| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চির উন্মাদ
আমি উন্মাদ, আমি উন্মাদ! আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধা!!- আমি পরশুরামের কঠোর কুঠার, নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার!
খুব বেশি সৃজনশীল চিন্তা থেকে এ বিষয় মাথায় এসেছে তা নয়। কিছুটা নিজেকে নিজে আয়নাতে দেখে ,কিছুটা সামাজিক পরিস্থিতিকে দেখা উপলব্ধি থেকে।আমি বেশি কিছুদিন আগে পুর্ণিমা রাতে উপলব্ধি করলাম চাঁদ দেখতে আমি সত্যিই ভুলেছি। গ্রামে গিয়ে বুঝলাম আঁকাবাঁকা মেঠ পথে অনেকদিন হাটা হয়নি আমার। আমি বোধ হয় খুব বেশি যান্ত্রিকই হয়ে গেছি। প্রযুক্তিগত উৎকর্ষের যুগে এসে মানুষ ক্রমাগত সম্মিলিত হচ্ছে অন্তর্জাল বা ইন্টারনেটের ছায়াতলে। আমিও তার ব্যাতিক্রম নয় তবে সেটা বড্ড বেশিই ভয়াবহ রূপ নিয়ে ফেলেছে। এটা আমার নিজের সমস্যা না রিতীমত আমাদের সামাজিক সমস্যাতেই পরিনত হয়ে উঠেছে। আমাদের নিত্তকার সামাজিক সম্পর্কগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ হয়ে আছে সেগুলো প্রকৃতপক্ষে আর মানবিক সম্পর্ক নেই। সেগুলো অমানবিকতার চরম পর্যায় স্পর্শ করার পাশাপাশি শিল্প সাঙ্গস্কৃতিক বিকাশের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। যার ফলে মানুষ আজ আমার মতই চাঁদ দেখতে ভুলছে। আঁকাবাঁকা মেঠপথে হাটতেও ভুলে যাচ্ছে। আমারা এতো বেশি এসব মাধ্যমে আসক্ত এবং এতো বেশি সামাজিক যোগাযোগ রক্ষা করছি যে আমাদের খুব কাছের হৃদয়ের অন্তরস্থ মানুষের সাথে যোগাযোগ দুর্বল হয়ে পড়ছে। আজকের সম্পর্কগুলোর টানপোড়োন মানুষের মুলযবোধের অবক্ষয় সব কিছুর জন্যই দায়ী এই যান্ত্রিকতা। মুক্তির উপায় দূরে নয় আমাদের কাছেই আছে।এক্টু গভীরে গিয়ে ভাবতে হবে শুধু । পরিশেষে বলতে চাই,
“যান্ত্রিকতা ফেরত নাও আরণ্যক ফেরত দাও”
২|
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৪
আলোর_পথিক বলেছেন: বেশ কিছু বানান ভুল আছে, সম্পাদনা করে বানানগুলো সংশোধ করে দিতে পারেন।
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৯
চির উন্মাদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২১
আলোর_পথিক বলেছেন: আপনার প্রকৃতির প্রতি মমত্ববোধ খুব ভাল লাগল। আপনার মনের আকুতি প্রকাশে কাব্যময়তা আছে, চেষ্টা করে যান নিশ্চয় আগামী লেখাগুলো আরও সুুন্দর হবে। আপনাকে ধন্যবাদ।