![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
আমার বুকের 'পরে তোমাদের পায়ের শব্দ শোনা যায়,
অনিদ্রায় জেগে থেকে যেন নূপুরের কোলাহল মনে হয়,
চাঁদের সুষমায় ডুকরে ওঠে কল্যাণী;
পাশে বসে বিলাপ করে,
আমি তারে কি আর কলঙ্ক দেবো !
উজানের পথে কান পেতে শুনি,
দেবতারা পানশি ভিড়ায়েছে;
নোঙর ফেলবে বলে,
ঝাউবনে - নীরব তমসায়।
নিস্তব্ধ চারিদিক;
মানুষেরা সেজেছে মানুষীর বেশে,
দেবতারা দেবী রূপে,
গাছের পাতায় লুটপাট হতে গিয়ে;
তমসায় রক্তে ভিজে কোষ।
সকালের প্রথম রোদ গায়ে মেখে ফিরবে সে জানি,
আঁচলের এলোমেলো বিন্যাসে,
এলোকেশের অতন্দ্র প্রহরী যারা জেগে ছিল,
তাদের হাতেও রক্তের দাগ তখনও লেগে ছিল।
আমার হৃদয় এক পুরুষ বেশ্যার মতো,
ঝুম বর্ষায় রক্তাক্ত হবে বলে মানুষ সাঁজে;
মানুষ সেজে কালের যোনীতে চেতনার ফানুস উড়ায়,
আমি তারে কিছুতেই পারিনা এড়াতে !
এইসব দিন রাতের গল্প,
কল্পলোকের স্বপ্ন হয়ে ধরা দেয় - মেঘের খরতায়।
প্রাতরাশে ডাহুক ডাকা সোনালী বীজের গন্ধ ভাসে,
আকাশের ওপারে আকাশে ফিকে হয়ে রংধনু আসে,
বিছানায় শুয়ে থেকে;
জীবিত অথবা অর্ধমৃত রোগের করুণায়,
আরশোলার পথ চলায়;
উজ্জীবিত কীটের প্রহসন দেখি মনের হরষে।
এখন আর নদীর নাব্যতা মাপা হয়ে ওঠেনা আমার,
পদ্ম পাতায় কবিতারা এসে ম্লান হয়,
স্বজাতিদের খাঁচায় নিজেকে বড্ড বেশি বেমানান লাগে;
যদিও ওদের মতো আমারও চোখ, হাত, পা,সবই আছে;
তবু আমার আকাশের রোদ ওদের মতো মেঘে ঢাকা নয়,
দরজায় রাখা পাপোশটি এখনও তেমনই আছে,
শুধু ধুলোর মায়ায় স্বপ্নের পশরা বসেছে,
এই ব্যথা, এই প্রেম শুকিয়েছে জোছনার খরতাপে,
ভেবে ভেবে প্রার্থনারত মৃত্যুর সহবাসে,
মৃত্যু উপত্যকায় যেখানে বুড়ো সূর্য কাঁদে।
তার কথা ভেবে তবু মন উদাস হয়,
ফড়িঙের রঙিন ডানায় সন্ধ্যারা ক্লান্ত জেগে রয়,
আর আমরা সবাই আমাদের মতো করে বেঁচে থাকি।
জীবন অগাধ, অবাধ্য প্রেমিকেরা
পথে পথে ঘুরে ফিরে
নিয়ন আলোকে স্বপ্নের ফেরি করে,
মাঝে মাঝে দুই একটা বন্দুকের গুলির শব্দ শোনা যায়;
ভয় হয়, এই বুঝি আমার বুকের 'পরেও হাসবে শেষে।
এই প্রেম চেয়েছিলাম বুঝি !
