নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতার জয় হোক

কোড

মানবতার জয় হোক

কোড › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ:- হুমায়ুন স্যার।

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৮

টানা ২ দশকেরও বেশী সময় ধরে অামৃত্যু পর্যন্ত যিনি এপার বাংলা ওপার বাংলার সবচেয়ে জনপ্রিয় লেখক ছিলেন,তিনি r কেউ নন, তিনি অামাদের হুমায়ুন অাহমেদ।

খুব ছোট বেলা থেকে বইয়ের সাথে সখ্যতা, সেই সুবাদে দেশী বিদেশী অনেক লেখকের সাথে পরিচয়, কিন্তুু হুমায়ুন অাহমেদ, হুমায়ুন অাহমেদ_ই। তার তুলনা চলে না……

তার মতো এতো সাধারন পাঠক সৃষ্টি অার কেউ করে দেখাতে পারেনি, কলকাতায় অানন্দবাজার পত্রিকা একবার হুমায়ুন স্যারের লেখা ধারাবাহিক ভাবে ছেপেছিল,এবং তখন পত্রিকার কাটতি বেড়ে গিয়েছিল। পরে একটা হীন দৃষ্টি ভঙ্গির পরিচয় রাখতে তারা কোনো কারন ছাড়ায় এটা বন্ধ করে দেয়। পরে জানতে পারলাম তাদের লেখকগুলো যাতে ভাতে না মারা যায় তাই এহেন উদ্যেগ…।

হিমু বা মিসির অালী মানেই হুমায়ুন স্যার এটা মানতে অামি নারাজ। উনার যে ব্যাপার টা সবচেয়ে বেশী ভালোলাগে তা হল জীবন সম্পর্কে ভিন্ন চিন্তা। বিভিন্ন এ্যাঙ্গেল থেকে উনি জীবনকে চিত্রায়িত করেছেন কলমের তুলিতে… সোজা কথা তিনি পাঠককে মন্ত্রমুগ্ধের ন্যায় অাটকিয়ে রাখতে পারতেন তার বইয়রে পাতায়…

এবং পারবেনও সামনে………

বেহেশতোবাসী হোন স্যার………:((:((:(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.