![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
জীবনের এক প্রস্থ উদাস বিকেলে;
তোমার জলছবি আঁকবো বলে,
মেঘনার তীরে বসে;
সাদা কাগজে কত পেন্সিল ভেঙেছি,
যদি তুমি জানতে;
মৃতপ্রায় কচুরিপানার শোদা গন্ধে,
তুমিও মাতাল হতে।
তুমিও এপারে তোমার নোঙর ফেলতে,
সব লেনদেন শেষে;
ক্লান্তি জুড়াতে আমার বুকের 'পর মাথা রেখে।
আমার বুকে আজ এক বিস্তর ধুধু প্রান্তর,
যাযাবর সংসার পেতেছে বেদে পরিবার।
সব নদী ঘরে ফিরে,
গোধূলি সন্ধির উৎস খুঁজে নিয়ে;
শুধু আমার কুঁড়েতে অন্ধকার আর কুপি জ্বালা আলেয়ায়,
ছায়া খেলে শূন্যতা ধূসর রঙের হীনমন্যতায়।
মেঘনার মাতৃহারা প্রহর ছেড়ে;
পথ হেটে কতবার কত দ্রাঘিমা মেপেছি,
কাশফুলের কোমল ছোঁয়ায় তোমার পরশ পেয়েছি,
সবটুকু আহ্লাদ গোপন করে নিয়েছি;
যেখানে লোনা নীলে ভেসে চলে গাঙচিল।
হায় ! গাঙচিল,
তোর ডানায় ভাসিয়ে নিয়ে চল আমায়,
আমি তার এলোকেশে - বাতাসের অবাধ্যতায়;
সাজাবো কৃষ্ণচূড়ার ঝরে পরা বাসর,
চোখের দোষে অপরাধী হবো,
লজ্জাবতীর লাজ ভেঙে স্বপ্ন কুড়াবো।
হায় ! গাঙচিল,
জানি তব, ভেরাবেনা সেতো তরী তার,
জাগবেনা মেঘনা কোনদিন - কোনদিন আর।
২৭ শে মে, ২০১৪ দুপুর ২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সুমন ভাই। জগতের সকল সুন্দর আপনার জন্য।
২| ২৭ শে মে, ২০১৪ দুপুর ২:২৯
সপ্নাতুর আহসান বলেছেন: সুন্দর কবিতা।।
চোখের দোষে অপরাধী হবো,
লজ্জাবতীর লাজ ভেঙে স্বপ্ন কুড়াবো।
২৭ শে মে, ২০১৪ দুপুর ২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ স্বপ্ন ভ্রাতা। চলেন স্বপ্ন কুড়াই...
৩| ২৭ শে মে, ২০১৪ দুপুর ২:২৯
মামুন রশিদ বলেছেন: ছবি দেখে কবিতা পড়ে প্রাণটা জুড়িয়ে গেছে ।
প্রথম ভালোলাগা++
২৭ শে মে, ২০১৪ দুপুর ২:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার জন্য সদা জাগ্রত আমার ক্ষুদ্র এই প্রাণ।
৪| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:০০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাল লাগল।
২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অসংখ্য রিয়াদ ভাই।
৫| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:০০
উদাস কিশোর বলেছেন: চমত্কার
২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ উদাস কিশোর ভাই।
৬| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:০১
উদাস কিশোর বলেছেন: চমত্কার
২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
৭| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:০২
সাজিদ উল হক আবির বলেছেন: কিছু কিছু পংতিতে , ভাবে , ভাষা প্রয়োগে জীবনানন্দ দাসের স্পর্শ পেলাম। যদিও তিনি ধানসিঁড়ির তীরে বসে অপেক্ষায় রইতেন অমোঘ পরিণতির, আর আপনি আছেন মেঘনার তীরে।
কবিতায় "অ্যালিটারেশান" প্রয়োগের ফলে কিছু শব্দ কানে ঝংকার তুলেছে। যেমন - "মেঘনার মাতৃহারা" - প্রহর, অথবা "কাশফুলের কোমল" ছোঁয়া।
কবিতাটা অন্তরে প্রশান্তির শীতলতা এনে দিল কাণ্ডারি ভাই।
ভালো থাকুন সতত।
২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
আবির ভাই জীবনানন্দ দাশের প্রতি শ্রদ্ধা শতত যে, তিনি শিখিয়েছেন জীবন বোধ কি করে কবিতায় ফুটিয়ে তুলতে হয়। হয়ত ধাতস্ত হতে পারিনি তবে কবির কবিতা থেকে হয়ত আজীবন শিখতে হবে অনেক কিছুই।
আর কবিতা তাই যা আমার মনের দহন থেকে আসে।
আপনার এই প্রশান্তিকে চিরদিনের জন্য আগলে রাখলাম।
শুভেচ্ছা ভাই।
৮| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:১৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মৃতপ্রায় কচুরিপানার শোদা গন্ধে,
তুমিও মাতাল হতে।
তুমিও এপারে তোমার নোঙর ফেলতে,
সব লেনদেন শেষে;
অনেক ভালোলাগা রইল আপনার
নদীমাতৃক কবিতায় ! ++
২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
নদীর গহীনে চির বসত হলে ভালই হতোরে ভাই...
