![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
দেখেছি তোর গোধূলির মায়া সিক্ত চোখে,
বিষম হাওয়ার রাতের অলিক মাদকতা।
বৃষ্টির গান শুনবো বলে চলেছি তোর সাথে,
বনজুঁইয়ের পাড় ধরে সাবদীর মেঠো পথে,
জলজ ঘাস মাড়িয়ে ফড়িঙের পিছু নিয়ে,
চলেছি লজ্জাবতী ছুঁয়ে দেখবো বলে।
দেখেছি ঝিঁঝিঁ ডাকা জোছনার দীপালি সাঁজে,
নদীর আঁচলে বিম্বিত নগরীর চন্দ্রগাঁথা।
পুরুষ যাতনা বুঝবো বলে চলেছি তোর সাথে,
মেঘবনের মানচিত্র ধরে শূণ্যতায় পথ খুঁজে,
তোর আঙুলের কার্নিশ ছুঁয়ে মহুয়ার ঘ্রাণে,
চলেছি ভালোবাসি কথাটি বলবো বলে।
দেখেছি তোর কৃষ্ণচূড়া রঙে আঁকা ঠোঁটে,
লাজুক হাসির আড়ালে নৈসর্গিক সরলতা।
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
হৃদয়ের গোপনে ভালোবাসা ডুকরে কাঁদে।
২| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯
জুন বলেছেন: আহা কি সুন্দর কবিতা কান্ডারি ।
+
এগুলোকে বনজুই বলে নাকি ? আমিতো জানি ভাঁটফুল। এক সময় পথের পাশে প্রচুর দেখা যেত ।
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ফুলের প্রতি স্নিগ্ধ মোহ।
জুন আপ্পি যতদূর জানি বনজুঁই/ভাঁট ফুল/ঘেটু ফুল এই তিন নামেই পরিচিত এই ফুলটি। এখনও কোথাও কোথাও দেখা যায়।
কৃতজ্ঞতা সব সময়ের জন্য।
৩| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার কবিতা!
নামটা সবচেয়ে ভালো লেগেছে। বনজুঁইয়ের পুংকেশর!
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ভ্রাতা।
৪| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪
জ্যোস্নার ফুল বলেছেন: বনজুঁই এর মতই সুন্দর।
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
পথের ফুল হলেও সৌন্দর্যে ভালোবাসা মিশ্রিত।
৫| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩
বৃতি বলেছেন: সুন্দর, রোম্যান্টিক কবিতা, কান্ডারি ভাই
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
মাঝে মাঝে স্মৃতিতে ভালোবাসার ফুল ফোটে।
৬| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮
অঘ্রান প্রান্তরে বলেছেন: মন ছুয়ে যাওয়া কবিতা, তবে পথে ফোঁটা সে ভাঁটফুল সমাজে পায় কি কোন কদর? পথে ফুটে পথেই ঝরে যায় ... না জুটে তার ফুলদানী আর না পরে নেয় কেউ খোঁপায় ; তাতে ওই ভাঁটফুল, বনজোছনা, কিংবা কানদুলির কিবা এসে যায়।
সে রয়ে জায়... জীবনানন্দ দাশের কবিতার খাতা জুড়ে সে নীরবে রয়ে জায়...!!!
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
এই অনুভূতিটুকু নিয়েই ভালোবেসে বনজুঁইয়ের সাথে পুংকেশের সহঅবস্থান। খোঁপায় কিংবা ফুলাদানীতে যারা শোভা পায় তারা একসময় অতিরঞ্জিত দামে বিক্রি হয়। কিন্তু এই বনজুঁইয়ের মতো হতে পারাটাই হৃদ্যতার।
মনের এই অনুভূতিটুকু বুঝতে পারার জন্য শুভেচ্ছা রইলো।
৭| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতাটা সুন্দর, তবে নামটা বেশী অন্যরকম।
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
নামটা পুরো কবিতাটিকে পুরোপুরি ধারণ করতে পারলেই সার্থকতা পাবে কবিতাটি।
৮| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সরলতা জটিলতম শব্দ। নয় কি?
