নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রহস্য - ৬
প্রেম আছে বলে তবু বেঁচে আছি
চোখ মেল, দেখো খুবই কাছাকাছি
ভুলে থাকো তবু আমি মনে রাখি
পত্র আর মন মাঝে ছবি আঁকি
দশ মাস নয় দিন সংখ্যা নয়
নিরালায় বোঝাপড়া পরিচয়
কর্ম আর ধর্ম করো আমি হীনা
অভিমান নেই কোন তবে কিনা
সাড়ে তিন হস্ত পদে চোখ বুজে
অভিনয় শেষ হয়। সব মুছে
পুনরায় ভোর হয় নব আলে
এভাবেই চিরদিন কালে কালে
- আরমান ০৬.০১.২০২৩
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।