![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
আপডেট সময়ঃ বিকেল ৪.০০ ঘটিকা
প্রতিবারের মতো এবারও আমরা ১৯ শে ডিসেম্বর, ২০১৩ তারিখে ৫ম বাংলা ব্লগ দিবসের মত একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দয়ময় দিন উদযাপন করবো।
অনেক ভালোবাসা, শ্রম, মেধা, পারষ্পরিক সহযোগিতা তথা সম্মিলিত প্রচেষ্টায় প্রবল আনন্দে বড় হয়ে উঠছে আমাদের সবার প্রিয় এই সামহোয়্যার ইন...ব্লগ “বাঁধ ভাঙার আওয়াজ”, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্মটি।
অত্যন্ত আক্ষেপ ভরা মন নিয়ে বলতে হচ্ছে, চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা এবং জনজীবনের নিরাপত্তাহীনতার বিষয়টি বিবেচনা করে; সেই সাথে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং ব্লগারদের জানমালের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রায় সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করার পরও প্রতিবছরের মত এবার আয়োজন করে ঢাকায়, ৫ম বাংলা ব্লগ দিবস উদযাপন করা সম্ভব হচ্ছে না। তবুও বাংলা ব্লগ দিবসকে ঘিরে ব্লগারদের মাঝে প্রবল উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন জেলাগুলোতে এমনকি বিশ্বের নানা প্রান্তে। দেশের ও বিদেশের বাংলা ব্লগাররা ৫ম বাংলা ব্লগ দিবস উদযাপনের নিজস্ব প্রস্তুতিও সম্পন্ন করেছেন। ঢাকায় কেন্দ্রীয়ভাবে না হলেও সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলভিত্তিক যেমন, যশোর, সিলেট, রাজশাহী, দিনাজপুর, রংপুর, চট্টগ্রাম ও আরো কিছু অঞ্চলে নিজেদের মত করে ৫ম বাংলা ব্লগ দিবস উদযাপনের প্রস্তুতি।
সেই সূত্র ধরেই এবার আমরা মিরপুরের ব্লগাররা সম্পূর্ণ নিজেদের মত করে ৫ম বাংলা ব্লগ দিবস উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা মিরপুরের ব্লগাররা মিলে একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ব্লগ দিবস পালন করতে সক্ষম হব। তাই আমি মিরপুরের ব্লগারদের পক্ষ থেকে সকলকে আমন্ত্রন করছি আমাদের সাথে যোগদান করতে। যদিও আমরা মিরপুরের ব্লগাররা আয়োজন করছি কিন্তু অন্যান্য সকল এলাকার এবং অন্যান্য ব্লগ প্ল্যাটফর্মের ব্লগারদের জন্য উন্মুক্ত।
আগ্রহী ব্লগাররা পোষ্টে মন্তব্যের ঘরে মুল্যবান মতামত দিয়ে এবং নিচে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনাদের উপস্থিতি নিশ্চিত করবেন।
বড় করে দেখতে হলে
http://goo.gl/qMjZgb
http://goo.gl/maps/CvPV9
স্থানঃ ১৬ ইসিবি ক্যান্টিন (শতবর্ষের ঢাকা ভাস্কর্যের পাশে)
শহীদবাগ,পল্লবী, মিরপুর, ঢাকা।
তারিখঃ ১৯ শে ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০১৩
সময়ঃ বিকেল ৪.০০ ঘটিকা।
সার্বক্ষণিক যোগাযোগঃ ০১৬৭০ ১৫ ২৫ ৬২, ০১৭৮৫ ৭৭ ৭৭ ৮১
শতবর্ষের ঢাকা
ফটো ক্রেডিটঃ ব্লগার আরজুপনি
ক্লান্তিহীন পথচলায় আপন মহিমায় চির ভাস্বর হয়ে অনির্বাণ শিখার মতো প্রজ্বলিত থাকুক ব্লগারদের কার্যক্রম। অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক খুশি হলাম আপনাকে পেয়ে। যদি হাতে কোন জরুরী কাজ থাকেও তবে আশা করব শেষ করে আমাদের সাথে আড্ডায় অংশগ্রহণ করে ব্লগ ডে আনন্দময় করে তুলতে সাহায্য করবেন।
শুভেচ্ছা রইল।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
ইসমত বলেছেন: চমৎকার উদ্যোগ, চেষ্টা করবো অংশী হতে।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় ইসমত। আপনার উপস্থিতিতে আনন্দময় হোক আমাদের আড্ডা।
ব্লগ ডের শুভেচ্ছা রইল।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭
সুমন কর বলেছেন: শুভকামনা রইল!!
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় সুমন ভাই আপনাকে আমাদের আড্ডায় পেলে ভীষণ খুশি হোতাম।
শুভেচ্ছা রইল।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১
আদরসারািদন বলেছেন: আসার চেষ্টা করব..................সেই সাথে উক্ত ব্লগ ডে,র স্বার্থকতা কমণা করি
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার মনে হয় একটু চেষ্টা করলেই হয়ত আসতে পারবেন। সকলে মিলে আড্ডা দিলে দারুণ একটা সন্ধ্যা কাটবে আমাদের।
শুভেচ্ছা জানবেন।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
আদনান শাহ্িরয়ার বলেছেন: শুভেচ্ছা থাকলো । আড্ডা সফল হোক !
