![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
ব্যবসায় লাভ লোকসান আছেই। তারপরেও বিগত দুই দশক ধরে সম্মানজনক সময় নিয়ে স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন, সমাজ নিয়ে চলে আসা একজন ব্যবসায়ী অনেক ভালো মন্দ পরিস্থিতিতেও ব্যবসার সাথে জড়িত রয়েছিলেন। ব্যবসা বলতে একটি ইট ভাটাই ছিলো তার আয়ের একমাত্র উৎস। অত্যন্ত দূর্ভাগ্যের বিষয় গত কয়েক বছরে একটি পয়সাও লাভ করতে পারেননি। গত কয়েক বছরে লজিষ্টিক সাপোর্ট ব্যহত হওয়ায়, সন্ত্রাসীদের দখলদারিত্বের শিকার হয়ে এবং স্থানীয় প্রশাসনের অবজ্ঞার কারণে একটি দিনও নিরবিচ্ছিন্ন ভাবে ইট ভাটাটি চালু রাখা সম্ভব হয়নি। বসে বসে মূলধন হারিয়েছেন। একটা সময়ে বন্ধ করে দিতে হয়েছে ইট ভাটাটি। বন্ধু স্বজনদের কাছ থেকে ঋণ করে, স্ত্রীর গহণা, সঞ্চয় পত্র সবই শেষ হয়ে গেছে। ব্যাংক ঋণে জর্জরিত হতে হয়েছে। আজ ভিটে মাটি, ঘর বাড়ী বলতে গেলে সবই ব্যাংকের কাছে বন্ধক দিয়ে নিঃস্ব হবার পথে।
বর্তমানে এটাই হলো বাংলাদেশের সামগ্রীক ব্যবসা ও ব্যবসায়ীদের বাস্তবতা। অথচ একশ্রেনীর রাজনীতিবিদদের সম্পদের পাহাড় গড়ার কাহিনী আলাদীনের চেড়াগকেও হার মানিয়েছে। তবে এভাবে আর কিছুদিন চললে মানুষকে লুটপাটে নামতে হবে নইলে খাবার জোগাড় হবেনা।
দেশের সার্বিক পরিস্থিতি এমনই। একগুঁয়েমির তোড়ে শেষ হয়ে যাবে সব। ধ্বংস হয়ে যাবে আমাদের রেডি গার্মেন্টস, ক্ষুদ্র মাঝারি শিল্প, কৃষি, পর্যটন, ইট ভাটা সব ধ্বংস হয়ে যাবে। এই নিয়ে রাজনৈতিক দলগুলোর চিন্তা না করলেও চলবে। যে যার আখের গোছাতে ব্যস্ত। কারণ তাদের দরকার ক্ষমতা নামক প্রসাধনীকে ভ্যানিটি ব্যাগে কুক্ষিগত করে রাখা। সাধারণ জনগণকে তারা মনে করে টিস্যু পেপার। কিন্তু তারা ভুলে যায় জনতার জোয়াড় যখনই এসেছে ধ্বংস হয়ে গেছে সকল অপশক্তি।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
নারে ভাই উনার পরিচয় পোস্টে উল্লেখ করা হয়নি উনার কথা অনুসারেই। আমি শুধু ছবিগুলো তোলার অনুমতি নিয়েছি পরিচয় প্রকাশ না করার প্রতিজ্ঞা করেই। ধন্যবাদ।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
মেনন আহমেদ বলেছেন: উনি এখন কোথায় থাকেন,যোগাযোগ করা যাবে কি???
