![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাকরির জন্য কোনো প্রতিষ্ঠানে সিভি দেওয়া হলে তারা আপনার সিভিটিকে অতি সামান্য সময়ের জন্যই দেখে। আর এ সময়ে তারা যেসব বিষয় লক্ষ্য করে, তার ভিত্তিতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে চাকরিতে আপনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। আর এ সময়ে তারা সিভির যেদিকে তাকায়, তার একটি মানচিত্র তৈরি করা হয়েছে একটি জরিপের মাধ্যমে। এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে বিজনেস ইনসাইডার।এজন্য গবেষকরা একটি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেছেন, যার নাম ‘আই ট্র্যাকিং’। এ পদ্ধতিতে ৩০ জন প্রফেশনাল নিয়োগকারীর চোখের নড়াচড়া লক্ষ্য করা হয়। এরপর সে রেকর্ডকে বিশ্লেষণ করে তারা সিভির কোন স্থানে তাকায় তা নির্ণয় করা হয়।এতে দেখা যায়, নিয়োগকারীরা অল্প সময়ের মধ্যেই আপনার নাম, বর্তমান টাইটেল ও প্রতিষ্ঠান, বর্তমান অবস্থান, চাকরি শুরু ও শেষ করার তারিখ, অতীতের অবস্থান ও প্রতিষ্ঠানের নাম, শেষ করার তারিখ ও শিক্ষার ওপর নজর দেন।দুটি সিভির যে স্থানে নিয়োগকারীরা সবচেয়ে বেশি তাকিয়েছে, তার ওপর ভিত্তি করে মানচিত্রও তৈরি করেছেন গবেষকরা।যেসব স্থানে নিয়োগকারীরা বেশি সময় তাকিয়েছে সে স্থানগুলো মানচিত্রে লাল রংয়ে চিহ্নিত হয়েছে। এ ছাড়াও কিছুটা কম তাকানো স্থানগুলো হলুদ ও নীল রংয়ে চিহ্নিত হয়েছে।
সূএঃ কালের কন্ঠ
২| ২২ শে মে, ২০১৪ রাত ১০:১৯
সুমাইয়া আলো বলেছেন: ফাউল ফাউল এবং ফাউল পোস্ট।
৩| ২৩ শে মে, ২০১৪ রাত ১২:০১
কোড বলেছেন: কেন?
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৪ রাত ৮:০০
কানা দাজ্জাল বলেছেন: B:-)