নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিবস ও এর তাৎপর্যঃ

১৭ ই জুলাই, ২০১২ রাত ১:৩৫

ভালবাসা প্রত্যেক মানুষের একটি মৌলিক চাহিদা। ভালবাসা ছাড়া এই পৃথিবীতে কোন মানুষ ই বেঁচে থাকতে পারে না। কিন্তু এর মানে এই নয় যে বছরের বিশেষ কোন দিন শুধুমাত্র গার্ল ফ্রেন্ড কে নিয়ে ডেট এ যাওয়া বা স্ত্রীকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেরানো।



ভালবাসার জন্য কোন স্পেশাল দিন এর প্রয়োজন নেই। ভালবাসা কোন একজন মানুষের জন্য নয়, বরং ভালবাসা সবসময়ের এবং সবার জন্য। হ্যাঁ, তবে এটা ঠিক যে সবার জন্য একই রকম ভালবাসা নয়। প্রত্যেক মানুষের জন্য ভালবাসার আলাদা আলাদা ভাগ থাকে। যেমন, বাবা-মা’র জন্য এক রকম ভালবাসা, ভাই-বোনে’র জন্য এক রকম ভালবাসা, স্ত্রী/প্রেমের মানুষের জন্য এক রকম ভালবাসা, ছেলে-মেয়ে’র জন্য এক রকম ভালবাসা, বন্ধুদের জন্য এক রকম ভালবাসা ইত্যাদি।



সুতরাং, ভালবাসা দিবস এর আলাদা কোন তাৎপর্য আছে বলে আমি মনে করি না। ভালবাসা দিবস পাশ্চাত্য সংস্কৃতির একটি অংশ মাত্র। এটা আমাদের সংস্কৃতির বাইরে, তাই আমাদের এটা অনুকরণ করা উচিত নয়।

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৯

ডানাহীন বলেছেন: ভালবাসা দিবস এর আলাদা কোন তাৎপর্য আছে বলে আমিও মনে করি না। তবে আমরা এমন অনেক কিছু করি যা আমাদের সংস্কৃতির অংশ নয় বা আমাদের সংস্কৃতির বাইরে ।

১৭ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৮

একজন আরমান বলেছেন: জি ঠিক বলেছেন।

ধন্যবাদ সহমত পোষণের জন্য।

ভালো থাকবেন। :)

২| ১৭ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪৪

যুবায়ের বলেছেন: চমৎকার লিখেছেন ভাই...
পোষ্টে প্লাস++++

১৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০০

একজন আরমান বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই।

৩| ১৭ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪৮

যুবায়ের বলেছেন: তবে একটা শব্দের সাথে দ্বিমত পোষণ করছি GF/BF এটার অর্থ আমাদের দেশের জন্য ভয়ংকর!!..
প্রেমিক প্রেমিকা বা বন্ধু এরকম হলে সমস্যা নেই।

১৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০২

একজন আরমান বলেছেন: একটু খোলসা করে বললে ভালো বুঝতে পারতাম...

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: পশ্চিমে ভালবাসার তাৎপর্য আছে। ভালবাসা তো বাবা-মা কেও দেখাতে হয়। ভালবাসা দিবস, বাবা দিবস, মা দিবস এসব না থাকলে তারা বাবা-মাকে দেখতে বৃদ্ধশ্রমে যাবে কবে?

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

একজন আরমান বলেছেন:
ঠিক বলেছো।
কিন্তু এটা আমাদের জন্য নয়, পশ্চিমাদের জন্য।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

তামিম ইবনে আমান বলেছেন:
ভাই ভালোবাসা দিবসের হিস্ট্রিখান পইড়েন। এই দিবস বাপ মারে ভালোবাসার জন্য নয়। তাদের জন্য ফাদারস ডে মাদারস ডে আছে।
এই দিবস প্রেমিকার জন্য। প্রেমের জন্য আত্মাহুতি দেয়া ভ্যালেন্টাইনের নামে এই ভালোবাসা দিবস।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

একজন আরমান বলেছেন:
আমি জানি। মাগার আপনে আমার কথা বুঝেন নাই।
আপচুচ ! /:)

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

মাক্স বলেছেন: আমার কাছেও এই দিবসের কোন তাত্‍পর্য নাই!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

একজন আরমান বলেছেন:
সহমত।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

বাংলার হাসান বলেছেন: ভালোবাসা এইডা আবার কিতা?

