![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
পরবাসিনী, তোমার বুকে বেড়ে ওঠা স্বপ্নগুলো ভোরের তারায় বিলাপ করে,
অন্য আলোকে, অন্য ভূবনে ছায়াপথের ঘূর্ণনে ক্লান্ত হয়ে ফিরে;
বাতাবী লেবুর গন্ধ মাখা অধরে এসে কষ্টরা তৃপ্ত হয়।
কামুক স্বর্ণলতাদের ভিড়ে হারিয়ে খুঁজেছো ভাতের করুণা,
ডিম্বাণুর নিষেক সেখানে ঘুম কাতুরে সান্তনা;
তোমার জন্য বড় বেশি মায়া হয় !
এখানে আমার শহর জুড়ে কাঁচের দেয়াল;
এখন আর শ্যাওলা জমে নোংরা হবার ভয় নেই আমার;
চাইলেই সূর্যকে ধারণ করে নিতে পারি ইচ্ছে ডানায় প্রদীপ করে।
রূপকথার অলিক কোন গল্পের সমাপ্তিতে,
তোমার নগ্ন পায়ে হেটে চলা পথের দিকে তাকিয়ে,
দীর্ঘশ্বাস ফেলা যুবকের ডুকরে ওঠার শব্দ শুনেছিলো বৈশাখী খরতা।
শুনেছি তোমার হরিণী চোখের অশ্রুর নাব্যতা হ্রাস পেয়েছে ক্রমাগত,
আবেগী শীতলতায় লুণ্ঠিত হওয়ার প্রত্যয় তবু আমাকে গ্রাস করছে প্রথাগত।
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগল।
২| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৭
বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন: তোমার জন্য বড় বেশি মায়া হয় ! ..................... মায়া বড় খারাপ জিনিস কাণ্ডারি ভাই... বড় খারাপ জিনিস
তাড়াতাড়ি মায়া ঝেড়ে ফেলুন ...
তবেই ভালো থাকবেন
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
একটা গান শুনুন আশা করি ভালো লাগবে।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর কবিতা।
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় কা_ভা
৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ লাগল কাণ্ডারি!
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। শুভ রাত্রি।
৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৮
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন: তোমার জন্য বড় বেশি মায়া হয় ! ..................... মায়া বড় খারাপ জিনিস কাণ্ডারি ভাই... বড় খারাপ জিনিস
তাড়াতাড়ি মায়া ঝেড়ে ফেলুন ...
তবেই ভালো থাকবেন
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
কি আর করার আছে একটা গান হয়ে যাক তবে
৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২০
ঢাকাবাসী বলেছেন: কবিতা ভাল লাগল।
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার ভালো লাগায় তৃপ্তি পেলাম। শুভেচ্ছা।
৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৩
লিরিকস বলেছেন: ভালো কবিতা লিখেছেন।
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ লিরিকস। শুভেচ্ছা অগণিত।
৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৯
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বেশ! ভালোলাগা
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ নাসিফ ভাই।
৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
রূপকথার অলিক কোন গল্পের সমাপ্তিতে,
তোমার নগ্ন পায়ে হেটে চলা পথের দিকে তাকিয়ে,
দীর্ঘশ্বাস ফেলা যুবকের ডুকরে ওঠার শব্দ শুনেছিলো বৈশাখী খরতা।
অস্থির!!!
অনেক ভালো লাগলো কবিতা।
++++++++++++++++++++
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অনুপ্রানিত হোলাম শোভন। শুভ কামনা সবসময়ের জন্য।
১০| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪০
ডানাহীন বলেছেন: আপনার লেখার ধার দিন দিন বেড়েই যাচ্ছে দেখি .. কবিতাটাও বেশ ।
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক দিন পর আপনার পদচারনায় মুখরিত হল ব্লগ। শুভেচ্ছা রইল। দোয়া করবেন যেন ধার ধরে রাখতে পারি।
১১| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গরমের ভিতর আপনার সুন্দর কবিতা কিছুটা হলেও মনকে শান্ত করলো-------------
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এই প্রচন্ড দাবদাহে আমার এই কবিতা আপনাকে শান্ত করতে পারায় আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান বলে মনে করছি। কৃতজ্ঞতা জানবেন।
১২| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২১
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অসাধারণ।
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ কামরুল ভাই। সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।
১৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩০
মামুন রশিদ বলেছেন: এই একটা জায়গায় আপনি অন্যদের ছাড়িয়ে যান । কবিতায় আপনার বোধের গভীরতা সদা প্রকাশ্যমান ।
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার এই মন্তব্য আমার পাথেয় হয়ে থাকবে মামুন ভাই। পরিবার পরিজন নিয়ে সুখে থাকুন সবসময়।
১৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন: সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন: তোমার জন্য বড় বেশি মায়া হয় ! ..................... মায়া বড় খারাপ জিনিস কাণ্ডারি ভাই... বড় খারাপ জিনিস
তাড়াতাড়ি মায়া ঝেড়ে ফেলুন ...