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় আদনান ভাই কিছু পরামর্শ দিলে ভাল হত। আড্ডার ফাকে আর কি করা যেতে পারে ? আপনার সুচিন্তিত মতামত কামনা করছি।
ব্লগ ডের শুভেচ্ছা রইল।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
এম ই জাভেদ বলেছেন: ভেনু টা বুদ্ধিজীবী স্মৃতিসৌধ করা যায় কি ভাইজান? সামরিক ক্যান্টিনে প্রান খুলে আড্ডা নাও দেয়া যেতে পারে।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রস্তাবটা ভেবে দেখার মত। তবে আমার মনে হয় এমন একটি স্থানে আড্ডা দিয়ে কিংবা উৎসব পালন করে স্থানটির অবমাননা করা হতে পারে। তবে সামরিক ক্যান্টিনে করতে চাইছি নিরাপত্তার কথা ভেবেই। তাছাড়া পুরো এলাকাটা যেহেতু আর্মিদের অধীনে অতএব যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে ইনশাল্লাহ আমরা মুক্ত থাকতে পারব বলেই আমার ধারনা। তাছাড়া ক্যান্টিনের বাইরে আড্ডা দেয়ার রয়েছে চমৎকার উন্মুক্ত স্থান। তবু যেহেতু সকলের অংশগ্রহণে এই আড্ডার আয়োজন নিশ্চিত করতে চাইছি তাই সকলের অভিমতের গুরুত্ব অবশ্যই রয়েছে।
শুভেচ্ছা জানবেন এবং আপনার অপেক্ষায় থাকব।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শুভেচ্ছা...
ব্লগ দিবস সফল হোক...
ঢাকায় থাকলে অবশ্যই হাজির হতাম গিয়ে...
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনাকে ভীষণ ভাবে মিস করব প্রিয় মইনুল ভাই। আপনি থাকলে আড্ডার মজাই অন্যরকম হত।
তবু আপনার জন্য শুভকামনা ও শুভেচ্ছা রইল।
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আনন্দময় হোক আড্ডা আয়োজন
ভেন্যু আমার মনে হয় ঠিকই আছে, আয়োজনের স্থান বিষয়ে একটু সাবধানতা অবলম্বন জরুরী মনে করছি বর্তমান পরিস্থিতি বিচারে।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া কেমন আছেন? বর্তমান পরিস্থিতির বিচারে যে কোন স্থানই যদিও সংকটময় তবু আমাদের স্বাভাবিক জীবন যাত্রা থেমে থাকতে পারেনা। এ কথা সত্যি যে কারও জীবনের নিরাপত্তাই আমাদের আয়ত্তে নেই। বাকিটা আল্লাহর উপর ভরসা করছি। তবে স্থানটি কিছুটা হলেও গণ্ডগোল মুক্ত থাকবে বলেই মনে করি যেহেতু আর্মিদের অধীনের ক্যান্টিন।
দোয়া করবেন এবং আপনার দৃষ্টিতে যদি আরও বেটার কোন স্থান থাকে তবে পরামর্শ দিয়ে আমাদের সাহায্য করুন।
ব্লগ ডের শুভেচ্ছা রইল।
৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মেহেদী হাসান '' বলেছেন: মিরপুরেই যেহেতু থাকি, আসার চেষ্টা করবো।
এই লিঙ্ক টা অ্যাড করে দিতে পারেন।
http://goo.gl/maps/CvPV9
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার জন্য অপেক্ষা করব ভাই। আসলে দারুণ একটি সন্ধ্যা কাটবে আমাদের সকলের।
শুভেচ্ছা রইল। ধন্যবাদ ভাই আপনার লিংকটি যুক্ত করে নিচ্ছি।
১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
রিমন রনবীর বলেছেন: ব্লগ দিবস সফল হোক। এবং মিরপুরের ব্লগারদের জন্য এ আয়োজন আনন্দময় হয়ে উঠুক
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় রিমন ভাই আপনি আসলে ভীষণ খুশি হব।
ব্লগ ডের শুভেচ্ছা জানবেন।
১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
সায়েম মুন বলেছেন: লোকেশনটা সুন্দর আছে। কেন্টিনের বাইরে খোলা আকাশ। উন্মুক্ত বাতাস। কিন্তু আউটসাইড মনে হয়। এছাড়া একজন বললেন আর্মি তত্ত্বাবধায়নে চলে। তাহলে স্বতস্ফূর্ততার ব্যাপারটা বিঘ্নিত হতে পারে। এমন কোন জায়গায় করুন যেখানে ম্যাক্সিমাম অংশগ্রহণকারীর আসতে সুবিধা হয়। চমৎকার উদ্যোগ। সফল হোক।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এই বিষয়টি নিয়ে ভেবেছি কিন্তু যেখানেই করিনা কেন নিরাপত্তার একটি প্রশ্ন থেকেই যায়। তবে যেখানে করতে চাইছি সেটাও যে একেবারেই নিরাপদ সেই গ্যারান্টি দিচ্ছি না তবে যেহেতু আর্মিদের অধীন একটি এলাকা তাই আশা করি কোন প্রকার গণ্ডগোল এখানে হওয়ার আশংকা নেই।
তবে আপনি যদি কোন স্থানের ব্যাপারে পরামর্শ দিয়ে সাহায্য করেন তবে উপকার হবে সকলের জন্যই।
শুভকামনা ও শুভেচ্ছা রইল প্রিয় সায়েম ভাই।
১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০
একজন আরমান বলেছেন:
চমৎকার উদ্যোগ !
