![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!
ভার্শন - ০১
তুমি আমায় মানুষ বলছো?
আমি তো মানুষ না,
মানুষ রুপী পশু !
তুমি যাকে ভালোবাসা বলছো,
সেটা মোটেই ভালোবাসা ছিল না !
সেটা ছিল নিতান্তই-
পশুর ক্ষুধা নিবারণ!
তুমি বড্ড বোকা,
আসলেই !
তুমি বড্ড বোকা !
তুমি কামনা আর ভালোবাসার-
তফাৎটাই বুঝলে না এখনও !
কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।
কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র !
আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।
যেদিন তোমায়-
হৃদয় দিয়ে ভালোবাসতে পারবো,
সেদিনই আমায় মানুষ বলো !
--------------------------------------------------------------------
ভার্শন - ০২
আমি আমায় মানুষ বলবো?
তুমি তো মানুষ না,
তুমি মানুষ রুপী পশু !
তুমি যাকে ভালোবাসা বলছো,
সেটা মোটেই ভালোবাসা ছিল না !
সেটা ছিল নিতান্তই-
পশুর ক্ষুধা নিবারণ!
আমি বড্ড বোকা !
কারণ?
আমি তোমায় ভালোবেসেছিলাম !
তুমি কামনা আর ভালোবাসার-
তফাৎটাই বুঝলে না এখনও !
কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।
কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র !
আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।
যেদিন আমায়-
হৃদয় দিয়ে ভালোবাসতে পারবে,
সেদিনই তোমায় মানুষ বলবো !
- একজন আরমান
৩০/০১/২০১৩
রাত ০৯:৫১:৪৩
সাইট লিংক
১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
একজন আরমান বলেছেন:
২| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আবৃত্তির সময় ভার্শন - ০১ ও ভার্শন - ০২ কি একই ব্যাক্তি আবৃত্তি করবে?
কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।
তাহলে বাকিদের কাজ কি
কবিতার আইডিয়াটা ভাল লাগছে।
১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
একজন আরমান বলেছেন:
না দুজন করবে। একজন পুরুষ আর একজন নারী।
আহাহাহাহা
আমি তো শুধু উৎপত্তির কথা বলেছি। বাকি কাজ তো অন্যদের।
ধন্যবাদ ভাইয়া।
৩| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
সপ্নাতুর আহসান বলেছেন: কবিতার আইডিয়াটা ভাল লেগেছে।
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:২১
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আহসান ভাই।
৪| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম এইবার বুঝিয়া পাইলাম
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:২১
একজন আরমান বলেছেন:
হেহেহে।
আপনি সিনিয়র হইয়া এতো দেরিতে বুঝলে ক্যামনে হইবে?
৫| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
বটবৃক্ষ~ বলেছেন: তুমি কামনা আর ভালোবাসার-
তফাৎটাই বুঝলে না এখনও !
কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।
"ভালুবাসা শিক্ষা"নামক পাঠ্যপুস্তকে সংযুক্ত করার জোর দাবি জানাচ্ছি.....
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:২৩
একজন আরমান বলেছেন:
চোখ মারা ভালো অভ্যাস না।
আপনি শিক্ষা মন্ত্রী হইলে অ্যাড কইরা দিয়েন।
৬| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, কবিতায় চমক খুঁজে পেলাম।
শুভকামনা..................
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:২৪
একজন আরমান বলেছেন:
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা কবি।
৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র !
আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।+++
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৩
একজন আরমান বলেছেন:
হুম। সেটাই !
৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।
কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র !
আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।
বেশ সুন্দর লাগলো লাইনগুলো।
ভার্শন ০১,০২ দেখে কেমন কেমন লাগলো। একের ভিতর দুই।
কবিতায় +++++
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪
একজন আরমান বলেছেন:
আবার জিগায়।
আইডিয়া টা কেমন লাগছে সেইটা বল।
৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:০৮
আমিনুর রহমান বলেছেন:
বাহ ! বেশ হয়েছে +++
কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৮
একজন আরমান বলেছেন:
হ্যাঁ। সেটাই !
ধন্যবাদ ভাইয়া।
আপনার ছবিটা অনেক ভালো লাগছে।
কোলে কি ভাস্তে নাকি?
১০| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০৬
এরিস বলেছেন: বটবৃক্ষ~ বলেছেন: তুমি কামনা আর ভালোবাসার-
তফাৎটাই বুঝলে না এখনও !
কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।
"ভালুবাসা শিক্ষা"নামক পাঠ্যপুস্তকে সংযুক্ত করার জোর দাবি জানাচ্ছি.....
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৯
একজন আরমান বলেছেন:
আপনারা কেউ শিক্ষা মন্ত্রী হলে এই উপকার টা করে দিয়েন।
১১| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১০
মামুন রশিদ বলেছেন: কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।
মগজজাত আর হৃদয়জাত দুটোই মানুষের দরকার, খুব বেশি দরকার । কোনটার মুল্য একে অপরের থেকে কম নহে ভাইডি
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪৩
একজন আরমান বলেছেন:
একদম সহি কথা ভ্রাতা।
কে জানি বলেছিল, " পুরুষের ভালোবাসা প্রকাশিত হয় নারীর শরীরের মধ্য দিয়ে !"