তবেই ভালো থাকবেন
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এই নেন আপনার জন্য একদম পারফেক্ট একটা গান
১৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই। পরবাসের জীবন কাটুক আনন্দময়।
১৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতাটি বেশ ভালো লাগলো। ধন্যবাদ, কাণ্ডারি অথর্ব।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ আবুহেনা ভাই। শুভেচ্ছা জানবেন।
১৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৮
সায়েদা সোহেলী বলেছেন: সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন: তোমার জন্য বড় বেশি মায়া হয় ! ..................... মায়া বড় খারাপ জিনিস কাণ্ডারি ভাই... বড় খারাপ জিনিস
তাড়াতাড়ি মায়া ঝেড়ে ফেলুন ...
তবেই ভালো থাকবেন
সত্য কথা :-<
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু এই গানটা আপনার জন্য ডেডিকেট করলাম
১৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১২
বটবৃক্ষ~ বলেছেন:
খুব ভালো লাগলো ভাইয়া!!
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ বট। কোথায় থাকিস দেখাই পাওয়া যায় না ?
১৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৫
বটবৃক্ষ~ বলেছেন:
মায়ায় জড়ানো... কেবল কষ্টই বয়ে আনে
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে তুই এই গানটা শোন
২০| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৩
সকাল রয় বলেছেন:
বাহ!
বেশ মনোলোভা____
কবিতায় তো বুঝিয়ে বলার জিনিস না তাই ভেতরে নিয়ে নিলাম।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় সকাল রয় কবিতা সত্যি বুঝিয়ে বলার জিনিস নয়। কবিতা বুঝে নিতে হয়। প্রিয়জনের ভালোবাসায় সিক্ত থাকুন সবসময়।
২১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭
তারছেড়া লিমন বলেছেন: তারপরও কিছু কথা থাকে ........... কিছু আবেগ তাড়িত করে চলে সারাক্ষন............
কারও আশায় পথপানে চেয়ে থাকতে ভাল লাগে.....
হঠাৎ একটি ফোন অথবা একটুখানি দেখা পাবার লোভে তপ্ত দুপুরে বাড়ির সামনে দিয়ে যাওয়া............
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
লিমন ভাই কিন্তু রক্সিট যে অন্যকিছুই বলে
২২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০২
তারছেড়া লিমন বলেছেন: এ তো অন্য কথা বলে ভাই.........
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
লিমন ভাই অবশ্য স্করপিয়নস কিন্তু বলে যে
২৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০২
আমি অপদার্থ বলেছেন: আপনি বেশ ভাল কবিতা লিখেন। ভালো লাগলো কবিতাটি।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
তাই নাকি ভাই ? শুনে প্রিত হোলাম। শুভেচ্ছা ও শুভরাত্রি।
২৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৬
জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: অনেক ভালো লাগলো
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অনেক অনেক। শুভ দুপুর।
২৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১৪
তারছেড়া লিমন বলেছেন: ভাই লিওনেল রিচি কিন্তু অন্য রকম ভাবে বলছে........
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এটাও কিন্তু অনেক আবেগী একটা গান
২৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল লাগল।
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে। জীবনের চলার পথ হোক আনন্দময়।
২৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২০
ইমিনা বলেছেন: এতো চমৎকার লিখেন কিভাবে?
আজিব !!!
