![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার অভিজাত চারু,
তোমার চলন, তোমার কথন,
আমার কল্পরে করেছে অভিমানী, অহংকারী।
এখন শুধু চারু খুঁজি শত-সহস্র নিম্নের ভিড়ে।
সবাই সুশ্রীতে কুশ্রী খোঁজে,
আমার এখন বিপরীত।
সংশয়ের মেঘ মনে,
অতৃপ্তি মিটবে কি কিছুতে?
মিটবে কি তোমার স্পর্শে,
তোমার হাসিতে?
তোমার কবিতায়?
তোমার গানে?
আমি শীতের ঘুটঘুটে কাল রাত্রির,
উড়ে চলা একা পাখি,
গন্তব্যহীন, বন্য, উন্মত্য।
২| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪০
তৌহিদ ইসলাম রোবন বলেছেন: সুন্দর
৩| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪
অতঃপর হৃদয় বলেছেন: লিখে যান।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০৮
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল ।