![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
এসো বঙ্গোপসাগরে এক সন্ধ্যায় স্রোতের প্রতিকূলে গা ভেজাই,
এসো ভরা পূর্ণিমার এক রাতে চোখে রঙিন চশমা পরে স্বপ্ন কুড়াই,
তোমাকে আসতেই হবে,
আমাকে ভালোবাসতেই হবে,
নতুবা গুলি করে কিভাবে ভালোবাসা ছিনিয়ে নিতে হয়;
তা আমার জানা আছে বেশ ভাল করে।
কেননা; মনেরই পিস্তলে তুমি প্রেমের গুলিরে।
আমার কাছে প্রেম মানে গণতান্ত্রিক অধিকার নয়,
আমি রামসিস, আলেকজেন্ডার মানি,
শাহজাহানের প্রেমের অমরকীর্তি আমার কাছে ভ্রান্ত বিলাস,
আমার কাছে প্রেম মানেই শতভাগ স্বৈরাচার !
শব্দহীন নিঃশ্বাসে কান পেতে শুনে দেখো;
কি এক অদ্ভুত জীঘাংসা কাজ করে !
গোধূলি আকাশের মতো অপার্থিব রূপ তোমার,
যাকে আমি দুহাত ভরে ছুঁতে চেয়েও পারিনা ছুঁতে,
সে শুধু পরে থাকে মাথার ভেতরে;
মৃত্যুর মতো করে নির্জীব।
তবু, আমি তোমাকে চাই পরমাণুর বীক্ষণে;
প্রণয়ের সালোকসংশ্লেষণে,
কোষ থেকে কোষে !
সমর থেকে সমরে !
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
জিনিয়াস !!!
তবে একটু সংশোধনী আছে বাপ্পী আর আঁচল এর গুন্ডা দ্যা টেরোরিস্ট সিনেমার গান থেকে অনুপ্রাণিত হয়ে এই কোবতে।
২| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
আরজু পনি বলেছেন:
ওই তাই নাকি...
আমিতো লেখার ঢঙয়ে প্রথমে ভাবলাম শাকিব খান আর অপু বিশ্বাসের কথা বলি...পরে ভাবলাম নাহ মাহি আর বাপ্পীকেই বেশি মানাবে...আচঁল সম্পর্কে ধারণা নেই। দেখি অনলাইন থেকে কোন সিনেমা দেখা যায় কিনা।
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল দেখতে পারেন আপু।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
অপর্ণা মম্ময় বলেছেন: কোবতে লেখা মনে হয় দারুন সহজ। আপনার কোবতে পড়ে একটা গান মনে পড়লো -
বন্ধুর দুইটা চোখ
যেন দুই নলা বন্দুক
..........
কবিতার নাম ভালো না।
জিঘাংসা বানান মনে হয় এটা হবে।
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
তোরে পুতুলের মতো করে সাজিয়ে এর যুগ চইলা গেছে। অখন চলতেছে মাইরালা, কাইট্টালার যুগ।
যাই হোক আমিতো জানতাম জীঘাংসা বানান এইটাই ...
৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: বলেন কী? অাপনি কি জানেন না জোর করে ভালোবাসা হয় না?
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিতো ভাই জানি, তোকে ভালোবাসতেই হবে !
৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: ও অাচ্ছা! এইটাই বোধহয় ভালোবাসার অাপডেট ভার্ষন, না? তাই তো বলি, মাইয়ারা রাজি হয় না ক্যারে? মাইরা-পিটাইয়া রাজি করাইতে অইবো!
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
স্বৈরাচার !, বুঝলেন ভাই ভালোবাসায় স্বৈরাচারী হইতে হইবেক...
৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিধ্বংসী ভালোবাসার কবিতা।
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
পৃথিবীর সবকিছুই যখন চলে গেছে বিধ্বংসের মুঠোয় তখন আর প্রেম ভালোবাসা বাদ থাকবে কেন ?
৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
হাসান মাহবুব বলেছেন: চ্রম!