তবে শেষ দু'লাইনকে ভালোলাগার ধারাবাহিকতায় খুঁজে পাই নি।
আপনার লেখার প্যাটার্নকে নকল করার ইচ্ছা জাগতাছে মনে
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু এটা আপনার উদারতা। সত্যি বলতে শুধু শেষ দুই লাইন কেন পুরো কবিতাটা নিয়েই দ্বিধায় ছিলাম।
সেটা আমার জন্য সৌভাগ্যের হবে। আমার কৃতজ্ঞতা ও শুভকামনা আপনার জন্য সবসময় থাকছে।
২৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪
এহসান সাবির বলেছেন: এই কবিতা নিয়ে আমি আরো কিছু লিখতে চাই। আপনার জমজ সভ্যতা থেকে আমার কাছে এই কবিতা ভালো লেগেছে। রাগ করবেন না, জমজ খারাপ ছিল না, অনেক খেটে খুটে লিখেছিলেন। অনুমতি দিলে লিখতে পারি। প্লিজ আমি ক্যাচাল করতে চাই না। আমি আমার ভালো লাগার কারন বলতে চাই।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার এতদিনের ব্লগিং জীবনে এই প্রথম এমন একটি মন্তব্য পেলাম তাও খুব প্রিয় একজন মানুষের কাছে। রাগ করার কোন কারন নেই। আমার ব্লগে লেখালিখির জন্য যারা অনুপ্রেরনা দিয়ে আসছেন তাদের মধ্যে আপনি এমন একজন যার কাছে আমি চির ঋণী। আপনার ভাল লাগা না লাগাকে সব সময় আমি প্রাধান্য দেই। শুধু আপনি কেন যে কেউ যাই বলেনা কেন লেখক হিসেবে তার প্রাধান্য দেয়াটাই আমার জন্য মঙ্গল জনক। কারন একজন পাঠক সবসময় লেখকের মঙ্গলের জন্যই মন্তব্যে আলোচনা সমালোচনা করে যায়। নতুবা মন্তব্য করার প্রশ্নই আসেনা। আপনার মন্তব্যের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। সেই মন্তব্যের প্রেক্ষিতে পরবর্তী জবাব দেবো।
২৯| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৭
এহসান সাবির বলেছেন: ভাই আমি বলেছি জমজ পোস্ট ভালো ছিল। খুব ভালো ছিল।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার বিস্তারিত মন্তব্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
৩০| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩
এহসান সাবির বলেছেন: ইলেক্ট্রিসিটি নাই। চার্য নাই। লিখবো। আজ আপনার গল্পও পড়ি নাই। একটু সময় দিন প্লিজ। বলব।
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অবশ্যই ভাই। আমার বাসাতেও হয়ত একটু পরেই বিদ্যুৎ চলে যাবে। তবে আপনার মন্তব্যের জন্য ভীষণ থ্রিল অনুভব করছি।
৩১| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো ভাই।
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই কি বলব আজকে বাইরে যেমন ঝড় বইছে আমার মনটাও অশান্ত। আপনার ভাল লাগা ছুয়ে গেল হৃদয়টা।
৩২| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভাই, জানিনা কি হয়েছে তবুও খুব করে চাইবো মন ভালো হয়ে যাক।
অশান্তির সকল কারণ দূরে সরে যাক।
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই ব্লগে না এলে জীবনের একটা চমৎকার অধ্যায়ের সাথে পরিচিতি হতোনা। আর সেটা হলো আপনাদের সাথে পাওয়া। আপনাদের কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটা এই জীবনের জন্য অনেক বেশি পাওয়া।
শুভেচ্ছা জানবেন প্রিয় দুর্জয় ভাই।
৩৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৯
এহসান সাবির বলেছেন: ১ম লাইন থেকে আসি...
পরবাসিনী, তোমার বুকে বেড়ে ওঠা স্বপ্নগুলো ভোরের তারায় বিলাপ করে,
'পরবাসিনী' কি তার নাম? নাকি উপমা? যদি উপমা হয় তাহলে কেন তার নাম 'পরবাসিনী' হলো? কেন হলো না প্রিয়তমেষু অথবা কল্যাণেষু? সে কি দূরে চলে গেছে? সে কি এক সময় প্রিয়তমা ছিল না? কিংবা এখনো কি নেই? যদি না থাকে তা হলে এই কথা টা ''আবেগী শীতলতায় লুণ্ঠিত হওয়ার প্রত্যয় তবু আমাকে গ্রাস করছে প্রথাগত'' আসলো কিভাবে?
তারপরও তাকে 'পরবাসিনী' বলে ডাকা হয়েছে। কেন?
কারন কবি জানে, পাঠক শুধু তার মত করে ভেবে নেয়। পাঠক মনে করে-
তুমি শাড়ির আঁচল দিয়ে আমাকে তাড়িয়ে দিলে
আমি রথ রেখে পথে এসে তোমারই দ্বৈরথে বসে থাকি
তোমার আশায়৷ তুমি যেখানেই হাত রাখো
আমার উদগ্রীব চিত্র থাকে সেখানেই৷ আমি যেখানেই
হাত পাতি সেখানেই অসীম শূন্যতা, তুমি নেই৷
অইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্পনি ;
অই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল তুমিই থাকো নি ।
এই যে শূন্যতা, এক সময় ছিল এখন নাই, অথবা থাকেনি, তাকে নিয়ে সেই যে সুখের সিম্পনি খুব নাড়া দেয় এখন....... এই 'পরবাসিনী' অর্থে খুব আপন কেউ দূরে চলে গেছে, দুরে মানে লন্ডন আমেরিকা নয়, হতেও পারে কিন্তু মূল বিষয় হলো মনতাত্বিক। মনগত ভাবে সে দূরে চলে গেছে। তাই কবি খুব আবেগ দিয়ে ভালোবেসে অভিমান করে 'পরবাসিনী' বলে ডেকেছেন।
আরো কিছু লিখতে ইচ্ছা করছে 'পরবাসিনী' নিয়ে...........
কবিতা গুন
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই। খুব ভয়ে ভয়ে ছিলাম না জানি আবার আমাকে দেবদেবী নিয়ে চর্চা বাদ দিয়েই দিতে হয় কিনা। নাহ ! এখন বেশ শান্তি পাচ্ছি। আমার দেবদেবী নিয়ে এতটা চর্চার পেছনে আসলে এই পরবাসিনী মূলত দায়ী।
পরবাসিনী এখানে একজন কাল্পনিক চরিত্র যার জন্য কবি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে। স্বপ্ন বুনে ছেড়া কাঁথায় সুখ খুঁজে পাওয়ার। মানুষ মাত্রই সুখী হতে চায়। কিন্তু সুখ কখনও কখনও অসুখে রুপ নেয় কিংবা সহজে ধরা দিতে চায় না। রয়ে যায় মেঘের আড়ালে। তারপরেও মানুষ বিশ্বাস করে মেঘের আড়ালেই সূর্য হাসে।
সুখ যে একেবারেই আসেনি জীবনে সেটা ঠিক নয়। যেই সুখের স্মৃতি বুকে নিয়ে কবি আজও আশায় বুক বাধে। আর তাইত আবেগী শীতলতায় লুণ্ঠিত হওয়ার প্রত্যয় তবু আমাকে গ্রাস করছে প্রথাগত।
পরবাসিনী অভিমান অনুরাগ অনুযোগ থেকেই বলা। কারন সেই সুখ যখন অন্যের জীবনে বসত গড়ে তখন অপেক্ষায় থাকতে হয় কখন ঘুরে ফিরে আমার জীবনেও সুখ এসে ছুঁয়ে যাবে। জীবনের গ্লানিগুলো মুছে দিয়ে যাবে।
তুমি সুখ যদি নাহি পাও,
যাও সুখেরও সন্ধানে যাও,
আমি তোমারে পেয়েছি হৃদয়ো মাঝে,
আরও কিছু নাহি চাই গো ।।
যদি আরও কারে ভালোবাসো,
যদি আরও ফিরে নাহি আসো,
তবে তুমি যাহা চাও,
তাই যেন পাও,
আমি যত দুঃখ পাই গো ।।..............