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
সরলতা সরলঅংকের মত কিছু ধারাবাহিক নিয়ম মেনে চলে। তবে এই নিয়ম মেনে অংক মেলানো অনেক সময় সহজ নাও হতে পারে। সেটা নিতান্তই জ্ঞানের অভাবের জন্য।
৯| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২
মুসাফির নামা বলেছেন: আসলেই সুন্দর।
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
১০| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার এক কবিতা পড়লাম ।
এই ফুল গুলির একটা বৈশিষ্ট আছে , আধ ফোটা ফুল ছিঁড়ে কেশর গুলি পুকুরের পানিতে ছেড়ে দিলে দ্রুতবেগে ঘুরতে থাকে ।
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই শৈশবের স্মৃতি মনে করিয়ে দিলেন।
কৃতজ্ঞতা সব সময়ের জন্য।
১১| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬
ফরিদ আহমাদ বলেছেন: দেখেছি তোর কৃষ্ণচূড়া রঙে আঁকা ঠোঁটে,
লাজুক হাসির আড়ালে নৈসর্গিক সরলতা।
মুগ্ধতার আবেশে নিশ্চল।
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভ্রাতা।
শুভকামনা নিরন্তর।
১২| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। ++
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ সুমন ভ্রাতা।
ভাল থাকবেন সব সময়।
১৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ কোমল প্রেমের কবিতা। ভাল লেগেছে ।
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সব সময়ের জন্য।
১৪| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯
আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব ,
অপূর্ব কোমল আর নৈসর্গিক সরলতার রঙে আঁকা কবিতার ঠোঁট ।
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মন্তব্য ও পাঠে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
১৫| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৪
মনিরা সুলতানা বলেছেন: মন ছুয়ে গেলো রে...।
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আপা মিথ্যা বলিস কেন ? ভাল হইলেত এই কবিতা নির্বাচনী পাতায় স্থান পেত।
১৬| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫২
রাজসোহান বলেছেন: আহ, কবিতা পড়েই শান্তি! +
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সুপ্রিয় রাজসোহান ভ্রাতা শুভেচ্ছা ও নিরন্তর কৃতজ্ঞতা জানবেন।
১৭| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬
সোহানী বলেছেন: ওগুলোকি স্বর্নলতার ফুল। খুব ছোটবেলায় দাদুর বাড়িতে দেখতার পথের পাশে.... আহ্ সেই সব দিন।
কবিতা সহ ফুলের ছবিতে ভালোলাগা.........+++++++++
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপা এইগুলোকে কোথাও কোথাও বনজুঁই, কোথাও ভাঁট ফুল আবার কোথাও ঘেটু ফুল বলা হয়। আর স্বর্ণলতার রং সোনালী রঙের হয়।
এতগুলো প্লাসের জন্য সব সময়ের মতই কৃতজ্ঞ রইলাম।
১৮| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৯
মনিরা সুলতানা বলেছেন: আমার ভালো লাগার সাথে কি নির্বাচনী পাতার সম্পর্ক আছে বল
আমি নিজেই তো অ- নির্বাচিতের দলে ,হতে পারে নির্বাচিত পাতায় যায় নাই বলেই ভাল্লাগছে
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
বড় বোন যে দলে ছোট ভাই সেই দলে না থেকে কি পারে !
তবে আপা তোর ভাল লাগার এই বিষয়টা আমারও ব্যাপক ভাল লাগছে।
১৯| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭
তাসলিমা আক্তার বলেছেন: আহা, ভালোবাসার পুর্ন একটি রুপ। এই রুপে বিভোর হবে বলেইতো একটি তরুনী অপেক্ষা করে থাকে আজীবন।
।।তোমার সাথে সকাল দুপুর
তোমার সাথে সন্ধ্যা
তোমার হাতে সকল গোলাপ
এবং রজনীগন্।।
মিস্টি ভালোলাগা পুরোটা কবিতার শরীরজুরে।
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু তরুনী কেন আপা, তরুন মনও কি স্নিগ্ধ পবিত্র ভালোবাসার জন্য অপেক্ষা করে থাকেনা ?
