে সরাসরি দেখা ও কথা হয়েছিলো। অনেক ভালো লেগেছে। এবার ও যদি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে হয় তবে থাকবো ইনশাআল্লাহ।

১৫/১৯ কোনটাই সমস্যা নেই। কারন ১৫ তারিখের পর ও বন্ধ আছে আবার ১৯ তারিখের পর ও।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আপু ব্লগ ডে ১৯ তারিখেই গত চারটি ব্লগ ডের মতই পালিত হতে যাচ্ছে কারণ জাতীয় পর্যায়ে বাংলা ভাষা, সামাজিক যোগাযোগ এ ভূমিকা রেখে সামহোয়ারইন ব্লগ ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস হিসেবে স্ট্যাবলিশ করে ফেলতে সমর্থ হয়েছে।

ব্লগ দিবসের শুভেচ্ছা রইল।


৩৫| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আগেরবার ব্লগডের আগে কাউকে চিনতাম না, ব্লগ নিয়ে তেমন আবেগও তৈরী হয় নি! ব্লগ ডের কথা অনেকের কাছে শুনেছি। অপেক্ষায় থাকলাম কী হয়! :)

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ইফতি ভাই যদি দেখা হয় তাহলে হয়ত আড্ডা দেয়া যাবে। ভাগ্যের উপর ডিপেন্ড করছে।

৩৬| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

গোর্কি বলেছেন:
শুভেচ্ছা রইল। সফলতা কামনা করি।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ব্লগ দিবসের শুভেচ্ছা রইল।

৩৭| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

টুম্পা মনি বলেছেন: দারুণ!!!!!!!!!!!!!! সফল হোক ব্লগ দিবস।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার উপস্থিতি কামনা করছি।

৩৮| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

সায়েম মুন বলেছেন: দিনটি ব্লগারদের মনে আলাদা রকম আনন্দ নিয়ে আসুক!

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


সায়েম ভাই এই সুযোগে অন্তত আপনার সাথে আড্ডা দেয়া যাবে।

৩৯| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মহামহোপাধ্যায় বলেছেন: বাংলা ব্লগ দিবস'১৩ এর জন্য অনেক অনেক শুভকামনা রইল।


অপেক্ষায় আছি।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিও ভাই ভীষণ ভাবে অপেক্ষায় আছি।

৪০| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

এ্যাপোলো৯০ বলেছেন: হরতাল কোনো ঝামেলা না করলে আশা করি ১৮ তারিখে এক্সাম শেষ হবে।

দোয়া করো যাতে ১৯ তারিখ উপস্থিত থাকতে পারি।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

অবশ্যই দোয়া করি তুমি না থাকলে নাটক করবে কে ?

৪১| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৯

দি সুফি বলেছেন: ১৫/১৯ তারিখে না করে, ডিসেম্বর মাসের তৃতীয় শুক্রবারে করলে বেশি ভালো হত! এতে করে, চাকরিজীবি, ছাত্র সবাই সহজেই অংশগ্রহন করতে পারত! এমনকি হরতালের আশংকাও করতে হত না!

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই সেটা সম্ভব নয় কারন সামহোয়ারইন ব্লগ ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস হিসেবে স্ট্যাবলিশ করেছে। আপনার আগমনে ধন্য হতে চাই।

৪২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

কয়েস সামী বলেছেন: প্রিয়তে...

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা রইল।

৪৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনুষ্ঠান ৫ টায় বলে শুরু করে ৭/৮ টায়। আমি ভোর বেলা ঘুম থেকে উঠে দেখার জন্য বসে থাকি। আর লাইভ স্ট্রিমিং যেই অবস্থা। মডুদের কাছে প্লিজ প্লিজ অনুরোধ, আপনারা প্লিজ এবার ভাল স্ট্রিমিং এর ব্যবস্থা করেন।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

৪৪| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

গেন্দু মিয়া বলেছেন: এবারের ব্লগ দিবস কোথায় হবে ভাই?


আসতে চাইলে কী করতে হবে?

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

খুব সম্ভবত ডিটেইল ইনফরমেশন ব্লগডের আগে ব্লগ কর্তৃপক্ষ জানিয়ে দেবে। ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

আসতে চাইলে কোন ফর্মালিটি মেইন্টেইন করতে হবেনা এতটুকু জানি। শুধু যেখানে পালিত হবে সেখানে চলে আসলেই হবে। আপনার সাথে আড্ডা দেয়ার ইচ্ছে রইল।

৪৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আগের বারের পোগ্রামটা মিস করেছি, এবার হবেনা :)

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

দেখা হবে তাহলে।

৪৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

অদৃশ্য বলেছেন:






গতবার মনে হয় গিয়েছিলাম... আলোচনা চলছিলো, একটা ঘুরনা দিয়েই চলে এসেছি... জানা আপা আর তার বরকে দেখবার খুব ইচ্ছে ছিলো ( সামুর প্রতিষ্ঠাতা বলে কথা !!!) তাই গিয়ে তাদের দেখেই চলে এসেছিলাম... অনেকেই ছিলো সবাই অচেনা দৃশ্যত, তবে অনেক পরিচিত প্রিয় নিকের মানুষরাও ছিলো সেখানে, যারা নিকেই পরিচিত চেহারায় নয়...

( ভুল হচ্ছেনাতো? পাবলিক লাইব্রেরির পশ্চিম পাশে ছোট অডিটেরিয়ামে হয়েছিলো প্রোগ্রামটা, সেটাইতো ব্লগ দিবসের প্রোগ্রাম নাকি? )


ব্লগ দিবস সফল হোক... আরো প্রচার হোক বাংলা ব্লগের... বিশেষকরে সামুর...