এই কথার অর্থ বুঝতে আমার কয়েক দিন লেগে গিয়েছিল।
১২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৩
ঘুড্ডির পাইলট বলেছেন: সকলেই যখন কষ্ট দিলো ! তুমি আর কেন বাকি থাকবে ?
তাই কষ্ট দেয়ার আনন্দ হতে তোমাকে বঞ্চিত করতে পারলাম না !
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪৩
একজন আরমান বলেছেন:
বাহ দারুন বলেছেন রাফাত ভাই।
১৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: যেদিন আমায়-
হৃদয় দিয়ে ভালোবাসতে পারবে,
সেদিনই তোমায় মানুষ বলবো !
দারুণ কথা কবি। অসাধারণ।
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪৬
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।
১৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:০০
আরজু পনি বলেছেন:
কি বলবো বুঝতে পাচ্ছি না ...
১৭ ই জুন, ২০১৩ রাত ১:০৪
একজন আরমান বলেছেন:
আপু আপনার মতো সিনিয়র ব্লগাররা কিছু না বলে চলে গেলে কি করে হবে?
১৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++
১৭ ই জুন, ২০১৩ রাত ১:০৬
একজন আরমান বলেছেন:
১৬| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:০৮
রাইসুল নয়ন বলেছেন: কবি!!!
ভার্শন থ্রী চাই!!!
আর আমি আপনার একজন ভক্ত!
সবসময় ভালো থাকুন।
১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:১৬
একজন আরমান বলেছেন:
ভার্শন থ্রি !
ভাই কি আমারে পচাইলেন?
১৭| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৩
রোজেল০০৭ বলেছেন: যা বোঝাতে চেয়েছেন, তা সবাই বুঝছে,কিন্তু কতজন মানবে?
১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৫২
একজন আরমান বলেছেন:
মানা না মানা সবার ব্যাক্তিগত ব্যাপার। আমার বলতে ইচ্ছে হয়েছিল আমি বলেছি।
১৮| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৩
সিয়ন খান বলেছেন: কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র !
আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।
দারুন বলছ
১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:২০
একজন আরমান বলেছেন:
একদম সত্যি কথা ভাই।
১৯| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৬
ক্ষণিকের আগুন্তক বলেছেন: কবিতাটি ছোট এবং সুন্দর।
১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৮
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আগুন্তক।
২০| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
বাংলার হাসান বলেছেন: সুন্দর।
১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৭
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
২১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৮
মাহতাব সমুদ্র বলেছেন: কাব্য ভাষায় হোক আদায় তোমাদের অধিকার
১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৩৩
একজন আরমান বলেছেন:
দারুন বলেছেন ভাই।
পশুরা মানুষ হোক এই কামনায়...
২২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:৪৬
রাইসুল নয়ন বলেছেন: আরমান ভাই!!
ভাই ভাইরে পচাইতে পারে?
আমি নতুন কিছু কি চাইতে পারিনা?
আপনার লেখা আমার ভালো লাগে।
ভালো থাকুন।
১৮ ই জুন, ২০১৩ রাত ২:১৪
একজন আরমান বলেছেন:
ওই মিয়া ভন্ডামি বাদ দেন। আমারে তুমি কইরা বলা বাদ দিলেন কবে থিকা?
২৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ৮:১৭
আমিভূত বলেছেন: কবিতার ব্যাপারে বলার কিছু নেই ! আপনি সবসময়ই ভালো লেখেন এবং এবারেরটা ভিন্ন রকম লেগেছে
সাইট নিজের করা নাকি কাঊকে দিয়ে করিয়ে নেয়া ?
আপনি এতগুলা ব্লগে লিখেন ?
১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৫২
একজন আরমান বলেছেন:
এতো সুন্দর মন্তব্য !
আমার সাইট আমারই করা।
আর ওয়ার্ডপ্রেসে কাজ করা সহজ।
আমি শুধু সামুতে লিখি আর সময় দেই। বাকিগুলোতে শুধু পোস্ট দিয়েই খালাস। কারো লিখা পড়া হয় না।
এই নিয়ে চতুর আর আলোর ব্লগাররা অভিযোগও করেছেন।
২৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৫
তন্দ্রা বিলাস বলেছেন: যেদিন আমায়-
হৃদয় দিয়ে ভালোবাসতে পারবে,
সেদিনই তোমায় মানুষ বলবো !
ওহ! দারুন লিখেছেন! আর আইডিয়াটা দারুন!
১৮ ই জুন, ২০১৩ রাত ১০:১০
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
২৫| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
নাছির84 বলেছেন: কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে..........এই কথাটা আপত্তি আছে। তবে..,,,,,,,,.যেদিন তোমায়-
হৃদয় দিয়ে ভালোবাসতে পারবো,
সেদিনই আমায় মানুষ বলো !.......এই লাইনে হৃদয় ভরে গেছে। ভাল লেগেছে।++++++++++
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৩
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
২৬| ২০ শে জুন, ২০১৩ ভোর ৪:২৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।
শুভ কামনা.......
২০ শে জুন, ২০১৩ ভোর ৫:৩২
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
২৭| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:০২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে আরমান ভাই!
২১ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।
২৮| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
আইডিয়া ভালই হইছে।
২১ শে জুন, ২০১৩ রাত ১২:৪০
একজন আরমান বলেছেন:
হে হে।
ধইন্না।
তোরে ফেবুতে পাই না কেন?
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: +