![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
ফিরে এসো এই অন্তরে...তুলনাহীনা বান্ধবী, যেওনাকো তুমি ঐ দূরে; ব্যথা জাগে এই মন জুড়ে, হতে চাই গিয়ে তোমার গীতি কবি। মৌসুমী কারে ভালোবাস তুমি, মৌসুমী বল কারে খোঁজ তুমি, মৌসুমী আছি একা এই আমি, ভূলে অভিমান হও সঙ্গীনি। তুমি আছ প্রান স্পন্দনে, তুমি আছ হাসি ক্রন্দনে, অপরাজিতা নন্দিনী, চেয়ে দেখ তুমি ঐ চোখে; তুমি আছ সুখ আর দুঃখে, এঁকে যাই শুধু তোমার মুখছবি... কাউসার আহমেদ চৌধুরীর লেখা এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মাকসুদ। জানিনা এখানে কোন মৌসুমীকে এত ব্যাকুলতার সাথে স্মরন করা হয়েছিল কিন্তু আমার হৃদয়ে সেই গান আজও হাহাকারের সুরে প্রতিদ্ধনিত হয়। অভিনেত্রী মৌসুমীকে নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহের শেষ নেই। অনেকে তাঁকে নিয়ে দিবাস্বপ্ন দেখেন। কেউ আবার ভাবেন, ইস! যদি একবার সত্যিই মৌসুমীকে সামনে থেকে দেখা যেত। আরো কত জল্পনা-কল্পনা! তেমনি এক অন্ধ ভক্ত আমি, প্রিয় নায়িকাকে একটু ছুঁয়ে দেখার স্বপ্নে আজও বিভোর ঘোরে আচ্ছন্ন।
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য খুবই সমৃদ্ধ। মাঝে নানা রকম চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশি চলচ্চিত্রের দর্শকের মাঝে মৌসুমী অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। আরিফা পারভিন জামান মৌসুমী যিনি চলচ্চিত্র জগতে মৌসুমী নামেই পরিচিত। খুলনায় ১১ নভেম্বর ১৯৭৩ সালে জন্ম গ্রহন করেন। মৌসুমীর বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান। মৌসুমী ১৯৯৬ সালের ২ আগষ্ট তারিখে জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এর সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান ছেলে ফারদিন এহসান স্বাধীন এবং মেয়ে ফাইজা রয়েছে।
মৌসুমী ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মৌসুমী। প্রথম ছবি দিয়েই দর্শকের নজর কাড়েন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দুই শতাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। তার অভিনীত বেশিরভাগ ছবিই ব্যবসা সফল হয়। ২০০৩ সালে কখনো মেঘ কখনো বৃষ্টি এবং ২০০৬ সালে মেহের নিগার চলচ্চিত্রটি পরিচালনা করেন মৌসুমী। এছাড়াও মৌসুমী একজন ফ্যাশান ডিজাইনার। বসুন্ধরা সিটিতে লিভাইস নামে তার একটি পোশাকের দোকান আছে। তিনি একটি অডিও এ্যালবামও প্রকাশ করেন। তিনি কপোতাক্ষ চলচ্চিত্র নামে একটি প্রোডাকশন হাউস পরিচালনা করছেন। মৌসুমী নিজের সেবামূলক প্রতিষ্ঠান মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেখাশুনা করে থাকেন। বাংলাদেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় জনমত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি তিনি ও বাংলাদেশের প্রথিতযশা জাদুকর জুয়েল আইচ ইউনিসেফ অ্যাডভোকেটের দায়িত্ব পান।
দেশের বৃহত্তম প্লাস্টিক হাউজহোল্ড, কাস্ট আয়রন, পিভিসি, ইলেকট্রনিক্স ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ঢালিউডের এই অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। মৌসুমী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মেখলা আকাশ (২০০২) চলচ্চিত্রের জন্য।
চলচ্চিত্রের তালিকা
১৯৯৩ কেয়ামত থেকে কেয়ামত সোহানুর রহমান সোহান সালমান শাহ
২০০৯ সাহেব নামের গোলাম রাজু চৌধুরী শাকিব খান
২০১১ কুসুম কুসুম প্রেম মুশফিকুর রহমান গুলজার রিয়াজ, ফেরদৌস
২০১১ দেবদাস চাষী নজরুল ইসলাম শাকিব খান
এছাড়াও তার অভিনীত আরও কিছু চলচ্চিত্র হল
মৌসুমী (১৯৯৩), দোলা (১৯৯৪), আত্মঅহংকার (১৯৯৪), স্নেহ (১৯৯৪), প্রথম প্রেম (১৯৯৪), দেন মহর (১৯৯৪), অন্তরে অন্তরে (১৯৯৪), বিদ্রোহী বধু (১৯৯৫), মুক্তির সংগ্রাম (১৯৯৫), হারান প্রেম (১৯৯৫), ভাংচুর (১৯৯৫), সজন (১৯৯৫), শেষ খেলা (১৯৯৫), আত্মত্যাগ (১৯৯৫), বিশ্ব প্রেমিক (১৯৯৫), গরীবের রানী (১৯৯৬), প্রিয় তুমি (১৯৯৬), রাক্ষস (১৯৯৬), সুখের স্বর্গ (১৯৯৬), আদরের সন্তান (১৯৯৬), সুখের ঘরে দুখের আগুন ( ১৯৯৬), লুট তরাজ (১৯৯৬), আম্মাজান (১৯৯৬), শান্তি চাই (১৯৯৭), অন্ধ ভালবাসা (১৯৯৭), মিথ্যা অহংকার (১৯৯৭), ঘাত প্রতিঘাত (১৯৯৭), সংসারের সুখ দুঃখ (১৯৯৭), প্রিয় শত্রু (১৯৯৭), লাট সাহেবের মেয়ে (১৯৯৭), লজ্জা (১৯৯৭), তুমি সুন্দর (১৯৯৭), বাঘের বাচ্চা (১৯৯৭), রূপসী রাজকন্যা (১৯৯৮), কথা দাও (১৯৯৮), ভণ্ড বাবা (১৯৯৮), বিপদজনক (২০০১), কখনো মেঘ কখনো বৃষ্টি (২০০৩), মোল্লা বাড়ির বউ (২০০৫), গোলাপী এখন বিলাতে (২০০৬), একজন সঙ্গে ছিল (২০০৭), তুই যদি আমার হইতি রে (২০০৮)
সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়া দ্বীপে একটি পাথর আছে যার নাম নাকি মৌসুমী পাথর। পাথরটির বিশেষত্ব হলো এই যে, মৌসুমী এতে বসে অন্তরে অন্তরে ছবির এখানে দুজনে নিরুজনে গানটির শ্যুটিং করেছিলেন। সেই থেকে পাথরটির নামই হয়ে গেছে মৌসুমী পাথর।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প মাল্যদান অবলম্বনে নির্মিত একটি টেলিফিল্মে অভিনয় করছেন মৌসুমী। ছোট পর্দার জন্য নির্মিত মাল্যদানের চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন ঢালিউডের খ্যাতিমান পরিচালক কাজী হায়াত। এখানে মৌসুমীকে কুড়ানি চরিত্রে দেখা যায়। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, "অভিনয় করছি অনেক বছর, রবীন্দ্র নায়িকা হয়ে অভিনয় করার ইচ্ছাটা দীর্ঘদিন পর পূরণ হয়েছে। মাল্যদান গল্পটি আমার পড়া আছে। গল্পের প্রধান চরিত্রই কুড়ানি।"