শুভকামনা।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
উদ্যোগ চমৎকার বুঝলাম ভাইয়া কিন্তু কি করব আড্ডার পাশাপাশি তার কিছু পরামর্শ দিলে উপকৃত হব।
ব্লগ ডের চায়ের দাওয়াত রইল।
১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
এহসান সাবির বলেছেন: চমৎকার উদ্যোগ। আসার চেষ্টা করব।
সফল হোক।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই চেষ্টা করব কি? আসতেই হবে।
১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৪
আমিনুর রহমান বলেছেন:
@এম ই জাভেদ, প্রথমত, আমার নিজেরও মনে হয়েছিলো বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর কথা কিন্তু ওখানে সন্ধ্যার পর অবস্থান করতে দেয় না। তাই ওটা প্রথমেই বাদ। দ্বিতীয়ত, যেহেতু অবরোধ এর সময় সেহেতু খোলা জায়গায় এবং যেখানে কোন রাজনৈতিক দুর্ঘটনা ঘটার সম্ভবনা ০% সেটা একমাত্র ঐ জায়গা যেখানে খোলা জায়গা এবং খানা দানার ব্যবস্থা রয়েছে। আর সামরিক ক্যান্টিনের সামনে যেখানে প্রতিদিন অনেক মানুষ আড্ডা দেয় প্রানখুলেই আড্ডা দেয়। তাই কোন রকম দ্বিধা না করে চলে আসেন।
জীবনানন্দদাশের ছায়া এর সাথে আমি সহমত।
@সায়েম মুন, ভেবেছিলাম কারো ছাদেই করি কিন্তু ওটাও ঠিক সঠিক মনে হয়নি সংগত কারনে। আর কেন ইসিবি ক্যান্টিন তা জীবনানন্দদাশের ছায়া এবং উপরে এম ই জাভেদকে দেয়া আমার প্রতিউত্তরে রয়েছে। তবে এরপর যদি অন্য কোথাও সাজেশন থাকে তাহলে বলতে পারেন।
@ মেহেদী হাসান আপনার লিংকে যে রুট আছে সম্ভবত নিচে দেয়া রুটটি সবার জন্য আরো একটু সহজ হবে দেখে একটু জানান
http://goo.gl/qMjZgb
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আমিন ভাই মূল্যবান পরামর্শের জন্য। আপনার দেয়া লিংকটিও যুক্ত করে দিচ্ছি। যেটা বুঝতে সুবিধা হয়।
আমিন ভাই শুনেছি আপনি দারুণ গান গাইতে পারেন তা আমাদের কি আপনি ব্লগ ডের আড্ডায় গান গেয়ে শোনাবেন ?
১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: শুভকামনা
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মাসুম ভাই আপনাকে ভীষণ মিস করব আড্ডায়।
ব্লগ ডের শুভেচ্ছা জানবেন।
১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭
অগ্নি সারথি বলেছেন: ফ্রি থাকলে আসব অবশ্যই।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
দোয়া করি ফ্রি হয়ে যাবেন। অন্তত সাথে বসে সুখ দুঃখের কিছু আলাপ করতে পারলেও ভাল লাগবে এক সাথে।
শুভেচ্ছা রইল।
১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: অস্থির ব্যাপার স্যাপার দেখি !
শুভকামনা রইলো , ব্লগ ডে সফল হোক !
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অভি তোর কবিতা আবৃত্তি শোনার জন্য অপেক্ষায় থাকব।
সত্যি দারুণ একটি ব্লগীয় আড্ডা হবে বোঝাই যাচ্ছে।
১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪
মামুন রশিদ বলেছেন: শুভকামনা মিরপুর ।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই সিলেটের জন্যও অসংখ্য শুভকামনা রইল।
১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
আরিফুর রহমান বাবুল বলেছেন: ধন্যবাদ এমন একটা আয়োজনের জন্য। আমি আসব, প্লিজ মনে করিয়ে দিবেন .. ০১৭৩৯০৬৯৮৪২
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
বাবুল ভাই আমি অবশ্যই আপনাকে ফোন দিয়ে মনে করিয়ে দেব। দেখা হওয়ার অপেক্ষায় রইলাম।
ব্লগ ডে ও বিজয় দিবসের শুভেচ্ছা রইল।
২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আসার ইচ্ছে আছে। দেখা যাক।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় দূর্জয় ভাই যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আপনি এলে আপনার কাছ থেকে আপনার লেখা আমার একটি প্রিয় কবিতা আপনাকে আবৃত্তি করে শোনাতে হবে কিন্তু। নো ছাড় এট অল হবে কিন্তু বলে দিচ্ছি আর সাথে এক কাপ রং চা থাকবে কোন সমস্যা নাই।
২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভকামনা। উদ্যোগ সফল হোক।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু দূর থেকে শুভ কামনা জানালেই হবে ? চাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
ব্লগ ডের শুভেচ্ছা রইল।
২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬
তাসজিদ বলেছেন: আসার চেষ্টা করবো। দেখি পারি কিনা।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
সাবধানে যদি আসতে পারেন তবে ভীষণ খুশি হব।
ব্লগ ডের শুভেচ্ছা রইল।
২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪১
মোঃ ইসহাক খান বলেছেন: ব্লগ দিবস সফল হোক, সুন্দর হোক।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি যদি ঢাকায় থাকেন তাহলে চলে আসতে পারেন কিন্তু।
২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৩
মাহতাব সমুদ্র বলেছেন: চলে আসবো।।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
এইত ভাইয়ের মত ভাই।
২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
জানা বলেছেন:
দারুণ উদ্যোগ কান্ডারি অথর্ব।
নিরাপত্তা বিবেচনায় ভেন্যুটাও চমৎকার। আনন্দময় এবং সফল হোক মিরপুরের বাংলা ব্লগ দিবস উদযাপন।
সবাই নিরাপদে থাকুন।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
জানা আপু অনেক আশা নিয়ে অপেক্ষায় ছিলাম ব্লগ ডে খুব মজা করে পালন করব। কিন্তু যখন জানতে পারলাম এবার ঢাকায় কেন্দ্রীয় ভাবে ব্লগ ডে হচ্ছেনা তখন এত বেশি কষ্ট পেয়েছি বলে বোঝান যাবেনা। কিন্তু যখন জানতে পারলাম এলাকা ভিত্তিক আয়োজন করা যেতে পারে তখন শত দুঃখ থাকার পরেও এই আয়োজন করছি আমাদের মিরপুরের ব্লগারদের নিয়ে।
যদি আপনি আমাদের মাঝে উপস্থিত থেকে কিছুটা সময় আড্ডা দিয়ে যেতেন তবে ভীষণ খুশি হতাম আমরা সবাই।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু।
২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩০
লাবনী আক্তার বলেছেন: উদ্যোগ সফল হোক।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি আসতে পারেন চলে আসবেন আড্ডায়।
শুভেচ্ছা রইল ব্লগ ডের।
২৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
দূষ্ট বালক বলেছেন: মিরপুরের বাংলা ব্লগ দিবস উদযাপন সফল হউক.......