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
অনিকেত রহমান বলেছেন: তাদের দরকার ক্ষমতা নামক প্রসাধনীকে ভ্যানিটি ব্যাগে কুক্ষিগত করে রাখা। সাধারণ জনগণকে তারা মনে করে টিস্যু পেপার।
ভালো বলেছেন।।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
দেশের সামগ্রিক অবস্থা এবং নিজের অবস্থা ভাবলে এর চেয়ে ভাল কিছু অনুভুত হয় না ভাই।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ক্ষমতা!!!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
চাই সুন্দর ভাবে বেঁচে থাকার একটু ভরসা।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
মামুন রশিদ বলেছেন: এটাই আমাদের বর্তমান অর্থনৈতিক এবং সামাজিক বাস্তবতা । ছোট এবং মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্টান পথে বসে গিয়েছে । প্রাইভেট সেক্টরে কেউই ভালো নেই ।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই এই গভীর শঙ্কটময় পরিস্থিতি অদূর ভবিষ্যতে আমাদের যে কোথায় নিয়ে দাড় করাবে সেটা নিয়ে সরকারকে ভাবা উচিত এবং সুদূরপ্রসারী পরিকল্পনা করা উচিত। নতুবা দেশের এই চলমান আর্থিক শঙ্কট থেকে পরিত্রান না পেলে উন্নয়নশীল দেশের পরিবর্তে দেশকে তখন বলতে হবে অনুন্নত দেশ।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: কয়েকদিন পর হত আমাদের ও তাই হবে যে অবস্থার সৃষ্টি হয়েছে।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এভাবে চলতে পারেনা, চলতে দেয়া যায় না।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
সেলিম আনোয়ার বলেছেন: রুঢ় বাস্তবতা।
দেশে ব্যবসায়ীরা চরম ক্ষতির মধ্যে আছে। রাজনৈতিক অস্থিতিশীলতা ব্যবসা বাণিজ্যের প্রধান থ্রেট হিসেবে দেখা দিয়েছে।
গুটি কয়েক দলীয় নেতা কর্মী আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।
প্রাইভেট সেক্টর দারুণ ক্ষতি গ্রস্ত হয়েছে।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
যেখানে দেশে এখন গড়ে উঠার কথা নতুন নতুন শিল্প কারখানা সেখানে বন্ধ হতে বসেছে, এমনকি বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠিত অনেক শিল্প কল-কারখানা। ক্ষুদ্র, মাঝারি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরা পথে বসে যাচ্ছে। এই দ্বায় কার ?
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: কিছু বলার নেই !
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু না বলে বলেই আজ দেশের মানুষের নাভিশ্বাস জীবন যাপন করতে হচ্ছে।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
ডানাহীন বলেছেন: সমস্যা হচ্ছে চোখে আঙুল দিয়ে আমরা শুধু দেখাতেই পারি ..
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এভাবে দেখিয়ে দিতে দিতেই হয়ত একদিন নতুন দিনের সূচনা হবে। এই স্বপ্ন দেখা ছাড়া যে আর কোন উপায় দেখছি না। নতুবা চলুন সবাই একসাথে প্রতিবাদ করি পুরো সিস্টেমের বিরুদ্ধে।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
আমি নিন্দুক বলেছেন: রাজনীতিবিদদের কাছে আমরা অসহায়.... আমরা না খেয়ে মরি আর তারা চেরাগ কেও হার মানিয়েছে..... উরিবাবা..
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি উরি বাবা ....
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
মেনন আহমেদ বলেছেন: শুধু সমবেদনা না জানিয়ে আমরা কি পারিনা কিছু করতে???
উনি যদি রাজি থাকেন তো এইখানে উনার ঠিকানা/ফোন নাম্বার [email protected] অথবা 01711251510 পাঠাবেন।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
সুমন কর বলেছেন: চরম বাস্তবতা! আসলেই সব সেক্টরে এই অবস্থা। নিন্ম ও মধ্যশ্রেণীর মানুষদের আজ করুন অবস্থা। আয়ের পথ বন্ধ! কিন্তু জিনিসপত্রের দাম শুধু বাড়ে; কমে না!! উপার্জন নেই, তাই বলে কি খরচ থেমে আছে!!! কঠিন সময় আমরা পার করছি।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সুমন ভাই প্রত্যেকটা সেক্টর এমনই আজ ধ্বংসের মুখে। আমি শুধু মাত্র একটি সেক্টর দেখিয়ে চেষ্টা করেছি বাস্তবতা তুলে ধরতে রূপক আকারে।
আমরা যদি না জাগি তাহলে কেমনে সকাল হবে ?