ভুল খ্যাত পরিচালক রাজু আহমেদের পরিচালনায় উপমা চলচ্চিত্র দিয়ে প্রথমবারের মতো টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ গাঙ্গুলী জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে। এতে আরেক নায়ক ওমর সানি। মৌসুমী অভিনয় করেছেন উপমার নাম ভূমিকায়। প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী এর আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন আমজাদ হোসেন পরিচালিত গোলাপী এখন বিলাতে চলচ্চিত্রে। তার আগে সোহানুর রহমান সোহান পরিচালিত যৌথ প্রযোজনার স্বামী ছিনতাই এ কাজ করেছেন মুম্বাইয়ের শরদ কাপুরের সঙ্গে।
সুদীর্ঘ ক্যারিয়ারে নাটক টেলিছবিতেও অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। মৌসুমী অভিনীত কিছু কাজগুলোর মধ্যে রয়েছে, ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা ও পরিচালনায় আমি কিছু বলতে চাই, পার্থ সরকারের আইসক্রিম ও অনুভূতির গল্প, আশুতোষ সুজনের আমি নায়কের বন্ধু, মোস্তফা কামাল রাজের অর্ডার, এসএ হক অলিকের রোদেলার গল্প, মুন্নার কলকাঠি, জুয়েল রানার ওপারে অসীম আকাশ, ফারিয়া হোসেনের হয়তোবা আছে... তবু নেই, আবদুল রহমানের শূন্য হৃদয়, ইশতিয়াক আহমেদ রুমেলের আমি কিছু বলতে চাই ইত্যাদি।
চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে বাংলা চলচ্চিত্রের দুই সুপারস্টার। সালমান শাহ এবং মৌসুমীর। এবং একই চলচ্চিত্রেই প্লেব্যাকের মাধ্যমে অভিষেক ঘটেছিল আরেক তরুণ শিল্পী আগুনের। এর মধ্যে সালমান শাহ মারা গেলেও মৌসুমী এবং আগুন তাদের যার যার অবস্থানে উজ্জ্বল। এর মধ্যে আগুন গান ছাড়াও অভিনয়েও দেখা যায় মাঝে মধ্যে। মৌসুমী এবং আগুন এতদিন ছোট পর্দায় বিভিন্ন টিভি নাটক এবং টেলিফিল্মে অভিনয় করলেও এই প্রথম তারা একসাথে কাজ করেছেন হলুদ বাতির গল্প নামের একটি একক নাটকে। এই নাটকে কাজ করতে গিয়ে সালমানকে খুব মিস করছিলেন মৌসুমী। এক সময় মৌসুমী এবং আগুন অতীত স্মৃতিচারণায় কাতর হয়ে পড়েন। সালমানের প্রতি তাঁদের এই ভালোবাসা দেখে নাটকটির পরিচালক সুমন ধর শেষ পর্যন্ত নাটকটিকে সালমান শাহর নামে উৎসর্গ করেছেন।
অন্তরে অন্তরে ছবির পর যখন সালমান শাহ-মৌসুমী ঘোষণা দিলেন, যে তাঁরা আর একে অপরের সাথে জুটি বেঁধে কোন ছবি করবেন না ঠিক তখনই অভিজ্ঞ পরিচালক দিলিপ সোম ১৯৯৪ সালে দোলা ছবির মাধ্যমে মৌসুমীর সাথে জুটি তৈরি করেন আরেক সুপারহিট নায়ক ওমর সানীকে। যেখানে মৌসুমীর চরিত্রের নামটিই ছিল দোলা। ছবির মুক্তির আগেই প্রতিভাবান আজাদ মিন্টুর সুরের ও সালমা জাহান এর কণ্ঠের গানগুলি রেডিওতে প্রচারের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। দোলা ছবির ব্যবসায়িক ফলাফল একটি সুপারহিট ছবি। দোলার মতো সুপারহিট একটি নিখাদ রোমান্টিক ছবি উপহার দিতে না দিতেই আবারো ওমর সানী-মৌসুমীকে পর্দায় হাজির করান রায়হান মুজিব আত্ম অহংকার নামক রোমান্টিক ও পারিবারিক অ্যাকশন নির্ভর ছবির মাধ্যমে। গানগুলো ছিল সেই সময়ের সুপারহিট। আত্ম অহংকার ছবিটি হলো এই জুটির জোর স্বীকৃতি আদায়ের সফল পদক্ষেপ যা ওমর সানী-মৌসুমীকে এনে দেয় পরিচালকদের কাছে নির্ভরযোগ্য জুটি হিসেবে স্বীকৃতি। পর্দায় এই জুটির ক্যামিস্ট্রিও ছিল দর্শক প্রিয়তার তুঙ্গে। আর সেই থেকে দুজনার মাঝে প্রণয়ের সূচনা। তারপর প্রেমের সফল পরিনতি ঘটে দুজনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে।
মৌসুমী-ওমর সানীর প্রযোজনা প্রতিষ্ঠান স্বাধীন প্রোডাকশন থেকে শিরোনামহীন একটি ছবি নির্মিত হয়। মৌসুমী নিজেই ছবিটি নির্মাণ করেন। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, "অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে দেশীয় চলচ্চিত্রের সুদিন ফিরেছে। তাই এর ভিতকে মজবুত করতে পুনরায় এগিয়ে আসার বিকল্প নেই বলে আমি মনে করি।" ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সজলের প্রথম চলচ্চিত্র রানআউট। এই চলচ্চিত্রে সজলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। শুধু তাই নয়, মৌসুমী ছবিটির পরিচালনাও করেছেন। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্মস। এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটেছে মৌসুমী পুত্র ফারদীন এশান স্বাধীনেরও। তিনি এই চলচ্চিত্রের মূল সহকারী পরিচালকের পাশাপাশি এডিটিং ও গ্রাফিক্সের কাজ করেছেন। বেশ কয়েক বছর আগে প্রথমবার মৌসুমী কখনো মেঘ কখনো বৃষ্টি শিরোনামের ছবিটি নির্মাণ করেন। এরপর যুগ্মভাবে তিনি মেহেরনিগার ছবিটি পরিচালনা করেন। তিনি একটি টেলিফিল্ম পরিচালনা করছেন। টেলিফিল্মটির নাম চলো বহুদূর। চলো বহুদূরের মূল গল্প রচনা করেছেন আবদুর রহমান। আগামীতে তার নিয়মিত পরিচালনা করার ইচ্ছে রয়েছে।
মৌসুমীর লেখা একটি গান; গানটির প্রথম দুটি লাইন হলো; তোমার চোখের ভাষা আমি পড়তে পারি না, তোমাকে তাই আমি কিছু বলতে পারি না। গানটির সুর করেছেন আলাউদ্দীন আলী। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল। মৌসুমী বলেন, "লেখালেখির অভ্যাস আমার সেই ছোটবেলা থেকেই। লেখালেখি করি মনের তাগিদে। তবে গান লেখার সিদ্ধান্তটা হুট করে।" মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবি তারকাটায় অভিনয় এর পাশাপাশি গান গেয়েছেন মৌসুমী। কি যে শুন্য শুন্য লাগে তুমিহীনা শিরোনামের গানটির কথা লিখেছেন জাহিদ আকবর আর সঙ্গীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এই বিষয়ে মৌসুমী বলেন, "আমি শখের বসে গান করি। এর আগেও আমি চলচ্চিত্রে প্লেব্যাক করেছি। এবার রাজের অনুরোধে প্লেব্যাক করলাম। আরফিন রুমিও অনেক সাহায্য করেছে।" এর আগে রাজের ছায়া ছবি সিনেমার মন যা বলে বলুক গানটি লিখেছিলেন মৌসুমী।
মৌসুমী একটি কবিতাও লিখেছেন। কবিতার শিরোনাম শুধুই তুমি। দর্শক আর ভক্তদের জন্য কবিতাটি ছিল ভালোবাসা দিবসে মৌসুমীর শুভেচ্ছা।
শুধুই তুমি
বিনিদ্র রজনী আমার কাটে তোমার অপেক্ষায়
এক প্রহর, দুই প্রহর, তিন প্রহর, শত প্রহর
শুধুই ভেবেছি, কেমন করে তুমি
পালাতে চেয়েছ সুখের সাগরে ডুব দেবার জন্যে
পেরেছ কি?