সাথে সাথে উত্তরার ব্লগাররা আওয়াজ দিয়েন, উত্তরাতেও করতে চাই
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
উত্তরাবাসীও আমাদের সাথে যোগদান করতে পারেন তাতে কোন সমস্যা নাই। আপনারা উদ্যোগ নিন। যদি না হয় আমাদের সাথে যোগ দিবেন সেই আশা করছি।
২৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৬
জনাব মাহাবুব বলেছেন: আমি আজিমপুর থাকি। মিরপুরে বসে ব্লগারদের সাথে একটি আনন্দময় সন্ধ্যা কাটাতে পারলে খুব ভাল লাগতো। কিন্তু বৃহস্পতিবার আমার অফিসে থাকা লাগবে তাই হয়তো আসা সম্ভব নাও হতে পারে
শুক্রবার হলে আসতে পারতাম।
এইরকম একটা আয়োজনের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
ব্লগ ডে সুন্দরভাবে উদযাপিত হোক এই কামনাই রইল।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অফিস কোথায় ? আর যদি চেষ্টা করে ৬ টার আগে অফিস শেষ করতে পারেন তবে সাবধানে চলে আসবেন।
শুক্রবার করা যেত কিন্তু সেদিন যেহেতু ব্লগ দিবস নয় তাই করতে চাচ্ছিনা। আপনার জন্য অপেক্ষায় থাকব।
ব্লগ ডের শুভেচ্ছা জানবেন ভাই।
২৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩
ভুং ভাং বলেছেন: আমিও মিরপুরের।খুব ইচ্ছা আছে আসার ।কিন্তু আর্মি দেখলে ভয় খায় কেমনে আসুম
। তবুও আসার প্ল্যান আছে ।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এইটা ভাল বলছেন আর্মি দেখলে ভয় পাওয়াটা ভাল। কিন্তু উনাদের মাঝে থাকলে কিছুটা নিরাপদ নিরাপদ অনুভূতি লাগে। ভাই অপেক্ষায় থাকব। যেহেতু মিরপুরেই থাকেন চলে আসবেন।
৩০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
the lady killer বলেছেন: ভাই আমার কিছু প্রশ্ন ছিলঃ
এটা কি ব্লগ ডে নাকি সামু ডে?
টাকা কি সামু দিবে নাকি চান্দা উঠাইবেন?
সিকিউরিটির কি ব্যাবস্থা করলেন? সবাই কি নিজে নিজে আলাদা পুলিশ বাহিনি নিয়া যাইবে?
ভাই আপনারে তো ভালোই জানতাম। আপনেও শেষে আমিনুর আরমান গং এর সাথে আপনেও হাত মিলাইছেন?
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অবশ্যই এটা বাংলা ব্লগ দিবস এবং এই বিষয়ের উপর আমার একটি বিস্তারিত পোষ্ট রয়েছে দেখে নিতে পারেন। তবে সামু এর মূল উদ্যোক্তা।
চৌধুরী সাহেব ভালবাসাকে টাকা পয়সা দিয়ে মাপবেন না।
চা খাওয়ান যাবে নিরাপদেই আশা করি কিন্তু পথের যাওয়া আসায় নিজস্ব যৌথ বাহিনী সাথে রাখাই ভাল যদি সেটা সবাই নিজেরটা নিজে ব্যবস্থা করে নিতে পারে। এই কারণেই কিন্তু এবার কেন্দ্রীয় ভাবে ব্লগ ডে পালিত হচ্ছেনা। তাই ছোট করে মিরপুরের ব্লগারদের নিয়ে এই আড্ডার আয়োজন।
আপনি চাইলে আমার সাথে হাত মেলাতে পারেন। যদি বন্ধু হও হাতটা বাড়াও আমি এই নীতিতে বিশ্বাসী।
৩১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
*কুনোব্যাঙ* বলেছেন: রাস্তায় জ্যাম না থাকলে সময় মতো পৌছানোর চেষ্টা করব
একটি প্রস্তাবনাঃ
ইসিবি ক্যান্টিনের খুব কাছেই দুটি পুকুড় আছে। ব্লগডে এবং ব্লগাড্ডা উপলক্ষ্যে ব্লগারদের মধ্যে একটি সাঁতার প্রতিযোগীয়ার আয়োজন করা যেতে পারে কিনা সেটা বিবেচনায় আনার অনুরোধ জানালাম। রেফারির গুরুদায়িত্ব নাহয় আমিই স্বেচ্ছায় পালন করব!!
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমি আসার সময় আপনাকে আমার রিক্সা করে চাইলে নিয়ে আসতে পারি।
উত্তম প্রস্তাব তবে আমারে কিন্তু একটা লুঙ্গি দিয়েন।
৩২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
জনাব মাহাবুব বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: ইসিবি ক্যান্টিনের খুব কাছেই দুটি পুকুড় আছে। ব্লগডে এবং ব্লগাড্ডা উপলক্ষ্যে ব্লগারদের মধ্যে একটি সাঁতার প্রতিযোগীয়ার আয়োজন করা যেতে পারে কিনা সেটা বিবেচনায় আনার অনুরোধ জানালাম। রেফারির গুরুদায়িত্ব নাহয় আমিই স্বেচ্ছায় পালন করব!!
এই শীতের সন্ধ্যায় আপনি পানিতে নামাতে চাচ্ছেন
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
সুরেশ খাঁটি সরিষার তেল গাঁয়ে মেখে পানিতে নামলে আর শীত করবে না।
৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
মোমেরমানুষ৭১ বলেছেন: মিরপুরের বাংলা ব্লগ দিবস উদযাপন সফল হউক.......
