![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী । রাজাকারদের ফাসি দাও ।
অচেনা পাখিটি এলো কোন দেশে। পথ খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে ফেরার পথে এত সুখ এত শান্তির হাতছানি এলো কোথা থেকে। সত্যিই মনে হয় পৃথিবীর সব সুখ নিমীষের মাঝেই কাছে এসে ধরা দেয়। সুখ কারো এত হাতের নাগালে থাকতে পারে জানা ছিল না তো? বিশাল এই পৃথিবীর বুকে ক্ষুদ্র এই আমি। তবে কেন এত সুখের হাতছানি।
আমাদের এই ভালোবাসায় ভরা পৃথিবীটি একটি ছোট্ট নিবাস মাত্র। তাই সময়টা অনেক কম কিন্তু কাজতো অনেক বেশি। তাড়াতাড়ি সব কাজ শেষ করে আবার চলে যেতে হবে। এতটুকু সময়ের মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করা, সমাজে নিজের একটা অবস্থান তৈরী করা, পরিবারের ইচ্ছা অনিচ্ছকে মাথায় রেখে পথ চলা... আরো কত কিছু।
এত কিছুর মাঝে নিজের মন যে কি চায় তা তো ভুলেই গিয়েছিলাম। যখন মনে পড়ল যা করছি তা তো মন চায়না। মন চায়না তাতে কি, সমাজ আর পরিবার তো চায়। তাদের দেখানো পথে চলতে চলতেই তো মনকে ভুলে যাওয়া। তবে এখন মনে হয় সময় এসেছে মনের দিকে একটু ফিরে দেখবার। ফিরে দেখি মনপাখিটি তার নিজ ঠিকানায়। এত অবহেলার মাঝে সে নিজেই খুঁজে বের করেছে তার ঠিকানা। কিন্তু এ কি, মনপাখিটা এ কোন ঠিকানা খুঁজে বের করে? এ তো শান্তির নীড় বাধতে শুরু করেছে। সেখান পর্যন্ত আমি পৌঁছাবো কিভাবে। এ পর্যন্ত যেতে হলে তো এই মায়া ভরা খেলার পৃথিবীর নিয়ম ভাঙ্গতে হবে। তা তো কোন ভাবেই সম্ভব না। তাহলে যে এতদিনের গড়া রাজমহলে সীমাহীন শূন্যতার ভরা ডুবি আসবে। এখান থেকে আমাকে কে সাঁতরে পার করবে। এ কি আশ্চর্য, যার জন্য এ ভাঙ্গন সে বলে স্বপ্নের দেশে নিয়ে যাচ্ছি তোমায়, আস্তে আস্তে এগিয়ে এসো। সময় কিন্তু কম তারপর পৌঁছে যাবে যে যার নিজ ঠিকানায়। সীমাহীন শূন্যতা ভেবেই পা বাড়াও তবেই দেখতে পাবে সামনে সাজানো হয়েছে তোমার জন্য সুখের বাগান।
©somewhere in net ltd.