অথবা
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,. সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে. অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধুসর জগতে. সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;. আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,. আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
সেই বনলতা সেন যখন অন্যের জীবনে শান্তির বার্তা নিয়ে হাজির হয় তখন বিদগ্ধ হৃদয়ে ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে বলতেই হয় পরবাসিনী, তোমার বুকে বেড়ে ওঠা স্বপ্নগুলো ভোরের তারায় বিলাপ করে।
কারন কবি জানে তার মনেও ব্যথা জাগে ক্ষণে ক্ষণে ভালোবাসার টানে। সুখের সন্ধানে.......
লিখুন ভাই আপনার কাছ থেকে পরবাসিনী নিয়ে আরও কিছু জানতে আগ্রহী।
৩৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০১
এহসান সাবির বলেছেন:
পরের অংশ ''তোমার বুকে বেড়ে ওঠা স্বপ্নগুলো ভোরের তারায় বিলাপ করে''
এখানে- তোমার বুকে বেড়ে ওঠা স্বপ্নগুলো
পাঠকের মনে পড়ে যাচ্ছে
নীল নদীটির নিবিড় পাড়ে, ঘুম পাওয়া রোদ চমকে চেয়ে অলস পায়ে, যখন হাটে মাঘী মাঠের, ন্যবা ধরা শুন্যতাতে, ঠিক তখনই আমার বুকের গভীর থেকে, স্বপ্নগুলো ঝাপটে ডানা
অস্ফুটে কি কইতে কইতে নড়েচড়ে!
স্বপ্নগুলো খুব ভীতু হয়, আমার স্বপ্ন; সবার স্বপ্ন, তবুও আমি স্বপ্ন দেখি, রুপের রাজা, গুনের গুনীন, মুঠির মাঝে মুক্ত মলিন, সব পাখিদের মুগ্ধ করা মন্ত্র নিয়ে
আসবো ফিরে বারে বারে। আমার কিছু স্বপ্ন ছিল। স্বপ্ন নিয়ে মালা গাঁথি, স্বপ্ন মালা।
........................
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কবির মাঝে যখন শূন্যতা থেকে শূন্যতারা এসে বিরাজ করে তখন কবি টের পায় তার মতো করেও পরবাসিনীর হৃদয়েও শূন্যতা বিরাজ করে। পৃথিবীতে নিউটনের সুত্র অনুসারে সব কিছুরই সমান ও বিপরীত ক্রিয়া কাজ করে। ভালোবাসা কিংবা সুখ এর ব্যতিক্রম হবার নয়। কবি জীবনানন্দ দাশ লিখেছেন;
তোমার নিকট থেকে
যত দূর দেশে
আমি চলে যাই
তত ভালো।
সময় কেবলই নিজ নিয়মের মতো- তবু কেউ
সময়স্রোতের ‘পরে সাঁকো
বেঁধে দিতে চায়;
ভেঙ্গে যায়;
যত ভাঙ্গে তত ভালো।
যত স্রোত বয়ে যায়
সময়ের
সময়ের মতন নদীর
জলসিঁড়ি, নীপার, ওডার, রাইন, রেবা, কাবেরীর
তুমি তত বহে যাও,
আমি তত বহে চলি,
তবুও কেহই কারু নয়।
আমরা জীবন তবু।
তোমার জীবন নিয়ে তুমি
সূর্যের রশ্মির মতো অগণন চলে
রৌদ্রের বেলার মতো শরীরের রঙ্গে
খরতর নদী হয়ে গেলে
হয়ে যেতে।
তবু মানুষী হয়ে
পুরুষের সন্ধান পেয়েছ;
পুরুষের চেয়ে বড় জীবনের হয়তো বা।
আমিও জীবন তবু-
ক্বচিৎ তোমার কথা ভেবে
তোমার সে শরীরের থেকে ঢের দূরে চলে গিয়ে
কোথাও বিকেলবেলা নগরীর উৎসারণে উচল সিঁড়ির
উপরে রৌদ্রের রঙ জ্বলে ওঠে- দেখে
বুদ্ধের চেয়েও আরো দীন সুষমার সুজাতার
মৃত বৎসরে বাঁচায়েছে
কেউ যেন;
মনে হয়,
দেখা যায়।
কেউ নেই-স্তব্ধতায়; তবুও হৃদয়ে দীপ্তি আছে
দিন শেষ হয় নি এখনও।
জীবনের দিন- কাজ
শেষ হতে আজও ঢের দেরি।
অন্ন নেই। হ্রৃদয়বিহীনভাবে আজ
মৈত্রেয়ী ভূমার চেয়ে অন্নলোভাতুর।