সাথে সাথে উত্তরার ব্লগাররা আওয়াজ দিয়েন, উত্তরাতেও করতে চাই
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
উত্তরার ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি এবং উত্তরায় ব্লগ দিবস উদযাপন করতে চাই - ব্লগার মোমেরমানুষ৭১ এখানে যোগাযোগের জন্য অনুরোধ করছি।
৩৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ উদ্যোগ কাণ্ডারি ভাই!!!!
আশাকরি সফল ভাবেই সম্পূর্ণ হবে মিরপুরের ব্লগ ডে। সবকিছু ঠিক থাকলে ব্লগ ডে তে উপস্থিত হওয়ার ইচ্ছে ১০০% ।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু কি আর বলতে হবে। আচ্ছা শোভন লেবুর জুস পাওয়া যাবে না ওইদিন সন্ধ্যায় আর রাব্বানির ডিম চপ হলে কিন্তু সেইরাম হয়।
৩৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
*কুনোব্যাঙ* বলেছেন: @জনাব মাহাবুব, কোন এক মনীষী বলেছেন, শীতের ভয়ে ডরেনা বীর। সুতরাং নো টেনশন। সাঁতারে নামতে হলে ইচ্ছা শক্তিই যথেষ্ট। আশা করব সকলে সম্মিলিত চেষ্টায় আমরা চমৎকার একটি সাঁতার প্রতিযোগীতা উপভোগ করতে পারব।
@কান্ডারী ভাই, স্পনসর জোগাড় করছি। প্রথম দ্বিতীয় তৃতীয় পুরষ্কারের পাশাপাশি সকল প্রতিযোগীকে একটা করে লুঙ্গি দেয়া হবে
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
দেখেন যদি কলম, পেন্সিল উপহার হিসেবে ধরায় দেন তাইলে কিন্তু আমি সাঁতার দিমু না কয়া দিলাম। আমারে ভাল একটা সুইমিং কস্টিউম প্রথম
পুরষ্কার হিসেবে দেয়া লাগবে।
আপনি কি আপুমনিদেরকেও লুঙ্গি দিবেন
৩৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭
এম মশিউর বলেছেন: আগারগাও থেকে যেতে মনে হয় তেমন সমস্যা হবে না।
তবে শর্ত, মজার কিছু আয়োজন করেন; ব্লগীয় আড্ডায় গিয়ে মজা না পেলে এর সকল দায় আপনার!
আর বেশি রাত করা যাবে না।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে জোস আপনি আসলে দারুণ খুশি হব। আর মজা মানে আপনার জন্য পুরো এক কেজির কিছু বেশি পরিমাণ মজা রেডি রাখব ইনশাল্লাহ।
৩৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
আরজু পনি বলেছেন:
আহা আসতে পারলে ভালোই লাগতো ।
আপনাদের জন্যে শুভেচ্ছা রইল ।।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু ব্লগ ডেটা কেন্দ্রীয় ভাবে হলে প্রিয় অনেক ব্লগারদের সাথে দেখা হত বিশেষ করে আপনার সাথে। কিন্তু সেটা আর সম্ভব যেহেতু হলনা তাই অগ্যতা মিরপুরের ব্লগারদের নিয়ে এই আয়োজন তবে আপনি যদি সম্ভব হয় তবে চলে আসবেন। আসলে ভীষণ খুশি হব।
ব্লগ ডের শুভেচ্ছা রইল।
৩৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
the lady killer বলেছেন: বাংলা ব্লগ দিবস কিন্তু সামু এর উদ্যোগতা, তাই কি শুধু সামুর নামই ব্যানারে শোভা পাচ্ছে?
কেন্দ্রীয়ভাবে হচ্ছে না বুঝলাম, কিন্তু এলাকা ভিত্তিক যে করছেন সেখানে নিরাপত্তার বিষয়টিতে নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। শুধু আয়োজন করলেই হয় না চৌধুরী সাহেব। সব দিকে খেয়ালও রাখতে হয়। দেশের বর্তমান পরিস্থিতির ব্যাপারে আপনি অবগত আছেন বোধ করি !
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
উদ্যোগ যেহেতু সামুই নেয় তাই সামুর নাম থাকাটাই কি উচিত নয়?
ভাই প্রতিদিন আপনি যখন ঘর হতে বের হন তখন নিরাপত্তাটা কে দেয়। আর আমাদের দেশে যেখানে সরকার বেডরুমের নিরাপত্তাই ঠিক মত দিতে পারেনা সেখানে ব্লগ ডের নিরাপত্তা দিবে কিভাবে ? তাই আসবেন নিজের দায়িত্বে আর যাবেনও নিজের দায়িত্বে। শুধু চা খাওয়ানোর দায়িত্বটুকু আমি নিতে পারি। চায়ে ইনশাল্লাহ ভেজাল থাকবেনা, নিরাপদ চাই পান করাব সবাইকে।
৩৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫
জনাব মাহাবুব বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: @কান্ডারী ভাই, স্পনসর জোগাড় করছি। প্রথম দ্বিতীয় তৃতীয় পুরষ্কারের পাশাপাশি সকল প্রতিযোগীকে একটা করে লুঙ্গি দেয়া হবে
লেখক বলেছেন:
দেখেন যদি কলম, পেন্সিল উপহার হিসেবে ধরায় দেন তাইলে কিন্তু আমি সাঁতার দিমু না কয়া দিলাম। আমারে ভাল একটা সুইমিং কস্টিউম প্রথম
পুরষ্কার হিসেবে দেয়া লাগবে।
আপনি কি আপুমনিদেরকেও লুঙ্গি দিবেন
আড্ডাটা এখানেই শুরু করি, শেষ করবো মিরপুর গিয়ে
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আচ্ছা ভাই আপনি কি সাঁতার জানেন আমি কিন্তু সাঁতার জানিনা এখন আমার কি হপে ? :-&
৪০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শুভকামনা রইলো কাণ্ডারি ভাই ।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মন্ত্রী ভাই দেখা যাক সিলেট বেশি সুন্দর হয় নাকি মিরপুর