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় হা_মা ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
শতদ্রু একটি নদী... বলেছেন: প্রথম দুই ইয়ারা মঞ্চ নাটকের ডায়লগের মত লাগলো। কিছু লাইন দারুন। যেমন, আমার কাছে প্রেম মানেই শতভাগ স্বৈরাচার।
শুভকামনা রইলো।
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম ভাই পুরো পৃথিবীটাইতো এখন একটা মঞ্চ নাটকে পরিণত হয়ে যাচ্ছে... যে যত ভাল ডায়লগ দিতে পারে সে তত ভাল অভিনেতা/অভিনেত্রী।
শুভকামনা ও ভাল থাকুন নিরন্তর এই প্রত্যাশায়।
৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
গেম চেঞ্জার বলেছেন: দারুণ লিখেছেন++++++++
(জীঘাংসা < জিঘাংসা)
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ এতগুলো প্লাসের জন্য ভাই।
তবে আমি যতদূর জানি জীঘাংসা বানান ঈ-কার দিয়েও লেখা যায়। হ্রস্ব স্বর ও দীর্ঘ স্বরের নিয়ম অনুসারে। তবে ই-কার দিয়েও লেখা হয়।
শুভেচ্ছা শতত।
১০| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
ভারসাম্য বলেছেন: মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না?
+++
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
মন চাইলে মন পাবি.... বাচ্চু ভাইয়ের গানটা নিশ্চয় মনে আছে ?
১১| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
রিকি বলেছেন: তবু, আমি তোমাকে চাই পরমাণুর বীক্ষণে;
প্রণয়ের সালোকসংশ্লেষণে,
কোষ থেকে কোষে !
সমর থেকে সমরে !
উরিব্বাস কাণ্ডারি ভাই। কবিতা আর কমেন্ট দেখে ঢিচা ঢিসুলে যুগ মনে পড়ে গেল!!! ডিচকিয়া ডিস্কাও ডিস্কাও
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ইয়াহু !! ঢিসুম !!! ভিসুমেক !!!!
১২| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
অগ্নি সারথি বলেছেন: শাহজাহানের প্রেমের অমরকীর্তি আমার কাছে ভ্রান্ত বিলাস,
আমার কাছে প্রেম মানেই শতভাগ স্বৈরাচার ! - আমারো তাই মনে হয়। ভাল লাগা।
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগায় ভালোবাসা, ভালোবাসায় ডিচকিয়াঁ !!
১৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
সুলতানা রহমান বলেছেন: আরিব্বাবা, কি বলেন?
২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
নইতো আমি দেবদাস,
নইতো আমি মজনু,
নইতো আমি ফরহাদ কিংবা রোমিও,
প্রেমের জন্য চালাবো গুলি,
ভালোবাসার পিস্তলে হবে শুধু
ডিচকিয়াঁ !! ডিচকিয়াঁ !!
১৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: দারুণ প্রেমের কবিতা।এভাবেই ভালবাসতে হয় বুঝি? আজ-কাল কবিতায়ও পিস্তল ঢুকে পড়েছে।ভালবাসার জন্য মানুষ নিজে মরে কিন্তু মারে খুব কম।ভাই, সন্ত্রাসী - প্রেমিক হবেন না প্লিজ , যদি হন ভদ্র প্রেমিকগণকে এর খেসারত দিতে হবে।
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আমরা আসলে দেবদাসে অভ্যস্ত হয়ে গেছি। এই আধুনিক যতসব প্রাণ নাশক অস্ত্রের যুগে দেবদাস হওয়াটা বেমানান। তাই হয়তো কবিতাতেও ছোঁয়া লেগেছে তারই।
তবে আজকাল ভদ্র প্রেমিকের সংজ্ঞাটাও বেশ পাল্টে গেছে। এখনতো প্রেম মানেই লিটনের ফ্ল্যাট।
যাই হোক কবিতাটি শুধুমাত্র ফান হিসেবেই নেয়া উচিত। মন্তব্যে ভাল লাগা ও কৃতজ্ঞতা জানবেন।
১৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
এস কাজী বলেছেন: আইত্তেরি ভাই এইডা কি পুরাই স্বৈরাচারী প্রেম।
কিন্তু এরাম হলে তো প্রেম হবে না, ভিলেন রা যেটা করে সেটা হবে। হাহাহাহা
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
যে যুগে যেমন প্রেমের কবিতা হওয়া উচিত।
ছেড়ে দে শয়তান....
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
১৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
নীলসাধু বলেছেন: গ্রেট!
পালাবে কোথায়!!
শুভেচ্ছা সুপ্রিয়!