শুভেচ্ছা রইল।
৯| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৬
মুদ্দাকির বলেছেন: কচুরিপানার গন্ধ মনে পড়ে গেল সাথে লোনা নীল ...... আমার স্মৃতিতে কনফিউজিং
২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইজানেরও কি সামথিং সামথিং দেন হোয়াই কনফিউজিং
১০| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:০১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভালো লাগা।
২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু ভ্রাতা
১১| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:২৪
তাসজিদ বলেছেন: কি কারনে জানি না মন খারাপ হয়ে গেল কবিতা পড়ে।
কি অদ্ভুত সুন্দর কবিতা।
২৭ শে মে, ২০১৪ রাত ১১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মন খারাপ করিয়ে দেয়ার জন্য দুঃখিত তাসজিদ ভাই।
১২| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথম দুই লাইন আর শেষ দুই লাইন চমৎকার, আমার কাছে অপূর্ব লাগলো! আর পুরো কবিতা জীবন কবির ছায়া একটূ আছে, সেটা উপরে আবির বলেছে! জীবন কবির ছায়া তো প্রশান্তির!
২৭ শে মে, ২০১৪ রাত ১১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
জীবন কবি আছেন আমার পুরো হৃদয় জুড়ে; তাই তার ছায়াও থাকবে যে ভাই। পাঠে কৃতজ্ঞতা জানবেন।
১৩| ২৭ শে মে, ২০১৪ রাত ১০:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত হয়েছে !
২৭ শে মে, ২০১৪ রাত ১১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
উৎসাহিত হোলাম অভি। শুভেচ্ছা শতত।
১৪| ২৭ শে মে, ২০১৪ রাত ১০:০৬
সচেতনহ্যাপী বলেছেন: দুঃখিত ভাই,কোন মন্তব্য করলাম না। শুধু বেড়িয়ে যাওয়ার চিন্হ রেখে গেলাম।
২৭ শে মে, ২০১৪ রাত ১১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন ভাই।
১৫| ২৭ শে মে, ২০১৪ রাত ১০:১৪
আমি গাঙচিল বলেছেন: "হায় ! গাঙচিল, "
আপনার কবিতায় আমি।
"তোর ডানায় ভাসিয়ে নিয়ে চল আমায়,
আমি তার এলোকেশে - বাতাসের অবাধ্যতায়;"
নিশ্চই আমি আপনাকে ডানায় ভাসিয়ে নিয়ে যাবো। আপনি কোনো চিন্তা করবেন না।
২৭ শে মে, ২০১৪ রাত ১১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমি জানি আপনি আমার জন্য আছেন। কৃতজ্ঞতা জানবেন।
১৬| ২৭ শে মে, ২০১৪ রাত ১০:৪১
এহসান সাবির বলেছেন: কবিতা চলুক........!!
২৭ শে মে, ২০১৪ রাত ১১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
চলুক তাহলে...
১৭| ২৭ শে মে, ২০১৪ রাত ১০:৫৮
ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা।
২৭ শে মে, ২০১৪ রাত ১১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী।
১৮| ২৮ শে মে, ২০১৪ সকাল ৮:০৩
দুঃখ বিলাস বলেছেন: মজবুত লেখনী,
ভালোলাগা, ভালো থাকুন ।
২৮ শে মে, ২০১৪ সকাল ১০:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভেচ্ছা নিরন্তর।
১৯| ২৮ শে মে, ২০১৪ সকাল ১০:৫০
অপর্ণা মম্ময় বলেছেন: বেশি টাচি লাগে নাই !
