![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
শুনতে কি পাও তুমি ?
লাশেদের মিছিলে আমার নিঃশব্দ পদচারণা।
ঝাউবনে অগ্রহায়ণে লেকের জলে ভেসে থাকা পদ্ম পাতায়,
যুবকের সলীল সমাধি কি তোমার চোখেতেও আঁকে বেদনা ?
সংশয় দানা বাঁধে;
প্রেম নয়,
ভাল লাগা নয়,
তোমার জন্য বড় বেশি মায়া হয়।
শহীদ হবার লিপ্সা থেকে নয়,
স্বাধীনতার জন্য যুবকের যুদ্ধ জয়ের আর্তনাদ - আহাজারি,
শুনতে কি পাও তুমি ?
বুনো ঘাসের আড়ালে লুকিয়ে থাকা ঘন সবুজে হাসে সোনালী রোদ,
লুব্ধক জেগে রয়; আইসিসের মতো করে জন্ম লয় প্রণয় বোধ।
দখিনা বাতাস প্রসারিত করে,
রক্ত হিমশীতল মৌনতায় যদি একটি বার ফিরে আসে সে !
ছায়াবীথি আর আলেয়ার সংঘারামে স্বপ্ন অগাধ,
অথচ ভোরের নক্ষত্রে ধূমকেতুর ঝরে পরা চলছে অবাধ।
যে রজনীগন্ধা শোভা পায় রোজ রাতে,
বিছানার কাছে রাখা টেবিলে' ফুলদানিতে,
তাকেও আপন করে নিতে হয় মৃত্যু সুধা।
আর তোমার - আমার, লাল - সবুজের সংসার;
শুনতে কি পাও তুমি ?
ক্ষুধার ব্যাঞ্জনা; একজন কাম সেবিকার।
তোমার জানালা জুড়ে এখন দামী মখমল,
বাইরের আকাশটাকে হতে দেয়না মনোবল,
বেনারসি মনোহারী ময়ূরী শাড়ি,
সেজে বসে থাক আগুনরূপা কল্যানী পরী,
মর্ত্যে জেগেছে নরক ভূমি,
শুনতে কি পাও তুমি ?
যুবকের ক্ষত বুকের আর্তনাদ - আহাজারি।
২৯ শে মে, ২০১৪ দুপুর ২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ নাজমুল ভাই সাথে থাকার জন্য।
২| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:০২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ব্লগে ঢুকেই আপনার কবিতা !! তার উপরে এত সুন্দর --- অনিন্দ সুন্দর ----ভীষণ এবং ভীষণ ভাল লেগেছে
২৯ শে মে, ২০১৪ দুপুর ২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপু। উৎসাহ বোধ করছি।
৩| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:০৪
সুমন কর বলেছেন: নতুন ধরন, ভালো লাগল।
খুধার - ক্ষুধার
পদচারনা - পদচারণা
অগ্রহায়নে - অগ্রহায়ণে
হবে।
২৯ শে মে, ২০১৪ দুপুর ২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সুমন ভাই। ঠিক করে নিয়েছি।
৪| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৩০
এহসান সাবির বলেছেন: আহ্ কান্ডারি!!!
চলুক কবিতা..............!!
২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই ... !!!
৫| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৩২
এহসান সাবির বলেছেন: অঃ টঃ - কবিতায় ভুল বানান সহ্য করা যায় না
২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
৬| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৩
হাতীর ডিম বলেছেন: সুন্দর
২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কেমন আছেন ? সুন্দরের জন্য ভালবাসা।
৭| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:১৮
ডি মুন বলেছেন: শুনতে কি পাও তুমি ?
যুবকের ক্ষত বুকের আর্তনাদ - আহাজারি।
২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ডি মুন ভাই।
৮| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:১২
প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ সুন্দর, কাণ্ডারি।
২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা।
৯| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৪
আমি কাল্পনিক সজল বলেছেন: বেশ লাগলো।
শুভকামনা রইলো।
২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সজল ভাই। শুভেচ্ছা রইল।
১০| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: আহা ! মধু !!
সুন্দর হয়েছে , কবিতার গাড়ি চলুক !
২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
তেল ফুরায় যাবার আগে গাড়ি যতটুকু চালাতে পারি ততই গন্তব্যের কাছাকাছি পৌঁছে যেতে পারবো এই আশায় আছি।
১১| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।
ধন্যবাদ, কাণ্ডারি অথর্ব।
২৯ শে মে, ২০১৪ রাত ১১:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
১২| ২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
জাফরুল মবীন বলেছেন:
মর্ত্যে জেগেছে নরক ভূমি,
শুনতে কি পাও তুমি ?-সম্ভবতঃ সেটা শোনার মত কান আমাদের অনেকেরই নেই কিংবা তা শোনার ইচ্ছা থাকে না।
৩০ শে মে, ২০১৪ রাত ১২:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
কিংবা শুনলেও না শোনার ভান করে এড়িয়ে যাই।
ধন্যবাদ ভাই।
১৩| ২৯ শে মে, ২০১৪ রাত ১০:৪০
আদনান শাহ্িরয়ার বলেছেন: রক্ত হিমশীতল মৌনতায় যদি একটি বার ফিরে আসে সে !
ছায়াবীথি আর আলেয়ার সংঘারামে স্বপ্ন অগাধ,
অথচ ভোরের নক্ষত্রে ধূমকেতুর ঝরে পরা চলছে অবাধ
জোশ লিখেছেন ভাই , ভাল্লাগসে ! ++++
৩০ শে মে, ২০১৪ রাত ১২:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
আদনান ভাই আপনার মন্তব্য সবসময় আমাকে উৎসাহিত করে।
১৪| ২৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৬
নাহিদ শামস্ ইমু বলেছেন: তোমার জানালা জুড়ে এখন দামী মখমল,
বাইরের আকাশটাকে হতে দেয়না মনোবল,
বেনারসি মনোহারী ময়ূরী শাড়ি,
সেজে বসে থাক আগুনরূপা কল্যানী পরী,
মর্ত্যে জেগেছে নরক ভূমি,
শুনতে কি পাও তুমি ?
সত্যিই অসাধারণ কবিতা!
লিখে যান। শুভকামনা রইলো!
৩০ শে মে, ২০১৪ রাত ১২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
এমন মন্তব্য ভাই সত্যি বেশ অনুপ্রানিত করে। আপনাদের উৎসাহ আমার লেখার প্রেরণা। শুভেচ্ছা রইল।
১৫| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:২৪
জেরিফ বলেছেন: এত কিছু আর আমি কই
কবিতায় ++++++++++++++++++++
৩০ শে মে, ২০১৪ রাত ১২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
একটি হারনো বিজ্ঞপ্তি জেরিফ নামের একটি ছেলে হারানো গিয়াছে। হারানোর সময় তার হাতে একটা লাল গোলাপ ফুল ছিল। যদি কোন সহৃদয়বতী কেউ তাকে পেয়ে থাকেন তাহলে তাকে ধরিয়ে দিন
১৬| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:২৪
জেরিফ বলেছেন: এত কিছু আর আমি কই
কবিতায় ++++++++++++++++++++
৩০ শে মে, ২০১৪ রাত ১২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
প্লাসের জন্য অনেক অনেক অনেক কৃতজ্ঞতা জেরিফ। শুভেচ্ছা ও শুভকামনা সব সময়ের জন্য।
১৭| ৩০ শে মে, ২০১৪ রাত ১:৪৩
পংবাড়ী বলেছেন: সব ভালোবাসাই অসমাপ্ত থেকে যায়।
কবিতা ভালো হয়েছে।
৩০ শে মে, ২০১৪ রাত ১১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ পংবাড়ী।
১৮| ৩০ শে মে, ২০১৪ রাত ১:৪৩
প্রবাসী পাঠক বলেছেন: তোমার জানালা জুড়ে এখন দামী মখমল,
বাইরের আকাশটাকে হতে দেয়না মনোবল,
বেনারসি মনোহারী ময়ূরী শাড়ি,
সেজে বসে থাক আগুনরূপা কল্যানী পরী,
মর্ত্যে জেগেছে নরক ভূমি,
শুনতে কি পাও তুমি ?
যুবকের ক্ষত বুকের আর্তনাদ - আহাজারি
কবিতায় +++++++++
৩০ শে মে, ২০১৪ রাত ১১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় প্রবাসী পাঠক। শুভেচ্ছা রইল।
১৯| ৩০ শে মে, ২০১৪ রাত ২:২৮
সচেতনহ্যাপী বলেছেন: কান্ডারী কবিতা আমার চিরকালই অবোধ্য। তাই মন্তব্য না করে বেড়িয়ে যাওয়ার চিন্হ রেখে গেলাম।।
সে কিন্তু কবিতার ছন্দে অনেককিছুই লিখতো। আমি কিছু বুঝতাম কিছু না।
আর রাত যত গভীর হয় আমি আর আমতে থাকি না।। চলে যাই ভিন্নলোকে।।
৩০ শে মে, ২০১৪ রাত ১১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি আপনার সমস্যা না থাকে তাহলে একদিন সময় করে আপনার সেই ভিন্নলোকের গল্প শুনতে চাই ভাই। শুভকামনা নিরন্তর।
২০| ৩০ শে মে, ২০১৪ রাত ১০:১৩
জেরিফ বলেছেন: ভাই পুরষ্কার হিসেবে কি দিবেন তাকে ??
মালা না থাবা ?? :#> :#> :#>
৩০ শে মে, ২০১৪ রাত ১১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
কাকে ???
২১| ৩১ শে মে, ২০১৪ রাত ১:৩৬
মামুন রশিদ বলেছেন: লুব্ধক, আইসিসকে কবিতায় পেয়ে ভালো লেগেছে ।
++
৩১ শে মে, ২০১৪ রাত ২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা মামুন ভাই এইসব থেকে বের হতে পারিনা যে কিছুতেই
২২| ৩১ শে মে, ২০১৪ রাত ১:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: @ কান্ডারী অনেক জমানো কথা-ব্যাথা আছে, যা বুকের গহীনে চাঁপা দিয়ে হাসিমুখে চলছি। সময় হোক, বলবো সব কথা।।
৩১ শে মে, ২০১৪ রাত ২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অপেক্ষায় রইলাম ভাই
২৩| ৩১ শে মে, ২০১৪ ভোর ৪:৪১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ছায়াবীথি আর আলেয়ার সংঘারামে স্বপ্ন অগাধ,
শব্দের সাথে পরিচিত না। একটু বুঝিয়ে দিন
৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সংঘর্ষ, সংঘর্ষণ, সংঘর্ষপূর্ণ, সংঘাত যেভাবে তোর বুঝতে সুবিধা হয় সংঘারামে অর্থ তাই।
ধন্যবাদ মন্তব্যে।
২৪| ৩১ শে মে, ২০১৪ রাত ৯:০০
একজন ঘূণপোকা বলেছেন:
অসাধারন কবিতা ভাই।
০১ লা জুন, ২০১৪ সকাল ৯:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই। শুভ সকাল।
২৫| ০১ লা জুন, ২০১৪ রাত ১:৪৯
রাইসুল নয়ন বলেছেন:
দুইটা লাইন এমনভাবে নাড়া দিল ,
সত্যি আর পারছিনা ,মাঝে মাঝে কবিতাও কেমন আত্মহত্যার পথ দেখায় !!!!
০১ লা জুন, ২০১৪ সকাল ৯:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
বলো কি !!!
২৬| ০২ রা জুন, ২০১৪ রাত ১:৩৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
কবিতায় অনেক ভালোলাগা ভ্রাতা!!!
০২ রা জুন, ২০১৪ সকাল ৯:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
বৃষ্টিস্নাত ধন্যবাদ।
২৭| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
মেহেদী হাসান '' বলেছেন: আর তোমার - আমার, লাল - সবুজের সংসার;
শুনতে কি পাও তুমি ?
ক্ষুধার ব্যাঞ্জনা; একজন কাম সেবিকার।
খোঁজাদের কানে পৌছে যাক কথাগুলো। এই কামনা.........
০৮ ই জুন, ২০১৪ রাত ১১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
খোঁজাদের কানে পৌছে যাক কথাগুলো। এই কামনা.........
শুভেচ্ছা ভাই।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার লাগলো ভাই । শুভেচ্ছা