নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনাড়ি। আমি এখানে কি করছি!

সাদা বেড়াল কালো বেড়াল

সাদা বেড়াল কালো বেড়াল › বিস্তারিত পোস্টঃ

কবিতা পাঠকবর্গ ভুল ত্রুটির সমালোচনা করলে কৃতার্থ হবো। এটিকে কি আদৌ কবিতা বলা চলে সে বিষয়েও জানাবেন।

২৫ শে জুন, ২০১৯ রাত ৮:৪৯

প্রেমে পড়তে চাই
অথচ কিছুতেই কিছু হচ্ছেনা!
আচ্ছা, প্রেমে পড়তে কী কী লাগে?
সাজগোজ করে স্মার্ট হয়ে নারী আকৃষ্ট করতে হয়?
ভালো একটা মেয়ে সিলেক্ট করে তার পেছনে ঘুরঘুর করতে হয়?
মেয়েটাকে বন্ধু বানিয়ে, খুব ক্লোজ হয়ে তাকে বুঝতে না দিয়ে প্রেমের ফাঁদে ফেলতে হয়?
তারপর হঠাৎ একদিন আচমকা প্রপোজ?
আচ্ছা প্রেমের জন্য কি এতকিছু করতে হয়?
নাকি প্রেম আপনা আপনিই হয়ে যায়?
প্রেম কি সত্যি আপনা আপনি হয়ে যায়?
তাহলে আমি কেনো প্রেমে পড়িনা?
প্রেম কি সবার দ্বারা হয়না?
আমার জীবনে কখনো প্রেম আসবে না?
নাকি আমিও প্রেমে পড়েছি?
তবে কি সেগুলো প্রেম?
তবেতো আমি বহুবার প্রেমে পড়েছি।
সত্যিকারের প্রেম, একেবারে নিখাত প্রেম, কোনো ঝামেলা নেই।
আমি বারবার প্রেমে পড়েছি।
আমার অন্তরেও প্রেমের পবিত্র অনুভব জেগেছে বারবার।
সে অনুভব ছেয়ে গেছে সারা গা,
ছাপিয়ে গেছে বাকী সমস্ত অনুভূতিকে।
তখন সমস্ত দেহমনে শুধু একটাই অনুভব দাপিয়ে বেড়িয়েছে।
কিন্তু সে অনুভব প্রকাশিত হতে পারেনি কখনো।
কেনো সেগুলো অন্তরে জন্মে অন্তরেই থেকে গেছে?
যতবার প্রেমে পড়েছি, প্রতিবারই কেনো ব্যর্থ হয়েছি?
কেনো কখনো আরেকটি অনুভব যেটি কিনা আমার অনুভবের পরিপূরক সেটির অধিকার পাইনি।
কেনো সেটি প্রতিবারই দূরেই থেকে গেছে?

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৯ রাত ৯:৩৬

শায়মা বলেছেন: হ্যাঁ কবিতা বলা চলে!

এক এক লাইন লিখে এন্টার চেপে দিলে কবিতাই হয় ভাইয়া!

আমিও এমন অনেক লিখেছিলাম!

দেখতে কবিতার মত হলেই হয় গদ্য কবিতা.....

তবে ছন্দ মিলিয়ে মিনিং ঠিক রেখে ফার্স্ট টু লাস্ট ৮ লাইনের একটা পদ্য লেখো দেখি....

