![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
নিজাম সাহেব অত্যন্ত নির্ভেজাল একজন মানুষ। মনের মাঝে সুপ্ত বাসনা ছিলো বড় লেখক হবেন। একটা সময় টুকটাক যাও লিখেছেন, সেটাকে ঠিক সাহিত্য চর্চা বলা যাবেনা। মানুষের স্বপ্ন থাকে আয় রোজগার বৃদ্ধি করার কিন্তু বিগত কয়েক বছর ধরে মাঝ বয়সে এসে এখন তার একটাই স্বপ্ন ভাল কিছু লেখালিখির মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেয়া; তাও আবার যেখানে লিখে কোন আর্থিক সন্মাননা পাওয়া যায় না। সকাল হলেই হাত মুখ না ধুয়েই ল্যাপটপ নিয়ে বসে যান সহব্লগারদের লেখা পড়তে। রান্না ঘর থেকে স্ত্রীর খিটমিট কানে এলেও সেদিকে কর্ণপাত করার যেন মোটেও তার সময় নেই। ছেলেকে স্কুলে নিয়ে যাবার পথে মাথায় লেখার নতুন প্লট আসে। তারপর অফিসে যেয়েই লিখতে বসেন। বাস্তব জগতে সবাই তাকে চেনে ছাপোশা একজন সাধারন চাকুরীজীবী হিসেবে কিন্তু বাংলা ব্লগ জগতে তিনি নিজেকে শ্রেষ্ঠ ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন নিজের লেখনী ও মেধা দিয়ে। যে মানুষটা নিজের ছোট ছেলের জন্মদিন ভুলে যান, অথচ আর কিছুদিন পরেই বাংলা ব্লগের জন্মদিন মনে রেখে; তিনি রীতিমত রাতের ঘুম হারাম করে ব্লগ দিবস পালন নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন। বাজেট ঠিক করেছেন গতমাসে পাওয়া বোনাসের টাকা থেকে কিছু টাকা নিয়ে ব্লগ দিবসে খরচের জন্য।
শাহিন ইউনিভার্সিটিতে পড়ে। থাকে হলে। নেটের সহজলভ্যতার কারণে মোবাইলে কাব্য চর্চার সূত্রপাত। এই মোবাইল কাব্য চর্চাই তাকে বাংলা ব্লগ জগতে এনে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষ পর্যায়। বাবার পাঠানো টাকায় পড়াশোনার খরচ চললেও মোবাইলে নেটের খরচ চালানোর জন্য টিউশনি করতে হয়। সেমিস্টার পরীক্ষার জন্যেও যতটা না প্রস্তুতী নেয়; তার চেয়ে বেশি টেনশন এখন তার এই বাংলা ব্লগ দিবস নিয়ে। টিউশনির বেতন পেয়ে পুরোটাই সে খরচ করবে ব্লগ দিবসে। যেই ব্লগের কারণে আজ তার এত পরিচিতি, সেই বাংলা ব্লগ দিবসের জন্য সকলের থেকে সেরা আকর্ষণীয় কিছু করার পরিকল্পনায় রীতিমত নাওয়া খাওয়া ভুলে বসে আছে শাহিন।
শফিক সাহেব অবশ্য লেখালিখির চেয়ে মানবিক কর্মেই নিজেকে বিলিয়ে দিয়েছেন। এইজন্য বাংলা ব্লগের ব্লগারদের অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। খুব ছোটখাটো একটা চাকরী করেন। ব্লগে তার একটা পরিচিত বলয় গড়ে উঠেছে যাদের নিয়ে তিনি কাজ করতে পারেন। এমনও সময় গেছে যখন মানবিক কাজের জন্য তিনি পুরো মাসের বেতন দিয়ে দিয়েছেন। তার বুদ্ধি পরামর্শ নিয়ে অনেকেই নাম করেছেন আর এই জন্যই তিনি স্থান করে নিয়েছেন তার অগণিত শুভাকাঙ্ক্ষীর হৃদয়ে। এমন একজন মানুষের কাছে বাংলা ব্লগ দিবস মানেই হলো যেন নিজের আত্মার একটা অংশ। নিজের খেয়ে বনের মোষ তাড়াবার মতই তিনি ব্লগের জন্য একজন নিবেদিত প্রাণ।
সুদূর পরবাসের নিঃসঙ্গ জীবনে রফিকের একমাত্র বন্ধু মহল বাংলা ব্লগ। কখনও কবিতার ছলে কিংবা কখনও ঝগড়ার ছলে প্রবাস জীবনের সকল ক্লান্তি দূর করে নিতে পারে সে ব্লগের এই আনন্দ মেলায়। এখানে তার খুব বেশি পরিচিত কেউ নেই, যাদের নিয়ে ব্লগ দিবস পালন করতে পারবে সে। তাই একটা ছোট কেক কিনে নিজে নিজেই ব্লগ দিবস পালন করে তার একটা ছবি ব্লগ দেয়ার ইচ্ছা আছে তার। যদিও সে কখনই প্রফেশনাল ফটোগ্রাফার ছিল না কিন্তু এই ব্লগের সাথে পরিচিত হবার পর থেকেই তার ভেতর শখের ফটোগ্রাফির নেশায় ধরেছে। নিজের অজান্তেই ফটোগ্রাফার হিসেবে বাংলা ব্লগ জগতে রফিক স্থান করে নিয়েছে শ্রেষ্ঠত্বের স্থান।