আমার সবটুকু যন্ত্রণার কিছুটা তুমিও নিয়ে গেছ
যখন দেখি আমার জন্মদিনে
কেউ বেনামে ফুল পাঠায়, তখন বুঝি সে তুমি
যখন দেখি মুঠোফোনে
কেউ আমার কণ্ঠ শোনে, ও প্রান্তে থাকে নিস্তব্ধ
তখন বুঝি সে তুমি
যখন গভীর গভীর রাতে,
আমার বুকের ভেতর কেউ কাঁদে
তখন বুঝি সে আর কেউ নয়
তুমি, শুধু তুমি।
বাংলা সিনেমায় বর্তমানে নানামুখী সংকট চলছে। এর মধ্যে নায়ক ও নায়িকা সংকট প্রধান। আর ছোট পর্দা থেকে যারা আসছেন কোন মতেই তারাও দর্শক ধরে রাখতে পারছেন না। এ প্রেক্ষিতে চলচ্চিত্র ভয়াবহ শিল্পী সংকটের মুখে পড়ছে। তাছাড়া সিনিয়র শিল্পীদের জন্যও রয়েছে নায়ক সংকটের অভিযোগ। সবকিছুর পরও এখনও বাংলা চলচ্চিত্রে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন নায়িকা মৌসুমী। কিন্তু ধীরে ধীরে তার অভিনীত ছবির সংখ্যা কমে যাচ্ছে। এর কারণ আর কিছু নয়, জুটি সঙ্কট। মৌসুমীর বিপরীতে অভিনয়ের জন্য মানানসই নায়ক ঢালিউডে নেই।
বর্তমান সময়ের শীর্ষ নায়ক হলেন শাকিব খান। তার বিপরীতে মৌসুমীকে কোনভাবেই মানায় না। এটি মৌসুমী আর শাকিব খান দু’জনই জানেন বলেই একসঙ্গে তারা অভিনয় করতেও আগ্রহী নন। অন্যদিকে মৌসুমীকে বেশি মানাত নায়ক রিয়াজের সঙ্গে। তবে রিয়াজ চলচ্চিত্র থেকে স্বেচ্ছানির্বাসনে চলে গেছেন। মৌসুমী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিতে নায়ক ফেরদৌসের বিপরীতে তাকে দেখা গেছে। অন্যদিকে ফেরদৌসও এদেশের চলচ্চিত্রে কাজ করা কমিয়ে দিয়েছেন। তাই এ অবস্থায় মৌসুমী পড়ে অস্তিত্ব সংকটে। নিজের অবস্থান ধরে রাখার জন্য তাকে এখন ডিপজলের মতো নায়কের বিপরীতে অভিনয় করতে হচ্ছে।
মৌসুমী জুটি সঙ্কটে পড়েন নায়ক মান্নার মৃত্যুর পর থেকেই। মৌসুমী-মান্না জুটি ছিল দর্শকপ্রিয়তার শীর্ষে। লুটতরাজ ছবির মাধ্যমেই নায়ক মান্নার সঙ্গে প্রথম অভিনয় করেন মৌসুমী। এটি মান্নার প্রথম প্রযোজিত ছবি। মান্নার আগ্রহেই ছবিটিতে কাজ করেন মৌসুমী। চলচ্চিত্রের অনেকেই তখন বলেছিলেন তার সঙ্গে মৌসুমীকে মানাবে না। তিনি এ্যাকশন হিরো। আর মৌসুমী রোমান্টিক ছবি বেশি করেন। অথচ দর্শক এই জুটিকে দারুণভাবে পছন্দ করেন। তারপর কত ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন তার ইয়ত্তা নেই।
মান্নার মৃত্যুর কয়েকদিন আগে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মৌসুমী। অনেকটা একঘেয়েমি থেকেই সিদ্ধান্তটা নিতে বাধ্য হন বলে জানা যায়। এসময় পরিচালক চাষী নজরুল ইসলাম তার দুই পুরুষ ছবির প্রস্তাব নিয়ে গেলে তাকে সবিনয়ে ফিরিয়ে দেন তিনি। মান্না জানতে পারেন ঘটনাটা। ফ্যামিলি নিয়ে চলে যান তার বাসায়। মান্না বাসায় গিয়ে মৌসুমীকে বোঝাতে শুরু করেন। তার জোড়াজুড়িতে দুই পুরুষ ছবিতে কাজ করতে রাজি হন তিনি। মৌসুমী বলেন, "অভিনয়টা এখনও করছি, ছাড়িনি। যার জন্য থেকে যাওয়া, তিনিই চলে গেলেন। আমি যে দু’জন নায়কের সঙ্গে অভিনয় করে সবচেয়ে সাফল্য পেয়েছি, তারা হলেন সালমান শাহ ও মান্না। দুর্ভাগ্যজনকভাবে তারা দু’জনই অকালে পৃথিবী ছেড়ে চলে গেছেন।"
তাই বলে মৌসুমীর কাছে চলচ্চিত্রের প্রস্তাব যে আসছে না, তা নয়। যেসব প্রস্তাব আসছে তাতে সাড়া দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ অধিকাংশ নির্মাতাই মৌসুমীকে নবাগতদের মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসছেন। তার ১৭ বছরের ক্যারিয়ারে তাকে নায়িকা করে নির্মাণ হয়েছে অসংখ্য চলচ্চিত্র। কিন্তু ২০০৫ সালের পর থেকে নায়িকা হিসাবে তার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে থাকে। দর্শক তাকে নায়িকার পরিবর্তে অভিনেত্রী হিসেবেই দেখতে আগ্রহী হয়ে উঠেন। একদিকে তার সাথে মানানসই নায়কের অভাব অন্যদিকে তার বয়সী চরিত্রকে মুখ্য করে লেখা ভালো স্ক্রিপ্টের অভাব। তাই নির্মাতারা অনেকটাই তার প্রতি দিনে দিনে আগ্রহ হারিয়ে ফেলছে।