যাদেরটা বেশি সুন্দর হবে তাদের জন্য থাকবে লাভ ক্যান্ডি।
৪১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন উদ্যোগ! ব্লগ ডে সফল হোক।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ওই মিয়া সফল হোক মানে কি ? কোনরকম কাপঝাপ ছাড়া সোজা দৌড়াইতে দৌড়াইতে চইলা আসবেন।
খাট নাই, পালং নাই পিড়ি পেতেই নাহয় বসতে দিব
৪২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শুভ কামনা রইল।
আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি ঢাকায় থাকেন আসলে খুশি হব। ভাল থাকুন। ব্লগ ডের শুভেচ্ছা রইল।
৪৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০
আশমএরশাদ বলেছেন: ভাই একটা জিনিস পরিস্কার করা দরকার ছিল- স্বাধীনতার শত্রু রাজাকারের দোসরদের ব্যাপারে। গতবার ব্লগ দিবসে কথাটা লিখা ছিল । সবার জন্য উম্মুক্ত কথাটা ঠিক না। এই ধরণের কেউ সেখানে গেলো আর ছবি তুলে রাখল আর হিট লিষ্ট টা পাঠিয়ে দিলো ।
বিষয়টা ভেবে দেখুন।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার সুচিন্তিত মতামতের জন্য খুশি হলাম। ভাই ব্লগাররা কি বাঘ না ভাল্লুক যে তাদের হিট লিস্ট হবে। এই ধরনের প্রোপাগান্ডা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করবেন না দয়া করে। সবার জন্য উন্মুক্ত বলতে শুধু ব্লগারদের বোঝান হয়েছে কোন রাজাকারদের জন্য অবশ্যই উন্মুক্ত নয়।
৪৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০
এ্যাপোলো৯০ বলেছেন: কুফা নীল শাড়ীর পঙ্কিল ক্ষমতা দূর হবে আশা করি
অবশ্যই আসবো ইনশাআল্লাহ।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ইনশাআল্লাহ। ব্লগ ডের শুভেচ্ছা রইল এ্যাপোলো৯০।
৪৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
অদৃশ্য বলেছেন:
সফল হোক... সফল হোক...
কান্ডারী ভাইয়ের জন্য
শুভকামনা...
১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব ইচ্ছে ছিল এবার ব্লগ ডেতে আপনার সাথে আড্ডা দিব। কিন্তু যেহেতু কেন্দ্রীয় ভাবে হচ্ছে না তাই যদি সম্ভব হয় মিরপুরে এসে আমাদের সাথে আড্ডায় অংশ নিতে পারেন।
শুভেচ্ছা রইল।
৪৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: মিরপুরবাসী ব্লগার দের জন্য শুভকামনা রইলো!
ব্লগ ডে আনন্দময় হোক!
১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ইফতি ভাই আপনার জন্যও অনেক অনেক অনেক শুভকামনা রইল যেন আনন্দ নিকেতনে আনন্দেই কাটে ব্লগ ডের দিনটি।
৪৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
অপর্ণা মম্ময় বলেছেন: সময় সন্ধ্যা ৬ ঘটিকা ক্যান, যাতে আসতে না পারি ? এই ছিল আপনাদের মনে !!!!
১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
নেন আপা মাথা ঠাণ্ডা করে একটা গান শুনেনঃ
৪৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
জেরিফ বলেছেন: ইনশাআল্লাহ আসার চেষ্টায় আছি , সময় টা আরেকটু এগিয়ে দিলে হয়ত ভালো হত ,যেহেতু শীতের দিন ৬ টায় হলে অনেকে আসতে দেরী করতে পারে । আমার যতদূর মনে হয় অখানের বিকেলের পরিবেশ টা অনেক সুন্দর ।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি ভাই ওখানে বিকেলের পরিবেশটা অনেক সুন্দর। গোধূলি লগ্ন দেখে মন ভরে যায়। অনেকের অফিস আছে তাই সকলের উপস্থিতি নিশ্চিত করতেই আসলে ৬ টায় সময় নির্ধারণ করা হয়েছে। তবে আপনি বিকেল বেলায় চলে আসতে পারেন। শুধু আপনি কেন যে কেউ চাইলেই বিকেলেই আসতে পারেন। আমরা ইনশাল্লাহ বিকেল থেকেই উপস্থিত থাকার চেষ্টা করব।
৪৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ।প্রশংসা না করে পারছি না।নিরাপত্তা সহ আনুষঙ্গিক সকল ব্যাপার বিবেচনায় আপনারা নিশ্চয়ই আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়েছেন। সত্যি বলতে নিরাপত্তাহীনতা সব জায়গায়। যাওয়ার চেষ্টা করবো।বাদ বাকি অলমাইটি আল্লাহ নোজ।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
সেলিম ভাই এই নিরাপত্তার কথা চিন্তা করেই কিন্তু কেন্দ্রীয় ভাবে ব্লগ ডে পালন করা থেকে বিরত থাকা হচ্ছে। অতএব দেশের বর্তমান প্রেক্ষাপটে নিরাপত্তা দেয়ার গ্যারান্টি দেয়া সম্ভব নয় তবে ধারনা করছি যেহেতু আর্মিদের অধীনে এই এলাকাটি তাই কোনরূপ গণ্ডগোলের আশংকা হয়ত নেই। তবে যাওয়া আসার পথের নিরাপত্তার কথা বলা যায় না। তবু সব কিছু ছাপিয়ে এলাকা ভিত্তিক একটি সুন্দর ও সফল ব্লগ ডে পালন করার জন্য আশাবাদী।
৫০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১২
অদৃশ্য বলেছেন:
আমারো খুবই ইচ্ছা ছিলো... আছে... চেষ্টা থাকবে... যাই বা না যাই, আপনাদের সবার চমৎকার সব ছবি দেখতে চাই...
প্রিয় কান্ডারী ভাইয়ের জন্য
শুভকামনা...
