![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
হরিণ চোখের মাদকতায় নির্ঘুম লুব্ধক,
নিয়তির জটিল সব গাণিতিক সমাধানে ক্লান্ত বিভোর,
বিষুবীয় রেখার পথ ধরে স্বপ্নের সঞ্চালন;
ঘাসের দেহে শিশির হয়ে ঝরে,
একদিন-
জোছনা বিধৌত পলি জমে উর্বরতা ফিরে পাবে;
তোমার বিস্তর অরণ্যভূমি।
স্বপ্ন আর তোমার মাঝের ব্যবধান –
এক হেমন্ত রজনী,
রাতের ঘুম কাটিয়ে ভোর হবে,
মিছিলের ঘ্রাণ ছড়িয়ে ঝরবে শেফালী;
কেউ তাঁর মালা গেঁথে অর্ঘ দেবে,
কেউ গাইবে প্রণয়ের গান।
আমি যাকে প্রেম মানি,
সেতো হৃদয়েরই গান।
৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
শুভ কামনা সব সময়ের জন্য।
২| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫
আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব ,
আমি যাকে প্রেম মানি,
সেতো হৃদয়েরই গান।
এটা সবাই বোঝেনা । ঝরা শেফালীর মতোই সে অনুভব পথের ধূলোয় পড়ে থাকে , শিশিরের কান্না মাখে গায়ে .....
৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
তারপর একসময় সেই পথের ধূলোয় হারিয়ে যায় সেসব অনুভূতি....
মন্তব্যে অনেক ভাল লাগা ও কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা নিরন্তর।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
হামিদ আহসান বলেছেন:
আমি যাকে প্রেম মানি,
সেতো হৃদয়েরই গান।
দারুন লাগল
৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭
লিও কোড়াইয়া বলেছেন: ভালো লাগলো ভাই, আমার আপনার মতন এতো ভালো শব্দভান্ডার নেই, তাই কবিতা লিখতে পারি না! হিংসে হচ্ছে!
৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার সবচেয়ে বড় গুণ আত্মসমালোচনা করতে পারা। এই গুণ সবার থাকেনা। ভ্রাতা এইটা ধরে রাখুন। এটাতেই জীবনের সার্থকতা।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
সুলতানা রহমান বলেছেন: খুব সুন্দর! শেষ দুইটা লাইন তো অসাধারণ!
৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সব সময়ের জন্য।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
তাশফিয়া নওরিন বলেছেন: । চমৎকার লেখনি ধন্যবাদ।
৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
রক্তিম দিগন্ত বলেছেন: ভাল্লাগছে।
৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
শুভ কামনা সব সময়ের জন্য।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১
অভ্রনীল হৃদয় বলেছেন: খুব সুন্দর। ভাল লেগেছে।
৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
শুভ কামনা সব সময়ের জন্য।
৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
আবু শাকিল বলেছেন: ভাইয়া শেফালী কি কোন নারী র নাম নাকি ফুলের নাম!
৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া শেফালী ফুল, নারী কিংবা একটি দেশ যাই ধরে নেন কোন সমস্যা নেই। মূলভাবটা একই থাকবে।
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা ও শুভকামনা সব সময়ের জন্য।
১০| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
বাংলার ফেসবুক বলেছেন: স্বপ্ন আর তোমার মাঝের ব্যবধান –
এক হেমন্ত রজনী, এমন কঠিন ভাষারে বাবা বোঝাই মুশকিল তাবে ছন্দের মিল আছে।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা ও শুভকামনা সব সময়ের জন্য।
১১| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭
গেম চেঞ্জার বলেছেন: আধুনিক কবিতা!! ভাবের বিন্যাস ১০০/১০০। পারেনও বটে।
বিঃদ্রঃ ইহা মোটেও পাম নহে।
অ.ট. (শেফালী নামে এক ওপেন মাইন্ডেড ফুফু ছিলেন। উনার কথা মনে হয়ে গেল।)
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
না পাইরা উপায় আছে নি কুন ?
আপনার ফুফুর প্রতি সালাম রইলো।
১২| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮
গেম চেঞ্জার বলেছেন: বাংলার ফেসবুক বলেছেন: স্বপ্ন আর তোমার মাঝের ব্যবধান –
এক হেমন্ত রজনী, এমন কঠিন ভাষারে বাবা বোঝাই মুশকিল তাবে ছন্দের মিল আছে।
এখানে ছন্দের মিল তো নেই। ক্যামনে কি?