এদিকে মা, ভাবীর চরিত্রে অভিনয় করতে নারাজ মৌসুমী। এরই মধ্যে এ ধরনের চরিত্রে বেশ কয়েকটি অভিনয়ের প্রস্তাব এলেও তিনি তা ফিরিয়ে দেন। তার কথায়; নায়িকা চরিত্রে কাজের সময় এখনো ফুরিয়ে যায়নি তার। এখনও তিনি এতটা বুড়িয়ে যাননি যে, মায়ের চরিত্রে তাকে অভিনয় করতে হবে। খুব বেশি হলে নায়কের ভাইয়ের স্ত্রী, অর্থাৎ ভাবী চরিত্রে অভিনয় করা যেতে পারে। মৌসুমীর কাছে অভিনেত্রীর সংজ্ঞা হচ্ছে মুখ্য চরিত্র, অর্থাৎ নায়িকা। তিনি বলেন, "মা-ভাবীর চরিত্রে অভিনয় করার চেয়ে নায়িকা হিসেবে কাজ করে দর্শকের মনে আজীবন নায়িকা হয়েই বেঁচে থাকা যাবে।"
চিত্রনায়িকা মৌসুমী অভিনীত বেশ কিছু পণ্যের বিজ্ঞাপন
-> লাক্স বিউটি সোপ
-> তিব্বত ডিটারজেন্ট পাউডার
-> লিজিয়ন হেয়ার লস অফ
-> লিজিয়ন এক্টিভ গোল্ড মেহেদী
-> রেমী স্পট ক্রীম
-> রসনা মিনি - ১
-> রসনা মিনি - ২
-> গোয়ালিনী মিল্ক পাউডার
-> আর এফ এল
স্টেজ পারফর্মেন্স
মাতৃত্ব চলচ্চিত্রে স্তনদানের মতো একটি দুঃসাহসিক দৃশ্যে অভিনয় করে হয়েছেন ব্যাপক আলোচিত ও সমালোচিত।
মৌসুমী অভিনীত কিছু জনপ্রিয় চলচ্চিত্রের গানের ভিডিও
* ও আমার বন্ধুগো – কেয়ামত থেকে কেয়ামত
* এখনতো সময় কাছে আসার – কেয়ামত থেকে কেয়ামত
* দেখেছি প্রথম বার দুচোখে প্রেমের জোয়ার - স্বজন
* তুমি কবি আমি তোমার কবিতা – স্বজন
* অনেক ভালোবেসে – স্বজন
* কালতো ছিলাম ভাল – অন্তরে অন্তরে
* এখানে দুজনে নিরুজনে – অন্তরে অন্তরে
* ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া – অন্তরে অন্তরে
* চিঠি লিখলাম – দেনমোহর
* আমি তোমার প্রেমের পাগল - দেনমোহর
* তুমি সুন্দর – দোলা
* ভালোবাসা হৃদয়ে বাঁধে বাসা – দোলা
* আমার একদিকে পৃথিবী একদিকে ভালোবাসা – আত্ম অহংকার
* জাগো জাগো প্রিয়তমা – আত্ম অহংকার
* সময় হয়েছে ফিরে যাবার – আদরের সন্তান
* হারানো প্রেমের স্মৃতি – হারানো প্রেম
* প্রেম নগরের জংশনে – প্রথম প্রেম
* তুমি যে কখন এসে মন চুরি করেছ – লজ্জা
*সবার জীবনে প্রেম আসে - ভাংচুর
*এই জীবন তোমাকে দিলাম - ভাংচুর
* আমার নয়ন যেন অন্ধ না হয় – বাবা আমার বাবা
* খাইরুন লো – খাইরুন সুন্দরী
* ওরে সাম্পান ওয়ালা – সাম্পানওয়ালা
* তোমার আলতা রাঙা পায়ে – কুসুম কুসুম প্রেম
মৌসুমী অভিনীত আরও কিছু চলচ্চিত্রের গানের ভিডিও
# তুমি আমার প্রথম ভালোবাসা
# ও চাঁদ তুমি
# মনে মনে যারে আমি খুঁজি
# মনে প্রেমের বাতি জ্বলে
# মনের মাঝে তুমি
# তুমি একটা চমৎকার
# তোমার প্রেমের জন্য হয়েছে মন
# সাথী তুমি সাথী
# তোমার আমার একই প্রাণ
# তুমি শুধু তুমি
# আমি প্রেম্রের আদালতে
# তুমি আমার
# তুমি যে আমারি
# একটা গল্প
# কিছু আশা কিছু ভালোবাসা
(তথ্য ও ছবি সংগ্রহে বিভিন্ন পত্রপত্রিকা এবং সিনে ম্যাগাজিন)
০৭ ই মে, ২০১৪ সকাল ৯:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
দুর্জয় ভাই আবার মান্নার সাথে অনেক ফ্লপ ছবিও রয়েছে। কিন্তু সালমান ও ওমর সানীর ছবিগুলো সে সময় ছিল সুপার হিট।
২| ০৭ ই মে, ২০১৪ রাত ৩:১৩
তারছেড়া লিমন বলেছেন: আমার প্রথম প্রেম শেষ ভালবাসা তুমি
তুমি যে আমার জীবনে প্রথম
বসন্ত মৌসুমী.........
খালিদ হাসান মিলুর গাওয়া এই গানটা দিয়েই তো এক বারে বলে দিলাম... তার সম্পর্কে নিজের অবস্থান............ অনেক দারুন একটা কাজ করেছেন কান্ডারী ভাই। প্রিয় অভিনেত্রী বেচে থাক আজীবন তার ভক্তদের মনের কোঠায়।
০৭ ই মে, ২০১৪ সকাল ৯:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনারে এত্তগুলা হিংসা।
প্রিয় অভিনেত্রী বেচে থাক আজীবন তার ভক্তদের মনের কোঠায়।
৩| ০৭ ই মে, ২০১৪ রাত ৩:৫৯
আকাশদেখি বলেছেন: ভালো লাগলো পোষ্ট টি
০৭ ই মে, ২০১৪ সকাল ৯:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আকাশদেখি। শুভেচ্ছা।
৪| ০৭ ই মে, ২০১৪ ভোর ৪:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
মৌসুমিকে নিয়ে চমৎকার একটি পোষ্ট।
মৌসুমি এখন নায়িকাই আছে।
প্রিয় নায়িকার পোষ্ট প্রিয়তে.......
