নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতার জয় হোক

কোড

মানবতার জয় হোক

কোড › বিস্তারিত পোস্টঃ

এয়ারটেল মেসেজ পাঠাইছে পীর সাহেবার সাথে ইফতার;);):P:P:P

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫২

এয়ারটেল মেসেজ পাঠাইছে, মেহজাবিনের সাথে ইফতার করতে ডায়াল করো *৫৫৫৫*৩৩*১# হ্যাঁ, দারুণ একটি অফার।

মেহজাবিনের মতো এত্ত বড় একজন পীরের সাথে ইফতার করা তো বিরাট সওয়াবের কাজ। তাছাড়া হাজারো তরুনের স্বপ্ন এই পীর সাহেবার মুরিদ হওয়া।

পীর সাহেবার সাথে ইফতার করতে পারলেই তো রোজা স্বার্থক। দুঃখের বিষয়, একজন তরুনও হয়ত এই স্বপ্নের অফারটি গ্রহণ করবে না।

এর কারণ কি?

দুটি কারণ আছে।

ইফতারে টাইম তো খুব অল্প।

--এই অল্প সময় পীর সাহেবার সাথে কাটিয়ে অল্প সওয়াবে কি তরুনদের মন ভরবে?

তাছাড়া, বর্তমান যুগ ইফতারের যুগ নয়, তাহাজ্জুদের যুগ।

তাই এয়ারটেল যদি আরেকটু মাথা খাটিয়ে অফারটা যদি এরকম দেয়, মেহজাবিনের সাথে তাহাজ্জুদ পড়তে ডায়াল করো *৫৫৫৫*৩৩*১# ব্যাস, কেল্লাফতে।

এই সওয়াবের সুযোগ কেউ মিস করবে না। তরুনরা লাখে লাখে এসএমএস করবে, নমরুদের নাকে যেভাবে ঝাঁকে ঝাঁকে মশা ঢুকেছিলো, সেভাবে ঝাঁকে ঝাঁকে এসএমএস করবে, শিলাবৃষ্টির মতো এসএমএস বৃষ্টি হবে এয়ারটেলে। .… এক ঢিলে তিনপাখি, এয়ারটেলেরও বিজনেস হবে, নীরবে নিভৃতে পীর সাহেবাকে কাছে পেয়ে মুরিদরা খুশি হবে আর পীর সাহেবাও সুখী হবে। …



সতর্কতাঃ এত্ত মুরিদদের সময় দিতে গিয়ে আবার পীর সাহেবা অসুস্থ হয়ে পড়তে পারে!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৮

হরিণা-১৯৭১ বলেছেন: যতসব হাউকাউ

২| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: দুর্দান্ত পোস্ট । হা হা ম গে! =p~ =p~

৩| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২২

মেহেদী_বিএনসিসি বলেছেন: একলগে সেহরী খাওয়ার কোন অফার নাই...... :P :P

৪| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৫

ধুম্রজ্বাল বলেছেন: না পড়লে এরকম যে লেখা যেতে পারে জানতেই পারতাম না।
হা হা ম গে!

৫| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৬

আমি ব্লগার হইছি! বলেছেন: লে হালুয়া!!!

৬| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২২

আদম_ বলেছেন: ওরে খাইছেরে..। পুস্টু স্টিকি করা হউক।

৭| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫২

বশর সিদ্দিকী বলেছেন: আমিও মুরিদ হইবার ছাই। এই অধমকে কি মুরিদ করপেন উনি :P

৮| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৪

নবীউল করিম বলেছেন: :) :D B-) ;) :-P =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.