![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রংপুরের পীরগাছা উপজেলার বড় পানসিয়া গ্রামে এক অস্বাভাবিক চোখনিয়ে পুত্র সন্তান জন্ম হলে তা দেখার জন্য এলাকার লোকজন ভিড় জমিয়েছে।
তর্থ্য ও এলাকা বাসি সূত্রে জানা যায় উপজেলার বড় পানসিয়া গ্রামের ভ্যান চালক মমিনুলের স্ত্রী মমতাজ বেগম গতকাল গভীররাতে এক পুত্র সন্তান জন্মদেয়। এসময় দেখা যায় সন্তানটির কপালের উপরে ভ্রুবিহীন দুইটি চোখবের হয়ে উপরের দিকে চেয়ে আছে। এই ঘটনা রাতেই এলাকায় ছড়িয়ে পড়লে কঠিন শীতকে উপেক্ষা করে শিশুটিকে এক নজর দেখার জন্য এলাকার আবাল বুদ্ধ সহ মানুষের ঢল নামে। এব্যাপারে আমাদের প্রতিনিথি ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষকরে সত্যতা পায়। এই রিপোট লেখা পর্যন্ত শিশুটি ও তার মা সুস্থ্য রয়েছে বলে তার পরিবার থেকে জানান,তারা আরো জানান তার একটি কন্যা
সন্তান রয়েছে। তবে তাকে ভাল চিকিৎসা করার মত অর্থ তার পিতার নাই । এই ব্যাপারে এলাকার নাম প্রকাশে অনইচ্চুখ অনেকেই জানান শেষ জমানায় আরো কত কিছু দেখতে পাবো। এলাকা বাসির দাবী এই অসহায় গরীব পরিবারে যেহেতু একমাত্র পুত্র সন্তান জন্ম নিয়েছে এবং তার শরীরের অন্য্ান্য অঙ্গগুলি ঠিক আছে তবে তাকে অনতিবিলম্বে ভাল চিকিৎসা করার মত অর্থ তার পিতার নাই। তাই কোন স্বহৃদয়বান ব্যক্তি,প্রতিষ্ঠান,এনজিও বা সরকারীভাবে প্রসুতি ও অবলা শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করার জোর দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।
©somewhere in net ltd.