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুপ্রিয় নীল দা।
খাইছি তোরে !!!
১৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৪
আরণ্যক রাখাল বলেছেন: ভালবাসা দিবি কিনা বল!
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ডেয়ারিং লাভার !!!
১৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। ++।
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইডি সব সময়ের জন্য।
১৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭
সায়েম মুন বলেছেন: ডিচকিয়াঁ মানে কি?
কোবতে ভাল হয়েছে।
আপনাকে একদিন রাস্তায় দেখলুম। আমি তখন চলন্ত গাড়ীতে।
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। ভাল আছেন নিশ্চয়। গাড়ি থেকে আমাকে ডাকলেই পারতেন।
ডিচকিয়াঁ হলো গুলির আওয়াজ।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
২০| ২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:০৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: বাংলা সিনেমার অনুভূতি পাইলাম ভাই । পুরাই ভালোবাসা কারে কয়
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছুটা ফ্ল্যাভার দেয়ার চেষ্টা ছিলো।
হুম ! আয় জাইগা টাইপ অবস্থা আরকি ।
২১| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭
ধমনী বলেছেন: আমার কাছে প্রেম মানেই শতভাগ স্বৈরাচার।
- ডিচকিয়া!! আওয়াজটা সেইরাম।
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ওয়েস্টার্ন ! ওয়েস্টার্ন !! একটা ভাব আছেনা।
২২| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪
কিরিটি রায় বলেছেন: শাহজাহানের প্রেমের অমরকীর্তি আমার কাছে ভ্রান্ত বিলাস,
আমার কাছে প্রেম মানেই শতভাগ স্বৈরাচার !
++++
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
গণতান্ত্রিক প্রেম হলে কেমনে হবে বলেন ভ্রাতা ?
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
২৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬
ইমরাজ কবির মুন বলেছেন:
টোট্যালি ইররেলিভ্যান্ট
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
হলোনা ভ্রাতা।
মনেরই পিস্তলে তুমি প্রেমের গুলি রে
২৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫০
আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব ,
হা....হা.....হা.... চরম সন্ত্রাসী প্রেম ।
আপনি প্রেমের ক্ষেত্রে গোলাগুলির ছবি সহকারে গুন্ডামীর ষ্টাইল এনে স্বৈরাচারী প্রেমের কান্ডারি হয়ে ঊঠলেন ।
আর করবেনই বা কি ? যা দিনকাল, পিস্তল না দেখালে কেউ আজকাল প্রেমও দিতে চায় না ।
আবার খেয়াল রাখুন , পিস্তল ব্যাক ফায়ার না করে । তাহলে চিরজীবনের মতো অথর্ব হয়ে পথে পথে ভাঙা বাটি নিয়ে প্রেম ভিক্ষে করতে হবে..............
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই শেষেরটার সম্ভাবনাই খুব বেশী। আমার নামের একটা সার্থকতা থাকবে তাহলে।
মন্তব্য সুপার লাইক।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
২৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
জুন বলেছেন: তবু, আমি তোমাকে চাই পরমাণুর বীক্ষণে;
প্রণয়ের সালোকসংশ্লেষণে,
কোষ থেকে কোষে !
সমর থেকে সমরে !
মাই গড এমন করে চাইলে সে ভাইগা যাবে আমি শিউর কান্ডারি
ডিঁচকিয়া শব্দটা আমি কি একটা হিন্দী গানে একবার শুনেছিলাম, মনে হয় দীপিকার কোন ম্যুভির।
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
পিস্তলের ভয়ে রাজিও হয়ে যেতে পারে সেই সম্ভাবিলিটি আছে।
পিস্তলের গুলির শব্দ এমনই হওয়ার কথা আপু।
মন্তব্যে অনেক ভাল লাগা ও কৃতজ্ঞতা জানবেন আপু।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
২৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০০
ঢাকাবাসী বলেছেন: গুলির আওয়াজ দিয়ে কোবতের নাম, ভাল লাগল।
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রেম এখন আর কোমল ফুলের ছোঁয়ায় নয় সে চায় নিষ্ঠুর কিছু।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর ভাই।
২৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০
প্রামানিক বলেছেন: আমার কাছে প্রেম মানে গণতান্ত্রিক অধিকার নয়,
আমি রামসিস, আলেকজেন্ডার মানি,
শাহজাহানের প্রেমের অমরকীর্তি আমার কাছে ভ্রান্ত বিলাস,
আমার কাছে প্রেম মানেই শতভাগ স্বৈরাচার !