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
বাংলাদেশী দালাল বলেছেন: ঠিক এমনই একজন ইটের ভাটা মালিকের কথা জানি আমি।
পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ কান্ডারি ভাই।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
কেমন আছেন ভাই ? এমন অনেক আছেন আমি আপনি দুইজনের সম্পর্কে জানি কিন্তু আমাদের জানার বাইরে রয়ে গেছে এমন আরও অনেক নিঃস্ব হয়ে পরা মানুষ।
নববর্ষের শুভেচ্ছা সাথে এটাও প্রত্যাশা করি নতুন বছর সুন্দর একটি দিনের সূচনা বয়ে আনবে।
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
এ কে এম রেজাউল করিম বলেছেন: সমবেদনা র'ল আপনার সেপরিচিত সেই ব্যাবসায়ীর প্রতি।
বাংলাদেশের যে অবস্থা আপনি এখানে উল্লেখ করেছেন, এঅবস্থা থেকে আমাদের উত্তরণ করতেই হবে। দেশবাসীদের সচেতন হওয়ার বিকল্প নাই।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই সচেতনতা শুধু নয় আমাদের উচিত যারা এই অবস্থার জন্য দোষী তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া।
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০
ইমরাজ কবির মুন বলেছেন:
কি বলবো ? বলে কি হবে ? কে শুনবে ?
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমরা বলব, ওরা শুনবে, ওদের বাধ্য করতে পারব আমরাই। আমরা কি দেশটাকে স্বাধীন করিনি, আমরা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করিনি। আমরা বাংলাদেশী আমরা পারিনা এমন কিছুই নেই।
১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
ঢাকাবাসী বলেছেন: ক্ষমতা মানে টাকা তাও এক কোটি দু কোটি না শত কোটি হাজার কোটি টাকা!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
চাই রাজনীতির সুস্থ চর্চা।
১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২
মাসুম আহমদ ১৪ বলেছেন: খারাপ লাগছে লোকটার জন্য
অথচ তারা বলে তারা রাজনীতি করে মানুষের জন্য !!!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মানুষের জন্য মানুষ রাজনীতি করে আমিত তাদের মানুষ হিসেবে মেনে নিতে পারিনা মাসুম ভাই।
১৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১৯
এহসান সাবির বলেছেন: দুঃখজনক।
চাই রাজনীতির সুস্থ চর্চা।
নতুন বছরের শুভেচ্ছা!!
০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কেমন আছেন সাবির ভাই ?
১৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২
এহসান সাবির বলেছেন: বছরের কয়েকটা দিন আমি একদম ভালো থাকি না... !!!
you know........!!
০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্যাস্ততা কমলে জানিয়েন। আপনাকে মিস করি।
২০| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৩
এহসান সাবির বলেছেন: ঢাকা ফিরেছি মধ্যরাতের দিকে....
আপনি কেমন আছেন? বাচ্চারা সবাই ভালো?