কান্ডারী ভাইয়ের জন্য
শুভকামনা...


১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

গতবার ব্লগ ডে পালিত হয়েছিলো ঢাকা ইউনিভার্সিটির কলা অনুষদের আরসি মজুমদার মিলনায়তনে।

যাই হোক এবার অবশ্যই আপনার সাথে দেখা হবে এবং জমিয়ে আড্ডা হবে। অপেক্ষায় রইলাম।

৪৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

সপন সআথই বলেছেন: tai naki, jantam na. thanks :)

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


জানাতে পেরে খুশি হোলাম। :)

৪৮| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

বটবৃক্ষ~ বলেছেন: ওয়াও!! অনেক কিছুজানলাম ভাইয়া!! :) :)

ব্যাগে ঢুকালাম পোস্ট!!

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


দেখিস আবার ব্যাগ যেন চুরি হয়ে না যায়

৪৯| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৭

রায়ান ঋদ্ধ বলেছেন: দিনাজপুর থেকে যাওয়া হয়তো হবে না, কিন্তু এইবার ব্লগ ডে টা এখানে পালন করতে চাই। পরিচিত ক'জন ব্লগার আছেন। তাদের সাথে নিয়ে ছোটো করে একটা কিছু করা চেষ্টা করবো। তবে যদি আশেপাশের অপরিচিত ব্লগার দের পাওয়া যেত তবে আরও ভালো হয়। ব্লগ ডে কেন্দ্রিক একটা বিশেষ পরিকল্পনা আছে, কিন্তু সেটা করতে সময় প্রয়োজন। তাই পরিকল্পনাটা আগামী বারের জন্য তোলা রইলো। সামু থেকে ব্লগ ডে উদযাপন প্রচারণার জন্য কি কি সহায়তা আশা করা যায়?

আমিনুর রহমান ভাইয়া বলেছিলেন কিছু পোস্টার পাঠাবেন। সেগুলো পেলে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দেওয়া যায়।

আশা করি বাংলা ব্লগ ডে অনেক সুন্দর করে সারা দেশ ব্যাপী পালিত হবে। :)

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

সামু ব্লগ ডে পালনের জন্য সবরকমের সাহায্য প্রদান করবে বলেই বিশ্বাস। এছাড়া আপনি ব্লগে একটি পোস্ট দিয়েও আপনার এলাকার ব্লগারদের জড়ো করতে পারেন। পোস্টের মাধ্যমে আপনার পরিকল্পনা তুলে ধরতে পারেন।

আমিনুর রহমান ভাই যেহেতু বলেছেন পোস্টার পাবেন তাহলেত ভালই হয়।

হ্যাপি ব্লগ ডে !!!

৫০| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

রিমঝিম বর্ষা বলেছেন:

একটা ব্লগ ডে'তেও যাওয়া হয়নি। :(

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


এবার অবশ্যই আসবেন এই প্রত্যাশা রইল। ব্লগ ডের অগ্রীম শুভেচ্ছা রইল। !:#P !:#P !:#P

৫১| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

এরিস বলেছেন: এখানে কেউ নেই কাণ্ডারী ভাই। :(

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনি আছেনত আপু এছাড়া আপনি ফেসবুক অথবা ব্লগে পোস্টের মাধ্যমেও জানতে পারেন আপনার ওখানে কে আছে এবং উদ্যোগ নেয়া সম্ভব কিনা ?

৫২| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: এবার আসছি ইনশাআল্লাহ :)

২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:




ইনশাআল্লাহ দেখা হবে।

৫৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই জানাপুরে বলে খানাদানার এন্তেজাম কইরেন ফিলিচ :#> :#>

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:



জানা আপু আপনার দৃষ্টি আকর্ষণ করছি । ভাই বিরিয়ানী হইলে কিন্তু মন্দ হয় না।

৫৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

সুনীল চাঁদ বলেছেন:
অনেক কিছু জানলাম। ভাল পোস্ট

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:



ব্লগ ডের শুভেচ্ছা রইল।

৫৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

অপু তানভীর বলেছেন: গতদুইবার মিস হয়েছে। দুইবারই ছিলাম ঢাকার বাইরে। দেখা যাক এইবার আসতে পারি কি না!!

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:




অপু ভাই এবার যদি আসেন আপনার সাথে দেখা হওয়ার আমার ভীষণ ইচ্ছা আছে আর সেই ইচ্ছাটাও পূর্ণ হবে আশা করি।

৫৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এবার ঢাকায় চলে আসতে পারি , অবরোধ না থাকলে ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০

কান্ডারি অথর্ব বলেছেন:




এলে আগের দিন অবশ্যই জানাবেন এয়ারপোর্টে যেয়ে রিসিভ করে আনবো আপনাকে। :)

৫৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৪

অপু তানভীর বলেছেন: হে হে কি কইলেন কান্ডারী ভাই। আমি খুবই সাধারণ একটা মানুষ। বেরশিক টাইপের। আমার সাথে একবার যার দেখা হবে সে আর দ্বিতীয় বার আর আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করবে না।
যাক যদি আসতে পারি দেখা হবে অবশ্যই!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাইরে আমিও চরম বেরসিক, আমারেও কেউ পছন্দ করে না। তাইলে আপনার আর আমার মিলবে ভালো। দেখা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.