নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ শ্রমিক! কেবলই গেঁথে যাই শব্দের মালা।

অরণ্য মিজান

শব্দ শ্রমিক! কেবলই গেঁথে যাই শব্দের মালা।

অরণ্য মিজান › বিস্তারিত পোস্টঃ

আমাদের আমরা!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:০৭

রাজনৈতিক প্রাণী হিসেবে বাংলাদেশের জনগণ ৫ প্রকারের
১: সক্রিয় কর্মী যারা নিজ দলের সব কিছুরই সাফাই গাইবে এবং নিজের দলকে শ্রেষ্ঠ দল হিসেবে প্রচার করবে (যেটা তার নৈতিক দায়িত্ব
২. রাজনীতি সচেতন ব্যক্তিবর্গ যাদের নিজস্ব কোন দল না থাকলেও রয়েছে নিজস্ব রাজনৈতিক অবস্থান, যে কোন দলের ভালো কে ভালো এবং মন্দকে বলবে(সত্যিকার অর্থে দেশের ভাগ্য এদের উপর নির্ভরশীল) কোন এক অজ্ঞাত কারণে এরা বোবা হয়ে গেছে কিংবা হালুয়া রুটির ভাত বন্টনে ব্যস্ত।
৩. সুশীল সমাজ যারা যে ডোনারের খাবে তার গুণগান করবে। জনস্বার্থের গুল্লি মারি।
৪. শিল্প-সাহিত্যিক বা বুদ্ধিজীবী সমাজ যাদের কলম থেকে কখনো রক্ত কখনো আগুন বের হবার কথা কিন্তু এখন এদের কলম থেকে কেবলই তেল বের হয়।
৫ সবশেষে আমজনতা যারা হুজুগে বাঙালি, যাদের নিজস্ব কোন চাওয়া পাওয়া বা দৃষ্টিভঙ্গি নাই, মেয়াদান্তে ভোট দেয়ার সুযোগ পেলেই গণতান্ত্রিক অধিকার চর্চার আনন্দে বগল বাজায়। মুখে যোগ্য গুলোকে ভোট দেয়ার কথা বললেও বাস্তবে এরা তাকেই ভোট দেয় যার কাছে নগদ লক্ষীনারায়ণ কিছু পায়। সবচেয়ে বড় দুঃখের কথা এরাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কিন্তু সবাই হুকুমের দাস কিম্বা কারো না কারো আঙ্গুলের ইশারায় নাচে। সামান্য কথা টাকার বিনিময়ে ভোট বিক্রি করে আবার ওইসব নেতাদের কাছে ভালো কিছু আশাও করে।
সামান্য গোটা টাকার লোভে ভোট বিক্রি করবেন চোর বাটপারদের কাছে আর নিজের দুর্ভোগের দায় ঈশ্বরের উপর চাপাবেন

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:১২

অধীতি বলেছেন: শিরোনাম যথার্থ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৪০

সোনাগাজী বলেছেন:



আপনি কোন "কোন প্রকারের"?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৩

অরণ্য মিজান বলেছেন: ৫

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৪২

সোনাগাজী বলেছেন:



২ নং ক্যাটেগরীর লোকজনের শতকরা হার কেমন?

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:২৪

শূন্য সারমর্ম বলেছেন:

কোন ক্যাটাগরির ঠিক হলে দেশ আগাবে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৪

অরণ্য মিজান বলেছেন: ৫

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:২৫

শূন্য সারমর্ম বলেছেন:

কোন ক্যাটাগরির ঠিক হলে দেশ আগাবে?

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: টাকা দিয়ে ভোট কেনা এবং ভোট বিক্রি সমান গর্হিত কাজ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৭

অরণ্য মিজান বলেছেন: ভোটের আগে সবাই বলে যে যোগ্য তাকেই ভোট দিব কিন্তু শেষ পর্যন্ত ভোট দেয় তাকেই যার কাছ থেকে নগদ সুবিধা পায়।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: বুঝা যাচ্ছে আপনি বেশ অভিজ্ঞ মানুষ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৫

অরণ্য মিজান বলেছেন: না স্যার, আপনি যা ভাবছেন আমি তা নই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.