পোষ্টে মৌসুমি বায়ুর বেগে প্লাস হপে +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৭ ই মে, ২০১৪ সকাল ৯:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অবশ্যই মৌসুমী এখনও নায়িকাই আছে এবং থাকবে। পোস্ট দেয়ার সময় বেশ দ্বিধায় ছিলাম কারণ এমন পোস্ট আমি কখনও দেইনি। যাই হোক আরও কিছু প্লাস দিলে মৌসুমীর কাছেও পৌঁছে দেয়া যেত।
৫| ০৭ ই মে, ২০১৪ সকাল ৮:৪৯
ভিটামিন সি বলেছেন: প্রথম ছবিটা দেখে তো আমি পুরাই টাস্কিত ছিলাম। আরে ভাইজানে দেখি আমার বউয়ের নাম, ছবি নিয়া পোষ্ট দিয়া দিছে। কিন্তু পাইলো কেমনে? ভালো করে চেয়ে দেখি না, এটা আমার বউ না; একটু পার্থক্য আছে। এইটা নায়িকা মৌসুমী।
পোষ্টটা পড়ে মনে হলো নায়িকার জীবন-বৃত্তান্ত, কর্ম, সৃষ্টি পড়ছি। অনেক কিছু জানলাম মৌসুমী সম্পর্কে। আমার মনে হয় মৌসুমীর সেরা জুটি ছিল সালমান-মৌসুমী।
০৭ ই মে, ২০১৪ সকাল ৯:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
কমেন্ট পইড়া প্রথমে ভাবলাম আরে আপনি বুঝি ওমর সানী, না পরে দেখি আপনি আমাদের প্রিয় ভাই ভিটামিন সি।
মনে হওনের কিছু নাই ভাইজান পোস্টে যা পারছি সবই তুইলা ধরনের চেষ্টা করছি। আমারও তাই মনে হয়।
৬| ০৭ ই মে, ২০১৪ সকাল ৮:৫৪
আমি স্বর্নলতা বলেছেন: চমৎকার পোস্ট। মৌসুমি কে অনেক ভাল লাগে।
০৭ ই মে, ২০১৪ সকাল ৯:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আসলেই মৌসুমী একজন নায়িকা।
৭| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:০২
শরৎ চৌধুরী বলেছেন: পুরাই মৌসুমী পিডিয়া হয়ে গেছে তো। +++।
০৭ ই মে, ২০১৪ সকাল ১০:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
:!> :!> :!>
৮| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:২২
কালো পাখি বলেছেন: মৌসুমী -এর সম্বদ্ধে অনেক জানলাম, যা জানতাম না আগে...........।
০৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মৌসুমী বাংলাদেশের চলচিত্রের একজন অহংকার। ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল মন্তব্যে।
৯| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৭
ইমিনা বলেছেন: একটা জোকস মনে পড়ে গেলো। বলছি এখানে:
...
সিজন চেঞ্জের কারনে চারদিকে মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছে - খবরের কাগজে এই সংবাদ পড়ে মির্জা সাহেব তার স্ত্রী কে ডেকে বলছেন:
মির্জা সাহেব: ও বউ, আমার যে জ্বর হইছে, এইটা আসলে মৌসুমী জ্বর।
বৌ: ও, আমার তাইলে ওমর সানী জ্বর হইছিলো কিছু দিন আগে।।
০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মৌসুমী জ্বরে ভোগা ভাল অন্তত কিছুদিন বিশ্রাম নেয়া যায়। তবে আপনি কি কোনদিন ওমর সানী জ্বরে ভুগেছেন ভুগে থাকলে প্যারাসিটামল খেয়ে দেখতে পারেন।
১০| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক সময় মৌসুমীর ভীষণ ভক্ত ছিলাম------
০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিত আপু কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত মৌসুমীর পাঙ্খা মানে ভক্ত। :#>
১১| ০৭ ই মে, ২০১৪ সকাল ১১:১৫
সোহানী বলেছেন: মৌসুমী ব্লগ অবশ্যই ভালো লেগেছে। এক সময়ের ক্ষেত নায়িকাদের মাঝে মৌসুমী অসাধরন ছিল... এবং .... আছে।
০৭ ই মে, ২০১৪ সকাল ১১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সুচন্দা, শাবানা, ববিতা কিংবা কবরীদের যুগের পর আসলে এখন পর্যন্ত মৌসুমীর সমকক্ষ কোন নায়িকা আসেনি।
১২| ০৭ ই মে, ২০১৪ সকাল ১১:৫১
মশিকুর বলেছেন:
বর্তমান নায়িকাদের মধ্যে নায়িকা মৌসুমিকে ব্যতিক্রমী ধরতে হবেই। এই পোস্টটা পুরাই মৌসুমিময় হয়েছে ভাই। প্রথমে মনে করেছিলাম কয়েকটা ছবি মাঝে মাঝে লেখা। কিন্তু না! গান, ছবি এবং বর্ণনা মিলে এক অনন্য পোস্ট। বর্ণনার কথা বিশেষ ভাবে বলবো আমি। খুবই তথ্যপূর্ণ ছিল, চলচিত্রের ভিতরের কথা ছিল, আমাদের অনেক না জানা কথা ছিল।
কয়েকদিন আগে টিভিতে ওমর সানি এবং ছেলে স্বাধীনকে এক লাইভ শোঁ তে দেখালাম। সেখান থেকে জানলাম ছেলে ভবিষ্যতে ছবির ডিরেকশনে আসবে।
এই পোস্টের স্টাইলে শাবনা, বাবিতা, কবরি ম্যাডামদের পোস্ট যদি তৈরি করা যায় তাহলে খুবই ভালো হবে কান্ডারি অথর্ব ভাই।
ভাল থাকুন।
০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মশিকুর ভাই, সার্বিক ভাবে চেষ্টা করেছি তথ্যগুলো জোগাড় করতে। আরও অনেক কিছু নিজেরই অজানা রয়েছে। যখন যা তথ্য পাব তা পোস্টে আপডেট করে দেয়ার ইচ্ছে রয়েছে।
আপনার সুপরামর্শের জন্য কৃতজ্ঞতা জানবেন। তবে ভাই আমি আন্তরিক ভাবে দুঃখিত অন্য নায়িকাদের নিয়ে এমন পোস্ট আর দিতে চাইছিনা। বিশাল খাটাখাটির ব্যাপার। আর তাছাড়া মৌসুমীকে নিয়ে পোস্ট দিয়েছি প্রিয় নায়িকা বলে।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
১৩| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:১৩
গোঁফওয়ালা বলেছেন: ভাই সাত-সকালে টাশকি খাওয়াইতে আর বাকি রাখলেন না। একেবারে চারিদিক মৌসুমির মৌ মৌ করতাছে
আসলেই অনেক সুন্দর ছিলো মৌসুমি। সমস্যা হল বাংলাদেশে অনেক কিছু বা অনেককেই তাদের মেধা আর গুন অনুযায়ী এক্সিকিউট করা যায় না।
পোস্টে +++++++
০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
হে হে হে
ভাই ভাবলাম জীবনটা খুব বেশি সিরিয়াস হয়ে গেছে, তাই কিছুটা বিনোদন দরকার। তাই টাশকির এই ক্ষুদ্র প্রয়াস।
আর মৌসুমীর মধ্যে আবার মৌরে টানছেন কেনু?
