নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

নিস্তব্ধ গ্যালাক্সিতে ছড়িয়ে তোমার অনুরণন

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯









নিস্তব্ধ গ্যালাক্সিতে ছড়িয়ে তোমার অনুরণন,

হাওয়ায় দোদুল্যমান একটি জোনাক জাগা প্রজাপতির মত মরণ,

আমাকে ক্লান্ত ক্লান্ত করে।

নোনা ইটের পাঁজরে দেনার দায় আমাকে আঘাত করে,

অস্থির কোন ধূমকেতুর মতই বিদীর্ণ করে;

আমার বুকে জন্ম নেয়া ঘাসের সীমানা।



ঘুমের সুবর্ণ দরজার তালা খোলার মধ্যে

ক্ষমতা এবং সৌন্দর্য একসঙ্গে হয় পূরণ,

একটি নক্ষত্রের মত জীবন

কাচিক আবহাওয়ায় সমুদ্রে হয় বিলীন।

সব কিছুতেই তোমার বড় ঘৃণা,

অন্ধকার তোমার মহাপবিত্র শিশির কাঁদা,

কখনও অনিয়মিত চাঁদের হাসি,

চোখে ফেরি করে বিষাদের পুনর্নবীকরণ।

ঘুম হতে জেগে উঠে কোন ফেরেশতা,

পবিত্রতার বড় কোন ভুল অনুমতি দেয়!

হে আনন্দ! হে ভয়!

কি করা হবে বুড়ো সূর্যটাও ভাবে!

মন্তব্য ৯০ টি রেটিং +২/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭

ভিটামিন সি বলেছেন: বড় ভাইয়ের বড় মাপের অন্তঃক্ষরণ। আর কিছু বলার নেই।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ ভাই। ভাল থাকুন সবসময়। শুভ দুপুর।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯

সুমন কর বলেছেন: সব কিছুতেই তোমার বড় ঘৃণা,
অন্ধকার তোমার মহাপবিত্র শিশির কাঁদা,
কখনও অনিয়মিত চাঁদের হাসি.....

সুন্দর !

প্রজাপতির মত মরণ

এখানে একটি কমা দিলে কেমন হয়?

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


শেষে কমা দিলে আরও ভালো হয় সুমন ভাই। দাঁড়ান এখনই একটি কমা বসিয়ে দিচ্ছি।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর কবিতা। দ্বায় টা কি দায় হবে না?

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


দায় হবে শরত ভাই। অসংখ্য ধন্যবাদ। এখনই ঠিক করে নিচ্ছি।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ সেলিম ভাই।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

রোকসানা লেইস বলেছেন: সবাইকে ভাবতে হবে ভাবনা চলুক

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


তবে তাই হোক ভাবনা চলুক

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
বেশ সুন্দর লিখেছেন। কবিতায় ভালো লাগা রইলো।


ভালোবাসা সহ ধন্যবাদ জানবেন।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


ভালোবাসার সাথে শুভেচ্ছা ও ধন্যবাদ গৃহীত হলো প্রিয় নীল দা। বিনিময়ে কৃতজ্ঞতা জানবেন।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

মেহেরুন বলেছেন: মাশাল্লাহ!!!!

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


:!> :#> :!> :#>

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে আপনার কবিতাটি। পড়ে ভাল লাগল।




ধন্যবাদ।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল ভাই।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর কবিতা । শুভেচ্ছা কান্ডারি ।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ মামুন ভাই :#>

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ++++++++++++++++++++++++

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


রেল লাইন পাইলে ভালই লাগে। :)

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

লাবনী আক্তার বলেছেন: সব কিছুতেই তোমার বড় ঘৃণা,
অন্ধকার তোমার মহাপবিত্র শিশির কাঁদা,
কখনও অনিয়মিত চাঁদের হাসি,

চমৎকার লাগল ভাইয়া।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ আপু। শুভেচ্ছা রাশি রাশি।

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫

সোহানী বলেছেন: দারুন.............

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ আপু কবিতাটি আপনার ভাল লেগেছে দেখে ভীষণ খুশি হোলাম।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ অভি ভাইয়া। শুভ কামনা রইল।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ হাসান ভাই। আপনার মন্তব্যে ভাল লাগা রইল।

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১

শাপলা নেফারতিথী বলেছেন: সুন্দর..

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ আপনাকে পাঠে ও মন্তব্যে। কৃতজ্ঞতা জানবেন।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

ডট কম ০০৯ বলেছেন: কবিতার শেষে আসিয়া কেমন যেন হারায়ে গেলাম।

এত কঠিন ভাবে লিখেন কেন!!