খায় না পিন্দে?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

একজন আরমান বলেছেন:
Love is nothing but everything.
- ব্লগার একজন আরমান
Love is nothing but pain. Sometime it’s sweet and sometime it’s sour.
- ব্লগার একজন আরমান

পুঁজিবাদী সমাজের সবচেয়ে বড় ও জনপ্রিয় কুসংস্কারের নাম প্রেম।
- ড. হুমায়ন আজাদ

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

শিপন মোল্লা বলেছেন: আপনার কথা মানি না।


তামিম ইবনে আমান সাথে সহমত।


১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

একজন আরমান বলেছেন:
আমার কথা মানতে হবে আমি বলি নাই।
তাকে যে উত্তর দিছি আপনার জন্যও সেই উত্তর।
আমি জানি। মাগার আপনে আমার কথা বুঝেন নাই।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:



কি যে বলেন এই দিবস আসে বলেইত পুলা পাইন একটু প্রেম করার সুযোগ পায়। ;) :D

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

একজন আরমান বলেছেন:
আমি আর কি বললাম ? !

আপনে কাজে লাগাইতেন নাকি বয়সের সময়? ;)

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

অবসরের স্বপ্ন বলেছেন: ১৪ ফেব্রুয়ারি: স্বৈরাচার প্রতিরোধ দিবস; অন্য কিছু নয়!

সময়টা ১৯৮৩। ১৪ ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে ছাত্র জমায়েত। মজিদ খানের কুখ্যাত শিক্ষানীতি প্রত্যাহার, বন্দী মুক্তি ও জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকারের দাবিতে এই জমায়েত। সেটাই পরিণত হল বুট ও বুলেটে-দমিত জনতার এক বিরাট প্রতিরোধে। জাফর, জয়নাল, কাঞ্চন, দিপালীসহ সারাদেশে প্রাণ দিল ১০ জন। সরকারি হিসাবে গ্রেপ্তার হয় ১হাজার ৩১০ জন। সেই থেকে ১৪ ফেব্রুয়ারি হয়ে ওঠে মুক্তিকামী মানুষের প্রতিরোধ চেতনার দিন। সে থেকে দিনটি পালিত হচ্ছে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ হিসেবে........

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

একজন আরমান বলেছেন:
নতুন কিছু জানানোর জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ওই পোলা আমি কি বুড়া হইছি নাকি, আমিত এখনো পুলা পাইন আছি ;)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

একজন আরমান বলেছেন:
ওহ চরি। ভুলে মিস্টেক হয়া গেছে ! ;)

তা কালকে ভাবিরে নিয়া কই ঘুরতে যাওয়া হইতাছে? :P ;)

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

এই সাধ আর নাইরে ভাই। এই ব্যাপারে অনেক বয়স হইয়া গেছে। :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫

একজন আরমান বলেছেন:
হে হে।
এতক্ষন পর লাইনে আইছেন। :P

আরে ভালোবাসা মনের ব্যাপার। মনের বয়স বাড়তে দিয়েন না। :)

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫

shfikul বলেছেন: দু হাজার বার র ভালোবাসায় দু হাজার তের তে মন্তব্য লিখতে মন চায় না।ভালোবাসা ভালোবাসাই,ভালোবাসার আবার দিবস কিয়ের!!বাচ্চু ভাই তাইতো গেয়েছেন আমি বার মাস তোমায় ভালোবাসি।ভালোবাসা হল হৃদয়ের উপর নির্ভরশীল।কোনো দিবসের উপর নয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮

একজন আরমান বলেছেন:
হা হা।
দারুন বলেছেন।

আপনাকে দেখে ভালো লাগলো শফিক ভাই। :)

