নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্য ডুবে গেলে
আমরা আয়োজন করি আলো জ্বালানোর।
একি! বিদ্যুৎ নেই?
কাপ্তাই যে বেদখল হয়ে গেছে তুমি জানো না?
তো গ্যাস, গ্যাস তো আছে …
তুমি কি আসলেই দেশে আছো, গ্যাস তো কবেই শ্যাষ
কেন দেশ না একসময় গ্যাসের উপর ভেসেছিল …
এখন হাওয়ায় ভাসছে
তেলের সন্ধানে বের হয়ে যা শুনলাম-
তোষামোদে নাকি তেল সব শ্যাষ!
কয়লার খোঁজে গিয়ে আমি তো তাজ্জব
কয়লাও চুরি হতে হয়?
চারশো বিশ নম্বর বারুদে দেশ ছেয়ে গেছে
তাই ম্যাচের কাঠিও জ্বলে না
আমাদের সম্মুখে এখন কঠিন অন্ধকার
আমরা কি আবার আদিম যুগে ফিরে যাবো
পাথরে পাথর ঘষে একটু আলোর আশায় …
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: অন্ধকার কেটে যাক, আলো দিয়ে ভরে যাক চারপাশ।