নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা একা থাকাটা এখন সখে পরিনত হয়েছে ।নিজেকে নিজের মতো করে গড়তে চাই কিন্তু পরিবারের কারনে তা হয়তো সম্ভব নয় ।

আরমান হাসান সুভ

নিজেকে সবসময় ভালো রাখতে চাই

আরমান হাসান সুভ › বিস্তারিত পোস্টঃ

রোনালদোর হেটার্স

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯


"ব্যালন ডি অর" নির্বাচনে আমাদের দেশ থেকেও ভোট দেওয়া হয় তিনটা। ফুটবল দলের কোচ, দলের ক্যাপ্টেন এবং ক্রিড়া সাংবাদিক। কিন্তু দুঃখের বিষয় হল কি এদের প্রথম ভোট টা কখনো রোনালদো পায়নি এবং পাবেও না সে ক্ষেত্রে রোনালদো যতই ভাল খেলুক, ওরা সেই বিচার করেনা ওরা চোখ বুঝেই মেসিকে ভোট টা দেয়!
.
আমাদের দেশে রোনালদোর হেটার্স খুব বেশি, বিশেষ করে মিডিয়া গুলো।
.
খেলা চলাকালীন অবস্থায় যদি মেসি গোল করে ওরা সাথে সাথে নিউজ ছাপায় "মেসির গোলে বার্সা এগিয়ে" রোনালদোর বেলায় খেলা শেষে ছাপায় তাও অনেক কষ্টে ছাপায়।
.
মেসির মুখে থুথু দিছে সমর্থকরা এখন পর্যন্ত দু-একটা নিউজ পেপার ছাড়া এই খবর কেউ ছাপায় নি অথচ সেদিন রোনালদো বলেছিল "আমি আর পেনাল্ডু ডাক শুনতে চাই না" বিশ্বাস করুন রোনালদো কথা টা বলতে লেইট হইছে কিন্তু "প্রথম আলো" নিউজ ছাপাতে দেড়ি করে নাই, কারণ সেখানে "পেনাল্ডু" বলার সুযোগ আছে তাদের!
.
রোনালদো শিশু হাইদারের পাশে দাঁড়িয়েছে, সে হাইদারের ইচ্ছা পুরণ করেছে অথচ এত বড় একটা নিউজ, এত বড় মানবতার উদাহরণ এটা নিয়ে কোনো নিউজ পেপারেই নিউজ ছাপাতে দেখলাম না শুধু গতকাল দেখছি "ntv" এর অনলাইনে অথচ চারদিন আগের কাহিনী সেটা আর নিউজ ছাপাইছে গতকাল
.
ওরা শুধু মেসিকেই চিনি, মেসির পজিটিভ গুলোই তুলে ধরে, মেসির সব কিছুই প্রকাশ করতে জানে আর বিপরীতে রোনালদোর ভাল ভাল কাজ গুলো আড়ালেই পড়ে থাকে
.
হয়ত এজন্যই রোনালদো বলেছিল, "They Hate me because I'm too good"
.
আরো বলেছিল, "Your hate makes me strong, your loves makes me unstable"
.
আমরা গর্বিত তার ফ্যান হতে পেরে এবং ভালো থাকুক রোনালদোর হেটার্সরা সে দোয়াই করি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.