০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আলহামদুলিল্লাহ। যোগাযোগ কইরেন।
২১| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
রেজোওয়ানা বলেছেন: যদিও ঘটনাটা ভাল লাগার মতো না, তবুও কেউ যে এদের নিয়ে লিখছে সে বিষয়টা ভাল লাগল---বাংলাদেশ কষি-অর্থনীতি-শিক্ষা সব দিক থেকেই ভয়াবহ একটা ক্রান্তীকাল পার করছে। এই অবস্থা আরও দুক মাস কন্টিনিঊ করলে এই অবস্থায় আরও অনেকেই পরবে।
কিন্তু দেখেন আমাদেরও কিছু করার নেই, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া।
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রথমেই আপনাকে অনেক দিন পর ব্লগে পেয়ে খুশির অন্ত নেই। কেমন আছেন ? আপনাকে ভীষণ মিস করি ব্লগে। নিয়মিত না হলে এবার জরিমানা দেবেন বলে রাখছি।
প্রতিটা সেক্টরে একই অবস্থা চলছে। সত্যি শঙ্কার বিষয় এভাবে চলতে থাকলে মানুষ তখন বাধ্য হবে অনৈতিক কাজে লিপ্ত হতে। আমি নিজেও হয়ত চেয়ে চেয়ে দেখব কিন্তু খুব ইচ্ছে করে প্রতিবাদ করি।
২২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১
মাহমুদ০০৭ বলেছেন: হায়রে ভাই , কি আর বলার আছে ।
জনগন সবসময় লসেই থাকে । লাভের মুখ আর দেহেনা ।
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ঐযে বলে না পাটায় পুতায় ঘষাঘষি মরিচের জান শেষ। আমাদের জনগণের অবস্থা হয়েছে ঠিক তাই। তবে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য দুই পক্ষকে আন্তরিক হতে হবে। দাবিয়ে রাখা কোন ভাবেই মেনে নেয়া যায় না।
২৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬
শাহেদ খান বলেছেন: কী বলব আর বুঝতে পারছি না। এমন বিষয়গুলো উপস্থাপনের জন্য ভাল লাগা জানবেন, কান্ডারি।
শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
যে মানুষগুলো এখন জীবন ধারণ করছে চরম হতাশায় তাদের কথা ভেবে দেখার সময় আমাদের নেতাদের না হলেও চলবে। তারা ব্যাস্ত থাকবেন তাদের আখের গুছাতেই আবার নির্বাচন এলে ঠিকই ভিক্ষার ঝুলি মেলে ধরবেন এই মানুষগুলোর কাছেই ভোটের জন্য।
২৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১
একজন আরমান বলেছেন:
আপনার এই পোষ্টটি নাগরিক সাংবাদিকতা ক্যাটাগরির টপ ক্লাসে থাকার মতো একটি। কিন্তু পোষ্টটিতে ইট ভাটার জায়গা, মালিকের নাম সহ আরও বিস্তারিত লিখলে পরিপূর্ণতা পেত।
শুভকামনা।
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আরমান উৎসাহ দেয়ার জন্য। সঙ্গত কারণে মালিকের নাম সহ বিস্তারিত দেয়া হয়নি। আর যে কারণে পোস্টটি প্রকাশ করেছি জীবন দর্শন বিভাগে নতুবা নাগরিক সাংবাদিকতা বিভাগেই প্রকাশ করতাম।
২৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮
সাবরিনা সিরাজী তিতির বলেছেন:
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
মন খারাপ করে থাকা চলবে না। এখন সময় রুখে দেয়ার।
২৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মনটাই খারাপ হয়ে গেল