খুব ভাল একটা কথা বলেছেন মেধা আর গুন অনুযায়ী এক্সিকিউট হলে তাদের কাছ থেকে আমরা আরও অনেক ভাল কিছু পেতাম।
কৃতজ্ঞতা জানবেন। ভাল থাকুন সব সময়।
১৪| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:১৫
গোঁফওয়ালা বলেছেন: অন্যমনস্ক শরৎ বলেছেন: পুরাই মৌসুমী পিডিয়া হয়ে গেছে তো।
০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
১৫| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২০
নীল আকাশ ২০১৩ বলেছেন: মৌসুমির জন্য নায়িকা চরিত্র কাস্ট করতে সমস্যা কোথায়? ৫০ বছরের সালমান শাহরুখ যদি এখনো কচি কচি নায়িকাদের নিয়ে নাচতে পারে, তবে মৌসুমির সাথে কোন কচি নায়ক জুড়ে দিলে তাতে সমস্যা কোথায়?
০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আসলে এটা নির্ভর করে অভিনেতা আর অভিনেত্রীর ব্যাক্তিত্ত আর রুচির উপর।
১৬| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৭
মাথা ঠান্ডা বলেছেন: মৌসুমি সমগ্র ।
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু আপনাদের জন্য পুরো মৌসুমী সমগ্র। ধন্যবাদ ভাই।
১৭| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১:০২
কারা বন্দি বলেছেন: পি এইচ ডি অন মৌসুমী.
আমার সাথে মাঝে মইধ্যে দেখা হয়- প্রতিবেশী মনে হয়।
কথা বলা হয় নাই- এইবার দেখা হইলে অবশ্যা কথা বলব এবং যে ভাবেই হোক আপনার পোস্ট দেখানোর চেস্টা করব।
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
এইতো ভাই ম্যাট্রিক পাসটা শুধু বাকি আছে।
কি বলেন আমারওতো প্রতিবেশী মনে হয়। আপনি এই পোস্ট উনাকে দেখাইলে লাভ নাই উনি কি আর আমারে চিনে
১৮| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১:৩২
জেনারেশন সুপারস্টার বলেছেন: গত ৪-৫ বছরে উনি খুব সুন্দর হয়ে গিয়েছেন আগের চেয়ে।
@কারাবন্দি :কথাটা সাহসে কুলাইলে গিয়া বলে আইসেন
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
:!> :!> :!> :#> :#> :#>
দেখা যাক কারাবন্দী ভাইজান আমার জন্য কি করতে পারেন।
১৯| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১:৩৮
লিরিকস বলেছেন: প্রিয় নায়িকা আমার।
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
জেনে খুশি হলাম খুব।
২০| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১:৩৯
বটবৃক্ষ~ বলেছেন:
শী ইজ আ রিয়েল বিউটি!!!!
সুন্দর পোস্ট ভাইয়া!!!
ইয়ে ভাবী জানেতো!!
হিহিহি!!
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু বট ভেরি মাছ আসলেই শী ইজ আ রিয়েল বিউটি!!!! :#>
ওই এর মধ্যে আবার তোর ভাবীরে টানার কি আছে
২১| ০৭ ই মে, ২০১৪ দুপুর ২:০১
একজন ঘূণপোকা বলেছেন:
মৌসুমি বাংলাদেশের অন্যান্য নায়িকাদের থেকে ব্যতিক্রম। কত নায়িকা এলো-গেলো, কিন্তু মৌসুমি এখনো তার জনপ্রিয়তা আর সৌন্দর্য ধরে রেখেছে।
আমারও অনেক পছন্দের নায়িকা।
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এই জন্যই পোস্টের অবতারণা, অন্য কিছু কিন্তু ভাইবেন না আবার
২২| ০৭ ই মে, ২০১৪ দুপুর ২:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
মৌসুমিরে পাঠাইবেন বইলা কথা। তাই আরো দিয়া গেলাম ।কম পড়লে । বলবেন। প্রয়োজন হলে বছরের সব প্লাস সাপ্লাই দিয়া দিমু।
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
এতগুলা প্লাস আমি নিয়ে যাব কি দিয়ে। কয়কেটা ট্রাক পাঠায় দিস প্লাসগুলো বহন করে নিয়ে যাওয়ার জন্য। সাথে ফুল-ফল হলে মন্দ হয় না।
২৩| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
বাপরে!! কি দেখাইলেন ভাই!!! এই ভালোবাসা যদি ওমর সানী মৌসুমীরে ভালোবাসতে পারত, তাইলে তাদের পরিবারের সদস্য সংখ্যা আরো বৃদ্ধি পাইত।
অস্থির পোষ্ট! উপরে একজন বললেন, তিনি মৌসুমীর প্রতিবেশি, তাকে দেখাবেন। আমি নিশ্চিত এই পোষ্ট মৌসুমী দেখলে আপনার ফ্যান হইয়া যাবে। পোষ্টে প্লাস।
অটঃ আপনার সাথে মৌসুমির নৃত্যদৃশ্য কল্পনা করতে খারাপ লাগছে না।
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এইটারে মৌসুমী এফেক্ট বলতে পারেন। থাক ভাই দেশে এমনিতেই জনসংখ্যার তুলনায় বাসস্থান সংখ্যা কম। তাছাড়া কাবাবে হাড্ডি হওয়ার মত ঘৃণিত কাজ আমার শোভা পায়না।
উফ !!! তাইলে খুব ভালই হয়; মৌসুমী আমার অটোগ্রাফের জন্য পেছন পেছন ঘুরবে।
ভাই নাচের চিত্রায়নটা কি আপনি করবেন ?
২৪| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মাথা ঠান্ডা বলেছেন: মৌসুমি সমগ্র ।অনেক কিছু জানলাম মৌসুমী সম্পর্কে। ছোটবেলায় তো নায়িকা মানেই ছিল মৌসুমী , তারপরে শাবনূর।
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
জানাতে পেরে ভাল লাগল। আমার কাছে এখনও নায়িকা মানেই মৌসুমী।
২৫| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৯
আমি ইহতিব বলেছেন: স্কুল জীবনে ফিরে গেলাম যেন ভাইয়া। ঐ সময়ে নায়ক নায়িকাদের ছবি সম্বলিত ভিউকার্ড পাওয়া যেত। আমি ও আমার আরেক বান্ধবী মৌসুমীর জন্য এমন ফিদা ছিলাম যে দু'জনে পাল্লা দিয়ে মৌসুমীর ভিউকার্ড কিনতাম। ২০০/২৫০ ভিউকার্ড জমে গিয়েছিলো এভাবে। কি যে পাগল ছিলাম। মৌসুমীর পরে এমন মিষ্টি নায়িকা বাংলা চলচিত্র আর পায়নি।
অনেক অনেক ভালোলাগা এখনো কাজ করে মৌসুমীর জন্য। মাঝখানে একটু মোটা হয়ে যাওয়াতে ভালোলাগায় কিছুটা ভাটা পড়েছিলো। আপনার পোস্ট দেখে সেই পুরনো ভালোলাগা ও ভালোবাসা আবার অনুভব করছি যেন।
পোস্টে +++++++++++++++++++++++++++++++++++
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আপনিতো আরেক স্মৃতি মনে করিয়ে দিলেন। আসলে রুপালী জগতের তারকারা তাদের ভক্তদের মাঝে এভাবেই প্রভাব বিস্তার করে। আমরা বাস্তবতা থেকে অন্য এক জগতে বাস করতে থাকি। যেখানে থাকেনা জীবনের কোন হতাশার গল্প।
এখনও কি ওই ভিউকার্ডগুলো আছে ?
