![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আর আমি আর কেও নয়,
তোমার মোহসঞ্চারী চারু,
আর আমার প্রতি তোমার অবিরাম আবেশ,
হেঁটে যাই অজানা পথে,
আমাতে তোমার হারিয়ে যাওয়া
আর তোমাতে আমার অবিরত অতিন্দ্রীয় মাদকতা।
আমার হৃদয় বাক্স খুলে সমস্ত তোমায় নির্দিধায় বলে চলা,
তোমার যা কালো তা আমার আত্মিক বর্নমিশ্রন।
অভয় রাত্রে তোমার আমার গাঢ় আলিঙ্গন,
বন্য, আদিম, মুক্তবিহঙ্গ।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৬
অতঃপর হৃদয় বলেছেন: হুম। লেখতে থাকেন।