![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
মালতীর কথা মনে পড়ে,
মনে পড়ে বাতাসের কান্নার সুরে;
নিমগ্ন চেয়ে থাকা নাফের স্রোতে,
ধূসর সন্ধ্যায় পাহাড়ের কার্নিশে বিস্মৃতির জলধারা,
মনে পড়ে সর্বহারা তিমিরে হয়েছিলাম বাস্তূহারা,
উল্টো রথে পথ চলা মানুষের মিছিলে মানুষীর বেশে,
জীবনের সকল ভাঁড়ার শুন্য করে হয়েছিলাম উধাও।
দূরে কোথাও;
মর্টার শেলের শব্দে গগনবিদারী আর্তনাদে খুঁজেছি মালতীকে,
খুঁজেছি যোনিপথে বেয়োনেটের আঘাতের ক্ষত চিহ্নে,
কাঁটাতারের বেড়ার ওপাশে বন্দী শিবিরে পিশাচ চিমনী,
সেখানেও খুঁজেছি ভস্মীভূত লাশের স্তূপে তোমাকে।
শিশুদের বুক চীরে হৃদপিণ্ডের ব্যবচ্ছেদে,
শকুনের ঠোঁটে গলিত থ্যাতা শিশ্নে,
হাতদুটো তখনও শিকলে বাঁধা ছিলো,
উদোম শরীরে ছোপ ছোপ রক্তের দাগ তখনও লেগে ছিলো,
মালতীর অলকার ফুল তবু দেয়নি ধরা,
আমার আকাশ জুড়ে এখনও তার নিদারুন খরা।
দূরে কোথাও;
আকাশের ওপারে বিস্তর এক আকাশ আছে,
সেখানে কেউ খোঁজেনা শান্তির নীড়;
আমি তব নীহারিকা হবো,
নিজের সাথেই কথা কবো।
যদি কখনও মেঘ দেখে আমার কথা মনে পরে,
বৃষ্টি হয়ে নেমে আসবো তোমার চোখে;
তুমি শান্তির আবেশে ঘুমাবে,
ঘুমের মতো শান্তি এই পৃথিবীতে আর কি আছে ?
ভালোবাসা যেটুকু সবটাই ছবির এ্যালবামে সাজানো থাকে,
বাকিটা শুধু রয়ে যায় কালের সমাধি হয়ে,
রচে যায় এপিটাফ নাফের গহীনে...
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
হায় !! মালতী...
ভাল থাকবেন নাজমুল ভাই।
২| ০২ রা জুন, ২০১৪ দুপুর ২:৩৮
এয়ী বলেছেন: কবিতা পড়ে ভাল লাগল!!!
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা জানবেন।
৩| ০২ রা জুন, ২০১৪ দুপুর ২:৫২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কবিতাপাঠে মুগ্ধতা!
প্রত্যেকটি লাইনই অসম্ভব ভাল লেগেছে তাই আলাদা করে দিলাম না।
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ, শুভ কামনা নিরন্তর।
৪| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর !
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই।
৫| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:১৩
লাবনী আক্তার বলেছেন: চমৎকার লিখেছেন ভাইয়া। ভালোলাগল ভীষণ।
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু।
৬| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:১৮
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এত্তোগুলা ভালোলাগা...
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। ভাল থাকুন সব সময়। শুভেচ্ছা।
৭| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৩৬
জেরিফ বলেছেন:
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
৮| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লিখেছেন, ভালো লাগলো। আবারও অপেক্ষায় রইলাম আর একটির জন্য।
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এরপর একটি গল্প নিয়ে ফেরার ইচ্ছে আছে। শুভেচ্ছা রইল।
৯| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
একরাশ ভালোলাগা নিয়ে গেলাম।
+++++
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হবেনা শোভন দুইরাশ লাগবে
১০| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৫:৫৪
রোদেলা বলেছেন: ঘুমের মতো শান্তি এই পৃথিবীতে আর কি আছে ?
ভালোবাসা যেটুকু সবটাই ছবির এ্যালবামে সাজানো থাকে,
বাকিটা শুধু রয়ে যায় কালের সমাধি হয়ে,
রচে যায় এপিটাফ নাফের গহীনে...
অসাধারন।
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার কাছ থেকে সার্টিফিকেট পেয়ে অভিভূত।
১১| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
শের শায়রী বলেছেন: ভাই রে অনেক দিন পর মনে নিজের পরিচিত মানুষ গুলোর সাথে দেখা হচ্ছে। ভালো লাগা কি বলতে হয়? তারপরো বলে গেলাম।
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আর কিছু হোক বা না হোক আমি সবসময় আপনার সাথেই আছি। কারন আপনি আমার প্রেরণা। আর এতদিন পর ফিরেছেন মিষ্টি খাবেন কবে বলুন ?
১২| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
স্বপ্নবাজ অভি বলেছেন: +++++++++++
বেশ চমৎকার !
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
লাভ ইউ :!>
১৩| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
সুমন কর বলেছেন: সুন্দর +++
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
হবেনা সুমন ভাই আরও তিনটা প্লাস দেন
১৪| ০২ রা জুন, ২০১৪ রাত ৯:৩৩
মিনুল বলেছেন: অনেক ভালো লেগেছে ভাই।শুভকামনা রইলো।
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার ভালোবাসায় সিক্ত হোলাম।
১৫| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:১৯
নাহিদ শামস্ ইমু বলেছেন: খুব চমৎকার একটি কবিতা।
অনেক অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম...
সঙ্গে শুভকামনা রইলো...
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
নাহিদ ভাই সাথে থেকে উৎসাহ দেয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন।
১৬| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:২৩
ডি মুন বলেছেন: মর্টার শেলের শব্দে গগনবিদারী আর্তনাদে খুঁজেছি মালতীকে,
খুঁজেছি যোনিপথে বেয়োনেটের আঘাতের ক্ষত চিহ্নে,
কাঁটাতারের বেড়ার ওপাশে বন্দী শিবিরে পিশাচ চিমনী,
সেখানেও খুঁজেছি ভস্মীভূত লাশের স্তূপে তোমাকে।
বাহ, বেশ ভালো লাগলো।
তবে কবিতাটা পড়তে পড়তে কেন জানিনা বারবার জীবনানন্দের কবিতার কথা মনে হচ্ছিলো। খানিকটা প্রভাব আছে বোধহয়।
এই যেমন 'ভাঁড়ার' শব্দটা মনে করিয়ে দিলো 'আট বছর আগের একদিন' কবিতার শেষ লাইনদুটো।
তবে আপনার কবিতার চিত্রকল্প অসাধারণ। এবং একইসাথে অদ্ভুত।
শুভকামনা রইলো
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
জীবন বাবুর কবিতায় ব্যবহৃত কিছু শব্দ, কিছু ধারা আমাকে এমন ভাবে মোহাচ্ছন্ন করেছে, যে আমার কবিতায় মাঝে মাঝে সেই প্রভাবটা চলে আসে। তবে অবশ্যই তার কবিতার ভাবের সাথে সেগুলোর কোন মিল নেই। শুধু শব্দ ও ধারাগত মিল হয়ত খুঁজে পাবেন।
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
১৭| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:৪২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পুরো কবিতায় অনেক ভালোলাগা ! ++
শকুনের ঠোঁটে গলিত থ্যাতা শিশ্নে,
শব্দটি থ্যাঁতলানো হবার কথা !
ভালো থাকুন ।
০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
থ্যাঁতলানো মূল শব্দ কিন্তু কাব্যিক ভাষায় থ্যাতা লিখেছি ইচ্ছে করেই। কবিতাইতো শব্দ তৈরির কারখানা তাইনা ?
ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর।
১৮| ০৩ রা জুন, ২০১৪ রাত ১২:০২
মামুন রশিদ বলেছেন: ভালোবাসা যেটুকু সবটাই ছবির এ্যালবামে সাজানো থাকে,
বাকিটা শুধু রয়ে যায় কালের সমাধি হয়ে,
রচে যায় এপিটাফ নাফের গহীনে...
ভালোবাসার চোখের জল বয়ে যায় নাফের বুক চিরে । চমৎকার!