রক্তের সমুদ্র চারি দিকে;
কলকাতা থেকে দূর
গ্রিসের অলিভ বন
অন্ধকার।
অগণন লোক মরে যায়;
এম্পিডোক্লেসের মৃত্যু নয়-
সেই মৃত্যু ব্যসনের মতো মনে হয়।
এ ছাড়া কোথাও কোনো পাখি
বসন্তের অন্য কোনো সাড়া নেই
তবু এক দীপ্তি রয়ে গেছে।
৩৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২২
এহসান সাবির বলেছেন: পৃথিবীর যে কোন রহস্য থেকে আমার কাছে 'ভালোবাসা' রহস্য বেশি জটিল মনে হয়। এই ভালোবাসা হতে পারে প্রেমের, হতে পারে পিতা মাতা প্রতি, সন্তানের জন্য, হতে পারে সৃষ্টিকর্তার প্রতি, প্রকৃতি, মহাশুন্য, ধংস, রক্ত, আগুন............ কবিতা.......
৫ম এ্যালিমেন্ট তো ভালোবাসা সুতরাং এটা তো সব জায়গাতে বিরাজমান।
আমি কবিতা ভালোবাসি, কবিতার প্রতিটা শব্দ আমার মতোন করে বোঝার চেষ্টা করি, কখনো কখনো একটা লাইন আমার কাছে উপ্যনাসের মতন লাগে। এক লাইনেই ঘোর লেগে যায়।
এসব কারনে আমাকে অনেকে উপহাস করে, আপনিও করতে পারেন, আপত্তি নাই। তারপরও বলে যাবো সৃষ্টিকর্তার এক অপার রহস্য ভালোবাসা। আর আমি কবিতা ভালোবাসি।
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি জানেন আমি দেবী আইসিসের খুব ভক্ত কেন ?
কারন তার ভালোবাসার স্বরূপ আমাকে মুগ্ধ করে। অথবা বেহুলা, সীতা, দুর্গা যাই বলেন না কেন এই দেবী মূর্তির মাঝে রয়েছে সৃষ্টির রহস্য, রয়েছে ভালোবাসার প্রকৃত স্বরূপ।
আমিও ঠিক আপনার মতোই চিরকাল কবিতার কাঙাল। তবে কবিতা লিখতে খুব কষ্ট হয়। মনে হয় নিজের অস্তিত্ব জানান দেয়া হয়ে যাচ্ছে। নিজেকে মেলে না ধরে বরং অন্যকে মেলে ধরার মাঝেই যে প্রকৃত সুখ নিহিত। তারচেয়ে কবিতা পড়ায় অনেক বেশি আনন্দ অনুভূত হয়। অন্যকে ভালোবাসার একটা কারন পাওয়া যায়। তাইতো কবি লিখেছেন;
বরং নিজেই তুমি লিখোনাকো একটি কবিতা-’
বলিলাম ম্লান হেসে; ছায়াপিণ্ড দিলো না উত্তর;
বুঝিলাম সে তো কবি নয়- সে যে আরূঢ় ভণিতা
পাণ্ডুলিপি, ভাষ্য, টীকা, কালি আর কলমের পর
ব’সে আছে সিংহাসনে-কবি নয়- অজর অক্ষর
অধ্যাপক, দাঁত নেই- চোখে তার অক্ষম পিঁচুটি;
বেতন হাজার টাকা মাসে- আর হাজার দেড়েক
পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি
যদিও সে সব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁক
চেয়েছিলো-হাঙরের ঢেউয়ে খেয়েছিলো লুটোপুটি
৩৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪৮
লিরিকস বলেছেন: বেশ জমেছে দেখছি এখানে ।
যাই হোক ওদিকে একজনের বিদ্যুত চলে গেছে
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আপনার সাথে ফান করার জন্য আমি দুঃখিত ও লজ্জিত। আমাকে ক্ষমা করবেন। এরপর থেকে সিরিয়াসলি মজা করব আর ফান করব না।
তাহলে উনাকে বলে দিন বাকিটা নাহয় কাল আবার হবে। আজকের জন্য বিদায় দিন। অনুমতি দিলে বিদায় নেই কালকের জন্য।
শুভ রাত্রি।
৩৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫৬
লিরিকস বলেছেন:
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
৩৮| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১০
লিরিকস বলেছেন: তিল কে তাল, আর তাল কে যে কি বানাবেন আপনারা । দুঃখিত হয়ে ও লজ্জিত হয়ে
কেদে কেটে অস্থির...