তোমার সাথেই শীত, গ্রীষ্ম, বর্ষা,
তোমার সাথেই বসন্ত,
তোমার দেয়া বিষাদ স্মৃতি
আজও হৃদয়ে অনন্য।
মন্তব্য ও পাঠে চির কৃতজ্ঞ রইলাম।
২০| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর খুব ||
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা সব সময় সাথে থাকার জন্য।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
২১| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭
ফয়সাল রকি বলেছেন: পুরুষ যাতনা বুঝবো বলে চলেছি তোর সাথে,
মেঘবনের মানচিত্র ধরে শূণ্যতায় পথ খুঁজে,
তোর আঙুলের কার্নিশ ছুঁয়ে মহুয়ার ঘ্রাণে,
চলেছি ভালোবাসি কথাটি বলবো বলে।
সিরাম... +++
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
থ্যাংকু ভ্রাতা।
কৃতজ্ঞতা সব সময়ে জন্য।
শুভেচ্ছা রইলো।
২২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১১
নেক্সাস বলেছেন: কবিতা ভাল লেগেছে।
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর ভাই।
২৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২১
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগা রইলো
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অশেষ ভাল লাগা ভ্রাতা।
শুভেচ্ছা সব সময়ের জন্য।
২৪| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
২৫| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮
কল্লোল আবেদীন বলেছেন:
ভালো লাগা রইলো।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
২৬| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
ঢাকাবাসী বলেছেন: সুন্দর, ভাল লাগল।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
২৭| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৩
আমি তুমি আমরা বলেছেন:
দেখেছি তোর কৃষ্ণচূড়া রঙে আঁকা ঠোঁটে
লাজুক হাসির আড়ালে নৈসর্গিক সরলতা।
আহা... ভাল লাগাল
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
সরল প্রেমের উষ্ণ প্রলাপ।
২৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫৯
মহেড়া বলেছেন: আপনি কবি
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
জী না, আমি মানুষ।
২৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০৯
রিপি বলেছেন:
অনেক অনেক ভালো লেগেছে ।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ রিপি আপনাকে।
শুভেচ্ছা রইলো।
৩০| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৮
বাংলার হাসান বলেছেন: খুব দারুন
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ।
৩১| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৩
এরশাদ চাচ্চু বলেছেন: পর্নোসাইট বন্ধের ঘোষণা | বিলুপ্তির পথে কুটির শিল্প
এসপ্তাহের মধ্যেই বন্ধ হতে যাচ্ছে ব্রাজার্স থেকে শুরু করে এক্সহ্যামস্টার, এক্সভিডিওস, টুশি ডটকম সহ ঐতিহাসিক সব পর্নোগ্রাফি ওয়েবসাইট। বাংলাদেশ থেকে এসব পঁচা সাইটে এখন থেকে আর কেউই ভিজিট করতে পারবেনা। সম্প্রতি ফেসবুকে এমনটাই ঘোষণা দিয়েছেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
পর্নোগ্রাফি আইন এর ধারা বজায় রাখতে বাংলাদেশের ওয়েব থেকে এসব দুষ্ট দুষ্ট সাইটগুলো বন্ধ করা জরুরী বলে এক ব্যক্তি তাঁর (তারানা হালিম) ফেসবুক পেজে কমেন্ট করলে প্রত্যুত্তরে তিনি বলেন, 'এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।'
পর্নোসাইট বন্ধ করার বিষয়টি দেশের সমাজ ও তরুণদের সামাজিক অবক্ষয় রোধে ভুমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। তবে ফেসবুকে এ নিয়ে সংখ্যালঘূ কিছু খারাপ ছেলেদের বিক্ষুদ্ধ হয়ে পোস্ট দিতে দেখা গেছে। মোকাদ্দেস নামে এরকমই একজন তরুণ সোমবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখে, 'পর্নোসাইট বন্ধ করার মাধ্যমে আমাদের জৈবিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।'
এদিকে পর্নোসাইট বন্ধ করলে দেশের সম্ভাবনাহীন কুটির শিল্পও বিলুপ্তির দারপ্রান্তে গিয়ে পৌঁছাবে বলে মনে করছেন আরেক জনপ্রিয় ফেসবুকার মোতাহার মিথুন।
আরও পড়ুন বিসিএসের জন্য, প্রথমবারের মত এইচএসসি পরীক্ষায় ছেলেদের অংশগ্রহণ!