কবিতার থিম প্রেম ... :)

২৫ শে জুন, ২০১৯ রাত ৯:৫৯

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: ধন্যবাদ অপনার মূল্যবান মন্তব্যের জন্য। আধুনিক কবিতাগুলো কতো সহজ আর স্বাভাবিক ভাষায় লেখা কিন্তু সেগুলোতে কোনো ছন্দ লক্ষ্য করিনা!( আমার জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করছি) অথচ তবুও প্রাণ ছুঁয়ে যায়। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ২ মিনিটে দু-চার লাইন লিখে ফেললাম! যাইহোক অপনি কি বলছেন যে আমি যদি ছন্দ রেখে লিখতে পারি সেক্ষেত্রে কবিতা বলা যেতে পারে? ছন্দ ছাড়াও কবিতার আরো কিছু বৈশিষ্ট্য যেগুলো অবশ্যই বহাল রাখা উচিৎ বলে আপনি মনে করেন সে বিষয়েও দয়া করে একটু সাজেশন দিবেন।

২| ২৫ শে জুন, ২০১৯ রাত ৯:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শায়মাপুর চ্যালেঞ্জ গ্রহণ করে নিন। নিজের প্রতিভা দেখানোর এমন সুযোগ আর পাবেন বলে মনে হয় না। :)

২৫ শে জুন, ২০১৯ রাত ১০:০৭

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: সে তো অবশ্যই। কিন্তু তার আগে নিজেকে একটু সমৃদ্ধ করে নেই আপনাদের সহায়তায়। তা চ্যালেঞ্জটি জিততে আপনার নিশ্চই কোনো সিক্রেট টিপস আছে! জানিয়ে দিবেন কিন্তু। ধন্যবাদ।

৩| ২৫ শে জুন, ২০১৯ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: আসলে কবিতা হলো আবেগের খেলা। আবেগের প্রকাশ।

আপনার কবিতা ভালো হয়েছে। সহজ সরল ভাষা।
দশে ছয় দিলাম।

২৫ শে জুন, ২০১৯ রাত ১০:০২

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার নিশ্চয় এ বিষয়ে সাজেশন আছে। অবশ্যই জানাবেন।

৪| ২৫ শে জুন, ২০১৯ রাত ১০:০৯

শায়মা বলেছেন: আগে ছন্দ লেখো ভাইয়া.......তারপর অবশ্য সাজেশন পাইবেক! আমি হলাম সর্ববিদ্যার জাহাজিনী । বিশ্বাস না হয় সম্রাটভাইয়াকে জিগাসা করে দেখো ........

২৫ শে জুন, ২০১৯ রাত ১০:১৭

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: সে কি আর আমি জানিনা? সম্রাট ভাইয়া কে জিজ্ঞেস করতে হবে কেনো। এই দএখুন আমি ছন্দ বানাতে পারি...

নাম্বার ১:
বিচ্ছিন্ন ধারায়
দারুণ নিস্তব্ধতায়
চঞ্চল পায়ে
কেউ এগিয়ে আসে
শীতল হাওয়ায়
জুড়িয়ে যায় প্রাণ
সে কথা ভাবতেই
মন করে আনচান।
নাম্বার ২:
তোমারে না দেখি সখা, না'রি থাকিতে।
তবে তুমি হীনে কেমনে বলো পারি বাঁচিতে?
মরিতেও ভয় হয়,দেখিতে যে আর পাইবো না!
তবুও এইরূপে শুধুই দেখিতে আর যে চাই না।
একদিন যে স্নিগ্ধ স্রোত এসে ছুঁয়েছিলো পা,
তার শীতলতা একসময় ছেয়ে গেছে সারা গা।
তবে আজ কেনো সেই স্রোত নদী হয়ে নিলো বাঁক অন্য পথে?

৫| ২৫ শে জুন, ২০১৯ রাত ১০:১৫

শায়মা বলেছেন: ডোন্ট ওয়ারী ভাইয়াজান
শুরু করো ছন্দ
পারিবেনা পারিবেনা
নাহি রাখো দ্বন্দ!

কত ছড়াকার এলো
গেলো ছড়া বলে
তুমি কিনা ভয় পেয়ে
যাবে নাকি চলে!