তোমার নাভির গহীনে উনুনের তপ্ততায়,
অনেক অনিদ্রায় আলতা মাখা নগ্ন পায়ে
রক্তকরবী সাজিয়েছি,
শীতল হতে চেয়েছি;
শিউলির ঝরে পরা আনন্দে,
শেষবার ঘুমাবো বলে;
আমার মতো করে-
আমরা সবাই জেগে রই।
০৫ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে স্বর্ণলতা। শুভেচ্ছা রইল।
২| ০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
মামুন রশিদ বলেছেন: তোমার নাভির গহীনে উনুনের তপ্ততায়,
অনেক অনিদ্রায় আলতা মাখা নগ্ন পায়ে
রক্তকরবী সাজিয়েছি,
শীতল হতে চেয়েছি;
শিউলির ঝরে পরা আনন্দে,
শেষবার ঘুমাবো বলে;
আমার মতো করে-
আমরা সবাই জেগে রই।
চমৎকার লিখেছেন । ভালো লেগেছে ।
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
উৎসাহে অসংখ্য ভাল লাগা প্রিয় মামুন ভাই।
৩| ০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাল লাগল।
++++
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ রিয়াদ ভাই। শুভেচ্ছা রইল।
৪| ০৫ ই মে, ২০১৪ রাত ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর হয়েছে কান্ডারী। বেশ ভাল লাগলো ।
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই। সাথে আছেন বলেই উৎসাহ পাই।
৫| ০৫ ই মে, ২০১৪ রাত ৮:৩৭
আমি সাদমান সাদিক বলেছেন: ভাল লেগেছে কান্ডারি ভাই
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সাদমান ভাই। কৃতজ্ঞতা জানবেন।
৬| ০৫ ই মে, ২০১৪ রাত ৯:৩৫
বোধহীন স্বপ্ন বলেছেন: কলঙ্কিত কল্যাণী
ভাবনাটা বড় অদ্ভূত। কবিতায় প্লাস।
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
অদ্ভুত হলেও এটাই নিদারুণ বাস্তবতা। শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।
৭| ০৫ ই মে, ২০১৪ রাত ৯:৩৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমার বুকের 'পরে তোমাদের পায়ের শব্দ শোনা যায়,
অনিদ্রায় জেগে থেকে যেন নূপুরের কোলাহল মনে হয়,
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ নাজমুল ভাই।
৮| ০৫ ই মে, ২০১৪ রাত ১০:১৫
মশিকুর বলেছেন:
"মানুষেরা সেজেছে মানুষীর বেশে,
দেবতারা দেবী রূপে,
গাছের পাতায় লুটপাট হতে গিয়ে;
তমসায় রক্তে ভিজে কোষ।"
তারপর..
"এলোকেশের অতন্দ্র প্রহরী যারা জেগে ছিল,
তাদের হাতেও রক্তের দাগ তখনও লেগে ছিল।"
চমৎকার লাগলো
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মশিকুর ভাই ভীষণ উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।
৯| ০৫ ই মে, ২০১৪ রাত ১০:৩৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো লাগলো কাণ্ডারি ভাই , ভালো লিখেছেন ।
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মন্ত্রী ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। মন্তব্যে অনেক ভাল লাগা রইল প্রিয় মন্ত্রী।
১০| ০৫ ই মে, ২০১৪ রাত ১১:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এধরণের কবিতা দেখলে কবিদের প্রতি আমার হিংসা হয়
তবুও শুভেচ্ছা....
কারণ কান্ডারি অথর্ব আমার প্রিয় কবি
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় ব্লগারের কাছ থেকে এমন হিংসা পাওয়াটা দোয়ার সমতুল্য। ভাল থাকুন সব সময় মইনুল ভাই।
১১| ০৫ ই মে, ২০১৪ রাত ১১:২৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার লাগলো।।
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় কবির মন্তব্যে একরাশ শুভেচ্ছা রইল।
১২| ০৬ ই মে, ২০১৪ রাত ১২:৩৩
তাসজিদ বলেছেন: ১০০ তে ১২০।
দারুণ।
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হইবনা ১০০ তে ১০০ দেন; এতই কি খারাপ কবিতা লিখছি যে ১০০ তে ১২০ দেবেন
১৩| ০৬ ই মে, ২০১৪ রাত ২:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার!!