ছবিটা ভালো লাগছে
২৮ শে মে, ২০১৪ সকাল ১০:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ । হুম আবেগটা হয়ত একটু কম ছিল লেখার সময়।
২০| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১:১৭
একজন ঘূণপোকা বলেছেন: সুন্দর কবিতা। অনেক সুন্দর।
ভাই, আপনি কিন্তু কথা দিয়ে কথা রাখলেন না
কবিতাগুলো তো ব্লগে দিলেন না।
ভালো থাকবেন প্রিয় ব্লগার।
শুভ কামনা রাশি রাশি
২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই ইদানিং খুব অলসতায় ধরছে। আমারে ক্ষমা কইরা দেওন যায়না। ভাবছিলাম, কিছু কাজও আগাইছিলাম কিন্তু আর ইচ্ছা করতেছেনা। ভাই আপনি দেন, আপনারে আমি হেল্প করুম নে।
২১| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।
২৮ শে মে, ২০১৪ রাত ১০:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি এত্তগুলা ভাল।
২২| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
মিনুল বলেছেন: কবিতাটি পড়ে বেশ ভালো লাগল। মনে হলো যেন এইমাত্র প্রিয় কবিদের একজন জীবনানন্দ দাশের কবিতা পড়া শেষ করলাম। জীবনানন্দের মত আপনার কবিতায় চিত্রকল্পগুলি খুবই স্পষ্ট।
২৮ শে মে, ২০১৪ রাত ১০:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
গুরুরে ফলো করে দেখলাম হয় কিনা কিন্তু গুরু যে গুরুই তার কাছে আমরা কবিতা পাগলরা চির ঋণী। শুভেচ্ছা শতত।
২৩| ২৮ শে মে, ২০১৪ রাত ৯:৫৭
ইমিনা বলেছেন: আমার জলছবি আকাঁর ইচ্ছা প্রকাশ কেউ করলো না কোন দিন
২৮ শে মে, ২০১৪ রাত ১০:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিতো ছবি আঁকতে পারিনা। পারলে আপনারে অবশ্যই একটা ছবি এঁকেই দিতাম। যাই হোক আপনি বললে একজন ভাল চিত্রশিল্পী খুঁজে দেখতে পারি।
২৪| ২৮ শে মে, ২০১৪ রাত ১১:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখনী +++++++++++++++
২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এতগুলো প্লাস বন্ধু আমার জন্য ???
২৫| ২৯ শে মে, ২০১৪ রাত ১২:১১
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর কবিতায় ৫ম ভালোলাগা ।
আমি মেঘনা পাড়ের লোক। আপনিও কি??
২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কাছাকাছি !!!
২৬| ২৯ শে মে, ২০১৪ রাত ২:২৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর, সুন্দর!
২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই।
২৭| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৮
লিরিকস বলেছেন: সুন্দর
+
ধন্যবাদ।
২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
২৮| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৬
আমি তুমি আমরা বলেছেন: সুন্দর
২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই মনঃটা ভরে গেল।
২৯| ০৬ ই জুন, ২০১৪ ভোর ৪:১১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আহা ... আমার মেঘনা ... প্রিয় মেঘনা ...
কতোদিন দেখিনা তোমায়!
০৬ ই জুন, ২০১৪ রাত ১১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এই বিচ্ছেদ জ্বালা দূর হোক...
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৪ দুপুর ২:২৮
সুমন কর বলেছেন: আমার বুকে আজ এক বিস্তর ধুধু প্রান্তর,
যাযাবর সংসার পেতেছে বেদে পরিবার।
সব নদী ঘরে ফিরে,
গোধূলি সন্ধির উৎস খুঁজে নিয়ে;
শুধু আমার কুঁড়েতে অন্ধকার আর কুপি জ্বালা আলেয়ায়,
ছায়া খেলে শূন্যতা ধূসর রঙের হীনমন্যতায়।
সুন্দর !!