এখন আমি নিজেই ক্ষমা চাচ্ছি ।
পা ধরতে হবে?
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
তালকে কি বানানো যায় তাই ভাবছি
নাহ ! নাহ !! পা ধরে কাজ নেই পরে সালামি দিতে পারবোনা
আপাতত শুভেচ্ছা রইল।
৩৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৭
জন কার্টার বলেছেন: তোমার নগ্ন পায়ে হেটে চলা পথের দিকে তাকিয়ে,
দীর্ঘশ্বাস ফেলা যুবকের ডুকরে ওঠার শব্দ শুনেছিলো বৈশাখী খরতা
++++++
২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এতগুলো প্লাসের জন্য ধন্যবাদ ভাই। শুভ দুপুর।
৪০| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৭
জন কার্টার বলেছেন: তোমার নগ্ন পায়ে হেটে চলা পথের দিকে তাকিয়ে,
দীর্ঘশ্বাস ফেলা যুবকের ডুকরে ওঠার শব্দ শুনেছিলো বৈশাখী খরতা
++++++
২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
৪১| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫০
মৃন্ময় বলেছেন: ভালো লাগা রেখে গেলাম,
ভালো থাকুন প্রিয় কবি।
২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগা সযত্নে রেখে দিলাম মনের গহীনে সুপ্রিয় ব্লগার। বাতাবী লেবুর সন্ধান পেলেই জানাবো।
৪২| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৫
এহসান সাবির বলেছেন: এখন আর শ্যাওলা জমে নোংরা হবার ভয় নেই আমার;
চাইলেই সূর্যকে ধারণ করে নিতে পারি ইচ্ছে ডানায় প্রদীপ করে।
..........................
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু তো বলুন........
৪৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৮
আদনান শাহ্িরয়ার বলেছেন: "এখানে আমার শহর জুড়ে কাঁচের দেয়াল;
এখন আর শ্যাওলা জমে নোংরা হবার ভয় নেই আমার;
চাইলেই সূর্যকে ধারণ করে নিতে পারি ইচ্ছে ডানায় প্রদীপ করে।"
আমার একটা শহর চাই , একটা ইচ্ছে পূরণের প্রদীপ চাই ।
ভালো লেগেছে অথর্ব ভাই
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব শীঘ্রই যেন একটা শহর খুঁজে পান আপনার জীবনে, খুঁজে পান ইচ্ছে পূরণের প্রদীপ সেই দোয়া করি।
ভাল থাকুন সবসময় ভালোবাসার মাঝে। শুভেচ্ছা রইল প্রিয় আদনান ভাই।
৪৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৪
মৃন্ময় বলেছেন: দাদা, বাতাবী লেবু ভালোভাবে সংরক্ষন করতে হবে, দেশে আসার এখনও ঢের দেরী আছে।
মনে হয় বাতাবী লেবু শীতকালেও পাওয়া যায়।
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
এবার যখন দেশে আসবেন যদি বেঁচে থাকি ইনশাল্লাহ বাতাবী লেবু খাবো দুই ভাইয়ে মিলে।
৪৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা ভালো লাগলো। শুভ কামনা।
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই দোয়া করবেন। শুভ রাত্রি।
৪৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:২১
রাইসুল নয়ন বলেছেন: এখন আর শ্যাওলা জমে নোংরা হবার ভয় নেই আমার;
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
দীর্ঘশ্বাস ফেলা যুবকের ডুকরে ওঠার শব্দ শুনতে কি পায় ........
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪
আজীব ০০৭ বলেছেন: ভালো লাগলো +++