৫৭লাইনে গড়িয়াছে কবি জীবনের একি মানে।
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
৫৭ গড়িয়া ৬০ এ পৌঁছাইলেই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি।
১৪| ০৬ ই মে, ২০১৪ সকাল ৯:১৯
ডট কম ০০৯ বলেছেন: ফিনিশিং টা ভাল লাগলো।
দারুণ।
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় কবি। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
১৫| ০৬ ই মে, ২০১৪ সকাল ৯:১৯
(একজন নিশাদ) বলেছেন: অস্থিরতম
০৬ ই মে, ২০১৪ সকাল ১০:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ নিশাদ ভাই। শুভেচ্ছা রইল।
১৬| ০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৫০
অদৃশ্য বলেছেন:
আহ্ কান্ডারী ভাই... কি চমৎকার করেইনা লিখলেন...
দারুন হয়েছে লিখাটি...
শুভকামনা...
০৬ ই মে, ২০১৪ সকাল ১০:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কবি। আপনার মন্তব্যে অনুপ্রাণিত।
১৭| ০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৫০
ইনকগনিটো বলেছেন: শুভকামনা রইলো কবির জন্য।
০৬ ই মে, ২০১৪ সকাল ১০:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা রইল।
১৮| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আমার হৃদয় এক পুরুষ বেশ্যার মতো,
ঝুম বর্ষায় রক্তাক্ত হবে বলে মানুষ সাঁজে; -
দারুণ! দারুণ! চমৎকার লিখেছেন হে কান্ডারী ভাই!
০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় কবির কাছে আমার এই কবিতা ভাল লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। শুভেচ্ছা ।
১৯| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৫১
আদনান শাহ্িরয়ার বলেছেন: "আমার হৃদয় এক পুরুষ বেশ্যার মতো" অত্যধিক সত্য কথা । ভালো লেগেছে কবিতা কাণ্ডারি ভাই । ++++++++++++++
০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্য কথা আমি বলিতে ব্যাকুল, তবে সেটা কবিতার ভাষাতেই বলতে ইচ্ছে করে।
মন্তব্যে কৃতজ্ঞতা প্রিয় আদনান ভাই।
২০| ০৭ ই মে, ২০১৪ রাত ১২:২৫
তওসীফ সাদাত বলেছেন:
চমৎকারই হবে হয়তো !! কিন্তু আমার মাথায় কিছুই ঢুকেনি !!
০৭ ই মে, ২০১৪ রাত ১২:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কোন অসুবিধা নেই। শুভেচ্ছা রইল।
২১| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: তমসায় রক্তে ভিজে কোষ। আমরা সবাই জেগে রই। আমরা সবাই জেগে রই।
মুগ্ধ হলাম পড়ে।
০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার মুগ্ধতায় আমার ভাল লাগা ও ভালোবাসা প্রিয় লেখক।
২২| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:২৩
এহসান সাবির বলেছেন: কবিতা চলুক।
++++
০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার ভালোবাসা যতদিন আছে ততদিন চলবে অবশ্যই ভাই।
২৩| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৭
সাজিদ উল হক আবির বলেছেন: বেশ ভাল লাগলো কবিতাটি ভাই। দুর্বোধ্যতা বিশেষ ব্যাঞ্জনা দিয়েছে এখানে। ক্যুয়াশাচ্ছন্ন প্রেমের কবিতা বলাই হয়ত যথার্থ হবে।
শুভকামনা রইল।
১৩ ই মে, ২০১৪ রাত ১১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ কবিতার অভিপ্রায় নিয়ে সুন্দর মন্তব্যের জন্য।
কৃতজ্ঞতা রইল।
২৪| ১৯ শে মে, ২০১৪ রাত ২:১৩
সুমন কর বলেছেন: মনের দহনে লেখা কবিতা, সবমসয় ভাল হয়। অসাধারণ হয়েছে।
২৬ শে মে, ২০১৪ রাত ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সুমন ভাই।
২৫| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৯
স্বপ্নছোঁয়া বলেছেন: চমৎকার লেখনী ,ভাল লেগেছে ।
শুভকামনা ।
২৬ শে মে, ২০১৪ রাত ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই। ভাল থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৬
আমি স্বর্নলতা বলেছেন: চমৎকার লেখা কবিতা।