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
চাইনা আর এভাবে মন খারাপ করতে।
২৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৫
শুঁটকি মাছ বলেছেন: কিছু বলার নাই।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
তবু কিছু বলতে হবে আমাদেরকেই।
২৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৮
মুখপোড়া বলেছেন:
সমবেদনা রইল।।
গত তিন মাসে ব্যবসার সিঁড়ি ১৮০ দিগ্রী ঘুরে গেছে।
অনৈতিক কিছু করব না- দৃঢ়প্রতিজ্ঞ আছি। কিন্তু কত আর ধৈর্যের বাঁধ।
গত মাসে আমার স্বল্পপূঁজির ব্যবসায় বেতন সম্পন্ন করতে পারিনি, ৫টি পরিবার তাকিয়ে আছে আমার প্রতিষ্ঠানের ভালো দিনগুলোর প্রত্যাশায়- আবার সময় হয়ে এল।
যাই হোক- আমাদের শ্রদ্ধেয় নেতৃত্ব যেহেতু দেশ, জনগণের স্বার্থেই রাজনীতিচর্চা করেন,সাধুবাদ জানাতেই হয়।।
০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
চাই রাজনীতির সুস্থ চর্চা।
২৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১৮
নীল জানালা বলেছেন: সাধারন ব্লগারদের উদ্দেশ্যে বলছি, যারা উপরোল্লিখিত দলগুলার টাকায় পালিত নন, যারা সৎ রোজগারের ভরসা করেন, যারা চাকরি পাবার জন্য বা ব্যাবসায় সফলতার জন্য নিজের চেস্টার উপর ভরসা করেন এবং উপরোল্লিখিত দল সমূহের নেতা নামধারী বদমাসদের সুপারিশের ধার ধারেননা, যাদের পরিশ্রমের টাকায় অর্জিত স্বাস্থ্য এবং সম্পদ উপরোল্লোখিত দলসমূহের লালসার আগুনে পুড়ে ছাই হয়, যারা প্রতিনিয়ত ওদের অমানবিক মারপিট আর হানাহানির দৃশ্য দেখে দেখে বিতশ্রদ্ধ, বিব্রত আর হতাশ - তাদের উদ্দেশ্যে বলছি। দেশের মালিক আপনি, ওরা নয়। এই দেশকে আর ওদের গড্ডালিকা প্রবাহে ভেসে যেতে দেওয়া যায়না। সময় এসেছে ঐ হায়েনাগুলির হাত থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার। সময় এসেছে দুস্কৃতিকারীদের কবলে পতিত দেশমাতৃকার সম্মান সম্ভ্রম আর সম্বলকে রক্ষা করতে রুখে দাঁড়াবার। সময় এসেছে ঐ কীটদের ধ্বংস করার। যে যেখানে যে অবস্থায় আছেন, নেমে পরুন সশস্ত্র যুদ্ধে। আপনি যদি সেনাবাহিনীর কেউ হন এবং উর্ধতন দুর্বৃত্তগুলার সান্নিধ্যে যাবার সুযোগ আপনার থাকে তবে ধ্বংস করুন ওদের। আপনি কোন এলাকার বাসিন্দা, সাধারন নাগরিক - ধ্বংস করুন একটি গুন্ডা বা ক্যডারকে। এভাবে শুরু হয়ে যাক দেশের শুদ্ধিকরন প্রক্রিয়া। আপনার নিজের জন্য না হলেও, আপনার সন্তানের জন্য একটা নস্ট রাজনিতির বিষবাষ্পমুক্ত, নির্বিঘ্নে বসবাসের উপযোগী দেশ রেখে যাবার জন্যে নেমে পরুন শয়তান নিধনের অভিযানে। আশা করবো সেনাবাহিনী, পুলিশ বাহিনী ইত্যাদি সশস্ত্র বাহিনীর সৈনিকেরাই শুরু করবেন এবং নেতৃত্ব দিবেন এই পরিচ্ছন্নতার অভিযানে। আপনারা আপনাদের সুযোগের সদ্বব্যবহার করুন। মুক্ত করুন দেশ আর দেশবাসীকে ঐ নরক যন্ত্রনা থেকে।
০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মন্তব্যে সুপার লাইক ভাই। আমি আছি ভাই চলুন নেমে পরি শয়তান নিধনের অভিযানে।