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় অদৃশ্য যদি সফল ভাবে ব্লগ ডে পালন করতে পারি তবে অবশ্যই ছবি সহ একটি আপডেট পোষ্ট পাবেন ইনশাল্লাহ।
শুভেচ্ছা জানবেন।
৫১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩
রিমন রনবীর বলেছেন: আসার চেষ্টা করব ইনশাল্লাহ যদি বেঁচে থাকি
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ইনশাল্লাহ তাহলে দেখা হচ্ছে রিমন ভাই। ভাল থাকুন সবসময় ব্লগ ডের শুভেচ্ছা নাহয় এলেই দিব।
৫২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২
আদনান শাহ্িরয়ার বলেছেন: পাঠচক্র হতে পারে, নিজের কোনও লিখা পাঠ করা , সরাসরি সবার প্রতিক্রিয়া , আলোচনা ।
কিংবা কিছু বড় কাজের পরিকল্পনাও করা যেতে পারে । যেমন, বাসার পুরনো বই পত্র যোগাড় করে কোনও লাইব্রেরিকে দান !
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার আইডিয়া দিয়েছেন ভাই। আপনার পরামর্শ সানন্দে গ্রহন করলাম।
ব্লগ ডের শুভেচ্ছা জানবেন। আর যদি আসতে পারেন তাহলে আনন্দের পরিমান কয়েক গুন বেড়ে যাবে।
৫৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০
অদ্বিতীয়া আমি বলেছেন: সন্ধ্যা ৬.০০ ঘটিকা ! অপর্ণা আপু তো ঠিকিই বলছে ।সন্ধ্যায় কিভাবে আসি ? সকাল ৬.০০ ঘটিকা হলে ও ভেবে দেখতাম ।আমাকে তো ব্রিটিশ আমলের সূর্যাস্ত আইন মেনে চলতে হয় ।
অবশ্য ছুটির দিন ছাড়া সম্ভব না দিনে প্রোগ্রাম করা । সবার জন্য অনেক শুভকামনা থাকলো ।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু সব দিক বিবেচনা করে এবং সবার পরামর্শ অনুযায়ী সময় পরিবর্তন করা হবে এবং নতুন সময় খুব শীঘ্রই পোষ্টে আপডেট করে দেয়া হবে যেন সকলের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। ততক্ষন পোষ্টে চোখ রাখুন। এটা কারও একক অনুষ্ঠান নয় তাই সকলের সুপরামর্শ অনুযায়ী এবং সকলের সুবিধা অনুযায়ী নতুন একটি সময় নির্ধারণ করে দিব।
আশা করি নতুন সময় অনুসারে আপনাকে আমাদের মাঝে আড্ডায় পাব। আপনি আসলে সত্যি ভীষণ খুশি হব আমরা সকলেই।
ব্লগ ডের শুভেচ্ছা জানবেন।
৫৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: আমি প্রস্তাব করবো বিকেল ৪ টা করা হোক , এবং খুব দ্রুত ইভেন্ট করা হোক , কেননা অনেকেই আগ্রহী ! যারা সময় বিভ্রাটের কারণে আসতে পারবেনা এদের হেল্প হয় , যে ছয়টায় পারবে , সে ৪ টায় ও পারবে ! যে ছয়টায় পারবেনা , সে চারটায় পারবে !
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রস্তাব ভাল কিন্তু যারা চাকরী করেন তারা বিকেল ৪ টায় আসবেন কিভাবে ? বেশির ভাগ অফিস ৫ টা থেকে ৬ টায় শেষ হয়। আমাদের সেই দিকটাও বিবেচনায় রাখতে হচ্ছে।
৫৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: আসতে পারব কিনা জানিনা, তবে সবার জন্য শুভকামনা জানিয়ে রাখলাম।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি আসতে পারেন তাহলে খুবই চমৎকার হবে নাজিম ভাই। দেখুন চেষ্টা করে আসা যায় কিনা।
ব্লগ ডের শুভেচ্ছা জানবেন।
৫৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন: লেবুর জুস পাওয়া যাবে না কেন? পাওয়া যাবে! কিন্তু শীতের দিনে লেবুর জুস ভাল লাগবে না খেতে। রাব্বানির ডিম চপ হলে কিন্তু আসলেই সেইরাম হপে। ক্যান্টিনেও ডিম চপ পাওয়া যায়। খারাপ না ।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শীতের সময় ভাপা পিঠা আর রং চা হলেও কিন্তু খারাপ হয় না। ভাপা পিঠাটা আমার আবার খুব পছন্দের।
৫৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৭
আমি নিন্দুক বলেছেন: উরি বাবা ব্যাপক ব্যাপার দেখছি...!!! অফিস শেষ করে আসার ট্রাই করব।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
উড়ি বাবা বললেই কি কাজ হবে অফিস একদিন শেষ না করলেও চলবে। একদিন না হয় অফিস থেকে কিছুটা আগে বের হলেন।
ব্লগ ডের শুভেচ্ছা রইল।
৫৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৯
আমিনুর রহমান বলেছেন:
আমি অভির সাথে সহমত। শীতকাল যেহেতু তাই কান্ডারি ভাইকে বলছি সময়টা বিকাল ৪ টা করে দিন। যারা অফিস করেন তারা আশা করি একটা দিন একটু আগে ছুটি নিয়ে চলে আসতে পারবেন। তাছাড়া বৃহস্পতিবার বিধায় অনেকের অফিস হাফও আছে।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আমিন ভাই। নতুন করে নির্ধারিত সময়টা আমি আপডেট করে নিয়েছি।
তবে ৪ টার পরে আসলে আড্ডা হবেনা এমনটা ভেবে নেয়ার কিছু নেই। আড্ডা চলতে থাকবে সকলের অপেক্ষায় শুধু শুরুটা হবে বিকেল ৪ টায়।
৫৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭
লাবনী আক্তার বলেছেন: আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল
" ব্লগ দিবস ছুটির দিনে কেন করা হয় না? "
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কারণ ১৯ শে ডিসেম্বরই যে ব্লগ দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং বিগত ৪ টি ব্লগ ডেও পালিত হয়েছে ১৯ তারিখেই এবং অদূর ভবিষ্যতেও ১৯ তারিখেই পালিত হবে বাংলা ব্লগ দিবস হিসেবে।
আপনাকে কিন্তু আসতেই হবে। ব্লগ ডের শুভেচ্ছা রইল।
৬০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
শরৎ চৌধুরী বলেছেন: ভাই আমি কি আসতে পারবো?