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

মনত চড়ের জমি নয়
যবর দখল করে হয়
প্রেমের দখল পেতে হলে
প্রেমেই নিতে হয়

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮

একজন আরমান বলেছেন:
হা হা।

ভাবিরে গেয়ে শুনান গানটা। :P

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

তুমার ভাবি ঘুমায় :P |-)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

একজন আরমান বলেছেন:
সকালে ঘুম ভাংলে শুনাইয়েন। :P :)

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:
:) :) :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০০

একজন আরমান বলেছেন:
:)

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০

অদ্বিতীয়া আমি বলেছেন: ভ্যালেনটাইনস ডে সেলিব্রেশন করা জাস্ট , প্রতীকী বা সাময়িক আনন্দের বিষয় , কোন ইভেন্ট সেলিব্রেট করার মত মনে হয় ।
কিন্তু ভালবাসা অবশ্যই কোন দিন গুনে হয় না বা সেটা সেলিব্রেশন করার বিষয় না , কিন্তু করাটাও এমন কিছু খারাপ না ।

কিন্তু ওই যে ব্যাপারটা একটু মেকী বা প্রতীকী মনে হয়, কোন দিন পালন করা মানেই সত্যিকারের ভালবাসা বা রোমান্টিসিজম না ।

বাপরে বিশাল জ্ঞানী কমেন্ট করলাম :#) :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৯

একজন আরমান বলেছেন:
দেখুন আমার মনে হয় আমরা বাঙ্গালিরা আমাদের মা, বাবা, সঙ্গি/সঙ্গিনিকে ভালোবাসার অনেক সময় পাই। তো একটা ইভেন্ট এর আয়োজন করে একদিন সেটাকে হাইলাইট করার কি দরকার? এমন যদি হতো যে সেইন্ট ভ্যালেন্টাইনের স্মরণে দিনটি পালন করা হতো তাহলে একটা কথা ছিল।
কিন্তু আমি এই ফাদার'স ডে, মাদার'স ডে, ভ্যালেন্টাইনস ডে পালন করার পক্ষে না।
যাকে ভালোবাসি তাকে সব সময়ই ভালোবাসি।
তার জন্য ভালোবাসা সব সময় ই স্পেশাল।

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

কালা মনের ধলা মানুষ বলেছেন: আঙ্গুর ফল চুক্কা।

আবার জিগস।

কথা সত্য।

++++++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

একজন আরমান বলেছেন:
হুম। আসলেই চুক্কা রে ভাই।

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

অনীনদিতা বলেছেন: শুভ ভালোবাসা দিবস:)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

একজন আরমান বলেছেন:
ভালোবাসা দিবস?
what the hell is this?

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

সিয়ন খান বলেছেন: ফাউল একটা দিবস। কাম নাই তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাও। এই টাইপ। X( X(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

একজন আরমান বলেছেন:
কাজ নেই তো খই ভাজ !

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

আমি ইহতিব বলেছেন: কোন তাৎপর্য নাই আরমান, বিশেষ করে প্রেমিকা না থাকলেতো আরো নাই ;)

তবু ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

একজন আরমান বলেছেন:
আপু আর মজা নিয়েন না। মেজাজ অনেক খারাপ।
আজকে ফোন বন্ধ করে রাখছি।

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

বটবৃক্ষ~ বলেছেন: ভালবাসা দিবস পাশ্চাত্য সংস্কৃতির একটি অংশ মাত্র। এটা আমাদের সংস্কৃতির বাইরে, তাই আমাদের এটা অনুকরণ করা উচিত নয়

ভালো বলেছেন...
এই দিবস কেন্দ্রিক অশ্লীলতার বিরুদ্ধে.... X( X( X(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

বটবৃক্ষ~ বলেছেন: তবে টাইটেল টা চেন্জ করা গেলে ভালো হবে মনেহয়...রচনা টাইপ মনেহচ্ছে...ডোন মাইন্ড:)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

আমি মাইন্ড খাই না এতো সহজে। :P
তবে টাইটেল চেঞ্জ করবো না। এটা আমার ২ বছর আগের লেখা। তাই সৃতি হিসেবে সামুতে দিয়েছি।
তাই টাইটেল চেঞ্জ করতে চাচ্ছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.