B-)

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই আপনি আমাকে লজ্জায় ফেলে দিলেন। আর কবিতা কিছুটা কঠিন হয়ে থাকলে তার জন্য সম্পূর্ণ দোষ বর্তমান কঠিন হয়ে পরা আমার যাপিত জীবন হয়ত অনুঘটক হিসেবে কাজ করেছে। মন্তব্যে ভালোবাসা রইল।

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

বটবৃক্ষ~ বলেছেন:


কঠিন!!! :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:



সরি চাইব না খুশি হব বুঝতে পারছিনা ?

১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০২

এরিস বলেছেন: বেশ কয়েকবার পড়েছি। শুরুতে ভেবেছিলাম aab aab রাইম স্কিমে লিখেছেন।

পড়তে পড়তে একটা ঘোর লেগে যায়!! খুব সুন্দর!! কিন্তু আমার মতো অধমের এই লেখার মর্মার্থ বোঝার কিংবা নিজের মতো করে কল্পনা করারও সামর্থ্য নেই কাণ্ডারী ভাই।

ভাল লাগা দিয়ে গেলাম।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনার ভালো লাগা সযত্নে রেখে দিলাম। মানুষ যখন সুখে থাকে তখন ঈশ্বর কিংবা পরকালের ভাবনা থেকে দূরে থাকে কিন্তু বিষাদ এলেই মৃত্যু ভয়ে ভীত হয়ে পরে। এমন একজন বিষাদ গ্রস্ত মানুষ তার মত করে ভবিষ্যৎটাকে পেতে চায় কিন্তু বর্তমানের সত্য তাকে ভাবতে শেখায় যে সে যা চায় সেটা সম্ভব নয়, তবু আশায় বুক বাঁধে আর যত অভিমান সবই ঈশ্বরের প্রতি চাপিয়ে দিয়েই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। এমনই কিছু কথা লেখার চেষ্টা করেছিলাম।

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক সুন্দর কবিতা...

আন্তরিক ভালোলাগা :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আন্তরিক শ্রদ্ধাপূর্ণ সালাম রইল প্রিয় মইনুল ভাই।

২০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭

মিমা বলেছেন: রূপকের ব্যবহার চমৎকার কাণ্ডারি ভাই! পড়তে পড়তে ২ টো শব্দ ঘুরছিল মাথার মাঝে --- অনন্ত নক্ষত্রবীথি। :)

পুনর্নবীকরণ। --- শব্দটার অর্থ কি?

ভালো থাকুন, লেখায় অনেক অনেক ভালো লাগা রইলো। :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


পুনর্নবীকরণ শব্দটার অর্থ হলো পুনরায় নবীন করন কিংবা কোন কিছুকে নতুন করে রূপদান বা রূপান্তর করা। সাধারনত রসায়নে পদার্থের এমন রূপান্তর করনে বিকরণ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে।

আপনার এই মন্তব্য আমাকে ভীষণ ভাবে অনুপ্রাণিত করল। কৃতজ্ঞতা জানবেন।

২১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: হেভি হইছে ভাই +++++++++

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ওরে এ দেখি প্লাসের বন্যা যদিও এত প্লাস পাওয়ার জন্য যোগ্যতা আমার নেই তবু ভীষণ অনুপ্রাণিত হোলাম।

২২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

অনিকেত রহমান বলেছেন: চমৎকার কবিতা ।।
ভালো লাগা রইল।।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ এভাবে সাথে আছেন বলে কিছু লেখার সাহস করি।

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১

সায়েম মুন বলেছেন: ২য় পঙক্তিটা বেশী ভাল লেগেছে।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ সায়েম ভাই। আপনার মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


মন্তব্য ও পাঠে কৃতজ্ঞতা মাসুম ভাই।

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

অপু তানভীর বলেছেন: কবিতা বুঝি না ! B-)) B-)) B-))

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


কিন্তু খুব সুন্দর কবিতা লেখেন এটা কিন্তু আমি জানি :P

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

সাদমান সাদিক বলেছেন: সুন্দর হয়েছে :) :)
____________
অফ টপিক : বুঝতে পারছিনা , এখনও আমার আইডি টা ঠিক হচ্ছেনা , সামু কত্‌পক্ষকে ইমেলও করলাম :( , নিজের পোস্ট দেখতে পাচ্ছিনা নিজের প্রফাইলে , এডিটিং অপশনও :||

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ সাদমান সাদিক।

আপনার সমস্যার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪

ফয়সাল মাহাদী বলেছেন: Glorious

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ মাহাদী ভাই। মন্তব্যে ভীষণ খুশি হোলাম।

২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! শিরোনামটা দারুন লেগেছে।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ কা_ভা ভাই। শুভ সকাল।

২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০

হাতীর ডিম বলেছেন: চমৎকার কবিতা। :-B

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই। ভালো থাকুন সবসময়। কবিতা পাঠে কৃতজ্ঞতা রইল।

৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

সকাল রয় বলেছেন:

ঘুমের সুবর্ণ দরজার তালা খোলার মধ্যে
ক্ষমতা এবং সৌন্দর্য একসঙ্গে হয় পূরণ,


একটি নক্ষত্রের মত জীবন

একটি নক্ষত্রের মত জীবন


কবিতায় ভালোলাগা।

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ সকাল রয়। ভালো থাকুন জীবনের প্রতিটি চলার পথে।

৩১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই। ভালো থাকুন সবসময়।

৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯

এয়ী বলেছেন: অসাধারন কবিতা!পড়ে ভাল লাগল॥

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন।

৩৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

সোমহেপি বলেছেন: সুন্দর কবিতা

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ভীষণ খুশি হোলাম আপনার মন্তব্যে।

৩৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর!!