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনাকেত আসতেই হবে শরৎ ভাই। আপনার ক্যামেরাটা সাথে করে প্লীজ নিয়ে আসবেন। ছবিগুলো কিন্তু আপনাকেই তুলে দিতে হবে। নতুবা আমরা ছবিছাড়া আপডেট ছবি ব্লগ দিতে পারবনা।
ব্লগ ডের শুভেচ্ছা রইল।
৬১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
আরজু পনি বলেছেন:
'শতবর্ষের ঢাকা' আমার তোলা ছবিটা ইচ্ছে হলে পোস্টে এ্যাড করে নিতে পারেন ।
আপনাদের জন্যে শুভেচ্ছা রইল ।।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু অসংখ্য ধন্যবাদ। আমি পোষ্টে আপনার ছবিটি যুক্ত করে নিয়েছি।
আপনার অপেক্ষায় থাকব। আশা করি আমাদের সাথে আড্ডায় অংশ নিয়ে প্রাণবন্ত করে তুলবেন সময়গুলো।
ব্লগ ডের শুভেচ্ছা রইল।
৬২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫
মোমেরমানুষ৭১ বলেছেন: খাবারের আয়োজন কি কি থাকতাছে......?
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
সব কিছু যদি আগেই বলে দেই ভাইয়া তাহলে সারপ্রাইজটা হবে কিভাবে ?
:!>
৬৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০
Sohelhossen বলেছেন: আসতাছি ...................... দুপুরে কিছু না খেয়েই দেখি কান্ডারি ভাই আমার জন্য কি রাখছে ?
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগ দিবসের শুভেচ্ছা রইল। আসার জন্য কৃতজ্ঞ ভাই।
৬৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
জনাব মাহাবুব বলেছেন: আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম।
দেখা যাক কে কে আসে
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগ দিবসের শুভেচ্ছা রইল। আসার জন্য কৃতজ্ঞ ভাই।
৬৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
বটবৃক্ষ~ বলেছেন:
ভাইয়াআআআ !!
হ্যাপি ব্লগ ডে!!!!!
আপনি ফোনে দাওয়াত দিয়েছেন শুনেছি!!
অনেক থ্যাংস!!!
টিংকুও আপনাকে থ্যাংস দিয়েছে আর সবাইকে ব্লগ ডে এর শুভেচ্ছা জানিয়েছে!!
আমার আর টিংকুর তরফ থেকে সবাইকে আবারো শুভেচ্ছা~~~~~
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি আসলেন না কেন ? আপনারে মাইনাস।
৬৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
তাসজিদ বলেছেন: Bad luck.
যখন যাবার জন্য রওনা দিব, তখন দেখলাম যে সময় পরিবর্তন করা হয়েছে।
সেই গাজিপুর (কর্মস্থল) থেকে দৌড়ে এসে জানতে পারলাম যে প্রোগ্রাম ১ ঘণ্টা ধরে চলছে। একটু আগে জানিয়ে দিলে ভাল হত।
আড্ডা নিশ্চয়ই সেই রকম জমেছে।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
দুঃখিত ভাই এই আমি কান ধরছি আমার অপরাধের জন্য সেই সাথে ব্লগ ডের শুভেচ্ছা জানাচ্ছি। ক্ষমা করে দিয়েন।
৬৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৭
মৃন্ময় বলেছেন: দেশের বাইরে থাকার কারণে ইচ্ছা থাকা সত্বেও সব ইচ্ছা পূরণ করা যায়না।
শুভকামনা।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার দুঃখটা অনুভব করতে পারছি।
৬৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭
তাসজিদ বলেছেন: কে যে বলেন না ভাই। সরির কি আছে।
তবে আড্ডা ৯ টা পর্যন্ত হবে জানলে অবশ্যই যেতাম। আমি ভেবেছি সন্ধ্যার পর শেষ হয়ে যাবে।
মিস করলাম
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
জানেন আড্ডা ছেড়ে কেউ যেন যেতেই চাইছিলোনা এমন একটি অবস্থা হয়েছিলো।
৬৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩
জেরিফ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো ।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় জেরিফ।
৭০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯
এহসান সাবির বলেছেন: আপনাকে অভিনন্দন সুন্দর একটা আয়োজন করবার জন্য।
ভালো থাকুন।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই বিশেষ করে আপনি, কুনোব্যাঙ আর আমিনুর রহমান ভাই আমাকে সাহায্য না করলে আয়োজন সফল করতে পারতাম না। আর সবশেষে শরৎ দ্বার উপস্থিতি প্রাণ এনে দিয়েছিলো।
৭১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে খুব ভাল লেগেছে। দারুন অনুষ্ঠান আয়োজন করেছেন কান্ডারী। এত মজা সচরাচর মিলে না কারো জীবনে। অন্যমনষ্ক শরৎ আসার পর আড্ডাটা পূর্ণতা লাভ করে।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
সেলিম ভাই আপনি এসেছেন আমি যে কি পরিমান খুশি হয়েছি সেটা বোঝাতে পারবনা।
৭২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৫
রৌহান খাঁন বলেছেন: নিচের লিংকে কয়াসিয়াস টা কে সেটা একটু দেখে আসবেন
Click This Link
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
:!> :!> :!>
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
তুসিন আহমেদ বলেছেন: আমিও মিরপুরে থাকি।জরুরী কোন কাজ না থাকলে চলে আসব।