চলো চলো খেলি মোরা
ছড়া ছড়া খেলা
শুরু করো নহিলে যে
ভে যাবে বেলা! :)

৬| ২৫ শে জুন, ২০১৯ রাত ১০:২৪

শায়মা বলেছেন:
প্রেমে পড়তে চাই
অথচ প্রেমে না পড়ে উঠেই আছি, :)
অনেকটা যেন সেই গানের মত-
আমি তরী নিয়ে বসে আছি নদী কিনারে.... :(
আচ্ছা, সে যাইহোক প্রেমে পড়তে কী কী লাগে?
ক্রাইটেরিয়াগুলো কি কি ?
সাজগোজ করে স্মার্ট হয়ে ধপ্পাস করে প্রেমে পড়ে যাওয়া?
নাকি
ভালো/ খারাপ/ ছাতামাথা যাই হোক একটা মেয়ে সিলেক্ট/এইম করে
তার পেছনে ঘুরঘুর করা?
এক কাজ করা যায়-
মেয়েটাকে বন্ধু বানিয়ে,
খুব কাছে এসে
তাকে নিজের অজান্তেই প্রেমের ফাঁদে ফেলে দেওয়া?
তারপর হঠাৎ একদিন আচমকা প্রপোজ?
কিংবা ধুম করে উধাও হয়ে যাওয়া,
তাকে বিরহের অনলে পুড়িয়ে দেওয়া....
উফ প্রেমের জন্য কি এত কিছু করতে হয়?
নাকি প্রেম আপনা আপনিই হয়ে যায়?
আপনা আপনি যদি হয়?
তবে আমি কেনো প্রেমে পড়িনা?
কিংবা আমার উপরে প্রেম???

হা হা হা দেখো ভাইয়া তোমার কবিতাকে কি বানিয়েছি :P

২৫ শে জুন, ২০১৯ রাত ১০:৩৩

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: জ্বি আপু অসাধারণ বানিয়ে ফেলেছেন! কিন্তু এক্ষেত্রেও তো ছন্দঃ লক্ষিত নয়। যাইহোক আমার পরের দুটো কেমন হলো?

৭| ২৫ শে জুন, ২০১৯ রাত ১০:৫১

শায়মা বলেছেন: খুব ভালো হয়েছে !!!!!!!!!!!! দাঁড়াও এইবার কবিতার নিয়ম কানুন আর্টিকেল নিয়ে আসি...... :)

৮| ২৫ শে জুন, ২০১৯ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: ছন্দে ছন্দে দুলি আনন্দে

৯| ২৫ শে জুন, ২০১৯ রাত ১০:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতার ক্ষেত্রে অন্তমিল সবসময় জরুরি নয়। দরকার ভাবের সাবলীল প্রবাহ।

২৭ শে জুন, ২০১৯ রাত ১২:৩৫

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: ভাইকে ধন্যবাদ জানাতে বিলম্ব করায় আশাকরি ভাই কিছু মনে করেননি।

১০| ২৬ শে জুন, ২০১৯ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার নিশ্চয় এ বিষয়ে সাজেশন আছে। অবশ্যই জানাবেন।

সাজেশন অবশ্যই আছে।
প্রচুর কবিতা পড়বেন। শুধু নিজের দেশের কবিদের কবিতা পড়লে হবে না। সবার কবিতা পড়তে হবে।

২৭ শে জুন, ২০১৯ রাত ১২:৩১

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: অসংখ্য ধন্যবাদ নুর ভাই

১১| ২৬ শে জুন, ২০১৯ ভোর ৬:৩৯

বলেছেন: আজকাল যা লেখবেন তাই কবিতা।।।

জয় হোক কবিতার।। জয় হোক কবির।।।

আপনার লেখাটি নিশ্চিত আধুনিক গদ্য কবিতা।।।।
তবে আরেকটু আবেগ ও এ্যা পিল হলে টেইসটি হতো।।।

২৭ শে জুন, ২০১৯ রাত ১২:২৯

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য

১২| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:২৮

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লিখেছেন।

২৭ শে জুন, ২০১৯ রাত ১২:২৭

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.