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ।
৩২| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭
গেম চেঞ্জার বলেছেন: নৈরাশ্যে বিরাজ করা যে উচিত নহে তাহা বিলক্ষণ বোধগম্য হইয়াছে ভ্রাতা! ভাবিয়াছিলাম, ভাবিয়াছিলাম নূতন কোনও কিছু পাওয়া যাইবে নাহ। তথাপি আমি মচৎকার প্রীত হইয়াছি।
তো অনিয়মিত হইয়া যাইবেন সিদ্ধান্ত চুড়ান্ত??
(কোন প্রসংশা হইপে না।)
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
ওকে !!
৩৩| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৯
এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
ইংরেজি আগত...
৩৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬
কল্লোল পথিক বলেছেন:
কবিতা চমৎকার হয়েছে+++++++++++++
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ।
৩৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৫
অতঃপর হৃদয় বলেছেন: আহা !!!!!!! আমি যদি কবিতা লিখতে পারতাম কতই না ভালো লাগতো
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এই দেশে কাকের চেয়েত কবির সংখ্যাই বেশী!!
৩৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৭
বিজন রয় বলেছেন: এটা কিভাবে মিস করলাম জানিনা।
এটা নিয়ে কিছু কথা বলতে হবে, যদি ভুলে না যাই
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
বলবেন অবশ্যই।
৩৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব তৃপ্তি পেলাম কবিতা পড়ে।
প্রতি লাইনে মিশে গেছে স্নিগ্ধতা,
আবার তা ছুঁতে পারার আনন্দও উপভোগ করছি খুব।
প্লাস তো থাকছেই।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইছে।
৩৮| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:১৬
বিতার্কিক সাধু বলেছেন: সুন্দর! বেশ
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ।
৩৯| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:১৮
নাসির ভাই বলেছেন: কবিতায় অনেক ভালোলাগা
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ।
৪০| ২০ শে মে, ২০১৬ রাত ১২:৫৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: নদীর আঁচলে বিম্বিত নগরীর চন্দ্রগাঁথা
লাইনটা চমৎকার, কান্ডারি। শুভেচ্ছা রইল।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভেচ্ছা।
৪১| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৩
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
দিলাম।
৪২| ৩০ শে জুন, ২০১৬ সকাল ৮:১৫
একজন আরমান বলেছেন:
অনেক দিন পর আপনার কবিতা পড়লাম। খুব ভালো লাগলো ভাইয়া।
আশা করি ভালো আছেন !
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
থ্যাংকু!
৪৩| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:৫২
প্রবাসী পাঠক বলেছেন: ছুডু ভাই কই আপ্নে???
ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা কান্ডারি ভাইয়া।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
থ্যাংকু।
৪৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৩
দুঃস্বপ্০০৭ বলেছেন: আস সালামুয়ালাইকুম বড় ভাই । কেমন আছেন ?
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল, আপনি?
৪৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬
মাহমুদ০০৭ বলেছেন: আপ্নের খালি উধাও হইয়া যান !! তাড়াতাড়ি আসেন ভাই ।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
উধাও নামে একটা সিনেমা আছে!
৪৬| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৩
মেহেরুন বলেছেন: সুন্দর কবিতা কাণ্ডারি ভাই.।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভেচ্ছা।
৪৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫০
সোহানী বলেছেন: কোথায় আপনি??? কোন খোঁজ নাই কেন????
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
এখন থেকে কিছুটা খোঁজ দ্যা সার্চ ইঞ্জিনে পেতে পারেন।
৪৮| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৯
বিজন রয় বলেছেন: অনেক দিন নতুন পোস্ট দেন না।
ফিরে আসুন প্রিয় ব্লগার।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে মোর খোদা !!!
৪৯| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালোলাগা রইলো ভাই।
ভালো থাকুন নিরন্তর।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভেচ্ছা
৫০| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনি অনেকদিন লিখেননি, শুরু করেন আবার !
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
করলাম...
৫১| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৪
এডওয়ার্ড মায়া বলেছেন: এপ্রিল পার হয়ে গেল !
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এখন ডিসেম্বর শেষ হয়ে এলো প্রায়!
৫২| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪২
বিজন রয় বলেছেন: ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এলাম!
৫৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইদানীং আপনাকে আর দেখিনা, কেন?
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
এইত এলুম!
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০
নকীব কম্পিউটার বলেছেন: হৃদয় ছুঁয়ে গেলো।