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


কৃতজ্ঞতা রইল ও শুভেচ্ছা সব সময়ের জন্য।

৩৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

সায়েদা সোহেলী বলেছেন: মনের দহন থেকে লেখা কবিতায় প্লাস , দহনে নয়

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


দহনকেই প্লাস দিলে ভালো হতো এই দহনের কারনেইত কবিতা লেখা। ধন্যবাদ অসংখ্য।

৩৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর :)

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ইখতামিন ভাই। কৃতজ্ঞতা রইল।

৩৭| ১৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:
কান্ডারী ভাই, চমৎকার কবিতা লিখেছেন!

শুভকামনা!!

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় কবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

৩৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০

নূর আদনান বলেছেন: গুরু বুঝিনা তো... খালি মাথার উপ্রে দিয়া যায় :(
তারপরেও ভাল লাগল।

(আসলে জ্ঞানীদের কথা বুঝাও কঠিন)

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


হা হা হা হা হা হাসাইলেন ভাই।

৩৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

মোঃ ইসহাক খান বলেছেন: অসাধারণ শব্দচয়ন এবং কবিতার ফ্লো।

শুভেচ্ছা।

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ অসংখ্য প্রিয় গল্পাকার।

৪০| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১

রাইসুল নয়ন বলেছেন:

ঘৃণার খোঁচায় রক্তক্ষয়ী অভিমানময় কল্পনা।।

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


বাহ ! এক বাক্যে পুরো কবিতাকে বিশ্লেষণ করে দিলি। দারুণ।

৪১| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

সায়েদা সোহেলী বলেছেন: ।সব লেখক বা কবি র লেখক কবি হবার আড়ালে নাকি কিছু কস্টের অবদান থাকে , অথচ আমরা সেই কস্টের ফসল লেখা গল্প কবিতায় মুগ্ধ হই । তাই বলে কি লেখক কবির আরোও কস্ট পাক সে আশা করতে পারি! !!???
:)

আপনি সবসময়ই ভালো লিখেন , এরপেছনের গল্প জানতে চাইবো না #:-S

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু এমন কমপ্লিমেন্টের জন্য ভীষণ খুশি হোলাম। কষ্ট কিংবা সুখ সব কিছু মিলিয়েই জীবন তবে কারও কারও ক্ষেত্রে কষ্টটা একটু বেশি এই যা। থাকুক না হয় অজানা এর পেছনের গল্পগুলো।

কৃতজ্ঞতা জানবেন উৎসাহ প্রদানে।

৪২| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

এহসান সাবির বলেছেন: অ-নে-ক দিন পর আপনার কাছ থেকে কবিতা পেলাম। এই রকম সুন্দর কবিতা পড়লে একটা রেষ থেকে যায় কোথায় যেন........

আর কিছু কি লিখবার দরকার আছে???


ভালোলাগা রইল।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



নাহ ! মোটেও না এতটুকুই আমার জন্যে অনেক বেশি পাওয়া সাবির ভাই। আমিত মনে করি আমি এর যোগ্য হয়ত নই।

৪৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: প্রথমে তিনটা লাইন জীবনবাবুর কথা মনে করিয়ে দিলো । ভালো লেগেছে ভাই । +++

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:



এবার কিন্তু লজ্জায় লাল হবার ইমো হবে আদনান ভাই একটু বেশি বলা হয়ে গেল না :!> :!> :!>

৪৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: সুন্দর লিখসেন ভাই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ ভাই।

৪৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পবিত্রতার বড় কোন ভুল অনুমতি দেয়!
হে আনন্দ! হে ভয়!



গভীর প্রেম/প্রণয়..
অতঃপর স্বপ্রনোদিত প্রস্হান/ত্যাগ/বিরহ..!

আরব্য কবিদের এমন খেয়ালীপনার কথা জানা যায় ।

এটাও অবশ্যই ঠিক যে
ঘণীভূত সুখ/দুঃখ
কল্পনা/বাস্তবতার আঁচড় ছাড়া ভালো লেখা অসম্ভব ।


ভালোলাগা...
ভালো থাকুন..।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আরব্য কবিতা আর কবিদের সম্পর্কে ধারনা নেই কিন্তু আপনার মন্তব্যে অনুপ্রাণিত হোলাম অনেক অনেক অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.