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা হা
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিছিলের ঘ্রাণ ছড়িয়ে ঝরবে শেফালী;
কেউ তাঁর মালা গেঁথে অর্ঘ দেবে,
কেউ গাইবে প্রণয়ের গান।
আমি যাকে প্রেম মানি,
সেতো হৃদয়েরই গান।
অসাধারণ !!! অভিনন্দন কবি !
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা লিটন ভাই।
শুভ সকাল।
১৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
অগ্নি সারথি বলেছেন:
মিছিলের ঘ্রাণ ছড়িয়ে ঝরবে শেফালী;
কেউ তাঁর মালা গেঁথে অর্ঘ দেবে,
কেউ গাইবে প্রণয়ের গান। - চরম বাস্তবতা। ভলালাগা।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
শুভ সকাল।
১৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০১
অগ্নি সারথি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: বাংলার ফেসবুক বলেছেন: স্বপ্ন আর তোমার মাঝের ব্যবধান –
এক হেমন্ত রজনী, এমন কঠিন ভাষারে বাবা বোঝাই মুশকিল তাবে ছন্দের মিল আছে।
এখানে ছন্দের মিল তো নেই। ক্যামনে কি? - গেম চেঞ্জার পোলাডা আগেরতেই খারাপ আছিল! খেক।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
পোলাডা খারাপ অইলেও আমি খুব ভালা পাই। এই রহম পুলাপাইন দরকার আছে।
১৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
সোহানী বলেছেন: কানের পাশদিয়া গেছে.... আবার পড়তে হবে.............
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ঠিক কত লিটার পাশ দিয়া গেছে বোঝা গেল না।
১৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
তামান্না তাবাসসুম বলেছেন: নিয়তির জটিল সব গাণিতিক সমাধানে ক্লান্ত বিভোর,
- অপূর্ব !
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শুভেচ্ছা রইলো।
১৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭
পার্থ তালুকদার বলেছেন: আমি যাকে প্রেম মানি,
সেতো হৃদয়েরই গান।
............ চমৎকার
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
শুভেচ্ছা রইলো।
১৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতায় ।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শুভেচ্ছা রইলো।
২০| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২
আরজু পনি বলেছেন:
বাহ দারুণ ।
হৃদয়ের গানই তো প্রেম ।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপা অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।
শুভ সকাল।
২১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬
অনিক বলেছেন: অতীব মোলায়েম লেখনী। বেশ ভাল লাগলো।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শুভেচ্ছা রইলো।
২২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
রুদ্র জাহেদ বলেছেন: আমি যাকে প্রেম মানি,
সেতো হৃদয়েরই গান।
এইটা কেউ বুঝে না
চমৎকার কবিতা
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
শুভকামনা নিরন্তর।
২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
গেম চেঞ্জার বলেছেন: অগ্নি সারথি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: বাংলার ফেসবুক বলেছেন: স্বপ্ন আর তোমার মাঝের ব্যবধান –
এক হেমন্ত রজনী, এমন কঠিন ভাষারে বাবা বোঝাই মুশকিল তাবে ছন্দের মিল আছে।
এখানে ছন্দের মিল তো নেই। ক্যামনে কি? - গেম চেঞ্জার পোলাডা আগেরতেই খারাপ আছিল! খেক।
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
লেখক বলেছেন:
পোলাডা খারাপ অইলেও আমি খুব ভালা পাই। এই রহম পুলাপাইন দরকার আছে।
২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪
নেক্সাস বলেছেন: হরিণ চোখের মাদকতায় নির্ঘুম লুব্ধক,
নিয়তির জটিল সব গাণিতিক সমাধানে ক্লান্ত বিভোর,
বিষুবীয় রেখার পথ ধরে স্বপ্নের সঞ্চালন;
ঘাসের দেহে শিশির হয়ে ঝরে,
একদিন-
অসাধারন শব্দ, ছন্দ ও উপমার ঝংকার। লুব্ধকের উপমা মন কেড়েছে।
কবিতায় প্লাস।
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ নেক্সাস ভাই।
কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা নিরন্তর।