স্কুলের শিক্ষিকা শ্রাবনী, সকাল বেলাটায় বাচ্চাদের জন্য একদিকে চুলায় দুধ গরম করতে বসিয়েই ল্যাপটপ নিয়ে বসেন। স্বামীকে অফিসের জন্য বিদায় দিয়ে, বাচ্চাদের স্কুলে দিয়ে এসে; তারপর তিনি স্কুলে যান। সংসারের সব কাজ শেষে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য রাতে সিনেমা দেখেন। সেই সিনেমা নিয়ে রিভিউ লেখার অস্থিরতায় প্রায়ই রাতের ঘুম নষ্ট করেন। সিনেমার উন্নতির জন্য উদ্ভাবনী কিছু করার আপ্রাণ চেষ্টাই তাকে হাজারও মানুষের মাঝে তার প্রতি শ্রদ্ধা জাগিয়েছে। স্কুলের বাচ্চাদের কিছু বেশি পরীক্ষার খাতা দেখে যা আয় হবে তা দিয়ে খুব ভাল ভাবেই এবারের ব্লগ দিবসের জন্য তিনি খরচ করবেন বলে ভাবছেন।
বাংলা ব্লগের জন্য নিবেদিত প্রাণ এমন ব্লগারদের রয়েছে দ্বায়বদ্ধতা। নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে সবাই পেয়েছে আকাশছোঁয়া জনপ্রিয়তা। অচেনা অজানা শুভাকাঙ্ক্ষী যাদের ভালোবাসায় প্রতিটা মুহূর্ত আজ সিক্ত; নিজের বিপদে আপদে সবার প্রথম এখন এই সহব্লগারদের কথাই স্মরণে আসে। ওদের কাছে এখন ব্লগই হলো জীবনের যাপিত প্রবাহমান ধারা। তাইতো এই বাংলা ব্লগের জন্মদিন নিয়ে ওদের মনে এত স্বপ্ন, এত পরিকল্পনা। কিন্তু তবু কোথায় যেন হাহাকারময় আশঙ্কা কাজ করে। বাংলা ব্লগের পথ চলার গৌরব উজ্জ্বল মহিমা যেন কখনও মলিন হয়ে না যায় এমনটাই সকলের প্রত্যাশা।
[খন্ড খন্ড কাহিনীগুলোর প্রতিটা চরিত্র এবং কাহিনী নিতান্তই কাল্পনিক। বাস্তবে কারও সাথে মিলে গেলে আমাকে কোনভাবেই দায়ী না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সকল সহব্লগারদের জন্য রইলো হৃদয় নিঙড়ানো ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা ও ভালোবাসা। বাংলা ব্লগ দিবস সফল ও সুন্দর হোক এই কামনা করি নিরন্তর।]
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
জয় হোক বাংলা ব্লগের। ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা।
২| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:২৩
প্রবাসী পাঠক বলেছেন: খণ্ড খণ্ড ফ্রেমে বন্দী ব্লগারদের জীবনের গল্প। আমাকেও রফিক সাহেবের মত করে ছোট্ট একটা কেক কিনে নিজে নিজেই উদযাপন করতে হবে ব্লগ দিবস।
বাংলা ব্লগ দিবস সফল হোক।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা। বাংলা ব্লগ দিবস সফল হোক।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৬
শাহ আজিজ বলেছেন: বাস্তবে কারো সাথে মিলে গেলে কাণ্ডারিকে দায়ী করবে কেন। এতো বিচ্ছিন্নভাবে সবার মনের কথা। ওপেন সোর্স না থাকলে আমার মতো ত্যানা কাপড় হয়ে উঠতে পারতনা । পত্রিকাগুলো আইসিটি আইন বানাতে যারপরনাই সাহায্য করেছে সরকারকে। সামনে দিন আসছে যখন সম্পাদকদের প্রিজন ভ্যানে করে বাসা টু অফিস যাতায়াত করতে হবে।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা ভাই।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ একটি পোস্ট ভ্রাতা । ৪র্থ ভালোলাগা +++++++++