আসলেই বাংলা সিনেমায় এখন পর্যন্ত এমন নায়িকা আর আসেনি। বাংলা সিনেমার নায়িকাদের এটা একটা কমন সমস্যা। তারপরেও তারা নায়িকা।
প্লাসে কৃতজ্ঞতা আপু।
২৬| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
পৃথিবীর আলো বলেছেন: অনেক সিনেমার তালিকা দেখলাম। কিন্তু "মিস্ ডায়না" নামটা দেখলাম না। মিস ডায়না মুভির একটা ভালো গান আছে-
"এত ভালোবেস না আমায়, বিনিময়ে বল কি দেব তোমায়?
এ প্রেমের প্রতিদান দেয়া যাবে না, এ জীবন দিলেও শোধ হবে না।"
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
বাদল খন্দকার পরিচালিত ‘মিস ডায়না’ চলচ্চিত্রটি মৌসুমীর চলচ্চিত্র ক্যারিয়ারে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলেছিল। যা ছিল মৌসুমীর জন্য একটি বড় ভুল সিদ্ধান্ত। কারণ এখানে এক সাধারণ মেয়ে চাকরির আশায় শহরে এসে ভিলেনের দ্বারা ধর্ষণের দৃশ্যে বেশ খোলামেলাভাবে উপস্থাপন করা হয়েছে এই অভিনেত্রীকে। চলচ্চিত্রটি ছিল সুপার ফ্লপ একটি ছবি।
আপনাকে অনেক ধন্যবাদ ছবিটি প্রসঙ্গে মনে করিয়ে দেয়ার জন্য।
২৭| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
মামুন রশিদ বলেছেন: মেগা পোস্ট
মৌসুমী গানটা মাকসুদ চিত্রনায়িকা মৌসুমী চলচ্চিত্রে আসার আগেই গেয়েছিল ।
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হাসেন কেন, আমি কিন্তু সিরিয়াস
যাক তাহলে বেঁচে গেলাম, মাকসুদ ভাইরে অনেক পছন্দ করি এখন তাইলে অপছন্দ করার আর কোন কারণ থাকলনা।
২৮| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
আম্মানসুরা বলেছেন: চমৎকার পোস্ট! মৌসুমি কে এই পোস্টে সম্পূর্ণ হাজির করে ফেলেছেন। মৌসুমি কে আমারও অনেক ভাল লাগে।
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
যতটুকু পেরেছি চেষ্টা করেছি।
তবে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আক্ষেপের বিষয় হলো এমন একজন নায়িকা এখনও দ্বিতীয়টি খুঁজে পায়নি।
শুভেচ্ছা রইল।
২৯| ০৭ ই মে, ২০১৪ রাত ৮:৫৫
আদনান শাহ্িরয়ার বলেছেন: বাংলাদেশের চলচিত্রে ববিতার পর সবচেয়ে সুন্দরী নায়িকা মৌসুমি । উনার ফ্যান ছিলাম, আছি এবং থাকবো । :#> :#> :#> :#> তবে উনার লিখা কবিতাখানা পুরাই অখাদ্য !
পোস্টে লাখ লাখ প্লাস । :!> :!>
০৮ ই মে, ২০১৪ সকাল ১১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
জেনে ভাল লাগল যে আপনিও ভাই উনার ভক্ত। উনার ফ্যান ছিলাম, আছি এবং থাকবো । :!> :!> :!>
নতুন নতুন লিখছেতো একসময় ঠিক হয়ে যাবে।
তার থেকে হাজার খানেক প্লাস মৌসুমীর কাছেও পৌঁছে দিলাম।
৩০| ০৮ ই মে, ২০১৪ রাত ১:১৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ++++++++++++++++++++++++
০৮ ই মে, ২০১৪ সকাল ১১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপু এতগুলা প্লাসের জন্য। কৃতজ্ঞতা রইল।
৩১| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: কেয়ামত থেকে কেয়ামত - ছবিটা ফ্যামিলিসুদ্ধ সবাই যে কতবার দেখেছি!
দারুণ একটা পোস্ট, কান্ডারি!
০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি অবশ্য ভাই ফ্যামিলি নিয়ে ওভাবে ছবি দেখিনি থয় একা একা নতুবা বন্ধুরা মিলে দেখেছি।
শুভেচ্ছা রইল ভাই।
৩২| ০৮ ই মে, ২০১৪ রাত ৯:৫১
গোর্কি বলেছেন:
পোস্টের প্রথম উল্লেখিত অর্থাৎ ফিড ব্যাক এর গানটি আমারও বেশ ভাল লাগে। মৌসুমীর কোনো ছবি দেখা হয় নি। আপনার সুন্দর মেগা পোস্টটি পাঠোত্তর উৎসাহ জাগলো। সময় করে দেখতে হবে। ধন্যবাদ এবং শুভকামনা প্রিয় ব্লগার।
০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
গানটা খুবই ভাল একটি গান। মৌসুমীর প্রথম দিকের ছবিগুলো দেখবেন তাহলেই বুঝবেন কি ছিল সে।
শুভেচ্ছা রইল।
৩৩| ০৮ ই মে, ২০১৪ রাত ১০:০৭
তাসজিদ বলেছেন: কান্ডারি ভাই, একি দেখালেন?
মৌসুমিকে আপনার এত পছন্দ তা তো জানতাম না।
এত তথ্য কিভাবে কালেক্ট করলেন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্য প্রকাশে আমি নির্ভীক। এইত ভাই এখন জানিয়ে দিলাম। পত্রিকা আর সিনে ম্যাগাজিনে যখন যা পেয়েছি রেখে দিয়েছিলাম সংগ্রহ করে ভাবলাম এবার এগুলোকে ব্লগে একত্র করে রেখে দেই।
শুভেচ্ছা রইল।
৩৪| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:৩৪
এহসান সাবির বলেছেন: হায় হায়!! করছেন কি ভাই!!!