২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যাহা বলিতে চাই তাহা কি বলিতে পারি
হৃদয়ের লাগি হৃদতা রচি
আপনাকে কি বলে সম্বোধন জানাবো ------ শ্রদ্ধাভরা শুভেচ্ছা সহ আপনার কবিতার ভোয়সী প্রশংসা রইল।
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ভাল লাগলো আপনার মন্তব্যে।
কৃতজ্ঞতা অনুপ্রেরণায়।
শুভকামনা নিরন্তর।
যাহা বলিতে চাই তাহা কি বলিতে পারি হৃদয়ের লাগি হৃদতা রচি
২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
ঢাকাবাসী বলেছেন: চমৎকার কবিতা।
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ সুপ্রিয় ঢাকাবাসী।
কৃতজ্ঞতা ও শুভকামনা নিরন্তর।
২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সোহানী বলেছেন: কানের পাশদিয়া গেছে.... আবার পড়তে হবে............. আমারও একই কথা, সত্যি বলতে কবিতাটা আমিও বুঝতে পারি নাই, এটা আমার নিজের দুর্বলতা অথবা সীমাবদ্ধতা হতে পারে।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এইটা একটা আশাবাদী কবিতা, তবে কিছু হাহাকার আছে অবশ্যই।
আপনার ভ্রমণ আনন্দময় হয়ে উঠুক ভ্রাতা।
খালি ভ্রমণ করলেই হবে না সাথে কিছু গিফট আইনেন।
২৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
ফেরদৌসা রুহী বলেছেন: আমি যাকে প্রেম মানি,
সেতো হৃদয়েরই গান।
প্রেম তো এমনি হওয়া উচিত।
কিন্তু বেশির ভাগই এভাবে ভাবতে ও মানতে পারেনা।
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম ! বুঝলেতো হয়েই যেত সব কিছু সুন্দর।
মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুপ্রিয় রুহী আপা।
শুভকামনা সব সময়ের জন্য।
২৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় হামা ভাই।
আপনার ভাল লাগাতেই লেখার সার্থকতা।
শুভকামনা ও কৃতজ্ঞতা নিরন্তর।
৩০| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২
শতদ্রু একটি নদী... বলেছেন: আমিও কবিতার পুরো অর্থ বুঝি নাই। তবে কিছু কিছু অংশ পড়তে দারুন। +
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
হতাশাগ্রস্ত প্রেম কিংবা নিরাশার মাঝে ডুবে যাওয়া সবকিছুর প্রতি নতুন করে স্বপ্ন দেখা, সেই স্বপ্ন পূরণে কিছু শেফালীর মতো প্রাণের ঝরে পড়ার মধ্য দিয়ে তারই জয়গান গাওয়া নিয়েই ছোট এই কবিতাটুকু।
মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
শুভকামনা সব সময়ের জন্য।
৩১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫
তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর !!!!!!!!!!
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা সবসময়ের জন্য।
৩২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
রিকি বলেছেন: স্বপ্ন আর তোমার মাঝের ব্যবধান –
এক হেমন্ত রজনী,
রাতের ঘুম কাটিয়ে ভোর হবে,
মিছিলের ঘ্রাণ ছড়িয়ে ঝরবে শেফালী;
কেউ তাঁর মালা গেঁথে অর্ঘ দেবে,
কেউ গাইবে প্রণয়ের গান।
আমি যাকে প্রেম মানি,
সেতো হৃদয়েরই গান।
পিয়ালী, হেয়ালির মত শেফালি লিখে ফেললেন ভাই। অসাধারণ +++++++++++++++++++++++++++++++++++++
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া সাথে থাকার জন্য।
কৃতজ্ঞতা চিরদিনের।
শুভ সকাল।
৩৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *প্রেমনদী বেয়ে বেয়ে বিরহসমুদ্রে পড়তে হয়,তবেই কবি হওয়া যায় । কবিকে কেউ ই ভালোবাসে না- শুধুই মিঠেকথায় ভিজাচিড়া খেতে দেয়।*
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আবদ্ধ গৃহকোণে ঘুমিয়ে আছে যত কবি, দেখেনি তারা কখনও অজস্র অশ্রু রবি।
মন্তব্যে অনেক ভাল লাগা রইলো। কৃতজ্ঞতা সব সময়ের জন্য।
শুভকামনা নিরন্তর।
৩৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনিতো কঠিন কঠিন নান্দনিক উপমা দিয়েই খালাস!
শিউলি জানে সুগন্ধ ঝড়িয়ে
ঝড়ে যাবার কি বেদনা!
সবার অর্ঘ্য হয়ে মনে দোলা দেবার জন্য
নিজেকে বিসর্জিত করার কষ্টই কি
শিশিরের রুপে জমে থাকে গায়!
কে ভাবে হায়
শুধু নিজের তরে খুজি সকল কিছু
কত স্বপ্ন কত প্রাণের বিসর্জনে যে একটু সূখ তা অনুভবের সময় কই?