ভালো থাকবেন সবসময়
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: খন্ড খন্ড অভিজ্ঞতার এক পসড়া। লেখায় +++
ভাল থাকবেন।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা ভাই।
৬| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯
এহসান সাবির বলেছেন: বাহ্!! চমৎকার তো.....!
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগ দিবস সফল হোক।
৭| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৪
সোহানী বলেছেন: ব্লগ দিবস আর কান্ডারির পোস্ট থাকবে না তা কি হয় !!
নিজের কথা, আমার কথা, সবার কথা প্রকাশ্যে নিয়ে আসার জন্য এক গাল হাসি সহ ধন্যবাদ সহ ++++++
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপারে এইত ব্লগ.....
ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা।
৮| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাস্তবে অনেকের সাথে মিলে গেলো, কাণ্ডারি অথর্ব!
এবং আপনি দায়ি
বিভিন্ন ঘরানার ব্লগারদেরকে নিয়ে চমৎকার কেইস স্টোরি...
প্রেরণাদায়ক হবে অনেকের জন্য...
তখনও আপনি দায়ি
৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা.....
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
মইনুল ভাই কাহিনীতে কিছুটা সম্পাদনার কাজ চালিয়েছি। এবার দেখুনত
৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা.....
৯| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯
ডি মুন বলেছেন: +++++
৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা
১০| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
সুমন কর বলেছেন: ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো।
অাইডিয়াটা চমৎকার। ৭+। কাহিনীগুলো ভাল লাগল।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো।
১১| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
আবু শাকিল বলেছেন: ব্লগারদের খন্ড জীবনী পড়লাম।
ভাল লেগেছে।
ব্লগ দিবস সফল হোক
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগ দিবস সফল হোক। ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা।
১২| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
কলমের কালি শেষ বলেছেন: খন্ড খন্ড কাহিনীগুলো নিয়ে অনেক সুন্দর একটা পোষ্ট । ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের জন্য শুভ কামনা রইল ।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
জয় হোক বাংলা ব্লগের। ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা।
১৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
সেলিম আনোয়ার বলেছেন: বাহ ! পুরোটাই ব্লগিয় পোস্ট। ব্লগ ব্লগার ব্লগ ডে
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সেলিম ভাই বিশ্বাস করেন আপনাকে পেয়ে প্রাণ ফিরে পেয়েছি ভাই।
ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা।
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪২
যুবায়ের বলেছেন: ব্লগডের অগ্রিম শুভেচ্ছা নিবেন সবাই।
ব্লগডেতে আসতে পারছিনা এজন্য আগে ভাগেই জানিয়ে গেলুম।
হ্যপি ব্লগিং।
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
যুবায়ের ভাই কেমন আছেন ?
১৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৯
তুষার কাব্য বলেছেন: বাংলা ব্লগ দিবস সফল হোক। অগ্রিম শুভেচ্ছা সকল ব্লগার কে...
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা।
১৬| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার সাথে একটাও মিলে নাই বলে বেঁচে গেলেন, নইলে বড়সড় একটা ক্ষতিপূরণ মামলা করতাম তবে, সেই টাকায় আগামী ব্লগ দিবসের খরচ উঠে আসতো... তো করবো নাকি একটা মামলা
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
৫৭ ধারা বাদে যে কোন মামলাই করতে পারেন ভাইডি কোন সমস্যা নাই।
ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা।
১৭| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: +++! কি দারুন বিশ্লেষণ ! খুব ভাল হত যদি সবাই এক সাথে এই দিনটা উদযাপন করতে পারতাম! কিন্তু সময় এবং দূরত্ব হয়তো তা হতে দিবে না! তবুও যে যার জায়গায় থেকে নিজের মত করে কিংবা কয়েকজন মিলে উদযাপন করাই যায়! শুভ কামনা!
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
যেখানেই থাকুন ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা রইল আপু।
ভাল থাকুন সব সময়।
১৮| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৪
জাফরুল মবীন বলেছেন: কত কিছু বলে গেলেন পোস্টের আদলে!
প্রচ্ছদ দারুণ হয়েছে!
আপনাকে ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা জানাচ্ছি
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রচ্ছদটা ভাই যদিও গত ব্লগ দিবসের আমি শুধু এডিট করে ৬ষ্ঠ লাগিয়ে দিয়েছি।
আপনাকেও ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা।
১৯| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সম্পাদনার পর আরও ভালো লাগছে...
ইন্টারএকটিভ পাঠক সমাজে যতই ‘কল্পনার’ কথা বলেন, ভুলবুঝাবুঝি তবু হবেই। তবু লিখে যান... কাণ্ডারি অথর্ব!
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অনুপ্রেরণা দেয়ার জন্য কৃতজ্ঞতা মইনুল ভাই। আপনাদের জন্যই কিছু লেখালিখির চর্চাটা ধরে রাখতে পারছি।
শুভেচ্ছা শতত।
২০| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: বাংলা ব্লগ দিবস সরকারীভাবে পালিত হোক এবং ছুটিও চাই
-বাংলা ব্লগ দিবস সফল ও সুন্দর হোক এই কামনা করি নিরন্তর।
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মন্তব্যে সুপার লাইক
ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা।
২১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৮
মাহমুদ০০৭ বলেছেন: ++++++++++++++
বাংলা ব্লগ দিবস সফল হোক
শুভেচ্ছা ভাই
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা।
২২| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫১
মামুন ইসলাম বলেছেন: ++++ ৬ষ্ঠ
বাংলা ব্লগ দিবসের
আন্তরীক অভিন্দন ও
শুভেচ্ছা নিবেন
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা।
২৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:০০
নস্টালজিক বলেছেন: বাংলা ব্লগ দিবস সফল হোক।
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় নস্টালজিক ভাই ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ব্লগ হল সেই জায়গা যেখানে নিজের ব্যাক্তিগত মতামত প্রকাশ করা যায়। আজ এই ব্লগের কল্যাণে আমার মত লোকেরাও হোক আর নাহোক কিছু একটা লিখে অন্যান্য ব্লগারদের বাহবা পায়। জয় হোক ব্লগের ।
ভ্রাতা লেখা দারুন হয়েছে। পোস্টে +++++