![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১০ সালের ৫ অক্টোবর ইউনূসকে সর্বোচ্চ এই সম্মান ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ দেয়ার বিল সর্বসম্মতভাবে পাশ হয়েছিল।
বিশ্বে দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে অবদান রাখায় গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. ইউনূসকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ১৯৭৬ সালে তাঁর প্রতিষ্ঠিত এই বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে তিনি দরিদ্রদের ঋণ দেওয়া শুরু করেন। এই ভূমিকার জন্য ২০০৬ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কারে পান।
যুক্তরাষ্ট্র হাউজের স্পিকার জন বয়েনার ও সিনেটের রিপাবলিকান ও ডেমোক্রেট দলের নেতারা এক যৌথ বিবৃতিতে জানান, ১৭ এপ্রিল এক অনুষ্ঠানে ড. মুহম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেযা হবে।
২০০৯ সালে ড. ইউনূসকে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম।’
২| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪
তোমোদাচি বলেছেন: অভিনন্দন ডঃ ইউনুস !!!
৩| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬
ফরেক্স ট্রেডার বলেছেন: অভিনন্দন
৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
অভিনন্দন
৫| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪
ডেনজারাসবয় বলেছেন: :-<
৬| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯
একরামুল হায়দার বলেছেন: অভিনন্দন ডঃ ইউনুস.
দারিদ্রতা বিমোচনে এদেশে গ্রামীন এর চেয়ে ব্রাক অনেক ভালো কাজ করেছে | ফজলে আবেদ খান আমেরিকা এর চামচামি করতে পারেননা বলে "কংগ্রেসনাল গোল্ড মেডেল" পাবেননা | এদেশে শিক্ষা এবং সাস্থ খাতে ব্রাক এর অবদান গ্রামীন এর চেয়ে হাজার গুনে বেশি |
৭| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫
শফিক১৯৪৮ বলেছেন: এবার তো একটা মহিলার গা জ্বালা আরো বেড়ে যাবে।
৮| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪
েবশী বুিঝ বলেছেন: দিনে দুপুরে আর কত ফাজলামি করবেন আপনারা।ইউনুস তেল মার খা।বাঙালী আমেরিকাকে চিনে কারে কি দেয়।
৯| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪
হৃদয় জিনিয়াস বলেছেন: আর কতো???? :-<
আমার একটা নুপেল দেয়ার ব্যাবস্থা করা যায়???
১০| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬
সমকালের গান বলেছেন: অভিনন্দন ডঃ ইউনুস!!!
সাথে যোগ করতে চাই সবাই মিলে ডঃ ইউনুস কে শাহবাগে যোগ দেবার জন্য অনুরোধ করুন। আমার বিশ্বাস তিনি আমাদের সাথে অবশ্যই আছেন, অবশ্যই থাকবেন।
জয় বাংলা।
১১| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯
এই আমি সেই আমি বলেছেন: আমরা দারিদ্র দূরীকরণের স্বপ্নের পোলাও খাচ্ছি আর উনার গলায় ঝুলছে বাহারী মেডেল ।
আবার কোন শক্তি নিয়ে মাঠে নামবেন নাতো । এটাই উনার মাঠে নামার প্রকৃত সময় । কারন পানি ঘোলা হতে শুরু করছে ।
১২| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩
মেহেদী হাসান '' বলেছেন: অভিনন্দন ডঃ ইউনুস!!!
এই ব্যক্তিটি সমালোচনের ধার ধারেন না। একজন ব্র্যাক ব্যাংকের কথা বললেন। জেনে রাখা উচিত, পৃথিবীর শত শত দেশের ব্যাংকগুলোর মতই ব্র্যাক ব্যাংকও ডঃ ইউনুসের মাইক্রো ক্রেডিট ফর্মুলা ব্যবহার করে।
১৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭
কলাবাগান১ বলেছেন: Norman Borlaug, Martin Luther King Jr., Elie Wiesel, Mother Teresa, Nelson Mandela, Aung San Suu Kyi and now Muhammad Yunus.
Become One of Seven People to Earn Top Three U.S. Civilian Awards-Presidential Medal of Freedom and the Presidential Citizens Medal, the Congressional Gold Medal
১৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০০
কলাবাগান১ বলেছেন: মজার খবর মেডাল ডিজাইন নিয়ে
Click This Link
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩
পাইলট ভয়েচ বলেছেন: আর কত পাবে