+++++++++++++++
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভৃগু ভাই শুধু খালাস হতে চাইনা, চাই শেফালীর মতো জীবন। সময়টা যে আমাদেরকেই বের করে নিতে হবে।
মন্তব্যে অনেক ভাল লাগা ও কৃতজ্ঞতা ভাই।
শুভ সকাল।
৩৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
মোঃহাদী বলেছেন: অসম্ভব সুন্দর , প্রতিটা লাইনে মোহনীয় সৃজনশীলতা , , +++
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাথে থাকার জন্য।
শুভকামনা জানবেন ভাই।
৩৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪১
রিকি বলেছেন:
যারে সে বেসেছে ভালো তারে সে কাঁদায়।
নূতন ধাঁধায়
ক্ষণে ক্ষণে চমকিয়া দেয় তারে,
কেবলই আলো-আঁধারে
সংশয় বাধায়;
ছল-করা অভিমানে বৃথা সে সাধায়।
সে কি শরতের মায়া
উড়ো মেঘে নিয়ে আসে বৃষ্টিভরা ছায়া।
অনুকূল চাহনির তলে
কী বিদ্যুৎ ঝলে।
কেন দয়িতের মিনতিকে
অভাবিত উচ্চ হাস্যে উড়াইয়া দেয় দিকে দিকে।
তার পরে আপনার নির্দয় লীলায়
আপনি সে ব্যথা পায়,
ফিরে যে গিয়েছে তারে ফিরায়ে ডাকিতে কাঁদে প্রাণ;
আপনার অভিমানে করে খানখান।
কেন তার চিত্তাকাশে সারা বেলা
পাগল হাওয়ার এই এলোমেলো খেলা।
আপনি সে পারে না বুঝিতে
যেদিকে চলিতে চায় কেন তার চলে বিপরীতে।
গভীর অন্তরে
যেন আপনার অগোচরে
আপনার সাথে তার কী আছে বিরোধ,
অন্যেরে আঘাত করে আত্মঘাতী ক্রোধ;
মুহূর্তেই বিগলিত করুণায়
অপমানিতের পায়
প্রাণমন দেয় ঢালি--
নাম কি হেঁয়ালী।
যারে সে বেসেছে ভালো তারে সে কাঁদায়।
নূতন ধাঁধায়
ক্ষণে ক্ষণে চমকিয়া দেয় তারে,
কেবলই আলো-আঁধারে
সংশয় বাধায়;
ছল-করা অভিমানে বৃথা সে সাধায়।
সে কি শরতের মায়া
উড়ো মেঘে নিয়ে আসে বৃষ্টিভরা ছায়া।
অনুকূল চাহনির তলে
কী বিদ্যুৎ ঝলে।
কেন দয়িতের মিনতিকে
অভাবিত উচ্চ হাস্যে উড়াইয়া দেয় দিকে দিকে।
তার পরে আপনার নির্দয় লীলায়
আপনি সে ব্যথা পায়,
ফিরে যে গিয়েছে তারে ফিরায়ে ডাকিতে কাঁদে প্রাণ;
আপনার অভিমানে করে খানখান।
কেন তার চিত্তাকাশে সারা বেলা
পাগল হাওয়ার এই এলোমেলো খেলা।
আপনি সে পারে না বুঝিতে
যেদিকে চলিতে চায় কেন তার চলে বিপরীতে।
গভীর অন্তরে
যেন আপনার অগোচরে
আপনার সাথে তার কী আছে বিরোধ,
অন্যেরে আঘাত করে আত্মঘাতী ক্রোধ;
মুহূর্তেই বিগলিত করুণায়
অপমানিতের পায়
প্রাণমন দেয় ঢালি--
নাম কি হেঁয়ালী।
দেখেন ভাই আপনি এরকম শেফালি লিখেছেন কিনা !!!!
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে ভাইয়া ! এইরকম কবিতা লেখার সামর্থ্য আমার নেই।
৩৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
রাইসুল নয়ন বলেছেন: একটা মন্তব্য করার জন্য আর কতো নিচে নামবো কাণ্ডারি
শেষ লাইন দুটো যেন আজন্ম বেঁচে থাকে,কামনা রইলো।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
নয়ন কোথায় রে ভাই তুই ? তোরে কতদিন দেখি না !!!
৩৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।
++
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি ভাই ?
৩৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: শেফালী নামে অামার এক মামাত বোন ছিলো । খুব সুন্দরী! অাপনার লেখা পড়ে তার কথা মনে পড়ে গেলো । ভালো লেগেছে ।
পুনশ্চঃ অামার খুব পছন্দের একটা ফুল "শেফালী" ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার বোনের প্রতি শ্রদ্ধা।
আমারও ভাই খুব পছন্দের একটি ফুল শেফালী।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯
মাহবুবুল আজাদ বলেছেন: একেকটা লাইন মোহ মায়ামমতায় মুড়ে আছে, ছুয়ে গেল হৃদয়ের সব বন্দর।