![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি বাসে সিট দখল করে,
আরামসে বসে আছেন।
একটা মেয়ে দাঁড়িয়ে আছে।
যদি মেয়েটাকে বসতে না দেন, আপনার নিজের
কাছেই খারাপ লাগবে। যতইহোক,
আপনি একটা তাগড়া জোয়ান, আর মেয়ে মানুষ
দুর্বল। তাকে বসতে দেওয়া উচিত। আর
আপনি যদি দাঁড়িয়ে মেয়েটাকে বসতে দেন,
মেয়েটা এবং ৪ পাশের মানুষ ভাববে,
আপনে বোধহয় লুল পাবলিক। মেয়ে দেখে মুগ্ধ
হয়ে সিট ছেড়ে দিসেন।
আপনার প্রেমিকার সাথে আপনি যদি কাটছাট
কথা বলেন(কখন খাইছো, কখন
ঘুমাইছো ছাড়া আর কিছু না বলেন) ,
প্রেমিকা ভাববে, আমার
প্রেমিকটা রোমান্টিক না। আর যদি কথায়
কথায় বলেন, জান! তোমাকেএই করতে মন চায়,
সেই করতে মন চায়, প্রেমিকা ভাববে, আমার
প্রেমিকটা তো দেখি পুরাই লুচ্চা টাইপের।
ধরুন আপনি একটা মেয়ে স্টুডেন্ট পড়ান,
আপনি যদি নিয়মিত সেজেগুজে যান,
হাসিমুখে কথা বলেন, স্টুডেন্ট ভাববে,
"ভাইয়া" মনে হয় আমার প্রতি কিছুটা দুর্বল।
আর যদি সাজুগুজু না করে যান, অপ্রয়োজনীয়
হাসাহাসি না করেন, স্টুডেন্ট বলবে, এই
টিচারের কাছে পড়বো না।আনস্মার্ট একটা।
কি আর বলবো!
পুরুষ জাতি ইজ ইন উভয়্সংকট!
২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬
কোড বলেছেন:
৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৮
মাহ্বুব হক বলেছেন: সহমত
৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৮
ডার্ক ম্যান বলেছেন: সহমত
৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৭
কোড বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৪
বেথুন বলেছেন: পুরা LOLL...