নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতার জয় হোক

কোড

মানবতার জয় হোক

কোড › বিস্তারিত পোস্টঃ

সিগারেট এবং ধর্ষিতা ......।

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২

আমার সিগারেটের এসট্রেটা নীল রঙের। সিগারেটের টুকরো গুলো একদিন জীবন্ত থাকে।তারপর সব পরে থাকে কেমন নিথর হয়ে। অপেক্ষা করে কখন এদের জানালা দিয়ে উড়িয়ে দেওয়া হবে!

অথচ এদের প্রতিটি হয়ত আমার কোন না কোন কিছুর সাক্ষী ছিল।



রাত দুটো বেজে গেলে অঞ্জনদার গানের সাথে জ্বলেছিল কেউ। কেউ হয়ত নেহাত আমাকে একা থাকতে দেবে না বলে লটকে ছিল ঠোঁটে। মাসের শেষে এসট্রে ভরে যায়। কাগজের টাকা দিয়ে এদের কিনতে পাওয়া যায়। কিছুক্ষণ আমার সাথে থাকবে। ব্যাবহার করে রাস্তায় ফেলে দিব।



তাতে কোন অভিমান থাকে না। কোন ইতিহাস থাকে না। শুধু পাঁচ মিনিটের একটা গল্প।

সেই গল্প বুঝে শুধু ধর্ষিতা। তাদেরও কোন ইতিহাস থাকে না।

ব্যাবহার করে রাস্তায় ফেলে দিবে। শুধু পাঁচ মিনিটের একটা তামাশা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯

প্রিয় জন বলেছেন: আপনার প্রসব বেদনা বেশি মনে হইয়

২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫

কোড বলেছেন: কেন?

৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২০

প্রিয় জন বলেছেন: আপনি এই পোস্ট কত প্রদান করেছেন? প্রথম পাতায় একসাথে কয়টা পোস্ট করেছেন?

ব্লগের কিছু নিয়ম কানুন আছে সেটা জানেন না কি? সবাইকে সুযোগ দেওয়া উচিৎ নয়।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৯

কোড বলেছেন: না ভাই, আপনি একটু বলবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.