৩০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬
নীল জানালা বলেছেন: কান্ডারি ভাই, মানুষের অনুভুতিগুলা কেমন যেন ভোঁতা হয়ে গেছে। সঠিক নেতৃত্বের অভাবে কেমন যেন দিশাহারা হয়ে গেছে সবাই। বারবার নেতা নামধারী মুখোশধারী দুর্বৃত্বদের কথায় বিশ্বাস করে এবং পরে সেই বিশ্বাসভংগের বেদনায় মানুষগুলা এখন হয়ে গেছে সন্দেহপ্রবন, শুধু আত্মপক্ষসমর্থনকারী স্বার্থপর। দশের জন্য মাঠে নেমে একা মার খাওয়ার রিস্ক এখন আর কেউ নিতে চায়না। বিগত বিশ বছরাধিক কাল হঠকারী প্রতারক শ্রেনীর লোকজন আমাদের শাসন করেছে। নিজের অজান্তেই এর ভয়াবহ কুপ্রভাব পরেছে দেশের সাধারন মানুষের মানষিকতায়। আমরা নিজেরাও হয়ে উঠছি একেকজন হঠকারি প্রতারক। এই পরিস্থিতি থেকে বেড় হতে না পারলে এই জাতির ধ্বংস অনিবার্য। কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে ধ্বংস সামাল দিতে। তবে শুরুতে চাই ব্যাপক প্রচারনা, সভ্যতার সাথে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে দিশেহারা পথভ্রষ্ট আমজনতাকে। অন্যথায় আপনি ওদের পাশে পাবেননা। মানুষকে বুঝাতে হবে মানুষ হবার শর্তগুলা কি, আত্মসম্মান আর আত্মমর্যাদা কি? কিভাবে আত্মসম্মান আর মর্যাদা নিয়ে বাঁচতে হয় ইত্যাদি। এই বেসিক ধারনাগুলা মানুষের মধ্য থেকে মুছে দিয়ে তাদেরকে পশুতে পরিনত করছে আমাদের শাসক শ্রেনী।
যদিও নিতি বিরুদ্ধ তারপরেও কাঁটা দিয়া কাঁটা তোলার মত কৌশলের আশ্রয় নিতে হবে। ব্যাখ্যা করছি... , আজ প্রতিনিয়ত আমরা দেখছি একটি ক্ষমতাকুক্ষিগতকারী আর আরেকটি ক্ষমতা কুক্ষিগত করতে আগ্রহী দলের কোন্দলে কিভাবে সাধারন মানুষ, এমনকি আপনার পোস্টের মূল উপজীব্য ব্যাক্তিটির মত আরো অনেকে সাফার করছে, মার খাচ্ছে। অথচ বিবদমান দলসমূহের রাঘব বোয়াল গোছের কারো গায়ে আঁচড়টা পর্যন্ত লাগছেনা। ওরা আমাদেরই ঘাড়ে সওয়ার হয়ে আছে আরামে। কেননা আমরা বিএনপি'র উর্র্ধতন নেতৃবৃন্দকে আহবান জানাই, আজ হোক কাল হোক তোমাদের ঘাড়ে সন্ত্রাসবাদের দায় চাপাবেই আওয়ামিলীগ। কেন তোমরা কিছুটা সন্ত্রাস আগাম করে নিচ্ছনা? এভাবে সাধারন মানুষকে না জ্বালিয়ে তোমরা ঐ ১৫০ টা কুলাংগারকে মেরে ফেল। যারা এই প্রতারনার নির্বাচনে তোমাদের বেকায়দায় ফেলে ভোট ছাড়াই এমপি বনে গিয়ে দাঁত কেলিয়ে হাসছে। গত একটা বছরে কয়েক হাজার মানুষ তোমাদের ক্ষমতা দখলের লড়াইয়ে বলি হয়েছে, এখনো হচ্ছে, দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে যার পর নাই। কিন্তু তোমাদের অবস্থান দিন দিন নাজুক থেকে নাজুকতর হচ্ছে। ক্ষমতাসীন দলের সাথে সাথে তোমরাও হারাচ্ছ জনসমর্থন। এমতাবস্থায় সত্যিই কিছু করতে চাইলে ঐ বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হারামিগুলাকে এ বিজয় প্রত্যাখ্যান করার একটা আলটিমেটাম দাও এবং বল যে এর পর যদি জনগন কিছু করে তবে তোমরা তাদের জানমালের ক্ষতির জন্য দায়ী নও। তার পর দেখ কিভাবে এই প্রতারনার নির্বাচনী খেলা ভন্ডুল হয়।