এতো দেখি ভয়ংকর প্রেম!!
২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
হ্যাঁ ভ্রাতা ভয়ংকর প্রেম না হলে কেমনে হয় বলেন ?
২৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
ফেরদৌসা রুহী বলেছেন: এতো দেখি সন্ত্রাসী প্রেমিক।
অস্রের ঝন ঝনঝনানি দেখি প্রেম না কইরা কি উপায় আছে।
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
সন্ত্রাসী প্রেমিক না হয়ে উপায় কি বলুন
২৯| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
শাহাদাত হোসেন বলেছেন: টাইটেল দেখে মনেকরে ছিলাম ইউরেকা টাইপ কিছু হইবো ।ভিত্রের ঢুকে দেখি সব কুইট্যালাবাম টাইপ কথা বার্তা
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালবাসা দিবি কিনা বল; নাইলে কুইট্যালাবাম
৩০| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
সোহানী বলেছেন: প্রেম মানেই শতভাগ স্বৈরাচার !!!!!!!!!!!!!!!! ১০০% ঠিক.................হাহাহাহাহাহা
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আসলেইতো আপা কেউ কি কারও প্রেম গণতান্ত্রিক হোক এইটা চায় বলেন দেখি ?
৩১| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ডিচকিয়া ডিচকিয়াঁ!! ডিচকিয়াঁ!!!
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ডিস্কাও ! ডিস্কাও !! ডিস্কাও !!!
৩২| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩
রক্তিম দিগন্ত বলেছেন: অস্থির ভাই।
এইটা পইড়া একটা দৃশ্যায়ন করলাম। প্রেমিকারে কিডন্যাপ করে আইনা প্রেমিক গান গাইয়া শুনাইতেছে - তাও দাঁত মুখ নাক খিচ্চা। মজা পাইলাম।
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
একটু সংশোধনী আছে। এইখানে কিডন্যাপ করবেনা। নায়ক দলবল নিয়ে ডায়রেক্ট পিস্তল নিয়া প্রেমিকার বাসায় যাবে। প্রেমিকার বাবার সামনে নায়িকার মাথায় পিস্তল ঠেকিয়ে বলবে আই লাভ ইউ, ডু ইউ লাভ মি, নইলে কিন্তু ডিচকিয়াঁ !!
এই সিনের পরেই নায়িকার বাসাতেই গান গাওয়া আর নাচানাচি....
নায়ক গাইবে;
ডিচকিয়া ডিচকিয়াঁ!! ডিচকিয়াঁ!!!
নায়িকা গাইবে;
ডিস্কাও ! ডিস্কাও !! ডিস্কাও !!!
৩৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫
নেক্সাস বলেছেন: আমার কাছে প্রেম মানেই শতভাগ স্বৈরাচার.
আহ! স্বৈরাচার তুমি উত্তংগ প্রেমে
কিনে নিলে বিবেকের ঘর বসতি,
অসংখ্য গোবরে পোকার চাষাবাদে
শুল্কহীন ভীনদেশী লাঙল
বিদীর্ন করে দিয়ে যায় স্বদেশের বাদামী মাটি
তবুও বাদামী মগজে অবৈধ প্রেমের দায়
মোসাহেবি পংক্তিমালা ওড়ে-
এলোপাথাড়ি অমাবশ্যায় রক্তভেজা জনপদে;
আলোর সংকটে ফ্লাড লাইটে কৃত্রিম জোয়ার
এই এক এলকোহলিক শুদ্ধাচার !
আমার কাছে প্রেম মানেই শতভাগ স্বৈরাচার।
কবিতায় অপরিসীম ভাল লাগা বন্ধু।
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে বন্ধু অস্থির কবিতা ....
এইটা পোষ্ট করেন প্লীজ। চমৎকার চমৎকার এবং চমৎকার হইছে।
৩৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
এহসান সাবির বলেছেন: বহুত পোস্ট জমা হয়ে গেছে দেখতেছি.....!!
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম !!!
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭
আরজু পনি বলেছেন:

আরে এতো বাপ্পী আর মাহির গান মনে হচ্ছে !