+ নেন।
০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
থাক ভাই আর লজ্জা দিয়েন না :!> :!> :!>
৩৫| ০৯ ই মে, ২০১৪ রাত ১:১৬
উপপাদ্য বলেছেন: মৌসুমীর প্রেমে এতোটাই মুগ্ধ!! একটা মৌসুমীডিয়া হয়ে গেছেতো।
ভালোই লাগলো। অনেক জিনিস জানলাম। এই তার নামটািতো জানতাম না।
০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি তাহার প্রেমে রহিবো বিলীন.... :#> :#> :#>
ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন। অনেকেই নাও জানতে পারে তাই জানিয়ে দিলাম।
৩৬| ০৯ ই মে, ২০১৪ রাত ১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার একটা পোস্ট।
বাংলাদেশের সিনেমায় নায়িকাদের মধ্যে ববিতা আর মৌসুমির পারদর্শিতা ও সাফল্য সমতুল্য।
আমাদের দেশে গুটিকতক পরিচালক ও নিম্নশ্রেণির নায়িকাদের কারণে আমরা আমাদের বর্তমান নায়ক-নায়িকা, সিনেমা, সিনেমার গান, ইত্যাদি নিয়ে আলোচনা করতে কুণ্ঠাবোধ করি। পাশের দেশে সিনেমার সেলিব্রেটি ও সিনেমার গল্প যেমন মিডিয়া বা আড্ডায় উপভোগ্য বিষয়, আমাদের দেশে এটা তেমনি ঘৃণার চোখে দেখা হয়। এর কারণ ঐ পরিচালক ও নিম্নশ্রেণির দেহসর্বস্ব নায়িকরাই মূলত।
আরেকটা কারণ হলো অতি নিম্নমানের প্রিন্ট কোয়ালিটি।
এত কিছুর পরও, বিশেষ করে হুমায়ূন আহমেদ, তানভীর মোকাম্মেল, মোর্শেদুল ইসলাম, প্রমুখ পরিচালকগণের কল্যাণে সিনেমাজগৎ ভালোর দিকে এগোচ্ছে।
এমন অবস্থায় আপনি বাংলাদেশের এক নায়িকাকে নিয়ে ব্লগে পোস্ট লিখে সাহসী কাজই করেছেন বলা যায়। এই সাহসী কাজের জন্য আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন।
***
আমার ছেলে মূলত ইংলিশ মুভি আর সিরিয়াল নিয়েই ব্যস্ত থাকে, যতটুকু সময় পায়। আমি অবশ্য বহুচ্যানেলগামী একদিন চ্যানেল আইতেই বোধ হয়, ‘সেরা নাচিয়ে’ হচ্ছিল। সেখানে এক সুন্দরী নায়িকাকে দেখতে পেয়ে আমার ছেলে প্রশ্ন করে- আব্বু, ঐটা কি মৌসুমী? আমার হ্যাঁ-সূচক মন্তব্যে সে একটা বিব্রতকর কমেন্ট করে- মৌসুমী এতো সুন্দর হইয়া গেছে
***
ভালো থাকুন প্রিয় ব্লগার।
০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার কাছ থেকে এমন মন্তব্য পাই বলেই ব্লগে কিছু লেখার ভীষণ ভাবে উৎসাহ পাই। আপনার মন্তব্যে সুপার লাইক।
বাংলাদেশি চলচ্চিত্র একসময় ছিল হীরকের মতো। মাঝে ধ্বংস হয়ে গেলেও এখন আবার মুখ তুলে দাড়াবার চেষ্টা করছে। এই প্রজন্মের যারা সেই সোনালী দিনগুলো পায় নি তাদের কাছে নাক সিটকান ব্যাপারটা থাকবে এটাই স্বাভাবিক। তবে নাক না সিটকিয়ে আমাদেরকেই উচিত আমাদের এই অহংকার ধরে রাখার জন্য কাজ করে যাওয়া। ববিতা কিংবা মৌসুমীর মতো নতুন কোন নায়িকা তখনই সৃষ্টি হবে যখন নতুন আলোতে আমরা উজ্জীবিত হতে পারব।
প্রিয় ব্লগারের জন্য শুভ কামনা সব সময়ের জন্য।
৩৭| ১০ ই মে, ২০১৪ সকাল ৮:৫৭
তাসজিদ বলেছেন: মৌসুমির প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত দেখেছিলাম হলে। আব্বুর সাথে। যদিও সালমানকেই বেশি ভাল লেগেছিল।
তবে মৌসুমি কিন্তু তার স্থুলাতা সমস্যা কখনও সমাধান করতে পারেননি।
১০ ই মে, ২০১৪ দুপুর ২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সব কিছু ছাপিয়ে তবু বাংলাদেশে মৌসুমী হলেন মিস্টি মুখের সেরা নায়িকা। নায়িকা বলতে আমিতো উনাকেই বুঝি।
৩৮| ১০ ই মে, ২০১৪ দুপুর ১২:০৭
চিরতার রস বলেছেন: রিতিমতো মৌসুমিনামা রচনা করে ফেলছেন ভ্রাতা
১০ ই মে, ২০১৪ দুপুর ২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
দেখেন চিরতা ভ্রাতা হিংসা করবেন না কিন্তু
৩৯| ১১ ই মে, ২০১৪ সকাল ৯:৩৩
অদৃশ্য বলেছেন:
খুবই চমৎকার পোষ্ট... মৌসুমি আমারো পছন্দের একজন... তার বেশ কিছু ছবি দেখেছি...সানিকেও ভালো লাগে... মনে আছে একসময় মজা করবার জন্য সানির ড্যান্স নকল করে দেখাতাম... ভালোথাকুন মৌসুমি তার পরিবারের সাথে... তার ভক্তদের সাথে
লিখাটি পড়ে গিয়েছিলাম, মন্তব্য করতে দেরি হয়ে গেলো...
শুভকামনা...
১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইল ভাই। ভাল কথা মনে করেছেন এই মজাটা অনেক কেই করতে দেখতাম সেই সময়ে।
৪০| ১২ ই মে, ২০১৪ রাত ১২:১৯
শ্রাবণ জল বলেছেন: প্রিয়তে
১২ ই মে, ২০১৪ সকাল ৮:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক দিন পর !!!! কেমন আছেন আপনি ?
৪১| ১৩ ই মে, ২০১৪ রাত ১:৩৪
শ্রাবণ জল বলেছেন: ভাল আছি।আলহামদুলিল্লাহ্।
আপনি কেমন আছেন?
১৩ ই মে, ২০১৪ রাত ১১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এইত আছি বেশ ভালই।
৪২| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১০
আরজু পনি বলেছেন:
আপনার পোস্টটা পড়ে কবি ও কাব্য কে মিস করছি ।
তিনি এমন বিশেষ একজনকে নিয়ে দারুন দারুন সব পোস্ট দিতেন ।
মৌসুমির সম্পর্কে বিস্তারিত... অসাধারণ !
০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কবি ও কাব্য ভাইকে আপনার মতো আমিও ভীষণ মিস করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমার কৃতজ্ঞতা জানবেন আপু।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
৪৩| ০৮ ই জুন, ২০১৪ রাত ২:০৯
বোকামানুষ বলেছেন: ২-৩ দিন আগেও কয়েকজন মিলে কেয়ামত থেকে কেয়ামত মুভিটা দেখলাম এই মুভিতে মৌসুমি কে আমার সব চেয়ে ভাল লাগছে এত ইনোসেন্ট লাগছে তবে মৌসুমি কিন্তু আমার প্রিয় নায়িকা না
কিন্তু তার হাসি ভাল লাগে আর আপনি ঠিক বলেছেন মিস্টি মুখের নায়িকা
সালমান শাহ আমার সব সময়ের প্রিয় নায়ক সেই বাচ্চাকাল থেকে
০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে আপু আপনার প্রিয় নায়িকা কে ???
আর সালমান শাহ আমারও প্রিয় নায়ক তবে তখন আমি বাচ্চা নাই আমার তখন ভালই বয়স
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৪ রাত ১:২৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মৌসুমীর সবচেয়ে সফল জুটি মান্নার সাথে।
ব্যবসায়িক অবস্থান অন্তত এই জুটির পক্ষেই যাবে।