কান্ডারী ভাই, এই ম্যাসেজটা পৌঁছে দিতে হবে ওদের দুই দলেরই কানে। আমরা সাধারন মানুষের ভোগান্তি আর দেখতে চাইনা, আমরা দেখতে চাইনা একম ছবি বা ভিডিও যেখানে একজন নিরস্ত্র মানুষকে পিটিয়া বা কুপিয়ে মারছে বিশজন সশস্ত্র দুর্বৃত্ত, কিংবা নারীর গায়ে আঘাত করছে মানুষ নামের কুকুরের দল। আজকে তথ্য প্রযুক্তির বদৌলতে এসব ছবি/ভিডিও নানান দেশের মানুষ দেখছে এবং হতবাক হচ্ছে, দারুনভাবে নস্ট হচ্ছে দেশের আর দেশের মানুষের ভাবমুর্তি। এটা আন্তর্জাতিক বানিজ্যিক সম্পর্কের জন্য খুবই খারাপ। এটাতো গেল খারাপের একটা দিক, এছাড়াও আরো লক্ষাধিক দিক আছে। লিখে শেষ করা যাবেনা। মোট কথা নস্টদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, হারানো গৌরব আর আত্ম মর্যাদা ফিরে পেতে হবে, মানুষের মত মানুষ হতে হবে আমাদেরকে। অন্যথায় অনিবার্য ধ্বংসকেই বরন করে নিতে হবে। চলুন সচেস্ট হই।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি সচেস্ট,চলুন যারা সচেস্ট সবাই একত্রিত হয়ে দেশটাকে নষ্ট দের হাত থেকে রক্ষার জন্য এখনই কাজে নেমে পরি। নতুবা পরে পস্তাতে হবে। না হয় জীবন দিতে হবে এর বেশি কিছু নিশ্চয় নয়। আমার এক জীবনের বিনিময়ে যদি দেশের ১৬ কোটি মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্ম ভাল থাকতে পারে তাহলে আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি।
৩১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭
জুন বলেছেন: কান্ডারী আমিও এমন অবস্থাই দেখে এসেছি কক্সবাজারে।স্থানীয় একটি ডিশের চ্যানেলে সারাক্ষন দেখাতো কোন কোন হোটেল জরুরী ভিত্তিতে বিক্রি হবে অথবা তাদের আসবাব পত্র বা কিচেন সামগ্রী ।যা আমি আমার পোষ্টেও উল্লেখ করেছি।
স্বাভাবিক ভাবে এদেশে কারো কিছু করার উপায় নেই। সব কিছুতে দলবাজী। এ বৃত্ত থেকে বের হয়ে আসতে না পারলে ঐ ইট ভাটার মত আমাদের দেশ ও অমন পরিত্যক্ত রূপ ধারন করবে।
+
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আমাদের বয়স হয়েছে হয়ত বেশি দিন বাঁচব না। কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যদি একটি সুন্দর দেশ রেখে যেতে না পারি তাহলে এই ইট ভাটার মত পরিত্যক্ত দেশে ওরা আমাদের কবরে এসে থুতু দিয়ে যাবে।
৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২
মশিকুর বলেছেন:
ক্ষমতার অপব্যবহার
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
স্বতঃস্ফূর্ত স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে ....
৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
দেখলাম।
৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২
নূর আদনান বলেছেন: এই ধ্বংসের জন্যই তো এতো ষড়যন্ত্র ভাই....
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সেটাই, কিন্তু আমাদের কি কিছুই করার নেই .... !!!
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
মেনন আহমেদ বলেছেন: উনি এখন কোথায় থাকেন,যোগাযোগ করা যাবে কি???