০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সেখানে নোনা জলে জন্ম নেয় শৈবাল
শুভ সকাল মামুন ভাই।
১৯| ০৩ রা জুন, ২০১৪ রাত ১২:৩৭
একজন ঘূণপোকা বলেছেন:
অসাম একটা কবিতা।
প্লাস লন
০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
লইলাম ভাই
২০| ০৩ রা জুন, ২০১৪ রাত ৩:৫৬
সোনালী ডানার চিল বলেছেন:
এ এক দারুণ ভাবনা, এ এক দারুণ স্মৃতি!!
কাণ্ডারি ভাই, ভাললাগা জানিয়ে গেলাম।।
০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় মানুষের কাছে ভাল লাগা পাওয়াটা খুব আনন্দদায়ক। শুভকামনা ভাইয়া।
২১| ০৩ রা জুন, ২০১৪ ভোর ৪:২৬
আরজু মুন জারিন বলেছেন: দূরে কোথাও;
আকাশের ওপারে বিস্তর এক আকাশ আছে,
সেখানে কেউ খোঁজেনা শান্তির নীড়;
আমি তব নীহারিকা হবো
চমত্কার। ....আমি নিহারিকা হব।
০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি হবেন?
২২| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:১৬
আমি স্বর্নলতা বলেছেন: দূরে কোথাও;
আকাশের ওপারে বিস্তর এক আকাশ আছে,
সেখানে কেউ খোঁজেনা শান্তির নীড়;
আমি তব নীহারিকা হবো,
নিজের সাথেই কথা কবো।
যদি কখনও মেঘ দেখে আমার কথা মনে পরে,
বৃষ্টি হয়ে নেমে আসবো তোমার চোখে;
তুমি শান্তির আবেশে ঘুমাবে,
খুব ভালো লাগল।
০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার ভাল লাগায় আমার কৃতজ্ঞতা
২৩| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:১৯
আদনান শাহ্িরয়ার বলেছেন: দূরে কোথাও;
আকাশের ওপারে বিস্তর এক আকাশ আছে,
সেখানে কেউ খোঁজেনা শান্তির নীড়;
আমি তব নীহারিকা হবো,
নিজের সাথেই কথা কব
+++++++++++++++++++++++++++++++++++
০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সুপ্রিয় আদনান ভাই, আপনার কাছ থেকে এতগুলো প্লাস পেয়ে বেশ খুশি লাগছে। ধন্যবাদ। ভাল থাকুন ভাই।
২৪| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:৫৬
লিরিকস বলেছেন: +
০৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
++
২৫| ০৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
আবারো পড়ে গেলাম
০৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
পূর্ণতা লাভ হইল
২৬| ১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০২
মেঘা আহসান মৃত্তিকা বলেছেন: ভালোবাসা যেটুকু সবটাই ছবির এ্যালবামে সাজানো থাকে,
বাকিটা শুধু রয়ে যায় কালের সমাধি হয়ে, , , , , , লাইন দুটো ভাল লাগলো.....
১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ মেঘা আহসান মৃত্তিকা। আপনার নিকটা অসাধারন। একটা স্নিগ্ধতা আছে। শুভেচ্ছা রইল।
২৭| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৬
এহসান সাবির বলেছেন: কবিতায় ভালোলাগা।
১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি দেশে ফিরলেন কবে ? কোন খবর নাই ? ভালতো। ভাল না !
২৮| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৭
আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব ,
আকাশের ওপারেও যে বিস্তর এক আকাশ থাকে , তাকে খুঁজে নিতে হয় ।
সে খুঁজে নেয়ার চোখ আছে ক'জনার ? খুঁজে পেলে তবেই না কবি হয়ে ওঠা যায় !
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া খুঁজে পেলে কবি হওয়া যায় কিনা জানিনা তবে আমি হয়ত খুঁজে পেয়েছি কিন্তু তাই বলে কবি হতে চাই না।
কৃতজ্ঞতা ভাই।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৪ দুপুর ২:১০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: বাদল সরকারের সংকলনের একটা বইয়ে কেন্দ্রীয় চরিত্র মালতি , আপনার কবিতা পড়ে আবার মনে পড়ল । শুভেচ্ছা